এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ৩০২৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 71.62.121.158 | ২৭ জুন ২০১০ ২২:৩১457595
  • অবিশ্যি ঠাকুর ঠাকুর করে যদি মেক্সিকোই কাজটা সেরে দেয় তাইলে অন্য কথা।
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ২২:৩৯457596
  • ঠাকুর কি একদিনে দুটো ইচ্ছে পূরণ করবেন? অবশ্য চারানার পাঁটা মানত করে রেখেছি। দেখা যাক।
  • Tim | 71.62.121.158 | ২৭ জুন ২০১০ ২২:৫৩457597
  • :-)
    মেসিদের জেতার দর ৬৭-০ যাচ্ছে, টিভিতে বল্লো। সবাই ধরেই নিয়েছে জার্মানির সাথে দেখা হবে। হবেই? ;-)
  • pinaki | 67.210.179.5 | ২৭ জুন ২০১০ ২৩:০৩457599
  • মেক্সিকো নিয়ে চাপ আছে। রোমানিয়ার কথা মনে পড়ছে।
  • dri | 117.194.233.0 | ২৭ জুন ২০১০ ২৩:০৩457598
  • আরে দেখা যাক। ইট্‌স নট ওভার টিল দা ফ্যাট ক্যাঙারু সিংস্‌। টিমের কি জার্মানীর চেয়ে আর্জেন্টিনাকে বেশী ভয়? এবার ডিফেন্সে সবারই ফাঁক আছে? ব্রাজিলের ডিফেন্স কি নিশ্ছিদ্র? যাও মর্ত্যে, সেখানে গোল খাবে, গোল দেবে। আর সেই রোমান পিরিয়ডের ইটালীর মত ডিফেন্স হলে স্কোরলাইন গুলো বড় আনইন্টারেস্টিং হয়। ১-০ র চেয়ে ২-১ দেখতে বেশী ভালো লাগে। একটু ফাইট চাই। ওয়ান-সাইডেড ম্যাচ ভালো লাগে না।

    আর ন্যাড়াদা, ইভেন ফাস্ট গোলটাও তো স্পীডে। ইংল্যান্ডের ডিফেন্ডার ছুটে, ক্লোজের জামা টেনে ধরেও শেষরক্ষা করতে পারল না।
  • pinaki | 67.210.179.5 | ২৭ জুন ২০১০ ২৩:০৫457600
  • ইংল্যান্ড এর ডিফেন্ডারগুলো বাজে রকমের স্লো। তবে ওজিল ভালো দৌড়ায় - এটা মানতে হবে।
  • pinaki | 67.210.179.5 | ২৭ জুন ২০১০ ২৩:০৯457601
  • ম্যাচটার ফার্স্ট হাফ দেখে বেশ ভালো লাগছিল। ইংল্যান্ডের তো ন্যায্য গোলটা দিল না। তাহলে ২-২ হত। তবে তাহলেও হয়তো ইংল্যান্ড হারত। কিন্তু দ্রি যা বল্লেন - এক্কেবারে একমত। এখনো অব্দি এটাই আমার দেখা এবারের বিশ্বকাপের সবচেয়ে ক্লীন খেলা। এত কম ফাউল - ভাবা যায় না।
  • Bratin | 117.194.96.48 | ২৭ জুন ২০১০ ২৩:৪৪457602
  • ইংল্যান্ড হারলো। বেজায় খুশী। এইবার শত্তুরের মুখে ছাই দিয়ে আমার দল মেস্কিকো বারোটা র বাজিয়ে দেবে
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ২৩:৫৩457605
  • থুড়ি, মেস্কিকো!?
  • Arpan | 122.252.231.10 | ২৭ জুন ২০১০ ২৩:৫৩457603
  • ক্ষী ক্ষেলো! ব্রতীনের দল মেক্সিকো!!
  • Bratin | 117.194.96.48 | ২৭ জুন ২০১০ ২৩:৫৪457606
  • আরে, আর্জেন্টিনা :-))
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ০০:২৭457607
  • পরিষ্কার অফসাইড। পরিষ্কার জালি। :(
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০০:২৯457608
  • এই আর একটা দল কোনবার ভগবানের হাত, কোনবার রেফারির হাত, আর কতদিন চলবে। মেক্সিকোর এগেইনস্টেই এই।
  • . | 59.93.245.212 | ২৮ জুন ২০১০ ০০:৪৭457609
  • এই দলটা কোনোদিন চুরি করে ছাড়া বিশ্বকাপ জেতে নি, জেতেও না। সেই প্রথম বিশ্বকাপে উরুগুয়েতে ফাইনালে উঠেছিলো, তারপর ৪৮ বছর পর নিজেদের দেশে পেরু-র সাথে গট আপ করে পেরুকে ছ গোল দিয়ে উঠলো, ব্রাজিল একটা খেলাও না হেরে শুধু এই জালি টিমের জালিতে আউট হয়ে গেলো। খুনে ব্যাক ছিলো প্যাসারেলা। কদিন আগে দেখছিলাম জেন্টীলকে নিয়ে কথা হচ্ছে। তো প্যাসারেলা কি ছিলো।

    তারপর সেই বি-কু-খ্যাত ছিয়াশি.... গোল করলেন না, বাস্কেট করলেন ফুটবলের রাজপুত্র। শিল্টন বারবার রেফারীকে ডেকে দেখালেন, 'রাজপুত্র' গোল করার পর সারাক্ষণ রেফারীর দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন। ওরকম চুরি, ওরকম জালি মাফ হলে, মার্চিং অর্ডারের বদলে গোল অ্যালাউ হলে ওরকম দ্বিতীয় গোল কেন, বা বেলজিয়ামের বিরুদ্ধে স্বর্গীয় গোল কেন, সব গোলই অনেক বেশী আত্মবিশ্বাসের সাথে করা যায়। কোয়ালিটি তো ছিলো, তার থেকেও বেশী চিলো তস্কর মানসিকতা।

    তারপর নব্বইয়ে সারাক্ষণ প্লে-অ্যাক্টিং, প্রতিটি প্রতিপক্ষ দেশ খেললো দশ বা নজনে। হাজি-পোপেস্কুর রুমানিয়া খেলেছিলো নজনে। আর এই রাজপুত্রর দলে ছিলো প্যাসারেলার উত্তরসুরী বাতিস্তোঁ, রাইট ব্যাক। হাজির মতো কত খেলোয়াড়ের খেলার জীবনই শেষ করে দিলো।

    আজ আবার ওরকম অফসাইডে গোল। তাতেই লাফালাফি।

    এ কিনা ফিদেল কাস্ত্রোর বন্ধু। ছো:।
  • dri | 117.194.228.208 | ২৮ জুন ২০১০ ০১:০৩457610
  • আমি চাই মেক্সিকো আরেকটু পজিটিভ খেলুক। যা হওয়ার তো হয়ে গেছে। খারাপ লাগে এইসব সিচুয়েশানের ভিক্টিম হয় মেক্সিকোর মত মাঝারি টীমেরা। মেক্সিকো শুরুর দিকে পেশ পজিটিভ খেলছিল। কয়েকটা দারুণ ওপেনিংও করেছিল। কিন্তু মাঝে একটু নেতিয়ে গেল। কাউন্টার অ্যাটাকের সময়ও কেন এত স্লো হয়ে যাচ্ছিল বুঝলাম না। আরেকটু ফাস্ট খেলুক মেক্সিকো। একটা গোল অন্তত রিটার্ন দিক। মাথা গরম করে কোন লাভ নেই।
  • dri | 117.194.228.208 | ২৮ জুন ২০১০ ০১:০৮457611
  • তাহলে কি ভেতরে ভেতরে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার ব্যবস্থা হয়েই আছে? উল্টোদিকে কে আসবে? চিলি?

    এ এক গোয়েন্দাগল্প।
  • Pintu | 82.130.98.116 | ২৮ জুন ২০১০ ০১:২৯457612
  • ফাইনালের দিন আর্জেন্টিনা তো খেলবেই। ঠিক করা আছে। ঐ দিন পশ্চিম দিকে সুজ্জি উঠবে, হাতি রা আকাশে উড়বে আর মমতা নোবেল পাবেন (কলকাতাকে লন্ডন, দীঘা কে গোয়া আর উত্তা বঙ্গ কে সুইত্‌জারল্যান্ড বানানোর জন্য)।

    সব-ই কন্সপিরেসি। এ সব না হলে আম্রিকা আর ইউকে ফাইনাল খেলত।
  • Abhyu | 80.221.18.28 | ২৮ জুন ২০১০ ০১:৩২457613
  • মেহিকো গোল দিয়েছে !
  • dri | 117.194.225.105 | ২৮ জুন ২০১০ ০২:০২457614
  • তেভেজের সেকেন্ড গোলটা আর মেক্সিকোর গোলটা ভালো ছিল। ডে সান্টোস ছেলেটা বেশ ভালো খেলে। চোট্টামি না করলেও আজ আর্জেন্টিনাই জিতত। মেক্সিকো জেতার মত খেলেনি। কিন্তু চোট্টামি করায় মাঝে বেশ খানিকক্ষণ বড় নেগেটিভ হয়ে পড়েছিল মেক্সিকো। শুরুর মত পজিটিভ থাকলে ওভারঅল খেলাটা একটু বেটার হত।
  • dri | 117.194.227.3 | ২৮ জুন ২০১০ ০২:০৯457617
  • বিশেষ করে সেকেন্ড গোলের ঐ মিসপাসটা। এত ইম্পর্ট্যান্ট একটা ম্যাচে এরকম ল্যাপ্স অফ কনসা®¾ট্রশান জাস্ট ভাবা যায় না।
  • Tim | 71.62.121.158 | ২৮ জুন ২০১০ ০২:০৯457616
  • এরকম অসভ্য ও জঘন্য রেফারিদের কোথা থেকে আনা হয়েছে জানিনা। কনস্পিরেসি থিওরি হলে অন্য কথা।

    ফুটকিদাকে ক। এই বিশ্বকাপেও প্রথম খেলাতেই ফাউল করে গোল, দুটো অফসাইডে গোল হয়ে গেল। আল্টিমেট রেজাল্ট যাই হোক, প্রথম গোলটাই আসল। ওতেই আত্মবিশ্বাসটা তৈরী হয়। আর কি মিল! আজকেও তেভেজ পরে একটা বাঁধিয়ে রাখার মত গোল করলো। স্কোর লেভেল থাকলে যে চাপটা থাকে, সেটা সরিয়ে নিলে খেলাটাই পাল্টে যায়। আরহেন্তিনার দোষ নেই, তবে কপালটা ভালো।
  • dri | 117.194.225.76 | ২৮ জুন ২০১০ ০২:১৮457618
  • আর একটা জিনিষ খুব ইন্টারেস্টিং। মাঠে সাদা রিবন ঢুকে পড়তে দেখলাম। এরকম আর কখনো কেউ দেখেছেন বলে মনে পড়ে? পুরোনো ফুটেজে দেখেছি ১৯৭৮ এর বিশ্বকাপে মাঠে এরকম রিবন ছেড়ে দিতে। সেই মারি কেম্পেস যেবার অনেকগুলো গোল করেছিল।
  • pipi | 78.52.235.116 | ২৮ জুন ২০১০ ০২:২৬457619
  • আজকের এমন চমৎকার দু দুটো খেলা - দুটোই মাটি হল হতচ্ছাড়া বদ রেফারি গুলোর জন্য। এর পরেও যদি থার্ড আম্পায়ার গোছের ব্যবস্থা না করা হয় তো ফিফাকে কচুকাটা করা উচিত। জার্মানী জিতেছে, ভাল খেলে জিতেছে - সব ঠিক আছে কিন্তু ইংলিশ সাপোর্টারদের চিল্লামিল্লিতে যুক্তি আছে। ২-২ হলে কি হত বলা যায় না। হয়তো জার্মান জনতা সেই চাপের মুখে ব্রেকফেল করত। কারণ এই জার্মান টিম লিড করলে ম্যাচ মোটামুটি ক®¾ট্রালে রাখতে পারছে কিন্তু পিছিয়ে পড়লে সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারছে না (উদা: সার্বিয়া ম্যাচ) অতএব লেভেল প্লে হলে কি হত কে জানে।
    সেম গোস ফর মেহিকো।
    অল সেড অ্যাণ্ড ডান - এই আর্জেন্টিনাকে থামায় কারোর সাধ্যি নেই এবার।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ০২:৩৮457620
  • হে:, পিপির হলটা কী! ২-২ থেকে নাকি ইংল্যান্ড ম্যাচ বার করে নিত।

    আর এই আর্জেন্তিনাকে জার্মানিই হারাবে এবারো। হয়ত টাইব্রেকারে।
  • Abhyu | 80.221.18.28 | ২৮ জুন ২০১০ ০২:৪৪457621
  • দেখা যাক!
  • pipi | 78.52.235.116 | ২৮ জুন ২০১০ ০৩:২৪457622
  • ইংলণ্ড জিততই বলছি না। তবে একটা খচখচানি রয়ে গেল এই যা। আর, জার্মান ডিফেন্স দেখেছো? বড় বড় ছ্যাঁদা ভত্তি। এই দিয়ে আটকাবে হিগুয়েইন, ত্রেভেজ আর মেসিদের?
    অবশ্য জিতবে কি না সে তো বলে দেবে ওর‌্যাকল অক্টোপাস পল:-) সে ব্যাটাকে নিয়ে যা হইচই হচ্ছে এখানে বলার নয়।

  • Tim | 71.62.121.158 | ২৮ জুন ২০১০ ০৫:৫১457623
  • হ্যাঁ আর্জেন্টিনাকে থামানো মুশকিল। দরকারমত রেফারি, চওড়া কপাল ইত্যাদিপ্রভৃতির সাহায্যে কাপ নিয়ে যেতেই পারে। ;-)

    দ্রিদা, এইজন্যই আর্জেন্টিনাকে ভয়। একে তো ভারি ভারি নাম, তায় ভাগ্য। এরপর রেফারিও হেল্প করলে চিত্তির! আর্জেন্টিনার এইরকম ক্রুশিয়াল ম্যাচগুলোয় ভুলভাল কারণে জিতে যাওয়ার অনেক উদাহরণ আছে। তাও ভালো এবার ব্রাজিলের দলটা দরকচা। আমার তেমন টেনশন নাই। হয়ত কো: ফাইনালেই ফুটে যাবে। :-)
  • Tim | 71.62.121.158 | ২৮ জুন ২০১০ ০৫:৫৬457624
  • মেসি এখনও সেরকম কিছু খেলছেনা। হিগুইন তো ওকে টাইপ। একমাত্র তেভেজই কিছুটা ঝামেলায় ফেলতে পারছে। একটা কড়া ডিফেন্সের সামনে এখনও পড়েনি ওরা। আমি এই কন্টেস্টটা দেখতে চাই। তখনই বোঝা যাবে। ও আরেকটা কথা। এখনও আÒট্রা ডিফেন্সিভ টীমের সামনেও পড়েনি মেসিরা। যারা আট-নজনকে নিয়ে গোলের সামনে পাঁচিল তুলে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলে। এই আর্জেন্টিনার ডিফেন্সেও বিশাল বিশাল ছ্যাঁদা আছে। আর গোলকিপারও তেমন সুবিধের নয়। দেখা যাক কেউ এগুলো খেয়াল করছে কিনা। :)
  • aka | 24.42.203.194 | ২৮ জুন ২০১০ ০৬:৫৮457625
  • এবারের বিশ্বকাপে কোন দলই সাংঘাতিক ভালো কিছু না। সব কটাই মিডিওকার টাইপ। ডিফারেন্স খুব কম। মেসি ভালো কিন্তু মারাদোনার সাথে তুলনার মানে দেখি না। তবে বয়স খুব কম এখনো গোটা দুয়েক বিশ্বকাপ মনে হয় খেলবে। পরের বিশ্বকাপটায় মেসিকে দেখতে চাই। তখন ২৭ বছর বয়স হবে। ১৯৮২ র বিশ্বকাপে মারাদোনা নড়তেই পারে নি। শেষে ব্রাজিল ম্যাচে জিকোকে পেটে লাথি মেরে লাল কার্ড দেখে।
  • kallol | 124.124.93.205 | ২৮ জুন ২০১০ ০৯:২০457627
  • ব্রাজিল আর আর্জেন্টিনার ডিফেন্স পুরো খাদ্য। তার মধ্যে আর্জেন্টিনার গোলকিপারটা খুব ঠিকঠাক লাগলো না। স্পেন বা হল্যান্ডের সামনে দাঁড়াবে না। বেঁচে যাবে স্কোরিং এবিলিটির জন্য। এক গোল খেলে দু গোল দেবার ক্ষমতা রাখে দু দলই। আমার জার্মানীর খেলা খুব ভালো লাগলো না। বেসিক স্কিল ভালো না। বল রিসিভ করলে পায়ে জমে না, বেরিয়ে আসে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন