এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভূ দ্বাদশ

    Ishan
    অন্যান্য | ২৪ আগস্ট ২০১০ | ১৪৩৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 89.203.49.18 | ২৫ আগস্ট ২০১০ ২১:১০461591
  • ""যেখানে যত অনাসৃষ্টি,
    সবের মূলে ____ ''
    আকাকে,
  • aka | 168.26.215.13 | ২৫ আগস্ট ২০১০ ২১:১৭461592
  • কবির চোখে চশমার কাঁচ পোস্কার ছিল ;)
  • Arpan | 122.252.231.10 | ২৫ আগস্ট ২০১০ ২২:৩৭461593
  • গুর্জন্ত সিং অবশেষে জামিন পেলেন। শর্তসাপেক্ষে।
  • SC | 128.2.53.210 | ২৫ আগস্ট ২০১০ ২৩:০৫461594
  • জংগী কথাটা ঠিক ওভাবে লিখিনি। মমতার মতো নেত্রীর কথা বলতে চেয়েছিলাম, যারা মাটির অনেক কাছাকাছি, মানুষের সাথে
    ওঠাবসা আছে, গণআন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছেন। মূলত এন্টি এস্টাবলিশমেন্ট।
    সিপিএমেও এরকম লোক আছেন। বিনয় কোঙ্গার আছেন, রেজ্জাক মোল্লা কিছুটা, কিন্তু সেলিম বুদ্ধের মতো চকচকে মূলত
    থিওরি আওড়ানো, এবং আন্দোলনের থেকে অনেক দূরে থাকা নেতারাই ছড়ি ঘোরাচ্ছেন। ১১-১৬ তে সেটা বদলে যাবে।

    জঙ্গী হওয়া খারাপ কি ভালো, এরকম সাদা কালো উত্তর হয় না। রাষ্ট্রের আইনের প্রতি আস্থা রাখলে এটাকে খারাপ বলতে হয়।
    আবার যে কোনো আন্দোলনই তো স্থিতাবস্থার বিরুদ্ধে, হয় সেই আইন বদলাতে চাওয়ার জন্য, কিংবা যে আইনের শাসন চাইতে।অসে
    আন্দোলনের চরিত্র জঙ্গী হবে বইকি।

    আর ঐ শিল্প বাজারের ফান্ডা নিয়ে এখন লিখতে ল্যাদ লাগছে। এখানে আমার থেকে অনেক বড় বড় মার্ক্সীয় তাত্বিক আছেন,তারা এনিয়ে অনেক বেটার লিখতে পারবেন। নিরুবাবু শিল্প করছেন ভালো কথা তো, আমি কি তাতে বাধা দিচ্ছি নাকি।
    প্রশ্নটা তো তা নয়, মূল প্রশ্ন সরকার শিল্পায়ন কিভাবে করবে। এস ই জি নিয়ে অনেক প্রশ্নই উঠেছে আগে। একটা বামপন্থী দল
    যদি শিল্পায়নের মডেল হতেই না পারল, তাহলে তফাত কি হলো আর পাঁচটা দলের সাথে। শুধু তাই নয়, বাম ডানের মূল ডিবেটের
    জায়গাটাই এইটে, যে সরকার ওএলফেয়ার স্টেট তৈরী করবে, নাকি বাজারের হাতে দায়িত্ব ছেড়ে দেবে। শেষ পাঁচ বছরে দেখে গেছে
    দ্বিতীয়টার দিকেই ঝোঁক বেশী। সেই অর্থেই বুদ্ধ নিরুপম বাজারপন্থী। আবার এখন সিঙ্গুর, নন্দীগ্রামের কাসুন্দি ঘাঁটতে হবে পুরো বোঝাতে হলে, আপাতত এখানেই দাঁড়ি টানলাম।
  • Samik | 122.162.75.129 | ২৫ আগস্ট ২০১০ ২৩:৩১461595
  • পিটি কি সত্যি সত্যি চলে গেলেন?
  • kc | 89.203.49.18 | ২৬ আগস্ট ২০১০ ০০:০২461596
  • সবাই মিলে যা করা হল...
  • santaan dal | 67.210.179.5 | ২৬ আগস্ট ২০১০ ০১:০৩461597
  • পিটি ফিরে আসবেন পিটির বেশেই।
  • kallol | 115.184.122.124 | ২৬ আগস্ট ২০১০ ০৮:০১461598
  • বিরোধী সিপিএম নিয়ে চ্যালেঞ্জ রইলো। অত্যন্ত ভূষি টাইপের বিরোধী হবে। আর সারাক্ষণ আঁমাঁদের মাঁরঁচেঁ - বলে কাঁদুনি গাইবে। নো আন্দোলন নট কিচ্ছু।
    আর রইলো বাকি সিপিএম-এর শুদ্ধিকরন। ৭২ থেকে ৭৭ কারা নেতা ছিলেন ? ঐ ধুতি পাঞ্জাবীর দলই। ভারতের কমুউনিষ্ট পার্টিগুলোতে (মাওবাদী সমেত) রাজনৈতিক দলের নেতা হতে গেলে ইংরাজিতে বলিয়ে কইয়ে হতে হবে। তাই বাবু-বিবিরাই রাজত্ব করেন। তাই বিমান বসুর মতো সিনিয়ার লোক দিল্লীতে যেতে পারেন না। তাই দীপক, কোবাদ গান্ধী, কোটেশ্বর রাওরাই ছড়ি ঘোরান, আদিবাসীরা নীতি নির্ধারকের জায়গায় আসতেই পারেন না।
    আর সিপিএম-এর বেনো জল? সে তো ভোটে হারলে এমনিতেই তৃণমূলে চলে যাবে।
    কিন্তু, কিন্তু, কিন্তু আবার ভোটে জিতলেই চলে আসবে। তখন তাদের মেনেও নেওয়া হবে।
  • Arpan | 122.252.231.10 | ২৬ আগস্ট ২০১০ ১০:২০461599
  • দিদিপন্থী কাগজ হঠাৎ করে গৌ:দে:কে মুখ্যমন্ত্রী বানাবার জন্য উঠেপড়ে লেগেছে!
  • lcm | 69.236.164.157 | ২৬ আগস্ট ২০১০ ১০:৩৫461601
  • আহা অর্পন, কথায় বলে পশ্চিমবঙ্গের মিডিয়া সরকার (এন্ড সন্স্‌) চালান।

    তার ওপর ওনাদের রাইটার্স 'বিল্ডিং'-এও অবদান আছে।
  • Arpan | 204.138.240.254 | ২৬ আগস্ট ২০১০ ১০:৪৮461602
  • :-)

    কিন্তু এটা তো "সরকারি' কাগজ নয়। নেহাতই উঠতি মাস্তান।
  • Raj | 202.79.203.59 | ২৬ আগস্ট ২০১০ ১১:২০461603
  • হু হু বাওয়া শুধু উঠতি মস্তান বল্লে হবে ! তিপকাবুদের মুখপত্র বলে কতা ;-)
    খুঁজেপেতে দ্যাখাও দেখি.... কোন কাগজ এরকম বুক ফুলিয়ে ""ফ্যাসিবাদের প্রয়োজনীয়তা ও সুফল"" নিয়ে অমৃতবাণী ছাপতে পারে ?

    http://www.epratidin.in/epapermain.aspx?queryed=9&eddate=8%2f23%2f2010

    আচ্ছা এই দেবাশিষ "ঘাতক" মালটা কে ?

  • kallol | 124.124.93.205 | ২৬ আগস্ট ২০১০ ১২:২০461605
  • ট্রেনের সময় মতো চলা ও ফ্যাসীবাদ - এটা নিয়ে কেউ লিখবে। প্রয় সব ফ্যাসীবাদী কাজকর্মের সুফল হিসাবে এটাই বলা হয়। ট্রেন সময় মতো চলতো। কি মুসলেনী কি ইন্দিরা।
  • saikat | 202.54.74.119 | ২৬ আগস্ট ২০১০ ১২:২৩461606
  • কারণ "কঠোর বিকল্পের পরিশ্রম নেই'।
  • de | 59.163.30.6 | ২৬ আগস্ট ২০১০ ১২:৩৬461607
  • বোধহয় সব ফ্যাসীবাদীদের কাছেই রেলমন্ত্রক খুবই আকর্ষণীয় :)), ফ্যাসীবাদের সুফল বোঝাতে!
  • Ishan | 122.248.182.16 | ২৬ আগস্ট ২০১০ ১২:৪৮461608
  • এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ফ্যাসিবাদ একটা সময়ে ভারতবর্ষে "ইন থিং' ছিল। সুভাষ বোস তো খুল্লামখুল্লা ফ্যাসিবাদ আর কমিউনিজমের সংশ্লেষের কথা লিখেছিলেন। আরও অনেকেই ব্যাপারটার পক্ষে ছিলেন। ছেলেপুলেরা নাকি সেইসময় দল বেঁধে যুদ্ধ যুদ্ধ খেলা খেলত আর সবাই জার্মানি হতে চাইত। :)

    জার্মানি হেরে যাবার পর, সবাই ফ্যাসিবাদবিরোধী হয়ে গেল (ফ্যাসিবিরোধী শিল্পী সাহিত্যিক সঙ্ঘকে বাদ দিয়ে বলছি)। তখন সবাই সমাজতন্ত্রী। নেহেরু এমনকি পরে ইন্দিরা অব্দি। সমাজতন্ত্র তখন "ইন থিং'।

    এখন আবার সব্বাই খোলা বাজার পন্থী। বাজারই ভগবান। বাজার। ইন্টারনেট। ক্রেতা সুরক্ষা। ইত্যাদি। ইহাই এখন চলছে। এবং চলবে কিছুদিন। পরের ফ্যাশান টা আসার আগে পর্যন্ত। :)
  • saikat | 202.54.74.119 | ২৬ আগস্ট ২০১০ ১৩:০১461610
  • কারণ -

    এক সময়ে জার্মানী ছিল শক্তিধর।
    তারপর রাশিয়া হোল শক্তিধর।
    আর এখন আম্রিকাই "একমাত্র' শক্তিধর।

    ভারতবর্ষ যতদিন জগৎসভায় শ্রেষ্ঠ আসন না লবে, ততদিন এই রকমই চলবে।

    :-)
  • de | 59.163.30.6 | ২৬ আগস্ট ২০১০ ১৩:০১461609
  • ফ্যাসীবাদ আর কমিউনিজমের কম্বি? একটায় চুড়ান্ত ক্ষমতা ব্যক্তির হাতে-- অন্যটায় দলের (মতান্তরে জনগণের!) হাতে। এমন দুটো জিনিস মিলবে ক্যামনে?
  • de | 59.163.30.6 | ২৬ আগস্ট ২০১০ ১৩:০৮461612
  • আর ভারত আসন নিলে পর কোনটা/কোন বাদ বা তন্ত্র?
  • Ishan | 122.248.182.16 | ২৬ আগস্ট ২০১০ ১৩:১৭461613
  • কল্লোলদার কথা আংশিকভাবে মেনে নিচ্ছি। পুরোটা মানছিনা।

    ফ্যাসিবাদ মানেই রেজিমেন্টেশন। শৃঙ্খলা। একসঙ্গে মার্চ করা। একরকম বুটের শব্দ। একই রকম চুল। দলবদ্ধ হত্যাকান্ড। এবং অবশ্যই নিখুঁত সময়ে ট্রেন চলা।

    এবার, এটা বলার পরেও দুটো পয়েন্ট থাকে।

    এক। ফ্যাসিবাদ মানেই শৃঙ্খলা। কিন্তু শৃঙ্খলা মানেই ফ্যাসিবাদ নয়। ট্রেন, যদ্দুর জানি, মুম্বাইতেও সময়ে চলে। এমনকি কলকাতা মেট্রোও এই কদিন আগে অব্দি সময়েই চলত। এখনও চলতে পারে, আমি জানিনা। এর সঙ্গে ফ্যাসিবাদের বিশেষ সম্পর্ক নেই।

    দুই। কেন সম্পর্ক নেই? এখানেও তো একটা যান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই তো শৃঙ্খলা আরোপ করা হচ্ছে। চার্লির মডার্ন টাইমস যেমন। সেটা কি ফ্যাসিবাদ নয়?
    এইটা একটা খুব ট্রিকি পয়েন্ট। শৃঙ্খলা আরোপ করাটা শেষ বিচারে, এমনকি ফ্যাসিবাদের ক্ষেত্রেও সবসময় "কোআর্সিভ' নয়। পুরোটাই বলপ্রয়োগ করে হয়না। সিপিএম গায়ের জোরে গোটা বাংলার মানুষকে নিজেদের পক্ষে ভোট দেওয়ায়নি, মাওবাদীরাও স্রেফ ভয় দেখিয়ে গোটা জঙ্গলমহলে আধিপত্য বিস্তার করেনি, হিটলারও শুধু ভয় দেখিয়ে জার্মানি দখল করেননি। এগুলো সবই আলাদা আলাদা কেস। বিভিন্ন পরিপ্রেক্ষিতে। মাত্রার তফাত আছে। কিন্তু থাকলেও, একটা জিনিস কমন, যে, পুরোটাই ভয় দেখানো নয়। শৃঙ্খলার একটা উপাদান ভিতর থেকে না এলে জোর করে পুরোটাই চাপিয়ে দেওয়া যায়না। এই কেসটা সর্বত্রই কমন। মডার্ন টাইমস অ্যাবস্‌সলিউট সেন্সে পুরোটা সত্যি নয়। কখনই।
    তাহলে কি মুড়ি-মুড়কির এক দর? সব শৃঙ্খলাই ফ্যাসিবাদ? তা নয়। কারণ হিটলার আর ধরুন আমেরিকায় পুঁজিবাদী বিকাশের মধ্যে একটা তফাত আছে। হিটলারের উত্থানের জন্য, জাতিগৌরব প্রতিষ্ঠার জন্য, শৃঙ্খলার উত্থানের জন্য যে পদ্ধতিটির আশ্রয় নিতে হয়েছিল, তার নাম দাঙ্গা। ইহুদিদের খতম করো। ওরাই যতো নষ্টের গোড়া। এটা হল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার শৃঙ্খলা। যার থেকে বাকি শৃঙ্খলা গুলো উদ্ভুত। মব মেন্টালিটির মধ্যে, রাস্তায় লোক পেটানোর মধ্যে, যে ঐক্য, যে শৃঙ্খলার বহি:প্রকাশ আমরা দেখি। কিন্তু আমেরিকায় পুঁজিবাদের বিকাশের ক্ষেত্রে এই মব মেন্টালিটিটাই চালিকা শক্তি ছিলনা। অন্য উপাদানগুলোই মুখ্য ছিল। সে অনেক বড়ো গপ্পো। এখানে লেখা যাবেনা। কিন্তু ফ্যাসিবাদী এবং অ-ফ্যাসিবাদী শৃঙ্খলার মধ্যে এই দাঙ্গা বা দাঙ্গাহীনতাটা একটা বড়ো ব্যাপার।

    অতএব ট্রেন সময়ে চলা মানেই ফ্যাসিবাদ নয়। হতেও পারে। নাও পারে।
  • Raj | 202.79.203.59 | ২৬ আগস্ট ২০১০ ১৩:২৭461614
  • ফ্যাসিবাদে সাধারণত: কোন একটি জাতি বা ধর্ম বা গোষ্ঠীর প্রতি অনি:শেষ ঘৃণা থাকে, সুভাষ বোস এরকম কারুর প্রতি বিদ্বেষ পোষণ করতেন বলে তো শোনা যায় নি। বৃটিশদের সঙ্গে লড়তে শত্রুর শত্রু নীতিতে জাম্মানী-জাপান এর সঙ্গে অ্যালায়েন্সের চেষ্টা করেছিলেন, তাই বলে তিনি ফ্যাসিবাদের হাফ বা ফুল সমর্থক ছিলেন সেটা বলে দেওয়া অতিসরলীকরণ।
  • Ishan | 122.248.182.16 | ২৬ আগস্ট ২০১০ ১৩:৩৪461615
  • দে, সুভাষ বোস ওটা লিখেছিলেন। কিন্তু কোনো ব্যাখ্যা দেননি। ফলে আমি জানিনা। :)
  • Arpan | 216.52.215.232 | ২৬ আগস্ট ২০১০ ১৩:৩৭461616
  • দীন-ই-ইলাহি।
  • Ishan | 122.248.182.16 | ২৬ আগস্ট ২০১০ ১৩:৪১461617
  • রাজ, আরে বাবা এটা সুভাষ বোসের বিখ্যাত ভাষণ। নেটে সার্চ মেরে দেখো না। পেয়ে যেতে পারো।
  • saikat | 202.54.74.119 | ২৬ আগস্ট ২০১০ ১৩:৫১461618
  • As early as 1930 -- in his inaugural speech as mayor of Calcutta -- the fervent young Bose first expressed his support for a fusion of socialism and fascism: / 1

    “... I would say we have here in this policy and program a synthesis of what modern Europe calls Socialism and Fascism. We have here the justice, the equality, the love, which is the basis of Socialism, and combined with that we have the efficiency and the discipline of Fascism as it stands in Europe today.”

  • saikat | 202.54.74.119 | ২৬ আগস্ট ২০১০ ১৩:৫৩461619
  • In years that followed, the brilliant, eclectic Bengali would occasionally modify this radical doctrine, but would never abandon it entirely. For example, in late 1944 -- almost a decade-and-a-half later -- in a speech to students at Tokyo University, he asserted that India must have a political system "of an authoritarian character. . . To repeat once again, our philosophy should be a synthesis between National Socialism and Communism." / 2

    http://www.ihr.org/jhr/v14/v14_Montgomery.html
  • saikat | 202.54.74.119 | ২৬ আগস্ট ২০১০ ১৩:৫৫461620
  • Bose was favorably impressed with the discipline and organizational strength of fascism as early as 1930, when he first expressed support for a synthesis of fascism and socialism. During his stays in Europe during the 1930s, he was deeply moved by the dynamism of the two major "fascist" powers, Italy and Germany. After observing these regimes first-hand, he developed a political ideology of his own that, he was convinced, could bring about the liberation of India and the total reconstruction of Indian society along vaguely authoritarian-socialist lines.

    - একই লেখা থেকে।
  • saikat | 202.54.74.119 | ২৬ আগস্ট ২০১০ ১৩:৫৭461621
  • সকলে পড়া করে নাও।
  • lcm | 69.236.164.157 | ২৬ আগস্ট ২০১০ ১৪:০৭461623
  • ফ্যাসিবাদের যে ডেফিনিশন রাজ লিখেছে, ওটা আসলে অ্যান্টিসেমিটিজ্‌ম এর ডেফিনিশন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন