এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গের হালফিলের হাল হকিকৎ

    pi
    অন্যান্য | ২৫ জুলাই ২০১০ | ৯০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 216.52.215.232 | ০৪ আগস্ট ২০১০ ১৫:১৪453674
  • আরে পকাবুরা রেজিমেন্টেড আর হল কবে? :)

    একজনের চোখে পড়ল তো সঙ্গে সঙ্গে অর্কুট, ফেসবুক, এসেমেসে দিকে দিকে বার্তা রটি গেল ক্রমে .... সে আর কি এদের দিয়ে হবে?
  • dukhe | 122.160.114.85 | ০৪ আগস্ট ২০১০ ১৫:২১453676
  • রাস্তা, জায়গা - এসব ফুরোলে মানুষের ওপর নাম ফলানো হবে । ধরেন মেয়রের নাম হল শের শাহ, স্বাস্থ্যমন্ত্রী অশ্বিনীকুমার, শিক্ষামন্ত্রী বাংলার বাঘ ।
    এই পথে আলো জ্বেলে একদিন দুখের নাম মদন মিত্র হবে । হবেই ।
  • kc | 194.126.37.76 | ০৪ আগস্ট ২০১০ ১৫:২২453677
  • না হে, অক্কুটে গিয়ে এখনও লোক ডাকিনি। ডাকতে হবেওনা মনে হচ্ছে।
  • Arpan | 216.52.215.232 | ০৪ আগস্ট ২০১০ ১৫:২৪453678
  • আজ্ঞে, লোক ডাকার কথা হচ্ছে না। নির্দিষ্ট করে আপনার কথাও হচ্ছে না। ওই অর্কুটের ফোরামে টোরামে যা চোখে পড়েছে আর কী!
  • Raj | 202.79.203.59 | ০৪ আগস্ট ২০১০ ১৫:২৯453679
  • না: মদনও মাঝেসাঝে একটু বিক্ষুব্ধ হয়-টয় !

    বরং মুকুল রায় চলতে পারে :-)
  • dukhe | 122.160.114.85 | ০৪ আগস্ট ২০১০ ১৫:৩৩453680
  • মুকুল রায় নামটাও বেশ । সোনার কেল্লার মুকুল আর মানিকদার রায় । বেশ নাম ।
    তবে মদন মিত্র, মুকুল রায় - দুটৈ পাঁচ অক্ষর । অক্ষর পিছু এক টাকা ধরলে দুটৈ পাঁচ টাকা করে পড়বে ।
    ভেবে দেখি ।
  • Arpan | 216.52.215.232 | ০৪ আগস্ট ২০১০ ১৫:৪৮453681
  • পাঁচ অক্ষরের নাম তো আরো আছে। এই ধরেন অনিল বসু। নতুন নাম রাখার জন্যও শুনেছি বেশ ভালো।
  • sigma | 220.253.188.158 | ০৪ আগস্ট ২০১০ ১৫:৫৭453682
  • PTবাবু,
    কোন টই এর কথা বলছেন জানি না। ভারতীয়দের কথা আমি বলছিনা, না বলছি কলকাতায় ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেদের কথা। বৃহদবঙ্গে যাদের ঐ বুভ'র স্কুলে পড়তে হয়েছে তাদের অবস্থা শোচনীয়- কারণ ইন্টারভিউতে, কাজের জায়গায় সবই ইংরেজী (হেটো ইংরেজী যদিও)। ঐ অভাগারা এতেই মার খায়। লিঙ্ক দিতে পারবো না তবে খাওয়া/থাকা/যাতায়াত ভাড়া দিতে কবুল করলে এই রকম কিছু ভালো রেজাল্ট* করা ছোঁড়াকে হাজির করতে পারি। মানবেন নিশ্চয়ই এদের ফান্ডা হেটো ইংরেজী জানা ছেলেমেয়েদের থেকে কম নয়। কিন্তু এরা মুখ খুলতে, দু লাইন ইংরেজীতে লিখতে ভয় পায়।

    ভারতীয়, আমিও তো। আহামরি পন্ডিত নই, তবে ঐ PK De Sarkar দিয়েই করে খাচ্ছি, অনেক আলফাল সাহেবের থেকে inferior নই। দু চার দিন আগে TOI তে একটা খবর বেরিয়েছে, খোদ আমেরিকাতে Law Firm গুলো তাদের লেখা এডিট করাতে ইন্ডিয়া পাঠায়- কারণ নাকি ভারতীয়রা এই জিনিষে ( ভালো ইংরেজী লেখায়) ওস্তাদ! খুঁজে দেখুন। যুদ্ধং দেহি বললে তখন আমি মেহনত করে খুঁজবো।

    আমার ক্ষোভ, বঙ্গদেশ কি ভারতের বাইরে? পুরো ভারতবর্ষ ইংরেজী রেখে দিল আর আমরা বাদ দিলাম, তাও শোভা পেত যদি প:বঙ্গের ইকনমির দশা অত হতচ্ছাড়া না হতো।

    আমার কিছু কলীগ আছে, ডাইরেক্ট ফ্রম চায়না, চেয়ারম্যানের দেশ থেকে। তারা উচ্চারণ করে ভিন্ন কিন্তু ইংরেজী জানে। তবে ভারতীয়দের ইংরেজী খারাপ এ কোন শালাকে বলতে শুনিনি; বরং সম্ভ্রমের সাথে উল্লেখিত হয়- আঁখো দেখা হাল।

    আরও কিছু বলার ছিল, পরে সময় পেলে।
  • dukhe | 122.160.114.85 | ০৪ আগস্ট ২০১০ ১৬:২৩453684
  • অনিল বসু ? ভালো অপশন । লিস্টি বেড়ে চলেছে ।
    তবে আমার আপনার ইচ্ছেয় কি আর হবে? গিন্নি যা বলবেন ।
  • PT | 203.110.247.221 | ০৪ আগস্ট ২০১০ ১৭:২১453685
  • sigma
    আমার কাজের প্রয়োজনে নিত্যদিন বুভর ইস্কুল থেকে পাশ করা ""হেটো"" বাঙালীদের সঙ্গে সময় কাটাতে হয়। তারা কেউ গ্রামের প্রথম MSc কিংবা কারো বাবা-দাদা মাঠে হাল ঠ্যালে। এরা সকলেই কোন একটি বিষয় -- কেমিস্ট্রি, ফিসিক্স ইত্যাদি-- মোটামুটি ভালভাবে রপ্ত করেছে। তুলনায় ইংরিজি কম জানে। রূপকথার মত শোনালেও এরা দিব্য বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে লড়ে যাচ্ছে। ভারতবর্ষে উচ্চশিক্ষা/গবেষণার সঙ্গে যুক্ত একটা বিরাট শতাংশ বাঙালী কলকাতার ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্র নয়।

    একমাত্র আমেরিকা ও ইংল্যান্ড ছাড়া, আমাদের থেকে সব অর্থে শতেক আলোক বর্ষ এগিয়ে থাকা সব দেশই ইংরিজির না জেনেও দারূণ অগ্রগতি করেছে।
  • S | 12.191.136.2 | ০৪ আগস্ট ২০১০ ১৭:৫৫453686
  • স্প্যানিশ ফেরেঞ্চদের ইংরেজি তো আরো খারাপ। তারপর ধরেন গব্বাচভ ও তাঁর দ্যাশের লোকেরা।
  • nyara | 203.83.248.37 | ০৪ আগস্ট ২০১০ ২১:৪৮453687
  • http://www.newkerala.com/news2/fullnews-12580.html

    On July 28, the West Bengal Medical Council Act, 2009, was passed whose Section 23 has apparently made a categorical provision for 'automatic cancellation' of the medical registration and license of any doctor who graduated from a medical college in West Bengal and later became a naturalised citizen of another country.

    এই কানুনের র‌্যাশনাল কারণ কী হতে পারে, যেখানে নাকি সারা দেশে - বিশেষত: পশ্চিমবঙ্গে - ডাক্তারের খুব অভাব? পিটিবাবু নিশ্চয়ই বলতে পারবেন।
  • nyara | 203.83.248.37 | ০৪ আগস্ট ২০১০ ২২:১০453688
  • আর দয়া করে অ্যানেকডোটাল এভিডেন্স দেবেন না - 'আমি নিত্যদিন বাড়ির পাশের চারজন ডাক্তারকে দেখছি অ্যামেরিকার সিটিজেনশিপ নেয়ার পরে আর ইঞ্জেকশন দিতে পারেন না' ধরণের।
  • kc | 89.203.49.18 | ০৪ আগস্ট ২০১০ ২৩:২৮453689
  • ন্যাড়াদা, কানুনটা একটু ঘোড়ার মুখ থেকেই পড়লে হয়না? নেটে তো সেটাও আছে!
    http://www.wbhealth.gov.in/notice/bill_dme.pdf
    সেকশন ২৪ টাও পড়তে হবে তো.....
  • nyara | 122.172.13.200 | ০৪ আগস্ট ২০১০ ২৩:৩৮453690
  • আরে এ তো আরও খনি : তেইশ বলছে অন্য দেশের সিটিজেনশিপ নিলে অটোমেটিকালি রেজিস্ট্রেশন ভোগে যাবে।

    ২৪ বলছে, কাউন্সিল যদি মনে করে তাহলে রেজিস্ট্রেশন ভোগে যাওয়া কাউকে রেকমেন্ড করতে পারে। মানে বেসিকালি একটা ব্যাকডোর তৈরী করা হল। পেটোয়া লোক ঢোকানো যাবে। বেড়ে।

    এবার তাহলে তুইই মোটিভেশনটা ক্লিয়ার করে দে।
  • kc | 89.203.49.18 | ০৪ আগস্ট ২০১০ ২৩:৪৭453691
  • পেটোয়া বা ননপেটোয়া যেই হোক তাকেতো রেকগনাইজড জায়গা থেকে পাশ দিতে হবে তো নাকি? তাতে তার ডাক্তারিত্বকে প্রশ্ন করা যায় কি?
    আমার মনে হয় এনারাই ডাক্তারদের কাছ থেকে রেজিষ্ট্রেশন বাবদ কিছু টাকা সরকারের ঘরে তোলাইটাই টার্গেট। কেননা এইসব ডাক্তাররা সব বড় বড় হাইফাই হাসপাতালেই আসেন। ফিটা ভালোই হবে বলে মনে হয়।
  • Ananya | 199.133.19.149 | ০৪ আগস্ট ২০১০ ২৩:৪৮453692
  • ইংরেজি শিক্ষা নিয়ে বেশ কিছু মন্তব্য পড়লাম। কারো কারো মতে অনেক দেশে ই ইংরেজি ছাড়াও অনেক উন্নতি করেছে যেমন জাপান তাহলে আমরাও বঙ্গদেশে পারবোনা কেন? প্রথমে ই বলি অন্য যে কোন দেশে এর সাথে আমাদের তুলনা করা যাবে না। সেই সব দেশে একটা ই ভাষা ব্যবহার করা হয়। আমাদের ভারতবর্ষ এর প্রায় সব রাজ্য এর নিজের ভাষা। তাই যে মুহুর্তে আপনি অন্য রাজ্য যাচ্ছেন হয় সেখানের ভাষা আপনাকে জানতে হবে নয়তো একটা কমন ভাষা জানতে হবে যাতে আপনি কথা বলতে পারেন। সে ভাবে দেখতে গেলে তাহলে আপনাকে কতগুলো ভাষা জানতে হবে সেটা ভেবে দেখুন। আর যেহেতু ইংরেজি ভাষা আজ প্রায় সব যায়গায় (আমাদের দেশে) অফিশিয়াল ভাষা হিসেবে ব্যবহার করা হয় সেটা জানা থাকলে অসুবিধা কোথায়? মাতৃভাষা শিখে ও তো আর একটা ভাষা শেখা যায় নাকি? আর এটা সত্যি যে ভালোভাবে ইংরেজি না বলতে পারলেও বিদেশে (মানে আমি এখানে মানে আম্রিকা এর কথা বলছি) কাজ করা যায় এবং যে কখন ও ইংরেজি ভালো করে বলতে পারেনি সেও কিছু দিনের মধ্যে শিখে যায়। কিন্তু কেন বলুন তো? কারন এখানে সব সময় আপনি ঐ ভাষা টা আশে পাশে শুনছেন, TV তে দেখছেন। তাই শেখা সহজ। কিন্তু পশ্চিম্ব বঙ্গ এ সেটা কোথায় পাবেন? তাই স্কুল এ যদি ইংরেজি শেখানো তুলে দেয় তাহলে কি ভাবে শিখবেন? অনেকে ই বলবেন পরবর্তী কালে কলেজে গিয়ে/চাকরি করতে গিয়ে শিখেছি। কিন্তু কয়জন এর সেই সৌভাগ্য হয় বলুন দেখি। ভাষা যত ছোট থেকে থেকে শেখা যায় তত তাড়াতাড়ি শেখা যায়। মাতৃভাষা মাতৃ দুগ্‌ধ সেটা ঠিক, কিন্তু তার সাথে অন্য ভাষা শেখায় অসুবিধা কোথায়? কেলাস ৬ থেকে learning English পড়ে ইংরেজি শেখা যে কি চাপ এর তা কেবল ভুক্তভুগী রাই জানে (যেমন আমি)।
  • Ananya | 199.133.19.149 | ০৪ আগস্ট ২০১০ ২৩:৫৫453693
  • * জায়গায়
  • PT | 203.110.243.21 | ০৫ আগস্ট ২০১০ ০০:০১453695
  • কিন্তু সেটা তো বলতেই হবে। আমার এক ডাক্তার আত্মীয় ৬০-এর দশকে ইংল্যান্ড-এ চলে যান। উনি এখন ভাবতেই পারেন না যে লোকের পেটখারাপ হলে নরফ্লক্স-টিzএড খাওয়াতে হবে -- কেননা গত ৪০ বছর ধরে এই জাতীয় ওষুধ লেখা উনি বন্ধ করে দিয়েছেন!! ভারতবর্ষে চিকিৎসা শুরু করতে গেলে ওঁকে আবার নতুন করে চিকিৎসার পদ্ধতি শিখতে হবে।

    কিন্তু আমি বুঝতে পারলাম না যে যিনি এদেশে আর থাকবেনই না তাঁর medical registration and license বাতিল করার প্রস্তাবে ন্যাড়াবাবু এত উদ্বেল হচ্ছেন কেন? এইসব ডাক্তারেরা তো আর এদেশে এসে চিকিৎসা করবেন না? খুব বড়জোর এদেশে এসে একটা নাসিংহোম চালাবেন স্থানীয় ডাক্তারদের ভাড়া করে।

    কিছুদিন আগে দেশ পত্রিকাতে ""পরিযায়ী"" নামে একটা উপন্যাস বেড়িয়েছিল -- সেটা পরলে পড়ে নেবেন।
  • sigma | 220.253.188.158 | ০৫ আগস্ট ২০১০ ০২:৩২453696
  • অনন্যার বক্তব্য ১০০% ঠিক। PT বাবুকে কি করে বোঝাই যে ইউরোপ আমেরিকা পড়ে মরুক, ইংরেজী না জানলে যতই বিদ্যে দিগগজ হোন না কেন, এই পোড়া দেশেই অন্যদের সঙ্গে ( এমনকি কলকাতার ইংরেজী স্কুলের থার্ড ক্লাশ ছোঁড়াদের) কমপিট করায় প্রচুর চাপ।
    তাছাড়া, দাদাদের এইরকম জোর করে ঝিনুক দিয়ে ঠেসে মাতৃদুগ্‌ধ গেলাবার কি কারণ ছিল আর কি কারণেই তা উলটে দিলেন? এ সেই ডাক্তারের মত- ভুল চিকিৎসায় রোগী মারা গেল, উনি সরি বলে খালাস! রোগী যদি আপনার আত্মীয়/বন্ধু হন, তখন? পল পট (কাম্বোডিয়ার দাদা) নাকি কয়েক লক্ষ (সরি মিলিয়ন) লোক মারবার পর ভুল স্বীকার করেন! এদের এই পরের উপকার করবার নেশায় কত লোকের যে সর্বনাশ হয়, কে তার হিসেব রাখে।
    অনন্যার পোষ্টের পরিপেক্ষিতে আরও একটা উদাহরণ দিই। ভদ্রমহিলা বাঙালী, এক্কেবারে আনপড়, কোনক্রমে বাঙলায় নাম সই করতে পারেন। তিরিশ বছর এদেশে আছেন, তিনি ইংরেজী বোঝেন ও বলেন- তাঁর উচ্চারণে অনেক বাবুই কুপোকাৎ হবেন!
  • PT | 203.110.243.21 | ০৫ আগস্ট ২০১০ ০৮:৪১453699
  • sigma

    The truth is, only 2% Indians know a smattering of English. Of these an even smaller percent knows how to write English properly. But since India is a populous country even this fractional percentage adds up to lakhs of people, if not millions. But given the size of our population, even these millions are like drops in the ocean.

    Learning English entails forcing our tiny tots from an early age to learn a foreign language from teachers who themselves have imperfect knowledge of English, with the result that the English that these children pick up is imperfect, too.

    More seriously, this forced education in English deprives children of a happy childhood and even a proper education.

    All education experts have said in one voice that early education should be in the mother-tongue, because it not only facilitates understanding of difficult subjects but also makes education a pleasurable and comfortable activity for children.

    When they find their teachers speaking the same language that their mothers speak at home, they feel at home in school.

    http://jaihindimagazine.blogspot.com/2009/04/indians-cant-write-proper
    -english.html


    pi-কে ধন্যবাদ। sigma/ananya-সময় করে pi-এর পুনরুদ্ধার করা টইটা পড়ে নেবেন। আমাদের ইংরিজি সংক্রান্ত আত্মশ্লাঘা এবং অজ্ঞতার অনেক তথ্য এখানে পাবেন

  • Samik | 122.162.75.67 | ০৫ আগস্ট ২০১০ ০৮:৪৭453700
  • যাক। পাই আমার খাটনিটা বাঁচিয়ে দিল।
  • Samik | 122.162.75.67 | ০৫ আগস্ট ২০১০ ০৮:৫৩453701
  • একটা টই বাদ পড়েছে। সেই যে লার্নিং ইংলিশ নিয়ে চুলোচুলি হয়েছিল। টইটার নাম ভুলে গিসি গিয়া।
  • Samik | 122.162.75.67 | ০৫ আগস্ট ২০১০ ০৯:১০453703
  • এটাই বোধ হয়। পুরো পড়ার সময় নেই।
  • kc | 194.126.37.76 | ০৫ আগস্ট ২০১০ ১০:১৩453704
  • সবথেকে বড় চুলোচুলিটা হয়েছিল ভাটের পাতায়, বড়ম আর কাবলিদা হেব্বি সেন্টু দিয়েছিল আমাকে, সেন্টু খেয়েওছিলাম।
  • sigma | 220.253.188.158 | ০৫ আগস্ট ২০১০ ১০:৪৭453706
  • PT বাবু, অবশ্যই পড়ে নেব সময় করে।
    তবে কি আমার বক্তব্য ছিল বঙ্গাল থেকে ইংরেজী তুলে নেয়া আবার তুঘলকী কায়দায় ফিরিয়ে আনা নিয়ে। ধরে নিলাম, তুলে নেয়া ঠিক ছিল তাহলে ফেরত আনাটা?
    আর ইংরেজী জানা মানে কি- পারফেক্ট ইংলিশ কি? একটা পুরো জাত , যাদের মাতৃদুগ্‌ধ ইংরেজী তাদেরকে তো দেখলাম- সমান সমান আমাদের দেশের একই ছেলেমেয়ে, লোকের ইংরেজীতে (এবং সাথে সাথে মাতৃভাষায় ও) ব্যুৎপত্তি অনেক বেশী।
    ক্লাশ টেন পাশ চার লাইন শুদ্ধ চিঠি লিখতেই অক্ষম। (অঙ্কের কথা আর তুললামই না, সে আর এক কেচ্ছা)। আসলে আমাদের সমস্যা কি জানেন, ইংরেজ বলতে আমরা গুটি কয়েক এলিট ক্লাশের লোকেদেরকে চিনি বা আগে যারা উচ্চশিক্ষার্থে বিলাতযাত্রা করতেন তারা যাদেরকে চেনাতেন। আমাদের দেশের সবজীওয়ালী বা মাছ ওয়ালা (অসম্মান করছি না) যা হিসেব করতে পারে অনেক সাহেব মেম তাতে প্যান্ট ভিজিয়ে ফেলবে।
    Same applies to knowledge of English!
    আবার থাইল্যান্ডের কথা তুলবেন না, সেখানে তাদের যে কারণে এত রমরমা তাতে কোন ভাষাই লাগে না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন