এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kelo | 117.254.251.231 | ১৬ আগস্ট ২০১০ ১০:০৮452906
  • হেঁ হেঁ , মানে ওটা আমারই লেখা। ঠিকই ধরেছেন। একটু নিজের ঢাক নিজে পেটাচ্ছিলুম আর কি!!

    তবে আমারও মনে হয়েছে যে লেখাটা হরেন্ডাস টাইপ খাজা হয়েছে। আসলে পাকা রাঁধুনী নই তো। তাই পরিপাক হবার আগেই নাবিয়ে ফেলেছি। খিচুড়ীটা যতই বাজে হোক, মাল মশলা কিন্তু অত্যন্ত ভালো মানের দেওয়া হয়েছিল। বিশেষত: ভারত সরকারের ঐ মেশিনের পর মেশিন তৈরীর ঘোষনা তো কোন ওয়েবসাইটেই এক জায়গায় নেই, অমন সুন্দর টেবিল করে তো দূরের কথা।
    এত্তো গবেষনা করে এরকম একটা ভিন্নধর্মী গুরুগম্ভীর পোবোন্ধো নাবালুম, অথচ দেখো, কী কেলো হয়ে গেল! !

    এক্কেবারে যারা কিছু জানি না, তাদের জন্য, তাদের মধ্যে থেকেই কলম ধরেছিলুম তো। উদ্দেশ্য ছিল যেটুকু জেনেছি, গুরুচন্ডাল নির্বিশেষে শেয়ার করে নেওয়া। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখুন, কটা লোক জানে যে পেন্টিয়াম টু, থ্রী, ফোর সবকটাই আসলে 80686 প্রসেসর? মানে, প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আমরা গত দশ বছর ধরে লেফট রাইট করছিলাম। সফটওয়্যারের বাঘা বাঘা লোক পর্যন্ত দেখবেন এই সরল কথাটা জানে না, বলতে পারবে না।

    আপনারা যারা ভাল লেখেন এবং কম্পুটারের লোক তাঁরা একটু এ লাইনে কলম ধরুন না। মাল মশলা না হয় আমি যোগান দেব।
    যখন কল্লোলদা বা রঞ্জনদার মত লোকরা পড়ে বুঝতে পারবেন এবং ভাল লাগবে, তখন ওটা লেখার সাফল্য হিসেবে গন্য হবে।
  • kelo | 117.254.251.231 | ১৬ আগস্ট ২০১০ ১০:৩১452907
  • @Blank
    আরে দাদা, আমি যখন পড়াশুনো করেছি তখন কি আর পশ্চিমবঙ্গে কম্পুটার ছিল !!
    সে এক সময় গিয়েছে মশাই।

    'মহম্মদ বিন তুঘলক থেকে মমতা, পশ্চিবঙ্গে কম্পুটারের ইতিবৃত্ত' বলে একখানা আরও খাজা লেখা নাবাচ্ছি। খুব আশা আছে আর কেউ না ছাপুক, গুরুচন্ডালী ঠিক ছাপবে। ওরা ভারী উল্টোপাল্টা প্রতিষ্ঠান। ভাল লেখা ফেলে দেয় আর খাজা লেখাগুলো বেছে বেছে ছাপে। (সত্যিই এটা আমার মনের কথা, বিশ্বাস না হয় ঈশেনদাকে জিজ্ঞেস করুন)
  • Arpan | 216.52.215.232 | ১৬ আগস্ট ২০১০ ১০:৪০452908
  • কেলোদা, লেখাটা তথ্যগতভাবে তো আমার ভালোই লেগেছে।

    তবে সফটওয়্যারের (মানে আমাদের ভারতীয় আইটি ইন্ডাস্ট্রির সিংহভাগ) লোকজনের প্রসেসর কী না জানলেও চলে যায়। তাদের উদ্দেশ্য, বিধেয়, প্রণালী সব আলাদা।

    এইবার চুপ করলাম। কারণ এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে গুরুর এক দুটো টইতে। আর পুনরাবৃত্তি করতে চাই না। নতুন কিছু বলার নেই।
  • Samik | 121.242.177.19 | ১৬ আগস্ট ২০১০ ১১:১৩452909
  • সোমবারে নতুন বুলবুলভাজা উঠল না তো!!
  • sda | 117.194.203.232 | ১৬ আগস্ট ২০১০ ১১:২৯452910
  • কেলোদার লেখা ভাল ই লাগলো, তবে রাজনৈতিক কূটকচালি গুলো এতো উচচকিত ভাবে না থাকলেই আরো সুখপাঠ্য হত। যে প্রশ্ন গুলো তোলা হয়েছে সেগুলো খুবই ভ্যালিড। সব পয়েন্টে একমত নই , যেমন ARM এর মত RISC প্রসেসর কেন জেনারেল পারপাস কম্পুটারে ব্যবহার করা অসুবিধাজনক তার হাজার একটা কারন রয়েছে। কিন্তু ভারত সরকারের পার্সোনাল কম্পু রিলেটেড RnD সম্পর্কে একদম মনের কথাটা লিখেছেন। আমাদের আই আই টি / আই আই এস সি আলো করে বসে থাকা রিসার্চাররা societal approach of computing নিয়ে যত পেপার বের করেন তার একটা ভগ্নাংশ ও যদি কাজে দেখাতে পারতেন !
  • I | 59.93.173.13 | ১৬ আগস্ট ২০১০ ১১:৫১452911
  • sda-র নাম হল সদা। পদবী দাস। লোক খুব ভালো।
  • lcm | 69.236.164.157 | ১৬ আগস্ট ২০১০ ১২:০৮452912
  • ইয়ে, মানে কেলোবাবু, পেন্টিয়াম ৩ আর ২ এর মধ্যে তফাৎ আছে বই কি। খানিকটা এএমডি-র চাপে পড়ে ইন্‌টেল ১৯৯৭ এ পেন্টিয়াম-৩ নামায়। এখানে দেখুন, তফাৎ খানিকটা আছে:
    http://en.wikipedia.org/wiki/Streaming_SIMD_Extensions

    পেন্টিয়াম-৪ এ অবশ্য ইন্‌টেল আরো এনহ্যান্স করে প্রসেসর। এএমডি আর ইন্‌টেল - এই প্রতিযোগিতা তো ভালো ছিল, এতে করে মাইক্রোপ্রসেসর-এর পারফরম্যান্সে দ্রুত উন্নতি হয়েছে।

    ১৯৯৭ সালে ৫৫% প্রসেসর ছিল ৮ বিট। আর এখন প্রায় সবই ৩২.... কেউ কেউ ৬৪...

    সুতরাং, লোকজন এমনি এমনি আপগ্রেড করে নি। আরো বেটার পারফর্ম্যান্স বলেই করেছে। দশ বছর ধরে বোকার মতন লেফট-রাইট ও করে নি।
  • kelo | 117.254.254.228 | ১৬ আগস্ট ২০১০ ১৫:১২452913
  • @lcm
    ঠিকই বলেছেন, তফাত আছে বইকি। ২,৩ আর চারের নানা ভ্যারিয়েন্টের মধ্যে নামমাত্র তফাত।অশুধু SSE কেন, আরো আছে, সে কথাও বলতে পারি, তবে সময় লাগবে।
    এটা অস্বীকার করতে পারবেন না যে তিনটেই 80686। এদের তফাত মূলত: ক্লকস্পীডে, (মেগাহার্জে মাপা হয়, উদাহরন 1.2MHz বা 2.6MHz) আর ডাটা বাস এ (বিট এ মাপা হয় 32bit বা 64bit), যাকে আপনি পারফর্ম্যান্স এর তফাত বলেছেন। আমার লেখায় দেখুন এ কথা আমি লিখেছি - 'প্রসেসরের সঙ্গে প্রসেসরের মূল পার্থক্য হওয়া উচিত তার কেন্দ্রীয় আর্কিটেকচারাল ডিজাইন, শুধুমাত্র বাস(FSB) বা ক্লকস্পীড নয়।' আপনি তো ঐ দুটোকেই প্রসেসরে প্রসেসরে পার্থক্যের মাপকাঠি করে ফেলেছেন। আপনার মাপকাঠিতে জ্যোতিবাবুর পঞ্চম আর বুদ্ধবাবুর ষষ্ঠ বামফ্রন্ট সরকারের মধ্যেও তো তাহলে ব্যাপক তফাত। বুদ্ধবাবু নিজেও অবশ্য সেটাকে 'উন্নততর' বলেছিলেন। শুধু হতভাগা কেলোটাই সেটা মেনে নেয় নি। কেলোর মতে, তফাত হবে 'বৈপ্লবিক'। যতটা তফাত x86 আর RISC এর মধ্যে।

    আর ইন্টেল আর এ এম ডি র মধ্যে যে প্রতিযোগিতা চলত সেটা তো x86 এর সঙ্গে আর একটা x86 এর। এর আগে তো কোনদিন x86 এর সঙ্গে RISC বা MIPS এর কোন প্রতিযোগিতা চলে নি। সেটা শুরু হয়েছে ইদানিং, আর সেই সূত্রেই তো আমার এই লেখার অবতারনা। AMD বা intel কেউই পার্সোনাল কম্পিউটারের জন্য RISC বা MIPS বানাত না। এখনও ভয়ে বানাচ্ছে না। সেই ডামাডোলের মধ্যে উঠে আসছে nVidia, তাদের Tegra প্রসেসর নিয়ে। যা কিনা একটা RISC

    64bitDatabass ১৯৭০ এও ছিল, তবে ব্যবহার হত সুপার কম্পিউটারে। 8,32 বা 64bit, এর পার্সোনাল কম্পিউটারের বাজারে মার্কেট শেয়ার কত সেটা অনেকটা 'আমরা ২৩৫ ওরা ৩৫' এর সঙ্গে তুলনীয়। ওতে ভালমন্দ বিচার হয় না, এমনকি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি এটাই প্রমান করছে যে ওতে 'জনপ্রিয়তা'র বিচার পর্যন্ত হয় না।

    আমি sda র তোলা প্রশ্নেরও জবাব দিতে চাই, পুরোন কোন টইতে কি এ বিষয়ে আলোচনা চলত? আমি নতুন বলে ঠিক জানি না তো। এই মতামতের টইটা আমি নষ্ট করতে চাই না। যদি appropriate টই পান তবে সেটাকে চাগিয়ে তুলুন না, আপনারা তো ব্যপক ফান্ডা লড়াচ্ছেন।
  • Guruchandali | 122.248.182.16 | ১৬ আগস্ট ২০১০ ১৬:২৯452914
  • -------------------------------------
    প্রকাশিত হল বিলেটেড আজাদি ইস্পেশাল এর এক গুচ্ছ লেখা:

    আমাদের দেড়শো টাকার লড়াই।
    স্বাধীনতা।
    কমনওয়েলথ ১, ২ ও ৩ -- খবর্নয়?এর তিন টুকরো।
    ধারাবাহিক উত্তরবঙ্গ -৪।
    -------------------------------------
  • Shuchismita | 71.201.25.54 | ১৬ আগস্ট ২০১০ ১৭:০৮452916
  • স্বাধীনতার বিলেটেড সকালে জনৈক হুচিস্মিতাকে দেখে নির্মল আনন্দ পেলাম :))
  • Samik | 121.242.177.19 | ১৬ আগস্ট ২০১০ ১৭:৫৯452917
  • আমি তো শুচিস্মিতাকেই দেখলাম।
  • Shuchismita | 12.34.246.72 | ১৬ আগস্ট ২০১০ ১৮:২৪452918
  • যাহ! নির্মল আনন্দে ছাই পড়লো! আমার হুচিস্মিতাকে দিব্যি পছন্দ হয়েছিল ;-)
  • bhabuk | 198.80.144.187 | ১৬ আগস্ট ২০১০ ২০:০৭452919
  • ল্যামি-দা, এইটা ব্যাপক দিলে। পুর্বপুরুষ আর উত্তরপুরুষ কে পুরোটাই আউটসোর্স ক'রে দিলে।
  • kelo | 117.254.246.18 | ১৬ আগস্ট ২০১০ ২২:৫৩452920
  • খবর্নয় এ পাইদিদিদের বানানো পাই-চার্টগুলূ হেব্বি হয়েছে।
  • lcm | 128.48.7.101 | ১৭ আগস্ট ২০১০ ০১:৩২452921
  • কেলো-র লেখা (আর্টিক্‌ল, পোস্টিং, টেকনিক্যাল, ... সব মিলিয়ে ) আমার সময় বিশেষে কনফিউজিং মনে হয়। এটা কিন্তু আমার পার্সোনাল মত।

    প্রথমত, ধরা যাক আপনি লিখতে চাইছেন 'সুর্য পুব দিকে ওঠে', সেখানে আপনি হয়ত লিখলেন - "সুর্য পুব দিকে ওঠে, দিনের পর দিন, ঠিক যেভাবে বামফ্রন্ট পশ্চিমবঙ্গে ..... এসেট্রা.... এসেট্রা...' । সত্যি বলতে কি, আপনার এই প্রতিবেদনে কম্পুটর/মাইক্রোপ্রসেসর আর বামফ্রন্ট/কংগ্রেস এর অ্যানালজি আমার বোধগম্য হয় নি, ২৩৫-৩৫ নিয়েও কিছু একটা বললেন তার তুলনাটাও কিরকম জমল না ।

    ভারতবর্ষে শস্তায় কম্পুটার কিভাবে কম খরচে সকলের কাছে পৌঁছনো যেতে পারে তা নিয়ে আপনি একটা সুন্দর বক্তব্য রাখতে চেয়েছেন, কিন্তু নানা কথা ভিড়ে সেটা হারিয়ে গেছে। অ্যাপেল-র আই প্যাড নিয়ে আনন্দবাজার কি লিখল বা পেন্টিয়াম ১/২/৩ কতটা আসল কাজের তা নিয়ে অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক শব্দ খরচ হয়েছে।

    টেকনিক্যাল দিক আপনার বক্তব্য মাঝে মধ্যে কেমন যেন খাপছাড়া। আপনি তুলনা করেছেন x৮৬ এবং risc এর। তুলনা হতে পারে, risc এর সঙ্গে cisc - সিম্পল ইনট্রাকশন ভার্সেস কমপ্লেক্স ইনস্ট্রাকশন। এর আগে একটি থ্রেডে লিনাক্স নিয়ে আলোচনায় আপনি হঠাৎ একটি ওয়েব সার্ভার চালিয়ে সবাইকে বললেন হ্যাক করে দেখাতে - কিরকম বিচ্ছিন্ন মনে হল।

    আপনার প্রথম দিকে যে লেখা গুলো ছিল, যেমন, যেখানে আপনি লিনাক্স-এ কাজ শুরু করা নিয়ে লিখেছিলেন, তাতে একটা সুন্দর বুনট, ফ্লো ছিল। পরের দিকে কিরকম ফোকাস হারিয়ে গেছে মনে হচ্ছে। ভারতবর্ষে কম্পুটার, তার ব্যবহার, বিবর্তন নিয়ে আরো লিখুন, আমরা আরো জানতে চাই - কিন্তু, ফোকাস টা বেশী বদল করবেন না, ছবিটা নষ্ট হয়ে যেতে পারে, ঝাপসা লাগতে পারে আমাদের কাছে।

    এসবই আমার ব্যক্তিগত অভিমত, আশা করি স্পোর্টিংলি নেবেন।
  • sda | 117.194.205.68 | ১৭ আগস্ট ২০১০ ০১:৩৮452922
  • কেলোদা , লিখতে থাকুন। কম্পুটারের বিবর্তন এবং সেই সংক্রান্ত মনোপলি ইত্যাদি খুব স্বল্প আলোচিত ব্যাপার গুলো জানতে অনেকেই আগ্রহী হবেন মনে হয়।
  • sda | 117.194.205.68 | ১৭ আগস্ট ২০১০ ০১:৪৩452923
  • @ I :
    সদা র পদবি দাস অধিকারী , কম্পু র ভাষায় মাস্টার - স্লেভ !
  • sda | 117.194.205.68 | ১৭ আগস্ট ২০১০ ০২:৪৭452924
  • @ lcm ,Kelo da
    ঐ ৫৫% ৮ বিট প্রসেসরের হিসাবটা জেনারেল পারপাস কম্পুটার আর স্পেশাল পারপাস কম্পুটার মিলিয়ে। মানে ধরুন আপনার ঘরের ওয়াটার ফিল্টারের মধ্যেও একটা প্রসেসর আছে , কিন্তু ওটা পিসি র প্রসেসরের থেকে আলাদা। এখানে শুধু একটা প্রোগ্রামড লজিক বেসড এক্সিকিউশন এ দরকার ,মানে যেমন ফিল্টারিং সিস্টেম পুরো কার্যকর হওয়ার আগে যেন আউটপুট ভাল্ব না খোলে সেটা দেখা। স্পিড বা প্রসেসিং পাওয়ার টা গৌণ। এই সব কাজে সাধারনত স্পেশাল পারপাস কম্পুটার বা প্রসেসর এ চলে , যে গুলো র দাম কম , আবার ক্ষমতাও বেশি না, ফিচার ও বেশি নেই। এই সেক্টরে ৮ বিট মাইক্রোপ্রসেসর ব মাইক্রোক®¾ট্রালারের রাজত্ব। ইন্টেল এই সেক্টরে আর আগ্রহী নয় , যদিও ৭০ এর দশকে এই ধরনের চিপের উপর ইন্টেলের ভালো RnD আছে। 8085, 8051 এই দুটো ইন্টেলের এই জাতীয় চিপ। বর্তমানে এই মার্কেটটা শাসন করে Atmel , Philips(NEC), TI, Microchip ইত্যাদি। এমবেডেড সিস্টেমের প্রয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের কম্পুটারের বাজার ও কিন্তু বাড়ছে, এমনকি পিসি তে ব্যবহার্য্য প্রসেসরের বাজারকে ছুঁয়ে ফেলেছে প্রায়। ডিজিটাল ঘড়ি থেকে শুরু করে ইনভার্টার অব্দি সব কিছুতেই ইন বিল্ট প্রসেসর থাকে আজকাল - এর থেকে মার্কেট শেয়ারের একটা ধারনা পাওয়া যায় আশা করি। এর সঙ্গে পার্সোনাল কম্পুটারের কোন সম্পর্ক নেই।
    পার্সোনাল বা মেনফ্রেম এর ডিজাইন সেই সত্তরের দশক থেকেই মূলত: ১৬ বিট প্রসেসরে হয়। পথ দেখিয়েছিল ইন্টেলের ৮০৮৬ , ১৯৭৮ এ। এই ধরনের প্রসেসরের বৈশিষ্ট্য হল , এর মধ্যে অনেক ফিচার থাকে যেগুলো তখন ই কাজ এ লাগে যখন একটা অপারেটিং সিস্টেম এতে চলে। থ্রেডিং,পেজিং ইত্যাদির সুযোগ এর হার্ডোয়্যারের মধ্যে থাকে , ফলে একটা জেনারেল পারপাস প্রোগ্রামেবল কম্পুটার ডিজাইনে সুবিধা হয়। কালক্রমে এটা ৩২ বিটে এসে দাঁড়ায়। ইন্টেলের অনেক কম্পিটিটর জুটে যায় , কিন্তু তারা বেসিক আর্কিটেক্‌চারটা এক রেখে স্পিড বা কস্ট অপ্টিমাইজেশনের চেস্টা করে গেছে , এখনো করছে।
    ৮০৮৬ sisc প্রসেসর হওয়ার সুবিধা আছে- খুব ভার্সেটাইল কাজ ও এই দিয়ে করা যায় , প্রোগ্রাম বড় হয় , স্লো হয় কিন্তু লজিক টা পরিস্কার থাকে , কারন প্রচুর ছোট ছোট ইন্সট্রাকশন জুড়ে জুড়ে একদম খুঁটে খুঁটে প্রোগ্রাম করা যায়। ARM এর মত risc প্রসেসর এর ইন্সট্রাক্‌শন প্রসেসিং রেট অনেক ভাল , কিন্তু ও গুলো এত ভার্সেটাইল নয়। ARM (এবং অন্যান্য risc চিপ) সাধারনত: ব্যবহার হয় হাই এন্ড এমবেডেড সিস্টেমে- যেমন রাউটার , ডিজিক্যাম, মোবাইল ইত্যাদিতে, যেখানে প্রোগ্রামটা ইউজার দেয় না , বরং জিনিসটা তৈরির সময় অন বোর্ড রম চিপে প্রোগ্রাম্‌টা ভরে দেওয়া হয়। পিসিতে চালানোর প্রোগ্রামকে যেমন সফ্‌টওয়ার বলে , এই ধরনের অপরিবর্তনীয় প্রোগ্রামকে তেমন ফার্মওয়ার বলা হয়। মোবাইলে একটা JPEG ইমেজ খুলতে মোটামুটি পিসি র মতই সময় লাগে এটা ঠিক, আবার এটাও ঠিক যে ARM এ যেহেতু পেজিং বা সেগমেন্টেশনের ব্যবস্থা নেই, তাই মাল্টিপ্রসেসিং খুব কঠিন। মাইক্রোসফ্‌ট অফিস বা আউটলুক ভার্চুয়াল মেমরি সাপোর্ট ছাড়া ঠিকঠাক চালাতে গেলে যে পরিমান র‌্যাম লাগবে সেটা লাগাতে গেলে জিনিসটা আর আমজনতার কম্পুটার থাকবে না।
    এক সময় মোটোরোলা তাদের ৬৮০০০ মাইক্রোপ্রসেসর নিয়ে পিসি দুনিয়ায় এসেছিল , অ্যাপলের প্রথম দিকের কম্পুটার গুলো ঐ দিয়েই চলতো , পরে অ্যাপল পাওয়ারপিসি তে চলে যায়। পাওয়ারপিসি ও ARM এর মত এ risc , কিন্তু দাম অনেক বেশি। তাই , এটা ভাবার কারন নেই যে একমাত্র x86 এর গড্ডালিকাপ্রবাহ ই চলেছে পিসি মার্কেটে। ইন্টেলের ও আর সেই মার্কেট নেই , AMD অনেক শস্তায় ভালো x86 ক্লোন দিচ্ছে আজকাল।
  • Nina | 64.56.33.254 | ১৭ আগস্ট ২০১০ ২১:৩৫452925
  • স্বাধীনতা , শঙ্খের লেখাটা খুব ভাল লাগল। অনেক পুরোনো কথা মনে করিয়ে দিল --শেষের লাইনটি বড় সুন্দর --কায়মনবাক্যে প্রার্থনা করি লামা তুমি সফল হও।
  • Nina | 64.56.33.254 | ১৮ আগস্ট ২০১০ ০১:১৫452927
  • উত্তরবঙ্গ ধারাবাহিক দারুন হচ্ছে--- পরেরটির অপেক্ষায় রইলাম।

  • tathagata | 117.205.161.52 | ১৮ আগস্ট ২০১০ ১৫:১২452929
  • ananyasadharontathyaguliguruchandalikesamriddhatarokorechesandehonei.ashakorbobhabishyateoapnaraeibhabeisadakesadaebongkalokekalobolarsahasdekhiyejaben........
  • Rabi Sengupta | 35.11.55.3 | ১৮ আগস্ট ২০১০ ১৯:০০452930
  • maanobaadhikaarkormeedergreptaarerkhabortisotobolisthosaanbaadikataarekujjwaldristaanto, konosaadhubaadekom.
  • kelo | 117.254.254.139 | ১৯ আগস্ট ২০১০ ০২:২০452931
  • @rokeyaa
    ধন্যবাদ ঐ প্রতিদিনের প্রতিবেদনটা দেখাবার জন্য। নানা ঝামেলায় কালকের প্রতিদিনটা ভাল করে পড়ে ওঠা হয় নি।

    কিন্তু অবস্থাটা ভাবুন, আমি যে নেটবুকটা দিয়ে সব কাজ চালাচ্ছি তার দাম দু বছর আগে ছিল ১৪৪০০ টাকা। সমস্ত ট্যাক্স ম্যাক্স শুদ্ধু। আর আজকের বাজারে কিনা OLPC তাদের ঐ (খেলনা) মেশিন ,সরকারের কাছে বিক্রী করছে ১৫০০০ টাকায় !!! ভাবা যায়???
    আরে মশাই ব্‌র্‌যান্ডেরও তো একটা দাম আছে!! ইন্টেলের Classmate হলেও না হয় দামের একটা কারন বুঝতাম, শেষে OLPC!!
    কটা লিঙ্ক দিতে পারতাম ভারত সরকারের সঙ্গে OLPC র অম্লমধুর সম্পর্কের, কিন্তু এটা নিতান্ত লেখার ওপর মতামত জানানোর টই বলে তা থেকে বিরত রইলাম। লিঙ্কগুলো বোধহয় কদিন আগেই পাইদিদিকে দিয়েছি, খুঁজে দেখতে হবে।
    দেখেশুনে মনে হচ্ছে বেশ ঘাপলা আছে পুরো মামাটির মেশিনের ব্যাপারটাতে, হয়ত পরে একটা আলাদা টই দরকার হতে পারে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে।
  • kelo | 117.254.254.139 | ১৯ আগস্ট ২০১০ ০২:৩৫452932
  • প্রতিদিন দূরস্থান, কল্লোলদার দেওয়া নববাবুর গ্রেপ্তারের সংবাদটা এতক্ষনে চোখে পড়ল।
  • Samik | 122.162.75.43 | ১৯ আগস্ট ২০১০ ০৯:৪২452933
  • কল্লোলদার লেখার চাপে আমার এবারের লেখাটা ডুবে গেছে।
  • Guruchandali | 121.242.177.19 | ২৩ আগস্ট ২০১০ ১৩:০৮452934
  • প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজা :

    লা-জবাব দিল্লি : এক্সট্রা কোচ ৪
    আলোচনা : ইশ্‌ক কি আহ্‌
    ধারাবাহিক : বাঙালবাড়ির কিস্‌সা, তৃতীয় পর্ব
    টুকরো খাবার : মেক্সিকান মানডে
  • pharida | 220.227.148.193 | ২৩ আগস্ট ২০১০ ১৬:০৪452935
  • জ্জিও শমিক,

    লা জওয়াব দিল্লি র ওপর দু-পহা:

    এই ক'দিনের লাগাতার বৃষ্টিতে রাস্তার নাজেহাল অবস্থা। গেমসের কর্মকান্ড তড়িঘড়ি শেষ করার জন্য Debris সাফ করা যায় নি। সেগুলো বন্ধ করে দিয়েছে নিকাশি ব্যবস্থা। রাস্তায় জমা জল - আর তার ফলে তৈরি হওয়া বিশাল গর্ত্ত বাঁচিয়ে চলা বিশাল ট্র্যাফিক জ্যাম গত এক-সপ্তাহ জুড়ে দিল্লির প্রতিটি দৈনিক এ প্রকাশিত। এর মধ্যেই জানা গেল বড় বড় রাস্তায় চালু হয়েছে CWG Lane : আলাদা লেন থাকবে গেমস সংক্রান্ত ট্রাফিক চলাচলের জন্য - সেখানে আম জনতা ঢুকে গেলে মাত্র ২৫০০ টাকা জরিমানা ধার্য করা হবে।

    Commonwealth Games পরিণত হয়েছে Com'on Wealth খেলায় - গেমস এ ব্যবহৃত হওয়ার জন্য আলাদা ছাপ দিয়ে প্যাক করা সিমেন্ট দিল্লির ৫০ কিমি র মধ্যেই বিক্রি হচ্ছে - বড় রাস্তায়।

    চ্যানেল থাগ্লে বড়লোক হওয়া যেত - যাগ্গে - আঙুরফল টক !!
  • dd | 124.247.203.12 | ২৩ আগস্ট ২০১০ ১৬:০৯452936
  • চাট্টে লেখাই সুখপাঠ্য। এমন ক্ষি মাদ্রাজে বসে পড়লেও ভাল্লাগে।
  • Shuchismita | 71.201.25.54 | ২৪ আগস্ট ২০১০ ০৩:৪৯452938
  • চারটে লেখাই বেশ। নিয়ামৎ খানের আড়ালে একটা চেনা কলম উঁকি মারছে যেন :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন