এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্যোমকেশ না ফেলুদা- কে বড়?

    I
    অন্যান্য | ০১ সেপ্টেম্বর ২০১০ | ৪৯২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:০৬460980
  • ন্যাড়া বাবু একটু পার্শিয়াল। ব্যোমকেশ-ঘেঁষা। বুড়ো মানুষ ত !

    তবুও বলি-আপনিই বলুন-অনিদ্রা রোগ কি অ্যাসপিরিন খেয়ে সারে? এইসব লোপ্পা বল দিতে আছে?

    ঐ যে প্রতুলবাবু বলেছেন সার কথা, আগেকার দিনের পাঠক অনেক সহিষ্ণু ছিল। হাওড়া স্টেশন থেকে গাড়ি ছাড়ার একঘন্টার মধ্যেই পর্বতমালা ও ঝরনার শুভ্র রেখা দেখতে পেলেও কিচ্ছু বলত না।
    তেমনি অ্যাসপিরিনে ঘুম পেলেও রাগ করত না।
    প্রতুলবাবু যদিও ব্যোমকেশের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন। তবে তিনি ছিলেন বন্ধুলোক।
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৩460981
  • অ্যাসপিরিনে যে কী সারে সে তো আমি ২০১০ সালেও জানলাম না। এ বছর শুনি অ্যাস্পিরিন হার্টের পক্ষে খুব ভালো। মহৌষধ। পরের বছর বলল, খবর্দার অ্যাসপিরিন খেও না। হার্টে যদি বা কোন উবগার হয়, স্টমাকের লাইনিং-এর দফা-রফা। বেচারা কলকাতা মেডিকেল কলেজের এমবি ডাক্তার ষাটের দশকে আর বেশি কী জানবে!

    তবে ব্যোমকেশে তথ্যগত ভুল থাকলে আশ্চর্য হইনা। ফেলুতে থাকলে হই। কারণ ফেলু নিজেকে একটা এনসাইক্লোপিডিয়া হিসেবে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করে।
  • pi | 128.231.22.87 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৬460982
  • তবে, ছোটোবেলায় ফেলুদা ভাল ই লাগতো। পরে আর না লাগার শুধু বড় হয়ে যাওয়া নয়, তার জন্য দায়ী হচ্ছে ঐ আনন্দ পাবলিশার্স। ঐ যে কায়দা মেরে ওরা কলকাতায় ফেলুদা, পাহাড়ে ফেলুদা বের করলো, আর আরো কায়দা মেরে বেছে বেছে সেগুলো কিনে পড়লাম ও, তারপর ই ফেলুদা প্রীতির ইতি ঘটে গ্যালো।
    দেখি, একটা বইয়ের দু তিনখানা গল্পে সেই এক প্লট, এক ট্রিক .. সেই পুরানো প্রতিহিংসা চরিতার্থ করতে সেক্রেটারি জাতীয় ছদ্মবেশে আসা, পুরানো ফোটো কি
    আংটির আদ্যক্ষর দেখে শনাক্তকরণ ... আর ও বেশ কিছু জিনিশ ছিল এরকম, এখন অত মনেও নেই, কিন্তু পড়ার সময় এগুলোর পুনরাবৃত্তি দেখে চার্মটাই নষ্ট হয়ে গেছিলো। এবার , রায়মশায় হয়তো লেখার সময় বছর দশেক বাদে এরকম কিছু রিপিট করেছিলেন, ছোটোবেলায় গ্যাপ দিয়ে দিয়ে একেকটা বই পড়েছি বলে খেয়াল করিনি, কিন্তু আনন্দর অকুস্থল স্পেসিফিক সংকলনের কল্যাণে সেই সব গল্প তো পাশাপাশি হাজির ! একটা দুটো পড়লেই বাকি গল্প গুলো প্রেডিক্ট করা যায় আর, প্রেডিকশান মিলেও যায় :(। এরপর আর গোয়েন্দা গল্প পড়ার কি ড্রাইভিং ফোর্স থাকে !

    তবে, এখন ভেবে দেখলাম, শরদিন্দু অমনিবাসে তো সব ব্যোমকেশ ই একসাথে পড়েছি। কই, এমনি লাগেনি তো !
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:১৭460983
  • আর কি বলে, অজিত ছিল একটু গ্রাম্য ধরণের শহুরে। গুম্ফবতী কালো মোটা কদাকার মেয়েমানুষ দেখে লেডী ডাক্তার-ফাক্তার বলেছিল। ভাবা যায় !

    হবে না-ই বা কেন ! বেশীদিন হল কলকাতা শহরে বসবাস হয় নি। এখনকার যুগে জন্মালে খাপ পঞ্চায়েতের প্রেসিডেন্ট হত।

    ফেলুদায় আবার ঐ ব্যাপারটি পাবেন না। জম্মো-শহুরে। প্রোগ্রেসিভ লোক। বেম্মজ্ঞানী হলেও হতে পারে। ন্যাকামো পছন্দ করে না। শান্তিনিকেতন ভাল্লাগতো না বোধ হয়। সত্যজিতবাবুর মত টেস্ট।

    তবে হ্যাঁ, একটু সার্কাস্টিক। লালুবাবুর প্রতি সেরেফ অবিচার করেছেন। লালুদা বলে স'য়ে গেছেন।

    সেদিক থেকে ব্যোমকেশ আমাদের বেশ কাছের লোক। অত লম্বা নয় যে মাথায় অন্যরকম হাওয়া খেলবে।
  • pi | 128.231.22.87 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২১460984
  • ন্যাড়াদা, অজিত গাঙ্গুলির ব্যোমকেশ আছে কিনা জানিনা, আপনি তো বল্লেন , রজিত কাপুরের প্রথম একটা দুটো এপিসোড দেখেছেন খালি। ওটার সবকটা আছে।
  • Shuchismita | 12.34.246.72 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৫460987
  • পাই-এর কথাতে খেয়াল হল। ব্যোমকেশ তো পরপরই সবকটা পড়েছি। কিন্তু একঘেয়ে লাগে নি তো! ফেলুদাতে সেটা লাগে।

    তবে আমার আবার ব্যোমকেশের প্রথম পর্বের গল্পগুলো বেশি ভালো লাগে। দ্বিতীয়খন্ডের শুরুর গল্পগুলোও ভালো। কিন্তু তারপর, বিশেষ করে অজিত যখন থেকে লেখা ছেড়ে দিল তখন থেকে আর অত ভালো লাগে না। তবে প্লটের পুনরাবৃত্তি হয়েছে এমন মনে হয়নি। ঐ গল্পগুলো ভুলেও গেছি। কেউ খেই ধরিয়ে দিলে আবছা মনে পড়ে। কিন্তু পথের কাঁটা বা মাকড়শার রস বা অর্থমনর্থম যেমন মনে গেঁথে গেছে তেমন নয়। ওগুলো প্রথমে পড়েছিলাম/দেখেছিলাম বলেই কি!
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৫460986
  • সইত্যজিত বাবু মনে হয় একটা বদবুদ্ধি করেছিলেন। ফেলুদার রাস্তা ফাঁকা করার জন্য পচামত ব্যোমকেশ বানিয়েছিলেন। তবে গানখানা ফাটাফাটি। ভালোবাসার তুমি কি জানো।
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৫460985
  • সে তো একশোবার। লেখা না হলেও বুঝি অজিত ভাগলপুরের লোক। পদবিও বন্দোপাধ্যায়। দাম্পত্য সম্বন্ধে যতটা অজ্ঞ দেখায়, সে তত অজ্ঞ নয়।

    তবে ফেলু শহুরে ঠিকই, তবে সে যে ঠিক কোন শহরে থাকে বোঝা শক্ত। কোন মহিলা ধারেকাছে দেখা যায় না। আগে তাও পিন্টুদের বাড়ির দিক থেকে 'ইশক ইশক ইশক'-এর গান-টান ভেসে আসত। পরের দিকে তো তাও হাওয়া।

    নিরাবলম্ব থাকার চেয়ে অন্তত কলকাতা শহরের প্রেক্ষাপটটা ভাল, অ্যাসপিরিন খেয়ে ঘুমিয়ে পড়লেও।
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৯460988
  • বন্দুককে ডিটো।
    ঐ, ঐটাই কারণ। শরদিন্দু-র লেখার হাত তেমন সরেস ছিল না, অজিতের মত। গোয়েন্দা গল্পে অশ্রুসজল সামাজিক পালা ঢুকিয়ে দিতেন।
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৪460990
  • বলে কী রে! শরদিন্দুর লেখার হাত তেমন সরেস ছিল না? I-ডাক্তারই কি ছদ্মবেশী অঞ্জন দত্ত?
  • aka | 168.26.215.13 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৩৯460992
  • ব্যোমকেশ পড়তে টড়তে ভালই, কিন্তু ফেলুদার মধ্যে একটা চার্ম আছে। ব্যোমকেশ একটু বেশি বয়সীদের জন্য, ফেলুদা বৃদ্ধদের জন্য নয়। ঐ বিশ্বপাকা ভাবটা কমবয়সে ভালই লাগে। তবে হোমস পড়ার পর থেকে দুজনকেই আর তেমন ভালো লাগে নি।

    আচ্ছা এই আই কে?
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪২460993
  • আদ্ধেক কোট করা বড়ই বিপদ।

    তাছাড়া আমি সদ্য শজারুর কাঁটা -র পুন:পাঠ শেষ করে উঠেছি। বুকের বাঁদিকে এখনো চিনচিনে ব্যথা। মুখে চিরতার স্বাদ। শরদিন্দু, সতীদাহ, পবিত্র পর্দা, আঁতুড় ঘর,রামের সুমতি,সাহেব মা-বাপ-সব কিছুকে গালাগাল দিতে পারি।
  • Shuchismita | 12.34.246.72 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৩460994
  • আই তো বড়াই। হোমস পড়ে আকাদার কি অবোস্তা ;-)

    আমার অবশ্য হোমসের থেকে পয়রো বেশি ভাল্লাগে। হোমস বড্ড পুরোনো।
  • nyara | 122.167.250.7 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৪460995
  • ফেলুদা টিনটিন, ব্যোমকেশ অ্যাসটেরিক্স। ফেলু কাঠি লজেন্স, ব্যোমকেশ সাদা কাঠি। ফেলু ন্যশনাল লাইব্রেরি, ব্যোমকেশ রকের আড্ডা।
  • I | 115.117.216.247 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৫460996
  • মনে হয়, আমি সুনীলবাবু-র হিন্দু কালেজ ভ্রষ্ট চণ্ডাল। তবে কিছু কম ইংরেজী জানি।
  • Shuchismita | 12.34.246.72 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৪৭460997
  • শরদিন্দু পড়লে আমারো আজকাল খুঁতগুলো বড্ড চোখে পড়ে। ভদ্রলোক যা তা রকমের মেল শভিনিস্ট। লেখার হাতটি খুবই সরেস তা অস্বীকার করি না। বিশেষ করে ঐতিহাসিকে, ছোটোগল্পে। কিন্তু মন খুলে আহা-বাহা করতেও একটু একটু আটকায় আজকাল।
  • pi | 128.231.22.87 | ০১ সেপ্টেম্বর ২০১০ ২৩:৫৭460998
  • হোমস বড্ড বেশি মেথডিক্যাল। আর ওদিকে পয়েরোকে দ্যাখো। কোনোরকম প্রোটোকলের কোনো ধার ই না ধেরে কেবল মগজাস্ত্র চালিয়ে সব অপরাধীদের কুপোকাৎ করে ফেলেন !
  • I | 115.117.216.247 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০০:০৫460999
  • মিস্টেক মিস্টেক ! অজিত আসলে মুঙ্গেরের লোক।
  • i | 210.84.44.153 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০০:২৪461001
  • আমি ছোটাই। বড়াই নই।

    তক্কটা কি নিয়ে ?সিনেমা না গপ্প?
    ফেলুদা তো কিশোরসাহিত্য, ব্যোমকেশ ফর অ্যাডাল্‌ট্‌স। তুলনা হয়?
    সত্যজিত রায় বোধ হয় নিজেই বলেছিলেন-ক্রাইম ব্যাপারটা বড়দের, ছোটোদের জন্য গোয়েন্দাকাহিনী লেখা কষ্টকর-
  • Shuchismita | 12.34.246.72 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০০:৫১461002
  • ইন্দ্রাণীদি! কতদিন পর! খুব খুশী হলাম দেখে :)
  • i | 137.157.8.253 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০৮:০৩461004
  • আরে শুচিস্মিতে,
    আসি তো প্রায়শই। দেখা হয় নি আর কি।

    ব্যোমকেশের একটা গল্প অসমাপ্ত ছিল-বিশুপাল বধ ??-মনে করতে পারছি না নামটা। অনেকদিন পরে নারায়ণ সান্যাল শেষ করেছিলেন বোধ হয়।

    নতুন সিনেমাটা কেউ দেখলে? কেমন?
    চিড়িয়াখানা ছাড়া শজারুর কাঁটাও সিনেমা হয়েছিল না? সতীন্দ্র ভট্টাচার্য ব্যোমকেশ আর শৈলেন মুখোপাধ্যায় চিড়িয়াখানার মত এখানেও অজিত।
  • Arya | 125.16.82.195 | ০২ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫৩461005
  • আর একজন কেও আমার বেশ লাগে, পি.কে. বাসু, ব্যারিস্টার, লোকজন কি বলেন?
  • saikat | 202.54.74.119 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১১:১০461006
  • দু:খ হয় শাশ্বতর জন্য। হয় তোপসে নয় অজিত হয়েই রয়ে গেল, গোয়েন্দা আর হওয়া হোল না!
  • kallol | 124.124.93.205 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:০২461007
  • অনেক পরে এসেছি। তাই আগের একটা পোস্ট নিয়ে বলার আছে। সুচিশ্মিতার পোস্ট আর পাইয়ের ফোড়ন।
    আমার বাপু কোনো ফেলু মিত্তিরই ভালো লাগেনি। সত্যজিতবাবু আর লোক পেলেন না! বোধ হয় গুপী না করতে পেরে পুলু ব্যাটা ঝুলে পড়েছিলো। তাই অগত্যা........
    সব্যসাচী, শশী অতিব ঝুল, রজিত চলেবল। বেস্ট হতো বরুণ চন্দ। অন্তত: পুলু অভিনীতগুলোয় অনেক ভালো দেখাতো। ফেলুদা উইথ উইগ!! ছ্যা ছ্যা। বরুণ চন্দ অভিনয়ে অবশ্য পুলুবাবুর ধারে কাছে আসে না। তা, সে তো শুনেছি সত্যজিতবাবু টেবিল চেয়ারকে দিয়েও অভিনয় করিয়ে নিতে পারতেন।
    পরের দিকে আর বরুণকে দিয়েও হতো না, কারন বয়স। পরমটা আগেই তোপসে করে ফেলেছে, তাই সমস্যা, নইলে ও পারতো।
    এখন আর তেমন ফেলু নাই।
    ব্যোমকেশ আর ফেলুর তুলনা হয় না। যেমন পিকে আর সুরজিতের, যেমন গীতা আর আশার, যেমন বলরাজ আর নাসিরের।
  • Arpan | 204.138.240.254 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:০৯461008
  • সৌমিত্র ওই ঝকঝকে চোখ আর ধারালো প্রোফাইল দিয়েও ফেলুকে ধরতে পারেননি? কিন্তু সে তক্কো থাক, ফেলুকে কে দেখত কল্লোলদা? ওই একজনই থাকতেন সারা স্ক্রিন জুড়ে - সন্তোষ দত্ত। ঐখানেই মানিকবাবু বেরিয়ে গেছেন।

    এই বিভুবাবুর সাস্তা ভাঁড়ামো অক্ষম অভিনয় আর সহ্য হয় না। বলিরেখা নিয়ে হাজির সব্যসাচীকে তাও মাপ করে দেওয়া যায়। কিন্তু বিভু আসলেই চোখ বন্ধ করে রাখতে হয়। যেমন দুর্বল পরিচালক তেমনি তাঁর কাস্টিং।
  • saikat | 202.54.74.119 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:১০461009
  • সত্যজিত রায়ের নাকি ইচ্ছে ছিল এমন কাউকে দিয়ে ফেলুদা করানো যার মধ্যে সৌমিত্র, বরুণ চন্দ, ধৃতিমান, শুভেন্দু, এই চারজনের-ই কিছু কিছু থাকবে। সে রকম কম্বিনশন পাওয়া যায়ে নি বলেই শেষ পর্যন্ত সৌমিত্র !
  • kallol | 124.124.93.205 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:২৭461010
  • আমি ঠিক জানি না। তবে সত্যজিতবাবু ওরকম উড়িয়ে ভাবতেন বলে তো মনে হয় না।
    যতদূর জানি। সৌমিত্র প্রায় ঝুলে পড়েছিলেন। ওনার খুব গুপী করার ইচ্ছে ছিলো। খারাপ হতো না। তবে তপেনবাবু অন্য একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
    তবে অর্পণের সাথে ক্ক। জটায়ু সন্তোষ আর বাঘা রবি, বাংলায় যাকে বলে যাস্ট কথা হবে না।

  • pi | 72.83.80.105 | ০২ সেপ্টেম্বর ২০১০ ১২:৩২461012
  • বোম্বাইয়ের বোম্বেটে যাও বা দেখা গেছিলো ( অনেকটাই ঐ পরান বাঁড়ুজ্জের জন্য ), পরেরটা একেবারে কেলেংকারিয়াস করে ছেড়েছেন। :(
    একটা গোয়েন্দা গল্পে যদি এটাই বোঝা যেতে থাকে কে, কে অপরাধী, তার আর রইলোটা কি !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন