এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে: আঁধার মাণিক্যের দেশে

    Samik Mukherjee
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০১০ | ৩৪২৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 121.242.177.19 | ২৭ অক্টোবর ২০১০ ১৩:২৮458831
  • আন্দামানে জিনিসপত্রের দাম এমনিতে একটু বেশি। প্রিন্টেড প্রাইসের ওপরে দাম নেয়। এ নিয়ে চেঁচামেচি করবেন না, কিছু করার নেই। মেনল্যান্ড থেকে সাপ্লাইয়ের ওপর ওরা নির্ভর করে থাকে।
  • dukhe | 122.160.114.85 | ২৭ অক্টোবর ২০১০ ১৬:১৩458832
  • আন্দামানের ভাবী বাসিন্দাদের মুখ চেয়ে চাট্টি জ্ঞান বিতরণ করা হোক ।
    আলু এবং গাঁজার কিলো কত করে, আনন্দ রেস্টুরেন্ট ওখানে মানুষ রফতানি করে কিনা, ফ্ল্যাটের ভাড়া কত, বহুবিবাহ নিষিদ্ধ কিনা ইত্যাদি অবশ্যম্ভাবী প্রশ্নের নিরসন বাঞ্ছনীয় ।
  • Arpan | 204.138.240.254 | ২৭ অক্টোবর ২০১০ ১৯:০৪458833
  • নেই ন্যুডিস্ট কলোনি/সেটা তো আগে বলোনি

    :-)

    (জাস্ট দুখের পোস্টের উত্তরে বলা। জারোয়াদের টেনে আনা উদ্দেশ্য নয় একেবারেই।)
  • Samik | 122.162.75.56 | ২৭ অক্টোবর ২০১০ ১৯:৪৭458834
  • :-)

    এবার রঞ্জনদার সাপ্লিমেন্ট শুরু হোক।
  • ranjan roy | 122.168.106.234 | ২৭ অক্টোবর ২০১০ ২২:৪৭458835
  • আমার ছড়ানোর সাপ্লিমেন্ট:
    আমি শমীকের একেবারে উল্টো, একেবারে গুছিয়ে কাজ করতে পারিনে। ফলে হরদম ছড়াই। আমার সময় আবার ১৯৯২, ফলে দাম আজকের সঙ্গে একেবারে মিলবে না। আর তখন হ্যাভলক
    আইল্যান্ডে সরকারী রেস্ট হাউস ছাড়া কোন
    ট্যুরিস্ট রিসর্ট ছিল না। মাত্র একটি ট্যুরিস্ট লজ আন্ডার কন্সট্রাকশন ছিল, তার ফলে আমার যা ভোগান্তি হয়েছিল যথাসময়ে জানাচ্ছি।
    আর তখন আমার কাছে তো নয়ই, অধিকাংশ সরকারি অফিসে কম্পিউটার ছিল না, মোবাইল তো দুরস্ত।
    তবু আন্দামান আন্দামানই বটে! সেবার আমার এক কলীগ সৈয়দ জাভেদ আন্দামান সপরিবারে গিয়ে এমন মুগ্‌ধ হল যে পরপর তিনটে এল টি সি( একটা বৌয়ের)তে শুধু আন্দামানেই গেল। এমনকি নতুন মিলেনিয়ামের প্রথম সূর্যোদয়
    আন্দামানে সবচেয়ে আগে দেখা যাবে বলায় ৩১ ডিসেম্বর ১৯৯৯ এর রাতে ও পোর্ট ব্লেয়ার পৌঁছে গেছিল। এখান থেকে ফোনে ওমনি এজেন্ট ধরে শমীকের মত সব যায়গায় গাড়ি তৈয়ার , হোটেলে অ্যাডভান্স বুকিং, সব গুছিয়ে গেসলো।
    এবার আমার ছ্‌ড়ানোর গপ্পো ও আন্দামান
    মুগ্‌ধতার কথা বলি।
  • Nina | 64.56.33.254 | ২৭ অক্টোবর ২০১০ ২৩:১২458836
  • আরে! ওদিকে বিকাশ আংকল কে পটেরিয়া কি কল্ল সেটা কখন হবে তাইলে??!! ঐ টই যে আন্দামনের জলে ডুবে যাবে :-((

  • ranjan roy | 122.168.223.30 | ২৭ অক্টোবর ২০১০ ২৩:১৪458837
  • ১)
    ঠিক শমীকের মত অক্টোবরের দুগ্গোপূজোয়
    কোলকাতা পৌঁছে আমরা কত্তাগিন্নি- দুইমেয়ে( ন'দশ বছর) আর বন্ধু পরিবার বিজয় বর্মা+ গিন্নি+ মেয়ে(৪ বছর)+ ছেলে( ৬মাস)
    লক্ষ্মীপূজোর দিন পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওয়ানা হলাম।

    তখন ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে কিছু স্ট্যান্ড নেয়ার জন্যে ১৪ মাস সাসপেন্ড থাকার পর মাত্র সসম্মানে চাকরিতে ফিরেছি।
    আমাদের ব্যাংকে মাত্র এল টি সি শুরু হয়েছে। তো ম্যাপ খুলে বল্লাম-- আন্দামান জাব।
    আমি কাঠ বাঙাল। স্বপ্নদেখবো তো সোজা স্বপ্নসুন্দরীকে।
    গিন্নি ও বাচ্চারা রাজি। ফিরে এসে একমাস আচারের তেল
    দিয়ে ভাত মেখে খাবে, কিন্তু যাবে। ফলে আমি অফিস থেকে
    যা অ্যাডভান্স পেলাম আর একমাসের মাইনে সব বন্ধু বিজয়ের হাতে তুলে দিয়ে বল্লাম
    --- আমি রামকেষ্ট ঠাকুরের স্কুলে পড়েছি। টাকা-মাটি,
    মাটি-টাকা। এই নিয়ে আর আমায় জ্বালাস নি। ফিরে এসে হিসেব করবো, তখন "ভুলচুক লেনিদেনি'' হবে।

  • Nina | 64.56.33.254 | ২৭ অক্টোবর ২০১০ ২৩:২২458838
  • যাচ্চলে--বিকাশ আঙ্কেলের কালাপানি হয়ে গেল :-(((((((((((--ভেউ ভেউ!
  • ranjan roy | 122.168.223.30 | ২৭ অক্টোবর ২০১০ ২৩:৩৪458839
  • ২)
    আমার ছড়ানোর শুরু। সক্কাল বেলায় এয়ার ইন্ডিয়ার প্লেনে চড়ে গ্যাঁট হয়ে বসে এদিক ওদিক তাকাচ্ছি। বাচ্চারা ছত্তিশগড়ের মা-মাটি-মানুষ। প্লেনের মধ্যে একেবারে ""পান্তভূতের জ্যান্তছানা কচ্চে কেমন হল্লা সে''!
    প্লেন আর ছাড়ে না! ইকিরে! এযে ছত্তিশগড়ের পেরাইভেট
    বাসের মতন! ভর্তি হলে মাঝখানে লোক দাঁড়ালে তবে ছাড়বে
    না কি? কিছু মেঘবালিকা ও বালক এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে, ব্যস্ত সমস্ত হয়ে উঠছে, নামছে। তারপর জানলা দিয়ে দেখি প্লেনের পেটের কাছে কিছু বন্দুকধারী সিকিউরিটির লোক
    দাঁড়িয়ে পড়েছে।
    বল্লাম-- নিঘ্‌ঘাৎ কোন ছোটমাপের মন্ত্রী বা তাঁর আত্মীয়
    যাচ্ছেন। আমাদের কপাল খারাপ! তাই লেট হচ্ছে, এরা আর
    শোধরাবে না।
    হটাৎ ব্যস্ততা বেড়ে গেল। মাইকে ঘোষণা হতে লাগলো অমুক অমুক নম্বরের লাগেজ টিকিট যাঁর বা যাদের তাঁরা অবিলম্বে পেটের কাছে চলে আসুন। বিশ মিনিট। কিছু মেঘবালক এসে
    যাত্রীদের টিকিট ও কিসব চেক করছে। হটাৎ বর্মা বিদ্যুৎস্পৃষ্টের মত লাফিয়ে উঠলো।-- ও দাদা! ওই নম্বরগুলো মনে হচ্ছে
    আমাদের!
    ও দৌড়ে গেটের কাছে পৌঁছে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেই ওকে সিকিউরিটি ধরে ফেললো। তার পরে কি সব বলতে বলতে
    ওকে ধরে প্লেনের পেটের কাছে দাঁড়ানো সিকিউরিটির কাছে নিয়ে যেতে লাগলো।
    এবার হরিদাস পালের বিবেক জাগ্রত হল। সে উঠে আবার গেটের দিকে যাবার চেষ্টা করতেই দুজন সিকিউরিটি ও একজন মেঘবালিকা কড়া সুরে বল্লো--- কোথায় যাচ্ছেন? আপনার
    সীটে বসে থাকুন। আপনার মালের টিকিট আপনার বন্ধুটির কাছেই আছে।
  • ranjan roy | 122.168.223.30 | ২৭ অক্টোবর ২০১০ ২৩:৩৯458841
  • --- সে তো বুঝলুম। কিন্তু হয়েছে টা কি?
    --- আরে, আপনারা এত দায়িত্বজ্ঞানহীন লোক! প্লেনে মাল চড়ারানোর আগে টিকিট দেখিয়ে সবাই আইডেন্টিফাই করে গেছে। শুধু আপনাদের তিনটে সুটকেসই পড়ে আছে। আপনারা দিব্যি প্লেনের সীটে গ্যাঁট হয়ে বসে আছেন! পঁচিশ মিনিট লেট করিয়ে দিলেন!
    ( তখন খালিস্তানী আন্দোলন দমনের উত্তরকান্ড চলিতেছিল)।
    সবার টেস্নশন!
  • ranjan roy | 122.168.223.30 | ২৮ অক্টোবর ২০১০ ০০:১১458842
  • জানলার ধারে বসে খেলনার মতন মানুষজন,
    যশোর রোড্‌, ভি আই পি রোড দেখছি,
    মেঘবালিকারা এসে জানিয়ে গেল-- নন-ভেজ ব্রেকফাস্ট শেষ, শাকাহারী পর্ব চলিতে পারে। অন্য সীটে বসে গিন্নি-বাচ্চা-বন্ধুপরিবার দন্ত
    কেলাসিত করিলেন। তাঁহারা আমিষ পাইয়াছেন। আমি বৈরাগ্য দেখাইয়া আহার পরিত্যাগ করিলাম।

    জানলা দিয়ে দেখছি ক্রমশ: সুন্দরবন, তারপর বঙ্গোপাসাগরের ওপর দিয়ে চলেছি। তরঙ্গায়িত
    নীল জল শান্ত হয়ে শুধু সবুজ স্থলখন্ড ও স্থির নীল জলখন্ড দেখাযাইতে লাগিল।
    কোথায় " তমালতালিবনরাজিনীলা'?
    যেন প্রাকৃতিক ভূগোলের মানচিত্র দেখিতেছি। ইতিমধ্যে তিনজন বিমানবালিকা আমার কাছে এসে বল্লো আমাদের এই সাথীটি
    ছুটিতে ওর মাকে নিয়ে পোর্ট ব্লেয়ার যাচ্ছে, আপনার রো তে টিকিট।
    -- তো বসুন না! অসুবিধে কোথায়?
    এবার ওই মেয়েটি কিন্তু কিন্তু করে বল্লো---
    আমার মাকে জানলার সীটটা ছেড়ে দেবেন?
    আমি আপনার পাশে বসছি।
    আই বাপ! এ যে শালা জ্যাকপট!
    আমি সঙ্গে সঙ্গে জানলার পাশের সীট ছেড়ে
    দিলাম।
    তারপর আর বাইরের প্রকৃতি কে দেখে? পাশে
    সাক্ষাৎ প্রকৃতিস্বরূপা বসে! ফলে আমি আমার বন্ধু এবং অন্যান্য যাত্রীদের ঈর্ষা উদ্রেক করিয়া ওই রমণীর সহিত পোর্ট ব্লেয়ার অব্দি বাক্যালাপে মগ্ন হইলাম। ত্যাগের পুরষ্কার স্বরূপ ওই
    মহীয়সী নারী আমাকে আমিষ জলযোগও উপলব্ধ করাইলেন। অবশেষে ঠিক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে রোদে ঝলমল পোর্ট ব্লেয়ারের ছোট্ট এয়রপোর্ট এল। সামান্য বডি ফ্রিস্কিং করে ছাড়ল।
    আমার চুঁচুড়া বাসী লাদাখ অভিযানকারী
    টোটো কোম্পানী দাদা ("" ছেলেটা আবার
    পালিয়েছে'' দ্রষ্টব্য) আগে থেকেই দেশ
    পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত সঞ্জীব
    চাটুজ্জের আন্দামান ভ্রমণ পাতা কেটে বাঁধিয়ে সঙ্গে দিয়েছিল। আর বলেছিল-- প্রথমে যে
    প্রাইভেট হোটেলের দালাল গুলো আসবে
    তাদের পাত্তা দিবি না। এরা অনেক কিছু
    ভুজুং- ভাজুং দিয়ে নিয়ে যাবে। গিয়ে দেখবি ঠকিয়েছে। সরকারী গেস্ট হাউসের জন্যে লেগে থাক।
    তাই ভেবে পেরাইভেট দের ভাগিয়ে দিয়ে অপেক্ষা করলাম।
  • Suvajit | 59.177.203.51 | ২৮ অক্টোবর ২০১০ ০০:৪৫458843
  • শমীকের গপ্পোটা দেরিতে পড়ছি। বেশ হয়েছে। কিন্তু 19-Oct 12:46PM এর পোস্টটাতে একটু ঘেঁটে গেলাম।
    "অনুমান করা হয় স্থলপথেই হোক বা জলপথে, প্রাগৈতিহাসিক যুগে যখন আন্দামান মূলভূখন্ডের অংশ ছিল, আফ্রিকা মহাদেশও ইউরেশিয়ার সঙ্গে যুক্ত ছিল, সেই সময়েই কিছু আফ্রিকান উপজাতি মাইগ্রেট করে আসে এই অঞ্চলে, পরে মূল মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা ফেরৎ যেতে পারে নি।"
    তখন মানুষ ছিল? একটা ভূখন্ড জারোয়া টারোয়া সুদ্দু মূল মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত সাগরে স্থিত হল? হলিউডি সিনেমার মতো মনে হচ্ছে। কি জানি !!!!

  • Nina | 64.56.33.254 | ২৮ অক্টোবর ২০১০ ০০:৪৭458844
  • আর বিকেশাঙ্কেলের কি হইল
    :-(((((( ভ্যাঁআআআআআ
  • Samik | 122.162.75.128 | ২৮ অক্টোবর ২০১০ ০৯:০৪458845
  • শুভজিৎ, আমার ঐ ইন্টারনেট আর অ্যা®¾থ্রাপলিজিকাল মিউজিয়ামের নোট পড়া বিদ্যে। তবে যারা মাইগ্রেট করেছিল তারা হোমো স্যাপায়েন্স ছিল, এমন কথা তো কেউ বলে নি, অস্ট্রেলোপিথেকাস অ্যাফ্রেকানাস, হোমো অ্যাফারেনসিস, নিদেনপক্ষে হোমো হ্যাভিলিস হিসেবেও তো চলে আসতে পারে।

    সময়কালগুলো মনে নেই, পরে ইতিহাস বই খুলে ম্যাচ করে বুঝে নিতে হবে।

    রঞ্জনদা, উত্তাল হচ্ছে, এসো তোমাতে আমাতে মিলে একটা মজলিশি চালের বই লিখি।

    প্রসঙ্গত, এইবারে পাক্ষিক দ্যাশে এক মহিলার আউসুইচ (Auschwitz-এর দেশ-জ বানান) ভ্রমণের বেত্তান্ত পড়লাম। আমি কিসু কইব না, আর কেউ পড়ে থাকলে একটু জানাবেন :-)
  • til | 220.253.185.165 | ২৮ অক্টোবর ২০১০ ১৬:২৬458846
  • শমীকের লেখাটা বেশ লাগলো; আমারই যেতে ইচ্ছে করছে আন্দামানে। ইচ্ছে তো ছিলই আর এখন তো শমীকের টিপসে আরামসে ঘোরা যাবে।
    কিন্তু হবে না; আমি দেশে যাই যা মিস করি তাই খুঁজতে, হাওড়া ষ্টেশনের সন্ধ্যেবেলার ভিড়, সাতটা আটের ব্যান্ডেল লোকাল ন নম্বর থেকে ছাড়বে।
    না , থাক; এত ভাল টইতে ছড়াবো না।
    শমীক আপনার হবে, ট্র্যাভেল রাইটার হয়ে যান, ঘুরবেন আর লিখবেন, সেটাই আপনার পেশা হবে।
  • Samik | 121.242.177.19 | ২৮ অক্টোবর ২০১০ ১৭:২৮458848
  • আমি যত না ঘুরি তার্থেকে বেশি বেড়ানোর স্বপ্ন দেখি। এই যেমন এখন একই সঙ্গে ভূটান ইজিপ্ট কেরালা মধ্যপ্রদেশ লে-লাদাখ গঙ্গোত্রী-তপোবন আর ইউরোপ ট্যুরের প্ল্যান দেখে যাচ্ছি।

    তবে সেদিনকর হিন্দুস্তান টাইমসে দেখলাম কোন ট্র্যাভেল্‌স যেন ৭২ হাজার টাকায় আন্টার্কটিকা ঘুরিয়ে আনছে। :-O
  • Shuchismita | 12.34.246.72 | ২৮ অক্টোবর ২০১০ ১৯:৫৫458849
  • শুভজিৎ ও অন্যন্য উৎসাহীদের জন্য,

    http://www.sciencemag.org/cgi/content/full/311/5760/470b

    এখানে তো বলছে (আসল আর্টিকলটা অবশ্য পড়তে দিচ্ছে না :() পঁয়ষট্টি হাজার বছর আগে যখন আফ্রিকা থেকে মানুষ (ততদিনে হোমো স্যাপিয়েন্স এসে গেছে) মাইগ্রেট করতে শুরু করেছিল তখনই তার একটা শাখা আন্দামানে চলে আসে। সেই সময় সমুদ্রের গভীরতা কম ছিল। অনেক কোস্টাল মাইগ্রেশান সম্ভব হয়েছিল তখন। পরে সেই সব ভূখন্ড জলের নিচে চলে যায়।

    আন্দামানের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বহু আগের ঘটনা বলেই জানি। সেসব প্রায় দশ-পনেরো কোটি বছর আগে হয়ে গেছে। মনুষ্যজাতির ইতিহাস বড়জোর দু'লক্ষ বছরের পুরোনো।

    ন্যাশনাল জিওগ্রাফিকে হিউম্যান মাইগ্রেশানের এই ম্যাপটা দেখা যেতে পারে।

    https://genographic.nationalgeographic.com/genographic/atlas.html

    আমি কিন্তু এসব ব্যাপরের আদপেই পণ্ডিত নই। এগুলো জানতে ভালো লাগে তাই পড়ি। অর্ধেকই বুঝি না। তাই খুব ভুলভাল কিছু লিখে থাকলে মার্জনা প্রার্থনীয় :-)
  • Fevi | 217.162.215.127 | ২৯ অক্টোবর ২০১০ ০২:১৬458850
  • সুইজারল্যান্ডে কেউ আসতে চাইলে চলে আসুন। একটাই criteria, আমায় এট্টু ভালোমন্দ রান্না করে খাওয়াতে হবে। বাকি টা আমার দায়িত্ব।
  • vikram | 143.239.7.1 | ২৯ অক্টোবর ২০১০ ১৩:৪৩458852
  • Auschwitz এর দেশজ বানান হলো Oświęcim



    রেল স্টেশানের বাইরে মদ খেতে খেতে এয়াব্বড়ো ফলকনামা দেখা যায়।
  • Samik | 121.242.177.19 | ২৯ অক্টোবর ২০১০ ১৫:০৬458853
  • মদ না খেলে দেখা যায় না??

    যাই হোক, আন্দামানের পাতায় শেষ মুখশুদ্ধি মৌরী।

    আপিসের টিমের ছেলেপুলেগুলোর জন্য একটা করে "আন্দামান' লেখা শাঁখ লাগানো কী-রিং কিনে এনেছিলাম। এসে সেগুলো দিলাম, একজন রিংটা হাতে নিয়ে জিজ্ঞেস করল, "আপ শিরডি গয়ে থে ক্যা?'

    যখন বললাম "অন্ডমান' গেছিলাম, একজনকার বিস্ময়াহত প্রশ্ন, লেকিন আপ অন্ডমান মে কিস লিয়ে গয়ে থে? কোই কাম থা ক্যা?
  • Arpan | 204.138.240.254 | ২৯ অক্টোবর ২০১০ ১৫:১২458854
  • এইরকম প্রশ্ন আমিও অনেক শুনেছি। কাটান দাও, পোলাপান। জলপান করে ফেলো।
  • til | 220.253.185.165 | ২৯ অক্টোবর ২০১০ ১৫:২৫458856
  • শুনেছি, দিল্লীর জনগণ ছুটি নিয়ে কিছুদিন ফাইভ স্টার হোটেলে থেকে আসে, দিল্লীতেই।
  • Lama | 203.99.212.54 | ২৯ অক্টোবর ২০১০ ১৫:২৫458855
  • সত্যিই তো! কেনে গেছিলা আন্দামান? কোনো কাজ ছাড়া? এমনি এমনি? অ্যাঁ?
  • Arpan | 216.52.215.232 | ২৯ অক্টোবর ২০১০ ১৫:২৭458858
  • "কোই কাম থা ক্যা'-র পরের প্রশ্নটি অবধারিত হয় এইরকম - "তো ক্যা কোই রিলেটিভ রহতে হ্যায়?'।
  • Samik | 121.242.177.19 | ২৯ অক্টোবর ২০১০ ১৫:২৭458857
  • হ্যাঁ, খুব বেশি হলে মানেসার। উইকেন্ডে ফাইভ স্টার হোটেলের সুইমিং পুলে গা ডুবিয়ে বসে মইদ্যপান করে পরদিন ফেরৎ চলে আসে।
  • r.h | 203.99.212.53 | ২৯ অক্টোবর ২০১০ ১৫:৩৬458859
  • হ্যাঁ, বেকার যাওয়া। পয়সা নষ্ট শরীলে কষ্ট।
    এরকম একখানা ভ্রমণ কাহিনী পড়ে নিলেই আর ছুটোছুটি করার দরকার হয়না।
  • shrabani | 124.124.86.38 | ২৯ অক্টোবর ২০১০ ১৬:৪২458860
  • এটা একেবারেই বাজে কথা! দিল্লী ও নর্থ ইন্ডিয়া বাসীদের নিয়ে যেমন অনেক গপ্প চালু বাঙালীদের বাজারে ঠিক তেমনই বংদের নিয়েও গপ্পের শেষ নেই..... এটা ঠিক তেমনই।
    বেড়াতে গেলে শুধু বাঙালী দেখা যায় এটা হয় পুরনো হিসেব নয় বাঙালীরা আর কাউকে দেখতে চায় না তাই দেখেনা।

    আসল কথাটা হল খরচ খরচা, আমাদের অফিসে/কম্পানিতে যার সঙ্গে ধাক্কা লাগে সেই আন্দামান ঘুরে এসেছে, আমাদের মত না ঘোরা পাবলিক হাতে গোণা যায়। আর শুধু আন্দামানই কেন কেরালা, গোয়া, লাক্ষাদ্বীপ, ওদিকে ভুটান ও নর্থ ইস্ট! সব হয়ে গিয়ে এখন লোকের বিদেশের পালা শুরু হয়েছে, এসবই এল টি সির মহিমা!:)
    হয়ত নিজের পকেটের পয়সা খরচ করে পুরো পরিবারকে নিয়ে সব জায়গায় যাওয়ার মত ইচ্ছে বা অবস্থা সবার থাকেনা।
  • Samik | 121.242.177.19 | ২৯ অক্টোবর ২০১০ ১৬:৫৫458861
  • হ্যাঁ, এলটিসির মহিমা সারা আন্দামান জুড়ে। যার সাথেই ধাক্কা লাগছে, সে-ই এলটিসি। পুরো প্লেন ভর্তি এলটিসি। কেরালারও একই কেস। নর্থ ইস্টেরও তাই। এগুলো খুব লোভনীয় এলটিসি প্যাকেজ। আর ঐ যে বল্লাম, আগে আন্দামানের ক্রেজ ছিল কারণ বাকি ভারতের জন্য ট্রেন ফেয়ার পাওয়া যেত, আন্দামানের জন্য এয়ারফেয়ার। তো প্লেনে চাপার মজা তুলতে অনেকেই আন্দামান যেতেন। এখন কেসচাদের একটা বড় অংশ এয়ারফেয়ার পান। ক্রেজটা আস্তে আস্তে কমে যাবে।

    তবে বাঙালি আর গুজরাটি, ভারতের যে কোনও জায়গায় গেলে দেখা যাবে। বেশ বড় পরিমাণে দেখা যাবে। সেই তুলনায় সর্দার বা জাঠ দেখা যায় না। দুটো কি তিনটে।
  • nyara | 203.110.238.16 | ২৯ অক্টোবর ২০১০ ১৭:০০458863
  • এল টি সির নিয়মটা কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন