এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল - 2

    Samik
    অন্যান্য | ১৩ জানুয়ারি ২০১১ | ২১৩১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 124.247.203.12 | ২৫ জানুয়ারি ২০১১ ১৪:২৩463397
  • না রে ইন্দো দা, তোর দিব্বি টাক আছে। খালি চুলে ঢাকা আছে, এই যা।
  • kallol | 220.226.209.2 | ২৫ জানুয়ারি ২০১১ ১৪:৩৩463398
  • কলকেতায় ফুলটাইম নয় তবে প্রায় ফুল্টাই গান গাইতাম। হ্যাঁ, সুমনের মতো গানকে নিয়ে এই স্কেলে ভাবিনি। আমরা তো মনেই করতাম না যে এই সব গান কেউ রেকর্ড/ক্যাসেট করবে (নিজেরা ছাড়া)। সামনে জলজ্যান্তো মহীনের ঘোড়াগুলি। যে তিনখান রেকর্ড তাদের সম্বল সে তিনটেই ওদের লব্জে ফরেন (আফগান) ব্যাঙ্কের টাকায়। আমরা নিজেদের টাকায় সুরেশ বিশ্বাস, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার গান (যেতা প্রতুলদা, মৌসুমী ভৌমিকের প্রথম রেকর্ড করা গান), কালাচাঁদ দরবেশের গান, সোপার গান ক্যাসেট করেছি। তাই সাহস-টাহস নয়। চিন্তাতেই ছিলো না, সুমনের স্কেলে গান গাইবার। যখন সুমন রাস্তা দেখালো, যে ওটা হয়। তখন দেখেছি কি ভয়ঙ্কর তেল মারা। গানের অনুষ্ঠানের বা ক্যাসেটের রিভিয়ু বার করতে গেলে কাগজের সংষ্কৃতির পাতা যিনি দেখেন, তাকে কতটা তেল মারতে হতো (কাগজ বিশেষে সম্পাদককেও)। আজকাল যে কাগজটা জলে চোবালে গণশক্তি, তাতে বহু বন্ধু কাজ করতো/করে। ওদের সাথে আড্ডা মারতে গিয়ে দেখেছি - নচিকেতা, পীযুষকান্তি, তপন (পদবীটা ভুলে গেছি), লোপা, স্বপন বসু এদের লাইন মেরে বসে থাকতে। না, সুমনকে দেখিনি, আর মৌসুমীকেও না। অবশ্য সুমন মূলত: আবাপ আর সুভাস চক্কোত্তি ধরেছিলো, তাই ওখানে তাকে দেখা না যাবারই কথা। আর মৌসুমীর কত্তা তো তখন সেই কাগজের নীলচক্ষু সন্তান - নাজেশ আফরোজ। তাকে তেলাতে গিয়ে অমিতাভ চৌধুরীর মতো লোক মৌসুমীর প্রথম অনুষ্ঠানের রিভিয়ুতে লিখেই দিলো - মৌসুমীর লিরিক রবীন্দ্রনাথের চেয়ে অনেক এগিয়ে।
    তাই সচেতন ভাবেই চাই নি ওখানে যেতে। ওসব করলে এই গানগুলো লিখতে পারতাম না। এখন অন্তত নিজেকে বলতে পারি যা বিশ্বাস করি তাই লিখি, তাই গাই। তাই তোমদের ভালো লাগাতে পারি।
  • dd | 124.247.203.12 | ২৫ জানুয়ারি ২০১১ ১৪:৫৪463399
  • কল্লোল তো দেখছি মহা ন্যাকাষষ্ঠি।

    তেল দিতে অসুবিদে কোথায়?
    চাগরীতে দিতে হয়, ব্যবসায় দিতে হয়,তো সংস্কৃতিতে তেল দিতে প্রনলেমটা ক্ষি? আর যতো ই মেডিয়া খাওয়াক, আরেকটা ম্যাজিক আছে, সেটা ছাড়া সুমন,মৌসুমী,লোপা হওয়া যায় না। সেই এলেম ওদের মধ্যে ছিলো/আছে।

    আর তেলের সাথে বিশ্বেসের কনফ্লিক্ট কই? খাঁটি পলিটিক্স যারা করে তারাও মুড সমঝে চলে। আর গান গাইতে কতোটা কম্প্রোমাইস কত্তে হয়?

    যাগ্গে। এই সব খুব উচ্চাংগের তক্কো শুগনো গলায় চলে না। সাম্নাসাম্নি হলে খুব চেঁচামিচি করেকথা বলা যেতো।
  • kallol | 220.226.209.2 | ২৫ জানুয়ারি ২০১১ ১৫:৩০463400
  • দীপ্তেন - হুম......... ৫/৬ ফেব্রু বাড়ি আছো?
  • Samran | 117.194.102.37 | ২৫ জানুয়ারি ২০১১ ১৫:৫১463401
  • কলিভাটের ছবি এখানে।
    শুভজিতের এক মহা আলতু ক্যামেরয় তোলা কিছু ছবি, নিতান্ত জনতার দাবীতে আপলোডিত হইল। দোষ ত্রুটি মাফ করিবার আজ্ঞা হয়।

    http://picasaweb.google.com/guruchandali/pdhPkB#

    ম্যালা কথা লিখিবার মানে বলিবার ছিল কিন্তু এক্কেবারে সময় নাই। পচ্চুর জিনিসপত্তর আছে যা বলা আবশ্যক, কিন্তু এত বেশি অ-কাজে জড়িয়ে আছি যে দৌড়ে কূল পাচ্ছি না।

    ছবিতে ভাটের গল্প, মানে এই ঝাপসা সব ছবি দেখিয়া জনতা যেটুকু উদ্ধার করিতে পারেন, প্লিজ করেন।

    যেটুকু না বল্লেই নয়, ইপ্পি ব্যপক গান করে, অনেকেই ইপ্পির গান ইস্নিপস থেকে শুনেছেন, যারা শোনেন নাই, তার প্লিজ শুনিয়া লউন। এমনকি মামুও ব্যপক গান করে। কল্লোলদার কথা আমি আর নতুন করিয়া ক্ষী বলিব।

    মামুর "তোমাকে আমার মনে নাই গো তোমাকে আমার মনে চাই' শুনে আমার ছেলে এখন সারাদিন হেঁড়ে গলায় চেঁচায়, তোমাকে আমার মনে চাই!

    ভাটের ছবিতে বোতল জড়িয়ে জে ব্যক্তিটিকে ঘুমন্ত অব্‌স্‌থায় দেখা যাচ্ছে, সে স্নিগে্‌ধন্দু, সে আসলে ঘুমায় না, গভীর মনযোগে ইপ্পির গান শুনছে সে। শুভজিতও তাই, যদিও তাকে ঘুমন্তই মনে হইবে ছবি দেখে।

    মামুর, ইপ্পির, কল্লোলদার সক্কলের গান আমার ফোনে তোলা আছে, কম্পুতেও নামিয়েছি কিন্তু তাকে কিসব ফর্ম্যাট করে তবে আপলোড করতে হবে, যা আমার সাধ্যের বাইরে। যিনি পারবেন, তিনি আপাতত বোলপুরে, দিন কতকের জন্য।

  • dd | 124.247.203.12 | ২৫ জানুয়ারি ২০১১ ১৬:৫৩463402
  • কল্লোল

    কখন আছি বলা মুশকিল। এই হপ্তায় যে লুরুতে থাকবো না,সেটা নিশ্চিত জানি।

    ৫-৬ লুরুতে থাকা এখন ৫০/৫০ হয়ে আছে। জানাবো।

    পাজীর পা ঝাড়ারা শনিবারেও কাজ কত্তে চায়, এম্নি বদমাস।
  • Shibanshu | 59.97.233.214 | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:১৩463403
  • কয়েকটি ছবি অভেদানন্দের 'মরণের পরে' নতুন সংস্করণে ছাপা যেতে পারে :-)। তবু কিছু পরিচয় তো হলো, দেখাও হলো, সামরানকে ধন্যবাদ।
  • kallol | 220.226.209.2 | ২৫ জানুয়ারি ২০১১ ১৭:২৪463404
  • :-)))))
  • siki | 122.162.75.116 | ২৫ জানুয়ারি ২০১১ ২০:৩৯463405
  • আদ্দ্যাখো, আমি যে এই এতদিন ধরে বাদ্রুমে প্র্যাকটিস করি, আমি এতগুলো ভাটে গেলাম, আমায় কেউ গান গাইতে বলল না। হুঁ:।

    অবিশ্যি ন্যাড়াদার গানও সামনাসামনি শোনা হয় নি।
  • a x | 99.53.141.11 | ২৫ জানুয়ারি ২০১১ ২২:১২463083
  • কেলোস্যার আর আসেন/লেখেন না কেন?
  • Nina | 68.84.239.41 | ২৬ জানুয়ারি ২০১১ ০৭:৩৪463084
  • আরে সামরু-জান, এবার গানগুলো শোনাবার ব্যাবস্থা করে দে প্লিজ।
  • kd | 59.93.246.17 | ২৬ জানুয়ারি ২০১১ ১৬:১৯463085
  • নীনা, বইমেলা সেরে সামরান কবে দিতে পারবে কে জানে। তবে আগে কে যেন এই লিঙ্কটা দিয়েছিলো এখানে। শোনো - http://www.shapludu.com/1416/album.php

  • kc | 194.126.37.76 | ২৬ জানুয়ারি ২০১১ ১৬:৩৩463086
  • কাব্‌লেদার লিংটা মনে থাকল আর আমার নামটা 'কে যেন' হয়ে গেল? বয়স হলে যা হয়।
  • A | 99.183.185.250 | ২৬ জানুয়ারি ২০১১ ১৮:৩৮463087
  • মামু ইকি!! ঘরের মধ্যে বিড়ি!!!
  • kd | 59.93.246.17 | ২৬ জানুয়ারি ২০১১ ১৯:১৮463088
  • কেসি, এই দ্যাক্ষো! 'কেসি'ই লিখতে চাইছিলুম কিন্তু আমার কীবোর্ডে 'সি'র পাশে যে 'যেন' কীটা আছে, তাতে আঙুল পড়ে গিয়েছিলো।
    কী করি বলো, স্লিপ অফ ফিঙ্গার!
    :)
  • kd | 59.93.246.17 | ২৬ জানুয়ারি ২০১১ ১৯:২৩463089
  • এই চ্যাংড়াগুলো খালি বয়স তুলে খোঁটা দেয়। :(
    কুমুদিদি, এদের একটু 'বপ্‌' করে দাও তো।

    (এই বয়সেই মেলায় কত খাটলুম। প্রায় পনেরো মিনিট ভারার একটা ঠ্যাং ধরে দাঁড়িয়েছিলুম গুরুর ব্যানার লাগানোর তরে। ছবি তোলা আছে, হেঁ হেঁ বাবা!)
  • Nina | 64.56.33.254 | ২৬ জানুয়ারি ২০১১ ১৯:৪৯463090
  • ও কাব্লিদা থ্যাঙ্কু গো। এই লিঙ্কে তো কবেই শুনে নিয়েছি--সামরুর কাছেই।
    কলিভাটের গানগুলোর অপেক্ষায় রইলুম।
  • Bratin | 122.248.183.1 | ৩১ জানুয়ারি ২০১১ ১৭:০১463091
  • সিকি, সে তো আমাকেও গাইতে বলে নি তাই বলে কি আমি রাগ করেছি? সঞ্জীব বাবু বলে গেছেন 'চুলকুনি আর প্রতিভা কখনো চাপা থাকে না'। সেই আশা য় আছি। :-))
  • siki | 122.162.75.207 | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩১463092
  • আজকের আপডেট কে দেবে?
  • Barna | 117.200.87.185 | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৯463094
  • ইকি!!!! গানের ওপারের টই কই গেলো? পিলিজ আমাকে গানের ওপারের লিন্‌ক দিন।
  • siki | 123.242.248.130 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৬463095
  • ভ্যাঁ! কতখানি লিখলাম, সব উড়ে গেল। ধুত্তেরি।
  • kumu | 122.162.231.206 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২২463098
  • লিংক দিন।
  • siki | 122.162.75.136 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৩463099
  • এইবার ভাটের গল্প। আসিতেছে।
  • a x | 99.188.84.89 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৪463100
  • অনির্বাণ কে? নী পা?
  • siki | 122.162.75.136 | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৭463102
  • সবাইকে বলে রাখা ছিল এগারোটা নাগাদ দিল্লি হাটের কাউন্টারের সামনে দাঁড়ানো হবে। তা অর্গানাইজার নিজেই বৌ-বাচ্চাকে রেডি করিয়ে বেরোতে বেরোতে এগারোটা বাজিয়ে দিল। রেডি হয়ে জুতোর ফিতেটা সবে বাঁধছি, পকেটে মোবাইল ফোন কাতুকুতু দিল। পটাশম্যামের ফোন। তিনি দিল্লি হাটে পৌঁছে গেছেন। ক্ষেলো করেছে! "আধঘণ্টার মধ্যে পৌঁছচ্ছি' জানিয়ে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। পটাশম্যাম জানালেন, তিনি একা একাই টিকিট কেটে ঢুকে পড়ছেন, আমরা যেন দিল্লি হাটের ভেতরে ঢুকে তাঁর খোঁজ করি। সময় বুঝে লিফটটাও এমন আস্তে আস্তে ওঠানামা করে!

    সবে অক্ষরধামের ক্রসিং পেরিয়েছি, মনে পড়ল, তাড়াহুড়োর চোটে আমি ক্যামেরাটা রেডি করে ল্যাপটপের ওপরেই ফেলে রেখে চলে এসেছি। ক্ষী আর করা। মোবাইলের ক্যামেরাই ভরসা।

    এগারোটা পঁয়তিরিশ নাগাদ ঢুকে গেলাম দিল্লি হাটের পর্কিংয়ে। নতুন বারাপুল্লা ফ্লাইওভারটা একটা জা-তা জিনিস করেছে, দিল্লি হাট অলমোস্ট আমার বাড়ির কাছে চলে এসেছে। নইলে পাঁচ মিনিটে নিজামুদ্দিন থেকে দিল্লি হাট, আশি নব্বই কিলোমিটার স্পিডে, ভাবা যায়? এখন ভাবা যায়, সপ্তাহের যে কোনও দিন, যে কোনও সময়ে।

    পার্কিংয়ে গাড়ি রাখতে রাখতেই ফরিদার ফোন। সে এসে গেছে, কাউন্টারের সামনে অপেক্ষা করছে।

    কাউন্টারের সামনে এসে ফরিদাকে দেখতে পেলাম না, তার ব্যাটালিয়নকেও না। সামনেই একটা নিচু পাঁচিলে দেখি অত্যন্ত গম্ভীর মুখে এক দাড়িওলা যুবক মন দিয়ে একটা ইয়াম্মোটা বই পড়ে চলেছেন আর পেন্সিল দিয়ে দাগ মেরে চলেছেন। দাড়ি দেখেই কেমন যেন মনে হল, চিনি উহারে! জোরে হাঁক দিলাম, অনির্বাণ!

    দাড়ি সমেত মুখ উঠল। অনির্বাণই বটে। আলাপ করিয়ে দিই, এ হল জেএনইউয়ের অনির্বাণ, ইতিহাস নিয়ে কীসব কেচ্ছা-কেলেঙ্কারি করে, আর মোটামোটা প্রবন্ধ ল্যাখে, সেইসব প্রবন্ধ রামবাবু এডিট করে দেন, ... রামবাবু, রামচন্দ্র গুহ ফর ইউ অল, তারপরে সেইসব লেখা ইপিডাব্লুতে ছাবা হয়। এ হল গুরুর দীর্ঘদিনের নীপা। ধৈর্য খুব কম, মাত্র দু বছর ধরে লাগাতার বাংলা টাইপ করার বিফল চেষ্টা করে রণে ভঙ্গ দিয়েছে। কেবল অনলাইন গুরু পড়ে, আর কাগজে লেখে।

    সেই সময়ে অন্যদিকে দুটো পুলিশের আড়াল থেকে ফরিদা রেশমী আর সাম্পান বেরিয়ে এল। আমরা টিকিস কেটে ভেতরে ঢুকলাম। ঢুকেই চমক। সামনে দাঁড়িয়ে আছে একটা গরু। অনেকটা এইবারের কাগুজে গুরুর প্রচ্ছদের মত। তার সর্বাঙ্গে সলমন খান থেকে শিবঠাকুর, বৈজয়ন্তীমালা থেকে রজনীকান্ত, কার ছবি আঁকা নেই! গায়ে বড় বড় করে লেখা, লাইফ অফ ইন্ডিয়া। গরুটার নাম দিলাম ইন্ডিকাউ। ছবি নং ৩।

    ফোন করামাত্র পটাশম্যাম একটা ব্যাগের দোকানের আড়াল থেকে বেরিয়ে এলেন। অত্যন্ত খুশি খুশি মুখে সাঁঝ আর সাম্পানের জন্য গোরা-পুপে হাওয়া চরকি, সাপ, ক্যালাইডোস্কোপ ইত্যাদি কিনে দিলেন টিলেন।

    দিল্লি হাটে যাওয়া মানে, অবশ্যকর্তব্য রিচুয়াল হল ফ্রুট বীয়ার খাওয়া। অতএব মণিপুরের ছাউনিতে বসা গেল। ফ্রুট বীয়ার খেতে খেতে গুরুচন্ডালিকে যথেচ্ছ গালাগাল দেওয়া চলতে লাগল, নিন্দেমন্দ, তারই মধ্যে হস্তান্তর হল কাগুজে গুরু ও চটির কপি ইত্যাদি। ফরিদা আবার লা জবাব দিল্লির লেখকের কাছ থেকে অটোগ্রাফ করিয়ে নিল বই, সে এক ইয়ে ব্যাপার। এর পরে কব্জির ব্যথায় আমাকে ইএনটির কাছে যেতে হবে কিনা জানি না।

    ইতিমধ্যে পটাশম্যাম, ফরিদা কোনও মেয়ে নয়, রীতিমতো একটা গুঁফো ছেলে, জানার পরে বেশ মুষড়ে পড়লেন। আমরা তাঁকে চিয়ার আপ জানাতে জানাতেই ফোন এল, নয়ড থেকে সর্বাণী, থুড়ি, শ্রাবণী এসে গেছে। ফ্রুট বীয়ারের আরেকটা গ্লাস যোগ হল। গল্প হল, টল্প হল, গুরু তুমি কার, ক্লাসের না মাসের, এই নিয়ে বিস্তর ডিবেট হল।

    অত:পর গন্তব্য ওহ্‌ ক্যালকাটা। বুকিং আগেই সেরে রাখতে হয়েছিল। নইলে জায়গা পাওয়া চাপ।

    খাবার ব্যাপারে বেশি বিবরণে যাবো না। অনেকে দু:খ পায় টায়। কেবল মেনুগুলো লিখে দিই।

    বাসমতী চালের ভাত
    ছোলার ডাল
    ফিশ ফ্রাই
    মোচার ঘণ্ট
    ফুলকপির কী যেন?
    ছানা মটরের ডালনা,
    পটলের দোরমা (নাকি ভাজা? আমি ভেজ বিশেষ খেয়াল রাখি না)
    রুই মাছের কালিয়া
    চিকেন
    মাটন দম বিরিয়ানি
    লাউ চিংড়ি
    ও হ্যাঁ, মাঝে লুচি ছিল।

    শেষদিকে পুডিং আইসক্রিম সুফ্‌লে ইত্যাদি মিলিয়ে পাঁচরকমের জিনিস ছিল।
  • Nina | 67.133.199.254 | ০১ মার্চ ২০১১ ০১:১৫463103
  • বাড়ী গিয়েই ছবি দেখব। খুব মিস কল্লাম--কেয়ং যেতে পাত্তাম--দিল্লীহাট আমার বড় প্রিয় জায়গা! আমি যখন দিল্লি তখন শমীক কুমু সব হাওয়া :-((
  • kumudini | 122.162.247.236 | ০১ মার্চ ২০১১ ১০:৩০463105
  • নীনা,কুমুর তখন ডেঙ্গু হয়েছিল,আর পিসি কোমায় পড়েছিল,মোটেই সে হাওয়া হয়নি।
    ফুলকপি-আম লেখা ছিল।
    সব রোগা লোকেদের পাশে কুমুকে জলহস্তী লাগছে,তাই রোগা হতে না পারলে কুমু আর কোনো ভাটে যাবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন