এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল - 2

    Samik
    অন্যান্য | ১৩ জানুয়ারি ২০১১ | ২১০৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.168.174.233 | ১৫ মার্চ ২০১১ ২৩:৫৩463172
  • কুমু,
    এইসবের বাইরেও আরেকটি স্পেস আছে। আমি কোন অধ্যাত্মের কথা বলছিনা।
    ছোট হতেও আনন্দ, গুঁড়িয়ে যেতেও আনন্দ। প্রশ্ন কার কাছে? কার হাতে?
    নইলে রবীন্দ্রনাথের "" তোমার চরণ ধূলায় ধূলায় ধূসর হব'' গান অর্থহীন হয়ে যেত।
    চরিত্রহীনের শশীকে ভাবুন।
    আছে, আছে,Zআনতি পারো না।:)))))
  • kumu | 122.162.247.170 | ১৬ মার্চ ২০১১ ০০:০৩463173
  • রঞ্জনদা,
    নিশ্চয়ই আছে,এতকাল তো তাই জেনে ও মেনে এসেছি।তবু,কেমন মনে হয়,ধূলায় ধূসর হওয়া টওয়া বোধহয় অর্থহীনই হয়ে যাচ্ছে।
    আমার zআনাটা যেন ভুল হয়।
  • kumu | 122.162.247.170 | ১৬ মার্চ ২০১১ ০০:১৯463174
  • তবে কল্লোলদার ১০-৪১ অসাধারণ-একুল,ওকুল ভেসে যাওয়া।
  • bhabuk | 198.80.144.187 | ১৬ মার্চ ২০১১ ০০:৫০463175
  • সায়ন মুন্সী'র anchoring ( য-ফলা বাংলায় লিখতে পারছিনা) এ - কল্লোল-দা? যখন বং-কানেকশান রিলিজ করল - সিনেমা বয়কটের ডাক ( জেসিকা উবাচ) ইত্যাদির গল্প মনে পড়ল।
  • kc | 89.203.49.18 | ১৬ মার্চ ২০১১ ০১:১৬463176
  • :-))
  • abaak | 206.202.64.45 | ১৬ মার্চ ২০১১ ০১:৫২463177
  • ভাবুকের কথা ভাবালো। বিশেষত: এইসময়, যখন "নো ওয়ান কিল্‌ড জেসিকা" সদ্য মুক্তিপ্রাপ্ত, তখন সায়ন মুন্সী ও কল্লোল-দা একমঞ্চে... কেমন অবাক লাগছে!
  • kallol | 115.184.1.250 | ১৬ মার্চ ২০১১ ০৫:৪৭463178
  • ""পলিটিকালি কারেক্ট"" থাকাই যেতো। আমি না করতেই পারতাম, তাতে সুমেরু বিপদে পড়তো। আমার কাছে ঐ মুহুর্তে ""পলিটিকালি কারেক্ট"" থাকার চেয়েও সুমেরুকে বিপদে না ফেলাটা জরুরী মনে হয়েছিলো।
  • siki | 122.162.75.117 | ১৬ মার্চ ২০১১ ০৬:৪২463179
  • কল্লোলদা কে ক।

    ওখানে গিয়ে পড়ার আগে পর্যন্ত জানতাম না, অ্যাংকর সায়ন মুন্সী। যখন জানলাম, তখন সুমেরু ও তার দলকে প্রতিবাদ জানানো সম্ভব ছিল না। অনেক কিছু কাজ ইচ্ছের বিরুদ্ধেও করতে হয় জীবনে। সায়নের সঙ্গে হ্যান্ডশেক তার মধ্যে একটি।
  • arindam | 59.93.196.181 | ১৬ মার্চ ২০১১ ০৭:২৩463180
  • ঠিক, পলিটিক্যালি কারেক্ট ই সব ক্ষেত্রে কারেক্ট নয়... আর একটা ঘটনায় নিজের যুক্তি অনুযায়ী প্রতিবাদ জানালে, অন্য একটা ঘটনায় আবার নিজের যূক্তি দিয়ে দেখে সমর্থনও করা যায়...
  • Arpan | 122.252.231.10 | ১৬ মার্চ ২০১১ ০৮:৫০463182
  • কিন্তু ই-টিভি আর অ্যাঙ্কর পেল না?
  • siki | 123.242.248.130 | ১৬ মার্চ ২০১১ ০৯:১১463183
  • সেটা হুমেরু জানে :-)

    তবে সায়ন আদালতে ঢপ দিতে গিয়ে একটু ছড়িয়েছিল, সেটা ওখানে গিয়ে বুঝলাম। ও যদি বলত, আমি বাংলা ভালো জানি না, তা হলে সেটা পুরো মিথ্যে হত না।

    বেচারার বাংলা পড়তে খুবই কষ্ট হচ্ছিল। "ভারতীয় সংবাদপত্র' উচ্চারণ করতে গিয়ে পাঁচবার রিটেক করতে হল।
  • siki | 123.242.248.130 | ১৬ মার্চ ২০১১ ০৯:১৪463184
  • শর্মিলা হুমেরুর গ্রুপের মেয়ে। ওর সাথেই খাওয়া দাওয়া নিয়ে প্রাথমিক বাদানুবাদ করে ফেলেছিলাম। ওর তো নামই দিয়ে দিলাম মিস্‌ হাই-টেনশন, দেখে থেকেই মনে হচ্ছিল, শর্মিলা আর জ্যোতি বসুর বোধ হয় একই রকম লগ্নে জন্ম। একটি বারের জন্য হাসল না, সর্বদা কীর'ম টেনসু খাওয়া মুখ!

    সেই গুরুগম্ভীর হাই টেনশন মেয়েও একবার প্রগলভ হয়ে গেল আবেশদার সামনে এসে। কী কথা থেকে শুরু হয়েছিল এখন আর মনে নেই, কিন্তু মেয়েটা সরাসরি আবেশদাকে বলেই ফেলল, আপনার যদি বিয়ে না হয়ে গিয়ে থাকত, তা হলে আপনাকে আমি অবশ্যই কনসিডার করতাম। বয়েসটা কোনও ফ্যাক্টরই নয় আসলে।

    আবেশদা, শুনে, অল্প লাল হয়ে গেল।
  • arindam | 121.242.12.27 | ১৬ মার্চ ২০১১ ১০:৫৮463185
  • লজ্জায় লাল নয়, চিন্তায়!
    :)
  • ranjan roy | 122.168.231.100 | ১৬ মার্চ ২০১১ ১১:৫০463186
  • সায়ন মুন্সী/ জেসিকা/আমরা:

    প্রথমে আমরা ঠিক করলাম-- যে কোন মওকায় সায়নের ডায়লাগটা ওকে ফিরিয়ে দেব। কোন-না-কোন বাহানায় বলে দেব-- এত পুরনো ঘটনা কী করে মনে রাখবো? লোকে ""সাত বছর আগের ঘটনা''ই যখন মনে রাখতে পারে না!
    আমি তৈয়ার-- কোন সুযোগ যদি নাও পাই প্রথমেই ই®¾ট্রা'র সময় সায়নকে বলবো-- প্লীজ সাত বছরের চেয়ে বেশি পুরনো কোন ঘটনা নিয়ে প্রশ্ন করবেন না।
    কিন্তু জানা গেল এটা করলে গ্যালারি ভর্তি স্থানীয় ডামি দর্শকেরা (তেলুগু ভাষাভাষী) কিছুই বুঝবেন না। আর ওই লাইনটি এডিট করে দেয়া হবে। ফলে কোলকাতার দর্শকরাও টেলিকাস্টের সময় আমাদের প্রতিবাদের কিছুই জানতে পারবেন না। শুধু সুমেরু( যে বিনা অডিশন আমাদের মত চন্ডালদের এϾট্র দিইয়েছে) বিপদে পড়বে।
    তারপর রাত্রে কথা বল্লাম স্ত্রী ও মেয়ের সঙ্গে।
    স্ত্রী বল্লেন- নো ওয়ান কিলড্‌ জেসিকা'র সুবাদে সারা ভারত ওকে জানে। ওর পাপবোধ ওকে সারাজীবন তাড়া করে বেড়াবে। তোমরা একটি ডেড হর্সকে চাবকে সহজ আত্মপ্রসাদ ছাড়া কি পাবে?
    চটে গেলাম। ""সহজ আত্মপ্রসাদ?'' এটাকে সহজ আত্মপ্রসাদ বলছ?
    মেয়ে বললো--- বলছি। ভেবে দেখ, তখন সায়ন হার্ডলি বাইশ-তেইশ হবে। প্রথম মুহুর্তে ও গাটস্‌ ফিলিং থেকে রি-অ্যাক্ট করেছে। আততায়ীর পেছনে দৌড়েছে, এফ আই আর করেছে। স্টেটমেন্ট দিয়েছে।
    তারপর সাত বছর ধরে এসেছে থ্রেট, ভয়, ক্রমাগত। আর সবচেয়ে বেশি হল বাড়ি থেকে চাপ।
    ওর প্রতি জাজমেন্টাল হওয়ার আগে ভাব, তোমরা কজন দিনের পর দিন এই চাপ নিতে পারতে?
    প্রথম কদিন গাটস্‌ ফিলিং থেকে রি-অ্যাক্ট করা সোজা। পরে দলে দলে মিছিলে শামিল হওয়া সোজা। কিন্তু দিনের দিনের পর দিন একা থ্রেট (নিজের ওপর, ফ্যামিলির ওপর) কজন বরদাস্ত করতে পারতে?
    আমি তো পারতাম না বাবা! বিলাসপুরে যখন গুন্ডারা রাত বারোটায় রেণু আন্টিকে মারছে, আমি তো ঘরের দরজা বন্ধ করে ভিতরে রইলাম। বেরুলাম না।
    -- সেতো স্ট্র্যাটেজিক্যালি ভালই হল। ওর হাজব্যান্ড ও তো মোবাইলে বলছিল-- আপনারা বেরোবেন না। বেরিয়ে ওদের জনাতিরিশের হাতে মার খেয়ে কোন লাভ নেই। তার চেয়ে পুলিশের বড়কর্তার নম্বারে খবর করুন।
    --- বাজে কথা বাবা! উনি যদি উল্টো বলতেন যে আপনারা আমার স্ত্রীকে বাঁচাতে বাইরে আসুন, তাহলেও কি বেরুতাম? আমি বেরুতাম না। কারণ সেই মুহুর্তে আমার নিজের বাবা-মার মার খাওয়ার ভয় সর্বোপরি। সায়নের ক্ষেত্রেও।
    এই অপরাধবোধ আমাকে সারাজীবন সঙ্গে নিয়ে ই বাঁচতে হবে।
    কাজেই তোমাদের সব কাকু-জেঠুদের কাছে বিনীত নিবেদন--- আপনারা যাঁরা মিছিলে যাচ্ছেন-যান, যাঁরা প্রতিবাদ পত্রে সাক্ষর করছেন বা পলিটিক্যালি কোন মুভ করছেন করুন, কিন্তু কেউ চাপ সহ্য করতে পারেনি বলে তার গলায় জুতোর মালা পরানোর আগে একবার বুকে হাত রেখে ভাবুন-- আপনি নিজে এই চাপ কতদিন নিতে পারতেন?
    তারপর যেটা উচিৎ মনে হয় করুন।
    আমি চুপ করে রইলাম। খালি সায়নের ছবি নিইনি বা অটোগ্রাফ নিইনি।
    খালি যীষুর পাথর ছুঁড়ে মারার প্যারাবল্‌ টা মনে পড়ছে।
    তাই বলে কি কাউকে কিছু বলবো না?
    তা নয়, তাই কাউকে শাস্তি দেবার আগে প্রত্যেকটা কেসে ভাববো -- আমি হলে সত্যি সত্যি কদ্দূর কীকরতাম!
  • dukhe | 122.160.114.85 | ১৬ মার্চ ২০১১ ১২:০৩463187
  • Andrea:Unhappyisthelandthatbreedsnohero.
    Galileo:No, Andrea.Unhappyisthelandthatneedsahero.
  • kallol | 220.226.209.2 | ১৬ মার্চ ২০১১ ১২:১১463188
  • রঞ্জন তোর বৌ আর মেয়েকে আমার শ্রদ্ধা জনাস।
  • siki | 123.242.248.130 | ১৬ মার্চ ২০১১ ১২:৩৫463189
  • এই নিয়ে সেদিন রাতে অনেকক্ষণ তর্ক হচ্ছিল কলকাতা থেকে আসা ছেলেমেয়েগুলোর সঙ্গে। প্রশ্ন উঠল, যদি এটা সর্বভারতীয় কোনও চ্যানেলের প্রোগ্রাম হত? যদি নরেন্দ্র মোদী আসত প্যানেলে? যদি তার সাথে হাত মেলাতে হত?

    সেইখানেই এই যুক্তিগুলো এসেছিল। সায়ন ঠিক কোন পরিস্থিতি থেকে তার জীবনের ভুল কাজ করেছে, আর নরাধম মোদী ঠিক কোন পরিস্থিতি থেকে তার জীবনের ভুল কাজ করেছে, দুটোকে এক আসনে বসানো যায় না।

    হ্যাট্‌স অফ টু রঞ্জনদার ফ্যামিলি। :)
  • Arpan | 202.91.136.199 | ১৬ মার্চ ২০১১ ১৩:৫২463190
  • তা রঞ্জনদা ই®¾ট্রার সময় কী বল্লেন? সহানুভূতির সঙ্গে বলেছেন কি, বাবা, তুমি তো বাংলাটা ঠিক করে পড়তে পারো না, হিন্দিটা এখন পারো কি? :-)
  • ranjan roy | 122.168.44.99 | ১৬ মার্চ ২০১১ ১৩:৫৫463191
  • এই নিয়ে কোন সন্দেহ নেই যে ঘর ছাড়ার আগে যদি জানতে পারতাম যে অ্যাংকর সায়ন, তাহলে কাবলিদা, শমীক, কল্লোল এবং আমি কেউই ওখানে যেতাম না। আগেই সুমেরুকে না বলে দিতাম। ওখানে গিয়ে ব্যাক করা সম্ভব ছিল না। গোটা পাঁচেক এপিসোড ক্যানসেল হয়ে সুমেরুর বাঁশ হত।

    এবারে একটু হালকা মেজাজে আসি। গোটা দুই গপ্পো শুনিয়ে এবছরের প্রথম হায়দ্রাবাদী ভাটের কথা শেষ করি।

    এক, আমার আর কল্লোলের এপিসোড ছিল ১৩ তারিখে, রোববার। সেদিন ছিল ডক্টর নীহাররঞ্জন রায়ের জন্মদিন। প্রথমে ই®¾ট্রা'র সময় সায়ন ওর বাঁদিক থেকে প্রথম প্রতিযোগী সত্তরের বছরের দীপকরঞ্জন রায় কে জিগ্যেস করলো-- নীহাররঞ্জন রায়ের সম্বন্ধে কি জানেন?
    ---উনি আমার জ্যেঠু হন।
    তারপর উনি ""বাঙালীর ইতিহাস'' আদিপর্ব নিয়ে কিছু বল্লেন।
    এরপর একটি লুরুতে আইটি পাঠরতা বাচ্চা মেয়ে। তারপর হরিদাস পাল।
    আমি বল্লাম- সায়ন, আপনার প্রশ্নোত্তরের সুবাদে জানলাম প্রথম প্রতিযোগী আমার কাকা হন। উনি আমার বাবা-কাকার মামাতো ভাই। নীহাররঞ্জন আমার বাবাদের চিনিমামা। বাবার ক্যালটেক্সের চাকরি(বাহরিন) ও ভিলাই , দুটোতেই ওনার পরিচয়পত্র।
    সায়ন বল্লো--আগে জানতেন না?
    -সত্যিই না।
    ফিরে এসে অচিন্ত্যর বাবা, আমার ছোটকাকাকে জিগ্যেস করতেই উনি বল্লেন--- পর্ণশ্রীবাসী দীপকরঞ্জন আমাদের ভুলুমামা নিখিলরঞ্জনের পুত্র।
    ( ময়মন্সিংহের নিয়মে কাকা-মামা-দাদাদের নাম ধরে বলা যাবে না।)
    এখানেই শেষ নয়, শুনলাম-- প্রখ্যাত হিস্টোরিয়ান তপন রায়চৌধুরির( বাঙালনামা'র লেখক)ভাইয়ের দিকের নাতনীকে বিয়ে করেছে সায়ন মুন্সী আর বোনের দিকের নাতনীকে বিয়ে করেছে আমাদের গুরু'র অচিন্ত্য!
    তাহলে সায়ন আর অচিন্ত্য ভায়রাভাই?
    ( কালীদা গো, কালীদা, আর পারি না!!)
  • ranjan roy | 122.168.44.99 | ১৬ মার্চ ২০১১ ১৪:০৪463194
  • দুই,
    রাত্তির হয়েছে। কল্লোল গিটারে পিড়িং পিড়িং করতে শোনাচ্ছে কথকতা।
    -- বাউল বল্লো- সবাইকে ভালবাসতে হবে, সমান ভাবে।
    আমি বল্লাম- ধ্যেৎ, সে আবার হয় নাকি? একটাই তো হৃদয়, ক'জনকে দেবো? তাও সমান ভাগ করে?
    -- তাহলে ওটা পচা হৃদয়, ওরে ফেলে দাও।
    বলি বাড়িতে আছে একখান রুটি, আর রাত্তিরে অতিথ এল পাঁচজনা। তখন কি কর? ওই রুটি পাঁচ টুকরো করে সবাইকে সমান দাও না? এখানেও তাই করবে।

    তাই আমি এই গানটা লিখলাম।
    কল্লোলের গিটার এবার দোতারার মত বেজে উঠলো।
    --"" আমার হৃদয়টাকে টুকরো করে ছড়িয়ে দিলাম তারায় তারায়''।
    সবাই স্তব্ধ। বাথরুমসিংগার হরিদাস পাল গুনগুন করতে লাগলো--""সবারে বাসরে ভালো, নইলে তোর মনের কালো ঘুচবে না রে!""
    এযাত্রা আর কিছু বলার নেই । নীনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছার রজনীগন্ধা।
  • kallol | 220.226.209.2 | ১৬ মার্চ ২০১১ ১৪:১৪463195
  • রঞ্জন তুই থামবি! তোকে কখন থেকে ফোং করছি। বার বার নোঅ্যা? অ্যাঁ ক্যানো?
  • siki | 123.242.248.130 | ১৬ মার্চ ২০১১ ১৪:১৯463196
  • দাদা, অঙ্ক কী কঠিন!
  • siki | 123.242.248.130 | ১৬ মার্চ ২০১১ ১৪:২০463197
  • আমার হৃদয় ভেঙে টুকরো ক'রে ছড়িয়ে দেব তারায় তারায় ...
  • kumu | 59.178.35.59 | ১৬ মার্চ ২০১১ ১৪:৩৩463198
  • রঞ্জনদা,অচিন্ত্যরূপ সায়ন মুন্সীর ভায়রা-ভাইএর ভাই,ভায়রাভাই!!!!!!!!!!!!!!!!!
    দুনিয়া বড়ো আশ্চর্য জায়গা,আবার প্রত্যয় হইল।
    তবে যতদূর মনে পড়ছে,সায়নের ঐ মেয়েটির(পি দিয়ে নাম) সাথে ডিভোর্সের খবর কাগজে পড়েছিলাম।
  • bb | 122.172.24.224 | ১৭ মার্চ ২০১১ ০০:০৭463199
  • etV এর অনুষ্ঠানটির জন্য আমাদের সঙ্গেও যোগাযোগ করেছিল, হায়েদ্রাবাদের বাঙ্গালী হিসাবে, কিন্তু anchor এর নাম শোনার পরে আমি সঙ্গে সঙ্গে না করে দিয়ে ছিলাম।
    অত বড় বাড়ীর ছেলের কোর্টে মিথ্যা সাক্ষীর ঘটনাটা মন থেকে মেনে নিতে পারি না।
    কে ঠিক বা ভূল তার বিচারের দ্বায়িত্ব আমার নেই, তাও এই ভাবেই নিজের মত করে প্রতিবাদ করেছি। এও জানি এত কারুরই কিছু এসে যায়না।
  • Nina | 68.84.239.41 | ১৭ মার্চ ২০১১ ০০:৩২463200
  • আমার একটা প্রশ্ন মনে জাগছে---
    সায়ন মুন্সী কি অনুতপ্ত?
    সে যদি তার অপরাধের জন্য অনুতপ্ত হয়, তাকে একটি চান্স দেয়া যাবেনা কেন? অবশ্য অমি ডিটেইলস জানিনা, সায়নের আলটিমেটলি কি রিঅ্যাকশন এই ব্যাপারে ---তার অপরাধ খুবই সঙ্গীন ---তবে everybody should get a second chance in life
    আর রঞ্জনের মেয়ের কথাটিও খুব খাঁটি সত্য --বিচার করা যত সোজা, বিচার পাওয়া তত নয়।
    আর আমাদের রাষ্ট্রপিতার বাণী:
    অপরাধি কো ইতনা দন্ড নহি দেনা চাহিয়ে কি য়ো অপাহিজ হো জায়ে।

    (ডী: এক্ষসেপশন প্রুভস দ্য রুল)
  • pi | 72.83.77.254 | ১৭ মার্চ ২০১১ ০০:৫৪463201
  • সায়ন মুন্সীর সাথে এ নিয়ে কেউ কথা বলেছে ? মানে, ব্যক্তিগত ভাবে।

    আচ্ছা, শো তে যদি এ নিয়ে কেউ প্রশ্ন করতো, তো সেটা কি সেন্সরড হত ? এরকম কোন রুল আগে থেকে থাকে কি , মানে, কী কী প্রশ্ন করা যাবেনা ইত্যাদি ?

    দাদাগিরি তে তো দেখেছি, দাদাকে এম্ব্যারেস করার মত কোশ্চেন ও লোকে দিব্বি করছে।
  • bb | 122.172.24.224 | ১৭ মার্চ ২০১১ ০১:৩১463202
  • তিনি অনুতপ্ত কিনা জানা নেই। কিন্তু তার বংশপরিচয় জানার জোরে বলা যায় যে তিনি এমন কিছু আম আদমী নন যে তাকে অতটা ভয় পেতে হয়ে ছিল। তাছাড়া হিন্দি জানিনা বলে পুলিশে দেওয়া বয়ান কে অস্বীকার করা আমার কাছে অন্তত: কাপুরুষতার লক্ষণ
  • hc | 96.33.89.68 | ১৭ মার্চ ২০১১ ০৩:০১463203
  • কিন্তু হায়দ্রাবাদের মহাভাট এর ছবির লিংক কই ? কলিভাটে নাকি দেওয়া হয়েছে ,সেও তো পাচ্ছিনে।।
  • kallol | 115.184.82.73 | ১৭ মার্চ ২০১১ ০৭:৫২463205
  • সায়ন মুন্সীর সাথে ব্যাক্তিগতভাবে কথা বলায় আগ্রহী ছিলাম না, তাই বলিনি। সায়ান অনুতপ্ত বলে কোথায় কোন কিছু বলে নি। আগে জানলে আমিও না করেই দিতাম। হ্যাঁ বলার পর ওখনে গিয়ে না বলে সুমেরুকে ঝোলানোর কোন ইচ্ছা ছিলো না।
    রঞ্জন আগেই একটা ছক করেছিলো, সেটা ও লিখেইছে। কেন সেটা করেনি তাও লিখেছে।
    আমি ফেসবুকে নেই। আমাদের মতো না-মুখোদের জন্য পিকাসায় তোলা যায় কি ছবিগুলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন