এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পশ্চিমবঙ্গের হালফিলের হাল হকিকৎ

    pi
    অন্যান্য | ২৫ জুলাই ২০১০ | ৯০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.247.221 | ০৫ আগস্ট ২০১০ ১১:১৯453707
  • sigma
    ইংরিজি ভাষা বিষয়ক আলোচনা বোধহয় এই তিনটে হেডিংএ আলাদা আলাদা করে করলে সুবিধে হয়:

    ১) ইংরাজি ভাষা শিক্ষা
    ২) ইংরাজি বলতে পারার দক্ষতা
    ৩) ইংরাজি ভাষার মাধ্যমে ১০ম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান, ইতিহাস শেখানো উচিত কিনা।

    আমি জন্মে ইস্তক ১১শ শ্রেণী পর্যন্ত ইংরিজি শেখা দলের লোক। ..and miles to go before I sleep.. জাতীয় বাক্যের ইংরাজিতে ভাবসম্প্রসারণ করে ইংরিজি শিখেছি। ছাত্রাবস্থায় আমরা কেউই একটি গোটা বাক্যও ইংরিজিতে বলতে পারতাম না এবং পেট ব্যাথার জন্য ছুটির আবেদন ইংরাজিতে লিখতে কলমও ভেঙ্গে ফেলত অনেকে।

    ইংরিজি তুলে দেওয়া-ফিরিয়ে আনা ভোটের সঙ্গে যুক্ত। যাঁরা ইংরিজি ফিরিয়ে আনার পক্ষে তাঁরাও জানেন যে ভারতবর্ষের সব মানুষকে ইংরিজি শেখানোর কোন পরিকাঠামো-ই এদেশে নেই।
  • dukhe | 122.160.114.85 | ০৫ আগস্ট ২০১০ ১১:২১453708
  • তুলে দেওয়া তখনকার প্রেক্ষিতে ঠিক । ফিরিয়ে আনা এখনকার প্রেক্ষিতে । ভুল কিছু হবার উপায়ই নেই । হলে ঐতিহাসিক ।
  • sigma | 220.253.188.158 | ০৫ আগস্ট ২০১০ ১৩:১০453709
  • PT
    আপনিই তো আলোচনা বিস্তার করলেন। আমি শুধু প:বঙ্গে ইংরেজী তুলে নেওয়ার প্রসঙ্গ এনেছিলাম। আপনি তাতে ভারতবর্ষ, ইংরেজী বলতে পারার ক্ষমতা, ইংরেজীর মাধ্যমে ১০ শ্রেণী (উরেব্বাবা এত স্পেসিফিক) পর্য্যন্ত বিজ্ঞান, ইতিহাস শেখানো সব টেনে এনেছেন।

    আপনি বিনয় করে নিজের সম্বন্ধে যা লিখেছেন সে সম্পর্কে কিছু বলবো না, তর্কের খাতিরে তা বলাও উচিত হবে না।

    দুখে কিন্তু ঠিক সামারাইজ করেছেন এক লাইনে।
    ঐতিহাসিক ভুল ইত্যাদি সবই ভাল কিন্তু তার জন্যে যদি একজনের চাকরী না হয়, পরিবার ভুখা থাকে তখন ঐ ভুলকে কি বলবেন? বৃহত্তর স্বার্থে etc
    এই গত পরশুই এক কাম্বোডিয়ান মহিলার সাক্ষাৎকার বিবিসি তে শুনলাম। তাঁর বাবাকে খেমের রুজ খুন করে, মাকে তার সামনেই খুন করে এই রকম কয়েক লক্ষ মানুষের ইহলীলা একটি ভুলের জন্য খতম।

    নাহ, মিছেই তর্ক করা। কি লাভ?
    ভালো থাকবেন।
    (প্রসঙ্গত: আপনি ভাববেন না যে আমি বিশ্বাস করি, দিদি এলেই সব ঠিক হো যায়গা!)
  • Netai | 121.241.98.225 | ০৫ আগস্ট ২০১০ ১৪:৫৩453710
  • ক্লাস টেন পাস করার পরেও চার লাইন শুদ্ধ ইংলিশ না লিখতে না পারার অক্ষমতা প: বঙ্গের শিক্ষা ব্যবস্থার উপর চাপানো কি ঠিক? ক্লাস ওয়ান/টু থেকে যারা এখন শেখা শুরু করছে তাদের পরবর্তী কালে ভুল ইংরাজি লেখার অধিকার এইভাবে কেড়ে নেবেন না। প্লিজ।
  • Netai | 121.241.98.225 | ০৫ আগস্ট ২০১০ ১৫:৩১453711
  • দুখেদা, PT বাবুকে ঠোকার জন্যেই লিখেছেন মনে হচ্ছে।
    তবে ঘটনাই হল, বিষয়টি বিতর্কিত। যুক্তি তর্কের জাল ভেদ করে বেরিয়ে আসা এক লাইনের উপসংহার যে কালজয়ী হবেনা, তা স্বাভাবিক বইকি।
    সির্দ্ধান্ত তাই বদলায় প্রেক্ষিতে। একদম ঠিক। প্রেক্ষিতে।
  • sigma | 220.253.188.158 | ০৫ আগস্ট ২০১০ ১৬:১৭453712
  • তাই বলে তিরিশ বছর বাদে বোধোদয়? কি এমন বদলালো প্রেক্ষিতে? আসলে, তুঘলকও তো তাই ভেবেছিলেন, প্রেক্ষিতে changed his mind!
    --
    আর নেতাই যা বলেছেন তাতে একমত। আমি ইঞ্জিরির অ আ শিখি কেলাশ ফোরে, ফাইভ থেকে এগারো- লেকিন স্যার, ঐ বিদ্যেতেই করে খাচ্ছি- খোদ ইংরেজ দু জন আমার সঙ্গে (আন্ডারে বলে ফুটানি করা থেকে বিরত রইলাম) কাজ করে, আমার মতই ফুটানির ডিগ্রী তাদের (রিকশাওয়ালা ইংরেজ নয়), হে হে PK De Sarkar ও ট্র্যানস্লেশন বই জিন্দাবাদ!
    উনি বোধ হয় বরাবরই ইংরেজীকে দূরছাই করেন ( পার্টির লাইন মেনে) তাই শিখতে অনীহা, নইলে জন্মের থেকে ১১ অবধি ইংরেজী, তাতেও এই অবস্থা?
    উনি শহরের সিপিএম তাই করে খাচ্ছেন। আমার গ্রামের অনেক মেধাবী ছেলে, জমি বন্ধক দিয়ে লেখাপড়া শিখেছে, অথচ ইংরেজীতে ফট ফট করতে পারে না বলে হাপিত্যেশ করছে!

  • PT | 203.110.247.221 | ০৫ আগস্ট ২০১০ ১৬:৩৮453713
  • কার প্রফেশন কি বা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেসব না জেনে বোধহয় একদম ব্যক্তিগত স্তরে কোন মন্তব্য না করাই ভাল। আমি যেহেতু ইংরিজি-না-জানা দেশে দীর্ঘ সময় কাটিয়েছি, কাজেই নিজে খুব ভাল ভাবেই জানি যে ইংরিজি ভাষা ঐতিহাসিক কারণেই মস্তিষ্ক প্রক্ষালিত ভারতীয়দের কাছে অন্ধের যষ্ঠির মত হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে একবছরেরও কম সময়ে অন্য একটি ভাষায় (কথ্য) যে পারদর্শী হওয়া যায়, সেই শিক্ষাপদ্ধতির খবর ভারতবর্ষের অনেক উচ্চশিক্ষিত মানুষের কাছেও এখনো পৌঁছয়নি।
  • Samik | 121.242.177.19 | ০৫ আগস্ট ২০১০ ১৬:৪৩453714
  • হরি হে, মাধব / চান করব না গা ধোব ...
  • Netai | 121.241.98.225 | ০৫ আগস্ট ২০১০ ১৭:০৮453715
  • নিম্ন লিখিত কারন গুলোর জন্যে আমার ভোট চান করার দিকে-
    ১। চানের সথে গান- মিল খায় ,গাওয়াও যায়। গা ধোওয়ার আগে হাগা।
    ২। দিল্লীতে গা ধোওয়ার উপযুক্ত জলাশয়ের অভাব।
    ৩। চান করে দেহে ডিও বুলিয়ে নিতে পারেন। গা ধুয়ে এলে পারেন না।

  • kc | 194.126.37.76 | ০৫ আগস্ট ২০১০ ১৭:১৩453717
  • ...."" আয় সাথে আয় রাস্তা তোরে দেখিয়ে দিইগে তবে,
    আর তাহলে রাস্তা ভুলে, ঘুরতে নাহি হবে।
    হা: হা: হা: হা: হা: হা: হা: হা: --''

    বাল্মিকী প্রতিভা
    -------------------
  • Samik | 121.242.177.19 | ০৫ আগস্ট ২০১০ ১৭:১৮453718
  • রাস্তাই একমাত্র রাস্তা। কমরেড।
  • ranjan roy | 122.168.177.170 | ০৫ আগস্ট ২০১০ ১৮:০৫453719
  • পিটির বেশ কিছু বক্তব্য আলাদা করে দেখলে ঠিক, এবং ভাববার মত। কিন্তু যদি স্পেসিফিক প্রেক্ষিতে( অর্থাৎ গোলপোস্টে) ওই কথাগুলো ধরা যায়, তাহলে--? না :,বড়ির ঝোল খেয়ে শুয়ে পড়িগে।

    আচ্ছা, এটা কেউ খেয়াল করেছেন যে কতজন মাতৃভাষায় শুদ্ধ লিখতে পারেন?
  • PT | 203.110.247.221 | ০৫ আগস্ট ২০১০ ১৮:২৫453720
  • ... ঝোলে কি মাছ থাকবে? থাকলে ডেকে নেবেন।

    আর মাতৃভাষা বলে এখন কিছু নেই। সিপিএমের সঙ্গে যোগাযোগ নেই এমন অনেক পন্ডিতকে বলতে শুনেছি যে কোন ভাষাতেই দখল না থাকার জন্যে একটা বিরাট সংখ্যক শিশু যে কোন বিষয় আত্মস্থ করতে ব্যর্থ হচ্ছে। ছোটবেলা থেকে ""জবা""-র বদলে ""hibiscus"" শিখে দুটোর কোনটারই প্রতি তার কোন attachment তৈরি হচ্ছেনা।
  • Netai | 121.241.98.225 | ০৫ আগস্ট ২০১০ ১৮:৩৬453721
  • আজ আর শুদ্ধতা নেই।
    শুদ্ধতাতো চলে গেছে
  • sigma | 220.253.188.158 | ০৮ আগস্ট ২০১০ ১০:০৩453722
  • রঞ্জন রায়,
    সে যে কোন মাতৃভাষার পক্ষেই খাটে। বড়ির ঝোল, তা মন্দ নয়- তবে পোস্তর মনে হচ্ছে,নইলে এমন ঝিমুনি!
  • PT | 203.110.247.221 | ১১ আগস্ট ২০১০ ১৩:১৭453725
  • প্রেক্ষিত! প্রেক্ষিত!

    Currently, just 65 per cent of Indians have basic literacy, and one-third of the world’s illiterates are Indian.....the literacy rate is only increasingly a sluggish 1.5 per cent per annum according to the National Sample Survey.

    “The jumps in our literacy rate in no way commensurate with the country’s economic growth rate,” Professor Sen scolded Indian Prime Minister Manmohan Singh, Education Minister Kapil Sibal.....

    In his remarks, Singh acknowledged that “no modern industrial nation has less than 80 per cent literacy”

    But he (Sen) warned that the power of the market to alleviate poverty and improve living standards in India could succeed only if New Delhi was committed to extending greater public resources and support towards improving the quality and access to its primary education system." http://blogs.ft.com/beyond-brics/2010/08/05/amartya-sen-questions-indias-title-as-knowledge-superpower/
    "
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১০ ১৭:৫৯453726
  • প্রেক্ষিত, প্রেক্ষিত, ঠিক এহেন সময়েই সরকারী হস্তক্ষেপের প্রয়োজন, সব কিছু যদি এমনি এমনি ঠিক হয়ে যায় তাহলে ট্যাক্সোর পয়সায় সরকার পোষা কেন?

    আবার এই প্রশ্নটা করি, ভারতীয় প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা কি? পিটি কি মনে করেন।
  • PT | 203.110.247.221 | ১১ আগস্ট ২০১০ ১৮:১০453728
  • উত্তরটা অমর্ত্য সেন দিয়ে রেখেছেন:

    ...the power of the market to alleviate poverty and improve living standards in India could succeed only if New Delhi (***ONLY IF NEW DELHI***) was committed to extending greater public resources and support towards improving the quality and access to its primary education system

    বাঙালী বলে কিনা জানিনা, কেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করার অভ্যাসটা নোবেল পাওয়ার পরেও অমর্ত্য সেনের যায়নি!!
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১০ ১৮:১৬453729
  • কেন্দ্র সরকারের ভূমিকা জানতে চাইনি। জানতে চেয়েছি রাজ্য সরকারের ভূমিকা কি? আর এই প্রসঙ্গেও না। রাজ্য সরকারের আওতায় যা যা আছে সেখানে কি করা উচিত আর কি হচ্ছে।
  • PT | 203.110.247.221 | ১১ আগস্ট ২০১০ ১৮:৪০453730
  • যে কোন রাজ্য সরকারের ""অপদার্থতা"" ইত্যাদি যদি বাদ রাখি আপাতত:, তাহলে আমার মনে হয় যে যথেষ্ট পয়সাই ভারত সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচা করেনা। সেটা অনেক বেশী পন্ডিত মানুষেরাও বহুদিন ধরে বলেছেন। অমর্ত্য সেইকথাটাই আবার বলেছেন। অবিশ্যি এ কথাটা সব সময়েই তোলা যায় যে যেটুকু টাকা আসছে সেটাও রাজ্য সরকার ঠিক ঠিক ব্যবহার করছে কিনা।(প: বঙ্গ নিয়ে প্রতীচী-র অবস্থান আমি জানি)। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে প্রয়োজনীয় টাকাটাই নেই। মানে শুধুমাত্র ""ম্যানেজমেন্ট"" দিয়ে সমস্যার সমাধান হয়না, ""রিসোর্স"" থাকাটাও অত্যন্ত জরুরী।
  • aka | 168.26.215.13 | ১১ আগস্ট ২০১০ ১৯:০১453731
  • রিসোর্স বাড়বে কিকরে? আমি ধরে নিচ্ছি রিসোর্স বলতে টাকার কথা বলেছেন। তারপর বলছি আমার যা বলার।
  • PT | 203.110.246.230 | ১১ আগস্ট ২০১০ ২৩:৩৫453733
  • এই যেমন ধরুণ সমরাস্ত্রের পেছনে টাকা খরচা কমিয়ে সেগুলো শিক্ষা বা স্বাস্থ্যের জন্য ব্যবহার করা..... একটা ট্যাঙ্কের টাকাতে যেন কতগুলো ইস্কুল তৈরি করা যায় সেসব হিসেব WWW ঘাঁটলেই পাওয়া যাবে।
  • aka | 24.42.203.194 | ১২ আগস্ট ২০১০ ০৭:৩৬453734
  • ঠিক এরকম ভাবে বোধহয় বলা যায় না। গ্রেহাউন্ড ফোর্সের ভরন পোষন কয়েক বছর আগে এরকমই বাহুল্য বলে মনে হত, কিন্তু এখন তারা কাজে লাগছে। এনিওয়ে, সেটা ক®¾ট্রাভার্সিয়াল, তবু তারা কাজে লাগছে। মিলিটারি ফোর্স ঠিক কতটা বড় হলে মুম্বাই ঘটনা বা তার থেকেও বড় কোন ঘটনা ঘটবে না তার কোন ফর্মূলা বোধহয় নেই।

    সরকারী স্পেণ্ডিং বাড়ানোর একটাই উপায় ট্যাক্স বাড়ানো। আর অন্যদিকে জিডিপি বাড়ানো। আবার জিডিপি বাড়াতে গেলে শিল্পে ছাড় দিতে হয় তাহলে আবার ট্যাক্সো কমে। সমস্যার গভীরে ঢোকাই যদি উদ্দেশ্য হয় তাহলে আর একটু গভীরে ঢুকুন।

    আর স্বীকার করলেন রাজ্য সরকার নেহাতই ব্যর্থ।
  • PT | 203.110.246.230 | ১২ আগস্ট ২০১০ ০৮:০১453735
  • ""রাজ্য সরকার ব্যর্থ"" তো গুচ-র সব টইয়ের শুরুতেই ধরে নেওয়া হয়। সে আর নতুন কথা কি? কিন্তু বলতেই হয় যে তাহলে বেশীর ভাগ রাজ্য সরকারই কি ব্যর্থ? নাহলে গড়ে শিক্ষিত মানুষের সংখ্যা ৬৫%-এর ওপরে যাচ্ছেনা কেন?

    কমনওয়েল্‌থ গেমসএ কেন্দ্র নাকি ৩০০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে? আর মণি শঙ্কর আইয়ারের কথা অনুযায়ী অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলোকে ১০০০০০ ডলার (দেশ প্রতি) করে দেওয়া হয়েছে গেমস ভারতে করার জন্য। এই সরকার রাজ্যে রাজ্যে খেলার উন্নতির জন্য বাজেটের কত অংশ ব্যয় করে? আতস কাঁচ লাগবে সংখ্যাটা খুঁজে বের করতে।

    এর পাশাপাশি একটা উদাহরণ দিই। গত বছর সাতটি আইআইটির জন্য বরাদ্দ করা টাকা আর্থিক বছরের মাঝখানে এসে সর্কার ছেঁটে আদ্দেক করে দেয় -- কেননা নতুন আইআইটিগুলোকে দেওয়ার মত টাকা সরকারের নেই। পুরনো আইআইটিগুলোকে নতুন যন্ত্রপাতি ইত্যাদি কেনা বাতিল করে দিতে হয় মাঝপথে। কমনওয়েল্‌থ গেমসএর ব্যয়বাহুল্য দেখে মনে হয় যে এই সরকারের টাকা নেই?
  • aka | 24.42.203.194 | ১২ আগস্ট ২০১০ ০৮:২১453736
  • আজ্ঞে না, সেদিনই কে হিসেব দিচ্ছিল না, গুচতে সিপিএম পক্ষীয় ও সিপিএম বিপক্ষীয়দের রেশিও নিলে কোনদিকে পাল্লা বেশি ভারি বলা মুশকিল। আসলে এইটুকু প্রতিরোধ পাওয়াও তো অভ্যেস নেই তাই মানতে অসুবিধা হয় এই আরকি।

    রাজ্য সরকারকে সেই ততটুকুও দায়ী করা হয় যতটুকু তার আওতায় পড়ে। অল্প কয়েকটা জায়গা ছাড়া গত তেত্রিশ বছরে প:ব: সবেতেই পিছিয়ে পড়েছে। তার সাথে যুক্ত হয়েছে পার্টি ব্যাকড সামন্ততন্ত্রের। দলীয় প্রচার উদ্দেশ্য না থাকলে সেটা আগে মেনে নিন।
  • nyara | 203.110.238.16 | ১২ আগস্ট ২০১০ ০৮:২৫453737
  • সমরাস্ত্র না কিনলে যৌথবাহিনী মাওবাদীদের মারবে কী করে পিটিবাবু?
  • PT | 203.110.246.230 | ১২ আগস্ট ২০১০ ০৮:৩১453739
  • এই assumption-টাই অদ্ভুত রকমের। কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুললেই গুচ-তে সেটা এই রাজ্যের শাসক দলের হয়ে প্রচার করা হচ্ছে বলে ধরে নেওয়া হয় কেন? সেইকারণে বোধহয় অমর্ত্য সেনও খুব একটা পছন্দের মানুষ নন। তাঁর বক্তব্যের ভিত্তিতেই তো এই আলোচনাটা শুরু হয়েছিল। সেখানে মনমোহন সিং-ও তো বলেননি যে রাজ্য সরকারের দোষেই ৬৫%-এর ওপরে শিক্ষার গড় পৌঁছচ্ছে না!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন