এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ৩০১৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ২০:৪৯457528
  • সেই চেনা রোনাল্ডো। মন ভরে যাচ্ছে।
  • . | 59.93.197.250 | ২৫ জুন ২০১০ ২৩:৫১457529
  • সত্যিই। জঘন্য খেলার মধ্যে ওটুকুই পাওনা। সামান্য কিছু করে বা কিস্‌সু না করেই জায়াণ্ট স্ক্রীনের দিকে বারবার চোখ মেলে দেখে নিজেকে কিরকম দেখাচ্ছে। স্পেনের কোন খেলোয়াড় যেন বলেওছিলো,"ম্যাগাজিন বয়।"
  • aka | 168.26.215.13 | ২৫ জুন ২০১০ ২৩:৫৬457530
  • হ্যাঁ এটা আমিও দেখেছি বারবার টিভির দিকে দেখছিল।

    পরের খেলাটায় চোখ রাখুন, চিলি আর স্পেন দুদলের খেলাই ভালো লেগেছে। চিলির সাত নং অ্যালেক্সি সাঞ্চেজ আর স্পেনের দাভিদ ভিয়া দুজনেই বেশ ভালো।
  • . | 59.93.197.250 | ২৬ জুন ২০১০ ০০:০২457531
  • সে তো জাভি, টোরেস, পুওল..., ফ্যাব্রেগাসকে তো খেলাচ্ছেই না। স্পেনে বহু স্কিলওলা আছে। কিন্তু টোরেসের চুলের সাথে সাথে গোল চেনার চোখও গেছে।
  • aka | 168.26.215.13 | ২৬ জুন ২০১০ ০০:১০457532
  • আমি কেমন জানি চিলির দিকেই ঝুঁকে গেলাম। ব্যপক লাগছে।
  • . | 59.93.197.250 | ২৬ জুন ২০১০ ০০:৫১457533
  • হুঁ..। তবে কি লাতিন আমেরিকা বলতে ছোটবেলা থেকে একটাই দেশকে জেনে এসেছি তো। বাকিরা কোথায় তখন? হয়তো একদল কালো মানুষের ঝাঁক ঐ দলেই ছিল বলে ভালো লাগতো। ওখানকার আর যে দলে কালো মানুষ খেলতো, পেরু, সে তো সেই কুৎসিত গট আপের পর হারিয়েই গেলো, হারিয়ে গেলো তাদের তিওফিল্লো কুবিলাসও।

    ইউরোপের কয়েকটা দলকে ভালো লাগতো নির্দিষ্ট কোন কারণে আর তাদের কিছু খেলোয়াড়ের জন্য। সেগুলো কোথায়? হিদেকুটি-পুসকাসের হাঙ্গেরীকে দেখিনি। দেখেছি লাজলো কিসের হাঙ্গেরী, হাজি-পোপেস্কুর রুমানিয়া, স্টয়েচ্‌কভের(নাকি স্টয়কোভিচ্‌, মনে নেই) বুলগেরিয়া, ইগর বেলানভের রাশিয়া,...। কেউ নেই প্রায়। এর বাইরে নির্দ্বিধায় ভালো লাগতো রেনাস মিশেলের দল ক্রুইফ, নীস্‌কেন্স্‌এর হল্যাণ্ড, গুলিট, রাইকার্ড, বাস্তেনের হল্যাণ্ড আর এখন নিশ্চিতভাবে স্পেন, জিতুক বা হারুক। একমাত্র ইউরোপীয় দল যারা ব্রাজিল বা লাতিন আমেরিকার ধাঁচে খেলে।

    আর ইয়ে... ওদের পতাকাও যে লাল হলুদ।
  • aka | 168.26.215.13 | ২৬ জুন ২০১০ ০০:৫৬457534
  • লারসেন, লাউড্রপের ডেনিশ ডিনামাইট বাদ গেল। :)
  • . | 59.93.197.250 | ২৬ জুন ২০১০ ০১:১০457535
  • লাগা না লাগাটা যে কোনদিনই নিরপেক্ষতার অঙ্ক মানে না। কোথাও না কোথাও গিয়ে সে অন্ধ। লারসেন, লড্রপ বললে তার অনেক আগে তো মুলার, রুমেনিগে, বেকেনবাউয়ারের জার্মানী... বা গিরেস, তিগানা, প্লাতিনি, জিদানের ফ্রান্স....

    দ্যাকো কাণ্ড! এতো বলেও চার্লটন, মুর, লিনেকার, বেকহ্যাম, রুনির দল বা জফ, রোসি, দোনাদোনি, মালদিনি, বারেসি, দেল পিয়েরোর দলের জন্য কলমই সরে না। B-{
  • pipi | 92.225.144.129 | ২৬ জুন ২০১০ ০৩:১৫457536
  • ব্রাজিল-পর্তুগাল, চিলি-স্পেন - দুটো খেলাই কি বোরিং! চিল-স্পেন ম্যাচে শেষ পনের মিনিট তো মনে হল লোকজন নিয়মরক্ষার কারণে এ ওর দিকে বল ঠেলছে। ধুস!
    এদিকে এখানে তো রোববারের ম্যাচে সোয়াইনস্টাইগার খেলতে পারবে কিনা চোটের কারণে সেই নিয়ে মিডিয়া এমন হাঁইমাঁই শুরু করেছে যে zdf আর থাকতে না পেরে আজ তড়িঘড়ি কোচ জোয়াকিম লো কে এনে হাজির করল স্টুডিওতে। প্রশ্ন শুনে লো স্বভাববিরুদ্ধ এমন একখানা হাঁড়ির মত মুখ করল যে মনে হল বার্লিন পাঁচিল বোধহয় আবার জোড়া লেগে গেল!
    যাই হোক, মামুলি "আশা করছি ও ঠিক হয়ে যাবে' - বাঁধা গতের এই কথা ছাড়া আর কিছু পাওয়া গেল না। এরপরেই জিজ্ঞাসা করা হল যে ম্যাথাউস তো অলরেডি বলে দিয়েছে যে এই জার্মান টিম বেশি দূর যাবে না, কোচ হিসেবে লো'র কি মত। বেচারী লো! গোমড়ামুখো ডিপ্লোম্যাট বলে কোনকালেই তার দূর্নাম নেই, বরং কথা টথা বলতে ভালইবাসে এমন (অ-জার্মানসুলভ) ভদ্রলোক বলে সুনাম আছে। তা সেও কেমন থতমত হয়ে মিনমিন করে যা বলল তার সারমর্ম এই - আমাদের ছেলেরা বড্ড কমবয়েসী তো, বেশি চাপ পড়লে একটু ছেতরে যাচ্ছে কিন্তু পোটেনশিয়াল আছে। আশা করছি আমরা অনেকদূরই যাব। কাপ জিতব বা জিততেই পারি - এমন কথা ভুলেও বলল না।
    পারফরম্যান্স নিয়ে কোচ নিজেই এমন সন্দিহান! এহ! ক্লিন্সির ভোকাল টনিক বড়ই মিস করছি। সে লোকটার ক্যারিস্মা ছিল বটে, কি মাঠে, কি মাঠের বাইরে।
  • Manish | 117.241.228.113 | ২৬ জুন ২০১০ ১৫:১০457538
  • শেশ ১৬
  • Manish | 117.241.228.113 | ২৬ জুন ২০১০ ১৫:২৮457540
  • সেমিফাইনাল লাইন আপ

    ব্রাজিল বনাম আম্রিকা

    আজ্রিনটিনা বনাম স্পেন
  • Manish | 117.241.228.113 | ২৬ জুন ২০১০ ১৫:৩০457541
  • বাংলা আসছে না
  • Manish | 117.241.228.113 | ২৬ জুন ২০১০ ১৫:৩৭457542
  • শেষ ১৬
    উ: আম্রিকা = ২
    দ: আম্রিকা = ৫
    ইউরোপ = ৬
    এশিয়া = ২
    আফ্রিকা = ১
    ---------------------
    মোট = ১৬
  • pipi | 92.225.146.145 | ২৬ জুন ২০১০ ১৬:৩৩457543
  • উফ্‌ কি কাণ্ড! সোয়াইনস্টাইগার মোস্ট লাইকলি খেলছে না। ওদিকে বোয়াতেং পায়ে চোট নিয়ে খোঁড়াচ্ছে! মড়ার উপর খাঁড়ার ঘা - প্র্যাক্টিশে পেটে চোট পেয়ে কাকাউ কাবু!! এর মধ্যে কারা যেন গান ধরেছে "বুড়ো' ক্লোসেকে সরিয়ে দাও। কাল এগার জন খেলতে নামবে তো???
  • dri | 117.194.226.181 | ২৬ জুন ২০১০ ২০:৪৮457544
  • অনেক সময় আন্ডাররেটেড টীমের খেলা দেখতেই বেশী ভালো লাগে। উরুগুয়ে-সাউথ কোরিয়া ব্রাজিল-পোর্তুগালের চেয়ে বেশী ভালো লাগছে। সাউথ কোরিয়া গোলটা খেতে খেলাটা জমেছে। সাউথ কোরিয়া ওপেন খেলা খেলছে। ফাস্টে গোল দিয়ে দিলে হয়ত ক্লোজ্‌ড খেলে বোর কোরে দিত। তবে খেলায় সুন্দর স্পীড। আর যথেষ্ট ক্লীন খেলা। খুব কম ফাউল দুটো টীমেরই। বিশ্রী লাগে ঐ প্রতি দুটো মুভে একটা করে ফাউল।
  • dri | 117.194.226.181 | ২৬ জুন ২০১০ ২০:৫২457545
  • কোরিয়া অনেক চান্স/হাফ-চান্স ক্রিয়েট করছে, কিন্তু বড় ম্যাচে মাথা ঠান্ডা রেখে ফিনিশ করার লোকের অভাব আছে।
  • nyara | 122.167.255.70 | ২৬ জুন ২০১০ ২০:৫৮457546
  • সাউথ কোরিয়া ভাল চেপে ধরেছে।
  • dri | 117.194.226.181 | ২৬ জুন ২০১০ ২০:৫৯457547
  • বলতে বলতে একটি গোল এবং একটি গোল মিস। কোরিয়ার একটা ভালো স্ট্রাইকার চাই। এদের অ্যাটাক বিল্ডাপ বেশ ভালো।

    আর কোরিয়া গোলটা খেয়েছে খুব বাজে।
  • dri | 117.194.226.181 | ২৬ জুন ২০১০ ২১:০৭457550
  • এবার উরুগুয়ে চেপে ধরেছে। দারুন খেলা।
  • dri | 117.194.226.181 | ২৬ জুন ২০১০ ২১:২৪457551
  • হেরে গেল। একটা ভালো স্ট্রাইকার থাকলে আরো গোল হত। যাই হোক, উরুগুয়েও ভালো। কোয়ার্টার্সে ভালো ফাইট দিতে পারবে।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২১:৩৬457552
  • সুয়ারেজকে ভালো লাগল। দ্বিতীয় গোলটা যা তা।
  • dri | 117.194.226.181 | ২৬ জুন ২০১০ ২১:৫৫457553
  • হ্যাঁ, ভালো ফিনিশার। সেকেন্ড গোলটা তো খুবই ভালো। ইভেন ফাস্ট গোলটা, কোরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে খুব বাজে পীস অফ ডিফেন্ডিং, শুধু গোলকীপারের দোষ নয়, সুয়ারেজকে আনমার্কড রাখাও, কিন্তু সুয়ারেজের পয়েন্ট অফ ভিউ থেকে ভালো গোল। সুযোগটা সঙ্গে সঙ্গে গ্র্যাব করেছে। ভালো স্ট্রাইকার সবসময় মুভ করে, কড়া মার্কিং এড়িয়ে ফাঁকা জায়গায় জায়গা করে নেয়, গোলের মুখে দাঁড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এই একই বল একটা নট-সো-ভালো স্ট্রাইকার পেলে দেখতেন হাঁ করে দেখত, তারপর মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ত।
  • Tim | 71.62.121.158 | ২৬ জুন ২০১০ ২১:৫৫457554
  • উরুগুয়ে সেকেন হাফে এত ডিফেন্সিভ কেন হয়ে গেল ওরাই জানে। সাউথ কোরিয়ার খেলা বেশ ভালো লাগলো ঐ সময়। দারুণ ম্যাচ। অপ্পনকে ক। সুয়ারেজকে ভালো লাগলো আমারো।
  • dri | 117.194.226.181 | ২৬ জুন ২০১০ ২২:০২457555
  • এটা বোধ হয় একটা কমন ভীরু মেন্টালিটি। শুরুতেই গোল দিলে এই প্রবলেমটা হয়। ইভেন বড় টীমও অনেক সময় (বিশেষ করে শক্ত প্রতিপক্ষ থাকলে) ভাবে যে জাস্ট ডিফেন্সিভ খেলেই এই লীডটা ধরে রাখব। কিন্তু ভালো ডিফেন্সের একটা পার্ট হল পরিমিত অ্যাটাক। এইটা সব সময় মাথায় থাকে না।

    একমাত্র নর্থ কোরিয়ার মত দুধেভাতে অপোনেন্ট থাকলেই বোধ হয় প্রথম গোল দেওয়ার পর একটা টীম মনের আনন্দে অ্যাটাক করে যেতে পারে ৭-০ অব্দি।
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২২:৩২457556
  • ন্যাড়াদা, তুমি এমএস অফিসের লাস্ট কোন ভার্সন ব্যবহার করেছ জানি না। যদি অফিস ২০০৭ ব্যবহার না করে থাকো তাহলে বলব ২০০৩-এর পরে ২০০৭-এ কাজ করলে মনে হবে বিএমটিসির পাতি বাস ছেড়ে ভলভো বাসে চড়েছ। এইটা ফিল না করলে বুঝবে না। তবু লিখছি যেগুলো ২০০৭-এ নতুন অ্যাড করেছে। ২০০৩ বা ওপেন অফিসে নেই।

    ১) ইজি পাইভটটেবল।

    ২) পাওয়ারফুল ফর্মুলা।

    ৩) ম্যাক্স রোকাউন্ট। আগে ছিল মাত্র ৬৪০০০।

    ৪) ফিল্টারিং বাই কালার।

    ৫) ফিল্টারিং বাই মাল্টিপল সিলেকশন।

    ৬) ঝকঝকে প্রোফেশনাল লুকিং অবজেক্টস।

    ৭) ফর্ম্যাটিং চেঞ্জ করার সময় অটো প্রিভিউ দেখানো।

    মূলত এক্ষেলের কথা লিখলাম। কারণ সারাদিন আমাকে প্রচুর পরিমাণ ডেটা অ্যানালিসিস করতে হয়। বেসিকালি প্রোজেক্ট ইনভেন্টরি আর প্রোজেক্ট মেট্রিক। তবে ৬ আর ৭ যেকোন অফিস টুলের জন্য ভ্যালিড।

    তাছাড়া আরো একটা বড় ঝাড়ের জায়গা হল ম্যাক্রো। ওপেন অফিসে। খুচখাচ কাজে প্রায়ই দশলাইন বারোলাইন ম্যাক্রো লিখতে হয়। এমএস অফিসে ভিবিএ ছাড়া সম্ভব নয়। ওপেন অফিসের একটা ওপেন অফিস বেসিক বলে ব্যপার আছে। গোটাদুয়েক সাইট ছাড়া কোন ভালো সাপোর্টবেসই নেই।

    নিচের জিনিসটা দেখো। ওপেন অফিস দিয়ে এই জিনিস জাস্ট বানানো যাবে না।

    http://sites.google.com/site/paramorefifawc/download
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২২:৩৩457557
  • ছ্যা ছ্যা। ক্ষমা। ক্ষমা। :-(
  • Arpan | 122.252.231.10 | ২৬ জুন ২০১০ ২৩:১১457558
  • কাল দাভিদ ভিয়ার গোলটাও জাত স্ট্রাইকারের হলমার্ক। খুব ভালো ছেলেটা। টরেস ফর্মে ফিরলে স্পেনের অ্যাটাক অপোনেন্টের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে।
  • dri | 117.194.228.240 | ২৭ জুন ২০১০ ০০:১৬457559
  • বা:! ঘানা তো একটি পুরে দিয়েছে দেখছি।
  • dri | 117.194.228.240 | ২৭ জুন ২০১০ ০০:২০457561
  • এইটা ঘানা ভালো করছে। একটা গোল দিয়ে ডিফেন্সিভ হয়ে যায়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন