এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮৫২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.243.70 | ২৮ জানুয়ারি ২০১১ ০০:২৩453507
  • কিছুদিন আগে বালোচিস্তানে বড় ভূমিকম্প হওয়ার পর আজ ইরানে ৬.০।

    তিউনিসিয়ায় রিভোল্টে প্রেসিডেন্ট বেন আলি দেশ ছেড়ে পালিয়েছেন। খবর উড়ছে তিনি নাকি দেশের দেড় টন সোনা নিয়ে পালিয়েছেন, ওনার নামে ইন্টারন্যাশানাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। ইজিপ্টেও তুমুল বিক্ষোভ চলছে, http://www.bbc.co.uk/news/world-africa-12300164। আবার উদিকে ইয়েমেনেও জোর বিক্ষোভ, http://www.msnbc.msn.com/id/41291736/ns/world_news-mideastn_africa/। পুরো মিড্‌ল ইস্ট এখন বয়েলিং পয়েন্টে পৌঁছেছে। লেবাননে হেজবোল্লা ব্যাক্‌ড সরকার এসে গেছে।

    কিছুদিন আগে রাশিয়ার এক এয়ারপোর্টে একটা বিচ্ছিরি বোম ব্লাস্ট হল। আজ আবার দাভোসে (যেখানে ওয়ার্ল্ড লীডারদের সামিট হচ্ছে) একটা ছোট বোম ব্লাস্ট হয়েছে।

    এস অ্যান্ড পি জাপানের সভারিন ডেট রেটিং AA থেকে AA- এ ডাউনগ্রেড করল। http://jsmineset.com/। আর প্রায় একই সাথে জাপানে কিরিশিমা আগ্নেয়গিরি থেকে বড় অগ্ন্যুৎপাত হল। http://www.dailymail.co.uk/news/article-1351064/Japan-raises-alert-following-volcanos-biggest-eruption-50-years.html
  • dri | 117.194.230.177 | ২৮ জানুয়ারি ২০১১ ২১:৫৩453508
  • কায়েরো, আলেকজান্দ্রিয়া সহ মিশরের অন্যান্য শহর অগ্নিগর্ভ। পুলিশের সাথে প্রোটেস্টারদের খুব মারামারি হচ্ছে। http://tinyurl.com/4vyrhwx। এই একটু আগে একটা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল কায়েরোতে। আল-জাজিরাতে লাইভ কমেϾট্র দিচ্ছে। প্রোটেস্টাররা পুলিশের সাথে মারামারি করার মাঝে একবার পুলিশের সাথে কিছুক্ষণের জন্য সন্ধি করে এল। করণ তখন ছিল প্রেয়ারের সময়। আবার প্রেয়ারের পর মারপিট শুরু। কার্ফিউ জারি করা হয়েছে। পুলিশ পিছু হটছে। আর্মি নামছে। হোসনি মুবারক পাবলিক স্পীচ দেবেন এক্ষুনি।

    কয়েক ঘন্টা আগে একজন পুলিশের গুলি খেয়ে মারা যাওয়ার ভিডিও রিলিজ হওয়ার পর ইজিপ্টে ইন্টারনেট,মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছে। http://video.ap.org/?f=None&pid=oT7qj_wiVHTbYae3scwok4_irYjJ2R8Z। কিছুদিন আগে ইরানে যেমন করা হয়েছিল। কিন্তু এবারে বন্ধু সরকার বলে চেঁচামেচি একটু কম।
  • dri | 117.194.230.177 | ২৮ জানুয়ারি ২০১১ ২৩:২৩453510
  • মিলিটারী নাকি ম্যান অন দা স্ট্রীটের পক্ষ নিচ্ছে! পুলিশের সাথে আর্মি লড়ছে। খান চারেক পুলিশের গাড়ি পুড়েছে। আর ক্ষমতাসীন পার্টির হেড অফিসে আগুন লেগে গেছে।

    এইরকম বেশীদিন চললে, কোনভাবে সুয়েজ ক্যানাল বন্ধ হয়ে গেলে তেলের দাম স্পাইক করতে পারে।
  • ranjan roy | 122.168.19.36 | ২৯ জানুয়ারি ২০১১ ১১:১৯453511
  • ""থেমো না, বাজিয়ে যাও""। একদিন এইসব অনর্থের অর্থ ধরা পড়বে। সেই ভরসায় আছি। এটি আমার নিত্যপাঠ্য টই।
  • dri | 117.194.233.10 | ২৯ জানুয়ারি ২০১১ ২৩:২১453512
  • কাল ইজিপ্টে প্রায় ১০০ জন মারা গেছে। বিপদ বুঝে কাল রাতে হোসনি মুবারক পুরো পার্লামেন্ট ডিজল্‌ভ করে দিয়েছিলেন। কিন্তু নিজে ক্ষমতা ছাড়বেন না এই বলেছিলেন।

    আজও কার্ফিউ অগ্রাহ্য করে বিশাল বিক্ষোভ কায়েরো, আলেকজান্দ্রিয়া, সুয়েজে। আলেকজান্দ্রিয়ায় কিছু জায়গায় পুলিশ নাকি গুলি চালিয়েছিল। আর এমনিতে রাবার বুলেট। রাবার বুলেটে মানুষ না মরলেও ইনজুরি হয়েছে। রাবার বুলেটে আবার 'মেড ইন ইউ এস এ' মার্ক থাকায় আম্রিকার বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। এদিকে মুবারক গোয়েন্দা প্রধানকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেছেন। কিন্তু লোকেরা এই অ্যারেঞ্জমেন্টে খুশী নয়। তারা চায় মুবারক হটুক। আনকনফার্মড খবর উড়ছে মুবারকের প্যালেসের সামনে নাকি গুলি চলছে। আর প্রেসিডেন্টের ছেলে (গামাল) আর বউ (সুজান) নাকি ইউ কে পালিয়ে গেছে। একটা সরকারী বিল্ডিং ঢুকতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে তিনজন। কিছু কিছু জায়গা থেকে লুটিংএর খবর আসছে। কায়েরোর বিখ্যাত মিউজিয়াম থেকে কিছু জিনিষ লুট হয়েছে।

    এদিকে আগামীকাল (রবিবার) স্টক মার্কেট, ব্যাংক বন্ধ থাকবে ডিক্লেয়ার করা হয়েছে। মিশরে শুক্র, শনি উইকএন্ড।
  • dri | 117.194.243.104 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৮453515
  • মুবারক আর বেশীদিন লাস্টিং করবে না।

    কিন্তু ইজিপ্টে একটা পাওয়ার ভ্যাকুয়াম দেখা দিচ্ছে। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছেন এলবারাদেই। ইনি ইজিপ্টে বেশীদিন থাকেন নি। পপুলার মাস বেস বলতে যা বোঝায় এঁর তা নেই। কিন্তু চাইছেন তালেগোলে সিংহাসনে চড়তে। এলবারাদেইয়ের ইউএনের সাথে যোগ ছিল। আই এ ই এতে ছিলেন। অতয়েব ইনি হলেন গ্লোবালিস্ট। ইনি এখন ইন্টারন্যাশানাল ক্রাইসিস গ্রুপের বোর্ড অফ ট্রাস্টিতে রয়েছেন। এবং গেস হোয়াট? এই বোর্ডে জর্জ সোরোসও রয়েছেন! এদের ফান্ডিং আসে রকাফেলার ফাউন্ডেশান, কার্নেগী ফাউন্ডেশান, সোরোসের ওপেন সোসাইটি ইনস্টিটিউট ইত্যাদি থেকে। কেমন যেন কালার রিভলিউশানের মত লাগছে।
  • dri | 117.194.243.104 | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫৮453517
  • এদিকে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ড এবং ভিক্টোরিয়ায় বন্যা শেষ হয়েছে কি হয়নি, ঝড়ের পূর্বাভাস।

    ট্রপিকাল সাইক্লোন ইয়াজি নাকি ধেয়ে আসছে ইস্ট কোস্টে ব্রিসবেনের উত্তরে। http://www.cairns.com.au/article/2011/02/01/147235_local-news.html

    আবার ইদিকে আম্রিকায় লেক এরিয়া থেকে সেন্ট লুইস পর্য্যন্ত উইন্টার স্টর্ম এবং টেক্সাস উপকূলে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনার কথা বলছে ওয়েদার ডট কম। http://www.weather.com/outlook/weather-news/news/articles/dangerous-destructive-winter-storm-midwest_2011-01-30
  • dri | 117.194.227.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪২453520
  • ইজিপ্টে যেদিন ঝামেলা শুরু হল, সেদিন সিরিয়াও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল।

    প্রেসিডেন্টের অঙ্গুলিহেলনে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিল আম্রিকাতেও আসছে। http://www.wired.com/threatlevel/2011/01/kill-switch-legislation/

    আর এছাড়া ফ্রি ফ্লো অফ ইনফরমেশান আটকানোর ক্যাপিট্যালিস্ট মেথডও আছে। যেমন ক্যানাডায় হচ্ছে। http://arstechnica.com/tech-policy/news/2011/01/canada-gets-first-bitter-dose-of-metered-internet-billing.ars
  • dri | 117.194.227.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৯453521
  • আর এই প্রো-মুবারক ডেমনস্ট্রেটার একটা জোক। কিছুদিন আগে এদের কোন অস্তিত্ব ছিল না। ততদিন ডেমনস্ট্রেশান শান্তিপূর্ণ ছিল। হঠাৎ শহর থেকে সব পুলিশ উধাও হয়ে গেল। কিছুদিন বাদেই এই প্রো-মুবারক ডেমনস্ট্রেটারের উদয় হল। আল জাজিরায় এক প্রো-মুবারক ডেমনস্ট্রেটারের পকেট থেকে পাওয়া আই কার্ড দেখাচ্ছিল। পুলিশের আইডি।
  • dri | 117.194.227.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫১453522
  • কিছুদিন আগে হাওয়া বুঝে ভয়ের চোটে ইয়েমেনের প্রেসিডেন্ট বললেন, এটাই আমার লাস্ট টার্ম, ঢের হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ইয়েমেনীরা। তারা ইমিডিয়েট রেজিগনেশানের জন্য পথে নেমেছে। http://today.msnbc.msn.com/id/41401994/ns/world_news-mideastn_africa/
  • dri | 117.194.227.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৬453523
  • কুইন্সল্যান্ডের ওপর্দিয়ে খুব ঝড় যাচ্ছে। এই কিছুদিন আগে টুবুম্বায়, ব্রিসবেনে বন্যা। এবার হয়ে গেল ইয়াজির ঝাপটা। ৩০০ কিমি প্রতি ঘন্টা। মৃদুমন্দ সমীরণের চেয়ে কিছু বেশী। টালি ও আশেপাশের কিছু শহরের অবস্থা দেখুন ভিডিওয়।



  • dri | 117.194.227.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৯453524
  • আর আম্রিকায় টেক্সাস থেকে শিকাগো পর্য্যন্ত প্রায় গোটা পনেরো কুড়ি রাজ্য বরফের ঘা খেল লাস্ট দুদিন। টেক্সাসে তো শুনছি দফায় দফায় পাওয়ার কাট হচ্ছে বিভিন্ন জায়গায়। শীতে নাকি কি সব গোলমাল হয়েছে, যোগানের চেয়ে চাহিদা বেড়ে গেছে।
  • aka | 168.26.215.13 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৫453525
  • কথা হল ইজিপ্টে এই এতবড় একটা বিপ্লব এমনি এমনি হয়ে গেল? মানে জনগণ রাস্তায় নেমে মুবারকের পাওয়ারকে গুঁড়িয়ে দিচ্ছে এ কুছ হজম নেহি হুয়া। এর পেছনে কে বা কারা?
  • Arpan | 112.133.206.2 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:১১453526
  • কালার রেভোলিউশন, পার্ট -২

    সেইবার ছিল স্যাটেলাইট টেলিভিশন আর এইবার ফেসবুক। ;-)
  • dri | 117.194.227.53 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:২১453528
  • রাইট। পেছনে ডেফিনিটলি কেউ আছে।

    কে?

    তালেগোলে যিনি আসার চেষ্টা করছেন,আলবাদেরেই, তিনি কালার রিভলিউশানের লোক।

    কিন্তু, অনেক মিস্ট্রি আছে। এখনই ফাইনাল কল করা যাবে না।

    আবার এদিকে শুনছি কায়েরো মিউজিয়ামে লুঠ হয়েছে। আগুন লাগানোর চেষ্টাও হয়েছে। এসব শুনে ইরাক আক্রমণের পর বাগদাদের মিউজিয়ামের কথা মনে পড়ে যায়। প্রোফেশানাল মিউজিয়াম লুঠেরারা রেডি থাকে, বোম পড়ার পরই অ্যাকশান শুরু করে। আর এদের পয়সা দেয় কে?
  • dri | 117.194.245.81 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৫453529
  • আর প্রশ্ন হল হোয়াই নাও? আলজিরিয়া, তিউনিশিয়া, ইজিপ্ট, জর্ডন, ইয়েমেন এইসব জায়গায় ওয়েস্ট ব্যাক্‌ড রাজা/ডিক্টেটার তো দীর্ঘদিন ধরে ছিল। হঠাৎ কী হয়ে গেল? মুবারক তো প্রায় সিপিয়েমের মত তিরিশ বছর ছিল।
  • Arpan | 112.133.206.2 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৮453530
  • মুবারককে সরিয়ে দেবার পেছনে ওবামাসাহেবের কী স্বার্থ থাকতে পারে? ইনি এবং সৌদির রাজতন্ত্র থাকলেই তো আমেরিকার মঙ্গল।
  • dri | 117.194.245.81 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩০453531
  • আর তিউনিশিয়ার বেন আলি যে সৌদি আরবে পালিয়েছে সে নাকি দেশের ৫ বিলিয়ান (ইনক্লুডিং সোনা) নিয়ে পালিয়েছে। তিউনিশিয়া সেই টাকা ফেরত চেয়েছে। বেন আলি বলেছে ও টাকা তো আমার নয়। ইওরোপীয়ান ইউনিয়ান আবার খুব সাধু আর্বাইটার সেজে বলেছে বেন আলির টাকা ফ্রিজ করে দেওয়া হবে। খুব কোরাপ্ট তো।

    ফ্রিজ করে দেওয়া হবে মানে হল টাকাটা ব্যাঙ্কারদের পকেটে চলে যাবে। পড়ুন, তিউনিশিয়ায় ফেরত যাবে না। ই ইউর কিছু ব্যাঙ্ক স্যাট করে একটা দেশের জিডিপির সাইজের একটা অ্যামাউন্ট আত্মসাৎ করে নেবে, সাধু সেজে। এই রিসেশানের বাজারে পাঁচ বিলিয়ানই বা কে দেয়? আর এই কাজটা করাতে হেল্প করার জন্য প্রোটেকশান পাবে বেন আলি।
  • dri | 117.194.245.81 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৪453532
  • আম্রিকার বা আম্রিকার হেড হিসেবে ওবামার কোন স্বার্থ নেই। কিন্তু ইওরোপ এবং আম্রিকা বেস্‌ড কিছু গ্লোবালিস্টদের স্বার্থ আছে।
  • Arpan | 112.133.206.2 | ০৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৯453533
  • কীরকম স্বার্থ? বা কত বড় স্বার্থ? মিশর যদি আরেকটা ইরাণ হয়ে যায় তাহলে এদের কোন স্বার্থ চরিতার্থ হবে?
  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৯453535
  • কিছু কি পরিষ্কার হল? :-)
  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৯453536
  • ভিজয় প্রসাদ প্রথম প্রশ্নের উত্তরে বলছেন কালার রিভলিউশান আলাদা। ওগুলো জর্জ সোরোস ফাইনান্স করেছিল।

    অ্যাজ ইফ এটার মধ্যে জর্জ সোরোস নেই।

    এই হল ইন্টারন্যাশানাল ক্রাইসিস গ্রুপের ওয়েবসাইট। http://www.crisisgroup.org/en/about/board.aspx। চেক করে দেখে নিন এতে জর্জ সোরোসও আছেন। আবার এলবারাদেইও আছেন।

    আর এখানে পাবেন ইন্টারন্যাশানাল ক্রাইসিস গ্রুপের স্পনসরদের লিস্ট। http://www.crisisgroup.org/en/support/who-supports.aspx। চেক করে দেখে নিন এতে জর্জ সোরোসের ওপেন সোসাইটি ইনস্টিচিউটও আছে।
  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৯453537
  • আর আছে ক্লাস স্ট্রাগলের কথা। ইজিপ্সিয়ান ইউথের অ্যাসপিরেশানের কথা। যেটা একদম নেই সেটা হল একটা পসিবিলিটি যে এই রিভলিউশানের পেছনে কোন সাট্‌ল ফান্ডিং থাকতে পারে, যে কথা আকাদা বলেছেন।

    রাস্তায় লোকে নামে। কিন্তু গম্মেন্ট লোকে বানায় না। ওটা সবসময়ই একটা ছোট এলিট গ্রুপ বানায়। পাওয়ার চেঞ্জের সময়েই এলিট গ্রুপটা চেঞ্জ করে। নতুন এলিট গ্রুপ চলে আসে অসন্তোষের ঢেউয়ে চেপে। এবং অনেক সময়ই পরিবর্তন হয় টুইড্‌লডাম থেকে টুইড্‌লডি।

    তাই অসন্তোষে উশকানি দেওয়ারও ইন্সেন্টিভ থাকে।

    আর ভিজয় প্রসাদ তো এলবারাদেইকে খুব মাই ডিয়ার বানিয়ে নিলেন দেখলাম, যদিও উনি এবং জর্জ সোরোস একই টীমের প্লেয়ার।
  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:০১453539
  • ইজিপ্ট ইরান হয়ে গেলে ইউ এসের কী লাভ?

    লাভ নেই। তাই তো এই রিভলিউশানের চক্করে যেন কোন কট্টর মুসলিম ব্রাদারহুডের হাতে পাওয়ার না যায়, সেই জন্য এলবারাদেইকে পাঠানো। উনি তো ইজিপ্টে ছিলেনই না। ইন্টারন্যাশানাল ক্রাইসিস ম্যানেজ করে বেড়াতেন। যাদের কাজ বিভিন্ন দেশে ক্রাইসিস বাধানো এবং তারপর সাহায্য করার ছলে দেশের সভার্নিটি খর্ব করা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন