এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 132.160.114.140 | ০১ মে ২০১২ ১০:২৮660
  • কোথায় লিখব বুঝতে না পেরে এখানে লিখলাম। কেউ বিরক্ত হলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
    অনেকদিন থেকেই গুরু পড়ছি। ভাটিয়ালি আর টই বিশেষ করে। কোনো সমস্যা হয়নি ফণ্ট বিষয়ে। তবে নতুন গুরু আমার অফিস, বাড়ির ডেস্কটপ, ল্যাপটপ সবখানেই কিরকম হযবরল হয়ে আসছে। প্রচুর বাক্স, কোথাও লাইন বেরিয়ে যাচ্ছে ফ্রেমের বাইরে, কিছু শব্দ অদৃশ্য। আমি ক্রোম আর মোজিলা দুটো ব্যবহার করেই দেখেছি, একই হচ্ছে। কোনো সমাধান?
  • rimi | 85.76.118.96 | ০১ মে ২০১২ ১০:০৯659
  • i এই কথাগুলো আমি, আমরা গত কয়েকমাস ধরেই ভাবছি কিন্তু। এই ভাবাটাও মানসিক প্রস্তুতির একটা ধাপ। ক্যান্সার এমনই এক রোগ যে আমরা এই সব কিছু নিয়েই ভাবতে বাধ্য হয়েছি, বহুদিন আগে থেকে।

    আমাকে আপনি বলো না। ঃ-)
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ১০:০০658
  • রিমি, ঝিকি, আর সবাই,
    আমার এখন নিজের অসম্ভব বাজে লাগছে এই পোস্টগুলো করার জন্য। আমি এভাবে ভাবাতে চাই নি। প্লীজ আর ভাববেন না। ভুলে যাবেন।
    আমি সত্যি দুঃখিত।
  • ঝিকি | 229.83.85.197 | ০১ মে ২০১২ ০৯:৪৮657
  • আমি ছেলে কে নিয়ে ভাবতেও চাই না...... তার আগে ভাবতে হবে আমার দুটো হাত কেটে গেলে কি হবে...... বা দুটো পা.....বা হাত পা সবই... বা আমি অন্ধ হয়ে গেলে কি হবে বা বদ্ধ কালা? আমি এসব কোনটাই ভাবি না, ভাবতেও চাই না।
  • rimi | 85.76.118.96 | ০১ মে ২০১২ ০৯:৪৪656
  • আরে পাইএর ৯।৩৭ এর পোস্ট পড়ে খুব অবাক হলাম। আমিও যে একটা সময় এরকমি ভাবতাম ঃ-))
  • rimi | 85.76.118.96 | ০১ মে ২০১২ ০৯:৪৩655
  • কিকি আমি এখনো সবরকম ভয় কাটিয়ে উঠতে পারি নি কিন্তু। আমার সবচেয়ে দুর্বল জায়গা আমার ছেলে। তবে চেষ্টা করি যথাসম্ভব ভয়ের সঙ্গে লড়াই করতে। এটুকুই।
  • ঝিকি | 229.83.85.197 | ০১ মে ২০১২ ০৯:৪২654
  • নন্দিনী মালিয়ার সিনেমাটা বোধহয় মাল্যদান।
    আমি কিভাবে মরতে চাই তার উত্তর জানি..... দাঁড়িয়ে থেকে।
  • pi | 138.231.237.7 | ০১ মে ২০১২ ০৯:৩৮653
  • হ্যাঁ, নিজেকে নিয়ে ভাবা আর চোখ ভিজে যাওয়া।
  • pi | 138.231.237.7 | ০১ মে ২০১২ ০৯:৩৭651
  • নিজেকে নিয়ে ? লিখবো ? একটু ন্যাকা ন্যাকা শোনাবে। লিখতে কেমন কিন্তু কিন্তু ও ঠেকছে। সেই কোন ছোট থেকে খুব যত্ন করে লুকিয়ে রাখা। কিন্তু ছোটাইদির পোস্ট পড়ে লিখেই ফেল্লাম।
    কবে থেকে শুরু হয়েছিল জানিনা। কয়েকটা সিনেমা দেখে বোধহয়। আনন্দ ,কাশ। নন্দিনী মালিয়ার একটা সিনেমা ছিল। নাম ভুলে গেছি। নাকি সঞ্জীব চাটুজ্যের সেই ইতি সিরিজের উপন্যাসগুলো পড়ে ? টেলিগ্রাফের গ্রাফিতিতে তখন শেষ পাতায় সেলিব্রিটিদের নিয়ে একটা সাক্ষাতকার মত বেরোত। বেশ অদ্ভুত অদ্ভুত প্রশ্ন থাকত তাতে। একটা প্রশ্ন খুব মনে ধরেছিল। তুমি কেমন ক'রে মরতে চাও। আমি মিছিমিছি, যেন আমাকে এই প্রশ্নটা করা হয়েছে ভেবে নিয়ে উত্তর দিতাম।ক্যান্সার। এমন কোন দুরারোগ্য অসুখ, যাতে আমি অনেকদিন আগে থেকে জানব, মরতে চলেছি। আর সেটা জেনে বাঁচব।সে যে ক'টা দিন ই হোক। ঐ ডেডলাইন বসানো ক'টা দিনের বাঁচার উপর আমার ভয়ানক লোভ ছিল। এখনো নেই বলব না।
    তবে এই বিষাদবিলাসের বাবলটা দুম করে তখনি ফেটে যায়, যখন মনে হয় আমার প্রিয়জনের কারুর এমনি অসুখ হয়েছে। নিজেকে তার আত্মীয়ের জায়গায় বসালে যে অসহ্য টাইপের একটা অনুভূতি হয়, নিজের প্রিয়জনদের সেই নরক যন্ত্রণার মধ্যে ফেলার কথা মনে হলেই নিজের মৃত্যু বিলাসের মৃত্যু ঘটে। তবে পুরো ই মরে কি আর যায় ?
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৯:৩৭652
  • জয় গোস্বামীর একটা লেখায় পড়েছিলাম নিজেকে নিয়ে খেলার কথাটা। নিজেকে নিয়ে ভাবছেন আর চোখ ভিজে যাচ্ছে। লেখাটা সম্পূর্ণ মনে পড়ছে না।

    ভয়কে নিয়ে কেই বা বাস করে? সময়ই নাই ভয় করার।

    হে ধর্মরাজ, এ জগতে সব থেকে বড় আশ্চর্য কি?
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৯:২৯650
  • রাণী চন্দের স্মৃতিকথায় ( সব হতে আপনেই বোধ হয়) পড়েছিলাম-প্রমথ চৌধুরি মারা গেছেন। অনেক রাত। দাহ হবে সকালে। রাত বাড়তে, ইন্দিরা দেবী উপস্থিত সকালকে ঘর থেকে চলে যেতে বলালেন। মশারি টাঙালেন। মশারির ভেতর ঢুকে প্রমথকে জড়িয়ে শুলেন।
  • rimi | 85.76.118.96 | ০১ মে ২০১২ ০৯:২২649
  • নিজেকে নিয়ে এই খেলা আমি নিজেই খেলেছি। নিজের জন্যে আমি একদম প্রস্তুত। স্বামীর জন্যেও - হ্যাঁ। একমাত্র ছেলের কথাটাই এখনো ভেবে উঠতে পারি নি। ঐটা মনে হয় না সম্ভব হবে।
    কিন্তু সেটাই তো জীবনের নিয়ম। বাবা মাদের মৃত্যু সন্তান দেখবে - এইটা বাবা মার কাছেই বাঞ্ছনীয়। উল্টোটা নয়। মানুষের/প্রাণিদের স্বাভাবিক প্রবৃত্তিই হল অফস্প্রিং কে বাঁচিয়ে রাখা। উল্টোটা নয়।

    তবে ভয়ের ব্যপারে কথা হল, ভয় করে কি লাভ? ভয় করে তো কোনোকিছু নিয়ন্ত্রণ করতে পারব না। বরং সব রকম পরিস্থিতির জন্যে মনকে প্রস্তুত রাখাই ভালো। ঝিকির স্কাউটের কথাটা ভালো লাগল।
  • Sudipta | 79.132.108.212 | ০১ মে ২০১২ ০৯:১৫647
  • Stunned!! এত বাজে খবর একটা! খুব খারাপ লাগল শুনে! আর কি বলব, যার হয় সেই বোঝে, তবু মনের জোর সঙ্গী হোক, এই আশা থাক।
  • কিকি | 69.93.199.167 | ০১ মে ২০১২ ০৯:১৫648
  • ঝিকি,
    মটোটা মনে পরে গেলো। আমাদের বোধায় সিচুয়েশানে ফেলেই শেখানো হতো তাই না? একবার ক্যাম্পে রাত্রে (পাঁচমারিতে) বিপদ সংকেত শুনে সবাই ঘুম চোখে মোটামুটি ফ্ল্যাপ গলেই বেড়িয়ে গিয়ে শুনলাম ডাকাত এসেছিলো। কয়েকজন দাদাকে ধরে নিয়ে গেছে। তাদের খুঁজতে জঙ্গলে যেতে হবে। সে যাহোক! বাস্তব জীবনে অ্যাপ্লাই করা খুব কঠিন।কিছু কিছু বিষয়ে। বিশেষতঃ প্রিয়জনদের বিষয়ে। তুমি, রিমি সত্যি খুব সাহসী মেয়ে। কাল রাত্রে রিমির পোষ্ট পড়ে খুব ভালো লাগছিলো। সত্যিতো কেবল দুঃখ পেয়ে আর ভয় পেয়ে এই অমুল্য সময় নষ্ট করবো কেন! নানা কারনে মনটা খুব বিক্ষিপ্ত কয়েক মাস ধরে। ধন্যবাদ।
  • ঝিকি | 229.83.85.197 | ০১ মে ২০১২ ০৯:১১646
  • নিজেকে নিয়ে পারব, যদি জানতে পারি যে আমি চলে গেলে ছেলের কোন অসুবিধা হবে না।

    বাকি জানি না..বাবা চলে গেলে কি করব তাও কি ছাই জানতাম.....সেই মুহূর্তে বাস্তববুদ্ধি যা বলে তাই করব... আবেগ ব্যাপারটা আমার বরাবরই কম।
  • ঝিকি | 229.83.85.197 | ০১ মে ২০১২ ০৯:০৮645
  • আমাদের পড়ার এক ভদ্রলোক কলকাতার হাসপাতালে মারা যান, তাঁর কাছে বড় ছেলে ছিল.... সেদিন তাঁর ছোট ছেলের বৌভাত ছিল, বিয়ের আগের দিনই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন! তাঁর মৃত্যুর খবর বড়ছেলে বাড়ীর কাউকে জানায় নি, বৌভাতের অনুষ্ঠান শেষ হওয়ার পর সে মৃতদেহ নিয়ে বাড়ী ফেরে। ততক্ষন সে রাস্তায় কোথাও বাবার শবের সাথে অপেক্ষা করছিল, যাতে ছোটভাই-এর আনন্দের দিনে কোন বিঘ্ন না ঘটে।
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৯:০৭644
  • দুটো খবরে খুব অস্থির হয়ে গেল মন। ছাতামাথা অনেক কিছু লিখে ফেল্লাম।
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৯:০৬643
  • খেলাটা
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৯:০৫642
  • মা বাবার / বয়োজ্যেষ্ঠজনের জন্য যেভাবে প্রস্তুত থাকতে পারি/ খেলতে পারি ঐ ভয়ংকর খীলাটা- বন্ধু, সন্তান বা স্বামীকে নিয়ে পারব? নিজেকে নিয়ে?
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৮:৫৬641
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৮:৫৫640
  • নরেন মিত্রর একটা গল্প ছিল না-বাড়িতে উত্সব-সে বাড়ির ঘরজামাইটি মারা গেছে, তার স্ত্রী সে কথা গোপন করে রাখল যতক্ষণ না উৎসব শেষ হয়। বাকিদের আনন্দে যেন কোনো বাধা না পড়ে। তাঁর কোনো প্রস্তুতিপর্ব ছিল না।
    গল্পে নয়, নিজেও দেখেছি । আজ হঠাত মনে পড়ল ।
  • ঝিকি | 229.83.85.197 | ০১ মে ২০১২ ০৭:৫০639
  • এখনও তো দুমাস পেরোয় নি. সেদিন ১টার সময় তেল কোম্পানীর সাথে খুবই জরুরী মিটিং ছিল, বসের কেবিন আমরা অস্ত্র সাজাচ্ছিলাম.হঠাৎ মনে পড়ল ফোনটা নিজের ডেস্কেই ফেলে এসেছি, কাছে আসতেই শুনলাম ফোন বাজছে...... বাবার মৃত্যু সংবাদ পেলাম.....কয়েক মুহূর্তের জন্য মাথা খালি হয়ে গল.... তারপরেই বাস্তবের মাটিতে.... সবার আগে HR- এ ফোন করে টিকিটের জন্য বললাম, ফ্লাইট বিকেল ৫টায়, তখন ১০টা বাজে...... তারপর বরকে ফোন করলাম...... সে সান্ত্বনা দেওয়ার সুযোগ ই পেল না, তাকে একটা to do-র লিস্ট ধরিয়ে দিলাম...... বসকে জানালাম....... আমার জুনিয়দের প্রয়োজনীয় তথ্য দিয়ে দিলাম.... এই সব করে বারোটার সময় বেরোলাম ছেলের স্কুলের উদ্দেশ্যে... সেটা আমার অফিস থেকে প্রয় ১৬-১৭ কিমি দুরে... ছেলেকে তুলে সারা রাস্তা ধরে বোঝালাম যে ওকে এখন কয়েকদিন বাবা আর আন্টির কাছেই থাকতে হবে ইত্যাদি ইত্যাদি..... বাড়ী ফিরলাম ২:৩০ নাগাত, বরও প্রায় তখনই ফিরল.... কোনরকমে কিছু খেলাম, পাসপোর্ট টাকা বর গুছিয়ে দিল, বাকি আমি গুছিয়ে তিনটের সময় বাড়ী থেকে বেরোলাম....... ঐ শুরুর কয়েক সেকেন্ড ছাড়া এক মুহূর্তও থামি নি....... অথচ এটা আমার কাছে জীবনের প্রথম আপনজনের মৃত্যুসংবাদ!! স্কাউটে আমাদের মটো ছিল Be Prepared, মনে হয় সেটা ভেতরে গেঁথে গেছে।
  • Nina | 78.34.167.250 | ০১ মে ২০১২ ০৫:৪৫638
  • আকা ও রিমি কে সমবেদনা ছাড়া আর কি বলি !
    স্যানকেও তাই---মন শক্ত রাখ---সঙ্গে কাটানো ভাল সময়ের স্মৃতিগুলিকে মনে নাড়াচাড়া কর। আমরা সঙ্গে আছি।
  • i | 147.157.8.253 | ০১ মে ২০১২ ০৫:১৬637
  • নিজের মৃত্যু নিয়ে ভয় ছিল ছোটোবেলায়। ঘুমোতে পারতাম না। গল্পের বইতে মৃত্যুবিষয়ক কিছু থাকলেই পাতা উল্টে যেতাম। এমনকি হেনি পেনির অনুবাদে 'আকাশ ভেঙে পড়েছে রে ' পড়লেও তুমুল ভয় হোতো। তখন মহাভারত পড়ছি। ছোটোদের। ভীষ্মকে তার বাবা ইচ্ছামৃত্যুর বর দিয়েছিল। মা বাবার সব কথা শুনতাম ঐ বর আম্মো পেতে পারি ভেবে। খুবই ছোটো তখন। সেভয় নিজেই কাটিয়ে উঠেছি। কেন কিভাবে এসব লিখেছিলাম কোথাও একদা।

    প্রবাসে আসার পর প্রিয়জনকে হারানোর ভয়-ভোরের টেলিফোনে ভয়-বহুদিন গেছে এভাবে। একজন একটা খেলা খেলতে বলেছিল-প্রিয়জনের মৃত্যু কল্পনার খেলা। খুব সাংঘাতিক খেলা। প্রস্তুতিপর্বে লিখেছিলাম। হেল্প করে নি খেলাটা।
    বয়স আরো বেড়ে গেছে। এখন সংযত ও প্রস্তুত। হয়তো।

    অকা, রিমিকে সমবেদনা। স্যানকেও। আর কি বলব জানি না।
  • gandhi | 213.110.243.22 | ০১ মে ২০১২ ০২:৫২636
  • ইয়া ইয়া আসল লোক ।।। অনেকটা জায়গা নেয় | কেসিদাকে দেখছিনা !!!
  • প্পন | 122.133.206.20 | ০১ মে ২০১২ ০২:১৯635
  • আজ না জিতলে নাসরিকে ফাঁসিতে চড়াবে।
  • প্পন | 122.133.206.20 | ০১ মে ২০১২ ০২:১৩634
  • ইয়াইয়া তোরে ওদের আসল প্লেয়ার।
  • প্পন | 122.133.206.20 | ০১ মে ২০১২ ০২:১০633
  • কিন্তু আজ কেউ ডাইভ দিচ্ছে না?
  • Jay | 100.200.14.2 | ০১ মে ২০১২ ০২:০৩632
  • myaanachiniTaa Jaataa. myaan ur saamane jhaanp phelaa Jaay? 89miniTe gol shodh debe! chenj ab gaarD haye gyaal! sei burho
  • kc | 188.61.96.29 | ০১ মে ২০১২ ০১:৪০631
  • শালা! আভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়!! ঃ-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত