এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2401:4900:1cd1:4c94:d8af:1904:75ca:499a | ১২ নভেম্বর ২০২২ ১৩:০০511833
  • নানা চেপে বসে থাকা ঠিক হবে না। এই নিয়ে ওরা বিস্তর জল ঘোলা করবে। তার থেকে সঠিক ফয়সালা করে নেওয়া ভালো, আমার মনে হয় কনসিউমার কোর্টে গেলে সমাধান বেরিয়ে যাবে। 
  • | ১২ নভেম্বর ২০২২ ১২:৫৮511832
  • এক কলিগ আবার বলছে চেপে বসে থাক কল করলে নাম্বার ব্লক করে দেবে। হোমলোন তো চলিছেই আর কোন লোন নেবার না থাকলে জাস্ট চেপে বসে থাক। আমি বললাম কোর্টে গেলে ত হুলিয়া জারি করবে তখন? বলে  স্থায়ী ঠিকানা বদলে আধার ফাধার আপডেট করে নিক। উনি ক্ষেপে বলছেন কি আশ্চর্য  অন্যায় ত ওরা করেছে আমি কেন লুকিয়ে বেড়াব। ঠিক কথা। 
  • dc | 2401:4900:1cd1:4c94:d8af:1904:75ca:499a | ১২ নভেম্বর ২০২২ ১২:৫৬511831
  • ইন জেনারাল বলতে পারি, আমার সিটিব্যাংকের এক্সপি অত্যন্ত ভালো। আমার আগে সিটিব্যাংকে অ্যাকাউন্ট ছিল, ওরা ইন্ডিয়া অপারেশান বন্ধ করা অবধি। এখনও ওদের ক্রেডিট কার্ড আছে। ওদের রিলেশানশিপ ম্যানেজারদের থেকে সবসময়ে খুব ভালো ব্যবহার পেয়েছি। 
     
    এবার আমার একটা এক্সপি বলি। এ বছরের শুরুতে আমরা বারাণসীতে যাওয়ার প্ল্যান করেছিলাম, কারন মার শখ হয়েছিল।  ​তাজ বারাণসীতে বুক করলাম, তার কিছুদিন পর মা হঠাত বলতে শুরু করলো অতোদূর যেতে পারবো না, প্লেনে চাপতে আমার ভয় করে, ইত্যাদি। তখন হোটেল ক্যান্সেল করলাম, হোটেল থেকে ইমেলও এলো। সিটিব্যাংকের কার্ড দিয়ে বুক করেছিলাম। কমাস পরে, যেদিন থেকে আমাদের স্টে শুরু হওয়ার কথা, ​​সেদিন হঠাত দেখি হোটেল থেকে এক দিনের থাকার ভাড়া দুটো রুমের কেটে নিয়েছে, মানে সিটিব্যাংকের ক্রেডিট কার্ড থেকে এসেমেস এসেছে। তখন সিটিব্যাংকে ফোন করে পুরোটা জানালাম। ওরা বললো আমরা আপাতত এটাকে ডিসপিউটেড ট্র‌্যান্স্যাকশান হিসেবে রেকর্ড করছি, তুমি হোটেলে ফোন করো। তারপর হোটেলে ফোন করলাম ওদেরও পুরোটা বললাম। ওরা তিন চারদিন সময় চাইলো, তারপর হপ্তা খানেক সময় নিয়ে শেষে রিভার্স করে দিলো। এর মধ্যে সিটিব্যাংকের থেকে ইমেল পাঠিয়েছিল, ফোনও করেছিল, তারপর রিভার্স হওয়ার পর ওরা কেস ক্লোস করলো। 
     
    একটাই আপশোষ, যে সিটিব্যাংকের সব অপারেশান অয়াক্সিস ব্যাংক নিয়ে নিয়েছে, যাদের সার্ভিস অসাধারান রকম জঘন্য। আমি সিটির ক্রেডিট কার্ড আর কয়েক মাসের মধ্যেই সারেন্ডার করে দেবো, তার বদলে স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড ব্যবহার করবো।  
     
     
  • | ১২ নভেম্বর ২০২২ ১২:৪৯511830
  • এই কেসটাশুরু হয়েছে অ্যাক্সিস নেবার জাস্ট আগ্র। গত নভেম্বরে দেওয়ালির সময় করা অর্ডার। জানুয়ারিতে রিয়ালাইজ করেন কেলোটা। সেই থেকে চলছে। 
     
    ওনার কথামত  অন্য আরেকটি ব্যাঙ্কের কার্ডে ইএমাই অপশানে আমাজনে কিনে পরে অর্ডার ক্যান্সেল করায় ইএমাই অটো রিভার্স হয়ে যায়। সেই কথাও  সিটকে জানিয়েছেন। এছাড়াও সেই অন্য ব্যাঙ্ক ইএমাই শুরু এবং ক্যান্সেল দুইই মেসেজ করে জানায়। সিটি সেসবও করে নু। 
     
    পুরোই জামতাড়া গ্যাঙের মত কারবার দেখি।
  • dc | 2401:4900:1cd1:4c94:d8af:1904:75ca:499a | ১২ নভেম্বর ২০২২ ১২:৪৫511829
  • দ দি, আমার মনে হয় ওনার কনজিউমার ফোরামে যাওয়া উচিত। 
     
    কেসটার দুটো দিক আছে - যেহেতু আপেলের রিফান্ড ইমেল আছে আর রিফান্ড অ্যামাউন্টও জমা পড়ে গেছে, কাজেই আপেলের দিক থেকে আর কিছু বলার নেই। এবার সিটি ব্যাংক বলছে যে ওদেরকে বলা উচিত ছিল যে ইএমআই ক্যানসেল হয়েছে সেটা জানানো উচিত ছিল। আমার মনে হয় দুদিকের বক্তব্যেই কিছু মেরিট আছে। দেখতে হবে যে ইএমআই পারচেজ ক্যানসেল করলে আপেল সিটিব্যাককে কোন অটোমেটেড ইমেল পাঠায় কিনা, বা কোন সিস্টেম রিকোয়েস্ট যায় কিনা। এটা কনসিউমার ফোরামে গেলে বোধায় বোঝা যাবে। 
  • হজবরল | 23.137.251.61 | ১২ নভেম্বর ২০২২ ১২:৩৯511828
  • সিটিব্যাংক ওদের ভারতের ব্যবসাটা এক্সিস ব্যাঙ্ককে বেচে দিয়েছে। নেক্সট ইয়ার মনে হয় হ্যান্ডওভার কমপ্লিট হয়ে যাবে। 
     
    সব ব্যাংকেই ইএমআই ক্যান্সেল করতে গেলে ফোন বা ব্রাঞ্চে ডিরেক্ট যোগাযোগ করতে হয়, ব্যাপারটা লোন একাউন্টের মত। নরমাল ট্রান্সাকশনের মত অটো রিভার্স হয় না। 
     
    ওনাকে কনজিউমার কোর্টেই যেতে হবে। 
  • সম্বিৎ | ১২ নভেম্বর ২০২২ ১২:৩৮511827
  • আমি সিটি থেকে বেরিয়ে যাব। কিন্তু কোন ব্যাংকে যাব, ঠিক করতে পারছি না।
  • সম্বিৎ | ১২ নভেম্বর ২০২২ ১২:৩৭511826
  • এইটা কবে হয়েছে? সম্প্রতি, ভারতে, সিটির কনজিউমার ব্যাংকিং অ্যাক্সিস ব্যাংককে বেচে দিয়েছে। অ্যাক্সিসে আমার অসম্ভব খারাপ অভিজ্ঞতা। সিটিতে অভিজ্ঞতা ভাল। এই কেসটা অ্যাক্সিস নেবার আগে না পরে?
  • lcm | ১২ নভেম্বর ২০২২ ১২:৩৩511825
  • সিটি ব্যাংক ইন্ডিয়া অপারেশন কি অ্যাক্সিস ব্যাংককে বিক্রি করে দিচ্ছে?
  • যোষিতা | ১২ নভেম্বর ২০২২ ১২:২৫511824
  • সিটি ব্যাংক একটা জালি ব্যাংক ভারতে। দায়িত্ব নিয়ে বললাম। আমার খুব খারাপ অভিজ্ঞতা। প্রচুর কাজ ওরা এজেন্টদের আউটসোর্স করে মুনাফা লুটছে। ২০০১ সালে আমাকে প্রায় আড়াই লক্ষ টাকা ঠকিয়েছে এই ব্যাংক। নেহাৎ মামলা করার মত মনোবল এবং সময় ছিল না। ভদ্রলোক/ভদ্রমহিলা কে অবিলম্বে কনজিউমার ফোরামে সমস্ত নথিসহ যোগাযোগ করতে হবে। সিটিব্যাংক ডেঞ্জারাস মাল। ওরা এমনি করে তালে গোলে পয়সা হাপিস করতে ওস্তাদ। 
    এইসএসবিসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ডের মত ভদ্র ব্যাংক নয়। এমনকি রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর পরিষেবা খারাপ হলেও তারা এভাবে চুরি করে না।
  • | ১২ নভেম্বর ২০২২ ১২:১৩511823
  • আচ্ছা এইটা দেখুন তো কেউ কোনও পথ বাতলাতে পারেন নাকি। আমাদের মত এক আইটিওলা গত বছরে আপেলের সাইট থেকে কিছু একটা প্রোডাক্ট অর্ডার করেন সিটিব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে। সাইটে ইএমআই ছিল , উনি ৩ মাসের জন্য নেন। অর্ডারের ৩-৪ দিনের মধ্যেই আপেল অর্ডার ক্যানসেল করে কারণ ঐ জিনিষটা তখন ওদের ছিল না আর নতুন আসতে ২-৩ মাস সময় লাগবে। এবারে উনি বোন না  কাকে যেন গিফট দেবেন বলে অর্ডার করেছিলেন কাজেই ক্যান্সেল করতেই বলেন। আপেল ক্যান্সেল করে রিফান্ড ইনিশিয়েট করে,  রিফান্ড প্রসেসিঙেরও মেল এসে যায়। উনি নিশ্চিন্তে অন্য জিনিষ অর্ডার করে উপহার দিয়ে দেন। 
     
    এরপরে শুরু হয় সিটিব্যাঙ্কের খেলা। মাস তিনেক পরে হঠাৎ খেয়াল করেন কিছু না কিনলেও সিটি কার্ডের পেমেন্টের বিল এসেছে তাতে একটা ইএমআই  দেখানো। ব্যাঙ্কে যোগাযোগ করে বলেন যে অর্ডার ক্যান্সেল এবং টাকা রিফান্ড হয়ে গেছে। ব্যাঙ্ক বলে না যেহেতু তুমি ব্যাঙ্কে ফোন করে ইএমআই  ক্যান্সেল করো নি অতএব তোমাকে ইএএমাইয়ের দশ হাজার দিতে হবে। মজা হল মাঝে 2-৩মাস তিনি ইমেলে স্টেটামেন্টাও পান নি। এটাও উনি ব্যাংকে জানান, তারা বলে না আমরা পাঠিয়েছি। অতঃপর সেই থেকে উনি ব্যাঙ্কে অজস্র চিঠি লিখেছেন,  ওদের থেকে আবার সেই মাসগুলোর স্টেটমেন্ট আনিয়েছেন। আনিয়ে দেখেন আপেল আসলে দুইবার টাকা ফেরত দিয়েছে। ৩১০০০ এর জন্য আপেল ৬২০০০ ফেরত দিয়েছে। ওঁঁর নিজের যা যা খরচ হয়েছিল সেসবও পেমেন্ট হয়ে গেছে। তারপরেও ব্যাঙ্ক ঐ ১০,০০০ ইমাই চাইছে এবং প্রতিমাসে ইন্টারেস্ট লাগাচ্ছে।  ক্রেডিট ব্যুরোয় রিপোর্ট করে লোন রাইট অফ্ফ করানোয় ওঁর স্কোর কমে গেছে। এখন লিগ্যাল নোটিসের হুমকী দিচ্ছে। ওঁর স্থায়ী ঠিকানা তেলেঙ্গানার কোথাও একটা, সেক্ষেত্রে সেখানে যাবে হয়ত নোটিস, সেটা আরেক সমস্যা। 
     
    ওঁর বক্তব্য যা আমি খরচ করি নি তা কেন আমি পে করব? আর আপেল তো ডবল দিয়েছে, ওদের ইএমাই এমনিই ক্যান্সেল হওয়া উচিৎ ছিল।  আর ফোন করে বলার কথা আপেল সাইটে ছিল না, সিটির পাঠানো ইএমাইয়ের প্রোমোশনাল অফার ইমেলেও ছিল না। তাহলে ওরা কী করে বাধ্য করতে পারে? এটা আমার ঠিকই মনে হচ্ছে। মানে সত্যিই যা খরচ করি নি তা কেন এবং কী ভাবে মেটাবো? 
     
    আমি প্রথমে বলেছিলাম রিজার্ভ ব্যাঙ্কের অমবাডসমেনে অভিযোগ জানাতে। তা রিজার্ভ ব্যাঙ্ক খারিজ করে দিয়েছে যে সিটিব্যাঙ্ক তো প্রত্যেক মেলের উত্তর দেয় কাজেই ওদের কিছু করার নেই। এবারে উনি তাহলে কী করতে পারেন? এইটা কি কনজিউমার ফোরামের আওতায় আসে? 
  • kc | 188.71.212.137 | ১২ নভেম্বর ২০২২ ০৯:৪১511822
  • অনুলোম প্রতিলোম ও মহাভারত। উফফ...
     
  • lcm | ১২ নভেম্বর ২০২২ ০৯:৩১511821
  • এন্ডর ,
    ঠিক, ওটা আড়াই কোটিই, গোটা সাইটের সব পেজের টোটাল কাউন্ট, তবে ২০১৪ থেকে। 
  • lcm | ১২ নভেম্বর ২০২২ ০৪:২১511820
  • ফেসবুকে প্যান্ডেমিকের আগে ২০১৯ এর শেষে টোটাল ৪৪,০০০ এর মতন এমপ্লয়ি ছিল। প্যান্ডমিকে এবং পরবর্তী দু বছরের মধ্যে ২০২২ এর সেপ্টেম্বরে সেই সংখ্যা দাঁড়ায় ৮৭,০০০। প্রায় আর একটা নতুন ফেসবুকের সমান। এত লোক নেওয়ার একটা কারণ বলছে যে ঐ মেটাভার্স না কি সব আইডিয়া। যাই হোক এখন ১১ হাজার লোক বাদ দিয়েছে। আরও হয়ত বাদ দেবে।
  • lcm | ১২ নভেম্বর ২০২২ ০৩:৩৭511819
    • অলকা সরকার | 14.139.69.133 | ০৮ নভেম্বর ২০২২ ১৬:৪৭
    • গুরুচন্ডালী’র  ‘হরিদাস পাল’ বিভাগে তাঁর  নিজের লেখা প্রকাশ করার  জন্য ব্লগিং-এর সুযোগের  অনুরোধ করে (অর্থাৎ ব্লগিং রাইট-এর আবেদন জানিয়ে) সুভাষচন্দ্র গাঙ্গুলী গত ১২-ই অক্টোবর, ২০২২ তারিখে একটি ই-মেইল পাঠিয়েছিলেন । ওই  ই-মেইল-এর  সাথেই পূর্বপ্রকাশিত লেখা’র নমুনা হিসেবে ‘করকে দেখা সমঝ গয়া’ শিরোনামের একটি লেখা ( যে লেখাটি এই ওয়েবসাইটে পাওয়া যাবে: https://sites.google.com/site/subhascganguly/writings )  পাঠিয়েছিলেন ।    
          
      কিন্তু দুঃখের বিষয় এই যে আজ পর্যন্ত  (৮-ই নভেম্বর, ’২২) গুরুচন্ডালী’র  তরফ থেকে চিঠির কোন  উত্তর  পান নি ।
       
      lcm-কে  গোটা  বিষয়টা খোঁজ-খবর করে ও দেখে উত্তর দেওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করার অনুরোধ করছি ।
    ----
    সুভাষ গঙ্গোপাধ্যায় নামে কোনো ইউজার তো নেই, দেখ্লাম না, https://www.guruchandali.com/userSearch.php এখানে  বাংলা/ইংরেজি নানাভাবে সার্চ করেও পেলাম না। তো, ইউজার না পাওয়া গেলে তো অ্যাকসেস দেওয়া যাবে না। আমি গুরুর জিমেইল দেখতে পাই না, কিন্তু সেখানে ইমেইল পাঠালেও কিছু করবার নেই যতক্ষণ না পর্যন্ত ইউজার একবার অন্তত গুগল বা ফেসবুক দিয়ে লগইন করছেন, একবার লগইন করলেই অ্যাকাউন্ট তৈরি হবে। তারপরে ব্লগ একসেস এর ইমেইল পাঠাতে হবে। 
    পদ্ধতি এখানে দেওয়া আছে https://www.guruchandali.com/comment.php?topic=13230 
  • S | 2405:8100:8000:5ca1::c8:30e9 | ১২ নভেম্বর ২০২২ ০৩:১৪511818
  • আমি ভাবছিলাম আট ডলার দিয়ে এরল মাস্কের একটা ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলি। ঃ)
  • s | 100.36.116.83 | ১২ নভেম্বর ২০২২ ০২:৪৭511816
  • আট ডলারের প্ল্যান আপাতত ক্যানসেল। তবে কাল সারাদিন টুইটারে যে পরিমাণ ট্রোলিং চলেছে, সেটা বেশ উপভোগ্য। বিশেষ করে ফেক জর্জ বুশ, সে এমনই ফেক যে অথেন্টিক জর্জ বুশের থেকে আলাদা  করা মুশকিল। ইলাই লিলির ফেক জানিয়েছিল যে আজ থেকে ইনসুলিন ফ্রি। একাধিক পোপ ফ্রান্সিস বেশ কালার্ফুল কিছু টুইট করেছেন।
    তার ওপর ট্রাম্প আবার ডিস্যাংটিমোনিয়াস কে অ্যাটাক শুরু করেছে। বেশি করে পপকর্ণ অর্ডার করার সময় এখন।
  • lcm | ১২ নভেম্বর ২০২২ ০২:৪৭511815
  • ওপরের হাই লেভেল মেনুটা ওরকমই করা আছে। যে সেকশনে আছো, সেখানকার লিংক ডিজেবলড। অর্থাৎ, ভাটিয়ালিতে গেলে ওপরের ভাটিয়ালি লিংকটা ডিজেবলড। টইপত্তরের লিস্টে যেতে গেলে ঐ সাদা ফন্টের ব্রেডক্রাম্প লিংকে ক্লিক করতে হবে, যেমন হজবরল বলেছেন। 
  • যোষিতা | ১২ নভেম্বর ২০২২ ০২:৪৬511814
  • ইভা থাপার দাবি*
  • যোষিতা | ১২ নভেম্বর ২০২২ ০২:৪৬511813
  • কামড়ানো পুলিশের নাম ইভা থাপা। অরুণিমার ডাক্তারি প্রেসক্রিপশনে লেখা আছে হিউম্যান বাইট।
    ইভা থাপার অরুণিমা তাকেও কামড়েছিল, কিন্তু বিচারক পাত্তা দেন নি।
    ওদিকে বাঘবন্দী খেলার বাঘকে আরও চোদ্দদিন শ্রীঘরে থাকতে হবে। বাঘ ও বাঘের মেয়ে গেল তিন বছরে পাঁচবার লটারি জিতেছে।
  • যোষিতা | ১২ নভেম্বর ২০২২ ০২:৪১511812
  • লিংক দিন S
    এরকম মজার খবর পড়তে চাই
  • S | 2405:8100:8000:5ca1::a:4ca4 | ১২ নভেম্বর ২০২২ ০২:১০511811
  • ফক্স নিউজ জানিয়েছে যে মেয়েদের মধ্যে রিপাব্লিকান ভোট বাড়ানোর জন্য তাদের বিয়ে দিয়ে দিতে হবে। ডেমরা নাকি মেয়েদের সিঙ্গল রাখছে আর ভোট পাচ্ছে।
  • S | 2405:8100:8000:5ca1::a:4ca4 | ১২ নভেম্বর ২০২২ ০২:০৮511810
  • এলন নাকি ৮ ডলারের প্ল্যান ক্যানসেল করে দিয়েছে?
  • হজবরল | 185.220.101.62 | ১২ নভেম্বর ২০২২ ০১:৫৮511809
  • সাদা রঙের ব্রেডক্রাম্ব মেনুতে টইপত্তর ক্লীকেবল?
  • একক | ১২ নভেম্বর ২০২২ ০১:৫২511808
  • একক | ১২ নভেম্বর ২০২২ ০১:৫২511807
  • একটা বাগ রিপোর্ট করে যাই। টইপত্তরে ঢুক্লে টইপত্তর মেনু আর ক্লিকেবল থাকচে না। সরবদা নয়। মাঝে মাঝে। রিপ্রো রইল ঃ 
     
  • &/ | 107.77.235.34 | ১২ নভেম্বর ২০২২ ০১:১৭511806
  • কেউ কি খেয়াল করলেন উপরে দেখাচ্ছে আড়াই কোটি র কিছু বেশি ?
  • :|: | 174.251.162.133 | ১২ নভেম্বর ২০২২ ০০:৩৩511805
  • ০০:২৭-কে -- উচ্চারিত ভালো লোক আপনি প্রধান সেবক ঘোষণা-না-করা বাকী দুজনের একজনকে বিচার অন্য জনকে শিল্পপতি মনে করে সঙ্গে নিয়ে চলুন। আইনী পরামার্শ করে কাটিয়ে দেবেননা।
    আর, বালাই ষাট -- কানে তুলো দেবেন কেন? বোসের ইয়ার ফোনগুলো আছে কী কত্তে?
  • r2h | 192.139.20.199 | ১২ নভেম্বর ২০২২ ০০:২৭511804
  • হ্যাঁ, সে কন্টাকাকীর্ণ পথ, পদে পদে সমালোচনা। বিচার ও শিল্পপতিদের সঙ্গে নিয়ে কানে তুলো গুঁজে চলতে হয়। পিঠে কুলোর ব্যাপারটা লাগে না, ঠিক ঠাক সেবক হতে পারলে লগুড় সব নিজের হাতায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত