এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশুদিবস গুরু স্পেশাল

    Guruchandali
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০১০ | ২২৩৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | 220.253.185.165 | ১৫ নভেম্বর ২০১০ ২৩:৩৬468617
  • আরে ভাই সাম্পান, স্যাটার্ন রাইড তো বেশ মজার। কিন্তু টাক নেই বলে কি আমি এই রাইডটা নিতে পারবো না, তাই কি হয়! তুমিও যেমন আমিও তেমন, ন্যাড়া হয়ে কেমন দিব্বি রাইডে চেপে বসলাম, হো: হো:।
  • ranjan roy | 122.168.248.138 | ১৬ নভেম্বর ২০১০ ০০:০৮468628
  • সাম্পান মনে হয় রঞ্জনদাদুদের কথা ভেবেই লিখেছে।:))))))
  • Nina | 64.56.33.254 | ১৬ নভেম্বর ২০১০ ০০:২০468629
  • এই রে সাম্পানবাবু, আমিও যে রাইডটা নেব ভাবছি ----কষে বিনুনি বেঁধে নিতে হবে --আর তিলুস্যার ন্যাড়া না হয়ে বেশ পনিটেল করে নাও--
    আরও আরও রাইডের আর অন্য স---ব গল্প চাই---একটা রেনবো কালারের চিটির গপ্প শুনতে ইচ্ছে করছে :)
  • til | 220.253.185.165 | ১৬ নভেম্বর ২০১০ ০১:৩৭468630
  • সাম্পান, বড়রাও কিন্তু মিথ্যে বলে সুযোগ পেলে। এই যে নিনা কাকী বিনুনী বাঁধবে বলছে, ওটা কিন্তু ফাঁকা আওয়াজ। ওর মাথায় মস্ত একটা উইগ, উইগের আবার বিনুনী, ছো:! খুলে রেখে এলেই তো হয়। তাই না?
  • Mmu | 92.102.50.70 | ১৬ নভেম্বর ২০১০ ০৩:৩৩468631
  • http://www.anandabazar.com/16swasth
    এ ব্যাপারে কেই কিছু লিখবেন ? অবাক হওয়ার মত ব্যাপার, তাই না..........?
  • Mmu | 92.102.50.70 | ১৬ নভেম্বর ২০১০ ০৩:৩৮468632
  • যদি লিন্‌কটা না আসে তাহলে দেখবেন------
    আনন্দ বাজার পত্রিকা (১৬/১১/২০১০ ) - "প্রচারাভিযান 'ফেল'............
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ০৯:১৩468633
  • Mmu,

    যেকোনও থ্রেড যে কোনও বিষয়ে লেখার জন্য নয়। রাজনৈতিক আলোচনার জন্য অন্য টই রয়েছে, প্লিজ সেখানে লিখুন। এই টইটি শুধুমাত্র শিশুদিবস স্পেশাল লেখাগুলির আলোচনার জন্য।
  • Guruchandali | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১০:২৬468634
  • ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে গুরুচন্ডা৯র কর্পোরেট হেডকোয়ার্টারে একটু দেরি করে পৌঁছে গেল আরও দুটি লেখা। টপ ম্যানেজমেন্ট আরও সামান্য দেরি করে ফেললেন সেই লেখাদুটিকে জায়গা করে দিতে। অবশেষে তারা হাজির।

    সে আর কাকা : লিখেছে অদ্রিজা
    তিনটি গল্প : লিখেছে ঊর্জা
  • Manish | 59.90.135.107 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৪৭468635
  • @ Samik
    Mmu কিন্তু কোনো রাজনীতির উল্লেখ করতে চাননি। এই বিষয় টা হলো শিশুদের পালস পোলিও খাওয়ার ব্যাপারে। আমাদের কলকাতাতেই এই প্রচারাভিযান ফেল করছে।
  • shrabani | 124.124.86.102 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৪৯468637
  • ভীষণ সুইট! এই লেখাগুলোকে রেগুলার বুবুভায় না রেখে একটা অন্য হেডিং য়ে এক্কেরে অন্য পাতায় রাখলে হয় না? লেখাগুলো খুললে তার ডানদিকে যখন গুরুগম্ভীর বুবুভা গুলোর নাম দেখছি,কেমন যেন বেমানান লাগছে।
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১০:৫১468638
  • মনীশ, এরকম অনেক কেস আছে। উত্তরপ্রদেশেরও বেশ কিছু গ্রামে দারুল উলেমা ই হিন্দের ফতোয়ায় পোলিও কর্মসূচী ব্যহত হয়েছে। কিছু গ্রামে এক্সপায়ার্ড পোলিও ড্রপ খাওয়ানোর পরে বাচ্চাদের পোলিও হয়ে গেছে, এমন ঘটনাও ঘটেছে মায়াবতীর রামরাজ্যে।

    তো, সে-সব আলোচনা করার থ্রেড এটা নয়, সেটাই বলতে চাওয়া। শিশু-সংক্রান্ত অন্য আলোচনা করার জন্য অন্য টই খুললে ভালো হয়। এটা কেবল শিশুদের এবারের লেখা এবং তার কাটাছেঁড়া করার টই। আলাদা বিষয়ের জন্য আলাদা টই খোলা হোক না! মানা তো নেই!
  • Manish | 59.90.135.107 | ১৬ নভেম্বর ২০১০ ১১:০২468639
  • আমি রসিয়ে রসিয়ে পড়ছি। সবচেয়ে অভিনব ব্যাপার হলো পুচকেগুলো তাদের ভাবনা সুন্দর করে লেখা আর রেখার দুইয়েরি মাধ্যমে ফুটিয়ে তুলেছে
  • tatin | 70.177.55.6 | ১৬ নভেম্বর ২০১০ ১১:০৭468640
  • স্‌ৎ সমালোচনা দেব কিনা তার ভরসা পাচ্ছি না ঠিক, বিশেষত: বাচ্চাদের ব্যাপারে নেগেটিভ কিছু বললে বাবা মা-দের চারপাশে যেরম মুখ গোমড়া করতে দেখি! কত জায়গায় তো বাচ্চাদের ধমক দেওয়ার পর দেখলাম বাবা-মা রা নেমন্তন্ন করা বন্ধ করে দিচ্ছেন :(.

    ক) কুচোদের লেখায় এত এত ফ্রেন্ড, বিটিং, ওশান, টাইগার, চিটি দেখে মন খারাপ হয় 'আ মরি মাতৃদুগ্‌ধ'টির জন্যে- তারপর 'রিয়েলাইজ' করি শনির বলয়-কে স্যাটার্ণের রিং আমরাও বলে থাকি- ছোটবেলায় কিন্তু 'খেয়াল করতাম', 'রিয়েলাইজ' করতাম না- তারপরও এই হাল!

    খ) এখানে যাঁরা লিখেছেন- মানে বুড়োদের বাদ দিলে, বেশিরভাগের বয়স ৩-৬, একজন দুজন ৭-৮। ফলে একটু বড়ো হওয়া বাচ্চাদের প্রথম নিজেদের ভাবনা-চিন্তা খাটিয়ে লেখাগুলো খুব একটা এলোনা (মৈত্রেয়-র লেখাটা বাদে অবশ্যই)। ৮-৯-১০-১১ এরকম বাচ্চাদের লেখা এলে অনেক ধরণের টাটকা মুন্সিয়ানা দ্যাখা যেত আমার বিশ্বাস- বিশেষত:, ১১-১২-য় বয়:সন্ধির একদম মুখে এসে বাচ্চাদের লেখায় এমন অনেক জিনিস পাওয়া যায় যা দেখলে ব্যোমকে যেতে হয়। সেগুলো মিস করলাম।
  • Samik | 122.162.75.183 | ১৬ নভেম্বর ২০১০ ১২:১৪468641
  • তাতিন,

    অত্যন্ত সৎ সমালোচনা।

    কুচোরা পবঙ্গ এবং পবঙ্গের বাইরে বৃহত্তর ভারত বা বিদেশে থাকে। কিন্তু একটা জিনিস সব্বার মধ্যে কমন।

    সব্বাই ইংলিশ মিডিয়াম। :-) যেটা আমাদের অনেকেই ছিলাম না।
  • Arijit | 61.95.144.122 | ১৬ নভেম্বর ২০১০ ১২:১৭468642
  • আরেকটা কমন আছে - একটা বড় সংখ্যা এক-দুই বছর হল এদেশে বাস করছে।
  • Arpan | 216.52.215.232 | ১৬ নভেম্বর ২০১০ ১২:১৮468643
  • এবং তদুপরি সবার ভাগ্যে ক্লাসে বঙ্গভাষী বন্ধুও জোটে না।

    তাতিনের অবজারভেশনদুটো মোক্ষম।
  • Fevi | 217.162.221.212 | ১৬ নভেম্বর ২০১০ ১৩:৩৯468644
  • পিকাসোদাদু থাকলে নিশ্চই বলতেন "হুম ম ম ম ... এই Urja অনেক্ট আমার মতৈ স্কেচ করে"।
  • lcm | 69.236.169.74 | ১৬ নভেম্বর ২০১০ ১৩:৪৫468645
  • প্রত্যেক দুগ্গোপুজোর সুভেনরে একটা দুটো করে থাকে, বাচ্চাদের আঁকা ছবি....
  • Fevi | 217.162.221.212 | ১৬ নভেম্বর ২০১০ ১৩:৫৩468646
  • ছড়িয়েছি। *অনেকটা, *মতই।

    পিকাসো দাদুর হ'য়ে কিছু কমেন্ট দিয়ে যাই:

    "It took me four years to paint like Raphael, but a lifetime to paint like a child"

    "Some painters transform the sun into a yellow spot, others transform a yellow spot into the sun"

    "All children are artists. The problem is how to remain an artist once he grows up."
  • rimi | 168.26.215.135 | ১৬ নভেম্বর ২০১০ ২০:৩২468648
  • বাইলিঙ্গুয়াল কিম্বা ট্রাইলিঙ্গুয়াল বাচ্চারা, যারা প্রতিদিন দুটো কি তিনটে বিভিন্ন ভাষা শুনছে, এবং বলছেও, তারা দু তিনটে ভাষার মধ্যে গুলিয়ে ফেলবে এটাই স্বাভাবিক। এরা কিন্তু ইংরিজির মধ্যেও প্রচুর বাংলা শব্দ ঢোকায়। তাদের কাছে তাদের কল্পনার প্রকাশটাই আসল, ভাষার খাঁটিত্ব এইটুকু বাচ্চারা কি বুঝবে?

    এখন গল্পগুলোকে বাবা মায়েরা সঠিক বাংলায় সাজিয়ে লিখতেই পারত, কিন্তু তাহলে গল্পগুলোর গতি নষ্ট হয়ে যেত, আর খুব সততার পরিচয় হত কি সেটা? শুনতেও ভালো লাগত না। পাঁচ ছয় বছরের বাচ্চার গল্পে "শনির বলয়" কিম্বা "মহাসমুদ্র" শুনলে কানে খটাস করে লাগত না কি?
  • rimi | 168.26.215.135 | ১৬ নভেম্বর ২০১০ ২০:৩৫468649
  • আর ইয়ে, তাতিনের নিজের লেখার মধ্যেই কিন্তু খুব স্বচ্ছন্দভাবে "নেগেটিভ" আর "মিস" এইদুটো ইংরিজি শব্দ চলে এসেছে :-)))))))
  • nyara | 122.167.172.196 | ১৬ নভেম্বর ২০১০ ২০:৩৭468650
  • আমিও রিমির দলে। বরং আরেকটু এগিয়ে বলব যে ধাড়িরা যারা কথা বলার সময়ে যথেচ্ছ ইংরিজি শব্দ ব্যবহার করেন, তাঁরাই বাংলা লেখার সময়ে খুব সচেতন হয়ে বাংলা প্রতিশব্দ ব্যবহার করে একটা ইয়ে মতন তৈরি করে ফেলেন। নিয়মিত শার্ট-প্যান্ট-পরা বাবুদের যেমন রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলেই পাঞ্জাবী পরতে হয়, অনেকটা সেইরকম।
  • Nina | 64.56.33.254 | ১৬ নভেম্বর ২০১০ ২১:১২468651
  • আম্মো রিমির সঙ্গে একমত। এখন তো বাংলিশেরই যুগ--কচিরা ঠিক যে ভাবে ভাবছে , সেইভাবেই শুনতে ভাল লাগে ----আরে ওরা আবার আম্রিগার ইশকুলে গিয়ে বলে" My pet is paining, :) my angul is little bit bneka
    আমার (যেন আমি কেউকেটা) টিম্ভাইর লেখাও খুব ভাল লেগেছে --বিরাট শিশুদিবস ভোজে ঝালে ঝোলে অম্বলে জমজমাট। ব্রেশ! ব্রেশ!
  • Mmu | 92.102.50.70 | ১৭ নভেম্বর ২০১০ ০১:১২468652
  • Samik,
    আমি রাজনীতির কোন উদ্দেশ্য নিয়ে ওটা লিখিনি । আমি বোঝাতে চেয়েছি এতদিনেও পোলিও কর্মসূচি অসফল । কোন্‌ টইতে লিখব বুঝতে না পেরে এটাতেই লিখেছি ।
    যাক - ভুল করে থাকলে sorry............
  • dukhe | 122.160.114.85 | ১৭ নভেম্বর ২০১০ ১০:৩৪468653
  • বাচ্চাদের বাংলিশ শেখালে বাংলিশই বলবে, হিংলিশ শেখালে হিংলিশ - এ আর দোষের কী ?
  • lcm | 69.236.169.74 | ১৭ নভেম্বর ২০১০ ১০:৪৯468654
  • বাংলা-ইংরেজি মেশানোটা কিছু না। আসলে বাচ্চাদের লেখা ভালো লাগে স্পন্‌টেনিয়াস ব্যাপারাটার জন্য। তাতিন যে কথা বলেছে, যে একটু বড় বাচ্চাদের লেখায় মুন্সিয়ানা আসতে পারে, কিন্তু তখন আবার তারা অনেক সচেতন হয়ে যায়, ঐ স্বাভাবিক স্বত:স্ফুর্ততা আর নাও থাকতে পারে।
  • tatin | 70.177.55.6 | ১৭ নভেম্বর ২০১০ ১১:৩৮468655
  • হ্যাঁ আমি ঐ সচেতন হয়ে ওঠার সচেতন চেষ্টাটার কথা বলছিলাম-
  • M | 59.93.218.120 | ১৭ নভেম্বর ২০১০ ১৬:১৯468656
  • এইমাত্র কুচু সোনাদের লেখাগুলো শেষ করলাম। অনেক আদন সব কটারে।

    আচ্ছা , ইয়ে কোনটা কার ছানা? মানে উজান , সাম্পান , বড় চীজ, এদের মোটামুটি জানি।অস্মিতা কি রাজের কন্যা? বাকিরা?সাঁঝ বোধায় শমীকের, এরম এট্টুস ডিটেইলস, নিছক কৌতুহল আর কি।
  • aka | 168.26.215.13 | ১৭ নভেম্বর ২০১০ ১৯:০৮468657
  • ব্যপক হয়েছে অদ্রিজা আর উর্জার গল্পো। মৈত্রেয় তো খাসা আঁকে। আর মৈত্রেয়র হাতের লেখাও খুব সুন্দর।
  • Sags | 114.143.7.146 | ১৭ নভেম্বর ২০১০ ১৯:৪৩468659
  • এমন গল্প আরো আসুক। সকালগুলো সুন্দর হয়ে ওঠে। শোষনের ব্যাথা একটু হলেও কমে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন