এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (২)

    Guruchandali
    অন্যান্য | ২৭ ডিসেম্বর ২০১০ | ৪০৯৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandali | 122.162.75.192 | ৩০ মে ২০১১ ২৩:১৬465448
  • প্রকাশিত হল আরেকটি বুলবুলভাজা

    দেবকী বসুর "কবি': দশম ও শেষ প্রবাহ -- ত্রিদিব সেনগুপ্ত
  • abhi | 59.93.244.188 | ৩১ মে ২০১১ ০০:৩৪465449
  • শুদ্ধস্‌ত্‌ব ঘোশ র বদল সর্কর এবোঙ্গ শিরোনমে এমোন অসধরন ওবিতুঅর‌্য পোরে অমি অপ্লুত।

    এই অনন্য শ্রদ্ধর্ঘ আরো বেশি বেশি কোরে পোরতে পর্লে, বিশেশ কোরে বন্‌গ্‌ল নত্যকর্মিদের, এই ক্রন্তিকাল এ এক্তি বোরোরকম সনি্‌স্‌ক্‌রতিক রাদ্বদল অশ কোর্তে পরি।

    কুদোস।।
  • I | 14.99.230.135 | ৩১ মে ২০১১ ০১:১২465450
  • শুদ্ধসত্ত ঘোষের লেখা ভালো লাগলো।
  • I | 14.99.230.135 | ৩১ মে ২০১১ ০১:১৮465451
  • বাদল সরকারের আত্মজীবনীর বাহাত্তর পরবর্তী পর্যায় পড়তে পাবো আশায় ছিলাম। সে আর হলো না।
  • Nina | 68.84.239.41 | ৩১ মে ২০১১ ০১:৪১465452
  • শুদ্ধসত্ববাবুর লেখাটি খুব ভাল লাগল। গতকাল দেবশংকর হালদারের নাটক " ইয়ে" দেখে মনে এক অদ্ভুত তরঙ্গ উঠেছে, আর আজ এই লেখাটি পড়ে মনে এক প্রশ্ন-উত্তরের ঢেউ ক্রমাগত উঠছে নামছে।
    শুদ্ধসত্ববাবুকে অভিনন্দন।

  • sm | 202.63.56.114 | ৩১ মে ২০১১ ০৫:২৪465453
  • #২৪৩৭;#২৪৭৭;#২৪৯৫;,

    #২৪৩৯;#২৪৪১;#২৪৭২;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৭;#২৪৬৫;#২৫০৩; (#২৪৮৮;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪;#২৪৩৯;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৮২;#২৪৯৫;#২৪৭৪;#২৪৯৫;) #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৫০৭; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮৯;#২৪৮২;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৩৮;#২৪৮৮;#২৪৭৬;#২৫০৩;#২৪০৪;

  • smisra | 202.63.56.114 | ৩১ মে ২০১১ ০৫:৩১465454
  • অভি,

    হায়রে, উপদেশ দিতে গিয়ে ছড়ালাম।
    ইউনিকোডে (সোলাইমানলিপিতে) লিখলে ঠিক আসবে লেখা, এটাই বলতে চেয়েছি আগের পোষ্টে।
    এটাও ঠিকঠাক যাবে কি না কে জানে।
  • Du | 71.123.206.251 | ৩১ মে ২০১১ ০৬:৪৮465455
  • বহুদিন মাওবাদী বা গ্রীন হান্ট বিষয়ক কোন লেখা পাচ্ছিনা। বর্তমান অবস্থা কেউ জানালে ভাল হয়।
  • kallol | 220.226.209.2 | ৩১ মে ২০১১ ১০:০১465456
  • কবি জয়দেব বসু সমীপেষু।

    যে কালটি গত হলো,
    কিছুতেই ভুলতে পারি না
    তাই,
    হাসতেও ভুলে যাই
    আজকাল।

    মহাকলেবর অভিধানগুলির
    পাতা ও পংক্তি ভিতর,
    দুটি পাতা ও পংক্তির মাঝেও
    "নির্লজ্জ" শব্দটির হদিশ
    কোত্থাও নেই।
    নেইই..........
  • suddhasatya | 117.194.226.154 | ৩১ মে ২০১১ ১৪:১১465458
  • বাদল সরকার এবং-এর পাঠকদের ধন্যবাদ।
  • pinaki | 138.227.189.8 | ৩১ মে ২০১১ ১৭:২৭465459
  • শুদ্ধবাবুর লেখা খুব ভালো লাগলো। এতটা গভীরে গিয়ে গোটা পৃথিবীর সমকালীন নাট্যধারার সাথে মিলিয়ে বাদল সরকারের কাজকে দেখা - এটা এইটুকু লেখায় শেষ হয়ে গেলে ভালো লাগে না। শুদ্ধবাবুর কাছে একটা বই লেখার দাবী রইল। বাদল সরকালের কাজ নিয়ে এরকম বই কি আছে আদৌ?
  • nyara | 122.172.164.104 | ৩১ মে ২০১১ ২০:৫৪465460
  • বাদলবাবুর ওপর লেখাটা খুব ভাল, কিন্তু শক্ত। শিশি-বোতল না থাকলেও।
  • rupankar sarkar | 117.194.239.168 | ৩১ মে ২০১১ ২০:৫৬465461
  • বাদল সরকার, শুদ্ধসত্ব বাবু এবং... প্রগাঢ় পান্ডিত্যপূর্ণ লেখা। এ লেখার ওপর মন্তব্য করতে যাওয়াও বাতুলতা। তাও দু কলম লিখি। ভূমিকাটি প্রশস্ত। ফেরিওয়ালার হাঁক থেকে দোকানির ফেরত পয়সা হাতে না দেয়া, থালা ও বাটিতে পায়েস ও মুড়ি খাওয়ার রকম ফের...এত খুঁটিনাটি শুদ্ধসত্ববাবু নিজে যেভাবে নজর করেছেন, বাদল বাবুও তাই করতেন কি? 'এবং' থেকেই ধরি,- ডালে আটখানা লংকা দিলে বাড়ির লোকের নাক চোখ দিয়ে জল ঝরবে যে।

    উনি তত্বের শেষ রাখেননি। গান্ধী থেকে প্রফুল্ল সেন থেকে বিধান রায় ও বিড়লার আনহোলি নেক্সাস পর্যন্ত অনেক কিছু জানলাম ওঁর লেখা পড়ে। উনি লিখেছেন, অজিতেশবাবু ও উতপল দত্তের সিনেমায় চলে যাওয়ার কথা। সিনেমায় অবশ্য নিমরাজি হয়েও বাদলবাবুও গেছেন কিছুদিন। বন্ধুবর বারীন সাহার ছবিতে তিনি অভিনয় করেছেন এবং ইচ্ছা প্রকাশ করেছিলেন যে, বারীন আবার ছবি করলে আমি তাতেও অভিনয় করব। বাদলবাবু মৃণাল সেনের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে সেই চরিত্রে উতপলবাবু অভিনয় করেন। ময়রা স্ট্রীটে উত্তম সুপ্রিয়ার বাড়িতে স্ক্রিপ্ট শোনাতে গিয়ে শুকনো চা-বিস্কুটে আপ্যাইত হবার কথা নিজেই লিখেছেন, আবার সুচিত্রা সেনের বালীগঞ্জের বাড়িতে জলখাবারের সঙ্গে দেয়া চা ঠান্ডা হয়ে যাওয়ায় মিসেস সেন পরিচারিকাকে না ডেকে নিজে 'দৌড়েছিলেন' সেই চা নতুন করে বানিয়ে আনতে। পান্ডুলিপিতে উত্তমের বিরক্তি প্রকাশ তাঁকে বিচলিত করেনি, বরং উত্তম যখন বলছেন কী কী পরিবর্তন করলে সেটা কোনওমতে দাঁড়াতে পারে, বাদলবাবু তখন জানলা দিয়ে নিসর্গ দেখছিলেন।
    সত্যজিত রায় স্পার্টাকুস দেখতে গিয়ে যখন ঈঙ্গিতপূর্ণ ভাবে বলেন,'আপনি কি কেবল শারিরীক ভাবে পটু অভিনেতাদেরই নেন?' বাদলবাবু তাতে খুব একটা খুশি হননি এবং পরের বার 'আপনার সিনেমার চেয়ে ফেলুদার গল্পগুলো বেশী ভাল' বলার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত বলেননি।

    এইবারে একটু গ্রীক থিয়েটারে আসি। শুদ্ধসত্ববাবু দুজন দেবতার নাম লিখেছেন, 'ডাওনিসাস' এবং 'ব্যাক্কাই'। ঘটনাচক্রে এই সব নাম নিয়ে পড়াশোনা করতে হয়েছে (পাঠক্রমে ছিল, বাধ্য হয়েই)। জানা ছিল, নাম দুটো 'ডায়োনিসাস' এবং 'ব্যাকাস'। শুদ্ধসত্ববাবুর পান্ডিত্য নিয়ে কোনওরকম সন্দেহের অবকাশ নেই। তাই ভাবলাম হয়তো এতদিন ভুলই জেনে এসেছি। ডাও এবং ডায়ো তাও কাছাকাছি, কিন্তু ব্যাক্কাই ? সব রকম অভিধান ঘাঁটলাম। এমনকি বহু প্রাচীন ১৯৩৪ সালের অক্সফর্ড-ও দেখলাম। সবাই যে ব্যাকাস-ই বলে। তারপর এন্সাইক্লোপিডিয়া ব্রিটানিকাও ঘেঁটে ফেললাম(ছাপার অক্ষরে, নেটে নয়))।অতার পর উইকিপিডিয়াও ঘুরে এলাম, সবাই যে 'ব্যাকাস' বলছে। এককালে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছিলেন ফাউদ ব্যাকাস, একই বানান।

    এরপর সেই পাহাড়ের ঢালে মহিলাদের উদোম নৃত্যের কথা। এন্সিক্লোপিডিয়া ব্রিটানিকা অবশ্য বলছে তাঁরা 'ফন স্কিন' অর্থাৎ হরিণের চামড়ার পোষাক পরতেন, হাতে থাকত মৌরিগাছের আঁটি আঙুরলতায় বাঁধা, আর মাথায় থাকত আইভিলতার মালা। তবে কথা হ'ল শুদ্ধসত্ববাবু যে উতস থেকে এটা জেনেছেন সেখানে হয়তো এইসবই লেখা আছে। উনিই বা কী করেন।

    শেষ কথা হ'ল আসাধারণ লেখা এটি। কতকিছু জানলাম। একটাই দু:খ, বাদল্বাবুর বহু নাটক নিয়ে ১৩ই মে-র পর থেকে আলোচনা পড়ছি। সেই গোড়ার দিকের কবি কাহিনী ,বড় পিসিমা থেকে, বল্লভপুরের... পাগলা ঘোড়া, এবং ইন্দ্র...ভোমা, স্পার্টাকুস। ত্রিংশ..., আফশোষ, একটা নাটকের কথা কেঊ বললেন না, 'যদি আর একবার' অধমের নিজের নাটকগুলূ ঐ রকম ছন্দবদ্ধ কিনা।
  • rokeyaa | 203.110.243.22 | ৩১ মে ২০১১ ২৩:৫০465462
  • থার্ড থিয়েটার, বাদল সরকারের নিজের কথায়: http://vimeo.com/24455561
  • anirban | 192.17.123.149 | ০১ জুন ২০১১ ০২:৫৬465463
  • খুব ভালো রোকেয়া, ধন্যবাদ
  • anirban | 192.17.123.149 | ০১ জুন ২০১১ ০৩:১১465464
  • কিছু কিছু সময়ে (অনেক সময়েই) বাচ্চাদের উপস্থিতি আরোপিত মনে হয়েছে। আর অধিকাংশ জায়গাতেই বাচ্চাদের মুখে প্রশ্নগুলি প্ল্যান্টেড মনে হয়েছে। এটা avoid করতে পারলেই মনে হয় ভালো হত। বাদল সরকারের মুখে থার্ড থিয়েটারের কথা শোনা অসাধারণ অভিজ্ঞতা - ছবিটি তৈরী করা ও শেয়ার করার জন্য ধন্যবাদ।
  • suddhasatya | 117.194.238.89 | ০১ জুন ২০১১ ১৪:০০465465
  • #২৪৮০;#২৪৯৮;#২৪৭৪;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৩;#২৪৮০;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৭;,#২৪৭৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯; #২৪৮৮;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৫৩;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৪৯৪; #২৪৫৪;#২৪৯৭;#২৪৭৬;#২৪৩৯; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯; #২৪৭৯;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৭;#২৪৬১;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৭; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৯;#২৫০৭;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩; #২৪৭৭;#২৪৯৭;#২৪৮২; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫৩;#২৪৭০;#২৪৭৮; #২৪৭৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৫;#২৪৬৮; #২৪৭২;#২৪৩৯;#২৪০৪;#২৪৫৪;#২৪৯৭;#২৪৭৬;#২৪৩৯; #২৪৭৮;#২৪৯৮;#২৪৮০;#২৫০৯;#২৪৫৪;#২৪০৪;#২৪৮৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৬৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮০;#২৪৭৮;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৫; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৬৮;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৪১;#২৪৫৮;#২৪৯৫;#২৪৬৮; #২৪৭৬;#২৫০৭;#২৪৭১; #২৪৫৩;#২৪৮০;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩;#২৪৫১; #২৪৭৬;#২৫২৪; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৪৭;#২৪৩৯; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৮;#২৪৯৭;#২৪৮২;#২৫০৯;#২৪৭৯; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৭;#২৪৭৭;#২৪৯৫;#২৪৭৭;#২৪৯৪;#২৪৮৭;#২৪৬৭;#২৫০৩; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৮;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৪৫৮;#২৪৮০;#২৪৬৭; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৬৮; #২৪৭৬;#২৫০৭;#২৪৭১; #২৪৫৩;#২৪৮০;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৬৮;#২৪৩৯; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৫৮;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৪;#২৪৮২; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৭; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫;#২৪৫১; #২৪৭২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৫৯;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৪৭;#২৪৮০; #২৪৩৮;#২৪৫৫;#২৫০৩;#২৪৫১; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৪;#২৪৭৭;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭২; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬; #২৪৫৩;'#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৭৬;#২৫০৯;#২৪৭৯; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৭২; #২৪৬৮;#২৫০৭; #২৪৫১;#২৪৩৯; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭২;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৮৮;#২৪৭৬; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;?#২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪;,#২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৮৮;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৭;#২৪৭৬;#২৪৫১; #২৪৭২;#২৪৯৪; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩;#২৪০৪;#২৪৬৮;#২৪৭৬;#২৪৯৭; #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৫০৩;#২৪৭২;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৭২;#২৪৯৫;#২৪৭৯;#২৪৯৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮; #২৪৩৭;#২৪৭৭;#২৪৯৫;#২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৫৩;#২৪০৪;#২৪৩৮;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪;,#২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৫০৯;#২৪৬৩;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৪;#২৪৮০;#২৫০৯;#২৪৬৫; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭১;#২৪৯৫;#২৪৬৩;#২৪৯৪; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৫৩;#২৪৯৫;?#২৪৭২;#২৪৯৫;#২৪৮৬;#২৫০৯;#২৪৫৮;#২৪৩৯; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৪১;#২৪৭৪;#২৪৮০;#২৫০৩; #২৪৭৭;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৩৭;#২৪৭২;#২৫০৩;#২৪৫৩; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩;#২৪৭২;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৫;#২৪৭২; #২৪৭১;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩;#২৪৮০; '#২৪৮৬;','#২৪৮৭;' #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; '#২৪৮৮;' #২৪৩৮;#২৪৮০; '#২৪৮০;','#২৫২৪;','#২৫২৫;' #২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭১;#২৪৯৪;#২৪৭২; #২৪৮৯;#২৫২৭;#২৫০৩; #২৪৫৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮৭;#২৪৯৪; #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৪১;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩;?#২৪৭৬;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৬;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৫৯;#২৫০৩;#২৫২৪;#২৫০৩;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;
    #২৪৪৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৩৮;#২৪৮৮;#২৪৯৫; #২৪৭৬;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭০;#২৪৮২; #২৪৮৮;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৭৮;#২৪৯৪;#২৫২৭; #২৪৫৩;#২৪৯৫; #২৪৪১;#২৫১০;#২৪৭৪;#২৪৮২; #২৪৭০;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮; #২৪৭৬;#২৪৯৪; #২৪৩৭;#২৪৬০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩;#২৪৮৬;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৬৮;#২৪৭২; #২৪৪৭;#২৪৫৩;#২৪৩৯; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩; #২৪৫৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৫০৩;#২৪৭২;?#২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৪৮২;#২৫০৯;#২৪৭৪;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৯;#২৪৭০;#২৪৯৫;#২৪৮৬; #২৪৭৪;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৯;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৭; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪; #২৪৬৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৪৭;#২৪৭৮;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৩৭;#২৪৮০;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৪;#২৫১০; #২৪৫১;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৬৩;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৭২;#২৫০৩; #২৪৬৯;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৭;#২৪৯৪;#২৪৭৬;#২৪৭২;#২৪৯৪; #২৪৬৮;#২৪৯৪;#২৪৩৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৪;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৩৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৪৬৮;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৭৮;#২৪৯৪;#২৪৬৭; #২৪৭০;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৮২;#২৫০৩; #২৪৮৮;#২৪৯৭;#২৪৫৪;#২৪৯৬; #২৪৮৯;#২৪৭৬;#২৪০৪;#২৪৭৪;#২৪৮০;#২৫০৩;#২৪৮০;#২৪৬৩;#২৪৯৪;#২৫২৭; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৬৫;#২৪৯৪;#২৪৫১; #২৪৭৬;#২৪৯৪; #২৪৬৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৭; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৫;#২৪৭৬;#২৫০৩;#২৪৮৭;#২৪৬৭;#২৪৯৪;#২৪০৪;#২৪৫১;#২৪৬৩;#২৪৯৪; ডিও!#২৪৪৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৫১;#২৪৬৩;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৫;#২৪৯৪;#২৫২৭;#২৫০৭; #২৪৭২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৫০৩; #২৪৬৫;#২৪৯৫;#২৪৫১; #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৫০৩;?#২৪৭৬;#২৪৯৪; #২৪৬৫;#২৪৯৪;#২৪৫১; #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৫০৩; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৫৩;#২৪৯৫; #২৪৭৮;#২৪৮৯;#২৪৯৪;#২৪৭৭;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৮; #২৪৩৭;#২৪৮৬;#২৪৯৭;#২৪৭০;#২৫০৯;#২৪৭১; #২৪৮৯;#২৫২৭; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৭; #২৪৭৬;#২৪৯৭;#২৪৬১;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২;?#২৪৩৮;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪;,#২৪৫১;#২৪৬৩;#২৪৯৪; ডিওন্‌য়্‌সুস,ডিওনে্‌য়্‌সাস,ডিওনি্‌য়্‌সউস?#২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮৮;#২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩;?দ্য-#৬০১;-ন্য-স#৬০১;স,#২৪৪৭;#২৪৩৯; #২৪৪১;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৫৩;#২৪৯৫; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩;?#২৪৬৫;#২৪৯৪;#২৫২৭;#২৫০৭;?#২৪৭২;#২৪৯৪; #২৪৬৫;#২৪৯৪;#২৪৩৯;-#২৪৪৭;-#২৪৭২;#২৪৯৪;#২৪৩৯;-#২৪৮৮;#২৫০৩;#২৪৮৮;?
    #২৪৪৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৩৮;#২৪৮৮;#২৪৯৫; #২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩;#২৪০৪;#২৪৩৮;#২৪৮৬;#২৪৯৭; #২৪৭৭;#২৪৬৩;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৫০৯;#২৪৭৯; #২৪৭২;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫; #২৪৮০;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩;#২৪৮২; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭০; #২৪৭০;#২৪৯৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;,#২৪৭২;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৫; #২৪৭৭;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭২; #২৪৮২;#২৪৯৭;#২৪৭২; #২৪৭৬;#২৪৮২;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২; #২৪৬৮;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৫৪;#২৪৯৭;#২৪৭৬; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৭৬;#২৪৮২;#২৪৫৯;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৮৯;#২৫২৭; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৭৯;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২;#২৪৬৮;#২৪৮০; #২৪৫৪;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৪৭;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০;#২৫০৩;#২৪৩৯; #২৪৫৪;#২৪৯৭;#২৪৩৩;#২৪৬০;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২;,#২৪৭৯;#২৫০৩; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪০৪;#২৪৮৬;#২৪৯৭;#২৪৭১;#২৪৯৭; #২৪৪৭;#২৪৬৩;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৭; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৫;,#২৪৭২;#২৪৯৪;#২৪৬৩;#২৪৫৩;#২৫০৩;#২৪৮০; #২৪৩৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৫;#২৪৫৪;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৬৮; #২৪৭২;#২৪৯৪;#২৪৬৩;#২৪৫৩; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; ঠে অচএ #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩;#২৪০৪;#২৪৩৯;#২৪৪১;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৪;#২৪৯৫;#২৪৬৫;#২৪৯৫;#২৪৮৮;-#২৪৪৭;#২৪৮০; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪০৪;#২৪৭৯;#২৫০৩;#২৪৭৮;#২৪৭২; #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৭২; #২৪৭৮;#২৪৬৮; #২৪৬৫;#২৪৯৪;#২৫২৭;#২৫০৭;#২৪৭২;#২৪৯৫;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮৮; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৫; #২৪৭৬;#২৪৯৫;#২৪৫৪;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৬৮; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৭;#২৪৫৩; #২৪৭৪;#২৫০৩;#২৪৩৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৫;#২৪৩৪;-#২৪৫১; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;,#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৭;#২৪৯৪;#২৪৬০;#২৫০৯;#২৪৬০;#২৪৯৫;#২৪৫১;-#২৪৮০;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৫; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩;?#২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৭৮;#২৪৯৮;#২৪৮০;#২৫০৯;#২৪৫৪;?#২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৭;#২৪৯৪;#২৪৬০;#২৫০৯;#২৪৬০;#২৪৯৫;#২৪৫১; #২৪৭২;#২৪৯৪; #২৪৩৯;#২৪৪১;#২৪৮০;#২৪৯৫;#২৪৭৪;#২৪৯৫;#২৪৬৫;#২৪৯৫;#২৪৮৮;?

    #২৪৮৮;#২৫০৭;#২৪৬০;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৯৫;,#২৪৪৭;#২৪৩৯; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৯;#২৪৭৮; #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৪৭;#২৪৩৯; #২৪৮৬;#২৫০৩;#২৪৮৭;#২৪৬৮; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৫;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৯;#২৪৬৮;#২৪৭০;#২৪৯৮;#২৪৮০; #২৪৭৮;#২৪৭২;#২৫০৩; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৮;#২৫০৭;#২৪৭৮;#২৪৭২;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮; #২৪৮৮;#২৪৩৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮০;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৫; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৮০;#২৫০৭;#২৪৭১; #২৪৮৬;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭; #২৪৩৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪০৪;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৭৪;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৩;#২৫০৭;#২৪৬৯;#২৪৯৪;#২৪৫১; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৮০;#২৪৯৪;#২৪৫৫; #২৪৮০;#২৫২৭;#২৫০৩; #২৪৫৫;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;#২৪৪৭;#২৪৬৮;#২৪৭০;#২৪৯৫;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৪৭;#২৪৬৮;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;#২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৪৭;#২৪৩৯; #২৪৫৩;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৪;#২৫২৭; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৭৯;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৪;#২৪৩৯; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩;#২৪৭২; #২৪৬৮;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৪;#২৪৩৯; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭২;#২৫০৩;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;,#২৪৫৩;#২৪৯৫;#২৪৫৯;#২৪৯৭; #২৪৮৬;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩;#২৪০৪;#২৪৮৯;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৩৩;,#২৪৬৫;#২৪৯৪;#২৫২৭;#২৫০৭;#২৪৭২;#২৪৯৫;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮৮; #২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৪৮২;#২৫০৩; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৭; #২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৭২;#২৪৯৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০;#২৪০৪;#২৪৮২;#২৪৯৫;#২৪৫৪;#২৪৬৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৭৪;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭৮;#২৪০৪;#২৪৪৭;#২৪৬৩;#২৪৯৪; #২৪৭৯;#২৪৭০;#২৪৯৫; #২৪৮৮;#২৫০৭;#২৪৬০;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৪৬৮;#২৫০৩;#২৪৭২; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৮৮;#২৫০৭;#২৪৬০;#২৪৯৪; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৭৮;#২৫০৩;#২৪৭২;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭৯;#২৫০৩; #২৪৪৭;#২৪৬৩;#২৪৯৪; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;#২৪০৪;#২৪৩৭;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৬৮; #২৪৬৫;#২৪৯৪;#২৪৫১;#২৪৭২;#২৪৯৫;#২৪৮৮;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩;#২৪৮০; #২৪৬৯;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৮৮;#২৪৮৯;#২৪৬০; #২৪৬৮;#২৫০৭; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৭৬;#২৪৬৩;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৫৯;#২৪৯৫;#২৪৫১; #২৪৪৭;#২৪৫৩;#২৪৮০;#২৪৫৩;#২৪৭৮; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬;#২৪৩৯;#২৪০৪;#২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫৩;#২৫০৭;#২৪৬৯;#২৪৯৪;#২৫২৭; #২৪৬০;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৭২;,#২৪৩৮;#২৪৮৮;#২৪৮২;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭; #২৪৫৯;#২৫০৩;#২৫২৪;#২৫০৩; #২৪৬০;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৪;#২৪৭৪;#২৫২৪; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৬;#২৪৯৬; #২৪৬৩;#২৪৯৪;#২৪৭২;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৫০৭;#২৪৭১;#২৪৮৯;#২৫২৭;#২৪০৪;#২৪৪৭;#২৪৭৮;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৬৩;#২৪৯৪;#২৪৭২;#২৪৮২;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৬;#২৪৮২;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৫২৭; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৫; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭২;#২৪৬৩;#২৪৯৪;#২৪৫১; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৫০৩;#২৪৭২;#২৪৭২;#২৪৯৫; #২৪৩৭;#২৪৬৯;#২৪৫৮; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৮২;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৪; #২৪৮৯;#২৪৯৪;#২৪৬০;#২৪৯৫;#২৪৮০; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪৭২;#২৪০৪;#২৪৫৩;#২৪৯৫; #২৪৩৮;#২৪৮৬;#২৫০৯;#২৪৫৮;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৫০৯;#২৪৭৯; #২৪৭২;#২৪৯৪;?#২৪৩৮;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯;#২৪৯৪;,#২৪৪১;#২৪৬৮;#২৪৭৪;#২৪৮২; #২৪৭২;#২৪৯৪; #২৪৪১;#২৫১০;#২৪৭৪;#২৪৮২;?#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৪৯৪; #২৪৪৭;#২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৫০৭; #২৪৭৬;#২৪৯৪;#২৪৬০;#২৫০৩; #২৪৫৩;#২৪৯৪;#২৪৬০;,#২৪৭৬;#২৫০৭;#২৪৫৩;#২৪৯৪; #২৪৫৩;#২৪৯৪;#২৪৬০;#২৪০৪;#২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩; #২৪৩৭;#২৪৬৮;#২৪৯৫; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬; #২৪৭০;#২৫০৩;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৭৫;#২৪৮২;#২৪০৪;#২৪৪৭;#২৪৮০; #২৪৭৪;#২৪৮০;#২৫০৩;#২৪৫১; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮২;#২৫০৭;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৪; #২৪৭৯;#২৪৭০;#২৪৯৫; #২৪৪১;#২৪৭০;#২৫০৯;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৭;#২৫০৭;#২৪৭০;#২৪৯৫;#২৪৬৮;#২৪৩৯; #২৪৮৯;#২৫২৭; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮৯;#২৪৮২;#২৫০৩; #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৭৮;#২৪৯৭;#২৪৫৮;#২৪৫৩;#২৪৯৫; #২৪৮৯;#২৫০৩;#২৪৮৮;#২৫০৩; #২৪৫৮;#২৪৮২;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৭৬;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৪৭;#২৪৬৮;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬; #২৪৩৮;#২৪৮০; #২৪৩৮;#২৪৭৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭০;#২৫০৩;#২৪৭৬; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৪৯৫;#২৪৬০;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৮;#২৫২৭; #২৪৭২;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩; #২৪৫৩;#২৪৮০;#২৪৭৬;#২৫০৭; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪;#২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৭২;#২৪৯৪;,#২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৪৭;#২৪৫৩;#২৪৬৩;#২৪৯৫; #২৪৫৮;#২৪৭২;#২৫০৯;#২৪৬৫;#২৪৯৪;#২৪৮২; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৪৯৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮০; #২৪৮২;#২৫০৭;#২৪৫৩;!
  • siki | 123.242.248.130 | ০১ জুন ২০১১ ১৪:১৫465466
  • শুদ্ধসত্ব,

    পাতার একেবারে ওপরে দেখুন Unicode version (Beta) লেখা আছে। তাতে ক্লিক করে আগে ইউনিকোডে নিয়ে আসুন পাতাটাকে। তারপরে সেখানে এডিটর খুলে ইউনিকোড বাংলায় লিখুন।
  • suddhasatya | 117.194.229.25 | ০১ জুন ২০১১ ১৪:৩৩465467
  • ধন্যবাদ siki। আগেরবার ভুল করেছিলাম।
  • suddhasatya | 117.194.241.112 | ০১ জুন ২০১১ ১৪:৩৯465469
  • রূপঙ্করবাবু,পান্ডিত্য সম্পর্কে আপনার ধারণা খুবই স্বচ্ছ যা বুঝলাম। কিন্তু একটু ছোট্ট ভুল হয়েছে আপনার। আমি একদম পন্ডিত নই। খুবই মূর্খ। সেই কারণেই আমার পাঠক্রমে কি ছিল তা না বলাই উচিত বোধ করলাম। তার থেকেও বড় কথা আমি এই গুরুতুল্য আপনার অভিভাষণে একটু চন্ডালের আচরণ সঙ্গত বোধ করলাম। স্বভাবতই আমি একটু চন্ডাল প্রকৃতির ব্যাক্তি। তাই দু একটা কথা আমিও না বলে পারছিনা। এর আগেও দেখেছি আপনি মহাভারতের বানান নিয়ে বেশ ক'বার মন্তব্য করেছেন। আপনি ঠিক জানেন তো ঐ বানানগুলো সব আমার লেখাতেই ছিল? জানেন না,জানা সম্ভবও না আপনার পক্ষে।অতবু বললেন। কারণ আপনি বাংলা ভাষার স্বনিযুক্ত অভিভাবক। আচ্ছা,বাংলা বানানের স্ট্যান্ডার্ড বিধিটা ঠিক কি?নিশ্চই কিছু আছে যার উপরে ভিত্তি করে আপনি অনেক কথা বলেন। তিন ধরণের 'শ','ষ' এবং 'স' আর 'র','ড়','ঢ়' সমস্যার সমাধান হয়ে গিয়েছে বাংলা ভাষা এবং উচ্চারণে? বাকীর কথা ছেড়েই দিলাম।
    এবারে আসি বর্তমান লেখায়। বাদল সরকার সিনেমায় কি উৎপল দত্ত বা অজিতেশের মতন একই কারণে গিয়েছিলেন? আপনার গল্পে তার হদিশ পেলাম না। আমার যতটুকু জানা তাতে এমনটা না। অর্থাৎ ওখান থেকে টাকা এনে থিয়েটার করার ভাবনা তাঁর মাথায় ছিল না। আপনি অন্যতর প্রমাণ দিতে পারলে সুখী হব। পরেরটায় দেখলাম ডাও বা ডিয়ো নিয়ে আপনার গবেষণা। ওটা Dio! এবারে ওটার ডায়ো না বলে ডিও বললে বা ডাও বললে ঠিক কি মহাভারত অশুদ্ধ হয় একটু বুঝিয়ে দেবেন? আচ্ছা,ওটা Dionysus, Dionysos, Dionysius? কোনটা সঠিক হবে? dy-ə-ny-səs,এই উচ্চারণ ঠিক কি হবে? ডায়ো? না ডাই-এ-নাই-সেস?
    এবারে আসি ব্যাক্কাই প্রসঙ্গে। আশু ভট্টাচার্য্য না বার্টান্ড রাসেল বাদ দিলাম,না কি ভ্যান লুন বলছেন তা নিয়ে খুব বেশী বলছিনা। আমার মনে হয় আপনি যেমনতর খাটিয়ে মানুষ পান্ডিত্যের ব্যাপারে তাতে এটা সহজেই খুঁজে নিতে পারবেন,যে কোনটা বা কোনগুলো আমার সূত্র। শুধু এটুকু বলি,নাটকের ইতিহাসেই একটা বিখ্যাত নাটক আছে TheBacchae নামে। ইউরিপিডিস-এর লেখা। যেমন আবার আপনার কথন মত ডায়োনিসাস নামের একটি বিখ্যাত বারোক পেইন্টিং-ও আছে,কারাভাজ্জিও-র।অকি হবে? কে বেশী মূর্খ? কারাভাজ্জিও না ইউরিপিডিস? আরেকটা কথা,এনসাইক্লোপিডিয়াতে বূঢ়হা বাবা বললে শিবকেই বোঝায় তো?

    সোজা করে বলি,এই প্রথম এবং এই শেষত আপনার পান্ডিত্য নিয়ে কথা বললাম। আমার যতদূর মনে আছে তাতে সোমনাথের আমেরিকায় প্রবাস সংক্রান্ত একটি লেখা নিয়ে আপনার সঙ্গে আমার বিরোধ শুরু অন্যত্র। তারপর থেকে কোথাও আপনার কিছু রাগ রয়ে গিয়েছে। এতদিনের এতগুলো সমালোচনা দেখে বললাম। বললাম এই কারণে যে আমার সমালোচনায় আপনি যতটাই সহজ হবেন ততটাই আমার পক্ষে সহজ হবে সমালোচনাকে সহজ করে নেওয়া,কিছু শেখা তার থেকে। হ্যাঁ,ডায়োনিসাস লিখলে কোনো সমস্যা ছিল না আমার। লিখতেই পারতাম। এটা যদি সোজা বলতেন আমি সোজা কথায় মেনে নিতাম যে এটা লেখাই যায়। অন্তত ডাওনিসাসের থেকে সহজ তো হবে বটেই। কাছাকাছিও একরকম বেশীই। সমস্যাটা কোথায় জানেন,আসলে মানুষ ছেড়ে জামাকাপড় বেশী টানছে বোধহয়। এমন করে টানলে আমাকে বলতে হয় আপনি আমার নামের বানানটাও ঠিক লেখেননি অথচ আমার লেখা নাম নিয়ে সমালোচনা হাজির করেছেন। কি আশ্চর্য্য না? আচ্ছা,উতপল না উৎপল? আমার ধারণা এগুলো বাজে কাজ,বোকা কাজ। এর পরেও আপনার সমালোচনা যদি উদ্দেশ্যপ্রণোদিতই হয় তাহলে আমি মুচকি হেসে চলে যাব।অআমি ঠিক এতটা গুরুত্ব আর আপনাকে দেব না।অআমার নিজের সময় নষ্ট করবো না।অবললাম না,আমি একটি চন্ডাল প্রকৃতির লোক!
  • rupankar sarkar | 117.194.225.12 | ০১ জুন ২০১১ ১৮:০৪465470
  • শুদ্ধসত্ববাবু,১) কোনওরকম বিদ্বেষ বশত: মন্তব্য করিনি। ২) সোমনাথের কোন লেখায় কী বিবাদ হয়েছিল, কিচ্ছু মনে নেই (বিশ্বাস করা না করা আপনার হাতে) ৩) মহাভারতের অত সুন্দর লেখায় অতগুলো বানান ভুল পীড়া দিচ্ছিল বলে মন্তব্য করেছিলাম, সেটা আপনার, না, যাঁরা তুলেছেন তাঁদের কাজ তা জানিও না। ৪) বাদলবাবুর সিনেমায় আসা অজিতেশবাবু বা উতপলবাবুর সঙ্গে তুলনায় বলিনি, এই সুযোগে ঘটনাগুলো পাঠকের গোচরে আনার জন্য লিখেছি। ৫) 'উতপল' বানান টা ডেলিবারেট, ইউনিকোডে খন্ড ত লিখতে গেলে চৌকো বাক্স আসে, তাই। ৬)এ গুলো গল্প নয়, 'কালি ও কলম' পত্রিকায় বাদলবাবুর নিজের লেখা। ৭) আপনার নামের বানান গুরুচন্ডালিতে যা আছে, হুবহু তাই লিখেছি বলে আমার ধারণা (ধারণা ভুলও হতে পারে)। ৮) 'দ ব্যাক্কাই' নামে ইউরিপিডিসের নাটকে পেন্থিয়াস নামে ডায়োনিসাসের তুতো ভাইকে দেয়া শাস্তির কাহিনীতে 'দ ব্যাক্কাই' বা 'দ বাক্ক্যান্টস' ব্যাকাসের ফলোয়ার বা অনুরাগীদের নাম। আমাকে ট্যাগ করলে কিছু বলা আমার স্বভাব দোষ। ৯) এবার থেকে শুধরে নিলাম, আর মন্তব্য রাখব না।
  • rupankar sarkar | 117.194.227.191 | ০১ জুন ২০১১ ১৯:১৪465471
  • আর একটা কথাও বলেই ফেলি। আপনি চন্ডাল না ব্রাহ্মণ তা জএনে আর কাজ কী। আমি ঘাটে এক পা বাড়ানো লোক, এই বয়সে কনফ্রন্টেশনে যাই না। তবে এটুকু প্রত্যয় হ'ল, বিনয়কে যিনি বিদ্রুপ ভাবেন(পাঠক্রম ইত্যাদি) তিনি সম্ভবত: শঙ্কাজনিত পীড়ার শিকার। তবে আপনার চিন্তা নেই, বেশ কিছু ঘটনায় এমন একটা ভাবনা মাথায় খেলছে, যে এই ফোরাম বোধহয় সর্বাজনীন নয়। ভাল থাকবেন।
  • rupankar sarkar | 116.203.132.119 | ০২ জুন ২০১১ ০০:১০465472
  • বেহায়া পাগলা দাশু-"আবার সে এসেছে ফিরিয়া" - আসলে রেফারেন্স হাতে এলে মাথায় কী যে নড়ে। - হ্যাঁ বার্ট্রান্ড রাসেলের লেখায় 'ব্যাক্কাই' দের কথা যেমন উচ্চারিত হয়েছে, 'ব্যাকাস'-এর নামও তেমনি। একটি প্যারাগ্রাফের প্রথমেই ব্যাকাসের প্রভাব আলোচিত হয়েছে। আর ভ্যান লুনের কাজ তো সেই ইউরিপিডিসের নাটকের আধুনিক রূপ নিয়ে, যা সমকামীদের সমকালীন সমস্যার কথা বলেছে। কিন্তু ব্যাক্কাই তো আসলে সেই মহিলারা, যাঁরা পাহাড়ের ঢালে নাচতেন। ভান লুন যাতে কাজ করেছেন সে নাটকে মহিলাদের পুরুষ করে দেয়া হয়েছে সমকামীত্বের জন্য মাত্র। যাক, বাদানুবাদ-অন্তে বিদায়। (আগের সর্বজনীন-এ আ কারটা অনিচ্ছাকৃত)। নিজের নিজের জগতেই ফিরে যাই। বাঁশবনে হলেও শেয়াল রাজা-ই।
  • suddhasatya | 117.194.233.170 | ০২ জুন ২০১১ ০১:৩৭465473
  • রুপঙ্করবাবু,আপনি বয়ো:জ্যেষ্ঠ। যা বললেন আমি শুনলাম। নিশ্চই আপনিই ঠিক বললেন। আর বললাম না। শুধু এটুকু বলি আমি যদ্দূর জানি,ব্যাক্কান্টেস মহিলা ভক্তদের বলে,সকলকে নয়। আমার চেনা ভ্যান লুন,হিস্ট্রি অব আর্টস বইটির লেখক। সমকামীদের নিয়ে নাটক করেননি। আপনি মন্তব্য করবেন কিনা তা আপনার ইচ্ছা,তবে আমি চাইবো আপনিও ভাল থাকুন।
  • sukriti saha | 203.191.35.22 | ০২ জুন ২০১১ ১৭:৪৮465474
  • অমি কানো অ রকম লিখ তে পারিনা
  • Arijit Ganguly | 59.93.247.3 | ০২ জুন ২০১১ ১৮:২৯465475
  • ক্বার পোরেচি। টই খুব দেতইল কিচু ওম্মেন্ত কোর্তে পর্বো ন। ণিসে্‌চায় কোয়েক্ত জিনিস ভবর আচে।

    ১। অতের ঋএসৌরএ অনগেমেন্ত: এর‌্য এর‌্য ইনে্‌পার্তন্ত অন্দ উর্গেন্ত ইস্‌সুএ। ইশ্তি জোল নেঅ জুদ্ধো লগে্‌ত পরে। আর্সেনি তো অমদের বঙ্গল্য র-ও এলক বরেঅ চোলেচে। ঈম্মিদিঅতে অতিওন ন নিলে বন্‌গ্‌লয় রৌন্দ য়তের লেএল র-ও নিচে নেমে জবে। উবর্বন এলকয় লত বরি মতির নিচে থেকে জোল তোলে, উকুর বোলে র কিচু থকে্‌চ ন, এত অন্দ রখে্‌ত গেঅ মর জেতে হোতে পরে(টপন ডুত্ত, অল্ল্য), ইনে্‌দ্‌মাতোর অরি অতোর‌্য-এর ১০০অরে-এর বেশি ণতুরল অসিন বুজেঅ ঔসিঙ্গ স্ততে। ওতে্‌কাথ যোল নেঅ অল্যন ঋউদ্র ব র-ও জর স্পেইঅলিস্ত আচেন তদের কচে তোতল প্লন অন্দ এক্ষে্‌পউতিওন প্রোএস্‌স জন উচিত ও কাজ স্তর্ত কোর হোক। রৌন্দ য়তের লেএল বরতে ব্রিশ্তির জোল মতির নিচে জেতে হোবে - লস্তিক পক বন্ধো ন কোর্লে।।জোল জবর রস্ত আতে্‌ক জবে। টই সেতও বন্ধো কোর উচিত এখুনি।

    তো চাপ নিতে পর্বে বোলেই আব ঋঅজৈ্‌নতিক দোল ওতে-এর আগে অমদের কচে এসেচিলেন। বর এগুলো কোর্লে তর জ কোর্তে চেয়ে্‌চন কোরে খুসি হোবেন র অম্রও খুসি হবো।

    ক্ত ভোয় এ-গোএর্ননএ-এর প্রোশ্নে: ঊন্দের থে ইগিলনএ ও থে ততে। ওতে ভলৈ হোলো। ঢোর জুক জর ওতে দিতে চয় ন।।। অনেক করোনেই হোতে পরে।।। তদের কি চোখে দেখে্‌ব সর্কর? ওলিতিঅল ওপ্পোনেন্ত স্ত্রোঙ্গ ব বেয়র হোলে প্রিসোনের হোতে হোবে? ঊনওন্দিতিওনল রেলেঅসে ও আল্ল ওলিতিঅল রিসোনের - হোছে ন কিন্তু এখোনো।।।এত দেখ দর্কর। অস্‌স পর্তিইপতিওন র-ও বেশি ন হোলে ওন্‌ল্‌য় ওলিতিইঅন্স অন্দ উরোরত্‌স-দের দেঅ দেশ ভলো হোবে ন।
    আনেক চিন্ত মথয় গিজ গিজ কোর্চে তই সাব এক্সোঙ্গে লেখ জবে ন-গোলছে। আদ্দয় ব পোরে অবর পৈন্ত ব্য পৈন্ত লেখ জবে। আঅজ এতুকুই থক।

    হুব ভলো উদ্যোগ। অর্কর কোন ভশ বোঝে তর উপোর নিরঅর কোর্চে অমদের এই প্রোচেস্ত।
  • Deboeeta Chatterjee | 68.34.81.224 | ০৪ জুন ২০১১ ২০:৪৯465476
  • Sudhhaswattobaburlekha "MohaBharat" shirshokdharabahiklekhatiportekhoobibhalolagche..eimohakabyorsobkotigolpoiamaderjana..tobuobyaktigotobhabe,"MohaBharat" niyejekononotundhoronergobeshonamuloklekha (newinterpretation)portesobsomoyeikhoobibhalolage..
    adhiragroheopekhshyakorchiSudhhaswattokemonkoreamarmotemohabharaterkendriyochoritrodraupadionayakchoritroSrikhrishnakeporibeshonkoren..gandhari, pitamohobhishwapromukhorenigmaratoacheni..
  • Sudipta Bhawmik | 173.54.229.137 | ০৪ জুন ২০১১ ২১:২২465477
  • শুদ্ধ, লেখাটার জন্য অভিনন্দন | খুব ভালো লাগলো | বাদল-দার সঠিক মূল্যায়ন আজও হয়নি | আশা করি তোমার লেখা ত্বাঙ্কিÄকদের দৃষ্টি আকর্ষণ করবে |
  • nyara | 122.172.13.33 | ০৪ জুন ২০১১ ২১:২৭465478
  • সুদীপ্তদার ব্যক্তিগত স্মৃতিচারণটাও থাক -

    http://nynjbengali.com/archives/572
  • suddhasatya | 117.194.235.69 | ০৫ জুন ২০১১ ০০:০৫465480
  • ধন্যবাদ সুদীপ্তদা। তোমার লেখাটাও ভীষণ স্‌ৎ লেখা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন