এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা-মিডিয়াম

    tatin
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০১০ | ১২৫৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tatin | 130.39.149.48 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০২:০১459302
  • ক্রমশ: দেখছি মধ্যবিত্ত তার ছানাপোনাদের ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে। আমার চেনাশুনো যত বাচ্চা গত ৫ বছরে পরাশুনো শুরু করেছে, তাদের ৯৫%ই (হয়তো ১০০%) ইংলিশ মিডিয়ামে। হিন্দু-হেয়ার জাতীয় ইস্কুলগুলো অবধি ছাত্র পাচ্ছেনা শুনলাম।

    বাংলা মিডিয়াম কি উঠে যাবে? উত্তমাশা অন্তরীপ, অশোকের শিলালিপি, প্রেইরি তৃণভূমি, ছিদ্রাল প্রাণী, প্রতিসরণ, মন্দন জাস্ট ডিকশনারি ওয়ার্ড হয়ে আসবে?
  • sda | 117.194.196.76 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০২:১৭459413
  • হিন্দু - হেয়ার জাতীয় স্কুলগুলো যদি বাংলার পাশাপাশি ইংলিশটাও ভালো করে না পড়ায় তাহলে এই অবস্থাই হবে। কি আর বলবো , এইচ এস, জয়েন্টে র‌্যাংক করা পাবলিকের মুখ শুকিয়ে যেতে দেখি ক্যাম্পাসিং এর কথা ভেবে - ১ ঘন্টা ইংলিশে কথা বলতে হবে ! ওরে বাবা !
    আমি বিশ্বাস করি ভালো ইংলিশ কমুনিকেশন স্কিল তৈরির সঙ্গে ট্যাঁশ হওয়ার কোন সম্পর্ক নেই । বাংলা, ইংলিশ দুটো ই এক সঙ্গে ভালোভাবেই শেখানো যায় যদি উপযুক্ত ফ্রেমওয়ার্ক থাকে। সেটা যেদিন সরকারী স্কুলগুলো দিতে পারবে সেদিন আবার বাংলা মিডিয়ামের সুদিন ফিরবে।
  • Lama | 203.99.212.53 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৬459524
  • ছোটবেলা থেকেই ইঞ্জিরি দিব্যি লিখতে পারতাম, কিন্তু বলার পরিস্থিতি এলেই মুখ শুকিয়ে যেত। সেকেন্ড ইয়ারে ওঠার পর প্রফেসর পারিজাত দে ঘোষনা করলেন এখন থেকে ক্লাসের সমস্ত কথোপকথন ইংরেজিতে করতে হবে। ভয়ের চোটে কয়েকদিন ক্লাস কাটিয়ে দিলাম। তারপর দেখলাম এরকম করলে তো নন কলেজিয়েট করে দেবে। তখন আবার গুটিগুটি ক্লাসে ফিরলাম। লাস্ট বেঞ্চে বসতাম। কিছু বুঝতে না পারলেও প্রশ্ন করতাম না। একবার আমাদের ক্লাসের পীযুষ সেন (ডাকনাম "বোতল সেন') সাতদিন ক্লাসে এল না। বোতল সেন ফেরার পর স্যর অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করলেন (বলা বাহুল্য ইংরেজিতে)। বোতল সেন মিনমিন করে বাংলায় বলল "বাড়ি গিয়েছিলাম স্যর, শিলিগুড়ি।' স্যর বললেন "গেট আউট।' তারপর ভয়ের চোটে ইংরেজি বলা অভ্যেস করলাম। মিজোরাম বা নাগাল্যান্ডের বন্ধুদের সঙ্গে যত বেশি পারতাম বকবক করতাম। একসময় লক্ষ্য করলাম সামনের বেঞ্চে বসতে, প্রশ্ন করতে বা উত্তর দিতে আর অস্বস্তি হচ্ছে না। চাকরি খোঁজা যখন শুরু করলাম তখন আর ইন্টারভিউতে ইংরেজি বলতে অসুবিধে হয় নি। আজকাল বিলেত আমেরিকা গেলে সাহেবদের সঙ্গে বাক্যালাপ করতে আর অসুবিধে হয় না।

    মেয়ের যখন পড়াশোনার বয়েস হয় নি, তখন দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম বাংলা মিডিয়ামেই পড়াব। বাংলা মিডিয়ামে পড়েও যখন আমি চাট্টি করে খাচ্ছি, আমার মেয়েই বা পারবে না কেন। কিন্তু যখন স্কুলে ভর্তি করতে গেলাম তখন মনে হল ভাল বাংলা স্কুলই বেশি অবশিষ্ট নেই- অন্তত: আমাদের বাড়ির কাছাকাছি তো নেইই। তখন দিলাম সাউথ পয়েন্টে ভর্তি করে।
  • Arpan | 122.252.231.10 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৬459539
  • তাতিনের পোস্টে মধ্যবিত্ত কথাটি কি ভেবেচিন্তে প্রয়োগ করা?

    নইলে দেখছি, কলকাতা এবং লুরুতে, নিম্নবিত্তরাও পয়সা বাঁচিয়ে সন্তানকে (আই মিন ছেলেকে) ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছে। সে স্কুলের মান যাই হোক না কেন।
  • tatin | 130.39.149.48 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৮459550
  • কলকাতাতেও কর্পোরেশন-আদি মিড-ডে মিল সম্বলিত ইস্কুলগুলিকে বাদ দিতে 'মধ্যবিত্ত' ইউজ কর্লুম
  • dukhe | 122.160.114.85 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৪৩459561
  • বাংলা ইস্কুল মানেই খারাপ ইংরেজি শিখবে সেটা নয় কিন্তু । ইংরেজি বলতে পারার একটা সমস্যা বাংলা মিডিয়ামে থাকে, সেটা খারাপ শেখানোর জন্য নয়, অনভ্যাসের (অভ্যাসের সুযোগ নেই বলে) জন্য । ইংরেজি ইস্কুলের বাচ্চাদের অনেকের আবার বাংলা বলতে সমস্যা থাকে ।
    উচ্চশিক্ষায় ইংরেজির বন্দোবস্তও একটা বড় ফ্যাক্টর । আমার নিজের সমস্যা হয়েছিল এগারো ক্লাসে ইংরিজি মিডিয়ামে ঢুকে । ইংরেজি বই পড়ার অভ্যেসটা গড়ে ওঠেনি তো, আর পোদ্দারের ইনার্গানিক কেমিস্ট্রি দিয়ে সেই অভ্যেস গড়ে তোলা বড় যন্ত্রণার ।
    এসব ভেবে মেয়েকে ইংরেজি ইস্কুলেই দিলাম - বাংলাটা আশা করি বাড়িতে সামলে নিতে পারব । ঠিক করলাম ?
  • M | 59.93.221.114 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৪:০১459572
  • সে একবার ব্রিগেডে প্যারেড করতে গিয়ে হলো,একটা মেয়ে, ঐ যখন মোহনবাগান না কিসের খেলার মাঠে নিয়ে গিয়ে রুটি, ডিমসিদ্ধ, কলা দেয় টেয় তখন ধাক্কাও মারলো আর ইংরাজিতে কি তাড়াতাড়ি কিসব বলে গেলো, কত কিছু বলার ছিলো, কিন্তু কিছুই বলতে পারলাম না। এখনো তাই চলছে, আমায় থামাতে হলেই লোকে তেড়ে ইংরাজি বলে চলেছে আর আমি কি বলছে সেদিকে মন দিতে গিয়ে বাকি সব গুলিয়ে ফেলছি।

    তাই, কাজেই..........:P
  • til | 220.253.188.98 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ১৬:১৪459583
  • আসলে সমস্যা হলো ঐ ট্যাঁশ স্কুলগুলোর প্রোডাক্ট দের নিয়ে; ওরা ভাবে ওরাই ইংরেজী উচ্চারণ ভালো করে। এখন তো দেখছি, ওদের উচ্চারণ শুনলে হাসি পায়। আবার এ কথাও সত্যি, ভাষায় জ্ঞানটাই আসল। UN D+Sec. Genl কি আহামরি উচ্চারণ করেন?
    আমি ভাই পুরো স্কুল বাংলা, পরীক্ষাও বাঙলাতে। বেশ তো আছি।
  • Paramita | 122.172.31.152 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৫459594
  • আমার ধারণা গুরুতে যারা লেখে তারা বেশীরভাগই বা: মি:। নইলে আসতোই না। কিছু ব্যতিক্রম তো আছেই।
  • pi | 72.83.80.105 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৭459303
  • কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের বেশিরভাগ ?
  • Paramita | 122.172.31.152 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ২২:৫০459314
  • হিন্দী গুরু পড়বে।
  • byaang | 122.172.59.161 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:২১459325
  • পারমিতাকে ক্ক। শুধু ইংরাজি মিডিয়ামই নয়, আমি তো দেখি দ্বিতীয় ভাষার ক্ষেত্রেও বাবা-মারা হিন্দি বেছে নিচ্ছেন। ঋভুদের স্কুলে দ্বিতীয় ভাষার জন্য বেশ কিছু ভারতীয় ভাষা নেওয়ার সুযোগ আছে। ঋভুদের ক্লাসে সব মিলিয়ে প্রায় কুড়িজন বাঙালী ছেলে পড়ে, যাদের বাবা-মায়েরা বেশির ভাগই বাংলা মাধ্যমের স্কুলে পড়েছেন, কিন্তু ছেলেদের দ্বিতীয় ভাষা হিসেবে হিন্দি শেখার উপর জোর দিচ্ছেন (একজন ছাড়া আর কেউ বাংলা নেয় নি) । আর এইটা শুধু বাঙালীদের জন্যই সত্যি নয়, অন্য ভাষাভাষীরাও তাদের মাতৃভাষা ছেড়ে হিন্দি শেখাচ্ছেন ছেলেমেয়েদের। ওদের ক্লাসে চারশো ছেলের মধ্যে একজন বাংলা, একজন মালয়ালি, একজন তেলেগু, আর দুইজন ফ্রেঞ্চ নিয়েছে, একশোজন কন্নড়, আর বাকি সব ছেলে হিন্দি নিয়েছে।

    আমার বেশ কিছু বন্ধু আছে যারা এখন কোলকাতায় থাকে, তাদের বাচ্চারা সেন্ট জেম্‌স, প্র্যাট ইত্যাদি স্কুলে পড়ে এবং দ্বিতীয় ভাষা হিন্দি নিয়েছে। এইসব বাবামাদের কারণ শুধোলেই বলে তাদের ছেলেমেয়েদের চাকরি করতে কোলকাতার বাইরে যেতেই হবে এবং তখন নাকি হিন্দি কাজে লাগবে।
  • pi | 72.83.80.105 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৫459336
  • তাতিন বোধহয় জিজ্ঞাসা করেছিল, কলকাতার ক'জন বাংলা 'মাধ্যমে' ছেলেমেয়েকে পড়াচ্ছেন । প:বঙ্গের বাইরের লোকজনের তো বাংলা 'মাধ্যম' হবার কোনো সুযোগ নেই।
  • Tim | 198.82.25.181 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৬459347
  • চলেব্‌ল হিন্দি আবার শিখতে হয় নাকি? কর্মক্ষেত্রে যেটুকু লাগে সেটুকু তো গান আর সিনিমা থেকেই শেখা যায়। তুলসীদাসের মত লিখতে হলে আলাদা কথা।
    বাংলাটাও যদি সিনিমা দেখেই শেখা যেত, তো কথা ছিলোনা। কিন্তু সেগুড়েও বালি।
  • byaang | 122.172.59.161 | ২৩ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৮459358
  • বল্লুম যে, মাধ্যম তো দূরের কথা, কোলকাতাতে থেকেও আপাদমস্তক বাঙালী হয়েও বাংলা ছেড়ে হিন্দি শেখার ঝোঁক বাড়ছে। টই ঘেঁটে দেওয়ার জন্য দু:খিত।
  • rimi | 168.26.215.135 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০১:০২459369
  • আজ থেকে একশো বছর পরে বাংলা মিডিয়াম বলে কিছুই থাকবে না - ভবিষ্যদ্বাণী করলাম, মিলিয়ে নিয়ো।

    এবার ক্যুইজ কোচ্চেন - একশো বছর পরে ভারতে কোন মিডিয়ামের স্কুল সবচেয়ে বেশি দেখা যাবে?
    . চাইনিজ
    . রাশিয়ান
    . হিন্দী
    . উপরের কোনোটিই নয় (অর্থাৎ, ইংরিজী)।
  • Arpan | 122.252.231.10 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০১:০৪459380
  • ক্যানো? রাশিয়ান ক্যানো? স্প্যানিশ নয় ক্যানো?
  • byaang | 122.172.50.173 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০১:০৬459391
  • Arpan | 122.252.231.10 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০১:০৭459402

  • tatin | 130.39.149.48 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০২:৩৯459414
  • আমার প্রশ্নটা একটু অন্য ছিলো:

    ইংরেজীর বাইরে এসে বাংলায় একাডেমিক চর্চা নিয়ে গত শ-দেড়েক বছর ধরে অনেক কাজ হয়েছে, সেখান থেকে কলেজে বাংলায় পড়ানো, উচ্চশিক্ষায় বাংলা ভাষা ইত্যাদি নিয়ে অনেক চিন্তাভাবনার রূপায়ণ হয়েচগে- বিশেষত: হিউম্যানিটিজএ ঈবং সায়ন্সেও বেশ বড়ো বড়ো বিজ্ঞানীরা এইসব নিয়ে ভেবেছিলেন।

    কিন্তু ইস্কুল লেভেলেই পড়াশুনোর মাধ্যমে বাংলা না থাকলে (মাইন্ড ইট, আমি বাংলা বা ইংরেজী ভাষাশিক্ষার কথা বলছিনা, বলছি বিভিন্ন বিষয় পড়বার মাধ্যম হিসেবে বাংলা-র কথা) জিনিসটা না থাকলে পুরোটাই ট্রিভিয়ালাইজ হয়ে যায়।

    সেক্ষেত্রে বাংলায় উইকি, প্রোজেক্ট বর্ণলিপি, বাংলা স্পেলচেকার-এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়। ভাষাটায় যদি ডেলি ভাট-এর বেশি কোনও সিরিয়াস কাজকর্ম না হয়, তার পিছনে এত ইনভেস্টমেন্ট-এর কারণ নেই।

    বা একটু আইকন টানি, রবীন্দ্রনাথের দেড়শো বছরের পুজোর সময় বলি যে রবীন্দ্রনাথের অন্তত: ১/১০ আজ অপ্রাসঙ্গিক?
  • pi | 128.231.22.87 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৩459425
  • তাতিন, ব্যাপারটা উল্টো হয়েছে এমন ও তো হতে পারে। বাংলায় একাডেমিক চর্চা, উচ্চশিক্ষায় বাংলা ভাষা , এগুলোর সঠিক রূপায়ণ হয়নি, আর যা যা ব্যবস্থা নিলে প: বঙ্গে শুধু বাংলা শিখলেই চলে যেত, সেই পদক্ষেপগুলো নেওয়া হয়নি, বা অন্য ভাষার আধিপত্যকে আটকানোর কোনোরকম চেষ্টাই হয়নি, সেইজন্য স্কুলে বাংলাকে মাধ্যম হিসেবে পড়ানোর চল ক্রমশ: কমছে।
  • haridasi | 151.141.84.194 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৭459436
  • বাংলাদেশের সাইটগুলোতে গেলে চিত্রটা আলাদা। বাংলা স্পেল চেকার বাংলা উইকি বাংলাপেডিয়ায় কাজ হচ্ছে। এমনকি বাংলা বড় বড় উপন্যাস নেটে তোলা হচ্ছে।
    তবে সেখানেও পড়াশোনার মাধ্যম হিসাবে শহরের দিকে মনে হয় ইংলিশ মিডিয়ামই সচ্ছল লোকেরা পছন্দ করেন।
    তবু বাংলাভাষা যদি আগামী পৃথিবীতে টিকে যায় তা প্রধানত বাংলাদেশ এর জন্যই টিকবে। ভাষা নিয়ে ওখানের মানুষের আবেগ অনুভূতি অনেক গভীর স্তরের, ভাষা আন্দোলন ইত্যাদির জন্য।

  • a x | 99.73.43.62 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:০৮459447
  • এইটা নিয়ে সেই গুচ্ছের "আলোচনা"ওয়ালা টইটা কোথায় গেল?
  • kc | 89.203.49.18 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:১১459469
  • কোথায় চল কমছে? মাধ্যমিকেতো প্রতিবছরই ছাত্রছাত্রী সংখ্যা বেড়েই চলেছে। চল কমছে শুধু প্রিভিলেজ্‌ড ক্লাসের মধ্যে।
  • pi | 128.231.22.87 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:১১459458
  • বাংলাদেশের পড়াশুনার মাধ্যম নিয়ে ছবিটা পাওয়া গেলে ভালো হত। আর, উচ্চশিক্ষাতেই বা কীরকম ব্যাপার স্যাপার ? স্নাতক, স্নাতকোত্তর, চিকিৎসা, প্রযুক্তিবিদ্যাবার জন্য বাংলাভাষায় সব বইপত্র রয়েছে ? বাংলাভাষায় গবেষণা করা যায় ? লোকে বাংলায় লিখে গবেষণাপত্র জমা দ্যায় ?
  • a x | 99.73.43.62 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:১৭459491
  • আর সেই যে কেসি জনতাকে বেজায় রাগিয়ে দিয়েছিলেন সেগুলান সব কোথায় ছিল? ভাটে? কোনো সাক্ষী রাখেন নি তার?
  • a x | 99.73.43.62 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:১৮459513
  • ওরে বাবা আবার তৃপবুর ভুতকে জাগিয়ে তুলছে পাই!
  • pi | 128.231.22.87 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:১৮459502
  • আরো বেশি সংখ্যক মধ্যবিত্ত আরো বেশি মাত্রায় প্রিভিলেজড হয়ে গেছে ?
  • pi | 128.231.22.87 | ২৪ সেপ্টেম্বর ২০১০ ০৩:২২459525
  • আরে ওটাই তো সেই ম্যারাথন আলোচনার টই, যা মাঝপথে আর ভার সইতে না পেরে মুখ থুবড়ে পড়লো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন