এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গের হালফিলের হাল হকিকৎ

    pi
    অন্যান্য | ২৫ জুলাই ২০১০ | ৯০৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ২৯ জুলাই ২০১০ ১৩:২৮453853
  • দেখে আনন্দ পেলাম যে কয়েকটা পোস্টিং চালাচালির পরে psi-র তালিকা থেকে শৌচাগার বাদ পড়েছে।

    প: বঙ্গ অন্যান্য বিষয়ে পিছিয়ে থাকলে অত্যন্ত বেদনার কথা। সরকার না পারলে সেটাও সমালোচনার যোগ্য। কিন্তু যেটা আমাদের দেখতেই হবে সেটা হচ্ছে যে এই সরকার দায়িত্বে আসার সময়ে শুরুর অবস্থাটা কি ছিল? আমার Date:27 Jul 2010 -- 07:11 PM পোস্টিংটা দেখুন। পাঞ্জাবের সঙ্গে তুলনা করেছি এই কারণে যে দুটি রাজ্যই দেশভাগ ইত্যাদির সমস্যা নিয়ে পথচলা শুরু করেছে। সেখানে ১৯৬১ সালে প: বঙ্গ পাঞ্জাবের চাইতে শিশুমৃত্যুর হারে পিছিয়ে ছিল কেন -- একজন নামজাদা ডাক্তার মুখ্যমন্ত্রী থাকা সত্বেও?
  • Sigma | 220.253.188.158 | ২৯ জুলাই ২০১০ ১৩:৩৪453854
  • আরে দুটো সলিড উদাহরন দিই।
    উল্টোডাঙ্গা স্টেশনের এপারের (ভি আই পি) হিসিখানা - পয়সা দিয়ে, বারাসত আন্তর্জাতিক (?) বাসস্ট্যান্ডের হিসিখানা (পয়সা দিয়ে) এত জঘন্য কেন? সো ইজ হাওড়া স্টেশন!
    তড়াক করে রিপ্লাই আসবে-
    ওটা রেল।
    মাদ্রাজ স্টেশনের রেলের দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে, থেকেছি বহুবার চাদর বিছিয়ে, হিসিখানা + পায়খানা অনেক অনেক গুণ ভাল- আমার অন্তত: গা ঘিনঘিন করেনি।
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুলাই ২০১০ ১৩:৫০453855
  • কিন্তু পাঞ্জাবের হিসিখানা কেমন ? ১৯৬১ তেই বা কেমন ছিল ?
  • PT | 203.110.247.221 | ২৯ জুলাই ২০১০ ১৩:৫১453856
  • তাহলে আসুন সবাই মিলে স্বীকার করে নিই যে বাঙালী ভারতের ""অসভ্য"" জাতিগুলির মধ্যে অন্যতম।
  • Bratin | 125.18.17.16 | ২৯ জুলাই ২০১০ ১৩:৫৪453857
  • অনেকে আছে 'তারা ভাঙে তবু মচকায় না" :-))
  • PT | 203.110.247.221 | ২৯ জুলাই ২০১০ ১৩:৫৮453858
  • কেউ সত্যি সিরিয়াস হলে 01:28 PM-র পোস্টিংটার একটা উত্তর পেতাম।
  • Sigma | 220.253.188.158 | ২৯ জুলাই ২০১০ ১৪:০০453859
  • NSCBI- XYZT...... এয়ারপোর্টের আন্তর্জাতিক আগমন/প্রস্থান এর হিসিখানা এমন কিছু উন্নতমানের নয় ( stinks),
    তুলনা করুন চেন্নাই,ভূতপূর্ব ব্যাঙ্গালোর (নতুনটা দেখিনি)।
    এক্ষুনি শুনবো- আমি কি হিসিখানা দেখেই বেড়াই? কি আর করবো, যেতে তো হয়ই!
  • Bratin | 125.18.17.16 | ২৯ জুলাই ২০১০ ১৪:০৪453860
  • @সিগমা,কি মুশকিল!!,এক্ষুনি শুনলেন না বাঙ্গালী জাতি হিসাবে অসভ্য। ঐ রকম তো হবেই!!
  • PT | 203.110.247.221 | ২৯ জুলাই ২০১০ ১৪:০৭453861
  • NSCBI এয়ারপোর্টের কর্মচারিরা কেন্দ্রীয় সরকারের অধীনে না?

    দিল্লী ডোমেস্টিক এয়ারপোর্ট আর দিল্লী রেলস্টেশনের হিসিখানায় এক আধবার যাওয়ার অভিজ্ঞতা আমারও আছে। বাঙালী হিসেবে নিজেকে খুব একটা অসভ্য জাতি বলে মনে হয়নি।
  • Sigma | 220.253.188.158 | ২৯ জুলাই ২০১০ ১৪:১১453551
  • আমি উত্তর দিই 01:28 PM এর?
    আমার এই সব পার্টি ফার্টি সম্বন্ধে জ্ঞান নেইই (যে কবার ভোট দিয়েছি বাঁ দিকেই দিয়েছি) তবে
    ১৯৬১ থেকে ২০০৯ কতদিন? ৪৮ বছর তো।
    এখন তো একজন ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী তাও রোগীর চোখ খুবলে খায় কেন ইঁদুরে, প্রসূতিকে থাপ্পড় মারে কেন নার্স? নাকি ইনিও অর্থমন্ত্রীর মত ডক্টর(!); btw তিনিও তো অর্থনীতিতে ডক্টর, তাই না?
  • PT | 203.110.247.221 | ২৯ জুলাই ২০১০ ১৪:১৬453552
  • ঠিক ঠিক! কিন্তু ২০০৮-এ পাঞ্জাবের সঙ্গে শিশুমৃত্যুর হারটা তুলনা করে দেখুন তাহলে বুঝবেন যে বদলটা কোথায় হয়েছে।
  • Sigma | 220.253.188.158 | ২৯ জুলাই ২০১০ ১৪:১৭453553
  • বারাসতের আন্তর্জাতিক বাসস্ট্যান্ডও কি কেন্দ্রীয় সরকারের অধীনে? কলকাতার রাজধানী আর চন্ডীগড় ইন্টার সিটি (কি যেন ছাই নাম) এক্সপ্রেসের খাবার দাবার, সার্ভিস নিয়ে কিছু বললাম না।
    স্বচক্ষে দেখা কলকাতা রাজধানীতে ছুরি কাঁটা বাথরুমের পাশে মেঝেতে ডাঁই করা, একজন নোংরা ন্যাতা দিয়ে মুছে সার্ভিয়েটে ভরছে। এটা অবশ্য রেল- তবে কি চাচীর ঝোলে জায়গায় জায়গায় ঝাল?
  • PT | 203.110.247.221 | ২৯ জুলাই ২০১০ ১৪:২২453554
  • sigmaa-আমি উত্তরটা আগে দিয়েছি। আপনার অন্য কোন উত্তর জানা থাকলে বলে দিন।

    দিদি মুখ্যমন্ত্রী হলেও কাঁটা-চামচগুলো মাটিতে পড়ে থাকবে।
  • saikat | 202.54.74.119 | ২৯ জুলাই ২০১০ ১৪:২৬453555
  • কিন্তু পিটি আনন্দ পেলেন কেন বুঝলাম না তো।
    পাই-এর লিস্ট থেকে তো শৌচাগার বাদ পড়েনি।
    বাক্যের শুরুতে একটা "এছাড়াও" আছে তো দেখছি।
  • nyara | 203.110.238.16 | ২৯ জুলাই ২০১০ ১৪:২৮453556
  • কমরেড প্রেক্ষিত বুঝুন। এখন উন্নতির প্রেক্ষিত শুধু শিশুমৃত্যুর হার। অন্যসব তুশ্চু।
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুলাই ২০১০ ১৪:৪৭453558
  • সৈকত কিসসু জানে না । ওগুলো সিয়ার টাকা । আমরা ঘৃণাভরে ফেরত পাঠাচ্ছি । ঐ টাকায় নীল আকাশের নিচে উন্মুক্ত মানুষকে শৌচাগারে বন্দী করার চক্রান্ত ব্যর্থ করছি করব ।
  • PT | 203.110.247.221 | ২৯ জুলাই ২০১০ ১৬:২৩453559
  • Life expectancy at birth (2001-06) প্রথমটা Male দ্বিতীয়টা Female

    1 APradesh 62.79 65.00
    2 Assam 58.96 60.87
    3 Bihar 65.66 64.79
    4 Gujarat 63.12 64.10
    5 Haryana 64.64 69.30
    6 Karnataka 62.43 66.44
    7 Kerala 71.67 75.00
    8 MPradesh 59.19 58.01
    9 Maharas 66.75 69.76
    10 Orissa 60.05 59.71
    11 Punjab 69.78 72.00
    12 Rajasth 62.17 62.80
    13 TNadu 67.00 69.75
    14 UPradesh 63.54 64.09
    15 WBengal 66.08 69.34


    সরকারি স্বাস্থ্যব্যবস্থা একদমই কাজ না করলে প: বঙ্গের life expectancy এইরকম প্রতিযোগীতামুলক জায়গাতে থাকে কি করে?

    http://infochangeindia.org/200210025865/Women/Statistics/Life-Expectancy-and-Infant-Mortality-Rates-for-Selected-Indian-States.html
  • kallol | 124.124.93.205 | ২৯ জুলাই ২০১০ ১৭:৫৬453560
  • ওটা শুধু কলকাতা রাজধানীতে নয়, সব প্যাϾট্রকারওয়ালা ট্রেনেই তাই। চিরকালই তাই।
    কোন খাবার জায়গায় (৫/৬/৭/৮ তারাতেও) রান্না ঘরে ঢুকতে নেই। তাহলে আর জীবনে বাইরে খেতে হবে না।

  • pi | 72.83.82.169 | ২৯ জুলাই ২০১০ ১৯:১০453562
  • পিটি,
    আপনার আনন্দের কোনো কারণ ই বুঝলাম না। আপনি বোধহয় আমার পোস্টের মানে বোঝেননি। সৈকতদা বলেই দিয়েছেন। এছাড়াও , 'এছাড়াও' ছাড়াও আমার পোস্টের প্রথম লাইনগুলো পড়বেন। আপনাকেই কোট করা। তারপর ও মনে হল শৌচাগার বাদ দিয়েছি !! :o

    আর, ভালো কথা, infochange এর থেকে একটা টেবিল তুল্লেন, এটা চোখে পড়েছিল কি ?

    http://infochangeindia.org/200210025863/Women/Statistics/Health-Fertility-and-Awareness-Indicators-for-Women.html

    মহিলাদের স্বাস্থ্য সূচক ? bmi তে সারা ভারতে সবচে পিছিয়ে। অ্যানিমিয়াতেও প্রায় সেই হাল। সারা ভারতের গড়ের চেয়ে অনেক পিছিয়ে। আর, মহিলাদের নিজের স্বাস্থ্য নিয়ে নিজেদের সিদ্ধান্ত নেওয়া ? সেটাতেও দশা দেখুন।

    যাই হোক, এ বিষয়গুলিতে ৬১ সালে প:বঙ্গ ও পঞ্জাবের তুলনামূলক ডাটা টা দিয়ে দেবেন খন। নৈলে পঞ্জাবকে এই টইয়ে আনার জন্য আবারো নেগেটিভ মার্কিং। :)

  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১০ ২১:৪৭453563
  • অক্ষদা, লিংকটার জন্য থ্যাংকু।

    হ্যাঁ, এই কথাগুলোর সাথে একমত।

    A sizeable section of the poor, predominantly the urban section, does own mobile phones. A mobile phone has become a necessity for the poor because of their very vulnerability and the precariousness of their employment in an unorganized and informal labour market.

    .....

    Their findings show that far from being a luxury, a mobile phone is what in Economics is called a necessity for the poor in India. This implies that the poor can hardly do without mobile phones even if their income falls (just as they cannot do without a little bit of food or drinking water) and if their income rises, their usage of mobile phone would not go up very much.

  • Arpan | 122.252.231.10 | ২৯ জুলাই ২০১০ ২১:৫০453564
  • মানে এইগুলো আমারো মনে হয়েছে চারপাশের বিচিত্র পেশার মানুষজনকে দেখে।
  • PT | 203.110.243.21 | ২৯ জুলাই ২০১০ ২৩:৪৭453565
  • pi
    আপনি আমাকে কত নম্বর দিলেন তা নিয়ে আমি বিশেষ চিন্তিত নই। কিন্তু আপনি কোন কিছুর ব্যাখ্যা দেবেন না এই সিদ্ধান্তটি আমার কাছে খুব প্রণিধাণযোগ্য বলে মনে হয়েছে। আমি অনেক কিছুই বুঝতে পারিনা, কিন্তু আপনিও যে পারেন সেটাও মনে হচ্ছেনা:

    ১। আসামের 65.1% মহিলারা নিজের স্বাস্থ্য সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু গড়ে বাঁচেন 60.87 বছর। প: বঙ্গের ক্ষেত্রে সংখ্যাদুটি যথাক্রমে 45.1 আর 69.34। মনে হচ্ছে যে উড়িষ্যার মহিলারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে নিজেরা সিদ্ধান্ত না নিলেই ভাল করতেন!!

    ২। ""উন্নত"" তামিলনাড়ুর 56.5% রক্তালপতায় ভোগেন আর বাঁচেন গড়ে 69.75 বছর। প: বঙ্গের 62.7 রক্তাল্পতায় ভোগেন কিন্তু গড় আয়ু ওর কাছকাছি। মধ্যপ্রদেশে 54.3% রক্তাল্পতায় ভুগছেন -- প: বঙ্গ বা তামিলনাড়ুর থেকে কম, কিন্তু গড় আয়ু? -- 58.01!!

    ৩। মিজোরাম (48%) আর নাগাল্যান্ডে (38%) রক্তাল্প মহিলার সংখ্যার এত ফারাক কেন -- বাম বা ডান রাজনীতির এত প্রাবাল্য না থাকা সত্বেও কে জানে!!

    রাত বাড়ছে বলে আমার ব্রেনের ওপরে আর চাপ বাড়াতে চাইছি না। আপনি যদি একটু বুঝিয়ে দেন তাহলে তক্কটা একটু এগোতে পারে।
  • PT | 203.110.243.21 | ২৯ জুলাই ২০১০ ২৩:৪৯453566
  • *মনে হচ্ছে যে আসামের মহিলারা
  • a x | 143.111.22.23 | ৩০ জুলাই ২০১০ ০০:৩০453567
  • ইনফোচেঞ্জের টেবিলটা দেখছি '৯৮-'৮৯-এর। গড় আয়ুটাও কি ঐ একই সময় রেঞ্জের?

    আর হিসেবটা ঐ ভাবে করলে ক্যামনে চলবে? একটা কাট অফ ভ্যালু ধরুন, তার ওপরে আর নীচে যারা, তাদের মধ্যে কম্পেয়ার করুন। ইন্ডিভিজুয়াল প্যারামিটার্স নিয়ে এর সাথে তার তুলনা করলে আপেলের সাথে কমলার তুলনা হয়ে যেতে পারে।

    ধরুন ৫০% বা তার বেশি মহিলা নিজেদের স্বাস্থ্যের সিদ্ধান্ত নেন, তাদের গড় আয়ু কেমন, আর তার নীচে পার্সেন্টেজ হলে গড় আয়ু কেমন। দেখা যাক কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা। বাকিটা আপনে করুন, আমার ল্যাদ লাগছে :-)
  • Sigma | 220.253.188.158 | ৩০ জুলাই ২০১০ ০২:২৪453568
  • সূচক জ্ঞানী গুণীদের জন্যে তোলা থাক। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি।

    জেলা শহরে ল্যান্ড রেজেষ্ট্রীতে একটা পাওয়ার অফ অ্যাটর্নী দিতে গিয়েছিলাম, জমি সংক্রান্ত।
    ছোট্ট করে বলি। মুহুরী মুসাবিধা করলেন, সেটা কাগজে নাকি কপিও করতে হবে (হাতে লেখা, টোডরমলের স্টাইলে) + আজকাল তো ২১ সেঞ্চুরী অতএব প্রগতিশীল সরকারের নিয়মানুসারে টাইপ করতে হবে কম্প্যুটারে ( বাঙলায়, সুখের খবর সেটাই)। হাতে লেখা কেন? ওটাই নিয়ম, আইন। ওকে, আমি চোতাটা করে দিচ্ছি; এই একটা কাজ খুব ভালরকম পারি, আর মা সরস্বতীর আশীর্বাদে হস্তলিখন বেশ ভালই (sans কপালের লিখন)।
    না, তা হবে না। ঐ খানের দলিল লেখকদের দ্বারাই করাতে হবেক এবং প্রতি পৃষ্ঠা ৩০ টাকা (ইয়েস থার্টি রুপিস)। দিনে দুপুরে ডাকাতি। কারণ কি ইউনিয়ন, ঐ চোতা লেখকগনের রুজি রোজগারের দায়িত্ব বেচারী আমার মত অভাগা কাস্টোমারের!
    তা ভাল, মহামান্য সরকারের আইন, মানতেই হবে। আমার বক্তব্য টাইপ যখন করতে হবে তখন আবার হাতে লেখা কেন? নো উত্তর, আমার মুহুরী ইশারা করলেন, নাহলে এ জন্মেও আমার কাজ উদ্ধার হবেক না।
    শেষ মেশ কোন একজন গ্রুপ-বি/না সি কি যেন কোন সরকারী আমলার সামনে হলফ ইত্যাদি দেবার পর দু কপি ছাপ দেয়া কাগজ হস্তগত হল।
    মন থেকে খচখচানি গেলই না। ঐ হাতে লেখা কাগজের কি হল?
    আসলে টাইপকরা মালটাই স্ক্যান করে রাখা হবে রেকর্ডে, হাতে লেখা কাগজটা এক বান্ডিলে ডাঁই করা, তার কোন মূল্যই নেই। করিডোরে ঐরকম বান্ডিল গাদা করা, তার কিছুদিন বাদ বাদ মুড়ির ঠোঙা হবে। এই চোতাটা জাষ্ট লেখকগণের রুজির স্থিততা বজায় রাখবার কৌশল।

    আর এই পুরো ব্যপারটায় কোথায় কত টাকা দিলাম তা আর উল্লেখ করলাম না; তবে হ্যাঁ বেশী চার্জ করে না, নির্ধারিত রেট আছে।

    তো মরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? সে আর আমি মুখে বলি কেন? এসব দু:খের কথা তো সূচকে আসে না।
  • PT | 203.110.247.221 | ৩০ জুলাই ২০১০ ১১:২১453569
  • সমস্যা হচ্ছে যে আমরা একটা রাজ্যের মানুষের সঙ্গে আরেকটা রাজ্যের মানুষের জীবনের মানই শুধু তুলনা করছি না তার সঙ্গে জুড়ে দিচ্ছি আরও দুটো আপাত: অদৃশ্য প্যারামিটার -- রাজ্যের সরকারের কর্মদক্ষতা এবং সেই সরকারি দলের রাজনৈতিক বিশ্বাস। এই সংখ্যাগুলো সংগ্রহের সময় পন্ডিতেরা ঐ প্যারামিটার দুটো ধরে কোন অ্যাডজাস্টমেন্ট করেছিলেন বলে মনে হয়না।

    যিনি আপেলের সঙ্গে আপেল তুলনা করতে চান তাঁকে প্রশ্ন: মণিপুর (২৮%), মিজোরাম (৪৮%) আর সিকিম (৬১%)-এর রক্তাল্প মহিলার সংখ্যার এই দুর্দান্ত ফারাকের কারণটা কি? অথচ মণিপুরে মাত্র ৪৩% কিন্তু সিকিমে ৬৩% মহিলা নিজের স্বাস্থ্য সম্বন্ধে নিজেই সিদ্ধান্ত নেন!!

    উত্তরটা আমার জানা নেই -- কেউ যদি সাহায্য করেন!
  • pi | 72.83.82.169 | ৩০ জুলাই ২০১০ ১২:১০453570
  • আজ্ঞে, রক্তাল্পতা আর গড় আয়ুর সম্বন্ধটা যদি বুঝিয়ে বলেন। এগুলো সিকল সেল অ্যানিমিয়ার কেস না, নিশ্চয় জানেন।
  • kallol | 124.124.93.205 | ৩০ জুলাই ২০১০ ১২:১৮453571
  • তার কারন মনিপুর, মিজোরাম আর সিকিমে চিকিৎসার সুযোগ সুবিধা প্রায় না থাকার মতো। আইজল বা গ্যাংটক বা ইম্ফল দেখে কিছু বোঝা যায় না। তবু এদের মধ্যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির কারনে সিকিমের ছোট শহরগুলোতেও মোটামুটি ডাক্তার পাওয়া যায়। মনিপাল মেডিকাল কলেজ থাকাটাও একটা কারন।
    যদি চিকিৎসা পরিসেবার কথা ওঠে, তবে এদের তুলনায় প:ব: বোধহয় ভালো। কিন্তু মহামারীর মতো দালাল রোগ ছেয়ে আছে। ডাক্তার-নার্স-অন্য কর্মচারীদের ব্যবহার সহ্যের বাইরে। এর সাথে বাম-ডানের কোন সম্পর্ক নেই। সেটা মনিপুর, মিজোরম, সিকিমে নেই। হয়তো হাসপাতাল কম আছে, কিন্তু যতটুকু আছে, সেখানে অন্য কোন যন্ত্রনা নেই।
    এর সাথে আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, ত্রিপুরাও ধরে নিতে পারেন। প্রত্যেক জায়গাতেই ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মীরা ভীষণ ভালো।
    একটা সময়, প্রতি বছর উ:পূতে অন্তত ২০ দিন কাটাতাম। অরুণাচলে, আসামে আর ত্রিপুরায় একটানা ২/৩ মাসও কাটিয়েছি। সে অভিজ্ঞতা থেকেই বলছি।
  • pi | 72.83.82.169 | ৩০ জুলাই ২০১০ ১২:২৯453573
  • আর, ঐ সংখ্যাগুলো সংগ্রহের সময় পণ্ডিতেরা ঐ প্যারামিটার ধরে অলরেডি কোনো অ্যাডজাস্টমেন্ট করে রাখেননি বলেই তো ঐ সংখ্যাগুলি সাথে এই প্যারামিটারগুলির কোরিলেশন করা যাচ্ছে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন