এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | 122.162.75.202 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩০452372
  • প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজা :

    টুকরো খাবার : টার্কিশ টিউসডে : কাদিনবুদু কোফ্‌তে -- নিয়ামৎ খান
    কাব্যি : কিছু কবিতা -- সৌভিক বন্দ্যোপাধ্যায়
    অপর বাংলা : কল্পনা চাক্‌মা এখন কোথায়? -- বিপ্লব রহমান
    ধারাবাহিক : বাঙালবাড়ির কিস্‌সা : চতুর্থ পর্ব -- রঞ্জন রায়
  • I | 115.117.236.72 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১৩:১১452373
  • খাঁ সায়েব একটা রান্নার বই লিখলেই তো পারেন। রান্না ও বেউ-বেউ একসঙ্গে!
  • kallol | 221.135.132.139 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১৫:০৪452374
  • বিপ্লবকে আমার শ্রদ্ধা জানাই। কল্‌প্‌না চাকমার প্রায় ভুলে যাওয়া ঘটনাকে তাজা করে দেবার জন্য।
    রঞ্জন - ব্যাঙ্গালোর এসো। হায়দ্রাবাদী ও লক্ষ্ণৌভী বিরীয়ানী একসাথে খাওয়াবো, নাগামিজ রান্না শুওর দিয়ে। পুরো একঘর।
  • Biplob | 202.164.213.4 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৫452375
  • কল্লোল দাশগুপ্ত'র 'সোনামুখীর মাওবাদীরা' লেখাটি বাংলাদেশের অশান্ত পার্বত্য চট্টগ্রামের কথা মনে করিয়ে দেয়। সভ্যতা, গণতন্ত্র, উন্নয়ন, দারিদ্র বিমোচন, ডিজিটাল-- ইত্যাদি ইত্যাদির মুখোশ কি ভীষণ পাতলা!...

    --বিপ্লব রহমান, ঢাকা।
  • Biplob Rahman | 202.164.213.4 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩৯452376
  • সুমন্ত, আপনার 'আমাদের দেড়শো টাকার লড়াই' লেখাটি আমাকে খুব অস্থির করে তুলেছে। বলতে পারেন, এর শেষ কোথায়??

  • Shuchismita | 12.34.246.72 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৬452377
  • আহ! নিয়ামত খাঁ! তুমি একশো বছর বাঁচো।
  • Shrilo Shrijukto Pundarikakkho PurokayOstho | 128.231.22.87 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ২৩:১১452378
  • টেস্ট।
  • hukomukho | 198.184.5.252 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০০:৪৪452379
  • বিপ্লব বাবুর কল্পনা চাকমা নিয়ে লেখা প্রসঙ্গে একটা অবান্তর ও অপ্রাসঙ্গিক প্রশ্ন করছি, ইচ্ছা না হলে উত্তর দেবেন না, কারণ এর সাথে আপনার লেখার উৎকর্ষতা বা তার গুনমানের কোন সম্পর্ক নেই। এ নিছকই আমার কৌতুহল বলতে পারেন। ইদানীং একটা রেওয়াজ হয়েছে কোন সাংবাদিক কোন ক্রাইম সীন বা সামরিক অভিযান জাতীয় ঘটনার বিবরণ দেওয়ার সময়ে বেশ কিছু টেকনিক্যাল টার্ম ব্যবহার করেন, সম্ভবত: পাঠককুল কে ইম্প্রেস করার জন্য বা তিনি যে প্রচুর রিসার্চ করে রিপোর্টটি লিখেছেন তা বোঝানোর জন্য। পাঠককুল অনেক সময় তা বোঝে বেশীর ভাগ সময়ই তা বোঝে না। আপনিও একটি টার্ম ব্যবহার করেছেন
    যথা "এক ভাই বেশ কিছুদুর সন্ত্রাসীদের অনুসরণ করলে তাকে মেরে ফেলার জন্যে ব্রাশ ফায়ারও করে ওরা" আমার বিনীত প্রশ্ন ব্রাশ ফায়ার বলতে আপনি কি জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলছেন ? হাতে অস্ত্র থাকা স্বত্তেও তারা একটা লোককে মারতে কেন জঙ্গলে আগুন লাগালো সেটা পরিষ্কার হল না।

    আনন্দবাজার পত্রিকায় এই "ব্রাশ ফায়ার" বহুবার ব্যবহার হতে দেখেছি, এমন রিপোর্টিং এ যেখানে গাছ্‌পালা নেই জঙ্গল তো দুরের কথা। ওদের চিঠি লিখেও কোন উত্তর পাই নি । তাই আপনার কাছে জানতে চাইলাম , যদি একটু পরিষ্কার করেন তাহলে কৃতঞ্‌গ থাকবো।

    http://en.wikipedia.org/wiki/Wildfire

  • sumeru | 117.194.99.252 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০২:১৩452380
  • আপনার হবে। চালিয়ে যান।

    ধুমবৃষ্টিতে ধোঁয়া খোঁজেন, ট্যালেন্ট আছে।
  • Hukomukho | 198.184.5.252 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৪:৪৬452382
  • ঠিক ই বলেছেন সুমেরু বাবু , আমাদের ই হবে আসলে , খবরের ভাবটাই আসল , ভেতরে কি মাল মশলা দিলাম তাতে কার কি ? তাতে যদি General Packet Radio Service a.k.a GPRS আর Global Positioning System a.k.a GPS এর তফাৎ মুছেই যায় তাতেই বা কি ?

    http://www.anandabazar.com/8bdesh1.htm

    আসলে ডেঙ্গু কে ডেঙ্গি, গান্ধী কে গাঁধী, মালিয়া কে মাল্য অবধি হজম করতে পেরেছিলাম কিন্তু আবাপ এর এই নিত্যনতুন টেকনিক্যাল টার্মে মাঝে মাঝে সত্যিই মনে হয় লোকজনকে ফান্ডা দেওয়ার আগে এরা একটু পড়াশোনা কেন করে না ? খারাপটা লাগে তখনই যখন বাকি লোকজন ও ব্যাপারটা না জেনে বুঝে হুবহু অনুকরণ করে , তাতে মানে যাই দাঁড়াক না পাঠককে একটা টেকনিক্যাল টার্ম দিয়ে চমকে তো দেওয়া গেল। দেখবেন আপনার সিনেমার রিভিউয়ে কাফ্‌কা কে কোপ্তা , গোদার কে গন্ডার আর জুম কে বুম বা বুম কে জুম লিখলে রাগ করে বসবেন না যেন ।

    বিপ্লববাবু , কথাটা Burst Fire বার্স্ট ফায়ার , ব্রাশ ফায়ার নয়। ব্রাশ ফায়ার জঙ্গলে লাগে, বার্স্ট ফায়ার , অটোমেটিক ওয়েপনে হয় , ফুল অটো মোডে ফায়ার করলে , দুটো সম্পূর্ণ আলাদা জিনিষ নামে এবং কাজে ও ।

    নমষ্কার জানবেন।
  • Altaf | 180.234.34.101 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:০৯452383
  • 'কালের কণ্ঠ'-র এই প্রতিবেদনটি এখানেও প্রকাশ করার জন্য অভিনন্দন। কল্পনার সাহসী লড়াই, আত্মত্যাগ মানুষকে নিশ্চয় উদ্বুদ্ধ করবে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে, অত্যাচারীকে খুঁজে বের করে শাস্তি দিতে।
  • kallol | 221.135.132.139 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ০৯:২২452384
  • হুকোমুখোকে অসংখ্য ধন্যবাদ। আমারও ধারনা ছিলো ঐ যেমন সিনেমায় দেখি, একটা অটোমেটিক বন্দুক দিয়ে ডান থেকে বাঁ আবার বাঁ থেকে ডানে ঘুরিয়ে ভিলেনরা অসংখ্য মানুষ মারে তাকে 'ব্রাশ ফায়ার' বলে। আমার মনে হয়েছিলো রংয়ের ব্রাশ চালানোর মত চালায় বলে তাকে 'ব্রাশ' ফায়ার বলে। ঠিক টার্মটা জানানোর জন্য আবারও ধন্যবাদ।
    কিন্তু, তোমার ঐ কথাটার সাথে একমত হলাম না যে চমক দেওয়ার জন্য বিপ্লব ঐ টার্মটা ব্যবহার করেছেন। ওটা অজ্ঞতা, কিন্তু অতিচালাকি নয়।
    বিপ্লবকে আগেও ধন্যবাদ জানিয়েছি, এই মওকায় আবারও ধন্যবাদ জানাই কল্পনা চাকমার মতো প্রায় বিস্মৃত ঘটনাকে তুলে আনার জন্য।
  • Samik | 121.242.177.19 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৪:২০452385
  • হুঁ, আমার লাস্ট পোস্টটা উড়ে গেছে।
  • kc | 89.203.49.18 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৬:০২452386
  • হুকোবাবুকে সালাম ঠিক কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই 'ব্রাশ ফায়ার' কথাটা বাঙলাদেশে খুবই প্রচলিত, বিশেষত মুক্তিযুদ্ধ সম্পর্কিত লেখাগুলিতে, কথাটা এপার বাংলায় নতুন শোনালেও ওপার বাঙলার খুব চলে। এই মুহূর্তেই মনে পড়ছে হুমায়ুন আহমেদের 'মধ্যাহ্ন' আর ওনার ভাই জাফর ইকবালের লেখা 'আমার নাম রাশেদ' এর কথা। কথাটা বাঙলাদেশে বাঙলা ভাষারই অঙ্গ হয়ে গেছে, তা আসল ইংরেজি টার্ম যাই থাক।
  • Biplob Rahman | 202.164.213.4 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ১৭:১৭452387
  • @ সবাই, অনেক ধন্যবাদ।
    'কল্পনা চাকমা' কথাটির ভেতরেই লুকানো আছে পাহাড়ের বহু বছরের শোষণ-নির্যাতন-বঞ্চনা...

    @ হুকোমুখো, 'বার্স্ট ফায়ার' সম্পর্কিত সংশোধনীর জন্য আপনাকে আলাদা করে ধন্যবাদ জানাই। ঐ দুটি শব্দের সংশোধনীর জন্য এতো অক্ষর অপচয় না করে যদি লেখা সর্ম্পকিত কোনো মন্তব্য করতেন! ( দু:খ-দু:খ ইমো)
  • kallol | 115.242.179.194 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২২:৩৪452388
  • বিপ্লব - ঐ তো, কেউ উল্টো দিক থেকে দেখে না। হুকোমুখো রেগে গেলো 'ব্রাশ' ফায়ার নিয়ে। বলে দিলো আপনি পন্ডিতি ফলাচ্ছেন। আপনিও বলে দিলেন 'দুটো শব্দের' জন্য হুকো অক্ষর অপচয় করলো।
    ব্যাফারডা বুজেন কত্তা। আফনের জেমুন মানবাধিকার, হুকোর তেমনই বন্দুক। ধরেন রাষ্ট্রীয় সন্ত্রাস রে জদি কেউ রাষ্ট্রীয় সন্তাপ কইয়া ফালান, তইলে আফনে জেমনডি অক্ষর অপচয় করবেন, হুকো-ও বার্স্ট ফায়াররে ব্রাশ ফায়ার কইয়া ফালাইলে তেমনই করবো।
    হগ্গলেই এট্টু উল্টা দিগ দিয়া বাবেন।
  • I | 59.161.159.54 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৩452389
  • বিপ্লবের লেখাটা আমি পড়তে পারছি না ক্যানো?
  • Arpan | 122.252.231.10 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৪452390
  • আমিও পারছি না।
  • Arpan | 122.252.231.10 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৭452391
  • ইন ফ্যাক্ট বুলবুলভাজা সেকশনের কোন লেখাই পড়া যাচ্ছে না।
  • pi | 128.231.22.87 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২৩:১০452393
  • কেউ ই পারছেনা। আবার সেই রোগ। শমীক বা ল্যাদোশদা রিস্টার্ট করে দেখবে ? নৈলে সেই মামু ভরোসা এবং মামুর ঘুম ভাঙ্গার অপেক্ষা :(
  • Samik | 122.162.75.246 | ০৮ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৮452394
  • এইবার দ্যাখো। পড়া যাবে।
  • Hukomukho | 198.184.5.252 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৫452395
  • কল্লোলদা :))) কিচ্ছু বলার নেই । যা তা দিলেন। হ্যাঁ বিপ্লব বাবু ওটা না জেনেই লিখেছেন। সবাই সব জানবে তার কোন মানে নেই , আমি সেটা Agree করছি। আসলে আবাপ গোষ্ঠীর কিছু পেছন পক্ক সাংবাদিক আছেন ( তার কয়েকটি আবার আমার বন্ধু) তারা মনে করেন , তারা যাই লিখবেন সেটাই একটা ট্রেন্ড হয়ে যাবে তা সে ভুল ই হোক না কেন। এটাই মেনে নিতে একটু আপত্তি আছে আমার।

    বিপ্লববাবু , আপনার লেখা যে ভালো হয়েছে সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সত্যি বলতে কি এই ধরনের লেখার প্রশংসা বা সমালোচনা কোনটাই করতে গেলে যে ধরনের পড়াশোনা বা যোগ্যতা থাকতে হয় তার কোনটাই আমার নেই। গোদা লোক হিসাবে এইটুকু বলতে পারি লেখাটা আমার ভালো লেগেছে বলেই সামান্য খুঁত দেখে তাকে নিখুঁত করার জন্যে ঝাঁপিয়েছিলাম। আশা করি দু:খ দু:খ ইমোটা এবারে চলে যাবে :))। আপনি লিখতে থাকুন , আমরা সঙ্গে থাকব।
  • Samik | 122.162.75.254 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ০৯:২৪452396
  • আবাপ মহান। তাদের ভুল ধত্তে নেই। কেবল বুইলাম না, জিপিএসের মাহাত্ম্য বোঝাতে গিয়ে আমেরিকার তুলনা টানতে হল কেন? কলকাতায় কি জিপিএস চলে না?

    লিখে ফেল্লাম, অমনি মামুর কল এসে আমার পোস্টটাকে হাপিশ করে দিল। সব সাম্রাজ্যবাদী বুজ্জোয়া কল।
  • sana | 58.106.28.99 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৩452397
  • কল্লোল দা,দিনে দিনে আপনার ওপর শ্রদ্ধা বেড়েই চলেছে। প্রতি দিন মনে হয় ঘরে ঘরে আপনার মতো মানুষ থাকলে পৃথিবীটা কতো অন্যরকম হোতো! আপনার কাছ থেকে রোজ শিখি,রোজ;না চিনেও তাই আপনাকে দাদা বলে ফেললাম,কিছু মনে করবেন না কিন্তু,প্লীজ?
  • kallol | 124.124.93.205 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৮:১৫452398
  • সানা - হয়তো অনেকের চেয়ে নেহাৎ বয়সে বড় বলে কিঞ্চিৎ দূর থেকে বা উল্টোদিক থেকে দেখতে পারি। কম বয়সে আমিও ওরকমই সাংঘাতিক তর্কবাগীশ ছিলাম। অন্যের ব্যাপার হলে বেশ জ্ঞান দেওয়া যায়। নিজের বেলায় অতটা হয়না। এইতো কতো সময় পিটি বা এসবিকে রেগে গিয়ে কতো কি বলেছি। চেষ্টা করি সবসময় উল্টো দিক থেকে দেখতে - সবসময় পারি কই।
    ভালো থেকো।
  • sana | 58.106.28.99 | ০৯ সেপ্টেম্বর ২০১০ ১৮:৩১452399
  • ধন্যবাদ, কল্লোল দা। আপনিও ভালো থাকবেন সবসময়।
  • Ayan Duta | 122.248.183.1 | ১০ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৪452400
  • বেশ মুখরোচক লেখা !!
  • Guruchandali | 128.231.22.87 | ১১ সেপ্টেম্বর ২০১০ ০২:০০452401
  • -----------------------------------------------------------
    প্রকাশিত হল কূটকচা৯: 'যত কাণ্ড যাদবপুরে'

    লেখাটি আগামী 'সোমবারের বুলবুলভাজার' অংশ। কিন্তু সোমবার অব্দি অপেক্ষা করা গেলোনা। গরম খবর বাসি করে লাভ কী ? :)
    -----------------------------------------------------------
  • Fevi | 217.162.223.2 | ১১ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৪452402
  • সুমন্ত, গুল্পর একটা সীমা রাখুন।
  • tatin | 130.39.149.48 | ১১ সেপ্টেম্বর ২০১০ ০৪:৩৭452404
  • ফেভিকাকু, গুল্প মনে হলো কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন