এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিউজের নক্সীকাঁথা

    dri
    অন্যান্য | ০১ মে ২০১১ | ২৭৬৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.230.64 | ১৭ মে ২০১১ ২৩:৩৮469606
  • পাকিস্তানের সাথে ইউ এসের সম্পর্কও বিটার হচ্ছে দিনে দিনে। চীন অপেক্ষা করে আছে সুযোগ বুঝে সেই ভ্যাকুয়ামটি পূর্ণ করার জন্য। http://english.alarabiya.net/articles/2011/05/15/149168.html
  • dri | 117.194.230.64 | ১৮ মে ২০১১ ০০:০৬469607
  • লিবিয়ার যুদ্ধ চীন এবং রাশিয়াকে ঠেকিয়ে রাখার একটা প্লট। সিরিয়ার ডিস্টেবিলাইজেশানও তাই।

    রাশিয়া ভেঙ্গে যাওয়ার পর কাস্পিয়ান সী, ব্ল্যাক সীর চারপাশে তেলের রিসোর্সের ওপর খুব জোর ফাইট হয়েছিল। শুরুতে সব রিসোর্স প্রাইভেট হাতে চলে গিয়েছিল। রথসচাইল্ড ব্যাক্‌ড মিখাইল খোদোরকভস্কির ইউকোস অয়েলের হাতে ছিল অধিকাংশ রিসোর্স। পুতিন খুব শক্ত হাতে দেশের রিসোর্স প্লান্ডারিং ঠেকায়। এবং সরকারী গাজপ্রমকে শক্ত করে তোলে। খোদোরকভস্কিকে জেলে পোরে। ওয়েস্টার্ন নেশানদের এই গাজপ্রমকে খুব ভয়। কিকরে এর ইনফ্লুয়েন্স কমানো যায় সেইই চেষ্টায় সদা ব্যস্ত। গাজপ্রমের অ্যালাই ছিল ইটালি এনি কোম্পানী। এরা পার্টনারশিপে লিবিয়ার তেল তুলত। লিবিয়া আক্রমণ করে এনিকে জব্দ করাও একটা উদ্দেশ্য ছিল। এদিকে মেডিটেরানিয়ান সীতে সিরিয়ার সাথে চুক্তিতে রাশিয়ার একটা ফ্লিট ছিল। এখন আম্রিকা চেষ্টা করছে সিরিয়ার আসাদের সরকার ফেলে দিতে আপরাইজিং করিয়ে। যাতে রাশিয়াকে মেডিটেরানিয়ান থেকে সরানো যায়।
  • dri | 117.194.238.53 | ১৮ মে ২০১১ ২২:০৫469608
  • আম্রিকায় ব্যাঙ্কের বিরুদ্ধে অসন্তোষ একটু একটু করে দানা বাঁধছে।

    From San Francisco to Wall Street people are taking to the streets reminding governors and their friends on Wall Street and that they remember very well who tanked the global economy putting more than 8 million Americans out of work and creating a revenue crisis for many states. Hundreds protested inside and outside the Wells Fargo shareholder's meeting in San Francisco this week, and the big bank backlash is gaining steam.

    উইসকন্সিনে M&I ব্যাঙ্ক থেকে অনেকে মিলে একসাথে টাকা সরিয়ে নিল প্রতিবাদে।

    Wisconsin State AFL-CIO is the latest in a wave of businesses, organizations, and individuals who are closing their accounts with M&I Bank. Yesterday the federation closed out a $100,000 CD it held at M&I. Taxpayers bailed out M&I with $1.7 billion of TARP funds. Instead of repaying the money, M&I executives and employees gave $54,000 in political contributions to Governor Scott Walker. Plus, M&I is planning on paying its failed executives $71 millions in bonuses this year when the bank is sold to the Canadian-owned Harris Bank and will close its Milwaukee headquarters.

    আজকের কনটেক্সটে এটাই অসহযোগিতা আন্দোলন।

    http://www.commondreams.org/view/2011/05/06-5
  • dri | 117.194.238.53 | ১৮ মে ২০১১ ২২:১০469609
  • UCLA র কাছে ওয়েস্টউডে একটা আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকাল ট্রান্সফর্মার বার্স্ট করল। একটা ম্যানহোল কাভার ছিটকে এসে একটা বাসে লাগল। কোন ইনজিওরি হয় নি। http://www.latimes.com/news/local/la-me-westwood-explosion-20110518,0,5831729.story?utm_source=twitterfeed&utm_medium=twitter। বড্ড ট্রান্সফর্মার যাচ্ছে আজকাল।
  • dri | 117.194.238.53 | ১৮ মে ২০১১ ২২:১৫469610
  • জাপানে ভূমিকম্পের ঠিক আগে আপার অ্যাটমস্ফিয়ার গরম হয়ে উঠেছিল। ২০১০ এর হাইটির ভূমিকম্পের আগেও আপার অ্যাটমস্ফিয়ারে পরিবর্তন লক্ষ্য কর গিয়েছিল। http://www.technologyreview.in/blog/arxiv/26773/
  • dri | 117.194.238.53 | ১৮ মে ২০১১ ২৩:১৫469611
  • স্পেনে কিছুটা ইজিপ্টের ধাঁচে প্রোটেস্ট শুরু হল। মাদ্রিদের পুয়ের্তা দেল সলে। স্পেনে আনেমপ্লয়মেন্ট এখন ২০% এর ওপর। আর নতুন যারা চাকরীতে ঢুকবে তাদের মধ্যে আনেমপ্লয়মেন্ট ৪০% এর ওপর।

    http://www.bbc.co.uk/news/world-europe-13437819


    তবে এর কাভারেজ খুব লো প্রোফাইল। ইজিপ্টের মত নয়। যেন লুকিয়েই রাখতে চাওয়া হচ্ছে। এদিকে আর দিন পাঁচেকের মধ্যে স্পেনে ইলেকশান।
  • dd | 122.165.62.104 | ১৯ মে ২০১১ ১০:০১469613
  • ট্রান্সফর্মারের মরক চলছে মশাই,মরক। UCLA'র খপর পান। লুরুরটা জানেন না। প্রায়ই ধড়াম করে আওয়াজ করে ধোঁয়াটোঁয়া বার করে পাড়ার ট্রান্সফর্মার গুরুতর আহত হয়। আগুন বার হয়। গত হপ্তায় একজনের বারান্দায় ঝোঝুল্যমান একটি শাড়ি আর একটি চেককাটা লুংগীর শোচনীয় মৃত্যু ঘটে।

    সেই সময়েই একটি নেড়ী তার ন্যাজের দিকে ফিরে ফিরে অনেকক্ষন কেঁই কেঁই করে উতরোল করেছিলো,সঠিক মেডিকাল রিপোর্ট নেই।

    এ ছাড়া আমার বাড়ীতে অন না করা স্বঙ্কেÄও ছ্যার ছ্যার করে জল পরে যায় একটি ফ্লাস দিয়ে। আর একটা শাওয়ার জোর করে টিপে বন্ধ রাখলেও টপ টপ করে জল ঝড়ে যায়।

    (কোনো লিং নেই)
  • rimi | 24.42.203.194 | ১৯ মে ২০১১ ১০:০৩469614
  • ডিডিদা :-)))))))))))
  • dri | 117.194.227.55 | ১৯ মে ২০১১ ২১:৫০469616
  • স্পেনে বিভিন্ন শহরে প্রোটেস্ট অর্গানাইজ করা হচ্ছে। মাদ্রিদ, বার্সেলোনা, সারাগোসা, ভ্যালেন্সিয়া, সেভিয়া। মাদ্রিদের পুলিশ অথরিটি ডেমনস্ট্রেশানের পার্মিশান দেয় নি। বলেছে তাতে নাকি ভোটের প্রচার ব্যাহত হবে, এবং ভোটাধিকার হানি করা হবে। মাদ্রিদের মেট্রো স্টেশানগুলোতে অ্যানাউন্স করে বলা হচ্ছে পুয়ের্তা দেল সলে জটলা না করতে। প্রোটেস্টাররা ঠিক করেছে জমায়েৎ হবে। শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। পুলিশ তাড়িয়ে দিলে আবার পরে ফিরে আসবে।

    http://translate.google.es/translate?u=http%3A%2F%2Fnoticias.lainformacion.com%2Finteres-humano%2Fsociedad%2Fmegafonia-del-metro-advierte-de-que-no-acuda-la-gente-a-la-concentracion-de-sol-tras-el-dictamen-de-junta-electoral_GwkgZRzAq9gxeSTVj4Aj34%2F&sl=es&tl=en&hl=&ie=UTF-8

    কিছু ছবি, কমপ্লিট উইথ লোরিয়ালের বিজ্ঞাপণ। http://alt1040.com/2011/05/acampadasol-imagenes-desde-puerta-del-sol

    স্লোগানের পাঞ্চলাইনটি হল 'দেমোক্রাসিয়া রেয়ালিয়া' (রিয়েল ডেমোক্রেসি নাও)। লন্ডনের স্প্যানিয়ার্ডরাও স্প্যানিশ এম্ব্যাসির সামনে জড় হয়েছিল। খবর কাভার করল অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডও। http://news.smh.com.au/breaking-news-world/spanish-anticrisis-protesters-defy-ban-20110519-1eth8.html
  • pi | 72.83.97.171 | ১৯ মে ২০১১ ২২:০৬469618
  • ডুমসডে নিয়ে কিছু বলবেন না ?

    ও হ্যাঁ, ভ্যাকসিনের কন্সপিরেসির ব্যাপারটাতে আমি কিন্তু কনভিন্সড না। সময় পেলে পরে লিখব। খালি একট তথ্য জানতে চাই, আজ ইস্তক এত যে কোটি কোটি ভ্যাকসিনেশন হয়েছে, তার মধ্যে দিয়ে 'জিন' ঢোকানোর একটাও প্রমাণ আছে ?

  • dri | 117.194.227.55 | ১৯ মে ২০১১ ২২:১৮469621
  • পাকিস্তান আর কথা শুনছে না। বিরক্ত হয়ে ফান্ড কাট করার কথা বলল আম্রিকা। http://www.detnews.com/article/20110518/NATION/105180351/1020/nation/Frustrated-U.S.-warns-Pakistan-of-cuts-in-aid

    আর ওদিকে পাকিস্তানও আর কেয়ার করে না। ফান্ড পাকিস্তান চীনের থেকেও অনায়াসে পেতে পারে। চীনও সতর্ক করল আম্রিকাকে।

    China has warned in unequivocal terms that any attack on Pakistan would be construed as an attack on China. Beijing has advised Washington to respect Pakistan's sovereignty and solidarity and this was formally conveyed to the United States at last week's China-US strategic dialogue and economic talks.

    http://www.paktribune.com/news/index.shtml?239475
  • dri | 117.194.227.55 | ১৯ মে ২০১১ ২২:২১469622
  • ডুমসডে কবে?
  • dri | 117.194.232.242 | ১৯ মে ২০১১ ২২:৫৮469623
  • আর ভ্যাকসিনে জিন ঢুকিয়ে দেওয়ার ব্যাপারটাও বুঝলাম না।

    ভ্যাকসিন নেওয়ার পর এফেক্ট ভালো হয়নি এরকম এভিডেন্স আছে।

    যেমন পোল্যান্ডে হোমলেসদের ওপর সোয়াইন ফ্লু ভ্যাকসিনের এক্সপেরিমেন্ট হয়েছিল তাতে ২১ জন মারা গেছিল। http://www.telegraph.co.uk/news/worldnews/europe/poland/2235676/Homeless-people-die-after-bird-flu-vaccine-trial-in-Poland.html। এটা সম্ভবত নোভার্টিসের ব্যাচ ছিল।

    তারপর ২০০৯ এর ব্যাক্সটারের ভ্যাকসিনের ব্যাচটা? http://www.scribd.com/doc/22587893/The-Flu-Case-Baxter-WHO

    http://articles.timesofindia.indiatimes.com/2009-03-06/science/28031594_1_h5n1-hybrid-virus-bird-flu

    আরো আছে। আমি এই ভ্যাকসিনের কনস্পিরেসিটা থেকে একটু ডিট্যাচ্‌ড এই মুহুর্তে। কিন্তু যখন ব্যাপারটা ঘাঁটছিলাম, যথেষ্ট কেস ছিল যার থেকে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারারের ইন্টেন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করা যেত।
  • dri | 117.194.232.242 | ১৯ মে ২০১১ ২৩:১৩469624
  • কতগুলো কেস স্টাডি করে দেখুন। ১৯২১ সালে ক্যানসাস সিটিতে স্মলপক্স ভ্যাকসিনেসান। ১৯২৪ সালে পিটসবার্গে স্মলপক্স ভ্যাকসিনেসান। ১৯৫৮ সালে টেনেসিতে পোলিও ভ্যাকসিনেসান। ১৯৭৬ এ সোয়াইন ফ্লু ভ্যাকসিনেসান। গাল্ফ ওয়ারে এ গাল্ফ ওয়ান সিনড্রোমের সাথে ভ্যাক্সিনেসানের কানেকশান।

    দেখুন তো কি পান।
  • dri | 117.194.232.242 | ১৯ মে ২০১১ ২৩:১৭469625
  • ৮৭ সালের ১১ই মে লন্ডন টাইমসে একটা আর্টিক্‌ল বেরিয়েছিল,

    Smallpox vaccine 'triggered Aids virus'

    http://www.wanttoknow.info/870511vaccineaids
  • dri | 117.194.228.55 | ২০ মে ২০১১ ২২:০২469628
  • কৈ, ডুমসডে কৈ?
  • pi | 128.231.22.150 | ২০ মে ২০১১ ২২:০৫469629
  • আমিও তো তাই জিগিয়েছিলাম।
    তবে যে এনারা কয়েছিলেন ....
    http://judgementday2011.com/may-21-doomsday/

  • dri | 117.194.228.55 | ২০ মে ২০১১ ২২:১১469630
  • ব্রাজিলের মারান্‌হাও স্টেট ইউনিভার্সিটির এক অধ্যাপক বলছেন, High-power ELF radiation generated by modulated HF heating of the ionosphere can cause Earthquakes, Cyclones and localized heating

    The High Frequency Active Auroral Research Program (HAARP) is currently the most important facility used to generate extremely low frequency (ELF) electromagnetic radiation in the ionosphere. In order to produce this ELF radiation the HAARP transmitter radiates a strong beam of high frequency (HF) waves modulated at ELF. This HF heating modulates the electrons’ temperature in the D region ionosphere and leads to modulated conductivity and a time-varying current which then radiates at the modulation frequency. Recently, the HAARP HF transmitter operated with 3.6GW of effective radiated power modulated at frequency of 2.5Hz. It is shown that high-power ELF radiation generated by HF ionospheric heaters, such as the current HAARP heater, can cause Earthquakes, Cyclones and strong localized heating.

    যারা বোঝেন তারা পড়ে এই ডকুমেন্টটার মেরিট যাচাই করতে পরেন। http://hal.archives-ouvertes.fr/docs/00/59/25/49/PDF/ELF_Earthquakes.pdf
  • dri | 117.194.228.55 | ২০ মে ২০১১ ২২:১৮469631
  • ঐ সাইট থেকে বোঝা যাচ্ছে কি, কী এক্স্যাক্টলি হবে কাল? আমি ঠিক বুঝলাম না।
  • dri | 117.194.228.55 | ২০ মে ২০১১ ২২:২৩469632
  • এদিকে চীন এবং পাকিস্তানের মৈত্রী খুব র‌্যাপিড পেসে এগিয়ে যাচ্ছে। চীন জাস্ট এই কদিনের কথায় এক্ষুনি পাকিস্তানকে ৫০টা ফাইটার জেট দিয়ে দিল! মানে ইমিডিয়েটলি ডেলিভারী পেয়ে যাবে। আর খরচাটা চীনের।

    http://www.nytimes.com/2011/05/20/world/asia/20pakistan.html?_r=3
  • dri | 117.194.228.55 | ২০ মে ২০১১ ২২:৩৩469633
  • এবং চীনের সাথে অ্যালায়েন্স বাড়া মানেই আমেরিকার সাথে বেশী অশান্তি। পাক ইন্টেলিজেন্স চীফ পার্লামেন ফ্লোরে দাঁড়িয়ে আম্রিকার সমালোচনা করেছেন। অর্থাৎ আর এই রিলেশান টানতে চাইছে না পাকিস্তান। তো এবার পাকিস্তানে অন দা গ্রাউন্ড মারপিট শুরু হয়েছে পাকিস্তান আম্রিকার। এগুলোকে দুপক্ষই আল কায়েদার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে।

    ৭০ জন আর্মড মিলিট্যান্ট পাকিস্তানের সিকিউরিটি পোস্ট আক্রমণ করেছিল। http://www.reuters.com/article/2011/05/18/us-pakistan-violence-idUSTRE74H14020110518

    আবার ইউ এস কনসুলেটের গাড়িতেও হামলা হয়েছিল। http://www.nytimes.com/2011/05/21/world/asia/21pakistan.html

    চতুর্থ নিউক্লিয়ার রিয়্যাক্টার চটপট ফিনিশ করছে পকিস্তান। http://www.foxnews.com/world/2011/05/17/pakistan-rushes-finish-construction-fourth-nuclear-reactor/
  • dri | 117.194.228.55 | ২০ মে ২০১১ ২৩:২৩469638
  • আনওয়ার আল-আওলাকি, অর্থাৎ ভাবী বিন লাদেন যার কথা আগেই বলেছি এবার এলেন ফক্স নিউজে। ওনার সম্বন্ধে একটি চাঞ্চল্যকর তথ্য বার করেছে ফক্স। আল আওলাকি নাকি ৯১১ এর কিছুদিন পরেই পেন্টাগনের গেস্ট স্পীকার ছিলেন! (উইংক উইংক)

    http://nation.foxnews.com/anwar-al-awlaki/2011/05/19/exclusive-new-details-emerge-radical-imams-lunch-pentagon
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন