এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গের হালফিলের হাল হকিকৎ

    pi
    অন্যান্য | ২৫ জুলাই ২০১০ | ৯০৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ২৭ জুলাই ২০১০ ২০:২৩453820
  • সম্ভবত: এই লেখাটি:

    Opinion: India’s poverty curse
    ...malnourished. Even the extent of poverty is very high in India. Currently, 27.5 per...presence of persistent hunger in India. It is no surprise, therefore, that poverty and malnutrition continues to be inexorably high in India.The writer is Sr. Practice... By Kunal Kumar Kundu
    March 9, 2010
    Financial Times


    খুলছে না বলে লিংক দিতে পারছি না।
  • til | 210.193.178.129 | ২৮ জুলাই ২০১০ ১১:১৫453822
  • সরি, ভুল টই!
  • til | 210.193.178.129 | ২৮ জুলাই ২০১০ ১১:১৫453821
  • Chuha Billi se darta hai,
    Billi Kutte se darti hai,
    Kutta Aadmi se darta hai,
    Aadmi Biwi se darta hai,

    Aur Biwi Chuhhe se darti hai!!!

  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ১১:৫৪453823
  • পরিস্রুত জলের পরিষেবা, শৌচাগার নির্মাণ এই সব কিছুতেই পিছিয়ে পড়াটা কৃষিনির্ভর রাজ্যগুলির জন্য কীভাবে ভবিতব্য ছিল, সেই থিয়োরী শোনার আশায় আছি কিন্তু।
  • PT | 203.110.246.230 | ২৮ জুলাই ২০১০ ১৯:১৯453824
  • India has some 565 million mobile phone connections, covering roughly half the country’s 1.2 billion people..... But only 366 million people, a third of its population, have the use of a proper toilet, according to a recent study by the United Nations. The rest defecate in the open...http://www.globalpost.com/dispatch/india/100507/mobile-phones-toilets-sanitation-health

    এই যে দেশের আসল অবস্থা, সেখানে রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য কোন রাজ্যের কত বেশী লোক নীল আকাশের নিচে বসে হাগু করে তাই নিয়ে তক্ক করে কোন সিদ্ধান্তে পৌঁছনো যাবে?
  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ২০:০৯453825
  • এই পোশ্নো ক্যানসেল। টইয়ের প্রথম পোস্ট পশ্য। উফ্‌ফ! কী দূরদর্শী টইস্টার্টার আমি!! জাস্ট ভাবাই যায় না, আর কোনোরকমে ভেবে ফেলতে পারলে নিজেই জাস্ট মুগ্‌ধ হয়ে যাচ্ছি। :)
  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ২০:১০453826
  • "
    ৮০০ m এর প্রসঙ্গ ও আসতে পারে,চন্দ্রযান অভিযান ও :), কিন্তু তাহলে সেগুলো ঠিক কীভাবে ও ক্যানো দেশের বাকি একুশটি রাজ্যের চাইতে প:বঙ্গকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, সে কারণ ও উল্লেখ করিতে হইবে।
    নচেত, নেগেটিভ মার্কিং। :)

    যে নতুন বহুমাত্রিক দারিদ্‌র্‌য সূচকের ভিত্তিতে এই হিসাব, তার মধ্যে আয়, আয়ু, শিক্ষা চাড়াও আছে পরিস্রুত জল পাবার অধিকার,শৌচাগারের সুবিধা, পরিবারের নিজস্ব জমি, মহিলাদের অপুষ্টিজনিত অসুখ ... এই সব পরিসংখ্যান ভিত্তিক পরিমাপ ও।
    এই বিভাগগুলিতে খারাপ ফল করিবার জন্য প:বঙ্গের নিজের দায় কতটা ? "

  • psi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ২০:২৯453827
  • কোট করে দিলুম।

    আচ্ছা, আমার প্রশ্নের মেড ইজি করে দি একটু।

    প্রশ্ন হল : নীল আকাশের তলায় বসে হাগু করা লোকের সংখ্যা সারা ভারতে অনেক, কিন্তু প:বঙ্গে অন্য রাজ্যের থেকেও বেশি ক্যানো। এর পিছনে চক্রান্তকারী কেন্দ্র বা সিয়া, কৃষিনির্ভরতা এইসব কথা আসতেই পারে, কিন্তু সেক্ষেত্রে নীল আকাশের তলায় বসে হাগু করার সাথে সিয়া ইত্যাদির কানেক্টিভিটি ডায়াগ্রাম টা চাই।
  • Arpan | 216.52.215.232 | ২৮ জুলাই ২০১০ ২১:৩০453828
  • কারণ কে না জানে!

    এখানে আকাশ নীল।
  • PT | 203.110.243.21 | ২৮ জুলাই ২০১০ ২১:৪৬453830
  • জনঘণত্ব যদি প: বঙ্গে সবচাইতে হয় তাহলে আনুপাতিক হারে এই রাজ্যের বেশী মানুষেরই তো নীল আকাশের নীচে হাগু করার কথা।
  • pi | 72.83.82.169 | ২৮ জুলাই ২০১০ ২১:৪৯453831
  • জনঘনত্বের প্রসংগ আগেও এনেছিলেন। আর অনেকে মিলে অনেকে উতর ও দিয়েছিলেন। তখন যদি না বুঝে থাকেন, তো আর বলার পণ্ডশ্রম করার মানে হয় না।
  • PT | 203.110.243.21 | ২৮ জুলাই ২০১০ ২৩:২০453832
  • কেউ কেউ সবকিছু খুব দ্রুত বুঝে ফেলতে চান - সাদায় কালোয়। কিন্তু কিছু ব্যাপার আছে যেটা এই বিষয়ে পন্ডিত যাঁরা তাঁরাও ব্যাখ্যা করে উঠতে পারেন না। কানে মোবাইল দিয়ে নীল আকাশের নীচে হাগু করার ব্যাপারটা সেইরকমই একটি দ্বান্দ্বিক বিষয়। উত্তর না পাওয়ার এই অসহায়তা ঐ লিংকেই বিবৃত হয়েছে:
    In many parts of rural India, a toilet is not just about the infrastructure but about age-old traditions. “It is not ‘build-and-they-will-come,’” said Y.D. Mathur, the Lucknow-based advisor to India’s leading sanitation NGO, Sulabh International. Mathur, a former UNICEF official, says the biggest challenge is bringing about behavior change in rural communities.

    A poverty-stricken family would rather build a house or a shop and rent it out rather than have a toilet. And then they would continue going out to the fields for their daily rituals.

    In many villages, government-funded toilets lie in various states of disuse. Officials admit that half the toilets built under government schemes or incentives may be in a state of disrepair. Many of them are low-cost constructions, dark and dingy and poorly maintained.


    As surveys reveal, many users have the burden of fetching their own water so, shortly after the toilet is constructed, it is declared un-usable.

    আমার মনমত ব্যাখ্যা A poverty.....rituals স্তবকে আছে। কৃষির সঙ্গে যুক্ত মানুষের অবস্থা ১৯৯১ সালের মুক্ত-বাজার অর্থনীতির কারণে খারাপ হচ্ছে, এটা ধরে নিলে ভেবে নেওয়া যেতে পারে যে কৃষি-নির্ভর মানুষের অবস্থা যত খারাপ হবে, টয়লেট তৈরি করতে পারা মানুষের সংখ্যা তত কমবে আর তত বেশী মানুষ নীল আকাশের নীচে হাগু করবে।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১০ ২৩:৩২453833
  • ও। আর তারা মোবাইল কিনছে কী করে?

    প্রসঙ্গত, লো-এন্ড টয়লেট বানাতে খরচ পড়ে আনুমানিক ৩৫০০ টাকা। সূত্র: ইউনিসেফের সাইট।
  • PT | 203.110.243.21 | ২৮ জুলাই ২০১০ ২৩:৩৮453834
  • এই প্রশ্নের উত্তর Y.D. Mathur, the Lucknow-based advisor to India’s leading sanitation NGO, Sulabh International. Mathur, a former UNICEF official - ভাল দিতে পারবেন।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১০ ২৩:৪৩453835
  • তিনি তো উত্তর দিয়েই দিয়েছেন। সমস্যা হল মানসিকতার। সেইটা তো আপনি কাটিয়ে দিলেন "মনমত' নয় বলে।

    এইবার মোবাইল কিনতে পারার একটা মনমত ব্যাখ্যা দিন।
  • kc | 89.203.49.18 | ২৮ জুলাই ২০১০ ২৩:৫৫453836
  • অত মনমত ব্যাখ্যা খুঁজলে চলবে? টয়লেটে দিনে দশ মিনিট কাটাতে হয়। মোবাইল নিয়ে সারাদিন। তাছাড়া সবথেকে সস্তাটার দাম বোধহয় এখন হাজার টাকা। তাই লোকে কাটিয়ে দিয়েছে। আমরা তথাকথিত আলোকিত লোকেরাও তো দিব্যি মোবাইল কানে লাগিয়ে মাথা হেলিয়ে ধরে ল্যাম্পপোষ্টের ধারে দাঁড়িয়ে যাই। সিগারেটের বাট ও দিব্যি ফেলে পা দিয়ে মাড়িয়ে দিই। মাইন্ডসেট কমরেড---- মাইন্ডসেট। আমরা জাতিগত ভাবেই অসভ্য।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুলাই ২০১০ ২৩:৫৭453837
  • একমত। তবে ৯১-এর পরে বেশি অসভ্য হয়েছে কিনা সেইটা ভাবতে হবে। :-)

    ডি: মাসে মাসে মোবাইল পোষার খরচটাও ভুলে যাবেন না কমরেড।
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১০ ২৩:৫৯453838
  • সরকারের ভূমিকা ঠিক সেখানেই। এই মাইন্ড সেট বদলাতে। এর জন্যই এডুকেশনের দরকার, যেমন বুলাদি। সবই যদি জনগণ নিজেই করবে তো সরকার তুলে দিলেই তো হয়।
  • aka | 168.26.215.13 | ২৯ জুলাই ২০১০ ০০:০০453839
  • পিটিকে একটা প্রশ্ন আছে। আপনার মতে রাজ্যসরকারের ভূমিকা কি? আর প:ব: সরকার সেই ভূমিকা কিরকম পালন করেছে?
  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১০ ০০:০৪453841
  • অতসব জানি না। রাজ্য সরকারের মুখ্য ভূমিকা হল কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠা।
  • kc | 89.203.49.18 | ২৯ জুলাই ২০১০ ০০:১৭453842
  • অন্তেবাসী লোকেদের কথা ভাবতে গেলে তাদের সঙ্গে মিশে ভাবতে হবে, ঐ লিঙ্কের মতন করে তাদের পটিখানার কথা ভাবলে লোকগুলোর ছেঁড়াও যাবেনা। হাগুখানা----- লোকগুলো যে হাগবে, কী খেয়ে হাগবে? রাতে ঘুমোতে হয় আকাশের নীচে, আর পটি পেলে পটিখানা? লোকগুলোকে বলে দেখুন একবার পটিখানার উপকারিতা, আপনি কবন্ধ হইলেও হয়ে যেতে পারেন।
  • pi | 128.231.22.89 | ২৯ জুলাই ২০১০ ০১:০৫453843
  • পরিস্রুত জলটা ও তাই, কেসি দা ?
  • aka | 168.26.215.13 | ২৯ জুলাই ২০১০ ০১:১৫453844
  • এগুলো তো একজন দুজনে করতে পারে না। সেইজন্যই তো সরকারী আপিস, পঞ্চায়েত, হ্যানা ত্যানা আছে। এডুকেশন প্রোগ্রাম কি আমি চালাব, বিডিও বলবে বা পঞ্চায়েত বলবে।
  • a x | 99.74.167.50 | ২৯ জুলাই ২০১০ ০১:৫২453845
  • কেসি কি বলতে চাইছেন, পরিষ্কার, জল-নিকাশী ব্যবস্থা সহ, ঠিক-ঠাক কনস্ট্রাকশনের হাগু খানা পেলেও অন্তেবাসী খোলা আকাশকেই বেছে নেন?

    PT'র লিংক আদৌ তা বলছেনা, তাই জানতে চাইছি।

    আর ঐ যেখানটা PT'র মনোমত হয়েছে সেটাও PT যা বলতে চান তা বলছেনা, যে লোকটির খাবার নেই সে একটা ঘর বানিয়ে ভাড়া দেবে, হাগুখানা বানানোর চেয়ে, এই কথাটা বাংলা তর্জমা করলে দাঁড়ায়। অন্য কিছু না।
  • a x | 99.74.167.50 | ২৯ জুলাই ২০১০ ০১:৫৭453847
  • আর এই লাইনটা নিজে পেস্ট করেও PT কি করে বাকি কথা গুলো বললেন কে জানে!
    As surveys reveal, many users have the burden of fetching their own water so, shortly after the toilet is constructed, it is declared un-usable.
  • a x | 99.74.167.50 | ২৯ জুলাই ২০১০ ০২:১১453848
  • হ্যাঁ কি যেন পভার্টি কার্স টার্স বলছিলেন PT বাবু। তো, প:ব: আবার ওপরের দিকেই আছে। এই বার খাদ্যশস্য নষ্ট করার লিস্টে। এটারও একটা বিশ্ব-প্রেক্ষিত নামিয়ে ফেলুন দেখি।

    http://economictimes.indiatimes.com/markets/commodities/Over-11700-tonnes-of-foodgrains-damaged-in-FCI-godowns-Pawar/articleshow/6224059.cms

    Over 11,700 tonnes of foodgrains worth Rs 6.86 crore were found "damaged" in government godowns, Food and Agriculture Minister Sharad Pawar informed the Lok Sabha today.
    ...
    According to data submitted by Pawar, the maximum damage of 7,066 tonnes of foodgrains was reported from Punjab, followed by 1,846 tonnes from West Bengal and 1,457 tonnes from Gujarat.

  • PT | 203.110.246.230 | ২৯ জুলাই ২০১০ ১০:৩৪453849
  • খাদ্যের অপচয় সংক্রান্ত তথ্যগুলো এটাই প্রমাণ করে যে ভারতীয় জাতিসত্বা এখনও যথেষ্ট সভ্য হয়ে উঠতে পারেনি। ভারতের অংশ হিসেবে বাঙালীও সেই অসভ্যতার সীমা পেরোতে পারেনি। যেসব বাঙালী বিদেশে নিয়মনিষ্ঠ ভাবে বসবাস করছে তারা দেশে থাকাকলীন কিভাবে নিয়ম কানুন ভেঙে (যেমন ছাত্রাবস্থায় ট্রেনে টিকিট না কাটা ইত্যাদি) ""অনাবিল"" আনন্দ উপভোগ করত সেসব আমারা সকলেই কিছু কিছু জানি।

    তবে যে প্রশ্নটা এর পরেও থেকে যায় সেটা হল যে FCI-এর গুদামে রাজ্য সরকারের এক্তিয়ার কতটা। প্রায় ২০ বছর কেন্দ্রীয় সরকারী সংস্থাতে চাকরি করার সুবাদে আমি খুব ভাল ভাবেই জানি যে কেন্দ্রীয় সরকারি সংস্থার কার্যক্রমে রাজ্য সরকারের প্রায় কোন কিছুই বলার থাকেনা। এমনই অনুমতি না নিয়ে রাজ্য সরকারের কোন প্রতিনিধিও সেই চত্বরে ঢুকতে পারেনা।
  • PT | 203.110.246.230 | ২৯ জুলাই ২০১০ ১০:৩৫453850
  • *এমনকি অনুমতি
  • psi | 72.83.82.169 | ২৯ জুলাই ২০১০ ১২:৫১453852
  • বুঝলাম না।
    মোবাইলের দাম অনেক কমে যাওয়াতে সেটা অ্যাফোর্ড করতে পারছেন। অন্য পরিষেবা ও সহজলভ্য হলে করতেন ! সেটা হয়নি, সেটাই তো লজ্জার কথা।
    আপনার পোস্ট থেকেই দেখুন :
    Officials admit that half the toilets built under government schemes or incentives may be in a state of disrepair. Many of them are low-cost constructions, dark and dingy and poorly maintained.

    এতে প্রশাসনিক দায় থাকছে না ? আর প:বঙ্গে এই সংখ্যাটা অন্য রাজ্যের চেয়ে কম হলে তার দায় কার ?

    এছড়াও পরিস্রুত জলের যোগান, অপুষ্টি, মহিলাদের স্বাস্থ্য, এই সব সূচকের বিচারে কিন্তু প:বঙ্গের অবস্থান নিচের দিকে।
    শিক্ষার দশাও তথৈবচ।
    এগুলোকেও ডিফেন্ড করে যাবেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন