এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • মেলা বই - ২০১১

    Abhyuday
    বইপত্তর | ০২ জানুয়ারি ২০১১ | ১১২৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 14.96.130.25 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ০৯:০৮464465
  • বইগুলো ফ্লিপকার্টেও আছে রে রাঙা। :)
    কিন্তু The Strange World of Human Sacrifice- Jan N. Bremmer (ed.)টা প্রচুর দাম। :(
  • Baijayanta | 14.99.11.92 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৮464466
  • Jan N. Bremmer একটা সংকলন যার মধ্যে ভারত নিয়েও লেখা আছে মনে হয়। গুগ্‌ল বুক্‌সে খুঁজলে হয় তো অনলাইনও পেয়ে যেতে পারিস। কিংবা গিগাপিডিয়া।

    দীপ্তেনদা, পড়ি নাই। কিন্তু এটা কি একটা অধ্যায়, না সম্পূর্ণ বই? তবে সাইটটা অসাধারণ। লাজবাব।
  • Blank | 59.93.211.153 | ০৪ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৮464467
  • আজকের কিছু,

    কলকাতার ছোট লখনৌ - অনিল তপাদার (সুবর্নরেখা)
    বাংলার লোকউৎসব ও লোকশিল্প - হীরেন্দ্রনাথ মিত্র (বঙ্গীয় সাহিত্য পরিষদ)
    সাধক জীবন সমগ্র - অবধুট (মিত্র ও ঘোষ)

    মিয়াজান দারোগার একরারনামা - চর্চাপদ

    পাকিস্তানের উর্দু গল্প - সংকলন মবিনুল হক (ভাষাবন্ধন)

    নির্বাচিত গল্প - উষা মহাজন (ভাষা বন্ধন)

    নবীন জীবন - দান্তে আলিগিয়েরী (ভাশাবন্ধন)

    আমার জীবন - রাসসুন্দরী দেবী (NBT)

    ক্যালকাটা মিউনিসিপাল গ্যাজেট (টেগোর মেমোরিআল স্পেশাল কপি ১৯৪১ রিপ্রিন্ট)

    ক্যালকাটা মৈনিসিপাল গ্যাজেট (১৯৪৭ স্বাধীনতা সংখ্যা রিপ্রিন্ট)

    নগরনটীকথা - রবীন বন্দ্যোপাধ্যায় (মনফকিরা)

    বাউল ফকির পদাবলী - শক্তিনাথ ঝা ( মনফকিরা)
  • til | 220.253.65.196 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৪464468
  • ব্ল্যাঙ্ক, ২৪ পরগণার বইটা পড়া হয়ে গেলে সের দরে বেচবার আগে খবর দিয়ো। আমি ডবল দাম দেব।
  • Blank | 59.93.211.153 | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৮464469
  • ওক্কে
  • d | 14.96.195.61 | ০৬ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৬464470
  • আরো কিছু

    লীলা মজুমদার রচনাবলী ৪র্থ খণ্ড - লালমাটি
    হলদে পাখির পালক - লীলা মউমদার - লালমাটি
    ঠিকানা কলকাতা - সুনীল মুন্সী - থীমা
    জীবনের ঝরাপাতা - সরলা দেবী - সুবর্ণরেখা
    পাকরাজেশ্বর: ও ব্যঞ্জন রত্নাকর - সুবর্ণরেখা
    বাংলার লোকুৎসব ও লোকশিল্প - হীরেন্দ্রনাথ মিত্র - বঙ্গীয় সাহিত্য পরিষদ
    জ্যোৎস্না দেবী তরুর শ্বশুরবাড়ী - থীমা
    বড়ো বাড়ির ছোটো স্মৃতি - স্মৃতি মিত্র - থীমা
    গল্পগাছা - মানিক চক্রবর্তী - চর্চাপদ
    সুন্দরবনের ডায়েরি - অভিজিৎ সেনগুপ্ত - চর্চাপদ
    প্রহসনে কলিকালের বঙ্গমহিলা(১৮৬০ - ১৯০৯) - চর্চাপদ
    বিপ্লবীর দিনলিপি - ভবেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় - গাঙচিল
    পরিবেশের জাতপাত - মোহিত রায় - গাঙচিল
    স্মৃতির সৌরভ - কল্যাণী সুর - গাঙচিল
    পৌরাণিক পুরুষ - আকিমুন রহমান - গাঙচিল
    দেশভাগ বিনাশ ও বিনির্মাণ - মধুময় পাল সম্পাদিত - গাঙচিল
    নিজের কথায় মরিচঝাঁপি - মধুময় পাল সম্পাদিত - গাঙচিল
    আশকথা পাশকথা - মন্দার মুখোপাধ্যায় - গাঙচিল
  • aka | 24.42.203.194 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ০৭:১২464471
  • ব্ল্যাংকো বাউ, এই বইটা কিনে ফেলো, তারপর আমারে প্রেজেন কোরো নে,

    'বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির ডার্করুম থেকে আলোয়' - কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশিত, লেখা ঋত্বিক মল্লিক।
  • byaang | 122.172.9.191 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৩৪464472
  • দমুর লিস্টিখান খাসা।
  • saikat | 202.54.74.119 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৫464473
  • পাঁচকড়ি বন্দোপাধ্যায়ের রচনাবলী - (পুরনো কপি, সাহিত্য পরিষদ)
    রাত্রি - সঞ্জয় ভট্টাচার্য (পুরনো কপি)
    শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা - চন্দ্রশেখর চট্টোপাধ্যায় (উদ্বোধন)
    রচনাসংগ্রহ - অমল চন্দ (মহাদিগন্ত)
    হ্যাঁ ভূত, না ভূত - চৈতালী চট্টোপাধ্যায় (প্রতিক্ষণ)
    তিনটি উপন্যাস - মলয় রায়চৌধুরী (তেহাই/কোডেক্স)
    রচনাসংগ্রহ(১) - অবন ঠাকুর (আপান কথা, ঘরোয়া, জোড়াসাঁকোর ধারে) - প্রকাশ ভবন
    থিয়েটারের ভাষা ও অন্যান্য - বাদল সরকার (প্রকাশক:??)
    লোক - শহীদুল জহির সংখ্যা
    রুটির ওপিঠ - কমল চক্রবর্তী (কৌরব)
    মুখার্জী কুসুম - শংকর লাহিড়ী (কৌরব)
    সিপাহী বিদ্রোহ ও সমকালীন বাঙালী - সম্পাদনা: স্বপন বসু, ইন্দ্রজিত চৌধুরী (সাহিত্য পরিষদ)
    পশ্চিম মেঘে সোনালী সিংহ - শাহদুজ্জামান (মাওলা ব্রাদার্স)
    ধুলোবালি কথা - রবিশংকর বল (দীপ)
    বাবু ও বিপ্লবী - শংকর ঘোষ (ঊর্বী)
    বাতিঘর পত্রিকা
    রচনাসমগ্র - কৃষ্ণকমল ভট্টাচার্য(পুরনো কপি, সুবর্ণরেখা০
    পিয়া মন ভাবে - উৎপলকুমার বসু(সপ্তর্ষি)
    নিজের কথায় মরিচঝাঁপি - সম্পাদনা: মধুময় পাল (গাঙচিল০
    সূর্য্যবিজ্ঞান - গোপীনাথ কবিরাজ (গিরিজা লাইব্রেরী)
    তন্ত্র ও আগম শাস্ত্রের নিদর্শন - গোপীনাথ কবিরাজ (গিরিজা লাইব্রেরী)
    মোমেন ও মোমেনা - সাদিক হোসেন (নতুন শতক)
    স্বপ্ন - গিরীন্দ্রশেখর বসু (সাহিত্য পরিষদ)
    পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গপুরাণ - আহমদ ছফা (প্রকাশক:??)
    Persepolis - Marjane Satrapi
    শুকসপ্ততি - নৃসিংহপ্রসাদ ভাদুড়ী (আনন্দ)
    গদ্যসংগ্রহ - উদয়ন ঘোষ (অবভাষ)

    অগ্রন্থিত গদ্য - কমলকুমার মজুমদার (অবভাষ)
    ঘটিগরম | বাজিগর পত্রিকা

  • saikat | 202.54.74.119 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৯464321
  • এবং,

    নির্বাসিতের আত্মকথা - উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (বসুমতী)
    অজ্ঞতাবাস - অরূপ ঘোষ (ওপেন সিক্রেট)

  • Somnath | 85.154.255.42 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৮464322
  • গুচ্ছ প্রশ্ন।
    উদয়ন ঘোষ কি অবভাষ এবার বের করল? এটা কি কমপ্লীট কালেকশন অফ ছোটোগল্প উপন্যাস ইত্যাদি না শুধু প্রবন্ধ? পুরোটাই কি লিটিল ম্যাগ কালেকশন না কিছু বই ও ইনক্লুডেড? পার্ট টু বলে কিছু বেরোবে মনে হয়?

    পুষ্প বৃক্ষ টা কোথায় পাওয়া গেল? বাংলাদেশের স্টলগুচ্ছ-তে কি? কলেজ স্ট্রীটে পাওয়া যাবে কোথাও?

    লোকের শহীদুল জাহির সংখ্যাটা কোন মাসের? ডিসেম্বর এর সংখ্যাটাই কি উদয়ন ঘোষ সংখ্যা ছিল?

    অমল চন্দ কে নিয়ে দুলাইন লিখবেন?
  • Blank | 170.153.65.102 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৪464323
  • আহমদ ছফা উপন্যাস সমগ্র কিনেছিলম গত বছর। একটাই খন্ড। মাওলা ব্রাদার্স। কলেজ স্ট্রীটে পাওয়া উচিৎ
  • saikat | 202.54.74.119 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৪৭464324
  • উত্তর দিই ...

    উদয়ন ঘোষের বইটা ওনার লেখা গল্প-উপন্যাসের নয়। বার্গম্যান, মাণিক, জীবনানন্দ, সন্দীপন, কামু, কৃষ্ণগোপাল মল্লিক ইত্যাদিদের নিয়ে লেখার সংকলন। ভবিষ্যতে আরও বেরোবে বলে ভূমিকায় বলা হয়েছে।

    পুষ্প বৃক্ষটা পেলাম বাংলাদেশ প্যাভিলিয়নে "সন্দেশ" বলে একটা স্টলে।

    শহীদুল জহির-কে নিয়ে সংখ্যাটা কোন মাসের দেখে বলতে হবে। তবে মনে হয় গত বইমেলাতেও সংখ্যাটা দেখেছিলাম।

    অমল চন্দ? ৭০-এর দশকে হওয়া "ছাঁচ ভেঙে দাও" সাহিত্য আন্দোলনের প্রধাণ ব্যক্তিত্ব। উপন্যাস লেখেন তিনটি - অভিযোগ নামে উপন্যাসটি বিশেষ উল্লেখযোগ্য। গল্প সংকলন দুটি - বারান্দা, শান্ত পড়ে যাচ্ছে। পাঠকদের বেশী চাপ দেননি - একটা শ' তিনেক পাতার বইতেই এই সব লেখাগুলো আর "ছাঁচ ভেঙে দাও" আন্দোলনের ম্যানিফেস্টো ইত্যাদি ধরে গেছে।
  • Somnath | 85.154.255.42 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪০464325
  • প্রবল ধন্যযোগ।

    ব্ল্যাংকি, মওলা ব্রাদার্স তো বোধয় বাংলাদেশের প্রকাশক। কলেজ স্ট্রীটে নয়া উদ্যোগ ছাড়া তো আর কাউকে পাই নি বাংলাদেশের লেখকদের লেখা ছাপায়। ওদের কাছে নেই। দে'জ এ ও নেই।
  • saikat | 202.54.74.119 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫১464326
  • সোমনাথ,

    বাংলাদেশের বইয়ের জন্য কলেজ স্ট্রীটে পুঁটিরামের উল্টোদিকে "রাজু বুক স্টল"-এ খোঁজ করতে পার। মোবাইল: 9831384086। আমি শহীদুল জহিরের একটা বই ওখান থেকে পেয়েছিলাম।
  • Blank | 59.93.240.210 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৮464327
  • সামরান দি কে জিগাতে পারো। আমি যদ্দুর জানি কোলকাতায় কোথায় যেনো মালোআদের বই মেলে
  • Blank | 59.93.240.210 | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৮464328
  • অক্ষয়কুমার দত্ত রচনা সংগ্রহ - প্রথম খন্ড - পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী

    স্মৃতির আলোয় আমার জীবন ও গান - অমিয়রঞ্জন বন্দ্যো (সুবর্ণরেখা)

    ঠাকুর বাড়ির আঙিনায় - জসীমুদ্দীন (বলাকা)

    চুরাশি সিদ্ধর কাহিনী - মুল তিব্বতী থেকে অনুবাদ, অলকা চট্টোপাধ্যায় (অনুষ্টুপ)

    ঘরোয়া - অবনী ঠাকুর (বিশ্বভারতী)

    ক্যালকাটা মিউনিসিপাল গ্যাজেট (anthology number ১৯২৪-১৯৪৭) - কোলকাতা মিউনিসিপালিটি

    ক্যালকাটা মিউনিসিপাল গ্যাজেট (১৯৮৮) সিভি রমন স্মরন সংখ্যা - কোলকাতা মিউনিসিপালিটি

    মানিক্য রাজার রিয়াং প্রজা - দ্বিজেন্দ্র নারায়ান গোস্বামী (ট্রিপুরা দর্পন)

    স্মৃতিকথা - সৌদামিনী দেবী, প্রফুল্লময়ী দেবী, হেমলতা ঠাকুর, ইন্দিরা দেবী চৌধুরানী, শরৎকুমারী চৌধুরানী (বৈতানিক)

    বিরুপাক্ষ রচনাসমগ্র ১ - লালমাটি

  • achintyarup | 59.93.195.221 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৭464329
  • লিস্টি:

    লীলা মজুমদার রচনাসমগ্র - ৪ (লালমাটি)

    বনের খবর - প্রমদারঞ্জন রায় (লালমাটি)

    আউটডোর - নীরেন্দ্রনাথ চক্রবর্তী (বর্ণপরিচয়)

    ভালো-বাসার বারান্দা - নবনীতা দেবসেন (দে'জ)

    ছোটোলোকের ছোটোবেলা - মলয় রায়চৌধুরী (চর্চাপদ)

    সুন্দরবনের ডায়েরি - অভিজিৎ সেনগুপ্ত (চর্চাপদ)

    সটীক জাদুনগর - রাঘব বন্দ্যোপাধ্যায় (চর্চাপদ)

    রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল (সাহিত্যলোক)

    পাঠশালা (মাগাজিন)

    সুন্দরবনের মনি অববাহিকা - নির্মলেন্দু মুখোপাধ্যায় (ত্রিমূর্তি)

    আত্মকথা - প্রমথ চৌধুরী (মনফকিরা)

    ঠিকানা: কলকাতা - সুনীল মুন্সী (থীমা)

    কামিনী কলঙ্ক - শ্রীমতী নবীনকালী দেবী (ওয়াইল্ড স্ট্রবেরিজ বুকস)

    নিজের কথায় মরিচঝাঁপি - মধুময় পাল সম্পাদিত (গাংচিল)

    বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান - ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌ (বাংলা একাডেমি, বাংলাদেশ)

    পশ্চিমবঙ্গের অর্থনীতি ও রাজনীতি
    অমর্ত্য সেনের বক্তব্য আমাদের জবাব - প্রণবকান্তি বসু, প্রাবৃট দাসমহাপাত্র, শুভেন্দু দাশগুপ্ত (নাগরিক মঞ্চ)

    ময়মনসিংহ অঞ্চলের জমিদারদের ইতিহাস - মুহাম্মদ আবদুস সাত্তার (কথারূপ লাইব্রেরি, ঢাকা)

    বাংলার ডাকাত, বাংলার বাঘ - মহারানী সুনীতি দেবী (ক্যাম্প)

    ড্যাঞ্চিনামা, একটি আখ্যানে ভ্রমণ - পরিমল ভট্টাচার্য (অবভাস)

    বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির
    ডার্করুম থেকে আলোয় - ঋত্বিক মল্লিক (প্রকাশন বিভাগ, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক, ভারত সরকার)

    ভাসিয়ে দিয়েছি কপোতাক্ষ জলে - মনোজ মিত্র, অমর মিত্র (দে'জ)
  • d | 14.96.84.195 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৭464330
  • সটীক জাদুনগর আপনি পেপারব্যাকটা কিনলেন তাই না? আমি হার্দকভার কিনেছিলাম। আবার দু একজনকে উপহার দেওয়ার জন্য যখন কিনেছি, তখনও হার্ডকভার। তখনই শুনেছিলাম যে একটা পেপারব্যাক বেরোচ্ছে।

    'মেধাবীভুত ও মাধবীলতা' নাকি কোথা থেকে একটা বই হয়ে বেরিয়েছে। কিন্তু সে প্রকাশকের দোকানটা খুঁজে পেলাম না।
  • shrabani | 124.124.86.85 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:২২464332
  • দম,
    ওটা তো আমিও নিলাম তোমার সামনে, দ্যাখোনি? আর ঐ মেধাবী ভূত টা বেরিয়েছে তেহাই থেকে, তাই নিয়ে মা মাটি মানুষ প্রসঙ্গ উঠল তো।:)
  • d | 14.96.84.195 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৫464333
  • 'পুষ্প বৃক্ষ ...' সফট কপি পাওয়া যায়। আমার কাছেই একটা ছিল।

    এই মধুময় পাল ভদ্রলোককে আমি দেখতে চাই। 'সম্পাদনা' কাজটা যে স্রেফ কপি পেস্ট করা নয়, সেটা এঁর কাজকর্ম দেখলে বোঝা যায়। 'নিজের কথায় মরিচঝাঁপি' এমন একটা বই যা রীতিমত রাতের ঘুম কেড়ে নেয়। পরশু থেকে পড়ছিলাম .... ফল হাল কাল বা পরশু দুদিনের একদিনও রাতে ঘুমাতে পারলাম না।
    যাঁরা 'মরিচঝাঁপি ছিন্ন দেশ ছিন্ন ইতিহাস' পড়ে আলোড়িত হয়েছিলেন তাঁদের প্রত্যেকের এই বইটা পড়া উচিৎ।
  • d | 14.96.84.195 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৭464334
  • হ্যাঁ তেহাই পরে আর খুঁজে পাই নি তো।

    তুমি ওটাও নিয়েছিলে না? আমার কিরকম মনে হচ্ছে মানিক চক্রবর্ত্তী আর দুটো অন্য কি যেন নিলে।
  • Blank | 59.93.203.209 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪০464335
  • এদিকে ডার্করুম টা কেউ আমায় গিফট করছে কি?
  • shrabani | 124.124.86.85 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪২464336
  • আমরা প্রথম যেখানে ঢুকে ছিলাম সেই গাংচিলের সামনেই কোণের দিকে ছিল তেহাই। ছোট স্টল, ওপরে বড় করে "মা মাটি মানুষের' ব্যানার। আমি গল্পগাছা, মুদীর দোকান আর সটীক নিলাম।
  • d | 14.96.168.152 | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪৯464337
  • আমাকে ওটা উপহার দেওয়ার আগে 'ডার্করুম থেকে ...'তুই একবার পড়ে নিতে পারিস ব্ল্যাঙ্কি। পারমিশান দিলাম যা ....
  • achintyarup | 59.93.246.19 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৩১464338
  • হ্যাঁ, জাদুনগর পেপারব্যাক কিনেছি
  • ranjan roy | 122.168.224.139 | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৫464339
  • বুনান,
    চুরাশি সিদ্ধর কাহিনী'র লেখক অলকা চট্টো কি দার্শনিক দেবীপ্রসাদ চট্টোর স্ত্রী অলকা?
  • Blank | 59.93.160.43 | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০০:০২464340
  • হ্যা রঞ্জন দা, উনি দার্শনিক দেবীপ্রসাদের স্ত্রী। তিব্বতী ভাষার স্কলার।
  • lcm | 69.236.160.55 | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২০464341
  • অক্ষয়কুমার দত্ত- একটা বই বাংলায় অনুবাদ করেছিলেন- জর্জ কোম্ব-এর : দ্য কনস্টিটিউশন অফ্‌ ম্যান। বাংলা বইটার নাম মনে নেই। ব্ল্যাংক যে বইটা কিনেছে তাতে ওটা আছে কি?
    অক্ষয়কুমার প্রথম বাংলায় ফিজিক্স বই লেখেন - নাম ছিল "পদার্থবিদ্যা'। ফিজিক্স শব্দের বাংলা পদার্থবিদ্যা উনিই করেন কিনা জানি না। ভদ্রলোক সায়েন্স শেখেন নিজে নিজেই।
  • siki | 123.242.248.130 | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৩464343
  • দময়ন্তী, নিজের কথায় মরিচঝাঁপি আমার জন্য একটা কিনে ফরিদার হাত দিয়ে পাঠানো যাবে? ফরিদা পরের সপ্তাহে কলকাতা যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন