এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্যোমকেশ না ফেলুদা- কে বড়?

    I
    অন্যান্য | ০১ সেপ্টেম্বর ২০১০ | ৪৮৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 137.157.8.253 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৭:২৫460931
  • অর্পণ , নারায়ণ সান্যালের বিশুপাল বধের খোঁজ করছিলে...
    ওটা বেরিয়েছিল খুব সম্ভব অধুনালুপ্ত মহানগর পত্রিকায়( সমরেশ বসু সম্পাদনা করতেন)। আমাদের বাড়িতে ছিল। এখন নেই-খুব সম্ভব। যদি থাকে, তবে এবারে শীতে বাড়ি গিয়ে স্ক্যান করে পাঠানোর ব্যবস্থা করব। তবে সম্ভাবনা কম।

    বড়াইবুড়ি,
    সরি সরি ভেরি ভেরি সরি।
    তর্কের পার্টটা মিস করে গেছিলাম । ঘুম থেকে উঠে দেখলাম পাই কেমনধারা হা রাজিত কাপুর জো রাজিত কাপুর করছে , ন্যাড়াবাবু আসপিরিন নিয়ে কি সব কইছেন-কেমং মনে হোলো মাণিকবাবু ক্রাইম নিয়ে কি সব কয়ে গেছেন-সে কি ঘুমে সে কি জাগরণে -ঘুম চোখে একটা পোস্ট ঠুকে দিলাম। খ্যাল করে সব পোল্লে জল ঢালতাম না।
  • Shuchismita | 71.201.25.54 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৭460932
  • কি একচোখো! পাই-এর হা-হুতাশই খালি চোখে পড়ল। আর আমার ডেডিকেশনকে কেউ পাত্তাই দিল না। বলি রজিত কাপুরকে এ পাতায় আনল কে? ফলের আশা করিও না, কর্ম করিয়া যাও .... ইত্যাদি .......
  • i | 137.157.8.253 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৭:৫৩460933
  • অয়ি শুচিস্মিতে,
    এক চোখো হয়েই ছিলাম তো -ঘুম থেকে উঠে চোখ খুলছিল না ঠিকঠাক-তাই সব মিস করে গেছিলাম-তুমি রাজিত কাপুর এর চোখে চোখ দিয়ে মুগ্‌ধকরণ হয়ে আছ-দেখি নাই।

    ও অর্পণ,
    ঐ পিসিমার নাম ছিল লাবণ্য-লা দেখে পুলিশ ধরে নিয়ে গেছিল।
    গল্পটা বহু বহু দিন আগে আনন্দমেলা পুজোবার্ষিকীতে বেরিয়েছিল-

    জমিয়ে তক্ক, কুইজ হোক।
  • aka | 24.42.203.194 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৮:৪৬460934
  • আমরা একবার একটা ফেলুদার গল্প লিখতে শুরু করেছিলাম, বহুকাল আগে। ফুটকিই শুরু করেছিল, মানে গোয়েন্দা গল্প হিসেবে শুরু হল, তারপর আমাদের এক লিখিয়ে বন্ধু হাইজ্যাক করে তোপসের সাথে একজনের প্রেমের গল্প বানিয়ে দিল। দিব্যি হয়েছিল সেটা।
  • Arya | 125.16.82.195 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৩৮460935
  • কলিমুদ্দিন এর দোকান এর ডালমুট, ঠিক কিনা?
  • byaang | 122.172.48.116 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪০460936
  • হুকোমুখো আর অনন্যা, আমি তো জানতাম নিউ মার্কেটের কলিমুদ্দির দোকানে ডালমুট কিনতো ফেলুদা।
  • byaang | 122.172.48.116 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ০৯:৪৩460937
  • হ্যাঁ আর্য্য।
  • kallol | 124.124.93.205 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:২৬460938
  • ফেলুদা নিয়ে ব্যাঙ্গালোরে একটা বাংলা নাটক হয়েছিলো। অটোগ্রাফের পরিচালক সৃজিতের লেখা - ফেলুদা ফেরৎ। খুব ভালো হয়েছিলো। একটু সম্পাদনা করলে অসাধারণ হতো।
    ফেলুদা (বয়স হয়েছে, গোয়েন্দাগিরি ছেড়ে বাগান করেন) বরুণ চন্দ, তোপসে - পরমব্রত (তোপসের বিয়ের আগের দিন নাটক শুরু)। ক্যাপটেন স্পার্ক - জে.এন.ইউতে পড়ে, মুকুল প্রেসিতে। লালমোহনবাবু নতুন মোবাইল কিনেছেন। মগনলাল মেঘরাজ (সৃজিত নিজে) জেল থেকে ছাড়া পেয়েছে। তোপসের বউভাতের পরদিন ফেলুদার সাথে দেখা করে মগনলাল চ্যালেঞ্জ দিয়ে যায় - সাত দিন বাদে সে একটা খুন করবে। প্রতিদিন একটা করে ক্লু দেবে - পারলে আটকান ফেলুবাবু।
    সব রহস্য ভেদ করেও শেষ রক্ষা হয় না। ফেলুদা হেরে যান।
    এর মধ্যে একটা দৃশ্যে ফেলুদার যে প্রেম হয়ে ওঠে নি।
    ব্যাঙ্গালোরে চারাটে শো হাউসফুল।
    নাটক শুনে সন্দীপ রায় কলকাতায় করতে অনুমতি দেন নি। বলেছিলেন টিযী হল থেকে উঠে গেলে পরে দেবেন। সৃজিত বোধহয় আর উৎসাহ পায় নি ও মন্দার বোস।
    এর মধ্যে কলকাতায় ব্যোমকেশ নাটক নামিয়েছে - সাদা কালোয়। সেট-প্রপ-কস্টিউম সব সাদা-কালো। লোকে দেখেনি।
    তারপর নানান টুকটাক কাজ করতে করতে অটোগ্রাফ।
  • kallol | 124.124.93.205 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:২৮460939
  • এই নাটকটার সূত্রে প্রথম জানলাম - চরিত্রেরও কপি রাইট হয়।
  • Raj | 202.79.203.43 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৪৮460941
  • কল্লোলদার এই নাটকের গপ্পোটা হেব্বি লাগল

    পোষ্টের প্রেক্ষিতে একটা কুইজ ছেল, অনেক পুরোনো আবার আরো অনেক অসইব্য ;-) আগেভাগেই বলে রাখলুন উত্তরটা হেব্বি অসইব্য, কেউ কিসু মনে কইর‌্যা বইসবেন না !

    সত্যজিৎ রায়ের একমাত্র ফ্লপ প্রোডাকশনের নাম কি?
  • PM | 223.223.142.174 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৫০460942
  • সন্দীপ?
  • Arpan | 216.52.215.232 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১০:৫৯460943
  • এ তো সবাই জানে। :-)
  • roks | 203.110.246.22 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১১:০৩460944
  • কল্লোলদা, একবার ডাকবাক্সটা দেখবেন।
  • kallol | 124.124.93.205 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১২:৩৯460945
  • রকস - দেখেছি। জবাব দিয়েছি। আমি সৃজিতের অনুমতি চেয়েছি ওর মেইল আইডি তোমায় দেওয়ার জন্য। একটু সময় দাও।
  • kallol | 124.124.93.205 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৫:৩৭460946
  • রকস - মেইল চেকাও ;-)))
  • Hukomukho | 198.184.5.252 | ০৩ সেপ্টেম্বর ২০১০ ১৯:১৪460947
  • ব্যং ঠিকই জানতেন, আমিই ছড়িয়েছি। লতিফ ও ছিল ও একই গল্পে তবে সে হোটেলের রিশেপসন এ বসতো । ডালমুটের দোকানে নয় :)
  • Achin Pakhi | 59.93.197.218 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ০০:২৫460948
  • আমার মতে এই তর্ক টার কোনো মানেই হয় ন। কারন ফেলুদ আর ব্যোমকেশ দুতো পুরো দুই ধরনের চরিত্র। ব্যোমকেশ ফেলুদর থেকে অনেক ম্যাচিওর অনেক পরিনত। তোর্ক ট হয়্‌ত শুরু হোয়েচে দুজনেই বাঙ্গালি বলে কিন্তু ফেলুদ কে পুরো মাত্রায় বাঙ্গালি বলা যায় কি??
    আর ফেলুদার চরিত্র ট যেকোনো সময়ে খাপ খাবে কিন্তু ব্যোমকেশ এর চরিত্র ট সেটা নয়।
  • Kartuj | 59.93.165.177 | ০৪ সেপ্টেম্বর ২০১০ ১১:১৩460949
  • ফেলুদাকে পুরোমাত্রায় বাঙালী বলা যায় না? ভেবে বলছেন তো? হ্যাঁ, ফেলুদা শুধুই বাঙালী নয়, তার সাথে সাথে ভীষণ রকম international। কথ্য ইংরেজীতে ফেলুদা যতটা স্বচ্ছন্দ, ব্যোমকেশের তেমন কোনো নমুনা আমরা কোথাও পাই নি। যদি ভুল বলি শুধরে দেবেন। ফেলুদা পুরোমাত্রায় বাঙালী নন এটা বললে এক অর্থে বোঝায়, ফেলুদা আজকালকার অধিকাংশ corporate পাবলিকের মত বং, অর্থাৎ প্রতি লাইনে ৬টা শব্দের ভেতর ৪টে english শব্দ, বাংলা ভাষা বলতে বোঝে 'পাতি গোদা বাংলা' এবং বাংলা বললেও তাতে বিস্তর ভুল, লোকমুখে শুনে ছদ্ম বাঙালিয়ানায় শুক্ত, আলু পোস্ত-র নামে আহা উহু করে। তেমন বাঙালী নিশ্চয়ই ফেলুদা নয়। হ্যাঁ ব্যোমকেশ মাঝেমধ্যেই অনেক প্রবাদ-প্রবচন, সংস্কৃত শ্লোক ইত্যাদি আওড়ায়। সেটা ফেলুদার মধ্যে অতটা নেই। তাতেই বাঙালিয়ানা কমে গেল?
  • kallol | 115.184.109.112 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ০৮:৫৪460950
  • ব্যোমকেশ ১৯৩০-৪০এর বাঙ্গালী, ফেলু মিত্তির ১৯৭০ থেকে ১৯৯০এর বাঙ্গালী।
  • pi | 72.83.80.105 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ০৯:৫০460953
  • আরে এখানে যে একটা রহস্য দিলুম ... আকাদা , টিম,শ্রাবণীদি এট আল.. সত্যান্বেষণ হবে না ?
  • N | 115.240.167.40 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ২২:৫৯460954
  • আমিও ক্যুইজ দেব!
    "জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা'-য় কোন রাশির স্বর্ণমুদ্রাটি চুরি গেছিল?
  • Achin Pakhi | 59.93.195.87 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:১২460955
  • হ্যা সেটা তো আমি বোলেইচি জে ফেলুদার চরিত্র ট জেকন জায়্‌গায় যেকোনো সময় খাপ খায়। ফেলুদা যতটা ইন্টার্ন্যাশনাল ব্যোমে্‌কশ তর ধারেকাছেও নয়। কিন্তু আমার কথা হোলো ফেলুদা ও তেমনি ব্যোমে্‌কশ এর বাঙ্গলিয়ানার কছে জেতে পারবে না। আর যদি গোয়েন্দাগিরির কথা বলা হয় তাহলে মি হোম্‌স এর কছে এর দুজনেই নিতান্ত শিশু।
  • Samik | 122.162.75.7 | ০৫ সেপ্টেম্বর ২০১০ ২৩:২৬460956
  • নাহ্‌, ছেলেডা পের‌্যাকটিস করে নি বাংলা লেখা :-)
  • Achin | 59.93.195.87 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ০১:০১460957
  • আরে না না বাপার টা হয়েছে কি বল তো? আমি অভ্র তে লিখে আভ্যস্ত তাই গুরুর সাথে ঠিক তাল মেলাতে পারছি না
  • kk | 69.245.10.102 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ০৪:১৫460958
  • কর্কট রাশিরটা।
  • Sags | 114.143.7.146 | ০৬ সেপ্টেম্বর ২০১০ ১৩:০৬460959
  • আজকের দিনে ফেলুদা কি করতো সেটা ভাবার ব্যাপার। ইন্টারনেট, মোবাইল, এতগুলো খবরের চ্যানেল। সিধু জ্যাঠা কি করতেন?
  • kb | 203.110.243.22 | ০৭ সেপ্টেম্বর ২০১০ ১৬:৫০460960
  • সিধু জ্যাঠার পরিশ্রম কমে যেতো। খবর কাগজ জমাতে হতো না। খবর সেভ করে করে GB GB ভর্তী করতেন। আর ফেলুদা সুযোগ পেলে লোকের compu ব্যবহার কর্তেন। সন্দিপ রায় দেখিয়েছেন ফেলুদা লোকের mobile ব্যবহার করতে পারেন।

  • poka | 67.83.79.162 | ১৬ সেপ্টেম্বর ২০১০ ০৩:৫৪460961
  • নতুন কোন গোয়েন্দা কি আর আসবে না? কতদিন আর ফেলুদাকে নিয়ে কাটাতে হবে? বড়দের জন্যে রহস্য কাহিনী কেউ কি এখন লেখেন? কেঊ জানলে প্লিজ জানান।
  • tatin | 130.39.149.48 | ১৬ সেপ্টেম্বর ২০১০ ০৬:৪০460962
  • ফেলুদা বেসিক্যালি বেশ বালিশ - হাবে ভাবেই চলে
    কোত্থেকে কী হইয়া যায় আর ফেলুদা রহস্য সমাধান ক'রে ফ্যালে!

    ব্যোমকেশ-এর সঙ্গে সিম্পলি কোনও তুলনাতেই আসেননা
  • kallol | 115.184.32.184 | ১৬ সেপ্টেম্বর ২০১০ ০৭:৪৬460964
  • সত্যি তো। ফেলুদার পরে ভালো গোয়েন্দা নেই কেন? ফেলুদা কতটা ভালো তা নিয়ে তর্ক থাকতে পারে, তবে অন্তত: ব্যোমকেশের সাথে তুলনা করার মতো ভালোতো নিশ্চই।
    কেউ একটা লেগে পড়ুক না কেন? হ্যাঁ গুরুতেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন