এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল - 2

    Samik
    অন্যান্য | ১৩ জানুয়ারি ২০১১ | ২১৩৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 117.194.97.134 | ১৮ জানুয়ারি ২০১১ ২১:২৪463364
  • ৩-১ জিতলাম তো হে!!
  • kumudini | 122.163.144.137 | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৩০463365
  • কেডিদা,আপনি দিল্লীতে একটা বাড়ী কিনুন।তালে এখানেও অমন দুদিন অন্তর ভাট হবে।বইমেলার সময় কলকাতা যাবেন না হয়।
  • Nina | 64.56.33.254 | ১৮ জানুয়ারি ২০১১ ২৩:৫৬463366
  • শমীক, আরে রাষ্ট্র তো পরে হয়েছে--কিন্তু যখন পূর্ব্ব-পাকি ছেল তখন তো পুব-বাংলা আর পশ্চিম বাংলাই বলত--কেন?
    হে হে, আর এখন সব মিলে-মিশে একক্কার, মানে সব বাঙাল ঘটি ই প্রায় বাটি হয়ে গেছে। আমার ঠাকুর্দা ছিলেন ঘটি ঠাকুমা বাঙাল, মা পিওর ঘটি--তো আমি ৭৫% ঘটি--ইন ফ্যাক্ট ১০০% কারণ ঠাকুমারে দেখি নাই!
    কিন্তু বাবা যেহেতু ৫০% এদিক ওদিক আর বাই প্রফেসন উকীল--তো যেদিকটা কমজোর হত তাদের পক্ষ নিতেন তক্কে!
    যখন বাঙাল কোণঠাসা তখন বলতেন
    বাঙাল মনুষ্য নহে
    দেবতার তুল্য
    কলিকাতার বানরগুলি
    বুঝবে কি তার মূল্য!

    আর উল্টোটা তো অতি পরিচিত--ঐ লাফ দিয়ে গাছে ওঠে ল্যাজ নাই কিন্তু
    :-))
  • achintyarup | 121.241.214.38 | ১৯ জানুয়ারি ২০১১ ০০:০৩463367
  • এই পোসোঙ্গে উপেন্দ্রকিশোরের লেখা একটা ছড়া মনে পড়ে গেল:

    সইত্যাদা হাহাহা
    কথাডা শুইন্যা যা
    কইলকাত্তা বইস্যা খা
    দই ছানা ঘি পাঁঠা

    ময়মনসিং ঘোড়ার ডিম
    দেখবার নাই কিস্যু তাই
    সার্ভেণ্ট ইজ ইস্টুপিড
    রাইন্ধা থোয় যাইচ্ছাতাই
  • kd | 59.93.169.225 | ১৯ জানুয়ারি ২০১১ ০০:৪২463368
  • কুমুদিদি, ছিলো গো ছিলো।
    ১০২৭, জুম্মা মসজিদ ওয়েস্ট, দিল্লি-৬। দাদুর বাড়ি। ছিলুম জন্ম থেকে '৫৮ সাল অব্দি, তারপর যেতুম গরম আর পুজোর ছুটিতে '৬৪ অব্দি (ছুটির রাতেই রওনা)।

    (বিষম খেয়েছিলুম '৬৪ পুজোর ছুটিতে যাওয়ার সময়)
  • til | 220.253.65.196 | ২২ জানুয়ারি ২০১১ ১৮:৪২463369
  • ভাসিয়ে দিলাম
  • utture hawa | 96.33.89.68 | ২২ জানুয়ারি ২০১১ ২০:৩৭463370
  • পুর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলা হোত , কারন আগে দুই বাংলা ছিলো ।। বাংলার পুর্ব দিক কে পুর্ব বঙ্গ আর পশ্চিম দিক কে পশ্চিম বঙ্গ ।
    পরে পুর্ব বঙ্গ স্বতত্র দেশ [ বাংলদেশ ] হিসাবে পরিচিতি পেলো ।। আর পশ্চিম বঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ নামে থেকে গেলো ।।।।
    এছাড়া আর কোনো কারন নেই বলেই মনে হয় ।।
  • siki | 122.162.75.17 | ২২ জানুয়ারি ২০১১ ২০:৫৮463371
  • সে তো ঠিক আছে। কিন্তু এই কারণটা পঞ্জাবের জন্য খাটল না কেন?
  • utture hawa | 96.33.89.68 | ২২ জানুয়ারি ২০১১ ২৩:৪৯463372
  • নামকরন তো সব কর্তাদের উপরে নির্ভর করে ।। ওনারা যেভাবে নাম দেবেন , সেই ভাবেই চলবে ।। পাঞ্জাবের ক্ষেত্রে এমন করেনি ।। তাই পাঞ্জাবের ক্ষেত্রে পুর্ব বা পশ্চিম আসেনি । এখন কেন করেন নি তা জানা নেই ।।।
  • til | 220.253.65.196 | ২৩ জানুয়ারি ২০১১ ০০:০০463374
  • সেই কথাই তো বলে গেলেন নিনি (নিনা!)
  • Nina | 68.84.239.41 | ২৩ জানুয়ারি ২০১১ ০০:২৭463375
  • ঠিক তিলস্যার, সেটাই বলছি! আর এখনও--সেই পশ্চিম বাংলা! তো পূর্ব্ব বাংলা কই?? কোনটা? এদিকে শহর অগুলো তো বেশ চেন্নাই, মুম্বাই লুরু হয়ে গেল ফটাফট তো স্টেট কেন এখনো West BengalEast Bengal বলে কোন রাষ্ট্রে কোন স্টেট আছে আজ?
  • kumudini | 122.162.244.146 | ২৩ জানুয়ারি ২০১১ ১১:২৫463377
  • থাংকু শমীক,সুচেতনা ছিল না ঐ ভাটে?
  • siki | 122.162.75.202 | ২৩ জানুয়ারি ২০১১ ১১:৪৮463378
  • না। তিনি আসতে পারেন নাই।
  • til | 220.253.65.196 | ২৩ জানুয়ারি ২০১১ ১২:২২463379
  • ছবির লিঙ্কের জন্যে সিকি কে ধন্যবাদ।
    আগামী ২৬শে GC র নি:স্বার্থ সেবার জন্যে শমীককে GCS উপধি দেবার প্রস্তাব করছি, জনগণ সমর্থন করুন।

    ICS, BCS অ্যান্ড হোয়াই নট GCS
  • siki | 122.162.75.202 | ২৩ জানুয়ারি ২০১১ ১৪:৫৭463380
  • হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। ছাব্বিশে আমি যাচ্ছি তো রাজপথের প্যারেড দেখতে, প্রেসিডেন্ট ম্যাডামের ঠিক সামনেটাতেই বসব, একটা যদি হাতির ব্যবস্থা করে দিতে পারেন, তো জমে যায়।
  • til | 220.253.65.196 | ২৩ জানুয়ারি ২০১১ ১৫:০৯463381
  • S.Mukherjee, GCS
    আরিব্বাস, বেশ লাগছে কিন্তু।
    --
    কিন্তু এই আই এ এস দের for example অনিল ভার্মা, যিনি নাকি বউ পেটানোর দায়ে অভিযুক্ত , তার নামের আগে ১৯৮৯ ব্যাচ এসবের কি মানে হয়? স্রেফ, কলোনিয়াল মানসিকতা। আরে বাপু, কিছু পরীক্ষা পাস করলেই কি লেজ গজায়!
    এমন ভাব, এরা যেন অমৃতস্য পুত্রা। বউ পেটানো ওয়ালা ইজ বউ পেটানো ওয়ালা, আই এ এস অর আদারওয়াইজ।
  • kumudini | 122.162.244.146 | ২৩ জানুয়ারি ২০১১ ১৮:০৪463382
  • পিকাসাতে শমীক অধিকারীর পোষ্ট আসলে আমার।
  • siki | 122.162.75.66 | ২৩ জানুয়ারি ২০১১ ২১:০৯463383
  • আন্দাজ করেছিলাম।
  • kallol | 220.226.209.2 | ২৪ জানুয়ারি ২০১১ ১১:০৮463385
  • ২০ জানুয়ারী কলিভাট ছিলো কাব্লির বাড়িতে। পুরোনো কলকাতার গন্ধওয়ালা বলরাম বসু ঘাট রোডে। এই রাস্তায় জীবনে প্রথম ও শেষবার দুগ্গাঠাকুর ভাসানে এসেছিলাম। তখন ভাসানে বিভিন্ন পাড়ায় পাড়ায় মারপিট ছিলো দুগ্গোপুজোর অংশ বিশেষ। যথারীতি ঝাড়পিট লেগে গেলো। আমরা ছোটরা লরিতে উঠে সবে নিরাপদ ভাবছি। এমন সময় পাড়ার দাদা বুলুদার গলা পেলাম। বুলুদাকে চারজন মিলে ঘিরে ধরে পেটাচ্ছে, আর বুলুদা প্রাণপণে চ্যাঁচাচ্ছে - বাচ্ছারা যে যার নিজের দায়িত্বে পালাও ও ও ও ও ও......। আমরা পালালাম ও হেঁটে হেঁটে পূর্ণ সিনেমা থেকে বাড়ি ফিরলাম।
    সে হেনো বলরাম বসু ঘাট রোডে এক মিস্টির দোকানের পাশের ছোট্ট গলি ধরে একটু এগোতেই যখন ধন্দে পড়বো পড়বো - কোন বাড়িটা, ঠিক তখন সিঙ্গাড়ার ঠোঙ্গা হাতে কীর্তিমান কেলো ডাক দিলে - এই তো! এটাই। আমি কেলো। আমি যখন আমার বৌএর সাথে কেলোর পরিচয় করিয়ে দিলুম, মানে - কেলোর দিকে তাকিয়ে হাত দুখানি আমার বৌয়ের দিকে তাক করে - আমার স্ত্রী কৃষ্ণা, আর বৌয়ের দিয়ে তাকিয়ে হাত দুখানি কেলোর দিকে বাঁকিয়ে - ও কেলো, তখন আমার বৌয়ের মুখটা কেমন বেগুনভাজা টাইপের হয়েছিলো (কেলোর চোখে পড়েনি বোধহয়, পড়লেও পড়তে পারে, তবে, কেলো অনেক পোড় খাওয়া সামলাওকার)।
    তার পর বেল বাজাতেই - কাব্লির সেই বিখ্যাত ছিটকিনি কারিগরী। খুট - একটি মৃদু আওয়াজ, পেছন থেকে কেলোর মৃদু মন্দ স্বর - ঠেলুন। আমি দ্বিধায়। ঠেলবো মানে! দরজাতো সাধারণত: ভিতর থেকেই খোলে। এমত অবস্থায় উপর থেকে কাব্লির দরাজ আহ্বান - চলে এসো, দরজা খোলা। তখন বুঝলুম, ক্যানো কোলে বলেছিলো - ঠেলুন। অভিজ্ঞ মানুষের কথায় দ্বিধা রাখতে নেই।
    সিঁড়ি বেয়ে কাব্লির প্রবাদপ্রতিম বসার ঘর। আহা, এমন গ্যালারী করা বসার ঘর কদ্দিন পর দেখলুম। এবং মন ভালো করা অসম্ভব সুন্দর ভুতো। আমি ভুতোর সাথে ভাবটাব করে সোফায় বসতেই কেলো ও ভুতো মিলে গেলো। মৃগাঙ্ক আগে থেকেই ছিলো।
    তাপ্পর, যেমন হয়। সামরান-সুমেরু, ইন্টেলি ও সব শেষে ঈশেন আর পাই। এই যা:, আরও একজন এসেছিলেন, আমি এখন কিছুতেই তার নাম মনে করতে পারছি না। খুব খুবই দু:খিত ভাই। ও, হ্যাঁ পরে দৃকের শুভজিতও এসেছিলো।
    আমরা ভোদকা, রাম, হুইস্কি সিঙ্গারা সহযোগে আড্ডা মারতে মারতে গান গাইলাম। পরে মাছভাজা এলো। পাইএর গান মুখোমুখি বসে শুনবো বলে এতোকাল বসেছিলুম। মন ভরলো, কিন্তু ক্ষিদে রয়েই গেলো। সে আমারই দায়। কারন, তখন আমার যাবার পালা অন্য এক ভাটে। ভরা ভাট ছেড়ে যাওয়া যে কি বিচ্ছিরি, ক্যামনে বোঝাই। কিন্তু যেতে হবে, যেতেই হবে। তাই............
    পরের গপ্পো অন্য কেই লিখবে, এই আশায়।
  • kallol | 220.226.209.2 | ২৪ জানুয়ারি ২০১১ ১১:৩৯463386
  • আর হ্যাঁ, কলিভাটের ছবি। সেটাও কেউ আপলোডিয়ে দিক।
  • kumudini | 59.178.38.223 | ২৪ জানুয়ারি ২০১১ ১৫:৪৩463387
  • ব্রতীন কিছু ছবি দিয়েছে, কিন্তু সেখানে কল্লোল নেই বোধহয়।আর ছিটকিনির ছবিও কেউ তোলে নি!!
  • kd | 59.93.194.100 | ২৪ জানুয়ারি ২০১১ ২১:২৫463388
  • ব্রতীন তো আগেরটার ছবি দিয়েছে, এটাতে তো আসেনি।
    ভাবছি এত সুমধুর ভাট কেন প্রতিবার হয় না? এতো সুন্দর মিষ্টি সন্ধে বহুউউউদিইইইন কাটাইনি।
    জিও কল্লোল, পাই, সৈকত! যুগ যুগ জিও!!!
  • kelo | 117.254.248.27 | ২৫ জানুয়ারি ২০১১ ০০:২১463389
  • কল্লোলদা অবশ্য তিনটে আইটেম মিস করেছেন। ১)ভোদকা, ২)রাম, ৩)হুইস্কি, ৪)সিঙাড়া, ৫)মাছভাজা, ৬)স্যালাড (পেঁয়াজসহ) ৭)ডালমুট/কুচোনিমকি এবং ৮)কাজুবাদাম এই ছিল এবারের ৮-ভাট।

    সত্যি কথাটা বলেই ফেলি। আপনারা মনে কিছু করবেন না..... আমি কিন্তু কাব্লীদার বাড়ি কলিভাটে, ভুতোর টানেই যাই। ভোদকা, রাম, হুইস্কিতে আমার আবার তেমন তেষ্টা নেই কিনা।

    এবারের ভাটে দেখলাম ভুতো পর্যন্ত আদর খেতে ভুলে গিয়ে হাঁ করে শুনছিল। অবশ্যই হিজ মাস্টার্স ভয়েস নয়, গুরুদের ভয়েস।অকলিভাটের আসর কল্লোলদা, পাইদিদি, সৈকতদা প্রভৃতি গুরুগন গেয়ে গেয়ে এমন জমিয়ে দিয়েছিলেন যে কি বলব।

    তবে আমিও ভুতোজ মাস্টার্স ভয়েসে - ভয়েস মিলিয়ে বলতে বাধ্য হচ্ছি , এবারের কলিভাটটা যেন ভোদকা, রাম, হুইস্কি, সিঙাড়া, মাছভাজা ছাপিয়ে কোথায় উঠে গিয়েছিল। এত ক্ষনস্থায়ী ভাট, অথচ সবাইকে এত নাড়া দিল কেন কে জানে।

  • achintyarup | 59.93.254.195 | ২৫ জানুয়ারি ২০১১ ০০:২৯463390
  • আমি যেতে পাল্লুম না (পোচণ্ড দু:খব্যাঞ্জক ইমো)
  • M | 59.94.2.210 | ২৫ জানুয়ারি ২০১১ ০৬:০৭463391
  • সামুর রেকর্ডিং গুলো তুলে দেওয়া হোক, আমরাও একটু শুনি।
  • Nina | 68.84.239.41 | ২৫ জানুয়ারি ২০১১ ০৬:১০463392
  • ইশ! কান ঘেঁষে কি ভাল ভাট মিস হল:-((
    এট্টুর জন্য--তা গান না হয় একটু টেপেই শুনি আমরা--আর ছবি কই, দেখার জন্য বসে আছি তো
  • dd | 124.247.203.12 | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:৩২463393
  • আমাদের কল্লোলের গান পাঁচ ছ বার শুনেছি। প্রতি বার ই মনে হয়েছে এমন সুন্দর কথা,তায় সুর।

    অথচ দেখুন দই খেয়ে গ্যালো টেকো সুমনে।

    কল্লোল যৈবনেই যদি কম্পিউটারবাজী ছেড়ে দিয়ে কলকেতায় বসে ফুল টাইম গান নিয়ে লড়ে যেতো তো অ্যাদ্দিনে একটা মোটাসোটা কেউকেটা হতো।

    কিন্তু সাহোস কল্লো না।
  • kumudini | 59.178.48.90 | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:৪০463394
  • পৃথিবী পুতুলনাচের আসর বই তো নয় দাদা।তিনি যেমন নাচান,তেমনই নাচে সকলে!
  • I | 14.96.206.61 | ২৫ জানুয়ারি ২০১১ ১৩:৫৮463396
  • আম্মো তো দই খাই। খু-উ-ব। মিত্তি দই। হাপুস হুপুস করে দই-ভাত মেরে দি। এম্নি এম্নিও খাই। আমার কিন্তু টাক নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন