এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (২)

    Guruchandali
    অন্যান্য | ২৭ ডিসেম্বর ২০১০ | ৪০৯৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ab | 24.13.133.100 | ০২ এপ্রিল ২০১১ ২১:৪৬465849
  • সৈকতদা, মনে রেখো, উন্নয়নই শ্রেনিসংগ্রাম
  • Guruchandali | 122.162.75.222 | ০৪ এপ্রিল ২০১১ ২৩:২৩465850
  • প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজা।

    কলকাতার কানাচে ২ - নিউজ চ্যানেল : সৈকত বন্দ্যোপাধ্যায়
    ক্রিকেট - বোরিয়া মজুমদার : অরিজিৎ মুখোপাধ্যায়
    রিকশা শ্রমিকের পেটে লাথি মেরে রিকশা ফ্যাশনের নান্দনিকতা! : কল্লোল মুস্তাফা
    স্টেডিয়ামে আমি, বউ আর মমতাজ যখন বঙ্গশার্দুল দেখছিলাম : আরিফ জেবতিক
  • SS | 131.193.195.128 | ০৪ এপ্রিল ২০১১ ২৩:৩৪465851
  • ক্রিকেট নিয়ে লেখাটায় শুরুতে কৌশিক বন্দ্যোপাধ্যায় এর নাম দেখলাম, এখানে লেখা অরিজিৎ মুখোপাধ্যায়। কোনটা ঠিক?
  • Guruchandali | 128.231.22.150 | ০৪ এপ্রিল ২০১১ ২৩:৩৯465852
  • -----------------------------------------
    সংশোধনী:

    এ হপ্তার বুলবুলভাজার আলোচনা :
    কলোনির ক্রিকেট - কৌশিক বন্দ্যোপাধ্যায়
    ---------------------------------------------------
  • Sujan Krishna | 202.22.207.240 | ০৫ এপ্রিল ২০১১ ১৪:০১465853
  • ভালোলাগলো যা যা-

    ১। আম্মা । তিনি সন্তান স্নেহে অন্ধ, কিন্তু আমার ভাতৃপ্রেম আরো বেশি। নিজের ভাইকে বিষাক্ত মাংস খাওয়াতে রাজি না আমি।

    ২। আমার স্ত্রী আমার দিকে "রোষকষায়িত লোচনে' তাকাল। আমি মনে মনে আয়তুল কুরসি পড়তে থাকলাম।

    ৩। জোড়ায় জোড়ায় উইকেট পড়ছে। আজিব কাণ্ড!

    ৪। বিশ্বকাপের সব গেম কি আমরা একলাই জিতব নাকি? সব দলই তো দুই তিনটা ম্যাচ জিতবে, দুই তিনটা হারবে।

    ..........................চম্‌ৎকার, চম্‌ৎকার হয়েছে।

  • DB | 59.94.72.205 | ০৫ এপ্রিল ২০১১ ১৮:৫৩465854
  • অসাধারণ! খুব সরস লেখা। দারুন লাগল পড়তে। একেই বলে hight of positive thinking

  • DB | 59.94.72.205 | ০৫ এপ্রিল ২০১১ ১৯:২১465855
  • যহ ! কোথাকার লেখা কোথায় এসে পড়ল ! আজব তো
  • Sushanta | 117.198.49.48 | ০৬ এপ্রিল ২০১১ ০০:০৪465856
  • রিক্সা নিয়ে লেখাটা দারুণ হয়েছে। আমাদের দ্বিচারিতাকে লেখক দারুণ ধরেছেন। তৃতীয় বিশ্বের পথে ঘাটে রিক্সা থাকবে। আর থাকবে এই দ্বিচারিতা। মুস্কিল হলো, রিক্সাশ্রমিকেরা অসংগঠিত শ্রমিক। আর তাদের নিয়ে দীর্ঘস্থায়ী কোনো আন্দোলনের শিল্প এখনো আমরা ভেবে উঠতে পারিনি।
  • Anirban Roy Choudhury | 173.27.193.152 | ০৬ এপ্রিল ২০১১ ০৮:০৯465857
  • কৌশিক বন্দোপাধ্যায়ের "কলোনির ক্রিকেট" পড়তে মজা পেলাম না ... মজার থেকে বলা ভাল - লেখাতে মনোযোগ রাখতে পারিনি ...
  • Anirban Roy Choudhury | 173.27.193.152 | ০৬ এপ্রিল ২০১১ ০৮:৩০465859
  • কল্লোল মুস্তাফার "রিকশা ফ্যাশনের নান্দনিকতা" - মোটামুটি লাগল !
  • Biplob Rahman | 202.164.214.46 | ০৬ এপ্রিল ২০১১ ১৭:২৫465860
  • আরিফ জেবতিকের বঙ্গশার্দুল সেই রকম; হা হা প গে কে ধ...:)

    কল্লোল মুস্তাফার রিকশা ফ্যাশন ভালৈ; কিন্তু অহেতুক লিংক+ছবি+লেখা দিয়ে পুরো লেখাটিকে জবরজং করা হয়েছে। :(

  • Sushanta | 117.198.55.192 | ০৭ এপ্রিল ২০১১ ১৯:৫১465861
  • "কলকাতার কানাচে ২ - নিউজ চ্যানেল : সৈকত বন্দ্যোপাধ্যায়" লেখাটা ভালো লাগল। বেশ ভালৈ মজা করেছেন লেখক। তাঁর আক্ষেপের কিছু সঙ্গত কারণ রয়েছে! মাঝে মধ্যে আমারও মনে হয়, "আহা! সেই আমাদের সময়!" কিন্তু, সত্যি বলতে আমি সেদিকটার প্রতিই সদর্থক চোখ ফেলে তাকাই যেদিকটার দিকে লেখকের বিদ্রুপ। সত্যি,বৈদ্যুতিন মাধ্যম তেমনি আরেক বিপ্লব নিয়ে এসছে যেমনটি একসময় নিয়ে এসছিল ইন্টারনেট। তাই গোটা দেশ তথা বিশ্বের রাজনীতি খুব দ্রুত পাল্টাচ্ছে আর পাল্টাবে। এই যে আন্না হাজারে অনশনে বসেছেন আর দেশজুড়ে পাপ্পু যাদবের মতো লোকও স্রোতে সাঁতার কাটাটাকেই নিরাপদ ভেবে নিচ্ছে এটা হচ্ছে নতুন যুগের মিডিয়ার কল্যাণে। কলকাতাতে কতটা বোঝা যায় জানি না। টিভি থাকার আগে আমরা অসমের লোকেরাতো নিজের রাজ্যটাকেই চিনতাম না ভালো করে!
  • badur | 143.111.80.27 | ০৯ এপ্রিল ২০১১ ০৪:৪৩465862
  • আরিফ জেবতিকের লেখা পড়ে খুব হাসলাম |
  • aranya | 144.160.226.53 | ০৯ এপ্রিল ২০১১ ০৮:২৯465863
  • নেহাত-ই আলসেমির জন্য বুলবুলভাজার লেখাগুলো নিয়ে দু কথা লেখা হয় না - আসলে শুধু 'ভাল লেগেছে' না লিখে, কেন ভাল লাগল সেটাও বিস্তারিত লেখা উচিত, সেখানেই কুঁড়েমিটা পেয়ে বসে।
    তবে একটা জিনিস তো বলাই যায় - ২০০৭-এর মার্চ থেকে আমি গুরু পড়ছি, বুলবুল ভাজাগুলো বরাবরই বেশ উচ্চ মানের ছিল, সেই মান তো রক্ষিত হচ্ছেই, আগের চেয়েও বিচিত্র স্বাদের লেখা অনেক বেশী সংখ্যায় পাওয়া যাচ্ছে। ওপার বাংলার অনেকে লিখছেন, খুব ভাল ব্যাপার, এটাও আগে অতটা ছিল না।
    রিকশা শ্রমিক-দের কথা, অন্য যৌনতার প্রান্তিক মানুষের আখ্যান, দোল -বসন্ত -প্রেম-নস্টালজিয়া - একটা খুব বড় ক্যানভাসে বহু বর্ণের কোলাজ।
    কাগুজে গুরু বেরোতে একটা ভয় ছিল, যদি অনলাইন গুরুর সম্পাদিত অংশটার মান নেমে যায়, সময় দিতে না পারেন নেপথ্যের কুশীলব-রা। তা তো হয়-ই নি, বরং উত্তরোত্তর আরও আকর্ষণীয় হচ্ছে বুলবুলভাজা - এজন্য পাই, ঈশান - যারা লেখা জোগাড় করছে, সম্পাদনা করছে; শমীকের মত যারা ফর্ম্যাট করছে, লেখা তুলছে - সবারই একটা দিলখোলা ধন্যবাদ প্রাপ্য।
    কাগুজে গুরু-র টীমকেও এখানেই ধন্যবাদ জানিয়ে গেলাম - একমেবাদ্বিতীয়ম কাবলি-দা, সামরান, সুমেরু; রকমারী প্রচ্ছদের জন্য তুলি হাতে শিল্পী হুতো, বইমেলায় আরো যারা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য হাজির ছিল - কেলো-স্যার, ব্রতীন, স্যান .. আর অবশ্যই আবারও পাই, ঈশান।
    নেপথ্যে সলতে পাকানোর কাজ হয়ত আরও অনেকেই করছেন, যাদের নাম বাদ পড়ে গেল। সকলের জন্যই শুধু শুভেচ্ছই নয়, দেখা হলে ভরপেট পানভোজন-ও তোলা রইল।
    টই-গুলো তেও প্রতিভাবান নতুন মুখের আনাগোনা - পুরনো স্টলওয়ার্ট-রা তো আছেন-ই, গত এক বছরে শক্তিশালী নতুন কলমবাজদের মধ্যে অচিন্ত্য, লামা, কুলদা রায়, কেলো-স্যার, হুঁকোমুখো ... - গুরুর ভবিষ্যত উঙ্কÄল, সন্দেহ নেই।

  • rupankar sarkar | 180.215.145.218 | ১০ এপ্রিল ২০১১ ২৩:০১465864
  • কলকাতার কানাচে ২ - সৈকত বন্দ্যো: ১ এর চেয়ে ২ অনেক বলিষ্ঠ। বেশ মনোরঞ্জক হয়েছে। হিউমার অসির যথাযথ চালনায় রক্তপাত কম হয়েছে অনেকটাই। প্রশ্ন একটাই: সংবাদ চ্যানেল এবং সংবাদপত্রের গতিবিধি তো সেকটর ফাইভের মত কলকাতায় সীমাবদ্ধ নেই, সারা ভারতে এমনকি বিদেশেও কেবলওয়ালা কিংবা ভেন্ডর কে বলে রাখলে চ্যানেল/কাগজ দুইই পাওয়া যায়। তবে 'কলকাতার কানাচে' শিরোনামে কেন?
  • r.h | 198.175.62.19 | ১১ এপ্রিল ২০১১ ১৯:৪৫465865
  • *
  • Sushanta | 117.198.57.114 | ১১ এপ্রিল ২০১১ ২০:১৭465866
  • এই হচ্ছে মোক্ষম কথা:"কোন মানবিক বিষয়কে প্রাকৃতিক বলার মুহূর্তটিতেই সেই প্রাকৃতিক ক্যাটিগরিটি মানবিকতা দিয়ে "দূষিত' হয়ে যায়।" মানুষের দেখার উদ্দেশ্য নির্ধারণ করে কী দেখবে।

  • rupankar sarkar | 116.202.156.218 | ১১ এপ্রিল ২০১১ ২৩:৩০465867
  • পার্থ চক্রবর্তীর 'মানুষের বাঁদরামি' - সব বাঁদর গরম দেশে বাস করে এমন ধারনা ঠিক কি? এই মুহূর্তে তো গোটা তিনেক নাম মনে পড়ছে, Tibetanmacaque (Macacathibetana) Japanesesnowmonkey (Macacafuscata) এবং চীন দেশের Snubnosedmonkey। শেষের দুটো তো একেবারে sub-zero উষ্ণতায় বাস করে। এছাড়া ডারউইন সাহেবতো বাংলায় 'পূর্ব পুরুষ' শব্দগুলি লেখেন নি, তাই 'পূর্ব নারী'র প্রশ্ন কোথায়? যদি 'ancestor' শব্দটিকে COD তে সন্ধান করি, সেখানে লেখা আছে,"AnyofTHOSEfromwhomone'sfatherorMOTHERisdescended." লাইন ধরে ধরে তর্কাতর্কিতে যাওয়ার বাসনা নেই, রম্য রচনাটির বদলে তথ্যভিত্তিক বাদানুবাদ থাকলে পড়ে বেশী ভাল লাগত হয়তো। ইউনিকোডের সেই 'জাঙ্ক' রোগ এখনও সারেনি। বেশ কিছু অংশ বাদ দিয়ে পড়তে হ'ল।
  • Guruchandali | 122.162.75.33 | ১১ এপ্রিল ২০১১ ২৩:৫৪465868
  • অনিবার্য কারণবশত আজ বুলবুলভাজা প্রকাশিত হল না।

    বুলবুলভাজা প্রকাশিত হবে কাল। মঙ্গলবার।
  • Partha | 146.115.64.183 | ১২ এপ্রিল ২০১১ ০২:০৫465870
  • রূপাঙ্করবাবুকে ধন্যবাদ তাঁর যত্নশীল সমালোচনার জন্য।
    ১। তিনি মোক্ষম ধরেছেন যে বাঁদরেরা শুধু গরম দেশের বাসিন্দা নয়। তবে এটা ঠিক বেশিরভাগ বাঁদর গরম দেশের নাগরিক এবং বাঁদর নিয়ে যে সমস্ত behavior স্টাডি হয়েছে, তারও বেশিরভাগ গরম দেশের বাঁদর-দের নিয়ে।
    ২। ডারউয়িন অবশ্যই 'পূর্বপুরুষ' কথাটি লেখেন নি। তিনি 'DescentofMan' লিখেছেন। বিবর্তনের মেইন্সট্রিমে যে ধরণের আলোচনা হয়ে এসেছে, সেখানে অনেকেই androcentricbias খুঁজে পেয়েছেন। এই বিষয়ে ElaineMorgan-এর বিখ্যাত বই TheDecentofWoman। আমি মেনে নিচ্ছি এই লেখায় এই ফেমিনিস্ট প্রেক্ষিতটি আরো বিস্তারিত আলোচনা করলে ভালো হত।
    ৩। এই লেখাটিতে আমি শুধু কিছু দার্শনিক অবস্থানকে ছুঁইয়ে গেছি মাত্র। দার্শনিক যুক্তি-তক্কো-গল্প অনেকে বাঁকা চোখে দেখেন। তাই বিস্তারিত আলোচনায় যাই নি। আপনার কথা মতো তথ্যভিত্তিক বাদানুবাদ আরো বিস্তারিত করা যেতেই পারতো...গুরুর পাঠিকা/পাঠক যদি চান, পরের লেখায় আমি চেষ্টা করতে পারি।
  • ranjan roy | 117.200.81.161 | ১২ এপ্রিল ২০১১ ০৫:১৮465871
  • সৈকতের বাংলা নিউজ চ্যানেলের মাধ্যমে
    সাংস্কৃতিক বিপ্লব, সিমপ্লি অসা!!!
    পার্থ,
    অবশ্যই লিখবেন। পড়বো বলে মুখিয়ে আছি।
    রূপংকর অত্যন্ত সংগত প্রশ্ন তুলেছেন। কিন্তু লেখাটি ভাল হয়েছে।
  • rupankar sarkar | 117.194.231.31 | ১২ এপ্রিল ২০১১ ১৯:৩৬465872
  • বুলবুলে নিনা গাঙ্গুলির 'আগজা' পড়লাম। এই সব অসাধারণ লেখায় ট্যাগিত হইনা কেন? মন্তব্য করছিনা, কারণ ভাষা নেই।

  • Guruchandali | 122.162.75.33 | ১৩ এপ্রিল ২০১১ ০০:০৩465873
  • এই সোমবারের বুলবুলভাজারা -- ক্ষুদ্রঋণ স্পেশাল:

    শুয়াচান পাখি - কুলদা রায়
    ক্ষুদ্রঋণের বৃহৎ বাণিজ্য - আনু মোহাম্মদ

    এ ছাড়া রইল -

    কী করি - পবিত্র ভট্টাচার্য
    টক-মিষ্টি-ঝাল ভোজ - নিয়ামৎ খান
  • Nina | 68.84.239.41 | ১৩ এপ্রিল ২০১১ ০৭:৪৫465874
  • রূপঙ্করবাবু , আপনাদের ভাললাগা আমার অনেক বড় প্রাপ্তি।
    আমার মনে হচ্ছে নাগিনার মহৎ দিকটাকে একটি সুন্দর ট্রিবিউট আমি পাওয়ালাম ওর কথা বিদগ্‌ধজনেদের কাছে পরিবেশন করে।

  • rupankar sarkar | 117.194.238.1 | ১৩ এপ্রিল ২০১১ ১১:৫৫465875
  • @Nina, পরিবেশনটাইতো আসল কথা। নাগিনার ব্যাপারে চোখের পাতা সামান্য ভিজে ভিজে লাগলেও আসল উৎকর্ষ তো পুরো কাহিনীটার বা ঘটনাবলীর বিবরণে। বিখ্যাত ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্ট সারু রঙ্গনেকারের কথায় বলি, উনি বড়লোক বন্ধুর বাড়ি চায়ের নেমন্তন্নে গেছেন। বলছেন, "chinesecrockery, silvercutlery, butthereceptionissocoldthatyoualmostexpectabilltofollow." আবার গরীব বন্ধুর ঘরে গিয়ে পর্দার আড়াল থেকে এক নরম সুরেলা গলা শুধায়, একটু চিনি লাগবে? " Iknowthelastgrainhasbeenservedandthejarofsugarisemptybutthetremblinganxiousvoiceautomaticallysweetensyourtea. পরিবেশনটাই আসল কথা, সেটা কিভাবে হল তার ওপরই সব কিছু।
  • Guruchandali | 122.162.75.33 | ১৩ এপ্রিল ২০১১ ২১:০৩465876
  • একটু দেরিতে, প্রকাশিত হল ক্ষুদ্রঋণের ওপর আরও একটি বুলবুলভাজা।

    ইউনুস বিতর্ক (ঠগ বাছতে গাঁ উজাড়) - রেহনুমা আহমেদ
  • Sushanta Kar | 117.198.59.240 | ১৩ এপ্রিল ২০১১ ২১:০৯465877
  • অপার বাংলা :: ক্ষুদ্রঋণের বৃহ্‌ৎ বাণিজ্য --লেখাটা ইংরেজিতে পাওয়া যেতে পারে?
  • Nirveek Sengupta | 117.194.192.240 | ১৪ এপ্রিল ২০১১ ০৭:১৭465878
  • পবিত্র ভট্টাচার্যর 'কি করি'লেখাটি বেশ ভাল লাগল। সত্যি বাংগালী সত্যই এখন 'ধর্মসংকটে'.....থুড়ি 'দাদাসংকটে'!!! ;)
  • rupankar sarkar | 180.215.4.210 | ১৫ এপ্রিল ২০১১ ০০:৫৩465879
  • আনু মুহাম্মদের ক্ষুদ্রঋণ: আসলে আমাদের পাপী মন। তাই কেউ মহ্‌ৎ কাজ করলেও তাতে নানা প্রশ্ন তুলি। যেমন, ইউনুস সাহেব তো ইকনমিক রিফর্ম করেছেন। তা তিনি ইকনমিক সায়ান্সের জন্য বরাদ্দ SverigesRiksbank (ওটাও নোবেল বলে ধরা হয়) পুরষ্কার না পেয়ে হঠাৎ শান্তি পুরষ্কার পেলেন কেন? শান্তি পুরষ্কার পাওয়ার জন্য নোবেল কমিটি কী কী যোগ্যতা ধার্য্য করেছেন? না, ১) দুটি দেশের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরীর জন্য প্রচেষ্টা, ২)সৈন্যবাহিনীর হ্রাস অথবা নিশিহ্নকরণের প্রস এবং ৩)শান্তি বিষয়ক সম্মেলন বা সভা আবাহন করার উদ্যম। তা ইউনুস সাহেব এর মধ্যে কোনটির জন্য পুরষ্কার পেলেন? বাংলাদেশ এবং নরওয়ের মধ্যে ভ্রাতৃত্ব? আর সব নোবেল প্রাইজ সুইডেন থেকে দেয়া হলেও 'শান্তি' পুরষ্কারটি নরওয়ে দেয়, আবার টেলিনর কোম্পানীটি নরওয়ের না? পাপী মনে নানা প্রশ্ন জাগে, এসবে আমল দেবার প্রয়োজন নেই।
  • M S RAHMAN | 180.149.21.135 | ১৫ এপ্রিল ২০১১ ১৭:১২465881
  • IThinkMicro-creditsystemisnotapplicableforruraldevelopment.
    NowMicro-creditisestablishedandrewardedbutpoorpeopledidnotchangeddynamically.Onlyeducationandtechnologyknowledgecanchangesocialeconomyandrurallifestyle.

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন