এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.141.84.242 | ১৯ জানুয়ারি ২০২২ ০৫:৩৪494419
  • করোনা ভাইরাসের জিন সিকোয়েন্স যে ২০২০ এর শুরু দিকেই বেরিয়ে গিয়েছিল পাবলিশড হয়ে, সে শুনেছিলাম। কিন্তু ষড়যন্ত্রওয়ালারা বলেন, "ওরে ওটা আসল জিনিস না। ওটা ডামি। আসলটা লুকোনো আছে উহানের গুহাতে।" ঃ-)
  • &/ | 151.141.84.242 | ১৯ জানুয়ারি ২০২২ ০৫:৩০494418
  • বিল গেটস এত সব করেন কী করে? সেই টইতে আবার দেখি একজন বলছে বিলবাবু নাকি কত লক্ষ শিশুকে পঙ্গু করেছেন!!!!
    মানে দুনিয়ায় কত রকম ইয়ে যে---
  • Amit | 121.200.237.26 | ১৯ জানুয়ারি ২০২২ ০৩:৫৭494417
  • আসলে বাগান বাড়ি টার সাইজ টা ঠিক করে ওঠা গেলো না। যদ্দুর মনে পড়ছে বোধয় ২ কি ৫ বিঘে দিয়ে শুরু হয়েছিল। সেখান থেকে সবার ইনপুট নিয়ে বাড়তে বাড়তে ৩০০-৪০০ তে গিয়ে দাঁড়ালো :) তারপর টপিক পাল্টে গেলো ভাগ্যিস। নাহলে এদ্দিনে পুরো আলাস্কা কেনা হয়ে যেত। 
  • Abhyu | 198.137.20.25 | ১৯ জানুয়ারি ২০২২ ০৩:৫০494416
  • মণ দরে সোনার কমোড কেনার ভদ্রলোক তো আসেন না, ওনারই যা পুঁজি ছিল এই সব কেনার। হুতো-অরণ্যদা তো একটা বাগানবাড়ি ঠিক করে কিনে উঠতে পারল না।
  • Amit | 121.200.237.26 | ১৯ জানুয়ারি ২০২২ ০৩:৪৪494415
  • বিজয় মালিয়ার লন্ডনের বাড়ি নিলাম হবে। কেও কিনতে চাইলে খোঁজখবর ন্যান। পরে আবার নালিশ করবেন না যে খবর পাইনি। 
  • &/ | 151.141.85.8 | ১৯ জানুয়ারি ২০২২ ০৩:৪৪494414
  • S কে মিস করি, উনি এসবের যোগ্য জবাব দিতে পারতেন। অনেকদিন দেখি না ওঁকে এখানে। কেউ জানেন উনি কেমন আছেন?
  • &/ | 151.141.85.8 | ১৯ জানুয়ারি ২০২২ ০৩:৪২494413
  • ওসব টই দেখাও এক একটা অভিজ্ঞতা। খুবই দরকারি । মানুষের ও সমাজের নানা দিক দেখতে পাওয়া।
  • Abhyu | 198.137.20.25 | ১৯ জানুয়ারি ২০২২ ০৩:১৮494412
  • মানুষ কি লেভেলে ব্রেনওয়াশড হতে পারে ঐ টইটা না দেখলে ধারণা করা যায় না।
  • &/ | 151.141.85.8 | ১৯ জানুয়ারি ২০২২ ০০:৫১494411
  • ওদিকে একটা টইতে মন্তব্য সেক্শনে বিখ্যাত বিখ্যাত সব ষড়যন্ত্র তাত্ত্বিকেরা হাজির। করোনা ভাইরাস নাকি পৃথকই করা যায় নি, ভ্যাক্সিন নাকি সবই ট্রায়াল। কী সর্বনাশ? ট্রায়াল দিল ঘ্যাচাং করে ইঞ্জেক্শন দিয়ে? আমি হেন ল্যাবোরিশকেও ধরে ঘ্যাঁচ করে দিয়ে দিল! এখানের বাকী সবাইকেও তো! গিনিপিগ বানাল? হ্যাঁ, আপনারা একটু খোঁজ নিন তো! ডিসি, এলসিএম, আরও যাঁরা যাঁরা টীকা নিলেন, একটু দেখুন টইটা।
  • &/ | 151.141.85.8 | ১৯ জানুয়ারি ২০২২ ০০:০২494410
  • সেই বিখ্যাত ঝাঁকুনিওলা বাসে জীবনানন্দ ও বনলতার অন্ধকার বিদিশার নিশা চুলে ডিম ও কডলিভার অয়েল। এক্কেবারে লেজেন্ড এটা। লেজেন্ডার তাঁর পলিনোমিয়াল দিয়েও কোনো সমাধান পান নি। ঃ-)
  • Amit | 60.240.147.97 | ১৮ জানুয়ারি ২০২২ ২৩:৩৮494409
  • এইটা জাস্ট অসাম
  • Abhyu | 198.137.20.25 | ১৮ জানুয়ারি ২০২২ ২৩:১৮494408
  • ডিম নিয়ে গুরুতে একটা মারকাটারি পোস্ট পড়েছিল অলকে কুসুম না দিও প্রসঙ্গে 

    Name: rimi Mail: Country:

    IP Address : 24.42.203.194 Date:06 Nov 2009 -- 08:09 PM

    এটা শুধু অপমানের নয়, অপমানের প্রতিশোধ নেবারও গল্প।

    ঘটনা যথারীতি কালেজের, যে সময়ে মান অপমান বোধ একটু বেশিই থাকে।

    ক্লাসে কেটে একটা বেজায় ভীড় বাসে গরমের আলুসিদ্ধ হতে হতে আমরা সবাই যাচ্ছিলাম নন্দনে সিনিমা দেখতে। আমরা মোটে তিনজন মেয়ে, কোনোমতে মেয়েদের জন্যে বরাদ্দ জায়গায় বসার সুযোগ পেলাম। ছেলেগুলো সামনেই রড ধরে দাঁড়িয়ে রইলো। হঠাৎ এক রাম ঝাঁকুনি। ছেলেগুলো হুমড়ি খেয়ে প্রায় আমাদের গায়ের উপরে পড়ল। তারপরে কোনোমতে সোজা হয়ে দাঁড়িয়ে নিয়েই এক অবোধ বালক বাসশুদ্ধু লোকের সামনে চিৎকার করে আমাকে বলল:"এ: তোর চুলে কি বিকট গন্ধ রে? চান করিস না নাকি?" কথাটা মিথ্যে নয়। আগের দিনই দিদিমার পরামর্শে কড লিভার অয়েলের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে চুলে লাগিয়েছিলাম, বার দশেক শ্যাম্পু করেও সেই গন্ধ দূর করা যায় নি। কিন্তু তাই বলে ব্যাটা এই ভাবে সবার সামনে অপমান করবে?
    হেহে করে ব্যপারটা উড়িয়ে দিলেও মনে মনে দাঁতে দাঁত ঘষে শাপ দিলাম "একদিন এই চুলের গন্ধ শোঁকার জন্যে তুই পাগল হবি হবি হবি।" কলিযুগের নারীবাদের কি মহিমা! অভিশাপ দিব্বি ফলে গেল।

    সেই দুর্ভাগা বালক এখন গুরুতে পোস্ট করে আর সেই একদিনের কৃতকর্মের জন্যে অনুতাপে জ্বলে মরে।
  • Ranjan Roy | ১৮ জানুয়ারি ২০২২ ২২:৪৫494407
  • দুন্দুভি বেজে ওঠে "ডিম ডিম" রবে।
    __ দাড়িদাদু
  • | ১৮ জানুয়ারি ২০২২ ২২:৩০494406
  • হুঁ গানবাজনা বক্তৃতা শুনতে যাবার সময় পকেটে দু একটা নিয়েও যাওয়া যায়। যদি দরকার হয়... 
  • যদুবাবু | ১৮ জানুয়ারি ২০২২ ২২:২৭494405
  • @&/: সত্যিই ডিম দিয়ে যা ইচ্ছে তাই বানানো যায়। সেই জন্যেই ইংরেজিতে বলে 'অ্যাজ ইউ ডিম ফিট'।  
  • kc | 188.236.177.142 | ১৮ জানুয়ারি ২০২২ ২২:১৮494404
  • মামলেট আর অমলেটের তফারেন্স বুঝিয়ে একখান বাংলা পোবোন্ধ পড়েছিনু, এখানেই কেউ দিয়েছিলেন, কারুর মনে আছে?
  • &/ | 151.141.85.8 | ১৮ জানুয়ারি ২০২২ ২১:৩৮494403
  • ডিম দিয়ে আরও বহু বহু রকম খাবার করা যায়। ডিমের তুল্য জিনিস জগতে খুব কম।
  • &/ | 151.141.85.8 | ১৮ জানুয়ারি ২০২২ ২১:৩৭494402
  • ডিম ভেঙে তপ্ত খোলায় নেড়েচেড়ে করা ভুর্জিও ভালো, আলাদা করে তেলও লাগে না, খানিক লঙ্কাকুচি দিয়ে দিলেই হয়। ঃ-)
  • | ১৮ জানুয়ারি ২০২২ ১৯:৩৯494401
  • আহা ডিম্টাকে ফাটিয়ে একটা মামলেট কি নিদেন একটা পোচ করে নিলেও দারুণ হয়। 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:d9dd:dc03:f199 | ১৮ জানুয়ারি ২০২২ ১৮:২৭494400
  • ডিম্ভাতের কোন তুলনা হয়না। এতে কোন সন্দেহই নেই। 
  • b | 14.139.196.16 | ১৮ জানুয়ারি ২০২২ ১৮:২৪494399
  • ডিম্ভাতের গল্প মনে পড়লো ।
    ১ । আমার এক মাস্টারমশায় কলকাতায় হস্টেলে থেকে এম এস সি পড়তেন । তা যেদিন ডিম হত, পারহেড ডিমের বরাদ্দ একটা, বলাই বাহুল্য ।  একদিন খেতে বসে হাসতে না কথা বলতে গিয়ে কার মুখের থেকে ছিটকে একদলা ভাত ঐ ডিমের ডালনার গামলায় পড়ে । ম্যানেজার খুব রেগে গিয়ে  "আরে আ ছি ছি এ কি করলেন মশায় , এ কি আর কেউ খাবে, পুরোটাই নর্দমায়  ফেলে দিয়ে হবে"  বলে গামলাটা তোলার উপক্রম করতেই ডাইনিং হল ভরতি বুভুক্ষু ছেলে দু হাতে ডিম লুন্ঠন করে গামলা পুরো সাফ করে দিয়েছিলো । ঝোলশুদ্ধু ।
    ২। বাবাদের জেনারেশনে একান্নবর্তী পরিবার ইত্যাদি সব মিলিয়ে যেদিন ডিম হত , সবার ভাগে, বিশেষ করে কুঁচোকাঁচাদের , ওয়ান থার্ড করে জুটতো । সেই ডিম কাটা হত সুতো দিয়ে। বাবার বক্তব্য অনুযায়ী, বেশ কিছুটা বড়ো হওয়া অবধি বাবার  ধারণা ছিলো , ডিম ওরকম ভগ্নাংশেই হয়, গোটা হয় না । 
    ৩। ম্যাট্রিক পাশ করার পরে আমার এক পিসি বাবাকে জিজ্ঞাসা করেছিলেন,  কি খাবি ? বাবা অনেক ভেবে বলেছিলেন, আস্তা ডিম খামু । 
     
  • | ১৮ জানুয়ারি ২০২২ ১৭:১০494398
  • এই প্রচন্ড ভাবাবেগের আবহে চুপি চুপি বলে যাই কমিকস আমার তেমন ভাল লাগে না। ফলে ছোটবেলা নিয়ে তেমন দুঃখু পাচ্ছি না। 
     
    আমাদের কোন্নগরেও ডিম্ভাতের স্টল আছে বলেই শুনেছি। আকারে ছোট হয়েছে, ডিম তাড়াতাড়ি ফুরিয়ে যায় শুনেছি, কিন্তু আছে। অন্তত পৌরসভার নির্বাচন হওয়া অবধি থাকবে বলেই লোকে বলছে। 
  • সিংগল k | 171.79.81.35 | ১৮ জানুয়ারি ২০২২ ১৬:৫০494397
  • এই ব্রহ্মাণ্ডে থেকেও আপনারা যে ডিম্ভাতের মাহাত্ম্য স্বীকার করতে চান না সেটা খুবই দুঃখজনক।

    ভোটের আগে যেমন ঢাকঢোল বাজিয়ে পুলিশ এসকর্ট দিয়ে ডিমের ট্রে স্টলে ঢোকানো হত এবং মাননীয় সাংসদ নিজহাতে ডিম্বান্ন পরিবেশন করতেন সেটা আর এখন হয় না। কিন্তু আপনাদের অনেকের মত আমিও খুশী যে একেবারে উঠে যায় নি। স্টলের আকার ছোট হয়েছে, ফ্লেক্স ও পাতলা ওয়েল্ডেড স্কোয়্যার টিউবের পার্মানেন্ট স্টল হয়েছে। আগের জায়গার স্টলও আছে, আবার স্ট্র্যাটেজিক লোকেশনে অর্থাত দুস্থ মানুষের বসতির আশেপাশে নতুন স্টলও খুলেছে। খাবারের নিয়ম আগের মতই বলবত আছে। স্টল বেড়েছে কিন্তু প্রতি স্টলে সাপ্লাইয়ের পরিমান বাড়ে নি, বরং সামান্য কমেছে। মোটামুটি পরিস্থিতি হতাশাজনক নয়।

    আর ওভারহাইপ করব কি করে ? দিদিকে ওভারহাইপ করে পিসিমা বানানো যায়, কিন্তু ডিমের চেয়ে বড় আর কি থাকতে পারে যে ডিমকে হাইপ করে সেটা বানানো যাবে! ডিমকে হাইপ করলে তো সেটা হুইপড্ এগ হয়ে যাবে।
  • সিংগল k | 171.79.81.35 | ১৮ জানুয়ারি ২০২২ ১৬:২৯494396
  • খানিক আগে সৈকতদার বন্ধু আমাকে সিগন্যালে এইটি পাঠিয়েছে-
    শিবপুর বার্নিং ঘাট এর জন্য বডি টা কে নিয়ে যাওয়া হবে. বাঁটুল দা একাই খাট টা দুই হাতে তুলে নিতে পারতো কিন্তু নন্টে ফন্টে আর কেল্টুদাও কাঁধ দিতে চাইলো. চিরো অলস কেল্টুদার ও আজ চোখে জল. বাঁটুল দা নন্টে ফন্টে কে নিয়ে আলোচনা কোরছিলো, মুখাগ্নি কে করবে. সবাই বাঁটুল দাকেই করতে বলছে. বিচ্চু দুটো আজ খুব শান্ত, খৈ ছড়াতে ছড়াতে চলেছে সামনে. সুপারিন্টেন্ডেন্ট স্যার খুব ভেঙে পড়েছেন, তাই তাকে শেষ যাত্রায় সঙ্গে নেওয়া হয়নি. পিতৃ হারা হোলো এরা, আর বাংলার কার্টুন জগৎ.

    RIP আমাদের  ছোটবেলা

    এ জিনিস তো আর ভাজপার আইটি সেলের হাত দিয়ে বেরোয় নি, কাজেই কারা লিখেছে সে বোঝাই যায়। কিন্তু লক্ষ্য করুন - অলপ্পেয়ে ড্যাকরাগুলো পিসিমার উল্লেখ পর্যন্ত করে নি। শুণ্য কি আর এমনি এমনি পায়!! 
     
    আপনারা শিপিয়েম ব্যাশিং করছেন দেখে বলে ফেল্লুম, শিপিএমভাইয়েরা মাপ করে দেবেন।
  • সিংগল k | 171.79.81.35 | ১৮ জানুয়ারি ২০২২ ১৬:২১494395
  • নারানবাবু আর নেই।
    আমার ছোটবেলাটা তাঁর তুলি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হারিয়ে গিয়েছিল। আজ হারিয়ে গেলেন তিনিও। নারানবাবুকে জানাই এক রাশ গান স্যালুট আর গুরানবাবুর জন্য রইল বুকভাঙ্গা সমবেদনা...
  • b | 14.139.196.16 | ১৮ জানুয়ারি ২০২২ ১১:৪২494394
  • পরবাস কি পরলোকে বিশ্বাস করে ?
  • | 2402:3a80:d3e:870e:5c12:9586:dab3:9aa | ১৮ জানুয়ারি ২০২২ ১১:৩৬494393
  • দাস ক্যাপিটাল হার্ডকাভার |
  • | 2402:3a80:d3e:870e:5c12:9586:dab3:9aa | ১৮ জানুয়ারি ২০২২ ১১:৩৫494392
  • হ্যাঁ , তার জন্যেই তো সব লালু শুওরের বাচ্চা সিপিএম কন্যাশ্রী , যুবশ্রী  এবং অন্য সমস্ত ওয়েলফেয়ার স্কিম কে ভিক্ষা বলে | 
    এর জবাব ও তোরা ঠিক মতো পেয়েছিস | দাস ক্যাপিটাল তোদের পেছনে ঢোকানো হয়েছে | 
  • bodhisattvagc dasgupta | ১৮ জানুয়ারি ২০২২ ০৯:৪১494391
  • একদম ঠিক কথা।  অবশ্যই ওয়েলফেয়ার প্রায়োরিটি হওয়া উচিত। প্রশ্নটা আকাউন্টেবিলিটির আরডিট্রারিনেস এর বিরুদ্ধে।  কন্যাশ্রী আর রূপশ্রীর ওরিজিনাল কনফ্লিকট ছিল, তা সত্ত্বেও বাম আমলের ক্যাশ ও সাইকেল দেওয়া ইত্যাদি র থেকে প্রচার বেড়েছিল এবং অবশ্যই বেনিফিশিয়ারি র মোট সংখ্যা বেড়েছিল , সেটাই হ ওয়া উচিত। কিন্তু এখন প্রকল্পটাতে নানাসমস্যা হয়েছে।
  • Abhyu | 47.39.151.164 | ১৮ জানুয়ারি ২০২২ ০৬:৫৯494390
  • অমিত একেবারে খাঁটি কথা বলেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত