এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে: আঁধার মাণিক্যের দেশে

    Samik Mukherjee
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০১০ | ৩৪১৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.14.37 | ১৬ নভেম্বর ২০১০ ২৩:১৪458931
  • টেনশন বাড়ছে। রত্না বলছে -ভয়ের কিছু নেই।আমার ছোট বোনের হাসব্যান্ড তো নেভিতে নিউক্লিয়ার সাবমেরিনের ক্যাপ্টেন। ও বলেছে যে আজকাল
    নেভির অপারেশনও কম্পুটারাইজড্‌,
    অ্যাকিউরেট। যদি জাহাজ, থুড়ি স্টিমারডুবিও হয় তাহলে আমরা লাইফবেল্টের হেল্প নিয়ে ভেসে
    থাকবো। তারপর নেভির জাহাজ বা
    হেলিকপ্টার তুলে নেবে।
    --- ওসব হলিউডি সিনেমায় হয়। সত্তর জন
    লোকের জন্যে দেখছ তো মাত্র গোটা চারেক
    লাইফ বেল্ট।
    -- কাঠের পাটাতন ধরে ভেসে থাকবো।
    --আর আমাদের বাচ্চা দুটো?
    -- কেন, একটা মেয়েকে তুমি নেবে,
    আরেকটা কে আমি।
    -- আশাবাদেরও একটা সীমা থাকে! আমি একটা রাক্ষুসে ঢেউ আসলে নিজেই কোথায় তলিয়ে
    যাবো তার ঠিক নেই, তো মেয়ে!
    পেছনে ক্যাপ্টেনের কেবিন থেকে ক্যাসেটের
    গান ভেসে আসছে-- অমিতাভ বচ্চনের ফিল্মের-""খুদা গবাহ্‌''!
    আমি আর সেই দিল্লিবাসী কপোত একটু পরে পরেই ক্যাপ্টেন বা সারেং কে জিগ্যেস করি
    পোর্ট ব্লেয়ার আর কতক্ষণ?
    পৌঁছবো তো? রেসকিউ এর বন্দোবস্ত আছে তো?
    পেশায় দিল্লি দূরদর্শনের ইন্টেরিয়র ডেকো'র
    চাকরিরতা কপোতী হটাৎ নার্ভাস হয়ে
    চেঁচাতে লাগলো।
    -- আমরা কেউ বেঁচে ফিরবো না, কেউ না। কি কুক্ষণে যে এই দিনে বেরিয়েছিলাম!
    ওর দিকে তাকিয়ে আছি এমন সময় ও ডেকের ওপর দৌড়তে শুরু করলো। জলেভেজা পেছল
    পাটাতন, ওর পায়ে শৌখিন হাইহিল।
    রত্না চেঁচাল-- ওকে ধরো! এই দোলায় সোজা সমুদ্রে গিয়ে পড়বে।
    কোন রকমে দাঁড়িয়ে পাশ দিয়ে দৌড়নো মেয়েটিকে ধরে মারলাম এক চড়!
    ( আমি নিজেই অবাক! কি করে একটি মেয়ের গায়ে হাত তুললাম?)
    -- ইয়ার্কি পেয়েছ? কি শুরু করেছ? কিছু হয়ে গেলে ?
    --আঙ্কল, আমি আর পারছি না। আমার বমি পাচ্ছে!
    -- কোঈ বাত নহীঁ। এখানেই বমি কর।
    সমুদ্রের জলে সব ধুয়ে যাবে।
    একটু সামলে নেয়ার পরে ওরা দুজন আমার দিকে এগিয়ে এল। আমি কিছু শঙ্কিত।
    এবার ছেলেটি বললো-- আঙ্কল, একটু হেল্প করবেন?
    যদি ডুবে যাই,কোঈ বাত নহীঁ। না হলে? আজকের এই পরিবেশের স্মৃতি ক্যামেরায় ধরে রাখতে চাই। আমরা দুজনে একে অপরকে ধরে দাঁড়াচ্ছি, এই ঝড়ের সমুদ্রকে ব্যাকগ্রাউন্ডে রেখে এখানেই আমাদের একটি ছবি তুলবেন? ভবিষ্যত প্রজন্মকে দেখাবো। আমাদের ক্যামেরাটায় সব অ্যাড্‌জাস্ট করা আছে। খালি শাটার টিপবেন।
    -- আন্টিকে বলো।
    একটু পরেই আন্টি চেঁচাতে লাগলেন,--- দেখ, দেখ, ডলফিন, ডলফিন! কেমন ভুস্‌ করে ভেসে ওঠে গোত্তা খেয়ে তলিয়ে যাচ্ছে! এর মানে ডাঙা কাছেই।
    সত্যি তো, ঝড়ের বেগ কমেছে, দূরে
    আলোকিত পোর্ট নাকি?
    এইভবে সাড়ে তিন ঘন্টার জলপথ সাড়ে আট ঘন্টায় এলাম। (সমাপ্ত)
  • Nina | 64.56.33.254 | ১৭ নভেম্বর ২০১০ ০৪:০২458932
  • আরে ওয়াহ!ওয়াহ! এটা তো একেবারে যেন সিনেমা দেখলাম! আর রত্না কে হেব্বি ভাল লাগল--কি ঝাঁসি কি রানির মতন চালচলন--একেবারে ডরপোক বঙ্গালী মাফিক নয় ;-))
    সেদিনকার কোনও ছবি থাকলে প্লিজ লাগাবেন, দেখব। দারুণ!
  • sana | 58.106.156.197 | ১৭ নভেম্বর ২০১০ ০৭:৩৮458933
  • কী যে লিখবো,কিছু ভেবে পাচ্ছি না! পড়ে কী-বোর্ড এর সামনে বসে আছি চুপ-চাপ,কিছুক্ষন হল; জীবন কে যে কতো সহজ ভাবে নেওয়া যায়,তা আপনাদের কাছ থেকে শেখা উচিৎ,রঞ্জন দা!
    আর রত্না দির জন্য,এই, টুপি খুলে দিলাম।
  • kd | 59.93.198.230 | ১৭ নভেম্বর ২০১০ ০৯:৩২458934
  • আরে অ্যাদ্দিন পর লিখতে গিয়ে অনেক রোমাঞ্চ,রহস্যের ছোঁওয়া দিয়েছে। তখন ক'বার যে পেন্টুলে ইয়ে হয়ে গেছে, তা কি লিখেছে? :)

    তবে রত্নার জন্যে আমিও টুপি খুল্লুম।

    একটা প্রশ্ন, ছেলেরা মেয়েদের রক্ষা-টক্ষা ইত্যাদি করলে তাকে chivalry বলে, মেয়েরা তেম্ন করলে কী বলে? মানে chivalryর ফেমিনিন কী? হয়তো এমন কিছু শব্দের দরকার পড়ে নি, ওটা তো মেয়েদের সহজাত, স্পেশাল কিছু কোয়ালিটি না।
  • Manish | 59.90.135.107 | ১৭ নভেম্বর ২০১০ ১২:০৮458935
  • তোবা তোবা

    বকরি ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিলো এই লেখা।
  • kd | 59.93.198.230 | ১৭ নভেম্বর ২০১০ ১২:১১458936
  • মানে, মানে? কে বা কী জবাই হোলো?

  • Samik | 122.162.75.144 | ১৭ নভেম্বর ২০১০ ১২:১৯458937
  • শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। অসাধারণ, অবিশ্বাস্য।

    রঞ্জন-রত্নারও কি "তুই-তোকারি'-র দাম্পত্য নাকি? :-) বেশ লাগে সম্বোধনগুলো :-)))
  • Manish | 59.90.135.107 | ১৭ নভেম্বর ২০১০ ১৫:৩৫458938
  • পরের সংখ্যায় দেখুন
  • Manish | 59.90.135.107 | ১৭ নভেম্বর ২০১০ ১৫:৩৬458939
  • ভাবা যায় একটা ভ্রমনের সুতো তার পোস্ট ২৫০
  • Kartuj | 125.20.3.146 | ১৭ নভেম্বর ২০১০ ১৫:৫৩458941
  • এক দম্পতির অংশবিশেষ বাক্যালাপে আপনি-তুই কম্বিনেশন শুনেছিলাম বেশ কিছুদিন আগে।

    বউ: আজ একটু শ্যামবাজার যাবি? পুজোতে বলেছিলি কিন্তু কাঞ্জিভরম কিনে দিবি। মনে আছে?

    বর: আজ্ঞে হ্যাঁ ম্যাডাম, বিলক্ষণ মনে আছে !
    (ছোট্ট দীর্ঘশ্বাসপতন)
    তা বিকেলে বেরোবেন তো?

    বউ: তোর যখন সুবিধে হবে।

    N.B. বউটি বোধায় দিল্লীর প্রোডাক্ট নয়।
  • Samik | 122.162.75.133 | ১৭ নভেম্বর ২০১০ ১৮:১৯458942
  • দিল্লির প্রোডাক্ট কেন হতে যাবে? আমাদের অনেকেই তো তুই-তোকারির দাম্পত্যে বেশ সুখী জীবন কাটাচ্ছে।
  • ranjan roy | 122.168.44.240 | ১৭ নভেম্বর ২০১০ ১৯:২১458943
  • শমীক,
    হ্যাঁ, আমাদের মধ্যে ""তুই-তোকারি''র সম্পর্ক। মাঝে মাঝে খেয়াল থাকে না। বড়দের সামনে বলে বকুনি খাই! (আমারো বয়োজ্যেষ্ঠ , গুরুজন আছে।)

    কেডিদা,
    পাড়ায় খানিকটা আর ঘনিষ্ঠ দের মধ্যে অনেকে জানে-- আমি হচ্ছি রঞ্জনা দেবী, আর রত্না হচ্ছে রতন কুমার।:)))))))
    তাই বিল্ডার গুন্ডা এনে রত্নাকে ঠ্যাঙাতে চায়, আমাকে নয়।
    কিন্তু আমার বিশেষ সময়ের অনুভব জেনে কেউ আন্দামান বেড়ানো বাতিল করবেন না, প্লীজ! ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আদর্শ সময়। শান্ত নিস্তরঙ্গ সমুদ্র।
  • Samik | 122.162.75.133 | ১৭ নভেম্বর ২০১০ ২০:১৪458944
  • :-)
  • Kartuj | 59.93.211.185 | ১৭ নভেম্বর ২০১০ ২০:৩৮458945
  • না পারস্পরিক তুই তো দিব্যি, তবে এই বরবাবুটি বোধায় এমনিতেও তুই-ই বলেন, পুজোর মুখে তো, একটু পকেট বাঁচানোর ব্যর্থ চেষ্টায় বেচারা বাড়তি খাতির করছিলেন হয়ত। কি জানি।
  • Nina | 64.56.33.254 | ১৭ নভেম্বর ২০১০ ২০:৫৯458946
  • কিছুতেই লোভ সামলাতে পাল্লুমনা ---বলেই ফেলি---
    আমার বাবার চেয়ে মা ১৯ বছরের ছোট ছিলেন। দুজনেই স্বদেশী করতেন আর মা বাবাকে , মার পাঁচ বছর বয়েস থেকেই চিনতেন--ওনাদের তথাকথিত " লভম্যারেজ" মা গোঁড়া ব্রাহ্মণ-পরিবারের, বাবা কায়স্থ! বাবা কে বিহারে অনুশীলন দল থেকে পাঠানো হয়েছিল 'দল গঠনের জন্য আর সেই সুত্রে মার মামারা প্রথমে এবং পরে মাও দলে যোগ দেন।
    তা ছোট্ট মেয়েটিকে বাবা তুই-তোকারি করতেন ও মা আপনি বলতেন বাবাকে :)
    বহু বছর পর, স্বাধীনতার পর--যখন অনেক বাধ বিঘ্ন পেরিয়ে দুজনে বিয়ে করলেন--মা বাবাকে বল্লেন--
    বিয়ের পর কিন্তু আমাকে "তুই ' বলবেন না
    বাবা বল্লেন--তুই যদি আমায় আপনি বলিস তাহলে অমি তুই বলব
    পরে দুজনে তুমি করে বলতেন কিন্তু রাগারাগি হলেই ব্যাস--সেই সড়া অন্ধা বেরিয়ে আসত---বাবা প্রচন্ড রেগে তুই তুই করতেন আর মাও ঠান্ডা ভাবে বলতে আপনি চেঁচাচ্ছেন কেন :))))
  • Samik | 122.162.75.97 | ১৮ নভেম্বর ২০১০ ০৯:১২458947
  • :-)))
  • Manish | 59.90.135.107 | ১৮ নভেম্বর ২০১০ ১০:২৫458948
  • নীনাদেবীর কাছে অনেক গল্পের ভান্ডার আছে বেশ বোঝা যাচ্ছে।

    টইতে কি কিছু বিলানো যায়না?
  • ranjan roy | 122.168.46.40 | ১৮ নভেম্বর ২০১০ ১০:৫৭458949
  • মনীশের সঙ্গে একমত, নীনার বাবা মার গল্প, একাই একশ হতেপারে। লিখুন না, প্লীজ!
  • Nina | 68.84.239.41 | ১৮ নভেম্বর ২০১০ ১১:২৯458950
  • মনীশ, ক্ষি ক্ষান্ড !! দেবী কেন? দেবী বল্লে খেলবনা। গল্প অনেক আছে সত্যি, লেখার ক্ষমতাটা কম।
    রঞ্জন-ভাউ সত্যি বাবা মা এত অন্য লেভেলের মানুষ ছিলেন, আমি আসলে ওঁদের বুড়ো বয়েসের একমাত্র সন্তান বলে একটু বেশি আহ্লাদে এমন ঢেঁড়ষ হয়েছি---আপনাকে অনেক গল্প বলব --পোচ্চুর প্লট পাবেন :-)
    মাঝে মাঝে এইরকম মনে পড়ে গেলে আবার লিখব।

  • Manish | 59.90.135.107 | ১৮ নভেম্বর ২০১০ ১১:৩৬458952
  • আমার পচ্চুর ইচ্ছে ২৮শের কলিভাটে থাকার।চেষ্টা চালিয়ে যাচ্ছি..................
  • Nina | 68.84.239.41 | ১৮ নভেম্বর ২০১০ ১১:৫০458953
  • আরে ঐ কলিভাটের আনন্দে এই যে আমি এখন এখানে রাত ১।১৯--গোছনো কমপ্লিট, কাল সকালে অফিস, সেখান থেকে সোজ্জা এয়ারপোর্ট----আহ! বসে ভাটাচ্ছি----মনীশ দেখা হবে ২৮শে

  • Manish | 59.90.135.107 | ১৮ নভেম্বর ২০১০ ১২:৪৩458954
  • নীনা,শুভ যাত্রা।
  • SS | 99.120.125.223 | ২০ নভেম্বর ২০১০ ২১:০৫458955
  • শমীক,
    আপনার লেখায় দেখলাম যে আনন্দ রেস্টুরেন্ট থ্রি আইল্যান্ড টুরে নিয়ে যায়। বাকি টুরগুলোর ব্যবস্থাও এরা করে নাকি অন্য ট্রাভেল এজেন্ট নিতে হয় সেগুলোর জন্য?
  • Samik | 122.162.75.86 | ২০ নভেম্বর ২০১০ ২২:১১458956
  • না, বাকি ট্যুরগুলোর জন্য অন্য এজেন্ট লাগবে। এরা শুধুই থ্রি আইল্যান্ড ট্যুর করায়।

    "ট্যুর' বলতে, বারাটাং আইল্যান্ডের ট্যুরটাই মুখ্য। ও আনন্দ রেস্টুরেন্টে খোঁজ নিলেই ওরা দু-চারখানা এজেন্টের নাম বলে দিতে পারবে। যাকে খুশি চুজ করে নেবেন।

    হ্যাভলকের জন্য, ম্যাক্রুজের বুকিং ফিনিক্স বে জেটি থেকে হয়। ট্যাক্সিওলাকে বলে দিলেই সে বুকিং করে দেবে। হ্যাভলকে পৌঁছে একটা অটো বুক করে নিলেই হবে। খুব ছোট্টো জায়গা।
  • SS | 99.120.125.223 | ২১ নভেম্বর ২০১০ ০৬:৩৩458957
  • থ্যাঙ্কু শমীক, পরে আরো কিছু প্রশ্ন নিয়ে হাজির হবো।
  • kb | 213.110.246.230 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৭458958
  • শামিকদা
    আপনার আন্দামান বিবরণ পড়ে আমরা আন্দামান ঘুরে এলাম । আপনার বিবরণ খুবই উপযোগী । আন্দামান এ এসে আন্দামান কে পুরো চেনা চেনা লাগলো ।
  • গান্ধী | 69.93.199.149 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৮458960
  • আন্দামান ঘুরে এলাম, পরে আমার ছবি দেব। আপাতত kbর গুলো থাক

    সিকিদার লেখায় হ্যাভলক আর নীল মোটামুটি বাদ গেছে, সেগুলোর অল্প বিবরণ দিয়ে দেব
  • kb | 213.110.246.230 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪০458961
  • আনন্দ হোটেল খুব ভালো। যেকদিন পোর্ট ব্লেয়ার এ ছিলাম ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন