এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাটেশ

    w
    অন্যান্য | ১৭ মার্চ ২০১১ | ২৫৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • w | 61.12.12.83 | ১৭ মার্চ ২০১১ ১৯:০৮469084
  • "আমি অ্যাকচুয়ালি প্রতিদিনের জ্যোতিষীদের বিজ্ঞাপনগুলো দেখছিলাম।

    সবাই ক্যামন একটা "আমি একটু আলাদা" গোছের স্ট্যান্ড নিয়েছে। কেই টাই পড়ে ডকটর লেখে, আরেকজন খামোখা একটা মুকুট পরে ছবি তুলেছে "স্বর্ন মুকুট প্রাপ্ত"। দু একজন বেশ ভয়ংকর কাপালিক মার্কা চ্যাহারা। একজন অধ্যাপক, তিনি ছ মাসে তন্ত্র শিক্ষার ডিগ্রি ও সার্টিফিকেট দ্যান। ওখানে আমি ভিজিটিং ফ্যাকাল্টি হতে পার্বো ? কারণ সুধার অভিজ্ঞতা শেয়ার করতে।

    আরো নানান শাস্ত্রের কথা আছে যেমন জিনশাস্ত্র। নাগাতন্ত্র । একজন আছে সদাহাস্যময়ী খনা মা। আরো কয়েকজন মহিলা আছেন। একজন মুসলমান তান্ত্রিক আছেন।

    এ লাইনে সম্ভাবনা কেমন ?"

    ~ডিডি
  • dipu | 61.12.12.83 | ১৭ মার্চ ২০১১ ১৯:১০469095
  • ভাট থেকে টই তে পোস্টিং করা সম্পর্কিত নেটিকেট নিয়ে বিন্দুমাত্র না জেনেই পোস্ট করলুম।
  • aka | 168.26.215.13 | ১৭ মার্চ ২০১১ ২০:৫৬469106
  • আমি কি হব সেটা পরের স্টেপ। আগে ঠিক করতে হবে টার্গেট মার্কেট কোনটা। আপনার স্ট্র্যাটেজীই বা কি? সকলের বাবা হতে চান নাকি নিচ মার্কেট সেগমেন্টের বাবা হতে চান। নাকি পুরো অ্যাপিয়ারেন্সটাই সেগমেন্ট ধরে ধরে। শিয়ালদা স্টেশনে একরকম আবার আলিপুরে অন্যরকম। এইসব আর কি। মোদ্দা কথা আগে স্ট্র্যাটেজী সেই অনুযায়ী গেটাপ।

    হুতো যেন এই ব্যপারটা মাথায় রাখে। আমি ম্যানেজমেন্ট কনসালটেন্সি করে দেব নে। অসুবিধা নেই।
  • sayan | 98.225.200.39 | ১৮ মার্চ ২০১১ ০৯:৪২469117
  • ইকী! দীপুও অভিমান কচ্চে! দীপুকে ক্যালানোর প্রস্তাব দিলাম।
  • omnath | 85.154.255.46 | ১৮ মার্চ ২০১১ ১৩:৫৬469128
  • "এই টা একটি গুরুত্বপুর্ন টই। নিতান্ত বাধ্য না হলে এয়ার্কি ঠাট্টা করবেন না। নিষ্ঠাবান ও শ্রদ্ধাশীল মানুষেরাই হেথায় লিখুন।"

    ~dd

    টই থেকে টই তে পোস্টিং করা সম্পর্কিত নেটিকেট নিয়ে বিন্দুমাত্র না জেনেই পোস্ট করলুম। No অভিমান|;-)
  • Lama | 203.132.214.11 | ১৮ মার্চ ২০১১ ১৫:৪১469139
  • সেদিন এক বাবাকে দেখলাম সাধনসঙ্গিনী (যিনি আবার এয়ার হোস্টেসদের স্কুলও চালান) সহ তেরো পার্বণে খেতে এসেছেন, পরনে সাদা পাজামা পাঞ্জাবি। টি ভি তে যখন বাণী দেন তখন পরণে থাকে গেরুয়া আলখাল্লা। অনেকটা রজনীশ গোছের দেখতে- টাকমাথা, সাদা দাড়ি, অদ্ভুত টুপি
  • debu | 170.213.132.253 | ১৮ মার্চ ২০১১ ২৩:৫২469150
  • জয় বাবা
  • Du | 173.57.17.87 | ১৯ মার্চ ২০১১ ০০:৫৯469161
  • আমাকে ,হে জ্যোতির্ময় ব্রহ্ম, নিয়ে যাও অন্ধকার থেকে আলোয়,অজ্ঞানতা থেকে জ্ঞানে, আর অমৃতটা কাটান দ্যান।

    dd
  • Nabani Dhar | 61.12.12.83 | ২৪ মার্চ ২০১১ ১২:০৬469171
  • "তবে কুমীরদের ব্যবহারটাই খুব দু:খজনক। ওরা নদীর মধ্যে গাছের গুঁড়ির মতন ভেসে থাকে। এটা কিন্তু দ্বিচারিতা। অথচ দেখুন ডাঙায় একটিও গাছের গুঁড়ি আপনি খুঁজে পাবেন না যেটি কুমীরের মতন চ্যাহারা বাগিয়ে আহ্লাদে ল্যাজ দাপাচ্ছে।
    এর ফলে জলে ভেসে থাকা জেনুইন গাছের গুঁড়িতে ভালো ভালো পাখীরা বসে না। দু:খে ভাসমান গাছের গুঁড়িরা সবুজ হয়ে যায়।"

    ~ডিডি
  • dd | 124.247.203.12 | ২৫ মার্চ ২০১১ ১৩:০৪469085
  • ব্যাপারটা ক্ষি হোলো, ছি ফোঁ বায়না করেছিলো একটা ভুতের গল্পের জন্য। কিন্তু তখন ভেবে উঠতে পারি নি, আজ একটা ঠুকে দিলাম। কিন্তু সমস্যাটা হোলো যে ভুতের কহানী হলেও এটা ভয়ের গল্পো নয়, এটা এক অপরূপ করুন রসের গাঢ় রসাক্তো ল্যাখা।

    হাতে রুমাল নিয়ে পড়বেন, সদ্দি টদ্দি থাকলে এখন আর পড়বেন্না।

    একটি ভুতের মৃত্যু
    --------------------------------
    অমল পাল একটি ভুতের নাম। তারা চার ভাই,অমল বিমল ধবল ও মেঘনাদ।অমল যখন ক্লাস রুমেতে ঢুলতে ঢুলতে শীতকালে উলতে উলতে, বাগানেতে ফুলতে ফুলতে বড় হচ্ছে তখন গান ধরেছিলেন বড়ো গোলাম। বড়ো গোলামের ছোটো ভাই ছোটো গোলাম তার দাদাকে গানে টেক্কা দিয়ে তুরি মেরে দুরি করে দেওয়াতে অমলের মনে দু:খু হলো। এটাও ঠিক তার সর্দির ধাত ও ছিলো যদিও সে পেঁপে খেতো না। কিন্তু দাদার উপর দাদাগিরির জ্যাঠামি তার সহ্য হয় নি।

    এই অবস্থায় অমল ও ধবল বসন্তের বাতাসে বাগানে এলে একরাতে তারা এক বিদকুটে গোবরের গন্ধে মাতোয়ারা হয় ও "অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়্যা" গানটি হুলিয়ে গায়।

    পরস্মৈপদী বিষাদ ও গোবরিত গন্ধে অমল খুব মাল টানতে শুরু করে ও অচিরাৎ প্রবল সুরাসক্ত হয়ে পরে। এর পরের কিছুটা সময় বেশ ঝাপসা থাকে।

    এবং মেঘনাদের পরামর্শে অমল সুরাপান ছেড়ে দ্যায়। অল্পদিন পরেই।
  • dd | 124.247.203.12 | ২৫ মার্চ ২০১১ ১৩:০৭469086
  • এর পরেই দেখি অমল ভবী নামে এক তরুনী পেত্নীর প্রেমে পরেছে ঝপাং করে।

    অমল গান ধরলো "আমরা মৌবনের ই ভুত, আমরা অদ ভুত, আমরা কিম ভুত"। অমল পদ্দো লিখে তিন্টে খাতা ভরে ফেল্লো, আবার ছিঁড়ে ফেল্লো , নতুন করে পদ্দো লিখলি "ছিন্ন খাতায় সাজাই তরুনী,একা একা "। সুরা পান ছেড়ে দিয়ে অমলের সৃজনী শক্তি অনেকটাই ব্যাহত হয়েছিলো, হওয়ারই কথা, তাও ও। প্রেমের জোয়ারে, পাষন্ড গোঁয়ারে সবাই রোম্যান্টিক হয়। অমল স্বপ্ন দেখিলো ,সেদিন বিজনে,উইন্টার সীজনে, ধুনেছিনু সে তো তুলো না, কতো শত ক্যালোরিত ভাজাভুজি ভোজনে,তাও তন্বী তুমি ফুলো না ফুলো না,টিন টিন কেরোসিন দিবো এনে রাত দিন,ভুলেও খেও না কলা মুলো না।"

    এর পরে, প্রেমানলে দগি্‌ধত, আর টিঁকতে না পেরে অমল সরাসরি তেঁতুলতলায় সেই তরুনী পেত্নীকে তার প্রেম নিবেদন করে। সে তোতলায়, বার তিনেক নার্ভাস হয়ে, তার মুন্ডু খসে পরে ও একবার দুটো হাঁটুতে খটাখট ধাক্কা লাগায় কালসিটে পরে যায়। কিন্তু এমত কান্ত কাতর কতহু কাকুতি করহ স্বঙ্কেÄও ভবী ভুলিলো না।

    কিছুটা ভবীতব্য বাকীটা প্রবচনের দায়। এই প্রেম কোনো চাঁদনির রাতের মুখও দেখিলো না।

    ভগ্নহৃদয় অমল ফিরে এসে ,যাকে বলে হিট দ্য বটল। "ক্ষি নেশায় বাঁধি খেলাঘর" বলে কানতে কানতে সে সুরায় ডুবে গ্যালো। অবশেষে যা হবার তাই হলো। অমলের দিন ঘনিয়ে এলো। আকাশ পানে হানি যুগল ভুরু সে ক্ষি দেখলো কে জানে। কিন্তু শেষ মুহুর্ত্তে তার করোটিতে এক গুলাবী প্রচ্ছায় নেমে এলো। "সুরাকে বলে দিও, অমল তাকে ভোলে নি।" বলে সে ধাঁ করে মরে গ্যালো।

    (শেষ)
  • kumudini | 59.178.51.144 | ২৫ মার্চ ২০১১ ১৩:৩০469087
  • বা:,বা:, লাজবাব।
    অমলের স্মৃতিতে রেখে গেলাম অশ্রুসজল দুটি শেয়ালকাঁটার ফুল।
    বিমল,ধবল ও মেঘনাদের গল্প?
    আসিতেছে।
    ডিডিদা এট্টূ মোমবাতি ফুঁ দিয়ে,কেক খেয়ে,আসচেন।
  • Nina | 64.56.33.254 | ২৫ মার্চ ২০১১ ২০:২৩469088
  • কেকে একটু গোলমরিচ আছে তো?
    আমিও বসলাম বাকি গপ্পগুলোর জন্যি----
  • y | 61.12.12.83 | ২৮ এপ্রিল ২০১১ ১৪:৩৫469089
  • "ডেন্টিস্টদের কাছে যেতে ভয়ের কিসে?

    খালি ঐ ওয়েটিং রুমে বসে থাকা কালীন বার বার শোনা যায় ভিতরের রোগীদের হাহাকার আর তীব্র আর্তনাদ,ঐ টা একটু অস্বস্তিকর।

    আর চেয়ারে প্রায় শুইয়ে দিয়ে ডাক্তার যখন আলোর সামনে ছুরি কাঁচি গুলো ধরে ধার পরীক্ষা করেন আর অনেকবার করে ইনেজকশনের সিরিন্‌জটা ফ্যাঁচ ফ্যাঁচ করেন, তখন ভালো না ও লাগতে পারে।

    আর ঐ টাও একটু ইরিটেটিং লাগে যখন ডাক্তার গম্ভীর ভাবে সহকারীকে বলে "নেতাইএর মারে বলো তো আগে মেঝের থেকে রক্তটা ভালো করে মুছে দিতে। এঁ:, হাঁটাই যাচ্ছে না।"

    শুনেছি পোস্ট কমপ্লিকেশন ও প্রচুর হয়। বেশ ভয়ংকর সব ঘটনা। আমার চেনা জানা একজনের তো ..... যাগ্গে সেসব শুনলে কুমুর মন খারাপ হতে পারে। বাদ্দিন মশাই।"

    ~ডিডি

  • Update | 128.231.22.150 | ২৯ এপ্রিল ২০১১ ০২:৫৮469090
  • Name:IMail:Country:

    IPAddress:14.96.28.45Date:29Apr2011 -- 12:55AM

    :-))))))))))))))))))))))))))))))))))))

  • w | 61.12.12.83 | ০১ জুন ২০১১ ১৭:৩২469091
  • "আর বছর দুয়েক বাদে সেলফোনের টারশিয়ারি এফেক্ট নিয়েও কথা তুলবো।

    একটা ঘরে কিছু লোক সেলফোনে প্রচন্ড কথা বলে চলে গেছে, আপ্নি জানেন ও না। কিন্তু ঘরের মধ্যে ক্যান্সারাস রেডিয়েশন থিক থিক করছে।

    ঘরে ঢুকে কিছু টেরও পেলেন না কিন্তু স্রেফ অক্কা পেলেন। সেটা ভালো হবে?"

    ~dd
  • f | 61.12.12.83 | ০২ জুন ২০১১ ১২:৫৮469092
  • "যদি ছাগমুখ দক্ষের কথা জিগান তো এটা বলাই বাহুল্য দক্ষ খুব ভালো মানুষ ছিলেন না। উনি অনার্য্য শিবকে ইন স্পাইট অব বিইং হিজ জামাই, তার বাড়ীর পার্টীতে ডাকেন নি। পরে তার মাথা কাটা গেলে পার্বতীর অনুরোধে ছাগমুন্ড ইনস্টল করা হয়। বেশ অপমানকর প্লাস্টিক সার্জারী।

    কণিষ্কের অবশ্য এই সুযোগ ছিলো না।

    ব্রাত্য দোষ দুষ্ট বাঙালীরা কিন্তু ছাগোলকে কো অপ্ট করে নেন। পরবর্তী কালে ঈশ্বর গুপ্ত লেখেন "এমন পাঁঠার নাম যে রেখেছে পাঁঠা/ নিজে সেই পাঁঠা নয়, ঝাড়ে বংশে পাঁঠা"।

    কিন্তু সাব অল্টার্নের অভিশাপ এখনো ছাগোলদের তাড়া করে বেড়ায়। জীবনানন্দ পেঁচা চিল ইঁদুর বাদুরদের ইনক্লুড করলেও ছাগোলকে সযত্নে তাঁর কাব্য ভুগোলের বাইরে রেখেছেন। টেগোর বাবুও ছাগোলদের পাত্তা দেন নি। তিনি রবিবার বলে একটি বৃহ্‌ৎ গল্পো লিখেছেন কিন্তু রবিবারের এক অপরিহার্য্য অংগ "পাঁটার ঝোল' নিয়ে কিছু বলেন নি। মুর্গি মটনের মটন পাঁটা না ভেড়া, এই কুট প্রশ্ন ও এড়িয়ে গেছেন।
    .
    .
    .
    তবে ছাঘোলের সব থেকে বেশী ক্ষতিকর ইমাজেরী হিন্দুশাস্ত্রে নয়। খ্রীষ্টানদের নানান ধর্মীয় চিত্রমালায় সাক্ষাত শয়তানকে ছাঘোলমুখ,পা ও দাড়ির চিত্রকল্পে ভুষিত করা হয়েছে।

    এর থেকে এই ধারনাই দৃঢ় হয় যে পুরাকাল থেকে ছাঘোল ও ভেড়ার যে দ্বন্দ চলেছিলো তাতে আর্য্য ও অনার্য্য ক্যাম্প একচোখামী ও দ্বিচারিতার এক ভবহ ঐতিহাসিক দলিল রচনা করে গেছেন নানান ধর্মীয় ও সামাজিক চিত্রকল্প, আইকন ও আর্কেটাইপের সংস্থাপনে।"

    কে আর!
  • Lama | 203.132.214.11 | ০২ জুন ২০১১ ১৭:২৪469093
  • প্যালারামের পিসিমা ছাগলের নামকরনের জন্য পুরস্কার ঘোষনা করেছিলেন। "ছাগলিকা', "ঝঞ্ঝিকা', "বিচিত্রবীর্য্যা - এইসব নাম কে হারিয়ে পুরস্কার পেয়েছিল প্যালারামের তুতো ভাইয়ের দেওয়া নাম - "গঙ্গারাম'।
  • Tim | 198.82.22.152 | ০২ জুন ২০১১ ২৩:২৫469094
  • সাদা-কালো যুগে ""ছাগল"" নামে একটি বাংলা সিনেমা হয়েছিলো। পুরোনো লোকজন জানবেন।
  • achintyarup | 121.241.214.38 | ০২ জুন ২০১১ ২৩:৪৯469096
  • লম্বকর্ণকে কি করে ভুলে গেলেন, অ্যাঁ? আর লম্বকর্ণ পালা?
  • r2h | 198.175.62.19 | ০২ জুন ২০১১ ২৩:৫৬469097
  • আমার এক মুখচেনা অলীকবাবু নাটকে ছাগলের ভুমিকায় অভিনয় করে খ্যাতিলাভ করেছিলেন। (অলীকবাবু-ই তো? নাকি অন্য কিছু? যাগ্গে, ভুমিকা ছাগলেরই ছিল।)
  • Bratin | 117.194.98.198 | ০৩ জুন ২০১১ ০০:০০469098
  • এ ছাড়া একটি লাটক ও বিখ্যাত হয়েছিল।বিদগ্‌ধ লোকেরা জানবেন ( কেমন দিলুম মানে না জানলে আপনি বিদগ্‌ধ নন)। নাম হল 'মেষ ও রাক্ষস'
  • siki | 123.242.248.130 | ০৩ জুন ২০১১ ০৮:৪৮469099
  • দ্যাখেন দ্যাখেন চেইয়ে দ্যাখেন
    দ্যাখেন দ্যাখেন চেইয়ে দ্যাখেন
    নেচে দ্যাখেন কুঁদে দ্যাখেন
    উল্টে দ্যাখেন পাল্টে দ্যাখেন
    লম্বকর্ণ পালা দ্যাখেন ...

    আমি কালেজজীবনে বীরবল নামে একটি ছাগলের গল্প জানতাম।
  • abastab | 61.95.189.252 | ০৩ জুন ২০১১ ০৯:৫৯469100
  • ভাল ছাগলাদ্য ঘৃত কোথায় পাওযা যায় বলতে পারেন?
  • Shibanshu | 117.195.164.178 | ০৩ জুন ২০১১ ১০:১৫469101
  • তারিণী সেনের বাড়ি। ( পশ্য 'চিকিৎসা সংকট)।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ১১:৫৮469102
  • আচ্ছা কুমু, তুমি কেমিস্ট না?
    তো কেমিস্টদের এতো মিটিন কিসের। শাস্ত্রে যেমনটি লেখা আছে তেমনটি হবে, এতে আলোচনার কি আছে?

    যেমতি দুই টুকরো হাইড্রোজেনের সাথে (আন্দাজমতন) এক টাকরা অক্সিজেন নিয়ে ভালো ইলেকট্রিসিটি দিয়ে ঘেঁটে দিলেই এক পাত্তর জল হবে।

    তো এসব ব্যাপারে মিটিন মিছিলের কি দরকার? খালি এক্সপেরিমেন্টের সময়ে একটা তোয়ালে হাতে কাছে রাখতে হয়।

    - ডি ডি
  • byaang | 122.167.213.222 | ০৭ জুন ২০১১ ১৩:৫৩469103
  • আর জামাই ষষ্ঠি নিয়ে আমার কোনো বক্তব্য বা অভিজ্ঞতা কিসুই নেই।

    আমার তিন মেয়ে। খুব চাইছি বাংলার ঘরে ঘরে শ্বশুর ষষ্ঠির একটা প্রচন্ড আবেগ উদ্বেল ঐতিহ্য রাতারাতি শুরু হয়ে যাক। একটু শাক্ত মতে হওয়াই বাঞ্চনীয়।

    - ডি ডি

  • g | 61.12.12.83 | ০৮ জুন ২০১১ ১৫:১৯469104
  • "প্রপঞ্চের আধিভৌতিক অপিচ কোমলগেঁড়ে অভিঘাতটুকু বাদ দিলে চলবে কেনো? যা স্ব অভিকর্ষে প্রাপ্তব্য তার অধীতিকরন একটা অ্যাসিমেট্রিক্যাল প্রোপোজিসন মাত্র।

    নয়তো অস্তি গোদাবরীতীরে বিশাল শাল্মলী তরু:, লিখেই আপনাকে মেকিয়াভেলির বিপ্রতীপাতীক ম্যাট্রিক্সের কাছে হাত পাততে হবে।

    সেটাই বাহ্য ও স্পর্শনীয় অলাতচক্রের কলংকরেখা, তাই না?
    .
    .
    .
    .
    .
    উপরিউক্ত পোস্টিংটি,লেখাই বাহুল্য, ডেস্টিনেশন ছিলো রামদেবের ধর্না টইতে।

    এখানে ভুল পোস্টিং এটাই কি ইংগিত করে না অনিত্যদর্শী জীবনবোধ ,সতত বাইপোলার ডিস্টার্বেন্সে সংপৃক্ত থাকলেও এক অনীক অ্যাবসার্ডিটির হাত থেকে তার মুক্তি নেই।"

    ~ডিডি

    :-)))))))))))))))))
  • niyomaabalee | 198.175.62.19 | ০৯ জুন ২০১১ ২০:৩১469105
  • ভেবে দেখলাম ঘুঁটের ধোঁয়ায় আচ্ছন্ন এই টইটাই ভালো। নতুন টই খুলে খচ্চা বাড়িয়ে লাভ কি?

    আমি লিখছি, জানেন, "টইতে রাজনৈতিক তক্কাতাকির নিয়ম কানুন" এই নিয়ে।

    (১) ফার্স্টলি আপনাকে একটা খুব সংকীর্ন বাইপোলার দুনিয়ায় বসত বাড়ী খুঁজতে হবে। হয় নকু নয় মাকু। হয় সিপিয়েম নয় তিনোমুল। এর বাইরে কোনো মানুষ,ব্রহ্মদত্তি,জলজ প্রাণী বা গবলিনের অস্তিঙ্কÄ আপনি মানবেন না। সিপিয়েমকে সাপোর্ট করলেই আপনি মমতার দালাল আর মমতার সম্বন্ধে কিছু খারাপ কথা কইলেই আপনি নির্ল্লজ্জ সিপিয়েম। এই বৃত্তের বাইরে কিছু নেই।

    (২)অফকোর্স পার্সোনাল অ্যাটাক করবেন। খুব করবেন। নইলে রাজনীতি কিসের? কিন্তু লোকে যেনো টের না পায় আপনি নীতিটীতি ছেড়ে এমনই খেউর করছেন। নিজের ঢাক নিজেই পেটান। যেমতি :
    "দেখুন ক্ষ বাবু, আমি কদাপি পার্সোনাল অ্যাটাক করি না। আপনাদের মতন নীচে নামতে আমি অপারগ।
    তবে এদানী আপনের মতন জাত খচ্চর দুটি দেখেছি বলে মনে হয় না। এক জনের কাছে শুনেছিলাম আপনি নাকি প্রকাশ্যে নাক খোঁটেন। অবশ্য আপনার লেখা পরলে মনে হয় আপনি প্রাত:কৃত্যের পরও হাত ও ধোন না।"

    (৩) অভিমান? খুব চলবে। "আমি হতাশ হয়ে গেছি। আমি ক্লান্ত। অবষন্ন। বিষন্ন। আর লিখবো না। এখানকার তর্কের যা মান তাতে আমার বাপু পোষাবে না। ছ্যা:। ঘেন্না ধরে গেলো। বিদায় দেহ ভাই, সবারে আমি প্রনাম করে যাই।"
    পরের দিন ই আবার ফিরে আসবেন।

    (আরো)

    (৪) চশমাটা খুলে অন্যের লেখা পড়ুন,চশমা না থাকলে চোখ বন্ধ করেই পড়ুন।

    যেমতি কিউ বাবু একটি পোস্টিং করলেন এবং সেটির ভাষা,ভাব,ভংগী ও রং আপনার নিলকুল না পসন্দ। তো? আ[পনি ধাঁ করে সম্পুর্ণ অন্য একজনকে গালি পারুন, ঐ পোস্টিংঅএর প্রসংগ তুলেই।
    কোনো অসুবিধে নেই।

    (৫) খিস্তি। পাতি বাথরুমের দেওয়ালের ভাষা,আপনি ছেড়ে দিয়েছেন বছর দশেক হলো। আবার চালু করুন।

    কিন্তু প্রকাশ ভংগীটি এক অনুপম খোকাবাবুর মতন হওয়া চাই। যেমতি :
    "এই সব বাল বীচি গুলো কে যুক্তি মানেন? গাঁড় ফাটিয়ে দিতে হয়। আর আপনেদের মতোন অকালগেঁড়েদের ভাষা এতো অশালীন কেনো? ছি:"

    (৬) এক মহান শিক্ষক বা প্রচারক। স্থিতপ্রজ্ঞ। আপনি জলে ভেজেন না, আগুনে দগ্‌ধ হন না। আপনার সর্দি হয় না। পেট খারাপ তো কবেই ছেড়ে দিয়েছেন। দুনিয়ার আর কিছুই আপনাকে বিচলিত করে না।
    আপনি এক ফাটা রেকর্ডের মহান অবতার। একই কথা ইনিয়ে বিনিয়ে লিখে যান বছরের পর বছর, টইএর পর টই।

    (এমন কি আরো)

    (৭)জেনে রাখুন এখানে যারা লেখেন তারা হুবহু এক ক্লোন। বদের হাঁড়ি,পাজির পা ঝাড়া। তারা সারাক্ষন এ অন্যের পিঠ চুলকাচ্ছেন আর অন্যদের দেখলেই খেঁকিয়ে তেড়ে যাচ্ছেন। মাইরী। এদের চরিত্ররই এরকম।

    একটি সম্পুর্ন নতুন স্পেসিস এই গুরুচন্ডালীর "লোকে"রা। বা নতুন জাত।

    ওদের ভাতে মারুন, মাউসে মারুন। দু তিনটে টই পরে পরেই লিখুন "অবশ্য গুরুচন্ডালীর কাছ থেকে এর থেকে ভালো আশা করাই বাতুলতা" অথবা "গুরুচন্ডালীর সদস্যদের (অথবা মেম্বার/সমর্থক/প্রচারক/ইত্যাদি) পক্ষে এমতো হাঁদামী দেখে অবাক হবার কিছু নেই। আপনেদের বড্ড পেট পাতলা"।

    (৮)সম্পাদক। এটাও আজকাল জমেছে। সবাই জানে গুচ চালান এক (বা বেশ কিছু) চলমান অশরীরি, বা বিন লাদেন/ মমতা/ লক্ষন শেঠ/জর্জ বুশ/নরেন্দ্র মোদি বা আপনের পছন্দের কোনো হেট ফিগার।

    তো সেমতি একটি আনমডারেটেড মাঠে দাঁড়িয়ে আপনি প্রতিবাদের পতাকা তুলুন সম্পাদকের আধচোখামী ও ত্রিচারিতার বিরুদ্ধে।

    (ব্যাস,ব্যাস)

  • f | 61.12.12.83 | ০৬ জুলাই ২০১১ ১৫:৪৮469107
  • "তাইলে সিকি আমায় একটা মিস' কল দিও, আমি অম্নি কল ব্যাক করে দেবো।

    তুমিও সোরগোল তুলে বলো "ডাবোল পি হেইচড ডি? সো হোয়াট? আমার আন্ডারে কাজ কত্তে হলে আরো এলেম লাগে হে ছোগরা' বলে ফোন জ্যাং করে কেটে দেবে। ফের ফোন কর্লে বলো "এমাইটির এম এ বলে আমার কাছে কোনো আলাদা পাত্তা পাবে না।" আবার ঝ্যাং।
    আবার ফোন,এবার রেগে যাও "আরে পোনোব মুখাজ্জীর নাতি তো কি হয়েসে? কি হয়েসে শুনি? অম্নি শমীক মুখুজ্জের আন্ডারে চাগরীর যোগ্যতা পেয়ে গ্যাছো?" এবার খুব জোরে ঢ্যাং।

    চোখ কপালে তুলে পাশের উনিশ কুরিকে কও, "এখনো ছবি দেখে নি। শুদু নাম শুনেই এদের কিরকম ঝুলোঝুলি দেখুন। লসসি খাবেন,ওরেফে চা?"

    মনে হয় কাজ দিবে।"

    ~ডিডি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন