এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দি আনবেয়ারেব্‌ল ফাজিনেস অফ সিয়িং

    dri
    অন্যান্য | ৩১ জুলাই ২০১০ | ২৮০২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:১১453540
  • এবার একটু টিভি ব্রেক।

    দেখুন একটি (সাপোজেডলি) কোন এক এম্ব্যাসীর গাড়ী জনা কুড়ি লোককে চাপা দিয়ে চলে গেল।


  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৪453541
  • বায় দা ওয়ে, আমি বোধায় গেস করতে পেরেছি আকাদার মাথায় কি কুড়কুড় করছে।

    আকাদা কি ভাবছেন এসবের পেছনে আছে চীন?
  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩১453542
  • অস্ট্রেলিয়া এবং আম্রিকায় প্রাকৃতিক দুর্যোগের পর ফুড প্রাইসের ঊর্দ্ধগতি। http://english.aljazeera.net/news/2011/02/20112442413591195.html
  • dri | 117.194.241.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৫453543
  • নিউ মেক্সিকোতে ন্যাচারাল গ্যাসের শর্টেজ, স্টেট অফ ইমার্জেন্সি ঘোষনা করা হল। http://apnews.myway.com/article/20110204/D9L5RP6G1.html
  • aka | 168.26.215.13 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৬453544
  • দ্রি :-)

    চিন ইজ ক®¾ট্রালিং দা ওয়ার্ল্ড, এটা রিসেসন ইন্ডেক্সের মতন হবার এক বছর পরে সবাই ক্যালকুলেট করে জানতে পারে গতবছর অমুক সময়ে ইকনমি রিসেশনে ঢুকেছে। তেমনি দশ বছর পরে সবাই বুঝবে চীন ২০০৯ থেকে পৃথিবী ক®¾ট্রাল করে। ডলারের দাম থেকে, মাওবাদী বিপ্লব সব কিছুরই ক®¾ট্রাল চীনের হাতে। চীনের সাথে ট্রেড ডেফিসিট আম্রিগার এত বেশি বলেই ডলারের দাম কমল না এবং যদ্দিন এই ট্রেড ডেফিসিট রয়েছে তদ্দিন কোন ভয় নেই। (নিজেকে কেমন অমৃতলাল বলে মনে হচ্ছে)। হাসি পায় আম্রিগার বালকেরা যখন এখনও চীনকে বলে এমার্জিং ইকনোমি। অবোধ শিশু।
  • Arpan | 112.133.206.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৯453545
  • আকাদা হয়ত খুব একটা ভুল বলেননি। ঘরের মধ্যে কর্মপা নিয়ে একটু হাওয়া গরম হচ্ছে, তাই বলে অন্যত্র চায়নার গতিবিধি ভুলে গেলে চলবে না।

    http://www.sagoodnews.co.za/newsletter_archive/china_in_africa_is_the_continent_being_re-colonised_.html

    আফ্রিকা নয়, মায়ানমার, সাউথ ইস্ট কব্জায় আনার পরে মিডল ইস্টে অশান্তি বাঁধিয়ে সাবেকি ওয়ার্ল্ড অর্ডারকে একটু ওলটপালট করে দেওয়ার অ্যাস্পিরেশনটা খাপে খাপে নয় নাকি?
  • Arpan | 112.133.206.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫১453546
  • * শুধু আফ্রিকা নয়
  • aka | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০১453547
  • উফ কমরেড অপ্পন তো দারুণ রিসোর্সফুল।
  • Baijayanta | 14.96.217.89 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৫453548
  • আজ্জো, তোর "ব্ল্যাক সোয়ান" পড়া বৃথা হল।
  • aka | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩৩452950
  • আরে সিরিয়াসলি চীন নাকি বেনামে ট্রেজারি বণ্ড কিনছে যাতে ডলারের দাম না পড়ে। কেন? ধরা যাক ১ ট্রিলিয়ন ডলার পায় আম্রিগার কাছে এবারে ডলারের দাম কমলে ধাঁ করে .৭৫ ট্রিলিয়ন হয়ে যাবে। লোকে বলে এসব শুনি।
  • a x | 99.54.69.229 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৬452951
  • জর্জ সোরেস কোম্পানী ক তে ছিল, এল-বারাদেইও কোম্পানী ক তে ছিল। এই আপরাইসে এল-বারাদেই যদিও এসেছে পরে, এল-বারাদেই ইজিপ্টে ছিলো-ও না। এল-বারাদেই এই আপরাইস হবার ফলে আম্রিকার ঠেলে দেওয়া খুঁটি। সেখানে এই আপরাইসের পেছনে এল-বারাদেই, কাজেই ঐ ক' কোম্পানীর সূত্র ধরে জর্জ-সোরেস, এই লাইনে খেললে তো মহা মুশকিল। মানে এইরকম থিওরি তো আরো হাজারটা খাড়া করা যায়। এটা নিশ্চয়ই বলা যায় যে যারা এল-বারাদেই কে ঠেলছে তাদের, জর্জ সোরেসদের ইন্টেরেস্ট এক।

    আর ঐ ইন্টারভিউতে এল-বারাদেই কে কোথায় মাই-ডিয়ার বানানো হল? বরঞ্চ পরিষ্কার বলা হচ্ছে যে পলিটিকাল রিফর্ম করতে চায় কিন্তু আদতে মুবারকের ইকনমিক পলিসি গুলি-ই চালাবে, এবং আইএমফ ও ওয়ার্ল্ড ব্যাংক খুশি থাকবে। - এটা মাই ডিয়ার বানানো?

    আরেকটা জিনিস ইজিপ্টে এই আপরাইস হঠাৎ না, বেশ কিছুদিন ধরেই দানা বাঁধছে। তার সাথে আছে আকাশচুম্বি ১৯৯৮ থেকে ২০০৮-এর মধ্যে দুই মিলিয়ান ওয়ার্কার প্রায় আড়াই হাজার কারখানা দখল করে। ব্রডবেসড্‌ সিটিজেন/ওয়ার্কার্স মুভমেন্ট চলছে বেশ কিছুদিন। ২০০৮'এর "এপ্রিল ৬ মুভমেন্ট"এ যারা প্রথম সারিতে ছিলেন তাদেরই একজন তাহির স্কোয়ারে জমায়েতের ডাক দেয়।
    এপ্রিল ৬ মুভমেন্ট ২০০৮'এ, তার আগে ২০০৬ থেকেই ম্যাসিভ ওয়ার্কার'স স্ট্রাইক দেখা যায়, স্পেশ্যালি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। এপ্রিল ৬ মুভমেন্টে সিটিজেন্স সলিডারিটি লক্ষ্যনীয়, ফেসবুক ইত্যাদির মাধ্যমে এই স্ট্রাইককে সমর্থন করা হয়, এবং বেশির ভাগ লোকই, সমর্থন হিসেবে কাজে যায়না, বাইরে বেরোয়না।

    আনফর্চুনেটলি অর্গানাইজড বিরোধী পক্ষ হিসেবে আছে মুসলিম ব্রাদারহুড, বাকি বিরোধী পক্ষ তৈরি হতেই দেওয়া হয়নি। [কম্যুনিস্ট পার্টি আউট-ল'ড, ইজিপ্টে]। মুসলিম ব্রাদারহুড বেশ কায়দা করে খেলছে, কাজেই এই পরিস্থিতিতে কি হয় বলা কঠিন। শুধু পলিটিকাল রিফর্ম-ই হবে না আদৌ কোনো ইকনমিক রিফর্ম হবে, সন্দেহ।
  • a x | 99.54.69.229 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৭452952
  • তার সাথে আছে আকাশচুম্বি ইনফ্লেশন*
  • aka | 24.42.203.194 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৯452953
  • একখান টই খুলে লেখো না। এটা বেশ ইম্পর্ট্যান্ট ব্যপার। আমির্গা ইজ লুজিং গ্রাউণ্ড।
  • a x | 99.54.69.229 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৪452954
  • তাহির না, তাহ্রির স্কোয়ার হবে।

    আলাদা টই খুলে লেখার মত আমি বিশেষ জানিনা আকা, বোঝার চেষ্টা করছি। খুব জটিল লাগছে, তবে ওয়ান্স ইন আ জেনেরশন ইভেন্ট এটুকু বুঝছি।
  • aka | 24.42.203.194 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪০452955
  • আ: টইটা খোলো না, দ্রি আর তোমার কথোপকথোন টা কপি করে দাও। বাকিটা ফ্রি মার্কেট, আমি এট্টু ঝাপসা দেখছি এখন আর ফ্রেডির গান শুনছি। তার থেকেও বড় কথা আমি না কপি করতে পারি না।
  • dri | 117.194.226.55 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৭452956
  • ইজিপ্‌শিয়ান টিভিতে ব্রেকিং নিউজ

    Egyptian TV reports that Hosni Mubarak resigns as head of the ruling NDP party

    তবে বোধ হয় জাস্ট পার্টি হেড পদ থেকে রিজাইন করল। এখনও প্রেসিডেন্ট।
  • dri | 117.194.226.55 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৭452958
  • ভিজয়বাবুর যে এলবারাদেইয়ের ওপর একটু টাল আছে সেটা বোঝা যায় এই প্যারাগ্রাফে।

    VP: El-Baradei comes with credibility. He served in the Nasserite ministry of external affairs in the 1960s. He then served in the foreign ministry under Ismail Fahmi. One forgets how impressive Fahmi was. He resigned from Sadat's cabinet when the Egyptian leader went to Jerusalem. Fahmi was a Nasserite. For one year, El-Baradei served with Boutros Boutros Ghali at the foreign ministry. That was the start of this relationship. Both fled for the UN bureaucracy. Boutros Ghali was more pliant than Fahmi. I think El-Baradei is more along Fahmi's lines. At the IAEA he did not bend to the US pressure. Given that he spent the worst years of Mubarak's rule outside Cairo gives him credibility. A man of his class would have been coopted into the Mubarak rule. Only an outsider like him can be both of the ruling bloc (in terms of class position and instinct) and outside the ruling apparatus (i. e. of Mubarak's cabinet circle). It is a point of great privilege.

    With the MB careful not to act in its own face, and the ‘people' without easy ways to spot leaders, and with Ayman Nour not in the best of health, it is credible that El-Baradei takes on the mantle.


    একজন অ্যাকাডেমিশিয়ানের পক্ষে কোন একজনকে আনকন্ডিশানাল ভালোবাসা দেখানো আজকালকার দিনে আনফ্যাশানেব্‌ল। ওটাকে তাই 'মূল্যায়নের' মোড়কে র‌্যাপ করে দিতে হয়। ভালো নয়, খারাপ-কিন্তু-ভালো। আর অন্য সব খারাপের মধ্যে বিউটি কনটেস্টে খারাপ-কিন্তু-ভালোই জেতে।

    পুরো লেখাটা পড়লে টালটা স্পষ্ট বোঝা যায়।
  • dri | 117.194.226.55 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০০452959
  • জর্জ সোরোসের ডেমোক্রেসিকে ব্যবহার করে গম্মেন্ট ওল্টানো এই প্রথম না। ইন ফ্যাক্ট ভিজয়বাবুর ইন্টারভিউতেও সে কথা আছে। সেই সব ক্ষেত্রেও এভিডেন্স সবই সারকামস্ট্যানশিয়াল। বিভিন্ন এন জি ও র থ্রুতে এই ওপেন সোসাইটি ইনস্টিচিউট দেশে টাকা ঢোকায়, মিডিয়া কিনে নেয়, লোকের অসোন্তোষ বোঝার চেষ্টা করে বিভিন্ন সার্ভের মাধ্যমে, সাট্‌ল ভাবে ওপিনিয়ান ম্যানিপুলেট করে। জর্জ সোরোস নিজে ফোন করে জনে জনে প্রোটেস্ট করতে যেতে বলছেন আর তার রেকর্ডিং ফাঁশ হয়ে গেছে, এরকম হার্ড এভিডেন্স কোন কালার রিভলিউশানেই নেই। ফলো-দা-মানি হল এই ধরনের ফেনোমেনন বোঝার বেস্ট উপায়।

    বিপ্লবে এই এত পার্টিসিপেশান এদের প্রত্যেককে তো এলবারাদেই টেনে নিয়ে যায়নি। স্বত:স্ফুর্ততা ছিলই। এবং তার কারণও ছিল। ইনফ্লেশান হ্যাঁ। সিভিয়ার আনেমপ্লয়মেন্ট। সেদিন কোথায় যেন শুনছিলাম ইয়ং জেনারেশানের মধ্যে নাকি ৬০% আনেমপ্লয়েড। রেফারেন্সটা এখন খুঁজে পাচ্ছিনা। কিন্তু আসল ফিগারটা এর হাফ হলেও সেটা খুব সিভিয়ার। এছাড়া আন্ডার এমপ্লয়মেন্ট তো আছেই। তো এক্সপ্লোসিভ বিপ্লবের সব ফুয়েলই ছিল। কিন্তু জাস্ট এতে বিপ্লব হয় না। এই রকম অবস্থাতেও কোন স্ট্রং কেউ যদি বিপ্লবীদের পাশে না দাঁড়ায় আর সব শক্তি যদি সরকারের পাশে দাঁড়ায় সরকার প্রোটেস্ট অনায়াসে এটা ক্রাশ করে দিতে পারে। মানে জর্জ সোরোস যদি এক্ষেত্রে বিপ্লবকে সাপোর্ট না করে মুবারককে সাপোর্ট করত, মুবারক ট্যাঙ্ক নামিয়ে গুলি করে প্রোটেস্ট বন্ধ করত, কোন মিডিয়া সেই ছবি দেখাত না, ছোট করে একটা খবর ছাপা হত, মুবারক কোয়েল্‌স অ্যানার্কিক আপরাইজিং। ৭৭ এ যেমন করেছিল। বিপ্লবকে সাকসেসফুল হতে গেলে পয়সাওয়ালা কারু না কারু ব্লেসিং চাই। এই যে সৈন্যরা গুলি চালাবে না বলে দিয়েছে, মিডিয়া গিয়ে ছেঁকে ধরেছে, জাস্ট এর থেকেই বোঝা যায় ওপর থেকে মুবারকের হাত পা বেঁধে ফেলা হয়েছে। যারা এই ফাইনান্সিং করে তারা অনেক সময় ধরে ব্যাপারটা করে। অনেক দিন ধরে একটা সোসাইটি স্টাডি করে। ক্ষোভগুলো বোঝে। কি পোজিশানের লোকদের হাত করে। মিডিয়ায়, ট্রেড ইউনিয়ানের নেতাদের, বড় বড় ইডিওলগদের, সাহসী স্লোগানদাতাদের।

    স্পার্ক না হলে বিপ্লব শুরু হয় না। আপনার মনে ক্ষোভ থাকলেই আপনি রাস্তায় গিয়ে ইঁট ছুঁড়তে পারবেন না। কারণ আপনি ভীতু। কিন্তু যদি দেখে সবাই রাস্তায় গিয়ে ইঁট ছুঁড়ছে তখন আপনি গিয়ে আরেকটা ছুঁড়ে দিতে পারবেন। তো প্রথম কয়েকজন সাহসী লোক ভাড়া করলেই, বাকি আগুনটা এমনিই ধরে যাবে যদি সমাজে অনেক বট্‌লড ক্ষোভ থাকে।

    জর্জ সোরোস তো এই বিপ্লবের বিজনেসে অনেক দিন আছেন কিনা।
  • Sibu | 184.225.32.31 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১০:০০452961
  • এই মিডিয়া কিনে নেবার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কিছু এলিট ও ইন্টেলেকচুয়ালকেও কেনা হয় নিশ্চয়ই।
  • u | 59.164.99.234 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩১452962
  • মালাবি-তে (পেট না কাটা ব) আইনমন্ত্রী প্রকাশ্যে পাদা নিষিদ্ধ করলেন।

    http://www.bbc.co.uk/news/world-africa-12363852
  • Sags | 114.143.7.146 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৩452964
  • ১) জর্জ সোরোস তো ফান্ড ম্যানেজ করতো। এইসব কাজ কর্মে এত উৎসাহ কেনো? শুনেছিলাম কাদের যেন এজেন্ট হিসেবে কাজ করে? তাহলে কন্সপিরেসি টই-টা আবার তুলে দিলে হয়।

    ২) আচ্ছা আজ থেকে যদি গুগল/উইকি পেইড হয়ে যায়?
  • dri | 117.194.235.51 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৯452965
  • ইন্টেলেকচুয়াল তো ফাস্টে কেনা হয়। আর মার্সেনারী একদম লাস্টে। ডিসকাশান আর ডিবেটের মধ্যে দিয়ে যত বেশী কাজ হাসিল হবে তত পরে ঝাড়পিট কম করতে হবে।

    ফান্ড ম্যানেজাররা সব সময়ই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বেশী ভালোবাসে। খাওয়া, পরা,ফ্ল্যাট স্ক্রীন টিভি, মার্সিডিজ, ম্যানসনের পরেও যারা টাকা করে, তারা কিসের জন্যে করে? পাওয়ার।
  • dri | 117.194.235.51 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৩452966
  • মুবারক যে ইউ এসের অ্যালাই সে তো সকলেই জানে। আর এলবারেদেই যে ইউ এন, ই ইউ এবং ইউ এসের লোক সেটাও মোটামুটি ক্লিয়ার। তবে পুরো ইকুয়েশানে মনে হয় আরো অনেক টার্ম আছে। ইরানও মনে হয় তাদের ক্যান্ডিডেট পুশ করতে চাইবে। চীনও হয়ত তাই। এদের নাম আমরা মিডিয়ায় শুনতে পাচ্ছি না। কেওসের সময় অপর্চুনিটিরও সময়। পুরো গেমটা অনেক ট্রিকি। ইরাক অকুপেশানের এত বছর পরেও আম্রিকা নিজেদের পছন্দের ক্যান্ডিডেট বসাতে পারে নি। তারা চেয়েছিল আলওয়াই (না কে যেন), কিন্তু পেয়েছে প্রো-ইরানিয়ান মালিকি। এদিকে লেবাননেও প্রো-হেজবোল্লা ক্যান্ডিডেট পাওয়ারে। ইজিপ্টও কেকওয়াক হবে না।
  • dri | 117.194.235.51 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৮452967
  • এদিকে উইকিলীক নাকি বলেছে এই সুলেমান (যাকে মুবারক ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছে, যে আগে ছিল মিশরের গোয়েন্দাপ্রধান) নাকি মুসলিম ব্রাদারহুড বিরোধী এবং ইরান বিরোধী। http://english.aljazeera.net/news/middleeast/2011/02/20112620314460519.html
  • dri | 117.194.235.51 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১২452968
  • গুগল ইজিপ্টের মার্কেটিং এক্সিকিউটিভ মাঝে কিছুদিন নিরুদ্দেশ ছিল। এখন তাকে পাওয়া গেছে। তিনি এখন অ্যান্টি মুবারক ক্যাম্পেনের হীরো। http://online.wsj.com/article/SB10001424052748703989504576127621712695188.html?mod=googlenews_wsj

    এইসুযোগে গুগল এবং সি আই এর কানেকশান আর একবার স্মরণ করিয়ে দিতে চাই।
  • dri | 117.194.235.51 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৫452970
  • আল জাজিরা এবং অন্যান্য মিডিয়া যখন তাহ্‌রির স্কোয়্যারের শান্তিপূর্ণ মিছিল টেলিকাস্ট করছিল, তখন কী হচ্ছিল শহরের গলিগুলোতে?

    আলেক্সান্দ্রিয়ার গলিতে তোলা ভিডিও তিনতলা বাড়ির ওপর থেকে।
    । শেষ পার্টটা দেখুন। কি নির্বিকার ভাবে কিছু অর্গানাইজ্‌ড আর্মড লোক (সিক্রেট পুলিশ?) মেরে ফেলল একটি নিরস্ত্র লোককে।
  • dri | 117.194.235.51 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৯452972
  • @Sags আমার মনে হয় গুগল, উইকি, এমনকি ই-মেল সবই পেইড হয়ে যাবে একদিন। এইযে বিনে পয়সায় ইন্টারনেটে নিউজপেপার পড়ি এও ফ্রি থাকবেনা চিরকাল। নেক্সট দশ বছরের মধ্যেই হবে। মে বি পাঁচ বছর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন