এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ২৯৭০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ২১ জুন ২০১০ ১০:১৮457329
  • কোয়ালিফায়িং রাউন্ডে সে¾ট্রাল মিডফিল্ডে ল্যাম্পার্ড/ব্যারি পেয়ারিং ছিলো - ল্যাম্পার্ড একটু এগিয়ে, ব্যারি হোল্ডিং রোলে। জেরার্ড একটু ওপরে রুনির পিছনে। লেফ্‌ট উইং-এ জো কোল, রাইটে লেনন/ওয়ালকট। ওয়ালকটকে না হয় আনেনি। কিন্তু জো কোলকে বসিয়ে জেরার্ডকে লেফ্‌ট উইং-এ কেন খেলাচ্ছে কে জানে।

    কোয়ালিফায়ার্সগুলো দেখে থাকলে কল্লোলদার অ্যাসেসমেন্টটার মত ভাটের দরকার হত না।
  • o d | 61.12.12.83 | ২১ জুন ২০১০ ১০:২০457330
  • :-P
  • Arpan | 204.138.240.254 | ২১ জুন ২০১০ ১০:২১457331
  • হ্যাঁ, গর্ডন ব্যাঙ্কস ছাড়া ইংল্যান্ড আর ফুটবলার তৈরি করেনি পড়ে একটু ব্যোমকে আছি। আমার ফেভারিট লিনেকারও কল্লোলদার লিস্টে অপাংক্তেয়। :-(
  • quark | 202.141.148.99 | ২১ জুন ২০১০ ১০:২৬457332
  • কিন্তু কাল ব্রাজিলের দ্বিতীয় গোলটা হ্যান্ডবল নয়? আমি এট্টু কনফুজড আছি!

    আইভরি কোস্ট ক্যালাকেলিটা শুরু করেছে এটা মেনে নিয়েও, কাকা ঐ কনুই চালানোটা না কল্লেও পারতো।

    ওভার অল রেফারিং নিয়ে কেউ কিছু বলছে না। কাল কাকার হলুদ কার্ডটাও (দ্বিতীয়) এলো অনেক পরে, আই কো র প্লেয়ারটার সাথে কথা বলে। অথচ রেফারির সামনেই থাকার কথা।
  • o d | 61.12.12.83 | ২১ জুন ২০১০ ১০:২৯457333
  • হ্যান্ডবল নয় আবার কী! লুই ফাবিয়ানো নিজেও তো স্বীকার করে নিয়েছে!

    ওটার আগে অবদি অর্কুটে ব্রাজিল সাপোর্টাররা মারাদোনার হ্যান্ডবল নিয়ে আর্জেন্টিনা সাপোর্টারদের খুব খোঁচাচ্ছিল। ওটার পর চুপসে গেছে :-)
  • aka | 24.42.203.194 | ২১ জুন ২০১০ ১০:৩৮457334
  • ফাবিয়ানোর গোলটায় দুইবার হ্যান্ডবল হয়েছে। আর ইংল্যন্ড তো বরাবরই বিরাট দল। বেকহ্যাম, রুনি এরাও সব বিরাট প্লেয়ার। আমাদের ক্লাবের দেবুদার মতন। যেদিন খেলবে সেদিন নাকি মাঠে চরকিবাজি দেখব। কিন্তু দু:খের বিষয় কোনদিনই খেলেন না। হাবে ভাবে শুধু খেলব খেলব ভাব। তবে এবারে রুনির সেটাও নাই। এই দল যত তাড়াতাড়ি ফোটে ততই মঙ্গল।
  • quark | 202.141.148.99 | ২১ জুন ২০১০ ১০:৩৯457335
  • সব ম্যাচ মিলিয়ে এত খারাপ রেফারিং ওয়ার্ল্ড কাপে আগে দেখেছি ব'লে মনে পড়ছে না।
  • Arijit | 61.95.144.122 | ২১ জুন ২০১০ ১০:৪১457336
  • না না। রুনি এখনই কি? সবে তো রিয়াল দর দিয়েছে। বার্সা দর দিলে তব্বে না;-)
  • aka | 24.42.203.194 | ২১ জুন ২০১০ ১০:৪৫457337
  • রুনিকে এই নিয়ে দুইখান বিশ্বকাপ দেখলাম। ঢপ বললেও কম বলা হয়, এর আগে আর এক ঢপ দেখেছি (অন্তত বিশ্বকাপে) সে হল বেকহ্যাম। তারও আগে এদের থেকে ভালো কিন্তু বিশ্বমানে ঢপ হল পল গাসকোয়েন। তবু চলেবল। লিনেকার, আউয়েন আর শেষ হল ঐ গাজ্জা। তারপর থেকে ইংলন্ড শুধুই ঢপ প্রসব করেছে।
  • Bratin | 125.18.17.16 | ২১ জুন ২০১০ ১০:৫০457339
  • ওদের ডেভিড প্ল্যাট একটা অসাধারন গোল করেছিল। কার বিরুদ্ধে ভুলে গেছি...
  • Arijit | 61.95.144.122 | ২১ জুন ২০১০ ১০:৫২457340
  • ইন্সিডেন্টালি দুটো ওয়ার্ল্ড কাপের ঠিক আগেই রুনি ইনজুরিতে ভুগেছে। একটাই বড় টুর্নামেন্টের আগে ফিট ছিলো - ইউরো কাপ, যেটায় পোর্তুগালের কাছে টাইব্রেকে হেরে গেলো - সেটাতে রুনির খান চারেক গোল ছিলো। এই বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডে ন'টা।

    তবে বাঙালি বোদ্ধাদের হিসেবে টরেস থেকে শুরু করে অনেকেই ঢপ;-)
  • lcm | 69.236.190.194 | ২১ জুন ২০১০ ১১:০৯457342
  • ইংল্যান্ডের একজনের খেলা খুব ভাল লাগত, খুব বেশী দেখার সুযোগ হয় নি। জন বার্নস।
    একটা গোল ব্রেজিলের বিরুদ্ধে:


  • Tim | 71.62.121.158 | ২১ জুন ২০১০ ১১:৩২457343
  • আরে ব্রাজিল সাপোর্টারদের চুপসে যাওয়ার কি হলো! হাত দিয়ে নামিয়ে বাঁপায়ের শটে গোল। এইত্তো মারাদোনাকে ছোঁয়া হয়ে গেল। ;-)
    সিরিয়াসলি, দুবার হাতে বল লাগলো। প্রথমবারেরটা তো আবার রিস্টের একটু ওপরে। তাই ভাবি, ঐরকম গোল করলো কিকরে! :-)

    লিনেকারের খেলা আমারো বেশ লাগতো। বেকহ্যামের বেশ কিছু ভালো পারফরমেন্স আছে ক্লাব ফুটবলে। হাইপটা খানিকটা বেশিই ছিলো, তবে এখনকার তারকাদের মত না, সত্যিই বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে।

    মাইরি ফ্রান্সের প্র্যাকটিসে আজ রিভোল্ট হয়ে গেল, সেটার ভিডিও দেখে হেব্বি মজা পেলাম। আল্টিমেট খোরাক। জিদানের সাথে সাথে ফ্রান্সের ফুটবলও (আপাতত) ইতিহাস।
  • Bratin | 125.18.17.16 | ২১ জুন ২০১০ ১১:৪৪457344
  • আমার ও মনে হয় শ্রেষ্ঠ।

    অভ্যু দেশে ফিরলে নাকি?
  • kallol | 124.124.93.205 | ২১ জুন ২০১০ ১২:৩৬457346
  • এই ব্রেজিল ভালো না। সেমি পেরোবে না।
    ইংল্যান্ডের ফুটবল নিয়ে যতো কম কথা বলা যায় ততই ভলো।
    স্ট্যানলি মাথ্যুজ - সে নাকি উইঙ্গার হিসাবে ইতিহাস গড়েছে। তাহলে গ্যারিঞ্চা কি কেশ উৎপাটন করেছে?
  • o d | 61.12.12.83 | ২১ জুন ২০১০ ১২:৪০457347
  • রুনি.....
  • Arpan | 216.52.215.232 | ২১ জুন ২০১০ ১৩:০১457348
  • এ ব্রাজিল ভালো না। কিন্তু সেমিতে আটকাবে কে? স্পেন? দেখা যাক। আজকেই বোঝা যাবে।
  • Arpan | 216.52.215.232 | ২১ জুন ২০১০ ১৩:০৬457350
  • ধুর। স্পেন কোত্থেকে আসবে! এক যদি হল্যান্ড কিছু একটা করে। নইলে হাসতে হাসতে এই টিম ফাইনাল যাবে। এইবারের গড়পড়তা খেলার মান এত খারাপ যে এই মধ্যমানের ব্রাজিল টিমকেও কেউ ফাইনালে পৌঁছনো অব্দি আটকাতে পারবে না মনে হয়।
  • SB | 114.31.249.109 | ২১ জুন ২০১০ ১৪:০৩457351
  • ইংল্যান্ডের হাইপটা সবসময়েই বেশি। সেই কোন এক ক্রিকেটার সম্পর্কেও পচ্চুর নিউজপ্রিন্ট নষ্ট করেছিল ওরা, ব্র্যাডম্যানের থেকেও বড় ক্রিকেটার ইত্যাদি বলে, নাম টা মনে পড়ছে না।

    আসলে ইংল্যান্ডের স্পোর্টস সাংবাদিকরাই শুধু ঠিকঠাক লেভেলের, ব্যাস ;-)
  • quark | 202.141.148.99 | ২১ জুন ২০১০ ১৪:০৯457352
  • বোধহয় গ্রেম হিক। শচীনের সাথে সাথে দেশে দেশে আরো অনেক ব্র্যাডম্যান পয়দা হয়েছিল, পাকিস্তানে সঈদ আনওয়ার, ইংল্যান্ডে গ্রেম হিক, ও: ইন্ডিজে লারা। টিকে গেলে শুধু শচীন আর লারা।
  • SB | 114.31.249.109 | ২১ জুন ২০১০ ১৪:২৬457353
  • হ্যাঁ ঠিক, গ্রেম হিক .... সত্যি মাইরি কি বাতেলাটাই না শুরু করেছিল;-)

    ডেভিড প্ল্যাটের গোলটা,


    একটু খেয়াল করলে দেখা যাবে এবারের বিশ্বকাপে ইউরোপিয়োর থেকে লাতিন আমেরিকার স্টাইলটাই সবাই বেশি করে ফলো করছে।

    ছোট ছোট পাসিং করে মাঠটাকে ছড়িয়ে ফেলা, স্ট্রেচ করা, তারপর গ্যাপ তৈরী করে গোল ওপেন করার চেষ্টা।

    ইউরোপিও স্টাইলে এমনিতে আÒট্রা ডিফেন্সিভ থেকে, কাউন্টার অ্যাটাক, বা লম্বা পাস খেলে তারপর সেন্টার করে হেড বা পা ছুঁইয়ে দিয়ে গোল করার টেকনিক কোন কারণে এবার বিফল। মনে হচ্ছে ইউরোপিয়ান ফুটবল বাতিলের পর্যায়ে চলে যাচ্ছে। যদি না ওরা নিজেদের পাল্টায়।

  • Arijit | 61.95.144.122 | ২১ জুন ২০১০ ১৪:৩১457354
  • স্ট্যানলি ম্যাথিউজের সাথে গ্যারিঞ্চার তুলনার চেষ্টাটাই বোকাবোকা। একজনের ইন্টারন্যাশনাল টেনিওর ১৯৩৪ থেকে ১৯৫৭, আরেকজন পঞ্চাশ-ষাটের দশকের। ব্র্যাডম্যানের সাথে শচীন/লারার তুলনার চেষ্টাটাও একইরকম বোকাবোকা। কেউ টিনটোরেটোর সাথে ভ্যান গঘের তুলনা করে কি? কল্লোলদা ব্রিটিশ ফুটবল পছন্দ করেন না, প্রচুর লোক করে না - ইনফ্যাক্ট কলকাতায় দশটা লোক করে কিনা সন্দেহ। কিন্তু বাজে বকে লাভ আছে?
  • stoic | 160.103.2.224 | ২১ জুন ২০১০ ১৪:৩৪457355
  • উফফ, অবশেষে আবার গুরুতে ব্যাক। এটাই কি বিশ্বকাপের লেটেস্ট আপডেটের টই ?
    :-)
    ফ্রান্সের মাঠের ভেতরে এবং বাইরের ছড়ানোতে বেশ আমোদ পাচ্ছি। ফুটে গেলে আরো ভাল।
    এবারে ফুটবল বিশ্বের অনেক ছোটো দেশ চমকে দিচ্ছে এটা ফুটবলের পক্ষে বেশ ভাল মনে হয়। (মতামত ব্যক্তিগত)
    আর ব্রাজিল যে কি করবে ব্রাজিলই জানে, অ্যাজ ইউজুয়াল। তবে স্পেন হেরে গিয়ে গ্রুপ টপ না করলে সেকেন্ড রাউন্ডে ব্রাজিলকে ফেস করবে। তাতে ব্রাজিল ফুটে গেলেও যেতে পারে। :-(
  • Arpan | 216.52.215.232 | ২১ জুন ২০১০ ১৪:৫৪457356
  • হ্যা:, স্টৈকদা যে কী বলেন!
  • Arijit | 61.95.144.122 | ২১ জুন ২০১০ ১৪:৫৮457357
  • বিশ্বাস নাই। কিসুই প্রেডিক্ট করা যাইতাসে না। জাবুলানির মতন। ভয় হইতাসে যে এই স্লোভেনিয়া/স্লোভাকিয়া ইত্যাদিরা সেকেন্ড রাউন্ডে উঠে দশজনে নিজেদের হাফে খেলে খেলার স্ট্যান্ডার্ডের বারোটা বাজিয়ে না দেয়।

    জাবুলানি নিয়ে রয় হজসনের কোশ্চেনটা গুরুত্বপূর্ণ - বিশ্বকাপে নতুন বলের কি খুব দরকার? এর কতটা ফুটবলের জন্য আর কতটা কমার্শিয়াল?
  • stoic | 160.103.2.224 | ২১ জুন ২০১০ ১৪:৫৯457358
  • ইংল্যন্ড টিমের ব্যাপারে একটা ছোট্ট ইনফো:
    ১৯৯০ এর বিশ্বকাপে ইংল্যন্ড সেমিফাইনালে উঠেছিল। ১৯৬৬ এর পর সেটাই ইংল্যন্ডের বেস্ট পারফরমেন্স। এবং সেই বিশ্বকাপেও ইংল্যন্ড প্রথম দুটো ম্যাচ ড্র করেছিল।
    :-)
  • stoic | 160.103.2.224 | ২১ জুন ২০১০ ১৫:০২457359
  • কোনটা ভুল বললাম? ফ্রান্সের ব্যাপারে? না ব্রাজিল-স্পেন এর ব্যাপারে?
  • Arpan | 216.52.215.232 | ২১ জুন ২০১০ ১৫:০৩457361
  • ব্রাজিল স্পেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন