এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গের হালফিলের হাল হকিকৎ

    pi
    অন্যান্য | ২৫ জুলাই ২০১০ | ৯০৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১২ আগস্ট ২০১০ ০৮:৪৩453740
  • যাচ্চলে! এতো আপনারাই এতদিন বলে এসেছেন যে শিক্ষা-স্বাস্থ্য নেই বলেই মাওবাদীরা আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে! তাহলে উত্তরটা তো আপনার জানা আছে -- সমরাস্ত্র না কিনে সেই টাকায় আদিবাসীদের পাকা বাড়ি তৈরি করে , মাংস-ভাত খাওয়াতে শুরু করে, সাউথ-পয়েন্টের কয়েকটা ব্রাঞ্চ খুলে দিন জঙ্গলমহলে!

    নাকি দিল্লীতে (আর আমেরিকা-রাশিয়াতে) যারা অস্ত্র কেনা-বেচার হিস্যা পায় তারা কিঞ্চিত অখুশী হতে পারে এই ব্যবস্থায় - যার জন্য দিল্লীর সরকারকে অস্ত্র কেনার বাজেট বাড়িয়ে যেতেই হবে?
  • pi | 72.83.80.105 | ১৯ আগস্ট ২০১০ ১৮:৩০453741
  • নথিহুক্ত তালিকা থেকে প: বঙ্গের ১% ঘর ও NREGA র কাজ পেলো না।
    ২০০৯ এর রিপোর্ট বেরিয়েছে।
    ৭২% ঘর পেয়েছে মাত্র ১৫ দিনের কাজ, যেখানে এ রাজ্যের NREGA লিস্টির ৭০% ঘর ই দারিদ্র্য সীমার নীচে !!
    মহিলা, তফশিলী জাতি উপজাতিদের অংশগ্রহণের শতকরা হিসাব ও রীতিমতন খারাপ।
    যত কাজ নেওয়া হয়েছিল, তার মাত্র ৫০% শেষ হয়েছে, অন্যান্য বেশিরভাগ রাজ্যে যেটা ৬০%।

  • pi | 72.83.80.105 | ১৯ আগস্ট ২০১০ ১৮:৩৮453742
  • ও: , সূত্র: http://telegraphindia.com/1100819/jsp/nation/story_12827972.jsp

    আর, কেরালা, উত্তরখণ্ড আর পঞ্জাব ও মাত্র ১% ঘরকে ১০০ দিনের কাজ দিয়েছে।
    এটা পিটিবাবুর পরিশ্রম বাঁচাতে লিখে রাখলুম। :)

  • sigma | 220.253.188.158 | ২০ আগস্ট ২০১০ ০৬:১৫453743
  • আচ্ছা পিটিবাবু et al ইনক্লুডিং কল্লোল, আমার একখানা আর্জি ছিল।
    পশ্চিমবঙ্গে বিপ্লব আসার একটা সীন যদি আপনারা এঁকে দিতেন- মানে ব্যাপারটা কেমন হবে। বিশাল একটা লাল ফ্ল্যাগ বড়ো একটা দন্ডে লাগানো, মিছিলের সামনে নেতা (পাটভাঙ্গা ধুতি পাঞ্জাবীতে কি?), পেছনে কাঁখে বাচ্চা মায়েরা, হাওয়াই চটি পরা কলেজের ছেলেরা, লাল টপ মেয়েরা....
    ই এম বাইপাস দিয়ে মিছিল চলেছে, সেক্টর ফাইভে ছুটি ..
    এই রকমটা , নাকি অন্য কিছু?
    NDTV তে সন্ধ্যের নিউজে বঙ্গালে বিপ্লবের ছবি!
    আসলে মির পাবলিকেশনের রাশিয়ান বইতে ছবি দেখে আমার মাথা ঘুরে গেছে কিনা।
    ও আরও একটা ছবিও দেবেন, বিপ্লবের ৭০ বছর পরের- রেড স্কোয়ারে বৃদ্ধা ভিখারিণী, হাভানায় জরাজীর্ণ অভিযান মার্কা বাস( মাইনাস ওয়াহিদা)!

    প্লীজ আঁকুন না।
  • kallol | 115.184.61.82 | ২০ আগস্ট ২০১০ ০৬:৫৮453744
  • বিপ্লব করে কিছু হবে না, যদিনা নতুন কোন উৎপাদন ও বন্টন ব্যবস্থার দিকে যাওয়া যায়। যে সব দেশে বিপ্লব হয়েছে, প্রত্যেকটি দেশই (কিউবা বাদে) ধণতন্ত্রে ফিরে গিয়েছে। আমার কাছে তার অনেক কারনের একটা - নতুন উৎপাদন ও বন্টন ব্যবস্থা না ভাবতে পারা। এখনও অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা পুঁজি ও মুনাফাভিত্তিক উৎপাদন ব্যবস্থা এবং বাজারভিত্তিক বন্টন ব্যবস্থার বাইরে কিছু ভাবতে পারেন নি। মার্ক্স বলেছিলেন বটে সাধ্য অনুযায়ী উৎপাদন ও প্রয়োজন অনুযায়ী বন্টন, কিন্তু তা বাস্তবায়িত করার রূপরেখা দিয়ে যান নি। পরে লেনিন-স্তালিন-মাও-চে-কাস্ত্রো-টিটো-হো-পলপট কেউই সেটা করে দেখাতে পারেন নি। তারা যেটা করেছেন সেটার নাম রাষ্ট্রীয় পুঁজিবাদ ও নিয়ন্ত্রিত বাজার।
    মার্ক্স, তার গোথা কর্মসূচী আর প্যারী কমিউন নিয়ে লেখায় নতুন রাষ্ট্রের করনীয় বলে যা লিখেছিলেন তা কোন এক অজানা কারনে কোথাও মানা হয় নি।
    একমাত্র মাও সাংষ্কৃতিক বিপ্লবের কথা বলেছিলেন, যার একটা অর্থনৈতিক দিক ছিলো - মানুষ নিজেরাই নিজেদের চাহিদা কমিয়ে আনবে। অনেকটা ভারতীয় দর্শনের কোন একটি শাখার 'সাধারণ যাপন - অসাধারণ চিন্তা'র মতো। কিন্তু সেও তো ক্ষমতার হাতে বিকৃত হয়ে গেলো।

  • santanu | 82.112.6.2 | ২০ আগস্ট ২০১০ ০৯:১৩453745
  • এই NREGA র মাটি কাটার কাজটা ক্যনো দেওয়া যায় না, বুঝিনা (কেরালার ১% টা বুঝি, ওখানে লোকে মিডল ইস্টে গিয়ে মাটি কাটে, দিনে ১০০ টাকা নিয়ে কেরালার মাটি কাটতে তাদের বয়েই গ্যাছে)।

    মোটামুটি গৌরী সেনের নগদ খয়রাতি টাকা, কাজ বলতে মাটি কাটা ও ভরাট করা (এর আবার বিশেষ মাপঝোক করা যায় না), লোককে কাজ দিয়ে পন্‌চায়েত প্রধানের ভোট ব্যাংক বাড়িয়ে নেবার সুযোগ, তেমন হলে কাজ পাইয়ে দেবার ২০% কমিশন - এতো ভালো ব্যবস্থাতে ও লোককে কাজ দেওয়া যায় না!!!

    এই কাজে একটা পরিবার এর স্বামী স্ত্রী মিলে বছরে ২০,০০০ টাকা রোজগার করতে পারে - আদিবাসীদের দিয়ে করালে তো মাওবাদীদের রমরমা এম্নিতেই কমে যাবে। খয়রাতির পয়্‌সা, স্রিফ কিছু একটা কাজ দেখাতে হবে, মাটি ভরাট করে রাস্তা হয়ে গেলে, মাটি কেটে পুকুর, খাল বানাক, তাও হয়ে গেলে গাছ লাগাক।

    এতো বোকা তো গ্রামের লোক নয়, মনে হচ্ছে, আরো কিছু জটিলতা নিশ্চই আছে।
  • kallol | 124.124.93.205 | ২০ আগস্ট ২০১০ ০৯:৫৯453746
  • ঐ যে কমিশনের ব্যবস্থাটি এতো সরল নয়। নানান স্তর বিভাজন আছে। কে কতো পাবে তাই নিয়ে গোল। ফলে যারা কমিশন খাবেন (পড়ুন - যারা প্রকল্পটি চালু করবেন) তাদেরই কেউ কেউ কাঠি করে আটকে দিচ্ছে।
    সরকারী কাজ আটকে দেওয়া খুব সহজ। হাজার রকমের নিয়ম-কানুন মেনে কাজ করার কথা। সাধারণ অবস্থায় সব কেউই মানে না। তাতে কিছু আটকয়ও না। কিন্তু কেউ যদি কাঠি করতে চায় - তো হাজার একটা রাস্তা খোলা। এটা দল-মত নির্বিশেষ হয়।
  • rokeyaa | 203.110.243.22 | ২০ আগস্ট ২০১০ ১০:৩৩453747
  • লোকে লিস্টে নাম লিখিয়ে মাসের পর মাস বসে থাকে, কাজ আসে না, এলেও সরকারী হিসেবের কম টাকা পাওয়া যায়, জব কার্ড জমা থাকে কোনো নেতার কাছে, তিনিই টাকাপয়সার বিলিব্যবস্থা করেন, ভুয়ো লোকের নামে জব কার্ড আছে--- এই অভিযোগগুলোও তো যেকোনো গ্রামে গেলেই পাওয়া যায়
  • kc | 89.203.49.18 | ২০ আগস্ট ২০১০ ১১:৪৬453748
  • শান্তনুবাবু, এই মাটি কাটাই হোক বা ভরাট করা যেটাই হোক, কাজ শুরু করার আগে, কেন এই কাজ করা হবে, হলে ইনফ্রাষ্ট্রকচারে কি অ্যাড হবে এরকম হ্যানাত্যানা ডিটেল দিয়ে একখান প্রোজেক্ট মতন বানাতে হয়, তারপর বিভিন্ন লেভেলে সেটা অ্যাপ্রুভ হয়ে এলে (মানে সরকারি নোট শিট চালাচালির মতন ব্যাপার) কাজ শুরু হয়, তারপর কাজ শেষ হলে ফাণ্ড ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়, কোনও গণ্ডোগোলের গন্ধ থাকলেই তার সঙ্গে দিতে হয় অডিট রিপোর্ট, সেটা পাশ হবার পর পরবর্তী কাজ অ্যাপ্রুভ হয়। মানে লিকুইড টাকাটা হাতে আসে। পুরো ব্যাপারটাই সময়সাপেক্ষ এবং ব্যুরোক্র্যাসির কাজ করার ইচ্ছে এবং সক্ষমতা নির্ভর, তাই জালি জব কার্ড নিয়েও বেশী সুবিধা হয়না।
    গ্রামের লোকে ভোটের বাজারে পার্টির (আমরা ওরা নির্বিশেষে) সব টাকা সেকেন্ডে উড়িয়ে দিতে পারে, কিন্তু এই গৌরি সেনের টাকা এই কারণেই ফেরত যায়। ইনফ্যাক্ট গৌরি সেনও জানেন যে এই পরিমাণ টাকা ফেরত আসবে, তাই বিশাল বিশাল টাকার ঘোষনা করতে কোনও অসুবিধা হয়না। নরেগার টাকা পুরোপুরি খরচ হলে একবছরেই সরকারের ব্যালান্স শিট ধসে যাবে।
  • santanu | 82.112.6.2 | ২০ আগস্ট ২০১০ ১১:৪৯453750
  • "মাসের পর মাস বসে থাকে, কাজ আসে না" - এটার কারণ টাই বুঝতে পারিনি।

    ডিসেম্বরের মধ্যে একটা গ্রামে কি কাজ হবে সেটা রেকমেন্ড করার কথা গ্রাম্‌সভার, অ্যাপ্রুভ করার কথা জিলা পন্‌চায়েতের, আর পরের বছর কেউ কাজ করতে চাইলে, কাজটা করানোর কথা গ্রাম পন্‌চায়েতের। এবার এই তিনটে যদি এক ই পার্টির হয়, তাহলে কাজটা আসে না ক্যানো?

    কাজটা হলে, পার্টির নাম হবে, ভোট ব্যাংক বাড়বে, কিছু টাকা পার্টি ফান্ডে বা নিজেদের পকেটে আসবে, কমিশন খেয়ে বা ভুয়ো জবকার্ড দেখিয়ে। রাস্তাটা হলো বা খাল কাটা হলো, লোকগুলো কিছু টাকা রোজগার করলো, এগুলো তো পড়ে পাওয়া চোদ্দ আনা।

    কাজ না হলে টাকা ফেরত যাবে, হাতে লবডংকা। তাও কাজ আসে না।
  • santanu | 82.112.6.2 | ২০ আগস্ট ২০১০ ১২:১১453751
  • kc আপনার লেখা দেখার আগেই আমার পোস্ট হয়ে গেসল। আর যদি ঐ "বাবু" টা বাদ দেওয়া যায়!!

    যা গাইডলাইন পড়লাম, এই স্কীম্‌টায় ঠিক ততোটা ব্যুরোক্র্যাসি দেখলাম না, আর কাজ্‌টায় মেটিরিয়ালের ইনভলভমেন্ট প্রায় নেই বলে, হয়ে্‌তা একটু চেষ্টা করলে পারা যেত। তবে ঐ, পন্‌চায়েত প্রধান কে দু চার পাতা তো লিখতেই হবে, ফর্ম ও ভরতে হবে।

    আপনার দ্বিতীয় প্যারাটাই মনে হয় আসল কারণ।
  • lcm | 69.236.164.157 | ২০ আগস্ট ২০১০ ১২:৩৪453752
  • আমি একবার একজনকে (রিটায়ার্ড আইএএস) জিগ্গেস করেছিলাম - যে এই টাকা ফেরৎ যাবার রহস্যটা কি। উনিও কেসি-র কাছকাছি ব্যাখ্যা দিয়েছিলেন, যে প্রপার পেপার ওয়ার্ক ইত্যাদি না করলে...

  • santanu | 82.112.6.2 | ২১ আগস্ট ২০১০ ১৬:১৫453753
  • পশ্চিমবঙ্গের ভালো খবর তো পাওয়াই যায় না, সেই বাজারে, এই রিপোর্ট টা ভালই বলা চলে।

    http://www.newkerala.com/news2/fullnews-25059.html

    আর ঐ NREGA নিয়ে আনিসুর রহমান বাবু যা বলেছেন তা হলো, "আরে দূর, অনেক জায়্‌গায় লোক কার্ড বানায়, তারপর আর কাজ করতে আসে না, তাতেই অ্যাভারেজ খারাপ হয়ে যায়"

    ডেলি ১০০ টাকায় ১৫ দিন টানা কাজ - আনিসুরবাবুর কথা টা বোধহয় খুব মিথ্যে নয়।

  • sigma | 220.253.188.98 | ২২ আগস্ট ২০১০ ১৫:১৮453754
  • আচ্ছা পিটিবাবু। সিপিএম না সাম্যবাদে বিশ্বাস করে; তো এই সুর্য্যকান্ত মিশ্র নিজেকে কি ভাবে? রাজকুমার? ইস্পেশাল কিছু, ওকে frisk করা হবে না?
    এমনিতে তো আস্ত failure, কাল ওর অসুখ হলে পেরাইভেট হাসপাতালে দৌড়োবে, তবু এত ঘামান্ড ক্যান র‌্যা? ১৯৭৩ সালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী কে ছিল?
    আপনার সূচক কি বলে?
    জবাব এড়াবেন না, পিলিজ।
  • sigma | 220.253.188.98 | ২৩ আগস্ট ২০১০ ১৬:৫৭453755
  • তুলে দিলাম।
  • kc | 194.126.37.76 | ২৩ আগস্ট ২০১০ ১৮:০০453757
  • এই রকম উল্টো খবর পরিবেশন করা যাষ্ট অমানবিক, পৈশাচিক, যত্তসব অপগণ্ডের দল। পাইএর লাস্ট লিঙ্কটাকে........
  • Samik | 121.242.177.19 | ২৩ আগস্ট ২০১০ ১৮:০৮453758
  • কৃষক, ক্ষেতমজুর, তাই "সে ছিল' "সে করত' দিয়েই গোটা রিপোর্টিং। কেবল শেষবেলায় "তাঁর মৃত্যু হয়'।
  • pi | 128.231.22.87 | ২৪ আগস্ট ২০১০ ০২:২২453759
  • শান্তনুদা, ঠিক বুঝলাম না। লোকে কাজ করতে আসে না, মানে লোকের কাজের দরকার নেই ? রিপোর্ট বলছে ৭২% লোক ১৫ দিনের কাজ পেয়েছেন। আর এই কার্ড হোল্ডারদের ৭০% লোক ই দারিদ্র্যসীমার নীচে। তো , এইরকম হতদরিদ্র লোকজনের বেশিরভাগ ই কার্ড বানিয়ে আর কাজ করতে আসেন না ?
  • sigma | 220.253.188.98 | ২৪ আগস্ট ২০১০ ০৩:১৩453762
  • স্বাধীনতার ৬০ বছর পরও এই সব হতদরিদ্র মানুষের কাছে সরকার অন্য গ্রহের জীব। তারা জানে they have to fend for themselves। আর পঞ্চায়েত বা বিডিও এরা ভাব করে এরা পাইয়ে দিচ্ছে। আমি এই হতদরিদ্র মানুষদের সঙ্গে বাস করি, জানি।
    বৃটিশ আমলে যেমন আমাদের কাকা জেঠারাই ক্ষুদিরামকে ধরিয়ে দিত, পুলিশ দারোগা হতো তেমনি এই পঞ্চায়েত।
    সব শালা চোর, ছ্যাঁচোড়। আর কাজ মানে মাটিকাটাই শুধু কেন? পুকুর কাটা, গাছ লাগানো, নিদেন পক্ষে গ্রামের স্কুলের বাগান করা কেন নয়?
    গ্রামের রাস্তায় মাটি দেয়া অনেকেই পছন্দ করে না, কারন তাতে বর্ষায় কাদা বেশী হয় নতুন দেয়া মাটিতে। কাজ চায় না কে বলেছে? অনিয়ম, দুর্নীতিই তো বাদ সাধে।
    পরে লিখবো।
  • a x | 99.54.68.147 | ২৪ আগস্ট ২০১০ ০৩:৫৬453763
  • দ্বিতীয় "উল্টো খবর"

    http://www.telegraphindia.com/1100824/jsp/bengal/story_12845837.jsp
    Jitu Bagdi, 28, a resident of Karotia village, laced his drink with pesticide and gulped it down on Saturday morning, the same day that Yunus Sheikh committed suicide after suffering losses because of scanty rainfall. Jitu’s village is just 5km from Yunus’s Basantapur village in Ausgram.

    “Moneylenders had been pestering him. My husband was in no position to pay. His crops had dried up and he had not gone to work for the past seven days because he was depressed. He seldom spoke and hardly ate anything..."

  • santanu | 82.112.6.2 | ২৪ আগস্ট ২০১০ ০৯:২৯453764
  • পাই,

    প্রথমত: আমার কথাটা খুব সিরিয়াসলি নেবেন না, মোল্লার দৌড় বোলপুর অব্দি। সেখানে বাগানে মাটি কাটা, মাটি ফেলা, ঘাস লাগানো ইত্যাদি কাজের জন্য দিনে ১৪০ টাকা দিয়ে আমি গোটা দশেক লোককে দিন পনেরো কাজ করাতে পারিনি। একজন চারদিন এসে ডুব, অন্যজন কাল কোদাল নিয়ে আসব বলে এলোনা - এই রকম। তাই আনিসুর বাবুর কথাটায় মনে হলো - কোথাও কোথাও হতেও পারে।

    আর পশ্চিমবাংলায় কোথাও কিছু নিজে বানালে (নিজের বাড়ি বা ফ্ল্যাটের ইনটিরিয়ার), এই কথাটা বহুবার শুনতে পাবেন - দিদি একটু দেরী হবে, একদম লোক পাওয়া যাচ্ছে না।

    এবার ঐ রিপোর্টটা। Unfruitful expenditure in at least seven social forestry works was also reported during the probe. মনে হয় ঐ সিগমার কথামতো কেউ গ্রামের স্কুলের বাগান করেছিল।

    আর kc যেটা বললেন বা ঐ রিপোর্টেও আছে - এই খুড়োর কল এমন বানিয়েছে যে কোন রাজ্যই খুব ভালো কিছু করতে পারছেনা NREGA তে। কিছু NGO যদি গ্রামে গ্রামে যায়, পন্‌চায়েত কে বলে, স্যার, আমরা বেগার খাটতে এসেছি, লিখে দিচ্ছি প্রোজেক্ট, হিসেবনিকেস ও আমরা রাখব, আপনি খালি কাজটা করান - ভোট আপনার, গ্রামের উন্নতি আপনার, চাইকি দু-চার টাকা কমিশন ও আপনার। (তবে এ করতে হলে নিজেকেই করতে হবে, শুধু বলে আর কি হবে)
  • saikat | 202.54.74.119 | ২৪ আগস্ট ২০১০ ১১:৫২453766
  • আজকেই আবার 'আজকাল'-এ 'পিপলি লাইভ'-এর 'রিভিউ' বেরিয়েছে। পাই-এর খবরটার সাথে রিভিউ দুটো মিলিয়ে পড়া ভাল।
  • pi | 72.83.80.105 | ২৪ আগস্ট ২০১০ ১২:০০453767
  • কিন্তু শান্তনুদা, অন্য অনেক রাজ্যের পারফরম্যান্স ই ভালো তো। প:বঙ্গের থেকে অনেক ভালো।
    আর, কিছু কিছু রিপোর্ট দেখছিলাম। অনেক জায়গাতেই কাজের আনুষঙ্গিক ব্যবস্থা পত্তর, যেমন পানীয় জল, বিশ্রাম করার ব্যবস্থা, বাচ্চাদের রাখার ব্যবস্থা, এগুলো নেই। পেমেন্ট হয়না এক মাসের মধ্যেও। সঠিক ইমপ্লিমেন্টেশানের মধ্যে এগুলো ও পড়ে।
  • pi | 72.83.80.105 | ২৪ আগস্ট ২০১০ ১২:০২453768
  • সৈকতদা, আজকাল গণশক্তির পস্কো-কলিঙ্গনগর আর সিঙ্গুর-নন্দীগ্রাম রিপোর্টিং পাশাপাশি রেখে পড়ার মত অনুভূতি হবে বলছেন ? :)
  • pi | 72.83.80.105 | ২৪ আগস্ট ২০১০ ১২:০৫453769
  • অ্যাকচুয়ালি, এই কম্বিনেশনগুলো নির্মল আনন্দের টই তে দেওয়া উচিত। :)
  • saikat | 202.54.74.119 | ২৪ আগস্ট ২০১০ ১২:১২453770
  • :-)

    হায় কৃষক, হায় রাজনীতি, হায় সিনেমা, হায় রিভিউ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন