এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • এইটা তোমার গান - ৪

    Abhyuday
    গান | ১০ জানুয়ারি ২০১১ | ২০২৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.156.154 | ২৫ ডিসেম্বর ২০১২ ০০:২১463820
  • অভ্যু কোলকাতায়। সেইদিন দেখা হল, আমি শকড্‌, এতো একদম বাচ্চাছেলে।
    কিন্তু ট্রু টু হিজ গুরু-ইমেজ ভারি খেতে ভাল বাসে। আমার সামনে শ্বাশুড়িকে এবার কিছু খাওয়া উচিৎ বলে চিকেন স্যান্ডউইচ আনালো।
    কেউ লেখক রাঘব বন্দোপাধ্যায়কে ফোন করলে ও ফোন ধরে বলল--উনি এখন জামাইয়ের জন্যে ভালো খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত।
    আমি ওকে একপেট হিংসে দিলাম। কোনদিন শ্বশুরবাড়িতে গিয়ে এমন বলতে পারিনি, কম্প্লেক্সে ভুগেছি।
    এখন গালে হাত দিয়ে ভাবছি আগামী দিনে আমিও যদি এমন জামাই পাইঃ)))?
  • | 233.228.209.18 | ২৫ ডিসেম্বর ২০১২ ১৭:৪১463821
  • থ্যাঙ্কু রঞ্জন দা।

    হ্যাঁ অভ্যু একদম ছেলেমানুষ।
  • b | 135.20.82.164 | ১৭ জানুয়ারি ২০১৩ ১৫:১৩463822
  • মোরা সাইয়াঁ মোসে বোলে না
    ------------------------------
    ১। আমানত আলি/ফতে আলি


    ২। ফিউজনঃ শাফ্কাত আমানত আলি



    দ্বিতীয়টা কচ্চিদের জন্যে। প্রথমটা বুড়োহাবড়াদের।
  • b | 135.20.82.164 | ১৭ জানুয়ারি ২০১৩ ১৫:১৫463823
  • বিসমিল্লা খানঃ গৌতম ঘোষের ডকু

  • কল্লোল | 111.62.58.238 | ০২ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৭463824
  • জ্যাজ শুনতে ভালো লাগলে।
  • কল্লোল | 125.242.196.199 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৬463825
  • হঠাৎই পেলাম। দুই প্রবাদপ্রতিম গিটার মায়েস্ত্রোর ক্রসলিড। সঙ্গে ড্রামসে আরেক প্রবাদ হয়ে যাওয়া ড্রামার রিঙ্গো স্টার।

    গিটার সত্যিই কাঁদছিলো।
  • সায়ন | 59.249.123.120 | ০৬ এপ্রিল ২০১৩ ২০:৫৭463826
  • Name: dukhe Mail: Country:
    IP Address : 202.54.74.119 Date:27 Apr 2012 -- 03:17 PM

    দুখে - ইয়েস্‌স্‌!
    এই গানটাই। এক বছরের বেশী খুঁজেছি। কথাগুলো ভুলভাল জানতাম। ফাইন্যালি! থ্যাঙ্ক ইউ :-)
  • pi | 78.48.231.217 | ০৪ মে ২০১৩ ০৫:১০463828
  • Abhyu | 138.192.7.51 | ০৪ মে ২০১৩ ০৫:৩১463830
  • Abhyu | 109.172.116.143 | ০৫ মে ২০১৩ ০৭:৩১463831
  • পাঁচই মে ২০১৩ আনন্দবাজারের রবিবাসরীয়তে সুমনামিতে কবীর সুমন এই গানটার উল্লেখ করেছেন।
    যমুনাকিনারে শাজাহানের স্বপ্নশতদল
    শ্বেতমর্মরে মরমের ব্যথা বিরহীর অশ্রুজল
  • kallol | 125.242.154.20 | ০৮ মে ২০১৩ ১৯:৫৭463832
  • নীলোফার ইয়াসমিন কীর্তনঃ
    http://www.shapludu.com/album.php
  • Abhyu | 85.137.1.117 | ২৬ মে ২০১৩ ০১:৩৩463833
  • পান্নালাল ভট্টাচার্য শ্যামাসঙ্গীত ছাড়াও অন্য গান গাইতেন জানতাম না।
  • ranjan roy | 24.96.27.103 | ২৭ মে ২০১৩ ০৩:৪৭463834
  • " নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো" গানটির ইংরেজি তর্জমা কোথাও পাওয়া যাবে? কেউ কোন লিং দিতে পারবেন? একটি মালয়েশিয়ান মেয়ে চেয়েছে। সুর জানে, কথার মানে জানে না। তাই--।
  • b | 135.20.82.166 | ৩০ জুন ২০১৩ ২০:৩২463835
  • সম্প্রতি মেহবুবা দেখলাম। মেরে নয়না শাওন ভাদোঁ , কিশোরের ভার্শনটি এত জনপ্রিয় হল কেন? একটি তফাৎ বুঝছি যে আর ডি গানের টেম্পো বেশি করেছেন কিশোরের গলায়, কিশোর সম্ভবতঃ এক পর্দা ওপরে গাইছেন (ঠিক বললাম তো?), আর গানের প্যাথোসটি, কিশোরের গলায় বেরিয়ে এসেছে ঠিকঠাক, লতা ধরতে পারেন নি (কিম্বা আর ডি চান নি)।

    ( কিশোর নাকি বলেছিলেন, পহেলে লতাজীকো গানে দো, উসকে বাদ ম্যায় উসকো মারুঙ্গা।)

    ন্যাড়াবাবু, শিবাংশু বা কল্লোল একটু আলোচনা করলে ভালো লাগবে।
  • ন্যাড়া | 132.179.61.149 | ৩০ জুন ২০১৩ ২১:০৪463836
  • আরে পান্নালাল তো আধুনিক দিয়েই শুরু করেছিলেন। "ঐ রূপালী চাঁদ যাদু জানে"-র হাল্কামো শুনলে ভাবতে কষ্ট হবে এই লোকই পরে শ্যামাসঙ্গীত গেয়ে ফটিয়েছিলেন। পরে ধনঞ্জয় আধুনিক ধরলেন, পান্নালাল শ্যামাসঙ্গীত। ধনঞ্জয় বলেছিলেন, "যখন দেখলাম পানু আমার থেকে শ্যামাসঙ্গীত অনেক ভাল গায়, আমি ঐ লাইন থেকে সরে এলাম।"

    বি-বাবু, কী আর আলোচনা করব - কিশোর ফাটায়ে দিসেন, এই বলা ছাড়া! এই গান শুনলে মনে হয় ভাগ্যিস কিশোর ফর্মালি গান, বিশেষতঃ রাগসঙ্গীত, শেখেননি।
  • lcm | 34.4.162.218 | ৩০ জুন ২০১৩ ২২:০৫463837
  • মেরে ন্যায়না সাওন ভাদো-তে কিশোর অনবদ্য।
    তবে আমার কিশোর-লতার অনেক ডুয়েটের ক্ষেত্রেও মনে হয়্ছে, কিশোরের পার্টটার যেন বেশী ইয়ে...।
    তবে কি যে লোক, ভলোবাসার আগুন জ্বেলে-র মতন গানের সুর করেন, বা, বেকারার দিল তু জো গায়ে যা - তার প্রতিভাকে নরম্যাল বাউন্ডারিতে ফেলা যাবে না...
  • b | 135.20.82.164 | ০১ জুলাই ২০১৩ ০৮:৩৩463838
  • তবে তো খান্ডোয়াওয়ালে কিশোরকে নিয়ে একটা টই খোলা যেতেই পারে। সুমন বা দেবব্রত-কে নিয়ে যেমন হয়েছিল। আমাদের মত গোলা পাবলিকের জন্যে বিশ্লেষণ, মাঝে মধ্যে হাল্কা করে অ্যানেকডোট ইত্যাদি?

    লসাগু, ন্যাড়াবাবু, শিবাংশু, কল্লোল আর অন্য সব রেসিডেন্ট সংগীতবোদ্ধারা শুনছেন? অবিশ্যি আপনাদের মর্জি হলে।
  • siki | 132.177.42.90 | ০১ জুলাই ২০১৩ ০৮:৩৯463839
  • ব্যক্তিগতভাবে, মেরে নয়না গানে প্যাথোস, আমার কানে কিশোরের থেকে লতার ভয়েসে বেশি লেগেছে। আমি লতার গলায় গানটা বেশি ভালোবাসি।

    তাচ্চেয়েও বেশি ভালোবেসেছিলাম এই গান, এস পি বালাসুব্রহ্মণিয়মের গলায়। কিশোর বা লতার থেকে হাজারগুণ বেশি ভালো। সোনি টিভিতে আরডির এক স্মরণ অনুষ্ঠানে গেয়েছিলেন।
  • কল্লোল | 125.242.225.251 | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৯463841

  • এই একটা গান আমার এক বন্ধু আমায় পাঠালে।
    কবেকার গাওয়া গান, কি আশ্চর্য্য লিরিক ও গাওয়া। আগে কখনো শুনিনি।

    কিশোরের গলায় প্যাথোজ ভালো আসে। তবে লতা আর কিশোরের তুলনার কোন মানে হয় না। পুরুষ আর নারী কন্ঠের তুলনা কি করা যায়?
  • শিবাংশু | 127.201.146.2 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩১463842
  • বহুকাল আসিনি এই টইটিতে।

    আজ দেখি b দু'বার ডাক দিয়ে গেছেন ।

    খান্ডোয়াওয়ালে আভাস গাঙ্গুলিকে নিয়ে একটা কেন দশটা টই খোলা যায় । কিছুদিন আগে এক অবাঙালি বন্ধুদের আড্ডায় একজন মন্তব্য করলেন,' কিশোর ইজ আ গিফ্ট অফ গড '। আমি বলি, '' হি হিমসেল্ফ ইজ আ গড, অ্যাট লিস্ট অন মেনি অকেশনস, হি স্যাং লাইক দি গড''। এটা আমার মনের কথা ।

    সিকিকে বলি এসপি আমার প্রিয় শিল্পী, অত্যন্ত গুণী এবং পরিণত। কিন্তু কিশোরের সঙ্গে প্রতিযোগিতার ভার ওঁর উপর না চড়ানো-ই ভালো ।

    কল্লোলদা, কিশোরের গলায় শুধু 'প্যাথোজ' ভালো আসে ? বাকি সব গান.... ?
    :-)
  • Ekak | 125.115.139.226 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৫463843
  • আকন্ঠ কিশোর মুগ্ধ ।রফি সাব কে রেখেও ।
    তবে যে যে কারনে কিশোর মুগ্ধ সেই সেই কারনেই কিশোর "কন্ঠী" দের উপর হাড়ে পিত্তি তে চটা । বড় প্রতিভাকে নকল কত্তে নাই । পেন্নাম করে সরে যেতে হয় ।
  • Ekak | 125.115.139.226 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৯463844
  • যাই হোক ,যে গানটি শেয়ার কত্তে এসেছিলুম । সিনেমা টাও দেখে নিতে পারেন সময় করে । নষ্ট হবে না ।



    বোরান বড় প্রিয় । ভাল্লাগলে বলবেন । আরও বোরান দেব । এখানে করস -এর গান শোনেন কেও ?
  • Ekak | 125.115.139.226 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৪463845
  • ঢ এ শুন্য R কিভাবে লেখে ? :/
  • কল্লোল | 125.241.42.186 | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪১463846
  • একক।
    rhh=ঢ়

    শিবাংশু। আমি বলেছিলাম কিশোরের গলায় প্যাথোজ ভালো আসে। মানে রফি, মান্না, মহেন্দ্র কাপুর এমনকি মুকেশের চাইতেও ভালো আসে। তা বলে অন্য গান আসে না এমন কদাপী নয়।
  • শিবাংশু | 127.201.145.164 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৫463847
  • কল্লোলদা,

    এখান থেকেই তো শিকড়টাকে চেনার একটা চেষ্টা করা যায় । প্রশিক্ষিত শিল্পী ও অপ্রশিক্ষিত শিল্পী, এঁদের পরিবেশনার মধ্যে বাস্তবিক ফারাকটা কোথায় ? প্রশিক্ষিত শিল্পীর 'বন্ধন' এবং 'অপ্রশিক্ষিত' শিল্পীর 'স্বাধীনতা' , যে কোনও গানের মূলধারাটিকে চিণ্হিত করে দেয় । কিশোর ন্যাচরাল, মুকেশও ন্যাচরল । উভয়েই 'দ্রোণাচার্য' কুন্দনলাল সহগলের একলব্য । কিন্তু দু'জনের গায়নে আকাশপাতাল পার্থক্য । একজন সঙ্গীতপরিচালক দুঃখ করে জনান্তিকে বলেছিলেন, মুকেশকে দিয়ে 'সঠিক' সুরে একটা রেকর্ড করে ফেলা একটা চ্যালেঞ্জ। অন্যদিকে সলিল চৌধুরির মতো 'কঠিন' গুরু'র পরীক্ষাতেও কিশোর উতরে যা'ন। কিন্তু মুকেশের গাওয়া অন্ততঃ আশিভাগ গানই হিট। আর শ্রোতার কাছে তার আবেদন কিন্তু সেই নাসিক্য স্বরে সরলীকৃত আম আদমির প্রিয় লোকযানী প্যাথোস। যে 'প্যাথোসে'র উল্লেখ তুমি করেছো, তার তো নানা রূপ । কিশোরের একটা ধরন, হেমন্তের একটা, মুকেশের আরেকটা এবং হয়তো শেষ কথা আবদুল করিম । তাই বিষয়টি নিয়ে হয়তো এতো সংক্ষেপে সেরে দেওয়া যায়না ।

    কখনও কিশোরকে নিয়ে বড়ো কিছু লিখলে এই নিয়ে বিশদ হওয়া যেতে পারে। :-)
  • b | 135.20.82.164 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৯463848
  • ল্যাখেন না। মানা করসে কোন হালায়?
  • কল্লোল | 125.241.74.52 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৮463849
  • ঠিকই বলেছো ভায়া।
    আমিও ভাবছিলাম। মুকেশ প্যাথোজে হিট। সে প্যাথোজে কান্না বেশ প্রকট। খুশী কি বো রাত আ গয়ী, ম্যায় তো হর মোড় পর তুঝকো ঢুন্ডুঙ্গা সদা, জানে কাঁহা গয়ে বো দিন। - এরকমই। ব্যতিক্রম - দুনিয়া বানানেওয়ালে, কঁহি দূর যব দিন ঢল যায়েঁ। এই দুটো হেমন্ত বা রফির প্যাথোজের সাথে যায়, আদ্যন্ত রোমান্টিক। রফির য়ে দুনিয়া য়ে মেহফিল, আজ পুরানী রাহোঁ সে বা হেমন্তর জানে বো ক্যায়সে, তুম পুকার লো - রোমান্টিকস্য রোমান্টিক।
    কিন্তু কিশোরের প্যাথোজে অন্য রকম একটা দার্ঢ্য আছে সাথে এক মায়াবী উদাসী। তেরী দুনিয়া সে হোকে মজবুর চলা, দুখী মন মেরে, কোই হমদম না রহা, বো শাম কুছ অজীব থি। তবে প্যাথোজের কথাই যখন হচ্ছে দুটো গান আমার বড় প্রিয় - মহেন্দ্র কাপুর - আ যাও আ ভি যাও, মান্না - হাসনে কি চাহনে কিৎনা মুঝে রুলায়া হ্যায়। গীতা দত্তকে আর এর মাঝে রাখলুম না। ও অন্য জাত।
  • শিবাংশু | 127.201.145.164 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৯463850
  • b,
    কুনো হালায় মানা করে নাই । এই আমি হালায় সাহস করিনা ডনবৈঠক না মাইর‌্যা দ্যাবতার কথা ল্যাখতে। অই লোকডা তো দ্যাবতা সেলো । অনেক ভাইব্যা সিন্তাইয়া ল্যাখতে অইবো । হময় zoটেনা এক্কেরে .... :-(
  • cm | 233.189.13.96 | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৪463852
  • আর শেষ কথা আব্দুল করিমকে নিয়ে কবে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন