এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জয় | 82.1.126.236 | ২৪ জানুয়ারি ২০২২ ০৮:৪৪494569
  • @&/
    দেখুন প্রথমত বিধিসম্মত সতর্কীকরণঃ আমার জ্ঞান সীমাবদ্ধ এ ব্যাপারে, এ ব্যাপারে কেন- সব ব্যাপারে, সীমাবদ্ধ কেন- শূন্যের দিকে...ইত্যাদি কাঁদুনি/ ন্যাকামো।
    তবে, মিথোলজির গপ্পের যা মজা- কে বলছে... কে শুনছে... কি শুনছে... আপন মনের মাধুরী মিশছে তো।
    আমার দৌড ঐ নীল স্টিভেনসনের "স্নো ক্র্যাশ" নভেলে টাওয়ার অফ ব্যাবেল/ ফল অফ ব্যাবেল যতটা উল্লেখ আছে ততটা। ওখানে এটাকে কিন্তু ভালো বলেছে। কিন্তু আপনি যেভাবে ভেবেছেন সেভাবে নয়। ভালো- সোসাল ডিস্টান্সিং- আইসোলেসন- কোয়ারান্টাইনের মতো। ভাষার আলাদা হওয়ার কারনে, কেউ কাউকে বুঝবে না, কুচিন্তার আদান প্রদান হবে না (ফেক নিউজ ভাইরাল হবে না)। 
    অনেকে দুঃখের ভাবে এই কারণেঃ ফল অফ ব্যাবেলের আগে মানুষ প্রায় ভগবানের কাছাকাছি পৌঁছে গেছিল। খেয়াল করুন টাওয়ারটা স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছিল। মানে এক ভাষায় কথা বলা মানুষ কত শক্তিমান, ভগবানের প্রতিস্পর্দ্ধি। কিংবা ভগবানের কাছাকাছি (আদম ইভ তখনও ইডেনে ঘুরে বেড়াচ্ছে)। সে যুগে,  মানে, মেসোপটেমিয়ান প্যান্থিয়নে দেবতারা সব ভালো ছিল না, ভালো মন্দে মেশানো, কয়েকটা তো বেশ বদ। এসময়ের আগে তো ভগবানও ছিল না- সব "ডেমন"- শুধু ভালো বা খারাপ। তা এখানে ভগবান হিংসুটে, প্রতিশোধপরায়ণ। টাওয়ার ভাঙল। তারপর "ডিভাইড এন্ড রুল"। মানুষ একত্রে থাকতে পারবে না- ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে দূরে দূরে। স্বর্গ থেকে দূরে।অন্য অন্য ভাষায় কথা বলবে- অন্য সংস্কৃতি হবে- এতটাই হবে মানুষ নিজেদের মধ্যে মারামারি হানাহানি করবে- শুধু যুদ্ধের ভাষা বুঝবে।
     বঙ্গ ভঙ্গ কিংবা '৪৭ এর পার্টিশনের ক্ষত তিন প্রজন্ম পরে এখনও ভুক্তভোগীদের নাতি নাতনীদের কাছে বেদনাদায়ক। যদি বলেন পার্টিশনের জন্য কিছু উপকার হয়েছে- তারা তাড়া করবে লাঠিসোটা নিয়ে। আবার ব্রেক্সিটও হয়।
    আপনার যুক্তি আমারও। ভাবের আদান প্রদান- বিবিধের মাঝে দেখ মিলন মহান। আরো বিশেষত এখন- যোগাযোগ বেড়েছে বলে। আমরা দু মহাদেশে বসে গ্যাঁজাচ্ছি, সরি, ভাটাচ্ছি!
     
    ভবিষ্যতে 5G (মিনিমাম টাইম ল্যাগ) আর ট্রান্সস্লেশন এ.আই উন্নত হয়ে গেলে ভাষার ব্যবধান আর থাকবে না। যে যার নিজের ভাষায় রিয়েলটাইমে বাতচিত করতে পারবে। এমনিতেই ট্রাডিশনাল ভাষার জায়গা সংকুচিত- মিম, ইমোজি,  ইন্স্টাগ্রামের ছবি আর টিকটক ভিডিওর জন্য- সে অন্য কথা। অন্যত্র।
  • hehe | 69.195.128.82 | ২৪ জানুয়ারি ২০২২ ০৮:৩৯494568
  • ব্যাগড়াবাবুরা অনেকদিন পরে একটা ইস্যু পেয়েচে।
    ফের নর্মদা বাঁচাও!
    হাল্লাবোল।
  • π | ২৪ জানুয়ারি ২০২২ ০৮:২২494567
  • আর লোকে এই নিয়ে প্রভূত খিল্লিই করছে। এটা আমার সেরা লাগল। ঃ)
    "If you listen carefully it actually goes 
    ModiSha Oh My Darling"-
    Sumit Sengupta
  • π | ২৪ জানুয়ারি ২০২২ ০৮:১৫494566
  • লসাগুদা, আপত্তি শুধুই পরিবেশ প্রকৃতির ভারসাম্য নষ্ট নিয়ে নয়,  জল বন্টন নিয়ে আন্তরাজ্য কনফ্লিক্টও একটা বড় কন্সার্ন। এছাড়াও এর কার্যকারিতা নিয়ে, কারণ হাইড্রোলজিকাল আসেসমেন্টই ঠিক করে হয়নি বলে আপত্তি উঠেছে।  বিশাল পরিমাণ টাকা খরচ নিয়ে আপত্তি উঠেছে। শুধু টাইগার রিজার্ভ নয়,  প্রচুর জন বসতির উচ্ছেদ, পুনর্বাসন প্রকল্পে সমস্যা নিয়ে আপত্তি উঠেছে।  জলসমস্যা জেনুইন, এনিয়ে তো কোন তর্ক নেই,  সমাধানের উপায় এটাই কিনা, রেনোয়াটার হার্ভেস্টিং,  গ্রাউন্ডওয়াটার রিচার্জিং দিয়েও অনেক সমস্যা দূর করা যেত, একথাও আসছে। আর যেত কেন, যাচ্ছেও।  কদিন আগেই আমাদের এনিয়ে সরকারি ওয়ার্কশপ করতে হল, তাতে নানা সরকারি স্তরে এধরণের বেশ কিছু কাজকর্ম প্রেজেন্ট করা হল, ভাল কাজ হচ্ছে। বিশেষ করে দক্ষিণে। কিন্তু সেগুলো ওই ছোটখাটো এক একটা জায়গায়। এগুলোর সাফল্য বরং বড় স্তরে রেপ্লিকেট কর‍তে রিসোর্স দেওয়া উচিত। 
     
    এক সরদার সরোবর ড্যাম,  নর্মদা প্রকল্প নিয়েই এত বছর ধরে যা চলছে,  তেহরি নিয়ে যা হয়েছিল, উত্তরপুবের বড় বাঁধগুলো নিয়েও হচ্ছে, এ প্রোজেক্ট তো তার বাপের বাপের ঠাকুদ্দা!  
     
     আপনি যে উইকি থেকে লিখেছেন, সেখানে মূলত বেনিফিট নিয়েই লেখা,  এসব প্রায় কিছুই লেখেনি, আগ্রহ থাকলে এখানে দেখতে পারেন,  কিছু কিছু পয়েন্ট আছে।
    আর বাংলায় টাইপ করলাম না।
     
     
     
     
    আর তর্কটা ছিল এই প্রোজেক্টের ভালমন্দ নিয়ে নয়,  সরকার শেষমেশ করবে কি করবেনা, প্রোজেক্ট স্যাংশন হবে কি হবেনা, সেই নিয়ে। কারণ বহুদিন আগে থেকেই নেওয়া প্রকল্প, ঝুলে ছিল। তো, কথা হল, এই সরকার এই নিয়ে প্রোয়াক্টিভ, আর স্যাংশন হল দেখাই যাচ্ছে। এরা যা নিয়ে খুব আক্টিভ হয়, তা যে করেই ফেলে, করেই ছাড়ে, এ বহু প্রোজেক্ট নিয়েই দেখলাম, কাছ থেকেই। 
    এবারে ওই নর্মদার মত রেজিস্ট্যান্স আসলে যদি পিছায় তো পিছাবে। ঝামেলা তো হবেই, যা মনে হয়। এসবেও তো আল্টিমেটলি রিসোর্সের অপচয়ই হয়।
  • kk | 2600:6c40:7b00:1231:cd64:e4ee:323b:4c7 | ২৪ জানুয়ারি ২০২২ ০৮:১২494565
  • অ্যান্ডর,
    আমার মনে হয় সব গল্পেরই মাল্টিডাইমেনশন থাকে। তুমি যে দিকটার কথা বলেছো সেটা তো অবশ্যই ঠিক। আবার দুঃখের এই জন্যও হতে পারে যে মানুষ নিজেরাই নিজেদের বুঝতে পারার ক্ষমতা হারিয়ে ফেললো। এটা আক্ষরিক অর্থে নাও ধরা যায়। এটা তো আজকাল খুব বেশি দেখতে পাই যে অন্যের কথা কেউকেউ কিছুতেই বুঝতেই পারেন না। সো কল্ড একই ভাষার হলেও। আর অন্যকে এতটুকু বোঝার চেষ্টা না থাকার জন্য কত হানাহানি বলো দেখি। আবার এই দিকটাও আছে যে কিছু মানুষের কাছে ওপরে ওঠাটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা ঘটলোনা বলেই সেইরকম মানুষের কাছে গল্পটা দুঃখের হয়ে যাবে।
    মজার ব্যাপার হলো এই ধরণের একটা গল্প সিকিমের লোককথাতেও পড়েছিলাম। একটা গ্রামের লোকদের ধারণা ছিলো একটু চেষ্টা করলেই আকাশ ছোঁয়া যায়। কেউ যদি একটার ওপর একটা হাঁড়ি চাপিয়ে চাপিয়ে ওপরে উঠতে পারে তাহলেই ছোঁয়া যাবে। তো একদিন দুজন সাহসী, উদ্যমী লোক ভেঞ্চারে নামালো। মানে উঠলো আর কি। ওরা হাঁড়ি সাজিয়ে সাজিয়ে ওপরে উঠছে। অনে-এ-ক ওপরে উঠে গেছে। তাদের প্রায় দেখাই যায়না। অতখানি উঠে তাদের মনে হলো আকাশের প্রায় কাছেই এসে গেছে। হয়তো একটা লগি পেলেই তাই দিয়ে আকাশ ছোঁয়া যাবে। ওরা চিৎকার করে নিচের লোকদের বললো "কক বিন ইয়াং"। তার মানে "একটা লগি পাঠাও"। অত উঁচু থেকে বললে কি আর নিচে তা স্পষ্ট শোনা যায়? নিচের লোকেরা শুনলো ওরা যেন বলছে "চাকতা"। তার মানে "এক্ষুণি এটা ভেঙে ফেলো।" তারা তো অবাক, অতদূর উঠে আবার ভেঙে ফেলতে বলছে কেন?! তারাও তেমনি চেঁচিয়ে জিজ্ঞেস করলো "চাকতা?" ওপরের লোক দুজন আবার বললো "কক বিন ইয়াং"। কিন্তু এবারও সেই একই ব্যাপার। নিচের লোকেরা শুধু ভাবে ওরা বলছে "চাকতা"। তখন গাঁয়ের মোড়ল বললো বারবার একই কথা বলছে, নিশ্চয়ই ওদের কোনো 'গুড রিজন' আছেই। তাই এরা সবাই মিলে টান মেরে হাঁড়িগুলো ভেঙে ফেললো। অমনি যা হবার তাই। সাহসী লোক দুটো হুরমুড় করে ওপর থেকে নীচে পপাত চ মমার চ। অত উঁচু থেকে পড়ে তাদের হাত পা মাথা সবই ভেঙে চুরমার। তখন মোড়ল আর অন্য লোকেরা ভাবলো ''"কি জানি ওরা আকাশ ছুঁতে পেরেছিলো কিনা।"
    তো দেখো, সেই আকাশে ওঠা, ভাষার গন্ডগোলে বুঝতে না পারা, অন্য অর্থে ছড়িয়ে ছত্রখান হওয়া। একই রকম না?
  • a | 220.244.161.183 | ২৪ জানুয়ারি ২০২২ ০৭:৫১494563
  • ভৌমিক থেকে বসু, চারিদিক সুভাষময় 
  • π | ২৪ জানুয়ারি ২০২২ ০৭:৩৮494562
  • ন্যাড়দা, লিখলাম তো, অফিশিয়াল ট্যুইট করা আর ট্যুইটের বক্তব্য, ভাষা নিয়ে।  আর আপত্তিও না, বললাম তো হাসব না কাঁদব বুঝিনি, ট্যুইটটা পড়ে।
    নইলে নিজেদের মধ্যে এরকম মজা তো হালহামেশা হয়ে থাকে, হতেই পারে,  জওয়ানদের কেউ ব্যক্তিগতভাবে শেয়ার করলে কিছু বলারই ছিল না।
  • &/ | 151.141.85.8 | ২৪ জানুয়ারি ২০২২ ০৬:০৭494561
  • কেকে, আছো? তোমার কী মনে হয়? ঃ-)
  • &/ | 151.141.85.8 | ২৪ জানুয়ারি ২০২২ ০৫:৫৯494560
  • টাওয়ার অব ব্যাবেল
  • &/ | 151.141.85.8 | ২৪ জানুয়ারি ২০২২ ০৫:৫৯494559
  • আচ্ছা বাইবেলের ঐ টাওয়ার ও ব্যাবেলের গল্পটাকে লোকে দুঃখের গল্প কেন ভাবে? ছিল একটা ভাষা, হয়ে গেল অনেক অনেক ভাষা, এ তো ভালোই হল, তাই নয়? নানা ভাষা হলে এক এক জিনিসের বহু নাম হয়, কোনো একটা ঘটনা বা দৃশ্যকে বর্ণনা করার বৈচিত্রও বাড়ে। মানুষের ভাবভঙ্গীও ভাষায় ভাষায় বদলে যায়। যাকে বলে মানবজীবন রঙীনতর হয়ে ওঠে।
  • &/ | 151.141.85.8 | ২৪ জানুয়ারি ২০২২ ০৫:৪২494558
  • জার্মান বা রাশিয়ান পলিটিক্স তো আর ইন্ডিয়ান পলিটিক্স না !
  • Amit | 121.200.237.26 | ২৪ জানুয়ারি ২০২২ ০৫:৩৯494557
  • দিল্লিতে করা মন্তব্যের জন্যে ​​​​​​​ইস্তফা ​​​​​​​দিলেন ​​​​​​​জার্মান নৌ ​​​​​​​সেনা ​​​​​​​প্রধান। 
     
     
    আজব লো আইকিউ র লোক মাইরি । দিল্লিতে বসে  বসে কমেন্ট করছে। আর মাত্তর এইটুকু ইন্ডিয়ার পলিটিশিয়ান দের শিখে নিতে পারেনি যে এরকম বেফাঁস কমেন্ট মুখ ফসকে বেরিয়ে গেলেও  দোষটা মিডিয়ার ওপর চাপিয়ে দেওয়া যায় ? নিজের ঘাড়ে নেওয়ার দরকারই নেই। 
  • &/ | 151.141.85.8 | ২৪ জানুয়ারি ২০২২ ০৪:৫৫494556
  • পরে হয়তো শোনা যাবে এরাই ভারতের স্বাধীনতা সংগ্রামের নেপথ্যের মূল হস্তী। এতকাল অন্যদের নিয়ে একটু খেলছিলেন, অন্যদের "রাজার সাজে বসায়ে সংসার মাঝে " নিজেরা "কে তুমি আড়ালে করো বাস?" মোডে ছিলেন।
  • &/ | 151.141.85.8 | ২৪ জানুয়ারি ২০২২ ০৪:৩৯494555
  • আচ্ছা, এতকাল তো এইসব গোলবালকর, সাভারকর এদের নাম শুনিনি? ইতিহাসেও তো খুঁজে পাইনি! এরা সব ছুপা রুস্তম নাকি? এখন তো আবার বেশ শোনা টোনা যাচ্ছে। কেজানে পরে আরও কী হয়। ইতিহাস বইটই হয়তো সবই বদলে যাবে।
  • একক | ২৪ জানুয়ারি ২০২২ ০৪:০৩494554
  • ও সব বছর কুড়ির মধ্যে আবার শেপে চলে আসবে। মানে বাঁশহাঁসকেন্নুইহাতিমানুস।  সুফল টা আরও বেশিদিন থেকে যাবে। 
     
    এইসব পোকিতি ফোকিতি এদের এট্টু ইঞ্জিনিয়ারিং করার দক্কার আচে। সাইড এফেক্ট কিসের নেই। এন্টিবায়ো খাচ্চিনা? ! 
  • lcm | ২৪ জানুয়ারি ২০২২ ০৩:২৬494553
  • ভারতে জলের একটা সমস্যা আছে। গোটা পৃথিবীর প্রায় ১৮% মানুষ থাকেন ভারতে, কিন্তু জলের ৪% রিসোর্স আছে ভারতে। যদিও বার্ষিক বৃষ্টিপাত থেকে গড়ে ভারতে ৪ কোটি কিউবিক মিটার জল আসে, কিন্তু সেটা হয় দু-তিন মাসের স্প্যানে, এবং সারা বছর সেই জল সংরক্ষণ ও বিতরণ একটা চ্যালেঞ্জ। আর ক্লাইমেট চেঞ্জের জন্য হিমালয়ের আইস প্যাক লেভেল নেমে গেলে সমস্যা আরও কঠিন হবে।

    রিভার লিংকিং প্রজেক্টের আইডিয়া নতুন নয়, বৃটিশ আমল থেকে ঘুরছে। এর স্বপক্ষে লোকজনের বক্তব্য এটা হলে জলের সমস্যার একটা দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে, আর তাছাড়া জলবিদ্যুৎ এবং জলপরিবহন - এই সবও সঙ্গে সঙ্গে বাড়তে পারে।

    বিপক্ষে যারা তাদের বক্তব্য এতে পরিবেশের ক্ষতি হবে এবং স্বাভাবিক প্রাকৃতিক ব্যালেন্স নষ্ট হতে পারে।

    এ সমস্যা শুধু ভারতের নয়, অনেক দেশেরই।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:cd66:4e5b:aae2:50f4 | ২৪ জানুয়ারি ২০২২ ০২:১৪494552
  • রিভার লিংকিং হলে আম্বানি আদানির কি কিছু লাভ হবে? যদি হয় তো প্রজেক্ট হবেই, কেউ আটকাতে পারবে না। আর যদি না হয় তো প্রজেক্ট হবে না। ফান্ড অ্যালোকেশন হবে, যেটা বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে লন্ডারিং হবে।
  • সম্বিৎ | ২৪ জানুয়ারি ২০২২ ০২:০৪494551
  • গুজবাম্প-টাম্প কিছু লাগেনি, কিন্তু আপত্তির কারণটাও বুঝতে পারছি না। মহুয়া মিত্রর কিছুটা বুঝি, পলিটিকাল পয়েন্ট স্কোর করতে হবে। পাইয়ের আপত্তির কারণ কী? আপত্তিটা ওই গান বাজানয়, না অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণায়?
  • π | ২৪ জানুয়ারি ২০২২ ০০:০২494550
  • স্যাংশন হওয়া প্রোজেক্টে গাছ কাটা পড়তে চলার নমুনা।
     
    In the case of KBLP a figure of over 2 million trees likely to be felled was provided by the sub-committee of the forest advisory committee several years back. It was also stated at that time that by the time of implementation the number of threatened trees would be much more. A more realistic figure now would be closer to 3 million threatened trees. If this many trees are going to be felled for a dam and canal project to transfer water from Ken river to Betwa river, then this single fact of the loss of so many trees should be considered adequate in itself to end all further discussion on the project.
  • π | ২৩ জানুয়ারি ২০২২ ২৩:৫৭494549
  • যাক, কিছুই হবে না, চিন্তার কিছুই নেই ভবিষ্যদবাণী থেকে রিভ্যুলেট লিঙ্কিং হতেই পারে তে এসেছে তাও, মানে হচ্ছেই যখন, তখন তো না এসে তো আর উপায়ও ছিল না।

    চারদিন আগের খবর, কীভাবে কত জায়গায় এগোচ্ছে আর কীরকম 'পজিটিভ' রেস্পন্স আসছে।

    In the Wednesday meeting, the members governing body were apprised on the progress of post detailed project reports (DPR) works of priority links and other links that is the Ken-Betwa Link Project, Damanganga-Pinjal Link Project, Par-Tapi-Narmada Link Project, Godavari (Inchampalli)-Cauvery (Grand Anicut) Link project.

    “The Chairman of the GB requested concerned States to express their views on the progress of works of the Link projects and also requested them to indicate further course of action expected from the Centre for achieving consensus amongst States for implementation of Priority and other links projects,” the Jal Shakti ministry said in a note.

    “The States have responded positively and pledged full cooperation subject to alleviation of their concerns on Hydrology and few other aspects of Projects,” it said.

    এইসব প্রোজেক্টে গাছ কাটা পড়ার নমুনা, আর বাকি যা কিছু কনসার্ন, সে নাহয় বাদই থাক।

    ফিল্ডপত্তরে ঘুরতে গিয়ে একের পর এক প্রোজেক্ট রাতারাতি পাস হয়ে 'উন্নয়ন' এর নামে পাহাড় কাটা অকাতরে গাছ জঙগল কাটা নিত্যনৈমিত্তিক দেখছি, তাই যা হয়ে চলেছে, তা নাকি হবেই না শুনলে হাসিই পায় ।

    Within about two years this project had been pushed ahead quite a bit.Now with the Cabinet approval being granted to the first sub-project of the wider national project called Ken-Betwa Link Project (KBLP) in Central India on December 8, 2021 (although some clearances are still to be obtained), the wider project also appears to have gathered pace. If the costly, Rs. 45000 crore KBLP with so many objections and inherent problems could be cleared, the argument goes, then what stands in the way of go-ahead being obtained for some or even all of the 30 or more sub-projects of the highly controversial Indian River Link Project.

    Now with the Cabinet approval being granted to the first sub-project of the wider national project called Ken-Betwa Link Project (KBLP) in Central India on December 8, 2021 (although some clearances are still to be obtained), the wider project also appears to have gathered pace. If the costly, Rs. 45000 crore KBLP with so many objections and inherent problems could be cleared, the argument goes, then what stands in the way of go-ahead being obtained for some or even all of the 30 or more sub-projects of the highly controversial Indian River Link Project (IRLP).
  • সে | 2001:1711:fa42:f421:a0e0:dccc:e2ca:8880 | ২৩ জানুয়ারি ২০২২ ২৩:৪২494548
  • আমি কোঅর্ডিনেট করব।
  • সে | 2001:1711:fa42:f421:a0e0:dccc:e2ca:8880 | ২৩ জানুয়ারি ২০২২ ২৩:৪১494547
  • সরি, জুম এ হবে।
  • সে | 2001:1711:fa42:f421:a0e0:dccc:e2ca:8880 | ২৩ জানুয়ারি ২০২২ ২৩:৪০494546
  • কেসি,
    এটা ওয়েবেক্সে হবে। দিনক্ষণ ঠিক করি নি।
    কোনও স্কোর সেটল বা আমাকে দেখুন হবে না।
  • সে | 2001:1711:fa42:f421:a0e0:dccc:e2ca:8880 | ২৩ জানুয়ারি ২০২২ ২৩:৩৮494545
  • এই সিনেমাটা দেখছি
     
  • kc | 188.236.210.7 | ২৩ জানুয়ারি ২০২২ ২২:৩৮494544
  • সে'দি, লিঙ্ক দিন, পড়ব। আলোচনায় যোগ অবশ্যই দেবনা। আলোচনার নামে হয় তো শুধু কিছু স্কোর সেটল, নয়তো 'আমাকে দেখুন' সিনড্রোম, অথবা কিছু নেম আর লিঙ্ক ড্রপ।
     
    'লিঙ্ক ড্রপ'টা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপাতত।
  • kc | 188.236.210.7 | ২৩ জানুয়ারি ২০২২ ২২:৩২494543
  • আবার বলছি রিভার লিঙ্কিং যেরকম বলা হয়েছিল হবেনা, হতে পারেনা, তার জায়গায় কিছু রিভ্যুলেট লিঙ্কিং হতেই পারে, তাতেও সন্দেহ আছে। 
    সরকারে থাকা টেকনোক্র্যাটেরা এখনও পাক্কা গাধা হয়নি।
  • π | ২৩ জানুয়ারি ২০২২ ২২:১৮494542
  • মনে পড়ে গেল, এই পাতাতেই লোকজন কত ত্যাড়াবেঁকা কথা শুনিয়ে কী কনফিডেন্টলি প্রেডিক্ট করে গেছিল, রিভার ইন্টারলিংকিং প্রোজেক্ট নাকি এই  সরকার করবেই না।
    কিছুদিন আগের খবর।

    The Union Cabinet December 8, 2021, approved the funding and implementation of the Ken-Betwa inter-linking of rivers project at a cost of Rs 44,605 crore.

    The project is expected to be completed in eight years. Union Information and Broadcasting Minister Anurag Thakur said the river linking project has been deemed a ‘national project’ and the Centre will take care of 90 per cent of the project’s cost

  • সে | 2001:1711:fa42:f421:a0e0:dccc:e2ca:8880 | ২৩ জানুয়ারি ২০২২ ২২:১৩494541
  • গরম যুদ্ধ হবে না। ক্রিমিয়া অবধি ঠিক আছে।
    আলোচনায় যোগদানে ইচ্ছুক হলে লিংক দিয়ে দেব।
  • π | ২৩ জানুয়ারি ২০২২ ২২:১৩494540
  • যাহোক, যাদের গুজবাম্পস লাগছে, তাতে হাত বোলান। আমার গুচ্ছ কমেডি লাগল। ট্রাজেডিও।
    হাসব না কাঁদব বুঝে না পাওয়ার আদর্শ উদা।  মানে, Mygovindia থেকে অফিশিয়াল ট্যুইটটা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত