এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল - 2

    Samik
    অন্যান্য | ১৩ জানুয়ারি ২০১১ | ২১০৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumudini | 59.178.134.227 | ১৩ জানুয়ারি ২০১১ ১২:৩০463081
  • বা:,চমৎকার টই।
    ভাটরা মায়াপাতা থেকে বাস্তবে আসেন যখন,তখন কেমনটি হয়?যাঁকে হাসিখুশী,বক্তিয়ার মনে হত, তিনি গম্ভী-ঈ-র?বা উল্টোটা?
  • kallol | 115.184.44.215 | ১৩ জানুয়ারি ২০১১ ২১:২৯463303
  • যা ত্তারা - আমি ১৪ রাতে কলকাতা।
  • kd | 59.93.208.31 | ১৩ জানুয়ারি ২০১১ ২২:০৯463340
  • আ, গ্রেট! তার মানে ১৪, ১৫, ১৬ নন্দন চত্বরে আসচো তো? ওখানেই একটা কলিভাট হোক।
  • Arpan | 112.133.206.2 | ১৩ জানুয়ারি ২০১১ ২২:৪০463351
  • ১৬ তরিখ লুরু ভাটে একটা সারপ্রাইজ প্যাকেজ আছে।
  • a x | 99.50.247.222 | ১৪ জানুয়ারি ২০১১ ০০:১৯463362
  • সেটা কি তোমার এই অনিয়মিত উপস্থিতি এক্সপ্লেন করবে? :-)
  • A | 99.183.185.250 | ১৪ জানুয়ারি ২০১১ ০৫:৪৮463373
  • আমি আন্দাজিতেছি, কিন্তু বলবো না।
  • siki | 155.136.80.174 | ১৪ জানুয়ারি ২০১১ ১১:১২463384
  • হুঁ, যে-যে না আসিবে সে সেই সারপ্রাইজ প্যাকেজ মিস করিবে।

    ডি: অপ্পনের অনিয়মিত উপস্থিতির সঙ্গে ইহার কোনওরূপ লিং নাই।

    তাই না অপ্পন? :-)))
  • Tim | 173.163.204.9 | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৩০463395
  • হেহে, আম্মো কেমন যেন আন্দাজ কত্তে পাচ্ছি। বড়ো হয়ে ফেলুদা হবো। ;-)
  • byaang | 122.172.23.145 | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৩৩463082
  • হুঁ:, সারপেরাইজ প্যাকেজের খোঁজে ব্যাঙের মতন আদার ব্যাপারিদের কী দরকার? ব্যাঙকে তো ভুলেও কেউ জানাবে না কোথায় ভাট হচ্ছে, কখন ভাট হচ্ছে!
  • siki | 155.136.80.174 | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৫০463093
  • তোমায় ফোং কল্লাম। তুল্লে না যে বড়?
  • kallol | 220.226.209.2 | ১৪ জানুয়ারি ২০১১ ১১:৫৬463104
  • ১৪ রাতে কলকাতায় পৌঁছবো। ১৫ সন্ধ্যেবেলা যাবো। সেদিন ১৬র প্ল্যান ঠিক করে নেবো।
  • til | 220.253.65.196 | ১৪ জানুয়ারি ২০১১ ১৮:৩৫463115
  • কল্লোল দাশগুপ্তকে দেখলাম, মোটামুটি মিললো তবে আরও ভারিক্কী আন্দাজ করেছিলাম। ব্ল্যাঙ্কি তো ক্লাশ ইলেভেন, ভুতো প্রিইউনিভার্সিটি।
    আর ফোনে আওয়াজ শুনলাম ব্যাঙদির ও বিদুষী দে'দির। প্রথম জনের সম্বন্ধে ধারণা ছিল প্রচন্ড tough , রাগী মহিলা ঝাঁসীর রাণী লক্ষ্মীবাই- ওমা, এ তো দু বিনুনী! আর দ্বিতীয় জন? মাদাম কুরী ফুরী কিচ্ছুটি নন, একেবারে কাত্যায়নী স্মৃতি কো-এডের ক্লাশ নাইন! দেখি নাই, তবে গলার স্বরে তাহাই প্রতীয়মান হইল।

  • A | 99.183.185.250 | ১৪ জানুয়ারি ২০১১ ২০:৩৭463126
  • না না অপ্পনের সাথে ঐ সারপ্রাইজের কোন সূত্র নাই।
  • kumudini | 122.162.247.213 | ১৪ জানুয়ারি ২০১১ ২২:২৬463137
  • তিলদাকে তালে একবার ফোনে আমার আওয়াজ শোনাতে হয়।
    ভাটের একজন আমার গলা শুনে তিনবার ঢোঁক গিল্লো,তারপর কংকল আসছে বলে রেখে দিল।তিন্দিন পর সাহস করে আবার আস্তে আস্তে ফোং করেছিল,প্রথমেই "দিদিঠাম্মা"---
  • Arpan | 112.133.206.2 | ১৫ জানুয়ারি ২০১১ ০০:০১463148
  • বোঝো! ফেলুদাদের একটা করে ফেলুদি না জোটালেই আর চলছে না।

    ভুতোর তো ব্যাঙকে ফোং করার কথা! সে এত হাহাকার করে ক্যান?
  • byaang | 122.172.23.145 | ১৫ জানুয়ারি ২০১১ ০০:০৬463159
  • হাহাকার করবে না কেন? ভুতোর ঘাড়ে এখন দায় চাপানো কেন? সেই কবে, কখন রেগে গিয়ে তোর উপর চাট্টি চেঁচিয়েছি বলে তুই ফোন করাই বন্ধ করে দিলি, অ্যাঁ?
  • til | 220.253.65.196 | ১৫ জানুয়ারি ২০১১ ০৯:১২463170
  • ভাই অর্পণ,
    তোমাকে চাক্ষুষ দেখিবার বাসনা অপূর্ণই রহিয়া গেল, শনি/রবি অথবা রবি/শনির দোটানায়। আমার গেষ্ট হাউসের ঘরে (আহা কি ভাগ্যের ফের, ইহা একদা আমারই এক শয়নকক্ষ ছিল!) দিব্যি আড্ডা জমিতে পারিত। আমি প্রতিজ্ঞা নিভানার্থে এক বোতল হুইস্কি মিথ্যাই কলিকাতা টু ব্যাঙ্গালোর অ্যান্ড ব্যাক বহিয়াই বেড়াইলাম! দুই বোতলের একটি শিবাসমুদ্রমের বন্ধুকে অন্যটি ভাটার্থে বলিপ্রদত্ত ছিল! বহুবৎসর পর স্পেসিফিক গ্র্যাভিটি ইয়াদ করিলাম, এক লিটার তরল এক সহস্র মিলিগ্রাম ও তদসহ বোতল নিদেনপক্ষে ৬০০ মিলি তো বটেক! ফেলিতেও পারিনা, গিলিতেও না। কি দু:সহ অবস্থা। কতবার যে বিড়বিড় করিয়া অর্পণের তর্পণ করিয়াছি তাহার ইয়ত্তা নাই!

  • Arpan | 112.133.206.2 | ১৫ জানুয়ারি ২০১১ ১২:১৮463181
  • তিলুদা, সব গ্রহের ফের। ভাগ্যে না থাকিলে হুইস্কি তথা তিলুদর্শন কিছুই সম্ভবপর নহে। এমনকী এসপ্ল্যানেডে দ্বিপ্রাহরিক ভোজন সারিয়া কতিপয় চণ্ডাল আপনাকে সন্দর্শনের নিমিত্ত জলাহাল্লি যাইতে প্রস্তুত হইতেছিল। তদমধ্যে আমার সেলফোনে অকস্মাৎ একটি বার্তা আসিয়া জানাইল আপনি পুণ্যার্জনের নিমিত্ত তিরুপতি অভিমুখে গমন করিয়াছেন। গ্রহের ফের, কিন্তু ভাগ্যে থাকিলে পুনরায় সুযোগ আসিবে বলিয়া বিক্ষিপ্ত মনকে প্রবোধ দিয়াছি: মাভৈ।
  • til | 220.253.65.196 | ১৫ জানুয়ারি ২০১১ ১৩:৫৭463193
  • অবশ্যই দেখা হইবেক, বিকজ দেয়ার ইজ অলওয়েজ এ সেকেন্ড টাইম sans life! প্রথম শো মিস হইয়াছে তো পরোয়া ইল্লা; তবে দ্বিতীয় শোয়ের বেলা আগেভাগে প্ল্যান করাই বাঞ্ছনীয়।
    --
    ব্যাঙ্গালোর বদলে গেছে ফর এভার। এক সময় আই ওনড দ্য সিটি! জীবনের প্রথম কাম্পারী সেবন কাব্বন পার্কে ভিক্টোরিয়া দিদিমার সান্নিধ্যে। সন্ধ্যের পর শিবাজীনগর বাসস্ট্যান্ড খাঁ খাঁ করতো। আর তখন মাতিকেরে অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা সাব্যস্ত হতো।
    ব্যাঙ্গালোরকে Good bye বলে এসেছি চিরতরে, যদি না....!

  • Arpan | 112.133.206.2 | ১৫ জানুয়ারি ২০১১ ১৪:১১463204
  • যদি না?
  • til | 220.253.65.196 | ১৬ জানুয়ারি ২০১১ ০৪:২৫463215
  • অর্পণ,
    যদি না
    অউর এক বার শিবাসমুদ্রম যাইবার বাসনার উদ্রেক হয়। আহা কি শান্ত পরিবেশ, একেবারে গ্রামস্য গ্রাম। (পশ্চিম বাঙলার মত ধ্যাধধেড়ে নয়)। ইলেকট্রিক আছে, মেন রোড থেকে মাত্র আড়াই মিনিটের হাঁটা পথ। সিল্ক ফার্ম, মালবেরী বুশ, দু একটা চন্দন গাছ। না গন্ধ হতে গেলে ম্যাচিওর হতে হয় নাকি! সে অবশ্য সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য।
    আমার বন্ধু, একদা সহকর্মী ১০০ বছরের এক পুরোনো বাসগৃহ restore করেছে। আমগাছ, পেয়ারা গাছ; কিছু ধানের ক্ষেতও। সন্ধ্যে বেলা জোনাকির ঝিকি মিকি সহ পান এবং স্মৃতি রোমন্থন। বিজনেস প্ল্যান, ল টার্ম কর্পোরেট প্ল্যান, মার্কেটিং কনফারেন্সে কবে কি হয়েছিল, পাত্র রা (কিছু পাত্রীও ছিল)কেউ কেউ সাধনোচিত ধামে গমন করেছেন। এ যেন পুরোনো মাদার ইন্ডিয়া ছবি দেখা; এই তো সুন্দরী নার্গিস! অথচ all long gone!.
    বেশ লাগে কিন্তু। আবার বড় রাস্তা ধরে ৭/৮ কিমি এদিক ওদিক গেলে গঞ্জ এলাকা। বাড়ী তৈরীর সব সরঞ্জামই মেলে। আর বন্ধুটিও গাড়ী বের করার ব্যাপারে দরাজ আনলাইক মাই ফ্রেন্ডস ইন সাম আদার সিটি। আরে ভাই, বন্ধুদের গাড়ী থেকে কি লাভ যদি না অবরে সবরে একটু কষ্ট লাঘব নাই হল-তেলের খরচ দিতে আমি সদা প্রস্তুত।
    ওহ, বন্ধুর অনুরোধে মাছের কালিয়া রান্না করলাম আর ধরেছিল বাঙলা ট্যোমাটোর চাটনীর জন্যে। ওটা নাকি অতীব স্বাদু। কিন্তু সে বিদ্যে আমার এখনও অধীত হয়নি
    অতএব
    ফির কাভি!
  • Abhyu | 97.81.104.75 | ১৬ জানুয়ারি ২০১১ ০৮:৫৩463226
  • বাঙলা টম্যাটোর চাটনি বলতে মনে পড়ল। আমার বউ সেটা রেঁধে তার সাউথ ইন্ডিয়ান রুমমেটকে খাইয়েছিল। চাটনি খেয়ে তার জান এতো তর্‌র্‌ হয়েছিল যে রেসিপি নিয়ে নিজেই একদিন বানিয়েছিল। তবে কিনা খেতে গিয়ে একটু সন্দ হওয়ার তাকে জেরা করে জানা গেল যে সে নিজে একটু বুদ্ধি খাইয়ে চাটনিতে রসুন দিয়েছিল! তার নিজের খেতে নাকি দুর্দান্ত লেগেছিল।
  • til | 220.253.65.196 | ১৬ জানুয়ারি ২০১১ ১৩:২৮463237
  • রসুন বোধ হয়, আমার বিবি ও দেয়!সাউথে থাকার প্রভাব?
  • siki | 155.136.80.174 | ১৭ জানুয়ারি ২০১১ ১৮:০৯463248
  • বিষয়: লুরুভাট

    দু মাসের মধ্যে দ্বিতীয়বার। দুবারই বেথে-র কল্যাণে। অবশ্য প্রথমবারের ভাটে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের অনেকেই এবারে থাকতে পারেন নি। কমন উপস্থিতির লোক বলতে কুল্লে চারজন। বেথে, অর্পণ, ভূতো, আর দীপু।

    সময় দেওয়া ছিল বারোটায়। কিন্তু যে বন্ধুর বাড়িতে বেথে আতিথ্য গ্রহণ করেছিল, তারা ল্যাদ কাটিয়ে বেথেকে নিয়ে বেরোলই যখন, তখন প্রায় পৌনে বারোট বাজে। যেতে হবে ফোরামের ল্যান্ডমার্কে, কিঞ্চিত কেনাকাটি ছিল।

    যা প্রত্যাশিত ছিল, তাইই ঘটল। বারোটা চল্লিশ নাগাদ ভূতোর ফোন এল বেথের কাছে। বেথে তখনও পেমেন্ট কাউন্টারের সামনে দাঁড়িয়ে।

    ভজহরি মান্নায় পৌঁছনো গেল বেলা একটা দশ নাগাদ। গিয়ে দেখা গেল, প্রায় সকলেই হাজির। ন্যাড়াদা সপরিবারে, ভূতো, দীপু আর অর্পণের কথা তো আগেই বলেছি। সারপ্রাইজ হিসেবে (আমি আর অর্পণ অবশ্য আগেই জানতাম) উপস্থিত স্যাণিনি, ওরফে আমাদের স্যান। গতবছর জুনে যখন দেখেছিলাম, স্যান বেশ মিষ্টিমতন বাচ্চা মেয়ে দেখতে ছিল, এইবারে দেখে মনে হল বেশ গুণ্ডা গুণ্ডা টাইপ। কেন এমন মনে হল, কে জানে!

    অনতিবিলম্বে মেনু ফাইনাল করে ফেলা হল। বিশেষ কিছুই ছিল না। সাদা ভাত, শুক্তোটা জাস্ট মারকাটারি ছিল, কত বছর বাদে যে এমন অমৃতসম শুক্তো খেলাম! প্রায় একফুট লম্বা গলদা চিংড়ি, আর থান ইঁটের সাইজের চিতলপেটি। চিতল খেল পামিতাদি, অর্পণ আর ন্যাড়াদা, আমি-দীপু-স্যান চিংড়িতেই মনোনিবেশ কল্লাম। তাও অভিজ্ঞ ব্যক্তিরা বলল, চিংড়ি নাকি আগের থেকে ছোটো হয়ে গেছে। আমি কী জানি, আমার তো এই প্রথম ভমা।

    এর সাথে ছিল আলুর ঝুরোভাজা, শাকের ঘণ্ট, ডাল। এল মাটন ডাকবাংলা। চার পিস খাবার পরে হাল ছেড়ে দিতে হল।

    চাটনি ছিল। পাঁপড় ছিল। নলেন গুড়ের আইসক্রিম সন্দেশ ছিল, আর ছিল ক্ষীরকদম।

    খেয়ে দেয়ে নেমে আসার পরে, পরের পদক্ষেপ নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। ন্যাড়াদা প্রত্যেকের কাছে দাবি পেশ করল তার বাড়ি গিয়ে বিকেলের চা-টা খেয়ে আসতে, কিন্তু একমাত্র ভূতো ছাড়া আর কেউ রাজি হল না। প্রায় সকলেই কেউ বউ, কেউ বন্ধু, কেউ বাজার ইত্যাদির দোহাই দিয়ে ফর্সা হবার চেষ্টা করতে লাগল। ভূতো অনেক পরে যখন বুঝল ও একা হয়ে যাচ্ছে, তখন ও-ও কাটিয়ে দিল। অতএব, ন্যাড়াদা-পামিতাদি-মেঘ-গুঞ্জা হাল ছেড়ে দিয়ে হুশ্‌শ্‌ করে চলে গেল। আমরা হাঁটতে হাঁটতে গিয়ে বসলাম কাছেই একটা পার্কের রেলিংয়ের ধারে। খানিকক্ষণ সুখদূ:খের কথা চালাচালি করে ঘণ্টাখানেক বাদে, মোটামুটি চারটে নাগাদ যে যার রাস্তা ধরলাম।
  • u | 61.12.12.83 | ১৭ জানুয়ারি ২০১১ ১৮:১৭463259
  • ভুতো, দীপু আর স্যানও আগেই জানত।
  • siki | 155.136.80.174 | ১৭ জানুয়ারি ২০১১ ১৮:২২463270
  • এইডা কি স্যান নিজে?? :-P
  • u | 61.12.12.83 | ১৭ জানুয়ারি ২০১১ ১৮:২৪463281
  • না।
  • Arpan | 112.133.206.2 | ১৭ জানুয়ারি ২০১১ ২০:০৯463292
  • ন্যাড়াদা মোটেও চিতল খায়নি। ঝাল হবে শুনেই তো কাটিয়ে দিল!
  • nyara | 122.172.34.231 | ১৭ জানুয়ারি ২০১১ ২১:১৫463304
  • ঝালের জন্যে নয় রে ভাই, চেতলের এক্সপেরিমেন্টটা শুঁটকিখোরদের ওপর দিয়ে চালিয়ে দিলাম। তবে মালটা কিরকম কেল্টে করেছিল - গরগরে লালচে হলুদ ভাব না থাকলে পেডিগ্রিড ঘটিরা চেতলের দিকে তাকায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন