এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শুক্কুরবারের বাজার - রাম পদ্য সুখদু:খের কথা ইত্যাদি

    pi
    অন্যান্য | ২৫ সেপ্টেম্বর ২০১০ | ৫৭৭৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 89.203.49.18 | ২৫ সেপ্টেম্বর ২০১০ ০১:২৯459248
  • এতেতো সবসময়ই ভাটের পেথ্‌থ্‌ম পাতার লিংটাই আসবে। ঐ লেখাগুলান এখেনে আনতে হলে লেখকদের নাম দিয়ে ইউনিকোডে গিয়ে কপি পেস্ট কত্তে হবে।
  • kc | 89.203.49.18 | ২৫ সেপ্টেম্বর ২০১০ ০১:৩১459259
  • টইয়ের নামে কমা, পাইয়ের নাই ক্ষমা।:)
  • pi | 128.231.22.87 | ২৫ সেপ্টেম্বর ২০১০ ০১:৩৫459270
  • এ ক্ষী ক্ষাণ্ড ! ওম্মা :(
  • pharida | 122.163.99.250 | ০১ অক্টোবর ২০১০ ২২:৪১459281
  • এক একটা গঙ্গা - ইয়া বড় বড় নদী, নদী ভর্ত্তি নৌকো, নৌকো ভর্ত্তি মানুষ আর মানুষ ভরা নদী - ঢেউ ঠেলে ঠেলে, সুর তুলে না তুলে চলেছে, থেমেছে, ডুবেছে। কেউ কেউ ভেসেও উঠেছে। তবে সেই নদী ভর্ত্তি মাছের দল সে খবর পায় নি। নয়তো আরামসে ওরা মাছ হয়ে মজাসে ঘরে পাখা চালিয়ে দুপুরে জানলা এঁটে টিভি দেখতে দেখতে ঝিমোত।

    কী তাতে যেত আসতো কার? কে জানে - শুধু নদীভর্ত্তি জল বুকভর্ত্তি জল, জল ভর্ত্তি কাগজনৌকো, ধুর !!
  • pharida | 122.163.99.250 | ০১ অক্টোবর ২০১০ ২২:৫৬459286
  • মাথার কাছে জলে গেলাস - সবুজ। চোয়ালের লোহার পাত খসে খসে যায় যখন কথা এসে ঢেউয়ের মতো ধাক্কা দিতে থাকে। তখন বেশ রাত। এতো রাত একসাথে আগে দেখেছি কি? এক একটা ছোটো ছোটো আওয়াজ যেন আলো হয়ে ফুটে ওঠে এখানে ওখানে। চোয়ালে আলোর দাগ। লোহার পাত খসে গেছে ধাক্কায়।

    সবুজ জলের গেলাসে বাঁধানো দাঁত হেসে ওঠে।
  • pharida | 122.163.99.250 | ০১ অক্টোবর ২০১০ ২৩:০১459287
  • সব পোষাকের মতো নাম আছে আমার - যেমন তোমার আছে যেমন উমাকন্তর বা পদীপিসির নাম।

    পোশাক আড়াআড়ি শুয়ে থাকলে নামটা বদলে যায় - তখন যদি পাশে অনুভূমিক ভাবে দেখো তো সেই নামটাকেই সোজা দেখবে।

    দেখো কি? মনে করে দেখো তো?
  • pharida | 122.163.99.250 | ০১ অক্টোবর ২০১০ ২৩:০৮459288
  • এই যে, তুমি ডেকে উঠলে যখন - তক্ষণি, ঠিক তক্ষণি রাত বেড়ে গেল। জল এসে গেলে বালতি ভর্ত্তি করতে ছুটি। জল দাঁড়াবে না, তুমি দাঁড়াবে না। তাই আমি দাঁড়ালাম না। নামটকে হুকে ঝুলিয়ে দিয়ে সরে পরলাম।

    হুকে ঝোলাতেই মনে হয় টেনে দি - দিয়ে দেখি রাজা উল্টে পড়ে কি না।

    হল না। পোষাক একা দাঁড়াতেই পারে না - নামের মতো, বা জলের মতো। তাই পোশাকওলা নামের মধ্যে আমি, জলের মধ্যে আমি জলভর্ত্তি পোশাক হয়ে আছি। শ্যাওলায় চোয়াল এখন সবুজ। ডেকো না।
  • r.h | 203.99.212.54 | ০১ নভেম্বর ২০১০ ১৪:৪৭459289
  • অত:পর হপ্তান্তিক মান্ডে ব্লুজে হরিষ বিষাদ
    ও শাম আজীব থা ও প্রাতে ছিল কবি নির্জীব
    তলানিতে ক্রৌঞ্চ পাখি গোবেচারা ব্যাধ মা নিষাদ
    কিছু ছিল লুকোছাপা কিছু ছিল খোলা আলজিভ

    অখিল পৃথিবী ছিল টলোমলো সুধারসে ভরা
    ও শাম আজীব থা ও দিন ছিল বড় আদেখেলা
    নিখিল ভুবন ছিল নিতান্ত নকড়া ছকড়া
    সহজ সরল দিনে সসাগরা সাগর মেখলা

    বেনকাব হয়েছিল ভুবনের জাল কারসাজি
    ও শাম আজীব থা ও মাসি তার ট্যাঁশ আধুনিকা
    নিখিলের চোখে ছিল কামনা বাসনা ধড়িবাজি
    রণে বনে আদালতে পীড়নাম ছিল পটে লিখা।

    এইসবই বাচালতা এই সবই গৌরচন্দ্রগীতি
    ও শাম আজীব থা তা রীতিমত হয়েছে প্রতীতি
    এক পেগে ভোর হলো দোর খোলো অন্যতর পেগে
    জেগে উঠে আর পেগে শেষ হলো তিথির অতিথি।

    এইসবই বাচালতা এই সবই গৌরচন্দ্রগান
    ও শাম আজীব থা তা রীতিমত হয়েছে প্রতীতি
    তৈলাধার পাত্রে আর পাত্রাধার তৈলে ব্যবধান
    মদ্য মধুর রাতে, বিবমিষা, ভ্রম, প্রভৃতি।
  • kc | 194.126.37.76 | ০১ নভেম্বর ২০১০ ১৫:০৪459238
  • ইদানিং শ্রীজাত বা জয় গোস্বামীর লেখা পড়েও এতটা আনন্দ পাইনা, যতটা হুতোর কবিতা পড়ে পাই।
  • r.h | 203.99.212.54 | ০১ নভেম্বর ২০১০ ১৫:৩২459239
  • ঠিক আছে, নোবেলের বখড়া কেসিদাকেও দেবো'খন :)
  • Samik | 121.242.177.19 | ০১ নভেম্বর ২০১০ ১৬:৫৭459240
  • সোংবার কেন শুক্কুরবারের পদ্য?

    আর ইয়ে, ও শাম অজীব থি। থা নয় :-)
  • r.h | 203.99.212.54 | ০১ নভেম্বর ২০১০ ১৭:০১459241
  • :P

    আহা, এটাতো সোম্বারের বিষন্ন আয়নায় শুক্কুরবারের উদ্দাম ইসে। লিখেছি তো, মান্ডে ব্লুজে হরিষ বিষাদ ৪)
  • r.h | 203.99.212.54 | ০২ নভেম্বর ২০১০ ১৩:০০459242
  • ইসে, কেসিদার কথাটা খিল্লীমূলক নয়তো? আমি সহজ সরল মানুষ এতো পঁয়জার বুঝিনে বাপু।

    যাগ্গে, আজকে মঙ্গলবার।
    ------------------------
    পষ্ট দেখছি হ্যালোজেন মোড়া সেক্টর ফাইভ দমকা
    কিংবা বেকার আধা হেমন্ত ক্যাও ক্যাকোফোনি হুল্লাট
    পষ্ট দেখছি সুর ছুঁয়ে গেল বর্ণমালা আচমকা
    মঙ্গলে ঊষা ফর্মাল ভুষা ইঁদুরে চাবিতে খুটখাট

    কোথা হা হন্ত সপ্তাহান্ত গ্রে-ম্যাটার খুঁড়ে হায় চিল
    এইতো দেখছি নলোবনো মাঝে শিকারা শীর্ষে উড্ডীন
    এইতো দেখছি জালনার ধারে সুভগ জনতা খুব মিল
    হাতে হাত ধরে সখী নিয়ে যায় সখাটিও বেশ সঙ্গীন

    চিবনো মাউসে তাক করে রাখে আড়চোখে দূরবীক্ষণ
    আধখানা তার ভর্তি না খালি সেসব প্রশ্ন ভাটকি
    মঙ্গল বড়ো নাছোড়বান্দা বলেছেন বড় বচ্চন
    প্রপার প্ল্যানিং খুব দরকারি, হুইস্কির সাথে চাট কি

    এইতো দেখছি ট্যাঁকঘড়ি ফুঁড়ে টগবগে লাভা চঞ্চল
    এইতো দেখছি নবমীর নিশি কফিনে পুঁতেছে আলপিন
    সবুরে সবুরে মেবার পতন সেক্টর ফাইভ অঞ্চল
    ভগবান তুমি যুগে যুগে পার করিয়াছো এই তিনদিন

    এই তো দেখছি কোডে ভুল হলো ম্যানেজার ঠোকে ফোরহেড
    তুমি কে তোমার ম্যানেজার কার সেসকল ভূয়োদর্শন
    কোথা হাহন্ত সপ্তাহান্ত দখিনা সিনেমা বি গ্রেড
    মানবজমিন আপাত পতিত, হবে খন পরে কর্ষন
  • Samik | 121.242.177.19 | ০২ নভেম্বর ২০১০ ১৩:১৯459243
  • ফাটাফাটি গুরু, পুরো একঘর, ফেলে চুমু দিই টাকে তোর
    জমকালো লেখা, ক্ষুরধার তার ছন্দ অন্ত্য সকাতর।

    শেষের আগের প্যারায় ওটা যদি হত :

    সবুরে সবুরে মেবার পতন সেক্টর পাঁচ অঞ্চল

    তা হলে ছন্দটা পুরোপুরি মিলে যেত। :-)
  • r.h | 203.99.212.54 | ০২ নভেম্বর ২০১০ ১৩:৩১459244
  • :)
    পরের এডিশনে ঠিক করে দোবো'খন
  • kc | 89.203.49.18 | ০২ নভেম্বর ২০১০ ২১:৫০459245
  • সায়ন, আমি খিল্লি করি নাই। ইস্টব্যাঙ্গল এবং বাঙাল হওয়া সঙ্কেÄও সায়নকবিকে আমার খুব পছন্দ।
  • Arpan | 122.252.231.10 | ০২ নভেম্বর ২০১০ ২৩:১৭459246
  • বোঝো! কেসির পোস্ট ঘেঁটে দিয়েছিল। সায়ংকবির কথা মনে পড়ল হঠাৎ। সে কবে বাঙাল হল খানিক ভাবলাম আগাপাশতলা।
  • kc | 89.203.49.18 | ০২ নভেম্বর ২০১০ ২৩:২৬459247
  • :)
  • aka | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০১০ ২৩:২৮459249
  • হুতোকে সায়ন বললে কনফুশন হবেই।
  • Tim | 173.163.204.9 | ০৩ নভেম্বর ২০১০ ১১:৩৪459250
  • বুধবার ভোর। সোসন। আর হাতে হ্যারিকেন।
    **********************************

    বিপুল সমারোহে স্ক্যাটারে আঁকিবুকি, তবুও চেটে রাখা রাত্রীদিন
    ছিটেল বড়োবাবু, সিঁধেল মেজোশালা, মিচকে বস্‌ পড়ে বেকায়দায়
    ফিট না হলে পরে, ফাংশানের ঘরে, দিয়েছে তালাচাবি, দেশ স্বাধীন
    তক্র সুরভিত, চক্র সুললিত, তোমার তরবারি কোথায় হায়।

    কুহু ও কেকারবে, সিটিতে- কাϾট্রতে, দেদার মালপোয়া, দিচ্ছে দিক
    ইলোপে তিন্তিড়ি, বিলাপে নবঘন স্যামচাচার দেশে, আধশোয়া
    সেলেই হেলেদুলে, বাটিকে-বিকিনিতে চক্রধরপুরে কাবাব শিক
    বায়োলজির ছলে, বন্যা-দাবানলে, নর্দমার জলে শাক ধোয়া।

    কাজের কাজি যত, পাজির পাঝাড়াও, ততই বিপ্লব চটুল পায়
    চোখের কারসাজি ঘোলাটে সাদাকালো, রিমোটে ঝড় তোলা দূর্বিপাক
    এদিকে হেসে খুন, ওদিকে ক্যালাকেলি, সেদিকে ঢলে পড়ে এ ওর গায়
    ফিলজফির ঘরে হেরেছে গোহারান, তবুও রাতচরা দিচ্ছে ডাক।
  • r.h | 203.99.212.54 | ০৩ নভেম্বর ২০১০ ১২:১৭459251
  • অবিমৃষ্য ঝঞ্ঝনায় ঝলকিত রোদ পীড়াময়
    মধ্যদিনে এ কেমন নিষিদ্ধ অলাবু ভক্ষন
    সপ্তাহান্ত দূরে তবু দূরাগত পীড় বরাভয়
    যক্ষের পেটিকা ভরা দুক্ষ বিনা সুখ অণুক্ষণ

    অবিমৃষ্য বুধ, আহা মধ্যদিন বুধ মরীচিকা
    দেখায়ে হারায়ে যায় ধরনীর এক কোণে চাষা
    কি আশায় খেলাঘর বেঁধে সমাপিকা
    ব্রীড়ায় লুটায় তার ভিন্টেজ ভাষাহীন ভাষা।

    অবিমৃষ্য মধ্যবিত্ত সাধ্য নাই গালবাদ্য সার
    ধুলায় লুটায় তার স্বপ্নফুল সকল মুকুল
    কেলাসিত রাত্রিদিন হুতাশের বিষম প্রহার
    পীড়িতি* পরমনিধি দেখা যায় একূল ওকূল

    কর্মক্ষেত্রে সাপ তার সিঁড়ি গুলি বড় তালকানা
    হাতে তার মাউসের স্থবির কঠিন বিছানা
    ঘরেতে আসেনি সে, এক্সেলে খুব আনাগোনা
    অবিমৃষ্য হপ্তাশেষ গল্পপ্রায় দূরের সাভানা

    শীতল আচ্ছাদনে খনিজ মদ্যাধার মূক
    সুকঠিন তাপসের ভুঁড়ি বাড়ে সুবেগ, প্রখর
    তীক্ষ্ণধার কুঁড়ি গুলি মনে মনে গাঢ় কিংশুক
    অবিমৃষ্য বুধ বলে তিষ্ঠ ক্ষণকাল, কবিবর
    --------------------------------------

    *পীড়িতি: পীড়ভজনা
  • de | 134.105.166.235 | ০৪ নভেম্বর ২০১০ ০১:১৫459252
  • ক্যাবাত! ক্যাবাত!
  • Tim | 173.163.204.9 | ০৪ নভেম্বর ২০১০ ০৮:৫০459253
  • অবিমৃষ্য জলধারা, জলের আকার সমতল
    কৃষ্ণা-যমুনার নয়, এই জল সাঁতার অছিলা
    কটিদেশ, তটরেখা, জীবাণু লেহিত করতল
    হৃদয়ের চৌকাঠে স্বয়ম্ভূ শালগ্রাম শিলা

    অবিমৃষ্য যন্ত্রণা, জাজ্বল্য রাত, যেন পীড়
    কপাটেই মধুরেণ, কাছাখোলা ভাবের সমাধি
    প্রীতিভাজনেষু লিখে নতমস্তকে বলো, বীর
    কঞ্জুষি ত্যাগ করো, বখরাটা হোক আধাআধি

    অবিমৃষ্য বৃত্তিলাভ, যাবৎ চন্দ্রার্কমেদিনী
    ভিক্ষাপাত্র অমলিন, কিংশুকে ঢাকা আগাপাছ
    খড়ি ওঠা ত্বক, তবু দিনান্তে করঙ্কসেবিনী
    তাহাকে কুড়ায়ে নেবে, যেন ভিন্টেজ পচামাছ

    অবিমৃষ্য বুধ, তাই আজ তাহার সমুখে
    তেল মাখো রিয়া, ভিটামিনে প্রখর প্রতাপ
    যেমতি পীড়ের কড়ি, বানভাসি গাঙুড়ের বুকে
    যেমতি প্রভঞ্জন, আস্তিনে পুষে রাখা সাপ।

    অবিমৃষ্য দিন, তাই ততোধিক বিফল রজনী
    অবনী বাড়িতে নাই, স্ফীতোদর লগবুকে তার
    দাশরথি বনবাসে, মেগা সোপে ভরতজননী
    বৃথামাংস কিয়দংশ, দোষেগুণে আমের আচার।

  • r.h | 203.99.212.54 | ০৪ নভেম্বর ২০১০ ১৫:১২459254
  • টিম@ 04 Nov 2010 -- 08:50 AM: প্রখর, প্রখর, লেলিহান। পীড় তোমার মঙ্গল করুন।

    --------------------------------------
    এ বৃহৎ ইতিবৃত্ত নিয়ে আসে বৃহতের মত
    পুণ্য তীর্যক এই দিন, নিশানের মত অমলিন
    এক বাঁও দুই বাঁও, জুড়ে আসে অর্বাচীন ক্ষত
    পিঞ্জর চেনাশুনো, অধিবাসী পাখিটি অচিন

    হে বৃহৎ বৃহস্পতি বারহস্পত্য মহতের গুণ
    নেতি ধোপানীর ঘাটে ধুয়ে যায় ধোবিপাটে
    কর্ম তরক্ষুর নখ প্রবল দশন
    আজ যদি পান্তা জোটে, কাল ঠিক জুটে যাবে নুন

    আশা ছিল; ভালোবাসা প্রসঙ্গে অন্তর
    আশা সুমহান, এই অনুভবে দুর্গম গিরি
    বিনা প্রশ্নেপার হই, এমনিতে এ বড়ো যন্তর
    টিকে থাকা বড়ো চাপ, জিগরে ভস্মচাপা বিড়ি

    ধীরে বয় দ্বিপ্রহর ক্ষিপ্রগতি রজনী সফেন
    প্রেতেরা অলসমতি বিস্মরণ ঢেলা মারা খেলা
    ফুরায়ে এসেছে প্রায় সাপ্তাহিক সব লেনদেন
    পীড়ের স্মরণে কবি, কেটে যাক আর তিন বেলা

    হে বৃহৎ বৃহস্পতি বারহস্পত্য মহতের গুণ
    আমরা অল্পে খুশি, মদ্য, মাংস, পান্তা আর নুন
    এমনকি, শিরোধার্য কীটদষ্ট বখাটে বেগুন-
    আমরা দুরের পাখি, জাগরুক প্রবল জুনুন।

    --------------------------------------
    হ'য় রেফ কি করে লেখে?
  • r.h | 203.99.212.54 | ০৩ ডিসেম্বর ২০১০ ১৬:৪৯459255
  • সফেন শুক্রবার
    দ্রাক্ষা বক্ষে তার
    সূক্ষ চক্ষে তাক
    মক্ষিকা

    কক্ষে ধুম ত্রিতাল
    নাচ্ছে স্থির মাতাল
    মুন্ডে ঝিম ছিলিম
    কাহারবা

    বেবাক উদযাপন
    কিংবা একলা থাক
    তড়িৎ নক্রপাত
    অতর্কিত

    পীড়ের বরাভয়
    ব্যাসন ব্রীড়াময়
    একা কি গুষ্টিতেও
    চু কিৎ কিৎ

    এহেন শীত ঋতুর
    সন্ধ্যা যাম বিধুর
    খুদ কুড়িয়ে আনি
    মুষ্টিভর

    মোক্ষ তীর্থ কাক
    সেক্ষ বাক্সে থাক
    শুক্রে কুম্ভীপাকও
    পুষ্টিকর

    ***************************************
    কিন্তু আসলে আমার প্রিয় স্বরচিত কবিতা হল, 'শুক্রবার রাৎ/ আমি কুপোকাৎ'
  • rabaahuta | 117.194.233.206 | ০৪ ডিসেম্বর ২০১০ ২১:৩৮459257
  • ভগবান নিদ্রা গেছেন
    পিছনে আমরা ফিসন
    সনে বা ফি দিন ফি রাত
    আমাদের ক্লিয়ার ভিসন
    যেরকম চিকেন ক্লিয়ার
    স্যুপে আর ঝোলের দাগে
    আমাদের নির্মা সাদা
    জামাতে ফাগুন লাগে
    সে লাগুক নিদ্রা ঠাকুর
    আমাদের ঘুম মাদুলি
    রামে বা ভদকা দিয়ে
    লেবুতে সোডার জলে
    দিনগত শুদ্ধিকরণ
    পাপে পাপ গুণ বিয়োগে
    হাতে থাক নিদ্রাগত
    ভগবান ঝিম নিখুঁতি
    কিম্বা উমং তরং
    খেদ হ্যায় ফের বিরতি
    শনিবার ভিস্তিওলা
    হরেদরে খিস্তি খেউড়
    বেলতলা তাক পেঁয়াজী
    পীড় থাক বক্ষে এবং
    পীড় পাক ব্যাসন কোহল
    কোলাহল বারণ হলো,
    অকারন হপ্তা কাবার
    নেচে নেচে মর্মে ও পীড়
    বিরাজো ফি শণিবার।

    ****************************************************
    উহ, কি পদ্য পাচ্ছে কি পদ্য পাচ্ছে। কিন্তু আমার অনেক কাজ।
    আর আপনের যদি পাঠ্য পদ্যের দাবী থাকে, তবে ঘুমন্ত কবিদের ঘেঁটি ধরে এনে লেখান দিকি। আমাদ্দারা এর্চে ভালো কিছু হবে না।
  • Tim | 173.163.204.9 | ০৫ ডিসেম্বর ২০১০ ১৩:২৮459258
  • হুতোকেও এট্টু ঠ্যাকা দিয়ে যাই.....

    শনিবার যতই এগোয়
    রবিবার দরজা ঠ্যালে
    রবিবার ভীষন তাড়া
    শনি তাই সাট্টা খ্যালে
    ক্যাসিনোয় জলদি মানি
    ক্যাশ চাই সঙ্গোপনে
    ক্যাশিয়ার মেজাজ ভালো
    ট্র্যাশে তার স্বপ্ন বোনে
    আমাদের আমোদ ভারি
    যেমতি দূর্বিপাকে
    কিসানের হা-ঘর খিদে
    মাছেতে, ব্রাহ্মীশাকে
    দেখে পাই অমোঘ ভিশন
    ছবিতে, চায়ের কাপে
    গুঁড়োতে বেদম মজা
    বালিঘর, পায়ের চাপে
    তছনছ, পাগলাভোলা
    নেচে যা দুদিন আরো
    টানে মাল দিব্যখোকা
    জানে তার হদিশ পারো
    টাইমে, কভার পেজে
    লাইমে, বিয়ার পাবে
    ভদকায় ক্লিয়ার ভয়েস
    ডিনারে শুক্তো খাবে
    পীড় কয়, শুক্রবারে
    ফ্যানে আর গুগলিঝোলে
    গোড়ালির বাড়তি ফ্যাটে
    যাহারা পটল তোলে
    তাহাদের মন্দ কপাল
    নিশানায় গলতি ছিলো
    শনিরাত কাটলে পরে
    ঠিকানায় লাগাও পিলো
    শনিরাত প্রখর দারুন
    শনিরাত ইষ্টনামে
    শিয়রে পীড়ের ছবি
    শনিরাত মধ্যযামে।

  • r.h | 203.132.214.11 | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১০:১১459260
  • আবার এসেছে শুক্রবার
    ব্যাকুল বাঁশরী ঘন্টাঘর
    আলসে ব্রীড়ায় পেন্ডুলাম
    ভুলছে ফিজিক্স, পীড়ের নাম
    শুক্র দিবস চোর পুলিশ
    শুক্র রজনী রুমাল চোর
    মধ্যবর্তী চুকলিখোর
    জীবন গিয়াছে বিশ বছর।
    কবি বলেছেন অসভ্য
    কবি ভুলেছেন রামচরিত
    মানসে ফলছে কি মধুময়
    বিটি অহিফেন চিরহরিৎ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন