এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৫৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ২৫ আগস্ট ২০১১ ০০:৩২469839
  • রেবেলদের পাশে সাধারণ মানুষ নেই, এটাও বা কী দেখে বলা ?
  • ppn | 122.252.231.10 | ২৫ আগস্ট ২০১১ ০০:৩৬469840
  • আমার তো রিভলিউশন বেশ ভালো লাগে। একসময় ভাবতাম সব রিভলিউশন আমাদের জন্মের আগে শেষ হয়ে গেছে। :)

    দ্রিয়ের লিংকে দেশের খবর থাকে না বললেই চলে। আন্না হাজারের মুভমেন্টের পেছনে কে বা কারা আছে? দ্রিয়ের সোর্স কী বলে?
  • ppn | 122.252.231.10 | ২৫ আগস্ট ২০১১ ০০:৪২469841
  • সাধারণ মানুষের অস্ত্র তুলে দিলেও বা সে লড়তে যাবে কেন? জ্যানাগন তো সবদেশেই সর্বকালেই সমান। সুবিধাবাদী, আলসে এবং ভীতু। চিরকালই স্রোতের অনুকূলে ভাসে।
  • dri | 117.194.233.35 | ২৫ আগস্ট ২০১১ ০০:৪৩469842
  • রেবেলদের পপুলার সাপোর্ট নেই এটা অনেক কমেন্টেটারই বলেছে। আর ফুটেজগুলো একটু মন দিয়ে দেখলেও বোঝা যাবে। যেই ফুটেজে রেবেলরা ঘুরে বেড়াচ্ছে তার আসেপাশে কোন লোকজন দেখা যাচ্ছে। অন দা আদার হ্যান্ড আল-গদ্দাফির ফুটেজ কেয়ারফুলি দেখুন।

    এইটা দেখুন।

  • dri | 117.194.233.35 | ২৫ আগস্ট ২০১১ ০০:৫৩469843
  • নেটোর প্লেন লিবিয়ায় কমিউনিকেশান ইনফ্রাস্ট্রাকচারে বোম ফেলেছে।

    http://www.voanews.com/english/news/NATO--Jets-Bomb-Libyan-Capital-120196324.html

    অথচ সারাক্ষণ এরা কাঁদুনি গেয়ে গেল গদ্দাফি সব কমিউনিকেশান বন্ধ করে দিচ্ছে।
  • dri | 117.194.233.35 | ২৫ আগস্ট ২০১১ ০০:৫৯469844
  • সাধারণ মানুষ ঠিক রেবেলদের সাথে রাস্তায় নেমে লড়তে যাবে না। কিন্তু মানুষের হাতে যখন অস্ত্র না থাকে, এইরকম সিচুয়েশানে কি হয়, রেবেলরা সাধারণ মানুষকে টেররাইজ করে, তাদের ঘরে ঢুকে পড়ে, দু চারজনকে ধাক্কা মেরে, লাথি মেরে, খুন করে, রেপ করে। সবাইকে করার দরকার নেই। কয়েকজনকে করলেই খবর ছড়িয়ে পড়ে। লোকজন টেররাইজ্‌ড হয়, এবং ডোসাইল হয়ে পড়ে। অনেকেই বেগতিক দেখে লয়ালটি বদলে ফেলে। একবার লোকজন অন মাস লয়ালটি বদলালে খেলা ঘুরে যায়।

    বাড়ি বাড়ি অস্ত্র থাকলে, এবং লোকজন মোটামুটি একজোট থাকলে এইটা করা একটু ডিফিকাল্ট।
  • dri | 117.194.233.35 | ২৫ আগস্ট ২০১১ ০১:৩৭469845
  • আন্না হাজারে কেসটা খুব ইন্টারেস্টিং। দুটো বিল পড়ব পড়ব করেও পড়া হচ্ছে না। আসলে করাপশান ব্যাপারটা আমার প্রিয় বিষয় নয়। সে কারণেই হয়ত কিছুটা ল্যাদ লাগছে। কিন্তু এটা বুঝতে পারছি ইস্যুটা বেশ ইম্পর্ট্যান্ট।

    এখানেও একটা রিভলিউশান অফ সর্টস তৈরীর প্রচেষ্টা টের পাচ্ছি। রিভলিউশান ব্যাপারটা দাঁড় করাতে গেলে এমন একটা ইস্যু চাই যাতে পাবলিক রেজোনেট করবে।

    তো সিলেকশানটা জব্বর হয়েছে। ভারতে পাবলিক সাপোর্ট পেতে করাপশানের চেয়ে ভালো কিছু হয় না। আসলে এত বেশী মানুষ করাপশানের ভুক্তভোগী (বিশেষ করে মিড্‌ল ক্লাসে) যে ওটার নাম করলেই রে রে করে সবাই একজোট হয়ে পড়ে। ইজিপ্টে র‌্যালিং পয়েন্ট ছিল মুবারকের অপশাসন, ডেমোক্রেসির অভাব, আনেমপ্লয়মেন্ট, খাবারের মূল্যবৃদ্ধি ইত্যাদি। ভারতে র‌্যালিং পয়েন্ট হল করাপশান।

    কিন্তু অনেক সময়ই দেখা যায়, অস্থিরতার সময়ের সুযোগ নিয়ে এমন চেঞ্জ প্রোপোজ করা হয় সেটা বেটার না ওয়ার্স অত চট করে বলা যায় না। যেমন করাপশান কমাতে গিয়ে আমি যদি এমন একটা কিছু প্রোপোজ করি যাতে ডেমোক্রেসি ব্যাপারটা মার খেয়ে যায়, তাহলে সেই সলিউশান নিয়ে আমাদের একশোবার ভাবতে হবে। এই যেমন, আপনারা যদি আমাকে ভারতবর্ষের রাজা করে দেন তাহলে আমি করাপশান একেবারে নির্মূল করে দেব। প্রমিস। কিন্তু সেটা করা কি উচিৎ হবে? মে বি নট। হয়ত আমি সত্যিই করাপশান দূর করব। বাট স্টিল, সেটার জন্য ডেমোক্রেসি বাদ দিয়ে রাজতন্ত্র ফিরিয়ে আনাটা ঠিক হবে না। এটা অবশ্য একটু এক্সট্রিম উদাহরণ হয়ে গেল।

    কতগুলো ব্যাপার একটু কেয়ারফুলি দেখা উচিত। যেমন গোড়ার দিকে ইউ এস স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আন্নার প্রতি প্রচ্ছন্ন সাপোর্ট দেখিয়েছিল। প্রশ্ন হল কেন। কোন স্বার্থ না থাকলে ইউ এস কখনো এর্কম স্টেটমেন্ট দেয় না। http://zeenews.india.com/news/nation/nosy-us-advises-india-on-anna-hazare_725763.html। আরো একটা ব্যাপার, আগের বার যখন আন্না খুব শোরগোল ফেলে দিয়েছিলেন, তখন অ্যাননিমাস আন্নাকে সাপোর্ট করেছিল। অ্যাননিমাস একটি সি আই এ আউটফিট।
  • dri | 117.194.233.35 | ২৫ আগস্ট ২০১১ ০২:০৪469846
  • কিন্তু প্রশ্ন হল, বিদেশী শক্তির কী স্বার্থ থাকতে পারে।

    ল্যাদের কারণে মূল ডকুমেন্টগুলো কাটিয়ে দিয়ে সৈকতের দেওয়া দুটো কম্প্যারিজ্‌নের ডকুমেন্ট দেখছি।

    একটা জিনিষে একটু আটকে যাচ্ছি। দেখতে পাচ্ছি, গভর্মেন্টের বিলে এন জি ও দের করাপশানের আওতায় রাখা হয়েছে। কিন্তু আন্নার বিলে এন জি ও রা আওতার বাইরে।

    এন জি ও রা বিদেশী শক্তিদের বড় টুল। শুধু ভারতে না। সব দেশেই। ইন্টারন্যাশানালিস্টদের একটা গোল হল, কোন দেশের গভর্মেন্টকেই খুব শক্তিশালী হতে না দেওয়া। সেই কাজে এন জি ও দের ব্যবহার করা হয়, যারা নানা ভাবে সরকারকে প্রেশারে রাখে। ইন্টারন্যাশানাল ব্যাঙ্কাররা বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন এন জি ও কে নানা রকম অ্যামাউন্টে ফান্ড করে। এখন যে বিভিন্ন দেশে 'বিপ্লব' হচ্ছে, এদের পেছনে অনেক এন জি ও আছে। ইন ফ্যাক্ট, আমি অবাক হব না, যদি দেখি আন্নার মুভমেন্টটা দাঁড় করানোর পেছনে এন জি ও দের সাহায্য আছে। তো তাই, এরা চায় না সরকার এন জি ও দের ওপর ব্যাক প্রেশার তৈরী করার একটা ওয়েপন পেয়ে যাক।

    তবে, আমি যেটুকু পড়লাম, তাতে অধিকাংশ পয়েন্টেই মনে হচ্ছে করাপশান তাড়াতে আন্নার রেকমেন্ডেশানগুলোই বেটার। যদিও দু একটা পয়েন্টে একটু ডাউট আছে। কিন্তু লোকপালকে খুব বেশী পাওয়ার দেওয়া হয়ে যাচ্ছে কিনা সেটা ভেবে দেখার ব্যাপার আছে। লোকপাল করাপ্ট হলে সিস্টেমটা চলবে কিনা সেটাও ক্লিয়ার নয়। কারণ, এন্ড অফ দা ডে করাপ্ট করার এজেন্ট হল পয়সা। এবং ভারতে পয়সা এখন বহু লোকের আছে। যদি কেউ জাজকে পয়সা দিতে পারে তো সে লোকপালকেও পয়সা দিতে পারে। আন্নার রেকমেন্ডেশানে লোকপালকে রিমুভ করার প্রভিশানটা একটু উইক লাগলো।
  • siki | 123.242.248.130 | ২৫ আগস্ট ২০১১ ০৯:১৬469847
  • এনজিও টু সাম এক্সটেন্ট তো আছেই।

    কিরণ বেদী। দুটি এনজিও-র প্রতিষ্ঠাতা। ১) নভজ্যোতি ফর ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ পুলিশিং, ২) ইন্ডিয়া ভিশন ফাউন্ডেশন ফর প্রিজন রিফর্মেশন, ড্রাগ অ্যাবিউজ প্রিভেনশন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। এই এনজিওদুটিতে আর্থিকভাবে সহায়তা করে মাইক্রোসফট এবং ইনফোসিস ফাউন্ডেশন।
  • Somnath2 | 207.239.86.106 | ২৫ আগস্ট ২০১১ ২২:০৪469850
  • এই weekend এ আম্রিগার পুর্ব উপকূল বাসীদের হাতে হারিকেন .. থুড়ি Irene
  • dri | 117.194.236.209 | ২৫ আগস্ট ২০১১ ২৩:৩১469851
  • গদ্দাফিকে না ধরতে পারলে এই যুদ্ধের কনক্লুশান হবে না। তাই গদ্দাফির মুন্ডুর জন্য ১ মিলিয়ান পাউন্ড ঘোষনা করা হল। যদি লোভ দেখিয়ে ডিফেকশান এনকারেজ করা যায়।

    ডেইলি মেলের এই রিপোর্টে আমরা পাচ্ছি বৃটেনের স্পেশাল এয়ার সার্ভিসের সৈন্যরা আরব ড্রেসে রেবেলদের মতই কালাশনিকভ হাতে ঘুরে বেড়াচ্ছে।

    SAS troops are on the ground in Libya helping rebels to scour buildings and entrances to tunnels in the hunt for runaway leader Colonel Gaddafi.

    বিদেশী মদত যে আছে সেটা ক্লিয়ার কারণ দেখা যাচ্ছে রেবেলরা বিদেশী প্রাইম মিনিস্টারদের সাথে যোগাযোগ রাখছে।

    Another senior figure in the rebel council, Mahmoud Jibril, will travel to Italy today for a meeting with Silvio Berlusconi on a European diplomatic tour aimed at security the release of billions of dollars in frozen Libyan assets.

    ...

    David Cameron will travel to Paris next week to meet rebel leaders. The Prime Minister and the French President Nicolas Sarkozy issued a joint invitation to Mr Jalil.

    ইন্টেলিজেন্স এজেন্সিও (এম আই সিক্স) লজিস্টিক সাপোর্ট দিচ্ছে।

    MI6 is said to be using its contacts and agents on the ground to try to find Gaddafi while the eavesdropping centre at GCHQ will be trying to intercept any communications, with technology matching his voice to any calls made from satellite telephones.

    http://www.dailymail.co.uk/news/article-2029831/Libya--1m-bounty-Gaddafi-MI6-agents-join-hunt.html
  • dri | 117.194.236.209 | ২৫ আগস্ট ২০১১ ২৩:৪১469852
  • এক প্রাক্তন সি আই এ জ্যাক রাইস মনে করছেন, এখন তো বটেই, গোলমালের শুরু (ফেব্রুয়ারী) থেকেই সি আই এ ইনভল্‌ড ছিল লিবিয়ায়। শুনুন এই ইন্টারভিউটি।


  • dri | 117.194.236.209 | ২৬ আগস্ট ২০১১ ০০:০০469853
  • প্রায় বছর দুয়েক আগে ক্লাইমেটগেট স্ক্যান্ডালে ইস্ট অ্যাংলিয়ার ইমেল ফাঁস হয়ে গিয়েছিল, যেখানে অনেকেই সন্দেহ করেছিল গ্লোবাল ওয়ার্মিং ম্যানমেড একথা প্রমাণ করার চেষ্টা শুধুমাত্র অ্যাকাডেমিক নয়। অ্যাকচুয়াল ইমেল নিউজপেপারে খুব বেশী আসেনি। অল্পস্বল্প টুকটাক ছাপা হয়েছিল। (যেমন, জুলিয়ান অ্যাসেঞ্জএর ফাঁস করা তথ্যও আম পাবলিক বিশেষ জানে না)। সেই সময় যারা পুরো ইমেলের ফাইল ডাউনলোড করে নিতে পেরেছিল তাদের কাছেই পুরো তথ্যটা ছিল।

    ঐ ইমেলের ইন্টারেস্টিং পার্ট, অ্যানোটেশান সহ ডকুমেন্ট আকারে বার করা হয়েছে এতদিনে।

    http://www.lavoisier.com.au/articles/greenhouse-science/climate-change/climategate-emails.pdf

    ইন্টারেস্টিং রীড।
  • dri | 117.194.240.147 | ২৭ আগস্ট ২০১১ ০১:৫৩469854
  • এই পোস্টটা বিশেষ করে পাইদির জন্য। ভ্যাকসিন বিষয়ক।

    আগে একটা ইউটিউব ক্লিপিং দিয়েছিলাম, তাতে বিল গেট্‌স পৃথিবীর জনসংখ্যা কমাতে ভ্যাকসিনেশানের কথা বলেছিলেন। যেটা স্লাইট বিস্ময়কর।

    এই জিনিষটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কতগুলো তথ্য উঠে আসছে।

    ১৯৭৩ সালে ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশান একটা রিপোর্ট বার করে, 'Fertility Reducing Vaccines' নামে। http://whqlibdoc.who.int/hq/1993/WHO_HRP_WHO_93.1.pdf। এখানে মোটামুটি পরিষ্কার, এই সময় থেকে হু একটা ভ্যাকসিন বানানোর চেষ্টায় আছে যেটা ক¾ট্রাসেপ্টিভের কাজ করবে। ভ্যাকসিনের সম্ভাব্য ব্যাকল্যাশের কথা এখানে আছে।

    The woman's health advocates felt that the potential for abuse of FRVs were very great, both deliberately by coercion and accidentally by possible confusion of a FRV with an anti-disease vaccine.

    আগেই বলেছি এই ধরণের এফর্টের পেছনে ইউজেনিস্ক মুভমেন্টের বড় ইনফ্লুয়েন্স আছে। এবং ইউজেনিস্ক ব্যাপারটা এলিটদের খুব প্রিয়। ম্যালথাস, ডারউইন থেকে আরম্ভ করে কেইনস, ক্রিক (ওয়াটসন-ক্রিকের ক্রিক) ইত্যাদি অনেকেই ইউজেনিক্সের ফ্যান ছিলেন নানা ডিগ্রির। 'বায়োটেকনলজি অ্যান্ড ডেভালাপমেন্ট মনিটর'এর এই আর্টিক্‌ল থেকে (http://home.snafu.de/usp/antifert.htm) আমরা পাব কারা এই অ্যান্টি ফার্টিলিটি ভ্যাকসিন পুশ করার চেষ্টা করছিল।

    * WHO/HRP, Switzerland. Major supporters of the programme are the governments of Sweden, United Kingdom, Norway, Denmark, Germany and Canada, as well as the UNFPA and the World Bank.

    * The Population Council, United States. Among the Council s financiers are the Rockefeller Foundation, the National Institutes of Health and the US Agency for International Development.

    * National Institute of Immunology, India. Major financiers are the Indian government, the Canadian International Development Research Centre and the Rockefeller Foundation.

    * The Contraceptive Development Program (CONRAD), United States. Publicly funded.

    * The Center for Population Research at the National Institute of Child Health and Development/the National Institutes of Health (NICHD/NIH), United States. Publicly funded.


    লক্ষ্য করে দেখুন রকাফেলার ফাউন্ডেশান এই এফর্টে জোরালোভাবে ছিল দীর্ঘদিন থেকে। হালে গেটস ফাউন্ডেশান এই দায়িত্বটি নিজের কাঁধে নিয়েছে।

    ১৯৭৪ সালে হেনরি কিসিঞ্জার (আরেক ইউজেনিসিস্ট) একটা রিপোর্ট বার করেন, Memorandum 200। তাতে পপুলেশান রিডাকশানের গোল দেওয়া ছিল এবং ১৩ তা দেশকে স্পেশালি টার্গেট করা ছিল।

    ১৯৮৬ সালে ওয়ার্ল্ড হেল্‌থ অর্গানাইজেশানের মেল ফার্টিলিটি রেগুলেশান সংক্রান্ত এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি

    Vaccination against proteins forming part of the sperm surface membrane is another
    approach being pursued, but the delivery of antisperm antibody to the target would be
    difficult in men because of the cell barriers to proteins that surround the sperm ducts.
    Thus vaccination of women against sperm in the female tract is a more feasible outcome
    but would not be a truly "male" method.


    http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2490936/pdf/bullwho00079-0002.pdf

    মাঝে মিডিয়াতে খুব হৈচৈ হয় যে ভ্যাকসিনের মধ্যে আর্টিলিটি রিডিউসিং এজেন্ট মেশানো হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এবং সে কথা যাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাকে জানানো হচ্ছে না।

    ১৯৯৫ সালে ভ্যাকসিন উইকলিতে পাবলিশ্‌ড রিপোর্‌ত্‌ট :

    Tetanus vaccine may be laced with anti-fertility drug. International / developing countries

    A priest, president of Human Life International (HLI) based in Maryland, has asked Congress to investigate reports of women in some developing countries unknowingly receiving a tetanus vaccine laced with the anti-fertility drug human chorionic gonadotropin (hCG). If it is true, he wants Congress to publicly condemn the mass vaccinations and to cut off funding to UN agencies and other involved organizations. The natural hormone hCG is needed to maintain pregnancy. The hormone would produce antibodies against hCG to prevent pregnancy. In the fall of 1994, the Pro Life Committee of Mexico was suspicious of the protocols for the tetanus toxoid campaign because they excluded all males and children and called for multiple injections of the vaccine in only women of reproductive age. Yet, one injection provides protection for at least 10 years. The Committee had vials of the tetanus vaccine analyzed for hCG. It informed HLI about the tetanus toxoid vaccine. HLI then told its World Council members and HLI affiliates in more than 60 countries. Similar tetanus vaccines laced with hCG have been uncovered in the Philippines and in Nicaragua. In addition to the World Health Organization (WHO), other organizations involved in the development of an anti-fertility vaccine using hCG include the UN Population Fund, the UN Development Programme, the World Bank, the Population Council, the Rockefeller Foundation, the US National Institute of Child Health and Human Development, the All India Institute of Medical Sciences, and Uppsala, Helsinki, and Ohio State universities. The priest objects that, if indeed the purpose of the mass vaccinations is to prevent pregnancies, women are uninformed, unsuspecting, and unconsenting victims.

    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12346214

    বিল গেট্‌স কি ভ্যাকসিন দিয়ে পপুলেশান ক®¾ট্রাল বলতে এই কথা বুঝিয়েছিলেন?
  • pi | 72.83.92.218 | ২৭ আগস্ট ২০১১ ০২:৩০469855
  • ভাল করে পড়বো পরে। আগে একটা উত্তর জানতে চাই।
    ক¾ট্রাসেপ্টিভ, অ্যাবর্শন এগুলো সব ই কি ইউজেনিক্সবাদীদের কনস্পিরেসি বলে মনে করেন ?
  • pi | 128.231.22.133 | ২৭ আগস্ট ২০১১ ০৪:৪১469856
  • দ্রি, এটার কথা কইলেন না ?

    http://www.guardian.co.uk/world/2011/aug/24/chile-student-leader-camila-vallejo

    Chile's Commander Camila, the student who can shut down a city

    Camila Vallejo's call for better and cheaper education has seen student protests transform into a two-day nationwide shutdown

  • dri | 117.194.236.9 | ২৭ আগস্ট ২০১১ ২২:৫৭469857
  • এখানে আমার মনে করার কিছু নেই। ইট ইজ আ ম্যাটার রেকর্ডস।

    আমেরিকায় বার্থ ক®¾ট্রাল পপুলারাইজ করেন মার্গারেট স্যাঙ্গার। ইউ কে তে করেন মেরি স্টোপস।

    The phrase "birth control" entered the English language in 1914 and was popularised by Margaret Sanger and Otto Bobsein.[51][52] Margaret Sanger was mainly active in the United States, but had gained an international reputation by the 1930s. The birth control campaigner Marie Stopes, who had opened Britain’s first birth control clinic in 1921 and made contraception acceptable in Britain during the 1920 by framing it in scientific terms, also gained an international reputation. Stopes was particularly influential in helping emerging birth control movements in a number of British colonies

    http://en.wikipedia.org/wiki/Birth_control#Modern_history

    দুজনেই ঘোষিত ইউজেনিসিস্ট।

    মার্গারেট স্যাঙ্গার : উইকি থেকে,

    Sanger was a proponent of negative eugenics, a social philosophy which claims that human hereditary traits can be improved through social intervention. Sanger's eugenic policies included an exclusionary immigration policy, free access to birth control methods and full family-planning autonomy for the able-minded, and compulsory segregation or sterilization for the profoundly retarded.

    In A Plan for Peace, an essay in the April 1932 issue of Birth Control Review, Sanger proposed a congressional department to address population problems. She recommended that immigration exclude those "whose condition is known to be detrimental to the stamina of the race," and that sterilization and segregations be applied to those with incurable, hereditary, disabilities.


    শুধু 'ভালো'দের রিপ্রোডাক্টিভ রাইট আছে। 'খারাপ'দের নেই। পোজিশান একদম জলের মত ক্লিয়ার।

    Sanger saw birth control as a means to prevent "dysgenic" children from being born into a disadvantaged life, and dismissed "positive eugenics" (which promoted greater fertility for the "fitter" upper classes) as impractical.

    ঐ আমলে বহু এলিটই এই ধরণের মনোভাব পোষণ করতেন এবং সেকথা খুব ওপেনলি বলতেন। এগুলো বলা এখনকার মত টাবু ছিল না। এখনও অনেকেই এই মনোভাব পোষণ করেন, কিন্তু মুখে বলেন না। নাৎসী ভাবধারাও এই মনোভাবেরই একটা ভেরিয়েশান। তারা মনে করতেন 'আলফাল' লোকদের মেরে ফেলা উচিত। আর মার্গারেট স্যাঙ্গারের গ্রুপ মনে করত, না, মারা উচিত নয়, জন্মাতে না দেওয়া উচিত। এইটুকু তফাত ছিল।

    মেরি স্টোপস : উইকি থেকে

    Stopes was a prominent campaigner for the implementation of policies inspired by eugenics, then not a discredited science. In her Radiant Motherhood (1920) she called for the "sterilisation of those totally unfit for parenthood [to] be made an immediate possibility, indeed made compulsory."

    She contributed a chapter manifesto to The Control of Parenthood (1920), comprising a sort of manifesto for her circle of Eugenicists, arguing for a "utopia" to be achieved through "racial purification":

    Those who are grown up in the present active generations, the matured and hardened, with all their weaknesses and flaws, cannot do very much, though they may do something with themselves. They can, however, study the conditions under which they came into being, discover where lie the chief sources of defect, and eliminate those sources of defect from the coming generation so as to remove from those who are still to be born the needless burdens the race has carried.


    এখনকার দিনের ইউজেনিসিস্টদের ডিসেপশানের আশ্রয় নিতে হয়, কারণ ঐ কথাগুলো বলা আর পোলিটিকালি কারেক্ট নয়। এখন বলতে হয়, আমরা নারীদের এম্পাওয়ার করতে চাই, চয়েস দিতে চাই, হ্যানা ত্যানা। কিন্তু যদি ইতিহাসের ফ্যাক্ট চেক করেন, তাহলে দেখবেন, ফ্যামিলি প্ল্যানিং এর মূল উদ্দেশ্য ছিল আনডিজায়ারেব্‌ল, ডিসগেনিক পপুলেশানের গ্রোথ কম করা।

    রকাফেলার ফাউন্ডেশান ইউজেনিস্টদের পয়সা দিয়ে সাপোর্ট করেছে। বিল গেটসের বাবা মার্গরেট স্যাঙ্গারের সংস্থা প্ল্যন্‌ড পেরেন্টহুডের প্রেসিডেন্ট ছিলেন। বিল অ্যান্ড মেলিন্ড গেট্‌স ফাউন্ডেশান যখন তৈরী হয়, শুরুতে তার টাকা পয়সা বিল গেট্‌সের বাবাই দেখাশোনা করতেন।

    ভ্যাকসিনেশানের সাথে ইউজেনিক্সের সম্পর্ক আছে। গেত্‌স ফাউন্ডেশানের মত রকাফেলার ফাউন্ডেশানও ছিল ভ্যাকসিনেশানের বড় ফ্যান। রকফেলারের পেট্রোলিয়াম কোম্পানী তোতালের সাবসিডিয়ারী দুটো ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানী আছে। স্যানোফি আভেন্তিস আর স্যানোফি পাস্তুর। এরা আবার আই জি ফার্বেন কোম্পানীর থেতে উদ্ভুত। সেই নাৎসী জার্মানীর আই জি ফার্বেন, যাতে জর্জ বেবি বুশের ঠাকুর্দা প্রেসক্ট বুশ টাকা পাঠিয়ে স্লভ লেবার ইউজ করে প্রফিট করতেন, এবং যেই কোম্পানীর অন্যতম প্রোডাক্ট ছিল গ্যাস চেম্বারের পয়জেনাস গ্যাস, জাইক্লন বি।
  • dri | 117.194.236.9 | ২৭ আগস্ট ২০১১ ২৩:০৪469858
  • ১৯৫৭ সালে মার্গারেট স্যাঙ্গার :


  • dri | 117.194.236.9 | ২৭ আগস্ট ২০১১ ২৩:১১469860
  • ১৯৯২ সালে সিটিজেন ম্যাগাজিনে বেরোনো একটা আর্টিক্‌ল।

    http://www.blackgenocide.org/sanger.html

    এতে দেখা যাবে, স্যাঙ্গারের কলীগরা আরো অ্যাগ্রেসিভ ছিলেন।

    At a March 1925 international birth control gathering in New York City, a speaker warned of the menace posed by the "black" and "yellow" peril. The man was not a Nazi or Klansman; he was Dr. S. Adolphus Knopf, a member of Margaret Sanger's American Birth Control League (ABCL), which along with other groups eventually became known as Planned Parenthood.

    Sanger's other colleagues included avowed and sophisticated racists. One, Lothrop Stoddard, was a Harvard graduate and the author of The Rising Tide of Color against White Supremacy. Stoddard was something of a Nazi enthusiast who described the eugenic practices of the Third Reich as "scientific" and "humanitarian." And Dr. Harry Laughlin, another Sanger associate and board member for her group, spoke of purifying America's human "breeding stock" and purging America's "bad strains." These "strains" included the "shiftless, ignorant, and worthless class of antisocial whites of the South."


    তুলনায় স্যাঙ্গার ছিলেন সংযত!

    Not to be outdone by her followers, Margaret Sanger spoke of sterilizing those she designated as "unfit," a plan she said would be the "salvation of American civilization.: And she also spike of those who were "irresponsible and reckless," among whom she included those " whose religious scruples prevent their exercising control over their numbers." She further contended that "there is no doubt in the minds of all thinking people that the procreation of this group should be stopped." That many Americans of African origin constituted a segment of Sanger considered "unfit" cannot be easily refuted.
  • dri | 117.194.236.9 | ২৭ আগস্ট ২০১১ ২৩:২১469861
  • সর্বোপরি, টিটেনাস ভ্যাকসিন দিচ্ছি বলে যাকে টীকা দেওয়া হচ্ছে তাকে না জানিয়ে কিছুটা অ্যান্টি-ফার্টিলিটি ভ্যাকসিন মিশিয়ে দেওয়াটা তো ঠিক 'ও:, সরি, মিসটেক! মিসটেক!' বলে কাটিয়ে দেওয়া যায় না।
  • dri | 117.194.236.9 | ২৭ আগস্ট ২০১১ ২৩:৩৪469862
  • ৯ই অগাস্ট অস্ট্রেলিয়ান মিডিয়াতে রিপোর্ট হয়েছিল, একটা ৭০ পাতার নেটো প্ল্যান লন্ডন টাইম্‌সের হাতে এসেছে, যাতে গদ্দাফির পতনের পরের মাসের প্ল্যানের ডিটেল আছে।

    It claims 800 serving Gaddafi government security officials have been recruited covertly to the rebel cause and are ready to form the "backbone" of a new security apparatus.

    ...

    The blueprint contains plans for about 5000 police officers now serving in units not ideologically committed to the Gaddafi regime to be transferred immediately to the interim government's forces to prevent a security vacuum.

    ...

    In the first minutes after the announcement that Gaddafi is no longer in control, a pre-recorded program of announcements by rebel leaders and clerics would initiate the Tripoli task force plan, call for calm and warn against revenge attacks on regime supporters. An FM radio station has already been prepared for the purpose in a nearby country. In the event of Gaddafi being killed or deposed, "strategic communications" planning suggests the NTC and its Western backers would be prepared to negotiate with his sons or what are described as "regime captains".
  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ০৭:৩৬469866
  • সে মেরি স্টোপস নিজে ইউজেনিস্ট হোন না কেন, যা ভেবেই করে থাকুন না কেন, সেটা কি blessing in disguise হয়নি ? এই এমপাওয়ারমেন্ট কি শুধুই ডিসেপশান নাকি ?
  • pi | 72.83.92.218 | ২৮ আগস্ট ২০১১ ০৭:৩৯469867
  • যে টিটেনাস ভ্যাকসিন গরীব ধনী নির্বিশেষে সবাই নেয়, তার মধ্যে কখনো , লাখে এক কেসে ( শিওর নই) অ্যান্টি ফার্টিলিটি কিছু মিশিয়ে ইউজেনিস্টদের লাভই বা কী ?
  • dri | 117.194.244.53 | ২৮ আগস্ট ২০১১ ২৩:৫৯469868
  • এম্পাওয়ার্ড না ডিসেনফ্র্যাঞ্চাইজ্‌ড, বলা শক্ত। পয়েন্ট অফ ভিউয়ের ওপর নির্ভর করে। মিড্‌ল ক্লাস, ওয়ার্কিং উওম্যান এটাকে এম্পাওয়ারমেন্ট হিসেবেই দেখে। কারণ তাদের কাচ্ছে বাচ্চা লায়াবিলিটি। বাচ্চা মানেই খরচ। গরীব মানুষের কাছে গল্পটা একটু আলাদা। তাদের বেশী বাচ্চা হলেই ভালো। মানুষ করার পেছনে খরচ নেই। উল্টে হেল্পিং হ্যান্ড। মোদ্দা কথা হল কে কটা বাচ্চা করবে সেটা তার ব্যাপার। রিপ্রোডাক্টিভ রাইট।

    প্রবলেমটা হয় যখন ক¾ট্রাসেপশান একটা চয়েস নয়, কম্পালশান হয়ে দাঁড়ায়। ইনভেসিভ পার্সুয়েশান, এবং তার টার্গেট গ্রুপ হল আসল সমস্যা।
  • dri | 117.194.244.53 | ২৯ আগস্ট ২০১১ ০০:০১469869
  • কী লাভ, সেটা তো ইউজেনিস্টদের জিজ্ঞেস করতে হবে। কারণ মেশানো যে হচ্ছে তার এভিডেন্স তো আছে।

    আমি শুধু গেস করতে পারি মাত্র। টেস্টিং।
  • dri | 117.194.244.53 | ২৯ আগস্ট ২০১১ ০০:০৪469871
  • পাইদি, এইসব বাজে কথা ছাড়ুন। আপনি ঝড়টা আসার সময় যে আকাশে সবুজ কালারের বিদ্যুতের মত কি একটা দেখলেন, ওটার ডেসক্রিপশান যতটা অ্যাকিউরেটলি সম্ভব এই টইতে লিখুন তো। টাইমটাও লিখুন, যেমন মনে পড়ছে। ঐটা হওয়ার সময় পারিপার্শিক ডিটেল যা মনে পড়ছে সব লিখুন।

    আমার একটু দরকার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন