এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আসন্ন বিশ্বকাপ ফুটবল

    Manish
    অন্যান্য | ২৯ মে ২০১০ | ২৯৭৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ২৮ জুন ২০১০ ১০:১৬457628
  • ওই যে বল্লাম আগামী ৪৪ বছর এই নিয়ে চলবে।

    তবে আসল কাজের কাজ হবে যদি এফএ কিছু শেখে। মনে হচ্ছে কাগজে পড়েছি এবার থেকেই প্রিমিয়ার লীগে ব্রিটিশ প্লেয়ার - বিদেশী প্লেয়ার নিয়ে কিছু একটা নিয়ম হচ্ছে। কতজন যেন ইয়ুথ অ্যাকাডেমী থেকেও থাকতে হবে। আর্সেনাল টাইপ টিমের ঝাড় বেশি (কোনো একটা চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনাল বা ফাইনাল আর্সেনালের টিমে একটাও ব্রিটিশ প্লেয়ার ছিলো না)। এই ওজিল, বোয়াতেং এরা আন্ডার ২১ টিম থেকে উঠে এসেছে - জার্মানির যে দলটা ইংল্যান্ড আন্ডার-টোয়েন্টিওয়ানকে ইউরো ফাইনালে ৪-১ হারিয়েছিলো। সম্ভবত: সেই টিমটা থেকে চারজন এখন সিনিয়র টিমে খেলে। ইংল্যান্ডের সেখানে শুধু মিল্‌নার আর লেনন।
  • quark | 202.141.148.99 | ২৮ জুন ২০১০ ১১:০০457629
  • বিশেষ কিছু বলার নেই, ইংল্যান্ডকে বড্ড স্লো আর ভয়ে কুঁকড়ে থাকা মনে হ'ল। দু গোল খাওয়ার পর মিনিট পনেরো যে খেলাটা খেলল, সেটা প্রথম থেকে খেললে .....

    তবে জার্মানি অসাধারণ। দৌড় আর অসাধারণ বোঝাপড়াতেই কয়েক মাইল এগিয়ে গেল।
  • quark | 202.141.148.99 | ২৮ জুন ২০১০ ১১:০৮457631
  • While England sent their oldest squad in history to the World Cup, Germany sent their youngest since 1934.

    ইট ইজ দ্য কজ .....
  • quark | 202.141.148.99 | ২৮ জুন ২০১০ ১১:১২457632
  • ক'দিন আগে কেউ একজন ক্লোজে কে বাতিল করছিল। কালকের ঐ গোলটা দেখার পরে কথা গিলতে হবে। পার্ফেক্ট স্ট্রাইকার। দুটো ব্রিটিশ ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে দৌড়ে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে থামল। হ্যাঁ এই বয়সেও।
  • Arijit | 61.95.144.122 | ২৮ জুন ২০১০ ১১:১৩457633
  • ইয়াং কেউ নেইই তো পাঠাবে কোত্থেকে? প্রিমিয়ার লীগের ৩৭% প্লেয়ার হল ব্রিটিশ, তাদের মধ্যে বেস্ট এরাই - অন্তত: কাগজে কলমে। ভারতের ক্রিকেটের গোল্ডেন জেনারেশনের মতন।
  • . | 59.93.245.212 | ২৮ জুন ২০১০ ১১:১৯457634
  • দক্ষিণ আফ্রিকায় অজস্র অঘটনের মতই দুটি লাতিন আমেরিকার দলের ফাইনাল হওয়াও সম্ভব হয়তো। কিন্তু দুটি ইউরোপীয় দলের ফাইনাল পাঁচবারের বেশী হলেও দুটি লাতিন আমেরিকার দলের ফাইনাল ১৯৩০ আর ১৯৫০ ছাড়া আর ১৯৫০এর পর একবারও হয় নি। ফিফা কি এবারও তা হতে দেবে?

    দক্ষিণ আফ্রিকা বলে হয়তো ঘটেও যেতে পারে।
  • stoic | 160.103.2.224 | ২৮ জুন ২০১০ ১৩:১৫457635
  • কাল মেক্সিকোর গোলটা যে করল, সেই হেরনান্দেজ ছোকরা নেক্সট সীজনে আমাগো ম্যান ইউ তে খেলবে। :-))
  • lcm | 69.236.176.77 | ২৮ জুন ২০১০ ১৩:২০457636
  • আর্জেন্টিনা-র খেলায় এক্সট্রা আকর্ষন - মারাদোনা। শুধু আর্জেন্টিনা কেন, এই বিশ্বকাপের। পারলে মাঠের মধ্যেই ঢুকে পড়েন। টিভির কোনে একটা ছোটো pip উইন্ডো রেখে মারাদোনার রিঅ্যাকশন গুলো দেখতে পারলে ভালো হত। হ্যট্‌স অফ্‌ টু - মারাদোনা। আমাদের জেনারেশনের একমাত্র...
  • . | 59.93.245.212 | ২৮ জুন ২০১০ ১৩:৩১457638
  • বিরাশির বিশ্বকাপে মারাদোনা নড়তেই পারে নি, একেবারেই ঠিক নয়। ইতালির ক্লদিও জেণ্টিল মারাদোনাকে সতেরোবার আর জিকোকে আঠারোবার ফাউল করেও অজ্ঞাত(?) কারণে পার পেয়ে যায়। জিকোর তো জার্সির টুকরোও ছিঁড়ে ওর হাতে থেকে গিয়েছিলো। আর মারাদোনা তখন খুবই বাচ্চা কিন্তু কোয়ালিটি আর স্পীড জন্মগতভাবেই তখনও ভয়ঙ্কর। শুনতে ভালো লাগবে না হয়তো, ব্রাজিল সমর্থক হিসেবে খোলাখুলি বলতে আমারও ভালো লাগছে না, কিন্তু এটা সত্যি যে সেদিন মারাদোনাকে খুচখাচ বিচ্ছিরি ফাউল করে অনেকক্ষণ ধরেই ব্রাজিলের ফালকাও উত্যক্ত করেছিল, নিষ্ঠুরভাবে মেরেছিলো আলেমাও, এই ফাউলগুলোর সুযোগে বারবার সক্রেটিস ওর থেকে বল নিয়ে বেরিয়ে যাচ্ছিল। শেষে জিকোর ফাউলে আর না থাকতে পেরে মারাদোনা সেটাই করে বসে যেটা ব্রাজিল চাইছিলো। আর তিন গোল খায়।
  • stoic | 160.103.2.224 | ২৮ জুন ২০১০ ১৩:৩১457639
  • ক'দিন আগে আর্য্য লিখেছিল এবারের বিশ্বকাপে আগের মত ক্যারাকটারস নেই। মারাদোনা তো একাই একশ। মাঠের বাইরে মারাদোনার যা পারফর্মেন্স, সেগুলো কমপাইল করে ইউটিউবে আপলোড করা উচিত। ;-))
  • quark | 202.141.148.99 | ২৮ জুন ২০১০ ১৪:০৩457640
  • বলটা মারাদোনার পায়ে এমনভাবে লেগে থাকত, যে ওকে ক্লিন ট্যাকল্‌ করা প্রায় অসম্ভব ছিল। তার ওপরে ঐ গতি আর ফিটনেস। একটা ছবি বহুবার টিভির পর্দায় ভেসে উঠত, ট্যাকল করতে আসা ডিফেন্ডার মাটিতে পড়ে আর মারাদোনা বল নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ১৮:০০457641
  • আলেক্সি লালাস সেদিন টিভিতে বলেছে ইংলন্ডের সাথে যা হয়েছে তা ঠিক হয় নি। কিন্তু এটাও ঠিক ইংলন্ড মোটেও ভাল খেলে নি। ইংলন্ডের বিরুদ্ধে ন্যায্য গোল দেওয়া হয় নি ঠিকই, কিন্তু আরও খারাপ হত যদি জার্মানি না উঠত।

    ১৯৮৬ র মারাদোনা হচ্ছে গতি, শক্তি আর স্কিলের পারফেক্ট কম্বিনেশন। ১৯৮৬ তেও লোকে মারাদোনাকে মারার চেষ্টা করেছে, কিন্তু হয় পারে নি গতিতে হেরে গেছে, বা মেরেও আটকানো যায় নি। যুগোস্লাভিয়ার বিরুদ্ধে গোলটায় মেরে, ঠেলে, বডি দিয়ে আটকে কিছুই করতে পারল না।
  • stoic | 160.103.2.224 | ২৮ জুন ২০১০ ১৮:২৫457642
  • ১৯৮৬ এ যুগোস্লাভিয়া কোত্থেকে এল ?
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ১৮:৪৯457643
  • ও তাইলে মনে হয় বেলজিয়াম, না?
  • stoic | 160.103.2.224 | ২৮ জুন ২০১০ ১৯:০৩457644
  • এই গোলটার কথা বলছ বোধহয়।


    নয়ত এটা, সেম ম্যাচ।


  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ১৯:১৬457645
  • ঠিক ঠিক, আমি প্রথমটার কথা বলছিলাম। দ্বিতীয়টাও খুব ভালো।
  • Tim | 198.82.17.114 | ২৮ জুন ২০১০ ২০:০১457646
  • কোয়ার্ক,
    আমি ক্লোজের কথা লিখেছিলাম এই টইতে। কালকের গোলটা খুবই ভালো, পারফেক্ট স্ট্রাইক। কিন্তু একটা গোলেই কথা গেলার মত কিছু হয়নি। কোলে্‌জকে আমি বাতিল বলিনি, হেড ছাড়া খুব একটা কিছু নেই বলেছিলাম। আরো কয়েকটা ঐরকম গোল করলে (আর পায়ে আসা সহজ সুযোগগুলো মিস না করলে) কথাটা ফিরিয়ে নেবো।
    ওপরের বলে ক্লোজে অন্যতম সেরা, সবাই জানে। দশটার মধ্যে হয়ত আটটাই গোল করবে।
  • dri | 117.194.230.110 | ২৮ জুন ২০১০ ২০:৩৯457647
  • এই নেদারল্যান্ড কিন্তু একটা খুব লো-প্রোফাইল পার্সেন্টেজ ফুটবল খেলছে যেটা খুব এফেক্টিভ।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ২০:৪৪457649
  • হুঁ। কিন্তু ওদের বরাবরের গাঁট কোয়ার্টার ফাইনালে ব্রাজিল।
  • aka | 168.26.215.13 | ২৮ জুন ২০১০ ২০:৪৫457650
  • নেদারল্যাণ্ড এবারে অনেক কিছু করে দেখাতে পারে। রবেন তো ব্যপক। আর টিমটা ধীরে ধীরে পিক করছে। ভালো ডিফেন্স। কো:ফা: ব্রাজিলের ব্যথা আছে। অবশ্যি তারও আগে আজ চিলিকে হারাতে হবে।
  • Sags | 114.143.7.146 | ২৮ জুন ২০১০ ২০:৫১457651
  • মারাদোনার একটা ছবি বেরিয়েছিলো ১৯৯০ বিশ্বকাপের সময় - বোধয় Statesman-এ, কোনো খেলার পরের দিন। একটা ফ্রেমে মারাদোনা আর বিপক্ষের ন'জন তাকে আটকানোর চেষ্টায়।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ২১:০৪457652
  • আজ্জোর মুখে ঘি-শূকর পড়ুক। ;-)
  • stoic | 160.103.2.224 | ২৮ জুন ২০১০ ২১:১৩457653
  • নেদারল্যান্ডস কাপ জিতলে খারাপ নয়। অনেক বছর আগেই জেতা উচিত ছিল। তবে এবার সেরকম ভাল টিমের এগেইনস্টে এখনও খেলেনি। আশা করি ব্রাজিল-নেদারল্যান্ডস জমে ক্ষীর হবে। :-)
  • stoic | 160.103.2.224 | ২৮ জুন ২০১০ ২১:২১457654
  • অর্পণ কে কনগ্রা। ২-১ জিতলে।
  • Arpan | 122.252.231.10 | ২৮ জুন ২০১০ ২১:২৫457655
  • ভালো টিম আর কই বাজারে? তবে তো ওই জাপানের সাথে খেলল। :)
  • dri | 117.194.227.253 | ২৮ জুন ২০১০ ২১:২৬457656
  • নেদারল্যান্ডের সেকেন্ড গোলটা খুব হচপচভাবে হল। রেফারির সাথে ঝগড়া করতে ব্যস্ত কিছু স্লোভাকিয়ার প্লেয়ার, এমন সময় ফট করে ফ্রিকিক নিয়ে গোলটা হয়ে গেল।
  • Tim | 198.82.17.114 | ২৮ জুন ২০১০ ২১:৪৬457657
  • হল্যান্ডের সাথে ব্রাজিলের চাপ আছে। অবশ্য চিলিকে হারানো সহজ হবেনা।

    ৯০ বিশ্বকাপ নিয়ে কথা হচ্ছিলো। তো সেখানে মারাদোনার একটা গোল (বোধহয় একটাই) গোল ছিলো। বাঁ পায়ে হালকা টাচ, খুবই সফ্‌ট টাচ। তাও গোলকিপার নড়তে পারেনি, এতটাই ভালো প্লেসমেন্ট। গোলকিপার স্রেফ দাঁড়িয়ে দেখলো বলটা বাঁক খেয়ে গোলে ঢুকলো।
  • dri | 117.194.227.253 | ২৮ জুন ২০১০ ২২:১০457658
  • এ বার ব্রাজিল কাপ পাবে না।

    ওয়ার্ল্ড কাপে দুটো টীম অটোমেটিকালি কোয়ালিফাই করে যায়। গতবারের চ্যাম্পিয়ান এবং হোস্টিং কাϾট্র।

    পরের বার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে। এবার চ্যাম্পিয়ান হলে পরের বার শুধু একটাই দেশ অটোমেটিকালি কোয়ালিফাই করবে -- ব্রাজিল। মনে হয় না এটা হতে দেওয়া হবে। এরকম কি আগে কখনো হয়েছে?

    পরের বার ব্রাজিল চ্যাম্পিয়ান হবে।

    এবারে ব্রাজিল কোন স্টেজে আটকে যায় সেটাই দেখার। আমার তো মনে হচ্ছে চিলির কাছেই আটকে যাবে।
  • anandaB | 170.35.224.64 | ২৮ জুন ২০১০ ২২:১৯457661
  • চ্যাম্পিয়ন টিমের অটোমেটিক কোয়ালিফিকেশন ঊঠে গেছে, খুব সম্ভব ২০০২ -এর পর থেকে...

    ২০০৬-এ ব্রাজিল কে কোয়ালিফাই করতে হয়েছিল

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন