এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:১৭487639
  • আচ্ছা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাটি এখন কী করছেন? কোন গণ আন্দোলন? মূল্যবৃদ্ধি বা কৃষক আন্দোলনের ইস্যুতে? বিভিন্ন জায়গায় বাংলার বর্তমান শাসকদলের দাদাগিরির বিরুদ্ধে কিছু? শিক্ষক আন্দোলনের সমর্থনে?  এমপ্লয়মেন্ট বৃদ্ধির দাবিতে? পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে?  খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া ইত্যাদি? জনস্বাস্থ্য? 
    বিজেপির ক্রমাগত সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে?
    আব্বাস নিশ্চয়ই কিছু করছেন, সেবার আবাপ'র সুমন দে'কে স্ট্রেট ব্যাটে খেলেছিলেন। এখন কী করছেন?
  • hihi | 65.175.106.2 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:১৭487638
  • আরিব্বাস! খোদ হ্যাচার সায়েব ট্রান্সলেট কল্লেন নাকি?
     
    কোটপ্যান্টুল বানাতে দিন। বিলেত থেকে ডাকবে ত! খচরমচর করে ইঞ্জিরি বলতে হবে।
  • এলেবেলে | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২২:১১487637
    • উঁহু! | 2402:3a80:136e:ea99:0:73:9805:2101 | ২৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫৯487552
    • ওই অনেকটা এলেবেলের বিদ্যাসাগরচর্চার লেভেলে হয়েছে ব্যাপারটা।  ওরকম এক বিশাল শূন্যকুম্ভ মুখোশ উন্মোচন সিরিজ ( যার মধ্যে অধিকাংশ অভিযোগই এলেবেলে, অল্প কিছু সঙ্গত) তাপস দাশও নামাবেন না আশা করা যেতে পারে। 
      ...
      কেউ লাইন ধরে ধরে সমালোচনা নামালে এ লেখারও রঞ্জন রায়ের সমালোচনার মত লেখার চেয়ে বড় কাউন্টার লেখা নেমে যাবে! 
    এটা জনৈক পোঁদপাকা সাইত্য সমালোচকের উক্তি। আলুচানা হচ্ছে বুগু-শীমু-দেবযান-মানিক নিয়ে। সেখানে অকারণে আমাকে গুঁজে দিয়ে কী আনন্দ পান? তাপস দাশের লেখার সমালোচনা করবেন করুন, তার ক্রস রেফারেন্সে আমাকে অকারণে টানা কেন?
     
    লেখা প্রকাশিত হয়ে গেছে। কেউ গ্রহণ করবেন, কেউ বর্জন করবেন। সেটাই স্বাভাবিক। তাতে পসেসিভ হওয়ার কিছু নেই। কিন্তু এই অযথা পোঁঙাপাকামি না করলে হয় না? রঞ্জনবাবুর সমালোচনাকে ধ্রুবসত্য জ্ঞান করছেন নাকি তাঁর ন্যারেটিভটা পচুন্দো হয়েছে?
     
    খ-কে যথোচিত সম্মান দিয়ে ওই সমালোচনার পাল্টা কাউন্টার আমি করিনি। রঞ্জনবাবুকেও সম্মান জানিয়েছি। সেখানে খামোখা আমাদের মধ্যে প্যাঁচ কষানোর বদবুদ্ধি কেন?
     
    আমি গুরুর ঘরের লোক নই, হতেও চাই না। গুরু আমার বই ছাপবে না, আমিও গুরুকে বই ছাপার কথা বলব না। এসব তো ঘোষিত বিষয়। তবুও অ্যাতো চুলকুনি কেন? লেখাটা প্রকাশিত হওয়ার সময় কোথায় ছিলেন?
     
    আমিও ইন্দ্রাণীদির মতো বলি - যা বলার সরাসরি আমাকে বলবেন।
     
    ও হ্যাঁ, আপনাদের মতো পোঁদপাকাদের মুখে আগুন দিয়ে বইটার ইংরেজি সংস্করণ প্রকাশিত হবে। অন্তত তার মলাটটা দেখে গায়ের ঝাল মিটিয়ে নিতে পারেন। 
     
    ধন্যবাদ।
  • kc | 188.236.190.120 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:৪০487636
  • আনন্দবাজার পড়ে ছিপিএমের মূল্যায়ন জানতে হবে রবীন্দ্রনাথকে নিয়ে? সত্যি করে বলুনতো অতটা খারাপ অবস্থা হয়েছে নাকি আমার?
  • বাব্বা | 216.244.74.202 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:২০487635
  • ঘুম থেকে উঠেই ছিপিয়েমকে দিফেন্দ করতে চলে এলেন নাকি কেসিবাউ? এটা আনন্দবাজারের সম্পাদকীয়। এত বড় কাগজ কি মিথ্যে লিখেছে?
     
    ই বার পঁচিশে বৈশাখ যে মালাটি পরিবেন রবি ঠাকুর, তাহা অর্জন করিতে কবিকে বিস্তর পথ হাঁটিতে হইল। প্রমাণ করিতে হইল, বাঙালি জাতির আগাপাশতলায় নিজ প্রভাব তিনি এত দিন অটুুট রাখিতে সমর্থ। তিনি যে ‘বুর্জোয়া’ নহেন, অন্তত কেবলই ‘বুর্জোয়া’ নহেন, সেই লড়াই লড়িতে হইল। পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ১৪২০ বঙ্গাব্দে কবির জন্মদিনে তাঁহার প্রতিকৃতিতে মালা দিবে। অর্থাৎ বিদেশিদের নিকট তেরো সংখ্যাটি কুলক্ষণা হইলেও রবীন্দ্র-সংস্কৃতিতে ইহা শুভসূচক। উনিশশো তেরোয় আসিয়াছিল বিশ্বসেরা সাহিত্য পুরস্কার। দুই হাজার তেরোয় আসিল সি পি আই এম সম্মান! দ্বিতীয়টি কোনও অর্থেই হেয় নহে, কমিউনিস্ট পার্টির বিষম গুরুতর আত্মবীক্ষণ প্রক্রিয়া হইতেই তাহার উৎসারণ।
    ভারতীয় কমিউনিস্ট পার্টির এই গুরুতর আত্মসচেতনতা এবং তদুপযোগী সুগম্ভীর সাংস্কৃতিক বিবেচনা যখন শিখর স্পর্শ করে, সেই উনিশশো চল্লিশের দশকের শেষে ভবানী সেন সুবিখ্যাত প্রবন্ধটি লেখেন, যাহাতে ঘোষিত হয় রবীন্দ্রনাথ এক জন পুরাদস্তুর ‘বুর্জোয়া’ সাহিত্যিক, তাঁহার রচনা বিপথদিশারী, ‘আবর্জনা’য় নিক্ষেপযোগ্য। বাস্তবিক, কমিউনিস্ট রবীন্দ্র-বীক্ষার এই ধারাটি এই প্রবন্ধেরই দান! তৎপরে গোপাল হালদার, সুশোভন সরকার প্রমুখ চিন্তকরা রবীন্দ্র-সাহিত্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়াছেন, কিন্তু তদ্দ্বারা কমিউনিস্ট-রবীন্দ্রবিরোধিতার ধারাটির পরিবর্তন হয় নাই। আশির দশকে পশ্চিমবঙ্গের বিদ্যালয়-স্তর হইতে ‘সহজ পাঠ’ উঠাইয়া দিবার সময়ও বিপ্লবী মতাদর্শের সহিত রবীন্দ্ররচনার ‘জমিদারি’ সংস্কৃতির দূরত্বের দোহাই দেওয়া হয়। ব্যক্তিগত ব্যতিক্রম অবশ্যই আছে। ২০১১ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিলাপ শোনা গিয়াছিল, হায়, দলের ‘বামন’-সুলভ নেতাদের দৌলতেই দলে রবীন্দ্র-হেনস্তার এই রমরমা। তবে গণতন্ত্রচারী ভূমিতে বিপ্লবী মতাদর্শই তো শেষ কথা নয়, সবার উপরে আছে ভোটের বালাই। তাই বড় নেতারা যাহাই বলুন না কেন, ১৯৬১ সালে রবীন্দ্রশতবর্ষেও চুপচাপ নানা অনুষ্ঠানে মাতিয়া উঠেন ছোট নেতারা। ১৯৭৭-পরবর্তী বাংলায় পাড়াতুতো কমিটিগুলি (র)বীন্দ্র-(সু)কান্ত-(ন)জরুল সন্ধ্যার আয়োজন শুরু করে। দুর্জনে বলিয়া থাকেন, বাম প্রতিপত্তি-সূর্য মধ্যগগনে থাকিবার সময় এমন স্লোগানও নাকি বাঙালি শুনিয়াছে, ‘রবীন্দ্রনাথকে বিশ্বকবি করল কে/ সি পি এম, আবার কে!’ ২০১৩ সালের এই মালাপ্রদানের সিদ্ধান্তের পশ্চাতেও যে প্রতিপক্ষ শাসক দলের রবীন্দ্র-বন্দনার হিড়িকই প্রধান কারণ, তাহা বলিয়া দিতে হয় না। স্পষ্টতই, রবীন্দ্র-প্রতিকৃতিকে ফুলমালার ডোরে বরিয়া লইবার এই দুঃসাহসী সিদ্ধান্ত আসলে রবীন্দ্রনাথের পুনর্মূল্যায়ন নহে, নিজেদের ম্রিয়মাণ জনগণ-ভিত্তিটিরই পুনর্মূল্যায়ন। অনেক দিনের অবজ্ঞা ও অনবধানের সংশোধন। দলের নেতৃ-অঙ্গের সহিত গণ-অঙ্গের পুনর্যোজন। ফাঁকতালে একটি অতিরিক্ত মালা পাইয়া গেলেন কবিবর।
     
  • | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:২০487634
  • আজকের বড় খবর হল কানহাইয়াকুমার  কংগ্রেসে যোগ দেবার আগে তার নিজের পয়সায় লাগানো এসিটা খুলে নিয়ে গেছে। 
    এর দেখি পরিবেশ নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই। 
  • kc | 188.236.190.120 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২১:১০487633
  • ওসব সোর্স পাওয়া যায়না, 'জঙ্গলের প্রাচীন প্রবাদ'এর মতন ঘুরে বেড়ায়। রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলার ভবানী সেন'এর প্রবন্ধটি নিশ সেগমেন্টে ঘুরে বেড়ায়, তার রিজয়েন্ডারটা নিশেষ্ট সেগমেন্টেও পাওয়া যায়না। 
     
    জঙ্গলের .......
  • Ranjan Roy | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৫487632
  • এক্ষুনি তো হাতের কাছে কিছু নেই। কিন্তু বইটির ভূমিকায় কবি যুগান্তর চক্রবর্তীর বক্তব্যে তার ইশারা আছে। কিছু পত্র  এবং ডায়েরির অংশ প্রকাশ না করার কথা রয়েছে। আর আশির দশকে পত্রিকায় বেরিয়েছিল যে এসব প্রকাশিত হলে জনগণ ভুল বুঝতে পারে।
     আমার ব্যক্তিগত মত --পার্টির আশংকা অমূলক নয়। আজ আমরা যত সহজে মানিকের কালীভক্তি নিয়ে কথা বলছি আশি-নব্বুইয়ে কি সহজ ছিল? সুভাষ চক্কোত্তির কালীকে অর্ঘ্য দেয়া বা------ আমি প্রথমে ব্রাহ্মণ, তারপরে বাঙালি তারপরে কমিউনিস্ট --বক্তব্যে কত ঝড় বয়ে গেছল মনে করুন।
    অথবা তাঁর জন্মদিনের ব্যাশে মিঠুন্দার নাচানাচি নিয়ে সমালোচনা? আসলে তখনও কোল্কাতার বাম সমাজ অনেকটা বেহ্মজ্ঞানী গোছের ছিল।  তাই সল্ট লেক স্টেডিয়ামের উদ্ঘাটন এবং নেহেরু গোল্ড কাপে আর্জেন্টিনা -পোল্যান্ডের ম্যাচের সময় দুজন কন্ট্রাক্টরের নাম পদ্মশ্রীর জন্যে রেকমেন্ড করায় সবাই কেমন ইস ইস করে উঠেছিল?
    অন্যে পরে ক্যা কথা-- এই গুরুর পাতায় দুয়েক বছর আগে যখন বললুম রুশ ভাষাবিদ নীরেন বাবু রবীন্দ্রনাথকে পার্টি বুর্জোয়া কবি বলায় তার বিতর্কে পার্টি ছেড়েছিলেন--পিটি রেগে গেলেন, মানতেই রাজি হলেননা পার্টি কখনও অমন স্ট্যান্ড নিয়েছিল।
    একবার বললাম গণশক্তিতে লিঙ্গবৃদ্ধির বিজ্ঞাপন মানায় না, তো হানু খচে গিয়ে ডিফেন্ড করতে লাগল যে মমতা বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে তাই --! অবশ্য  কিছুদিন পরে গণশক্তি ওই বিজ্ঞাপন বন্ধ করে দেয়।
    আমার ব্যক্তিগত মত--পার্টি বা তার ঘনিষ্ঠরা প্রকাশ করা আটকে থাকলে ঠিকই করেছিল। ডায়েরি চিঠিপত্র ব্যক্তিগত ব্যাপার। এগুলো পার্টিকে লেখা অফিসিয়াল চিঠি না। প্রেক্ষিত বাদ দিয়ে দুমদাম ছেপে দিলে অবশ্যই ভুল মেসেজ যেত, বিশেষ করে যখন  নিজের পক্ষ খোলসা করার জন্যে মানিকবাবু বেঁচে নেই।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:9961:362:d2b0:cdd2 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ২০:২৫487631
  • চেপে দেওয়ার খবরের সোর্সটা আমিও জানি না। রঞ্জন দিলে খুশী হব।
  • সেই ট্রাডিশান | 192.34.82.122 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৩487630
  • মানিক বন্দ্যো লিখেছিলেন সিপিআই ভারতের মানুষের মন বোঝে না। তারা লেনিন-স্ট্যালিন কপচায়। সিপিয়েম সেই ট্রাডিশান ধরে রেখেছে। বোদাগুকে দেখে আশা জাগে ফুটকিরা গোল্লা পেয়েও সেই ট্রাডিশান ধরে রাখবে। খিকখিক।
  • যদুবাবু | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৯:১১487629
  • দুই লেখকের মধ্যে কে বেশী এই নিয়ে তক্কো দেখলেই একটা অ্যানেকডোট/চুটকির কথা মনে পড়ে যায়। আবহাওয়া একটু শান্ত হয়েছে দেখে দিলুম। 

  • hehe | 76.72.161.76 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৯487628
  • শূন্যে নেমেও নজ্জা নেই, হালতু পার্টি অ্যাকুনো গরিলার মত বুক থাবড়ে প্রোমান ডাও প্রোমান ডাও চিল্লিয়ে বেড়াচ্ছে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.202 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৮:১২487627
  • মানিক সহ , আরো অনেকের  অর্থ কষ্টের কথা শুনলে সত্যি ই খুব লজ্জা করে। আমার পরিবারেই বুদ্ধিজীবির এবং শ্রমজীবীর এবং অন্য নানা পেশার মাউষের মধ্যবিত্ত ব্যাপক অর্থকষ্টের গল্প আছে আমার আগের প্রজন্মেই, তার থেকে অবসাদ ও মৃত্যুর ঘটনাও আছে , অল্প কদিন আগেই, কিন্তু তাও মানিক , সুভাষ, জীবনানন্দ, আরো কত লোকজন কত নানা সমস্যায় ছিলেন এগুলো ভাবলেই খারাপ লাগে। 
    হ্যাঁ রঞ্জন দা সোর্স দেবেন, বিশেষ করে চেপে দেওয়ার খবরের সোর্স। 
     
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • Ranjan Roy | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৭487626
  • মানিক বন্দ্যোর ডায়েরি ও চিঠিপত্র নিয়ে তাঁর কবিবন্ধু তথা শ্যালক যুগান্তর চক্রবর্তীর সম্পাদিত বইটি প্রকাশিত হয়েছে কয়েক দশক আগে। কোথাও পড়েছিলাম এই সংগ্রহটি অনেকদিন পার্টির নির্দেশে চেপে রাখা হয়েছিল। আমার কপি ভিলাইয়ে রাখা আছে , নইলে পাতা সংখ্যা দিয়ে গোটা দুই উদ্ধৃতি দেয়া যেত।
    শেষ জীবনে ক্রমাগতঃ হাসপাতালে ভর্তি হচ্ছেন, মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে আসছেন, ভাবছেন আর মদ ছোঁবেননা। কিন্তু কোথায় কী?
    এই অবস্থায় মাকালীর শরণ নিলেন। ভাবলেন মায়ের দয়ায় বেঁচে উঠেছেন, মা এবার মদও ছাড়িয়ে দেবেন। তাঁর যে আরুও বাঁচা দরকার। অনেক অসমাপ্ত লেখা পড়ে রয়েছে যে!
    এদিকে জেনে গেছেন ওনার এপিলেপ্সি সহজে সারার নয়। আর্থিক অবস্থা খুব খারাপ, পুণেতে আবহাওয়া অফিসের বড়কর্তা বড়দা খালি চিঠি লিখে গার্জেনি ফলান, নীতিপুলিশের কাজ করেন, কিন্তু একটা ্টাকা দিয়ে সাহায্য করেন না। নিজের ভাল চিকিৎসার জন্য মাসে একশটি টাকা চেয়েছিলেন। পান নি। কড়া সেডেটিভ  ও মদ খেয়ে লিখে চলেছেন। বাবা-মা সঙ্গে আছেন।  দু'একবার মনে হোল মায়ের দয়ায় শরীর ভালো হচ্ছে, মদের নেশাও কেটে যাচ্ছে। কিন্তু সেসব নিভে যাওয়ার আগে শেষবারের মত---।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.140.229.202 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৩:১৫487625
  • দন্ডকারন্য রিফিউজি ইত্যাদি প্রসঙ্গে মনে হল, মহুয়া মাঝি, ম্যাঁয় বরিশাইল্লা কেউ পড়েছেন নাকি। 
     
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • Abhyu | 47.39.151.164 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:৫৪487624
  • দিকে দিকে নয়, চারি দিকে :)
    তবে কিনা রাস্তায় একটা ছাত্রকে পাকড়াও করে এমনধারা বাক্যালাপ?
    আমাদের কোএড স্কুলে একটা নিয়ম ছিল, মেয়েদের ঠ্যাঙাতেন নমিতা মিস। দু একজন ছেলে যারা ওনার থাপ্পড় খাবার সৌভাগ্য অর্জন করেছিল তারা বলত যে দুটো চড় সহ্য করতে পারলেই হয়, তিন নম্বরটাতে অজ্ঞান না হয়ে উপায় নেই।
    আর ছিলেন চিন্ময় স্যার। বেঞ্চের একজনকে একটা থাপ্পড় মারলেন, বাকি তিনজন অন্যদিকে হেলে পড়ল।

    তবে এনারা সাধারণতঃ দু তিন বছর অন্তর একবার মারতেন। আফটার অল, পুলিশে চাকরি তো আর করতেন না?
  • r2h | 2405:201:8005:9947:8e7:957f:109f:895c | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৪487623
  • আমাদের শহরে যে 'সবচে ভালো' হিসেবে পরিচিত দুটো স্কুল ছিল তার মধ্যে একটা বাংলা একটা ইংরেজি, দুই প্রতিপক্ষ স্কুল। আমি বাংলাটায় পড়তাম।

    পরবর্তী কালে মা মাঝে মাঝে দুঃখ করতো, বাংলা মাধ্যম স্কুলে পড়াবো বলে এমন একটা স্কুলে ভর্তি করলাম যেটা মধ্যযুগীয় রক্ষণশীলতার চাষজমি (আজকাল স্কুলের অনুষ্ঠানে ছেলেমেয়েরা এবিভিপি'র ছোট ছোট পতাকা নিয়ে পোজ দিয়ে সেলফি তোলে)। আর আমিও বয়ঃক্রমে উপনীত হওয়ার পর ভাবতাম ঐ প্রতিপক্ষ স্কুলে কেমন সুন্দর ছেলেরা আর মেয়েরা পাশাপাশি বসে, কী আপদ জায়গায় এসে পড়লাম।

    ইনফ্যাক্ট আমাদের এক স্যর, সম্প্রতি তিনি পরলোকগমন করেছেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, একবার আমাকে রাস্তায় পাকড়াও করে বলেছিলেন, নাগিনীরা দিকে দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। আমি মনে মনে ভাবছিলাম, স্যার, নাগিনীরাও তো আপনার ছাত্রী, ওদেরও যথোপযুক্ত সাবধান করেন তো? 
    কিন্তু আমি এমনিতে আমি যেমনই হই, ওমনিতে আমি ভালো ছেলে ছিলাম, তাই এসব ব্যাদড়ামো করিনি।
  • | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:৪০487622
  • অনেক ধন্যবাদ রমিত। বলে দিলাম। এমনিতে কাল বলার পরে খানিক ঘেঁটে দেখেছেন। স্যামসাঙএর অ্যাডভান্সড ভার্সানগুলো আর আইফোন উৎকট দাম। বাকী রেডমি পোকো ইত্যাদি দামের দিকে ঠিক। পিক্সেলের কথা বলে দিলাম। 
    আবারো ধন্যবাদ।
  • Abhyu | 47.39.151.164 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ১০:১৫487621
  • নিন একটা গান শুনুন। আমার মনে হয় কবি ও গায়ক উভয়েরই অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি
  • Ramit Chatterjee | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪০487620
  • @দ, রেডমি নোট 10 প্র ম্যাক্স আর পোকো এক্স 3 এর cam পারফরম্যান্স বেশ ভালো , আলো সঙ্গত করলে আরো ভালো। আরেকটা করা যায় গুগল ক্যামেরার মডেড ভার্সন ইনস্টল করে নিলে। তাহলে লো লাইট পারফরম্যান্স আরো ভাল হয়ে যায়। একটু গুগল সার্চ করে নিতে হবে সেজন্য। XDA ফোরামে ভালো মডের হদিস পাওয়া যায়।
     
    আর পিক্সেল 4এ এবং আইফোন 12 এর ক্যামেরা লো লাইট, ব্রাইট লাইট সব সময়ই খুবই ভালো। সেদিক থেকে দেখতে গেলে স্যামসাং s সিরিজের ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরাও খুব ভালো। এর মধ্যে 4a এর দাম সবচে কম।
  • ইন্দ্রাণী | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:২২487619
  • সে ধরেন গিয়ে | 2405:8100:8000:5ca1::164:270a | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩০

    এই টুপন্যাস ও আগের টেখাসমূহ আপনি মন দিয়ে পড়েন/পড়ছেন, মনে রেখেছেন জেনে সত্যিই ভালো লাগল। অনেক ধন্যবাদ। টুপন্যাসের নিচে লিখলে আরো ভালো লাগত।
    ২য় পর্বে, কিছু মতামতের পরে নিজেই জানিয়েছিলাম, পুরোনো কিছু টেখার অংশ এই আখ্যানে আসবে। সে জন্য সমালোচিত হতে আমি রাজি।
    আপনি এই পুরোনো টেখার অংশ এই আখ্যানে আসার কথাই কি বলতে চাইলেন?

    দেখুন, অযাচিত প্রশংসা যেমন পাই, নিন্দাও পাবো। কেউ না চাইতেই দু হাত বাড়িয়ে গ্রহণ করবেন, কেউ ফেলবেন বাতিলের ঝুড়িতে- এতো হবেই।
    যা বলার সরাসরি বলবেন। সবসময়। কোনো অসুবিধে নেই।
     
  • bodhisattvagc dasgupta | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৪487618
  • সৈকত (দ্বিতীয়) বন্দ্যোপাধ্যায় নাম টা আর বিষয়টা শুনে ভালো লাগল । খোঁজ নেব। 
  • Tim | 2603:6010:a920:3c00:5d09:d6ce:f3c2:8759 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৫487617
  • ধুর, কিছুই অত পরিকল্পনা মাফিক কিছু না। লোকে নিজের থেকেই ইংরেজি মিডিয়ামে শিফট করতে শুরু করেছে, তাও অনেকদিন হলো। সেই মাতৃভাষা মাতৃদুগ্ধের সময় থেকেই কলকাতায় এই প্রবণতা ছিলো চোখে পড়ার মত। তখন কি বাংলা স্কুলের অভাব ছিলো না সেখানে পড়ালেখা হতনা ? এইযে এখন লোকে কথায় কথায় প্রাইভেট হাসপাতালে যায়, অনেক সময় এমনকি খবরটুকুও নেয়না যে সরকারি হাসপাতালে কিছু ভালো হচ্ছে কিনা, এও সেরকম। 
     
    আমার স্কুলের হো অ্যা গ্রুপে রোজ এই এক হাহুতাশ, সোনার ইশকুলটা নষ্ট করে দিলো গা। অথচ এই স্কুলগুলো যখন ভালোভাবেই চলছিল তখনও এদের দাদা দিদিরাই প্রাইভেট স্কুলে বাচ্চাদের ভর্তি করেছে। 
  • | 2601:247:4280:d10:c428:8a11:7fa7:efbf | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩২487616
  • তো অ ধ  অভ্যু:-)
  • সে ধরেন গিয়ে | 2405:8100:8000:5ca1::164:270a | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩০487615
  • "অরণ্যদা, নাস্তিক পন্ডিতের ভিটা এত কাঠখড় পুড়িয়ে আনালাম, কিন্তু পড়ে হতাশ। বহু জায়্গায় একই জিনিস রিপিট করে লিখে গিয়েছেন লেখক। ঘুরে ঘুরে। " - 
    আপনাদের ইন্দ্রাণীর উপন্যাস যেটি বেরুচ্চে এখন আপনাদের সাইটে সেটিতেও তাই। এক জিনিষপাতি ঘটনাক্রম উপমা ঘুরে ঘুরে আসছে দেখছি। সে ব্যালায়  রিপিট বলে বাতিল করবেন বলে মনে হয় না। তখন নিজেদের ঘরের লোকের প্রশংসা করবেন ঠিকই।
  • aranya | 2601:84:4600:5410:b109:ac0f:4dde:5335 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৪487614
  • বাংলা মাধ্যম স্কুল গুলো পরিকল্পনা মাফিক ধ্বংস করা হল। 
  • Tim | 2603:6010:a920:3c00:5d09:d6ce:f3c2:8759 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৪487613
  • ঘুঘুর গল্প আর ছবি বেশ ভালো হয়েছে @ হুতো দা । 
  • Abhyu | 47.39.151.164 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:২৩487612
  • (দে)ব (সা)হিত্য (কু)টীর = দেসাকু
  • | 2601:247:4280:d10:c428:8a11:7fa7:efbf | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৯487611
  • বই পড়ার সময় কমে গেছে।বইয়ের বদলে হাতে ফোন নিয়েই সময় বেশি ভালো কাটে:-)
  • aranya | 2601:84:4600:5410:b109:ac0f:4dde:5335 | ২৮ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৮487610
  • আমার চেনাশোনার মধ্যে, বাংলা বই কেউ পড়ে না। একটু আধটু ফেলু দা, কাকাবাবু। ইংরেজী বই অপেক্ষাকৃত বেশি পড়ে । এরা ​​​​​​​সবাই ​​​​​​​ইংলিশ ​​​​​​​মিডিয়াম ​​​​​​​স্কুলের ছাত্রছাত্রী 
    বইমেলায় ​​​​​​​গুরুর ​​​​​​​স্টলে ​​​​​​​কলেজের ছেলেমেয়েরা ​​​​​​​কেমন ​​​​​​​সংখ্যায় ​​​​​​​আসে, ​​​​​​​তা ​​​​​​​থেকেও ​​​​​​​কিছুটা ​​​​​​​ধারণা ​​​​​​​পাওয়া ​​​​​​​যায় (ধরে ​​​​​​​নিচ্ছি, ​​​​​​​এরা ​​​​​​​স্কুল ​​​​​​​কালে ​​​​​​​বাংলা ​​​​​​​বই পড়েছে )
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত