এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৪২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৪453141
  • রোড আইল্যান্ডের প্রোভিডেন্স শহরে স্কুল ডিস্ট্রিক্ট সমস্ত টীচারদের (১৯২৬ জন) ছাঁটাই করবে। ডেফিসিট। http://newsblog.projo.com/2011/02/all-providence-teachers-to-rec.html
  • Arpan | 112.133.206.2 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১১453142
  • দ্রি, ইয়েস, টেকনিকালি এইটাকে বলে অর্ডিনাল ডেট। কিন্তু প্রোগ্রামিঙের দুনিয়ায় লোকে এইটাকে জুলিয়ান ডেট বলে রেফার করে। আর্ষপ্রয়োগ। উইকির যে লিংটা দিয়েছি সেখানে একই জিনিস লিখেছে।
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৫453143
  • তাই নাকি? সব্বোনাশ। আমি তো যে কটা ও এসে জুলিয়ান ডেট দেখেছি সবই একটা বিরাট সংখ্যা, ঐ কোন একটা পার্টিকুলার ডেট থেকে ডে বা সেকেন্ড বা মিলিসেকেন্ড ক্যালকুলেট করে দেয়।
  • dri | 117.194.231.174 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৮453144
  • ইটালীর ব্যাঙ্ক ইউনিক্রেডিটের ভাইস চেয়ারম্যান আবার লিবিয়ার সে¾ট্রাল ব্যাঙ্কের গভর্নরও বটে! http://www.reuters.com/article/2011/02/22/unicredit-libya-idUSN2230259520110222

    কত রকম কানেকশান যে বেরোয়।
  • Arpan | 112.133.206.2 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৪453145
  • সেটা বুঝেছি। আপনি বলছেন এই জিনিসটা:

    Function JULIAN_DAY returns an integer value representing the number of days from January 1, 4712 B.C. (the start of Julian date calendar) to the date value specified in the argument.

    আমি যেটা রেফার করছিলাম সেটা নিচের লিংকে পাবেন। ওএস নয়, লিগাসি দুনিয়ার প্রোগ্রামিং।

    http://www-01.ibm.com/support/docview.wss?uid=swg21006702
    http://www-01.ibm.com/support/docview.wss?uid=swg21003813

    বলেছি না, আর্ষপ্রয়োগ। :-)
  • dri | 117.194.224.130 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪২453146
  • ও। ওকে। আই বি এম প্ল্যাটফর্মের সাথে পরিচিত নই। তাই এই অবোস্তা।
  • dri | 117.194.224.130 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৯453147
  • গ্রীক স্ট্রাইক খুব চটপট ভায়োলেন্ট রূপ ধারণ করছে।

  • Arpan | 112.133.206.2 | ২৩ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫০453149
  • তবে কেলোদা চাপে ফেলে দিয়ে চলে গেছেন। উনি যে কোথায় ভুলটা লিখলেন ভেবেও কূলকিনারা পাইনি।

    যাউগ্যা ...
  • dri | 117.194.224.130 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৬453150
  • কেলোদা মনে হয় মাঝে মাঝেই অ্যাপোলজি দিতে/ক্ষমা চাইতে/ভুল স্বীকার করতে ভালোবাসেন। ওটা এক ধরণের বাতিক।
  • lcm | 128.48.44.141 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ০১:১৪453153
  • এদিকে, গ্যাস $3.80 / গ্যালন (সবথেকে কমদামের ৮৭ অকটেন)। দ্রি, একটু দ্যাখো। কিছু বলো। এয়ারলাইন্স্‌ ফেয়ার বাড়বে বলছে। ইজিপ্ট-এর ঘাড়ে চড়ে গ্যাসের দাম না আবার সাড়ে চার বা পাঁচ ডলারে চলে যায়।
  • dri | 117.194.236.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৭453154
  • ইওরোপে মানুষ তেলের জন্য গ্যালন প্রতি $8 দেয়। অস্ট্রেলিয়া, ক্যানাডাতেও চার ডলারের বেশী দেয়। এমনকি ভারতেও মানুষ গ্যালন প্রতি ঐ $3.80 র বেশী দেয়। ঠাকুর এখন ক্যালিফোর্নিয়ার কান্না শুনবে কেন?

    আম্রিকা বহুদিন চীপ এনার্জির ওপর চলল। চীপ এনার্জি একটা ড্রাগের মত। আম্রিকা এখন সস্তা ফুয়েলে অ্যাডিক্টেড। কিন্তু এবার সে দিন ফুরিয়েছে। কিছু পেনফুল অ্যাডজাস্টমেন্টের দিন এসে গেল বুঝি।
  • dri | 117.194.236.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৪453155
  • সাউথ কোরিয়ায় মার্কেট ম্যানিপুলেশান করে ধরহ পড়ল ডয়েশ ব্যাঙ্ক। ব্যান করা হল তাকে। http://www.bbc.co.uk/news/business-12563060
  • dri | 117.194.236.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৮453156
  • কায়েরোতে ইন্টিরিয়ার মিনিস্ট্রি বিল্ডিংএর কাছে একটি বাড়িতে আগুন ধরে গেল যেখানে ক্রিমিনাল এভিডেন্স স্টোর করে রাখা হত। দোষটা স্যাট করে প্রোটেস্টারের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। http://www.ynetnews.com/articles/0,7340,L-4032902,00.html

    পাওয়ার চেঞ্জের সময় এই ডেস্ট্রাকশান অফ এভিডেন্স একেবারেই আনকমন নয়।
  • dri | 117.194.236.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৪453157
  • চীনে যেইখানে জ্যানমিন রিভলিউশানের জন্য জমায়েত হয়েছিল সেইখানে একই ভিডিওতে দেখা গেল আমেরিকার অ্যাম্বাস্যাডার জন হান্টসম্যানকে। উনি বললেন, ওটা একটা ফ্যামিলি আউটিং, পিওরলি কোয়েন্সিডেন্টাল। http://behindthewall.msnbc.msn.com/_news/2011/02/24/6120026-top-us-envoy-spotted-at-jasmine-revolution

    কিছুদিন আগে ইরানেও এই ধরনের একটা কেস হয়েছিল। এম্ব্যাসির লোকেরা বিপ্লব এত ভালোবাসে!
  • dri | 117.194.236.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৮453158
  • উইকিলিক জানিয়েছে, দুই পনজি স্কীম আর্টিস্ট বার্নি ম্যাডফ এবং অ্যালেন স্ট্যনফোর্ড গদ্দাফিকে ইনভেস্টমেন্টে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু গদ্দাফি সে ফাঁদে পা দেয়নি। http://www.huffingtonpost.com/2011/02/23/wikileaks-gadhafi-turned-_n_827176.html
  • dri | 117.194.236.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৪453160
  • মিশরে বিপ্লবের দ্বিতীয় দিনে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ফোনলাইন বন্ধ করে নি। ক্যালিফোর্নিয়ার একটি গ্র্যাডস্টুডেন্ট মিশরে বন্ধুদের ফোন করে খবর নিয়ে সেগুলো টুইটারে পোস্ট করেছিল।

    সেই উইকএন্ডেই গুগল (কি করে এত তাড়াতাড়ি জানতে পারল!), টুইটার, এবং সে'নাও (যে কোম্পানীটা গুগল জাস্ট কিছুদিন আগেই অ্যাকোয়্যার করেছিল, কি টাইমিং!) মিলে এই আইডিয়াকেই আরো এফিশিয়েন্ট করার জন্য বানালো একটা টুল যার নাম স্পীকটুটুইট। কি ফাস্ট বানালো! ইজিপ্ট থেকে একজন একটা ইন্টারন্যাশানাল নাম্বারে ভয়েসমেল ছেড়ে দেবে আর সেটা টুইটারে উঠে যাবে।

    এখন বাহরিন, লিবিয়া, আলজিরিয়া সবার জন্য স্পীকটুটুইট নাম্বার আছে।

    http://www.movements.org/blog/entry/speak2tweet-and-alive-in-egypt-whatd-they-learn-from-their-reactions-to-egy/
  • dri | 117.194.236.2 | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৭453161
  • পড়ুন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটির অবতার আইডেন্টিটি প্রোগ্রাম সম্বন্ধে। সব ইন্টারনেট ইউজারেরই একটা অবতার ক্রিয়েট করা হয়। একটা ইউজারের সমস্ত গুগল সার্চ, সমস্ত টুইটার পোস্ট, সমস্ত ফেসবুক পোস্টিং, সব অনলাইন কমার্শিয়াল অ্যাক্টিভিটি এই অবতারে স্টোর করে রাখা হয়। ইন্টেলিজেন্স অ্যানালিস্টদের জন্য এক ধরনের ইন্টেলিপিডিয়া আছে যেখানে এই অবতারের ডেটাবেসে সার্চ মারা যায়। এবং এর থেকে হিউম্যান বিহেভিয়ার প্রেডিক্ট করা যায়। সেদিন পড়ছিলাম, এখন সোর্সটা হাতের কাছে নেই, গুগল নাকি প্রেডিক্ট করতে পারে একজনের নেকস্ট গুগল সার্চ কি হবে উইথ ৯৩% অ্যাকিউরেসি!

    এর সাথে আছে পার্সোনা ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা দিয়ে একজন বহুজন সাজতে পারে, যার কথা আগেই বলেছি।

    http://www.opinion-maker.org/2011/02/spying-on-internet-users/
  • dri | 117.194.236.2 | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৫453162
  • কি মস্তি! সুইজারল্যান্ড গদ্দাফির অ্যাসেট ফ্রিজ করে দিল। http://www.cjbk.com/InternationalNews/Article.aspx?id=264674
  • dri | 117.194.241.59 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:০২453164
  • লন্ডন স্টক এক্সচেঞ্জে ট্রেডিং বন্ধ হয়ে গেল যান্ত্রিক গোলযোগে। কিছুদিন আগেই ইটালিয়ান বোর্সাতে ট্রেডিং বন্ধ হয়ে গিয়েছিল। এল এস ই আর বোর্সা ইতালিয়ানা একই গ্রুপের স্টক কোম্পানী। http://www.marketwatch.com/story/uk-trading-halted-due-to-technical-problems-2011-02-25
  • dri | 117.194.241.59 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:১২453165
  • লিবিয়ায় এখন যেটা হচ্ছে তাকে গৃহযুদ্ধ বলা যায়। দুদলেরই প্রচুর অস্ত্র আছে। কিছুদিন আগে একটা অস্ত্রাগার লুঠের খবর এসেছিল। মিলিটারীরাও দুদলে বিভক্ত। নিউজ ক্লিপিংগুলো পড়লে বোঝা যাবে অয়েল ফিল্ড দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। http://www.bbc.co.uk/news/world-africa-12576427

    ফ্রান্স, ইউকে এবং ইউ এস মিলে বৈঠকে বসেছে। নেটো আক্রমণও হতে পারে। http://www.jpost.com/MiddleEast/Article.aspx?id=209760

    চাইনিজ ন্যাশানাল পেট্রোলিয়াম কর্পোরেশান রিপোর্ট করেছে যে তাদের লিবিয়া ফেসিলিটিতে হামলা হয়েছে। চীন নেভি পাঠিয়ে তাদের সব কর্মচারীদের নিয়ে গেছে। http://www.channelnewsasia.com/stories/afp_world_business/view/1112924/1/.html। আগে ফ্রেঞ্চ কোম্পানী টোটাল, ডাচ কোম্পানী রয়্যাল শেল, ইটালিয়ান কোম্পানী এনিও নিজেদের লোক সরিয়ে নিয়ে গেছে। কিন্তু এদের ওপর কোন হামলার রিপোর্ট নেই।
  • dri | 117.194.241.59 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৯453166
  • ইরাকে 'ডে অফ রেজ' শুরু হয়ে গেল। পাঁচজন মারাও গেল। ওখানে সিচুয়েশান দেখলেই বোঝা যাবে আরবের অন্যান্য ডিক্টেটারশিপে যা অবস্থা ওখানেও তাই। আম্রিকার তত্বাবধানে ডেমোক্রেসি বসিয়েও জব ক্রিয়েশান, পভার্টি, ওয়েল্‌থ ডিস্ট্রিবিউশান এই ইস্যুগুলো কিছুই সলভ হয় নি। রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোয় কালার রিভলিউশানের চার পাঁচ বছর পরও চিত্রগুলো একই। এবং সে সব দেশে সরকার আবার পালটে গেছে। আসলে সমস্যার সমাধান হোক এই সদিচ্ছা নিয়ে তো এই বিপ্লবগুলো করা নয়। http://www.bbc.co.uk/news/world-middle-east-12576613
  • dri | 117.194.241.59 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৯453168
  • উইসকনসিনে কংগ্রেস মানুষের ইউনিয়ানাইজ করার দাবী কেড়ে নিল। এটা এবার সেনেটে যাবে। সিচুয়েশান অতি গ্রেভ।

    একটা অদ্ভুত ধরনের ক্রাইম শুরু হয়েছে আম্রিকায়। ৫০ জন বাচ্চা একটা কনভিনিয়েন্স স্টোরে একসাথে ঢুকে চুরি করে পালাল। এই নিয়ে এটা নাকি সেকেন্ড কেস। http://www.kare11.com/news/article/909497/396/Mob-robbers-hit-convenience-stores-in-St-Paul

    নর্থ আম্রিকায় প্রচুর ঈগল মরে পড়ে গেল। বাল্ড ঈগলের সংখ্যা দিন দশেকের প্রায় ৯০% কমে গেল। http://www.theglobeandmail.com/news/national/british-columbia/starving-eagles-falling-out-of-the-sky/article1918336/
  • dri | 117.194.241.59 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫৮453169
  • সচলায়তনের লেখাটিতে পরিশ্রমের ছাপ পেলাম। অনেক তথ্য একসাথে জড় করেছেন লেখক।

    একটা জায়গায় লিখেছেন, 'বিল অ্যান্ড মেলিন্ডা গেট্‌স ফাউন্ডেশান টাকা দিচ্ছে বুঝলাম, সেটি আমরা কেন আমাদের প্রয়োজনমত খরচ করতে পারব না?'

    এটা জলের মত সোজা। এইভাবে টাকা (ঋণই হোক বা অনুদান) নেওয়ার শর্ত থাকে। আসলে অন্যের থেকে টাকা নিলে টাকা পাওয়া যায়, কিন্তু ফ্রিডমটি হারিয়ে যায়। (এটা চাকরীর ক্ষেত্রেও সত্যি।) গেট্‌স ফাউন্ডেশান কোন চ্যারিটি নয়, ওদের ওয়েবসাইট যাই বলার চেষ্টা করুক না কেন।

    এই ক্ষেত্রে ওরা চায় ভ্যাকসিনের ফিল্ড ট্রায়াল করাতে। ট্রায়ালের যত ফাইন্ডিং সেসবের স্বত্ব হবে গেট্‌স ফাউন্ডেশানের। ভ্যাকসিন কতটা কার্য্যকরী, কি কি সাইড এফেক্ট, বিক্রিযোগ্য হল কিনা বা করতে হলে কি কি করতে হবে সেইসব তথ্য পাবে ফাউন্ডেশান।

    এই ধরণের ফাউন্ডেশান, গেট্‌স ফাউন্ডেশান, রকাফেলার ফাউন্ডেশান, ফোর্ড ফাউন্ডেশান এরা সকলেই অনেক টাকা লগ্নী করে ভ্যাকসিন রিসার্চে। তার কারণ ভ্যাকসিন একটি ক্যাশ কাউ। কারণ, এক এক্সর্বিটেন্ট দাম। দুই, কোন বার্গেনিংএর ব্যাপার নেই। এবং জিনিষটা না নেওয়ার চয়েসও প্রায় নেই বললেই চলে। ভ্যাকসিনের এমন প্রপাগ্যান্ডা যে নেব না বলা চলে না। আর বেস্ট পার্ট হল এইটা বেচতে গিয়ে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার ইন্ডিভিজুয়ালের সাথে নেগিশিয়্‌ট করে না। করে একটা দেশের সরকারের সাথে। বাল্ক সেল হয়। দেশ ভ্যাকসিন না নিতে চাইলে প্রেশার ক্রিয়েট করা সোজা। সরকার যথেষ্ট মানবদরদী নয়। ফাইনালি বিল ফুট করতে হয় ট্যাক্সপেয়ারকে। ভ্যাকসিন ম্যানুফ্যাক্‌চারারের সেল এবং লাভ প্রায় গ্যারান্টিড। ন্যাচারাল ক্যালামিটি হলে সেল আরো বাড়ে। যেমন হাইতিতে বি্‌হ্‌মকম্পের পর সবাই পৌঁছে গেছিল ভ্যাকসিন দিতে। কমর্সের সাথে মানবকল্যাণের গন্ধ, এর চেয়ে বেটার আর কিছু হয় না।

    বিল গেটে্‌সর বাবা উইলিয়াম গেট্‌স প্ল্যান্ড পেরেন্টহুডের বোর্ড অফ ডিরেক্তারে ছিলেন, যেই সংস্থার সাথে যুক্ত নাম মার্গারেট স্যাঙ্গার ছিলেন নোটেব্‌ল ইউজেনিস্ট। অর্‌থ্‌ৎ এদের গোল হল নানাভাবে পপুলেশান রিডাকশান। পুরো পলিটিক্সটা বুঝতে গেলে এই তথ্যগুলো মনে রাখা খুবই দরকার।
  • dri | 117.194.237.14 | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৮453172
  • লিবিয়ায় বড় খুন খারাবি হচ্ছে, তাই বাধ্য হয়ে স্যাংশানের প্রস্তাব দিল ইউ এস। বৃটেন, ফ্রান্স এখন প্রোপোজালের ড্রাফ্‌ট বানাচ্ছে। পরের সপ্তাহে সিকিউরিটি কাউন্সিলে যাবে ভোটের জন্য।

    অথচ খুন খারাবি হচ্ছে ইরাকেও, ২৩ জন মারা গেছে সেখানে। কিন্তু তাই নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই।

    তবে এগুলো তো ফ্রান্ট পেজ নিউজ। ছোট ছোট করে ছাপ নিউজটি হল, ইজিপ্টে সুইপিং পলিটিকাল রিফর্মের দাবীতে জড় হওয়া লোকেদের পিটিয়েছে মিলিটারী পুলিশ। ইজিপ্টে রিভলিউশান শেষ। আর বেশী কিছু সহ্য করা হবে না। পুলিশও সুইফ্‌ট। মিডিয়াও লো-প্রোফাইল। ফেসবুকেও কোন আহ্বান নেই। http://www.msnbc.msn.com/id/41793107/ns/world_news-mideastn_africa/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন