এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গের হালফিলের হাল হকিকৎ

    pi
    অন্যান্য | ২৫ জুলাই ২০১০ | ৯০৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.82.169 | ২৫ জুলাই ২০১০ ১৪:৫১453660
  • * তৃ-প-বু-ভূ
  • pi | 72.83.82.169 | ২৫ জুলাই ২০১০ ১৪:৫১453549
  • ইহা একখানি প:বঙ্গ স্পেসিফিক টই।
    অর্থাৎ, প:বঙ্গে অমুক হাল ক্যানো হইলো, এ প্রশ্নের উত্তরে তমুক রাজ্যের ও অমুক হাল, এইরূপ উত্তর আসিলে খেলিবো না। :)
    (তার জন্য , পিটিবাবু, তৃ-প-ব-ভূ ই নাহয় সংরক্ষিত থাকুক :) )

    হ্যাঁ , আসিতেই পারে, তমুকের অমুক হাল যদি প:বঙ্গের অমুক হালের জন্য দায়ী হয়, তাহলে সেই প্রসঙ্গ আসিতেই পারে।
    প:বঙ্গ কেন্দ্রিক আলোচনা হইলেও কেন্দ্রের প্রসঙ্গ ও আসিতেই পারে। কিন্তু , ঐ। কেন্দ্রের বিমাতৃসুলভ কোন আচরণ কি পলিসি প: বঙ্গের অমুক হালের জন্য কীভাবে দায়ী, তাহার স্পেসিফিক উল্লেখ চাই।

    উদা: স্বরূপ এই খবরখানির কথা ধরা যেতে পারে।
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=archive/1100713/13desh1.htm

    http://www.bbc.co.uk/news/10609407


    দারিদ্র্যে আফ্রিকাকে হার মানানো আটটি রাজ্যের মধে প:বঙ্গ অন্যতম।

    অনুরোধ : প:বঙ্গের এই স্থানের জন্য নয় বাকি সাতটা রাজ্যকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না। করলে, কারণ দর্শাতে হবে, বাকি সাতটা রাজ্য কীভাবে প:বঙ্গের এই অবস্থার জন্য দায়ী :)
    অন্যথায় গোল্লা। :)

    ৮০০ m এর প্রসঙ্গ ও আসতে পারে,চন্দ্রযান অভিযান ও :), কিন্তু তাহলে সেগুলো ঠিক কীভাবে ও ক্যানো দেশের বাকি একুশটি রাজ্যের চাইতে প:বঙ্গকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, সে কারণ ও উল্লেখ করিতে হইবে।
    নচেৎ, নেগেটিভ মার্কিং। :)

    যে নতুন বহুমাত্রিক দারিদ্র্য সূচকের ভিত্তিতে এই হিসাব, তার মধ্যে আয়, আয়ু, শিক্ষা চাড়াও আছে পরিস্রুত জল পাবার অধিকার,শৌচাগারের সুবিধা, পরিবারের নিজস্ব জমি, মহিলাদের অপুষ্টিজনিত অসুখ ... এই সব পরিসংখ্যান ভিত্তিক পরিমাপ ও।
    এই বিভাগগুলিতে খারাপ ফল করিবার জন্য প:বঙ্গের নিজের দায় কতটা ?

    ডি: সিপিএম ( বা সিপিএম সমর্থক :) ) ব্যাশিং এর উদ্দেশ্যে এই টই নহে। ভালো-মন্দ সব কিছু নিয়েই আলোচনা হউক।
    কোনো বেহাল দশার জন্য তৃ-প-বু-ভূ কে স্পেসিফিল্যালি দায়ী করা গেলে তা ও করা হউক। :)
  • pi | 72.83.82.169 | ২৫ জুলাই ২০১০ ১৫:০১453771
  • কিম্বা, ধরেন, এই খবরখানি।

    The National Crime Records Bureau (NCRB) records puts Bengal sixth among states with the highest number of farmer suicides in recent years.

    According to the NCRB, 3,537 farmers killed themselves in the state in the three years between 2001 and 2007 for which records are available.

    http://indiatoday.intoday.in/site/Story/105076/India/farmer-suicides-in-bengal-shame-left.html


    এই নিন, এবিশয়ে প:বঙ্গের আগে থাকা বাকি পাঁচটা রাজ্যের নাম আমি ই করে দিলাম।

    Only Maharashtra, Karnataka, Andhra Pradesh, Chhattishgarh and Madhya Pradesh have a worse record.

    অতএব, প: বঙ্গের এত চাষীরা ক্যানো আত্মহত্যা করছেন, তার উত্তরে ঐ রাজ্যগুলিতেও চাশীরা আত্মহত্যা করছেন, একথা আর বলা চলা না :)

    বরং , এই পয়েন্টগুলো পারলে কাউণ্টার করা হোক।

    "They may make tall claims, but the fact is that farmers are taking their lives forced by the policies of the state government," Ajit Kumar Barik of the Bharatiya Kisan Sangh (BKS) said.

    "Most of those who have committed suicide in Bengal were potato farmers," Barik said. The absence of a government support price for the potato farmers has made the situation precarious for the poor farmers, he added.

    "The state is the largest producer of potato in the country, but there is no support price for the farmers," Barik claimed.

  • Sibu | 99.203.7.18 | ২৫ জুলাই ২০১০ ১৮:৫৭453807
  • যাস্ট ফর কমপ্লিটনেস সেক


    http://en.wikipedia.org/wiki/Bharatiya_Kisan_Sangh

    The Bharatiya Kisan Sangh (BKS: Indian Farmers' Union) is an Indian farmers' representative organization affiliated with the Rashtriya Swayamsevak Sangh.[1] It is one of the well-known Sangh Parivar organization.[2]


  • pi | 72.83.82.169 | ২৫ জুলাই ২০১০ ১৯:৪৭453829
  • আমি ২০০৬ এর সংখ্যাগুলো পেলাম। সেই ডাটা তো বলছে, সব ধরণের আত্মহত্যায় প: বঙ্গের প্রথম, আর কৃষক আত্মহত্যায় ষষ্ঠ স্থান।

    While Maharashtra topped the list of farmers' suicide with 4,453, Andhra Pradesh came second with 2,607, followed by Karnataka (1,720), Chattisgarh (1,483) and Madhya Pradesh (1,375). West Bengal (1,189) and Kerala [Images] (1,124) were on the sixth and seventh position
    http://www.rediff.com/news/2007/dec/09suicide.htm

    অন্যগুলো দেখছি।
  • ranjan roy | 122.168.9.58 | ২৫ জুলাই ২০১০ ২০:০০453840
  • ভারতীয় কিসান সংঘ যারই বেরাদর হোক, মহারাষ্ট্রকে কৃষকের আত্মহত্যার ব্যাপারে প্রথম স্থান দিয়েছে এবং কর্ণাটক, ৩৬গড় ও মধ্যপ্রদেশকে পশ্চিমবঙ্গের আগে রেখেছে।
    অথচ মহারাষ্ট্র হল আর এস এস এর গড়, নাগপুর সর্বভারতীয় কেন্দ্র। আবার বাকি চারটে রাজ্য বিজেপি শাসিত। কাজেই ডেটাকে অন্য সোর্সের ডেটা দিয়ে কাউন্টার করতে হবে। ডেটর সোর্সের সঙ্গে খালি আর এস এস এর গন্ধ শুঁকলে কাজে দেবে না।
  • Sibu | 173.129.48.10 | ২৫ জুলাই ২০১০ ২০:২৯453851
  • কাউন্টার! না, সে সব করার কথা উঠছে কোত্থেকে? ডাটার সোর্স জানতে চাইছি।

    আর কিসান সংঘ হল ইণ্টারেস্টেড পার্টি। দ্যাটস অল।
  • ranjan roy | 122.168.9.58 | ২৫ জুলাই ২০১০ ২১:৩৪453550
  • আমিও তাই বলছি। কিসান সংঘ ইন্টারেস্টেড পার্টি হয়েও নিজেদের এলাকা ( আর এস এস শাসিত বা চমকায়িত)কে কিসান আত্মহত্যার ব্যাপারে বামশাসিত বঙ্গের থেকে একটু ওপরে রেখেছে কেন? কোন ইন্টারেস্টে? কার ইন্টারেস্টে?
  • Sibu | 173.129.48.10 | ২৫ জুলাই ২০১০ ২১:৩৬453561
  • কিসান সংঘের ডাটা তো নয়, ncrb-র ডাটা। কাজেই কিসান সংঘ কাউকে ওপরে বা নীচে রাখে নি।
  • ranjan roy | 122.168.9.58 | ২৫ জুলাই ২০১০ ২২:৪০453572
  • সরি!
    আলুচাষীদের আত্মহত্যা নিয়ে বারিকবাবুর বক্তব্যটি আগে তথ্য দিয়ে ভুল প্রমাণিত করা হোক। তারপর ওনার ভুল তথ্য দেয়ার পেছনে মোটিভ খোঁজা হোক।
  • pi | 72.83.82.169 | ২৫ জুলাই ২০১০ ২২:৫৪453583
  • সে তো সব রিপোর্টেই বলছে, সোর্স National Crime Records Bureau। সিপিএম অবশ্য সেই ডাটা তেও ঘাপলা আছে বলেছে : )
    The farmers' wing of the CPM, however, rubbished the NCRB report. Tarun Roy of the Paschim Banga Pradeshik Krishak Sava said: "There has been no farmer suicide in West Bengal under the Left rule." He said there was no truth in the report and it was "published with some vested interest".

    যাই হোক, শিবুদা, আপনি নিজের দেওয়া ২০০৭ এর লিংক টা ই একটু ভাল করে দেখুন। ২৪২ পাতায় ফার্মিং আর এগ্রিকালচারের সঙ্গে যুক্ত মানুষের আত্মহত্যার পরিসংখ্যান আছে। নম্বরগুলো হিসেব করলে প:বঙ্গ সাত নম্বরে আসে।

    NCRB র সাইটে গেলে (http://ncrb.nic.in/home.htm) ২০০৮ এর পুরো রিপোর্ট টা ডাউনলোড করা যাচ্ছে তো।
    ওটা থেকে দেখা যাচ্ছে, সংখ্যাটা একটু কমেছে, ৮ নং এ আছে।

    আরো একটা ব্যাপার আছে, সব চাষী ই ইকনমিক কারণে আত্মহত্যা করেছেন, এরকম ও বলা চলেনা। আনাইডেনটিফায়েড কারণ ও অনেক থাকে।
    কিন্তু আলুচাষীদের অবস্থা কিন্তু সত্যি খারাপ। এনিয়ে তো অনেক জায়গাতেই অনেক লেখা বেরিয়েছে। কিছু বন্ধুবান্ধব আছে, যাদের বাড়ির লোকজন চাষ্বাসের সাথে যুক্ত। তাদের ও এক ই বক্তব্য। অবস্থা খুব খারাপ।

    যাই হোক, ঐ ডাটা ঘাঁটতে ঘাঁটতে আরেকটা তথ্য চোখে পড়ে চমকে গেলাম। ডাউরি জনিত কারণে আত্মহত্যায় প: বঙ্গ সবার উপরে ! মূল পিডিএ এর ২৪৪ পাতায় ( ওখানে ২১৬ বলে মার্কড) আছে।
  • Update | 122.161.164.134 | ২৬ জুলাই ২০১০ ০৮:২৮453594
  • Name:bbMail:Country:

    IPAddress:81.142.225.166Date:26Jul2010 -- 03:13AM

    এই খবরটা কিন্তু আপনাদের খুশি করবে না, কারণ এতে পশ্চিমবঙ্গের সম্বন্ধে ভাল কথা বলা হয়েছে

    আজকের TOIhttp://timesofindia.indiatimes.com/india/Punjab-Maharashtra-Bengal-lea
    d-in-curbing-birth-rate/articleshow/6216665.cms

    Whileallthesearecomparativerates, theabsolutenumbersarejustasimportant.Asof2008, Keralahadthelowestbirthrateof15perthousand, followedbyTamilNadu (16), Punjab (17) andWestBengal (18).DeathratesarelowestinWestBengal (6.2perthousand) followedbyKerala, Maharashtra, Rajasthan, Gujarat, Haryana, Jharkhand, PunjabandBihar (allaround7).ThenaturalgrowthratewaslowestinKerala (8perthousand) closelyfollowedbyTamilNadu (about9), Punjab (10) andAPaswellasWestBengal (bothabout11).InfantmortalityratewasagainlowestinKeralaat12perthousandlivebirths.ThencameTamilNadu (31), Maharashtra (33) andWBengal (35).
  • PT | 203.110.247.221 | ২৬ জুলাই ২০১০ ১১:১৭453605
  • এটিও গুচ-তে বেমানান....

    "WEST BENGAL is the poverty -reduction champion of INDIA, heads and shoulders above others, reducing the poverty at the rate of 4.2 per cent per year"

    ২০০০ সালের TOI-এর e-version না থাকায় SWAMINOMICS-এর মূল নিবন্ধটির লিংক দেওয়া গেল না। তাই একটি রাজনৈতিক মুখপত্রের লিংক দিতে হচ্ছে:
    http://www.pragoti.org/node/3113#comment-2068
  • PT | 203.110.247.221 | ২৬ জুলাই ২০১০ ১১:২৫453616
  • ..... উপ্‌স্‌স্‌স! এই লিংকটা দেওয়ার জন্য নেগেটিভ মার্কিং না গোল্লা পেলাম?
  • kallol | 124.124.93.205 | ২৬ জুলাই ২০১০ ১১:৪০453627
  • ২০০০ সাল থেকে ৪.২% হারে দারিদ্র কমিয়ে তবে দারিদ্রে প্রথম ৮ এ?
    ১৯৭৭ থেকে ১৯৯৯ তবে কোথায় ছিলো দারিদ্রে প:ব: স্থান?
  • PT | 203.110.247.221 | ২৬ জুলাই ২০১০ ১১:৪৬453638
  • এই লিংকটা এই নিয়ে বহুবার দিলাম। বোঝাই যাচ্ছে যে গুচ-তে লেখেন এমন অনেক পন্ডিত মানুষেরা এটি পড়ার প্রয়োজন বোধ করেন নি।
    http://www.macroscan.org/cur/mar09/cur200309West_Bengal.htm
  • dukhe | 122.160.114.85 | ২৬ জুলাই ২০১০ ১২:১০453649
  • লিঙ্কটি বিশ্বাসযোগ্য ? বলছে - "InWestBengaltheinfantmortalityratefellfrom91in1981to37in2007".
    এবার এ দুটো দেখুন - http://indiabudget.nic.in/es2002-03/chapt2003/tab95.pdf
    http://indiabudget.nic.in/es2009-10/chapt2010/tab95.pdf

    ১৯৮১ তে ৯১ কী হিসেবে হয় ?
  • pi | 72.83.82.169 | ২৬ জুলাই ২০১০ ১২:৩৩453661
  • পিটি,
    নেগেটিভ। ক্যানো সেটা নিশ্চয় এতক্ষণে বুঝেই গেছেন। না বুঝলে, আরো নম্বর আরো নেগেটিভে যাবে। :)

    বিবি,
    আপনি বোধহয় আমার পোস্টের ডি: অংশটি পড়েন নাই। কোনো ভালো কিছু হবার খবরে 'অখুশি' হব এরকম প্রি-কনসিভড নোশান না রাখার ই তো অনুরোধ ছিলো :)

    কিন্তু এবার আপনি বলুন দেখি, প্রথম দুটি পোস্টে প:বঙ্গ নিয়ে যে দুটি খবর আছে, তাতে আপনি খুশি ?
  • bb | 81.142.225.166 | ২৬ জুলাই ২০১০ ১২:৪২453672
  • @pi বাংলার অবনমন হলে, নিশ্চই খুশি হব না।এটা যাদের উদ্দেশ্য লেখা তারা দেখুন নেমে পড়েছেন।
    @kallol আশা করব বাস্তবটা আয়নায় দেখবেন,আপনার সিপিএম বিরোধিতাটা সিনিকাল হয় যাচ্ছে। কেউ পরিসংখ্যান দিলেই আপনি '৭৭ থেকে দেখছেন কেন, রাজ্যের অস্তিত: তার আগে থেকেই ছিল।
  • pi | 72.83.82.169 | ২৬ জুলাই ২০১০ ১২:৪৫453683
  • আর হ্যাঁ, প:বঙ্গের দারিদ্র্য কমা নিয়ে স্বামিনোমিকসের লিং দিলেন ?
    কেস খেয়ে যেতে পারেন কিন্তু। ওতে বোধহয় শিধু প:বঙ্গ না, সারা ভারতেই দারিদ্র্য কমার কথা বলা হয়। তালে আপনার ভারতের ৮৮০ m এর কি হবে ? :(

    এনিয়ে কিছু আলোচনা হয়েছিল এখানে, দেখে নেবেন।
    ভারতের গরীবী বাড়ছে, এই তথ্যের বিপক্ষে স্বামিনোমিকসের লিংক এসেছিলো। :)

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1202353329626
  • pi | 72.83.82.169 | ২৬ জুলাই ২০১০ ১২:৫৩453705
  • সোজা বাংলায় অঙ্কটা বুঝিয়ে দিন না। ১৯৭৮-৯৪ তে পভার্টি রিডাকশনে চাম্পিয়ন হয়ে ২০১০ এ গিয়ে সবচেয়ে গরীব রাজ্যের মধ্যে অন্যতম হয়ে গেলো ? এ যদি সত্য হয়, তো ৯৪-২০১০ এ কী হয়েছে বলে মনে হয় ? আপনি ই বলুন :)

    আর বিবি, দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু। আবার করি।
    দারিদ্র্যে সাবসাহারান আফ্রিকার থেকেও নিচে থাকা আটটি রাজ্যের মধ্যে প:বঙ্গের আসা নিয়ে 'অখুশি' হলেন কি ?

  • PT | 203.110.247.221 | ২৬ জুলাই ২০১০ ১২:৫৯453727
  • ..... তার মানে কি এই দাঁড়াচ্ছে যে

    ১) সারা ভারতে দারিদ্র বাড়াকালীন প: বঙ্গে দারিদ্র কমছে?

    ২) সারা ভারতে দারিদ্র বাড়াকালীন প: বঙ্গেও দারিদ্র বাড়ছে?

    প্রথমটা হলে ভাল খবর আর দ্বিতীয়টা হলেও সেটা হওয়াই যুক্তিযুক্ত। কিন্তু এসব কি আনুপাতিক হারে (নেগেটিভ মার্কিং) নাকি absolute নাম্বারে?
  • dukhe | 122.160.114.85 | ২৬ জুলাই ২০১০ ১২:৫৯453716
  • PT, আপনার দেওয়া লিঙ্কে যে ঢপটা দেখলাম, সেটা টাইপো, না ডেলিবারেট ?
  • pi | 72.83.82.169 | ২৬ জুলাই ২০১০ ১৩:০২453738
  • ১) এটা কোথায় পেলেন ?
  • dukhe | 122.160.114.85 | ২৬ জুলাই ২০১০ ১৩:০৭453749
  • আমার কেমন সন্দেহ PT-r দেওয়া লিঙ্কের লেখিকা প্রাক্তন ডিএসএফ ।
  • pi | 72.83.82.169 | ২৬ জুলাই ২০১০ ১৩:১৪453760
  • :))
  • PT | 203.110.247.221 | ২৬ জুলাই ২০১০ ১৩:১৭453772
  • dukhe
    প্রথম লিংকটা একজন আদ্যন্ত কমিউনিষ্ট-বিরোধী সাংবাদিকের লেখা আর দ্বিতীয়টি তৃণমুলের ভাড়াটে ইকোনমিস্ট বিবেক দেবরায়ের তৈরি করা ""রিপোর্টের"" প্রত্যুত্তরে লেখা। কোনটা ঢপ?

    pi
    ১) টি কোথাও পাই নাই। আপনার 12:45 PMএর পোস্টিংটা দেখে জোরে জোরে চিন্তা করে ফেলেছি। যেটা বুঝিনি সেটা হল ২০০০ সালের ঐ নিবন্ধটি প্রকাশিত হওয়ার কালে, আপনার মতে বা আপনার তথ্য অনুযায়ী সারা ভারতে দারিদ্র কমছিল না বাড়ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন