এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্যোমকেশ না ফেলুদা- কে বড়?

    I
    অন্যান্য | ০১ সেপ্টেম্বর ২০১০ | ৪৮৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:২৬460951
  • ব্যোমকেশ ! ফেলুদা-র আগে জন্মেছে।
    তাছাড়া ব্যোমকেশ বড়দের গোয়েন্দা, ফেলুদা ছোটদের।
  • Samik | 122.162.75.212 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:২৬460840
  • ইডা কি আমাদের আইডাগ্‌দার নাকি?
  • rimi | 168.26.215.135 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৩১460989
  • কেহই বড় নয়। ব্যোমকেশ, ফেলু মিত্তির কেউই কোনোদিন হার্ড এভিডেন্সের ধার ধারে নাই, গোঁজামিল দিয়ে বা ইমোশনাল ব্ল্যাকমেইল করে কনফেশন আদায় করার চেষ্টা করেছে কেবল।

    আজকের যুগে জন্মালে এদের ব্যবসা লাটে উঠত।

    তবে হ্যাঁ, এইটা আমার বড়ই মনের মতন টই :-))
  • aka | 168.26.215.13 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৩১460978
  • হাইট ধরলে ফেলুদা।
  • rimi | 168.26.215.135 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৩২461000
  • কেহই বড় নয়। ব্যোমকেশ, ফেলু মিত্তির কেউই কোনোদিন হার্ড এভিডেন্সের ধার ধারে নাই, গোঁজামিল দিয়ে বা ইমোশনাল ব্ল্যাকমেইল করে কনফেশন আদায় করার চেষ্টা করেছে কেবল।

    আজকের যুগে জন্মালে এদের ব্যবসা লাটে উঠত।

    তবে হ্যাঁ, এইটা আমার বড়ই মনের মতন টই :-))
  • rimi | 168.26.215.135 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৩৩461011
  • ওয়েট হিসাব করলে মনে হয় ব্যোমকেশ। ব্যোমকেশের আবার খানিক ভুঁড়িও ছিল।
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৪৭461022
  • সে তো উত্তমকুমারের ছিলো।

  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৪৮461033
  • সে কথা (গোঁজামিল) শার্লক হোমসের বেলাতেও খাটে।

  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৫০461044
  • শরদিন্দু উত্তমকুমাররে অ্যাপ্রুভ করেন নাই। বলেছেন-গোলগাল ফিচার , ভোঁতা নাক,-ছ্যা:, ওটা আবার ব্যোমকেশ হলো?
    যখন জিগ্গেস করা হল-তবে কিরকম হবে, আয়নায় নিজের পোতিক্কিতি দেখিয়ে বলেছিলেন-এইরকম

  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৫১460841
  • বড়-টড় এখনও ভেবে দেখিনি, তবে সদ্য অঞ্জন দত্তর তৈরি ব্যোমকেশ দেখে থেকে ভাবছি সাতদিনের ফাঁসি না তিন মাসের জেল - কোনটা অঞ্জনের পক্ষে ঠিক হবে। ভাবছি আর শিউরে উঠছি যে তাঁর হাতে অন্তত: আরও দুটো ব্যোমকেশের গল্পের ফিল্ম রাইটস আছে। শুধু যে আছে তাইই নয়, ছবিগুলো করবে বলেও শাসিয়ে রেখেছেন। বাঙালীর একযোগে, 'হায় হতোস্মি, আমি হতভাগ্য মরিলাম' বলার সময় হয়েছে।

    'আদিম রিপু'র চিত্ররূপ অফিস টাইমের ব্যাঙ্গালোর ট্রাফিকের মতন, দু পা এগোয় তো দু মিনিট থমকে দাঁড়ায়। ছানাকাটা ন্যারেটিভ। ছবির রিদম টলোমলো, বেতালা।

    হাস্যকর চিত্ররূপ। দাঙ্গা দেখানো হচ্ছে স্ক্রিনে। সামনে থেকে পেছনে দুটি লোক ছুটে যাচ্ছে লুঙ্গি পরে, পেছনে থেকে সামনে ধুতি পরে দুটি লোক ছুটে আসছে। এই চলছে। আর দুচারটি আগুন জ্বলছে, শীতে ফুটপাথে গরম-পোয়াবার জন্যে যেমন আগুন জ্বালানো হয়।

    গল্প পরিবর্তিত। সেটা আমার ভাল না লাগলেও পরিচালক/চিত্রনাট্যকারের সে অধিকার আছে। রুচির প্রশ্ন। কাজেই সে আলোচনায় যাচ্ছি না। শুধু এটাই বলার যে শরদিন্দুর গল্পে যে পরত আছে, সম্পর্কগুলো মধ্যে চোরাস্রোত আছে - তার কোন কিছুই ছবিতে অনুভব করা গেল না। 'আদিম রিপু' গল্পে ডিটেকশন প্রধান নয়। এমন কি ডিটেকশন যে কীভাবে হচ্ছে সেটাও খুব পরিষ্কার নয়। এটি মূলত: একটি সামাজিক উপন্যাস। কলেবরে বৃহৎ। স্বাধীনতার সময়ের মধ্যবিত্ত বাঙালী সমাজের একটা চিলতে। কিন্তু হায়। চিত্ররূপে না আছে ডিটেকশন, না আছে সমাজ।

    আর ডিটেলের কাজ তো ছেড়েই দিলাম। ছবিতে কাহিনীকে ১৯৪৭ থেকে সরিয়ে আনা হয়েছে। কিন্তু ঠিক কোন বছরে সেটা সম্বন্ধে পরিচালকও নিশ্চিত নন। একবার বলেন, 'স্বাধীনতার পরে ষোলো বছর কেটে গেছে", আর তারপরে একবার বললেন চোদ্দ বছর। তো ধরে নিলাম ১৯৬১-৬৩ সালের কোন একসময়ে। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় একটি চরিত্র গোল্ড ফ্লেকের প্যাকেট বের করেন (তখনও বোধহয় সিগারেট টিনে পাওয়া যেত, সে যাক) একেবারে হাল আমলের - এমনকি আজকাল সিগারেটের প্যাকেটের ওপর যে বিধিসম্মত সতর্কীকরণের কাগজ লাগানো থাকে সেটি শুদ্ধু। প্রথম দৃশ্যে ১৯৬১-৬৩-র ননীবালা আসেন হাল-ফ্যাশনের শাড়িজামা পরে - উইথ স্লিভ্লেস ব্লাউজ - এবং আঠা দেওয়া কালো টিপ পরে। এ হল টিপ অফ দি আইসবার্গ।

    জানতেন কি যে ঐসময়ে পাড়ার মস্তানরা ভাড়ার রাইফেল হাতবদল করতেন দিনের আলোয়, খোলা-আকাশের নীচে, পাড়ার মাঝখানে? জেনে রাখুন। এবং এও জেনে রাখুন অঞ্জন দত্ত আরো দুটি এরকম মাস্টারপিস বাগিয়ে শিগ্গিরই আসছেন - to a theater near you.
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২০:৫৫460852
  • ব্যোমকেশ ছেলো মেল শভিনিস্ট। বলেছিলো-মেয়েদের বুদ্ধি-বঙ্কিমচন্দ্র বলেছেন-কখনো অর্ধেক বই পুরা দেখিলাম না।
    বেশ জনসঙ্ঘী কথাবার্তা। পুরো শনিবারের চিঠি।

    সে অবিশ্যি ঋজুদা-ও ছিলো। নিজ মুখে স্বীকার করে গেছ। তাইজন্যেই নাকি বে করে নি।
    তাইলে মনে হয় ফেলুদা-ও ছিলো। স্বীকার করে নাই।
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:০২460863
  • জানতাম, আমি জানতাম। দত্তমশায়ের-র পেটে ওসব সহ্য হয় না। টূ বাঙালী ফর অ্যাঞ্জান।
    সুকুমার রায়-রে নিয়া নাকি বিদিকিচ্ছিরি টানাটানি হয়েছে । আবোলতাবোলের যে সংস্করণ ব্যোমকেশের হাতে ধরানো হয়েছে, সে নাকি তখন প্রকাশিতই হয় নি। আরো গাদাগুচ্ছের। আমি দেখি নাই,দেখলেও ধরতে পারতাম না। আজকালে একজন চিঠি লিখে জানিয়েছে।

    একদিন দেখতে গেছিলাম। ভাগ্যিস, সে সময় শো ছিল না !
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:২৪460874
  • একদম হক কথা। যে আবোলতাবোল দেখানো হয়েছে সেটা বোধহয় এই দশকে বেরোনো অরিজিনাল আবোল্‌তাবোলের ফ্যাসিমাইল কপি, তবে হার্ড কভার। দেখে চিনেছি কারণ আমার কাছে একটি কপি আছে।

    শরদিন্দুতে সুকুমার এসেছেন। এবং কী চমৎকার এসেছেন। অঞ্জনবাবুতে সুকুমারের দু-চারটি পংক্তি আওড়ানো হয়েছে মাত্র।

  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:৪৬460885
  • অজিত একটু বাচাল। একটু হিঁদু -হিঁদু গন্ধ। সুরাবর্দী সায়েবের পুলিশের ওপর খাপ্পা। শরদিন্দু আরো বাচাল। ফেনাটেনা মেশানো লেখা। সামাজিক উপন্যাস লেখার ঝোঁক। গোয়েন্দা গপ্পে বাপু আমার অত বাচালতা ভাল্লাগে না।

    প্রমাণ? শজারুর কাঁটা পশ্য।

    সেদিক থেকে তোপসে ছোকড়া ছিল সরেস। বাজে কথা বেশী বলত না। ফেলুদার গাঁট্টা খেয়ে খেয়ে দুরস্ত হয়ে গেছিল। পলিটিক্ষ নিয়ে মাথা ঘামাতো না।
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:৫২460896
  • ব্যোমকেশে গোঁজামিল আর গল্পের গরু বেশী। যেমন নিকোটিনের বিষ, জেনারেল প্র্যাকটিশনার স্পাইনাল অ্যানাস্থেশিয়া(প্রোকেন ) দিয়ে লোককে প্যারাপ্লেজিক করে দিচ্ছে,যখন তখন ভারত সরকার-উড়িষ্যা সরকার ব্যোমকেশবাবুকে ডেকে পাঠাচ্ছে.....
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২১:৫৭460907
  • সজারুর কাঁটা পরের দিকের লেখা। তদ্দিনে অজিত বইয়ের ব্যবসায়ে জড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি আমার কীরকম মনে পড়ছে সজারুর কাঁটা অজিতের বয়ানে লেখা নয়।

    ব্যোমকেশ উইটি, ফেলু সার্কাস্টিক।
    ব্যোমকেশ ঠিকঠাক, ফেলু বিশ্বপাকা।
    অজিত মাথায় অল্প নিরেট, কিন্তু অতি সরেস হাত। তোপশে বুদ্ধিমান, জয়-বাবা-ফেলুনাথের চিত্ররূপ বাদ দিয়ে বয়সোচিত, সত্যজিত রায়ের মতন বাংলা লেখে।

  • Shuchismita | 12.34.246.72 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:০৬460918
  • ব্যোমকেশ নিয়ে আলোচনায় রজিত কাপুরকে উপেক্ষা করবেন না :)
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:১০460929
  • আরে , তাই তো বললাম। যে শরদিন্দুবাবু অজিতের চেয়েও বাচাল। শজারুর কাঁটা শরদিন্দুর লেখা, অজিতের নয়-ঠিকই বলেছেন।
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:১৩460940
  • রজিত কাপুর একটু বেশী হাসত। তাছাড়া, রজিতের সবচে বড় হ্যান্ডিক্যাপ হল যে সে বাঙালী নয়। সসিবাবুকে দিয়ে কি ফেলুদা হয়?
  • pi | 128.231.22.87 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:১৯460952
  • রজিত কাপুরকে দিয়ে আলবাত হয়। বেশি হাসলেও হয়।
  • pi | 128.231.22.87 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:২৪460970
  • পয়রো বনাম হোমস ও হয়ে যাবে নাকি ? আর সেই লাইনে এই ব্যোমকেশ বনাম ফেলুদা ?
    ফেলুদা তে হোমসসাহেব ভালো মতন ছায়া ফেলেছেন না ?
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:২৪460963
  • হাপ পেন্টু পরে বাচ্চা ছেলে তাই বলে হয় না। শ্যামবাবুও সেকথা জানেন।
  • SC | 128.2.53.210 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:৩০460971
  • পৃথিবীতে গোয়েন্দা একজনই, তার নাম পয়োরো।
    ফেলুদা জাস্ট বোগাস লাগে,প্রথম দু একটা ভালো লেগেছিলো, পরে আগাথা ক্রিস্টি পড়ার পরে আর ফিরেও তাকাইনি।
    সিন্মাগুলো ভালো অবশ্য।
    নিন, এবারে বাওয়ালিটা লাগান। :)
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৪460972
  • আশির দশকে টিভিতে - তখন একটাই চ্যানেল - অজয় গাঙ্গুলি ব্যোমকেশকে নিয়ে কয়েকটা এপিসোড করেছিলেন। অজয় গাঙ্গুলির চেহারা কোনভাবেই ব্যোমকেশের সঙ্গে খাপ খায় না, তা সত্বেও ব্যোমকেশ বললে এখনও ঐ চেহারাই ভেসে ওঠে। অজিতের চরিত্রে কে অভিনয় করেছিলেন এখন মনে পড়ছে না, কিন্তু চমৎকার মনিয়েছিল। করেওছিলেন খাসা। দুটো মাত্র এপিসোড মনে আছে। 'সীমন্ত হীরা'য় কাকার চরিত্র করেছিলেন অমর গাঙ্গুলি। অনবদ্য। আর 'মাকড়সার রস'-এ প্রেমাংশু বোস। যতদূর খেয়াল আছে। তিনিও অসাধারণ করেছিলেন।

    রজিত কাপুর এখনও অব্দি আমার দেখা সেরা ব্যোমকেশ। তবে প্রথম দুয়েকটা মাত্র এপিসোড দেখতে পেয়েছিলাম।
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৫460973
  • আর সবথেকে খারাপ ফেলুদা? শশি কাপুর। সঙ্গে মোহন আগাসের লালমোহন।
  • Shuchismita | 12.34.246.72 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৭460975
  • পোয়ারো ভালো ঠিকই। কিন্তু পোয়ারোর কি "রক্ত বরন, মুগ্‌ধ করন, নদী পথে যাহা বিঁধিলে মরন" আছে? নামান দেখি হেস্টিংসকে দিয়ে একখানা "দুর্ধর্ষ দুশমন"!! হুঁ!!

    আর রজিত কাপুরকে নিয়ে কিচ্ছু শুনব না। হাসলেই বা কি? ভালো গোয়েন্দার পরিচয় তার চোখে। অমন চোখ! পুলু মিত্তির ছাড়া আর কারোর নেই।
  • pi | 128.231.22.87 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:৪৭460974
  • নেটে সব আছে তো।

    আর হ্যাঁ, রজিত কাপুরকে নিয়ে কোনো কথাই হবেনা।
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৯460976
  • নদী পথে না নদী পাড়ে?
  • pi | 128.231.22.87 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৩460977
  • শুধু চোখ ? আর, নাক ?

    ফেলুদা কি কেউ শুধু ফেলুদার জন্য পড়ে নাকি ? লালুবিহীন ফেলুদা তো আলু ছাড়া সামোসা।

  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৫460979
  • নেটে অজয় গাঙ্গুলির ব্যোমকেশ আছে? জ্জিও তো! কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন