এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • swamider proti bouder kortobber talika somporke ki chu motamot .....

    k
    অন্যান্য | ২২ এপ্রিল ২০১১ | ৪৩৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.28.201 | ২৫ এপ্রিল ২০১১ ২৩:১২471092
  • চান করার সাথে রান্নার ভয়ানক সম্পক্ক আছে। চিংড়িটা চান করেছে কিনা সেটাও জানা দরকার। সব রেসিপি আলাদা আলাদা।
  • sayan | 12.20.48.10 | ২৬ এপ্রিল ২০১১ ০০:১৩471093
  • শুধু তাই নয়, চিংড়িদের উপবীত খুলিয়ে তবে চান করাতে হয়। নইলে কেলো!
  • ranjan roy | 122.168.207.113 | ২৬ এপ্রিল ২০১১ ০২:৫৭471094
  • আমি চিংড়ির মালাইকারি খেতে জানি। শিবাংশু, কল্লোল, কাবলিদা সাক্ষী, ম্মাকালী!
  • ranjan roy | 122.168.207.113 | ২৬ এপ্রিল ২০১১ ০৩:০৫471095
  • কেডিদা,
    বকলসটা একট ঝোলালোম লাসা কুকুরের। আমার জন্যে অদৃশ্য বকলেস।
    আচ্ছা, শমীকের এপিসোড ''হাই টেনশন''এ দেখলাম। আমারটা আগামী সোমবার ২ তারিখে। আপনার ও কল্লোলের কবে জানাবেন।
  • pi | 72.83.97.171 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:৫৭471096
  • এই টইতে ঐশিক আসবে না ?
  • Bratin | 122.248.183.1 | ২৬ এপ্রিল ২০১১ ১০:০৬471097
  • বোধি, শর্ত মেনে নিলেই হল। কিন্তু তার রাজনৈতিক চিন্তাধারা আমি প্রভাবিত করবো কেন? সেটা তো হবে 'বৌ র স্পেস' এ হস্তক্ষেপ । তাই না। (৫ নম্বর শর্ত)
  • h | 203.99.212.53 | ২৬ এপ্রিল ২০১১ ১১:২০471098
  • অনিল চ্যাটার্জী একবার চৌরংগী তে জিতে গেছিলেন, বামফ্রন্টের প্রার্থী হিসেবে। এমনিতে সে আমলে প: ব: তে ২৯৩ টা সিট জিতলেও এই সিটে কং জেতার কথা। তো রেজালট বেরোনোর পোরে রাতের দিকে কেউ একটা সাহস করে জ্যোতি বাবু কে ফোন করে। কথোপকথন্টি সম্ভাব্য এবং লোককথা মাত্র।

    জেবি: - 'বলুন'।
    কম: - 'জ্যোতিবাবু?'
    জেবি: - 'বলুন'।
    কম: - ' জ্যোতিবাবু আমরা জিতে গেছি।'
    জেবি: - ' হুঁ।'
    কম: - 'অনিল দা জিতে গেছেন'।
    জেবি: - 'হুঁ'
    কম: - ' জ্যোতিবাবু আমরা চৌরংগী তে জিতে গেছি।'
    জেবি(গলায় বিন্দুমাত্র উত্তেজনা ছাড়াই): - ' সে তো ভায়ানক ব্যাপার'।
    এর পরে কিছুক্ষন টেলিফোনে নৈ:শব্দ। তারপরে কটাং।

    তো বোতিন এর পোস্ট শুনে বুঝলাম, এই লিস্টা তালে খুব ই সিরিয়াস। এবং একটা ভায়ানক ব্যাপার।

  • Bratin | 122.248.183.1 | ২৬ এপ্রিল ২০১১ ১১:৩৪471099
  • লিস্ট র কিছু কিছু সিরিয়াস তো বটেই ।তবে আমার যা মনে হয়। অনেকে আমার সাথে একমত নাও হতে পারে । তবে এই গুলো পেলেই আমি খুশী।
  • rimi | 168.26.215.135 | ২৬ এপ্রিল ২০১১ ২০:১৬471100
  • হানুদা আসল কনফ্লিক্টের জায়গাটাই ধরতে পারে নি। এ সিপিএম, ও তৃণমূল, এ পাঁচ চামচ চিনি খায়, ও চিনি ছাড়া, এসবই ম্যানেজ করা যায়। আসল ঝামেলা হবে যদি বৌ এবং ব্রতীন দুজনেই রোজ সকালে, শীত গ্রীষ্ম নির্বিশেষে বেড টি চায়। একেবারে ডেডলক প্রবলেম :-(

  • Tim | 198.82.28.20 | ২৬ এপ্রিল ২০১১ ২০:৫০470868
  • মোটেই ডেদলক না। হয়, চা করার সরঞ্জাম নিয়ে ঘুমোতে যেতে হবে, নয়ত চায়ের দোকানে বলে রাখতে হবে, তারা বেড্রুমে এসে চা দিয়ে যাবে।
  • dukhe | 117.194.234.86 | ২৬ এপ্রিল ২০১১ ২০:৫৩470869
  • বেড বিয়ার খান । মাথার কাছে বোতল নিয়ে ঘুমোন । সলভড ।
  • shrabani | 59.94.96.52 | ২৬ এপ্রিল ২০১১ ২১:২৪470870
  • ব্রতীন একখানা বীরের মতো লিস্ট প্রকাশ করে আবার মহাবীরের মতো এই টই তে মহিলাদের অংশ নেওয়ার জন্য ডাকছে। কেউ ব্রতীনের অর্দ্ধাঙ্গিনীকে ডেকে নিয়ে এসে বালেনক টা ভালো করে বুঝিয়ে দিক, তারপরে আর কাউকে কিছু লিখতে হবেনা,ঐ "প্রথম পাঁচটা" কাউন্ট অচিরেই জিরো থেকে নেগেটিভে পা বাড়াবে!
    তবে ব্রতীনের লিস্ট পড়ে আমার এটা ওর ভেবে চিন্তে লেখা বলে মনে হয়না। এরকম একখানা লিস্টের দুচারখানা পয়েন্টের উল্লেখমাত্র করতেও বড় বড় বীরেদের বুক কাঁপবে, সেখানে একটা বাচ্চা ছেলে.... শীগগির টীকাটিপ্পনী অ্যাড করা শুরু করুক, "মানে আসলে আমি বলতে চেয়েছিলাম...." ইত্যাদি
    যাক তবে ঐ স্পেসের ব্যাপারটা মন্দ নয়, আসলে ওটাই সবকটা পয়েন্ট। বেড টীও নিজের নিজের স্পেসে নিজে নিজে বানিয়ে খাবে ইত্যাদি।
  • Tim | 198.82.26.146 | ২৬ এপ্রিল ২০১১ ২১:২৭470871
  • হ্যাঁ স্পেস আর টাইম। এরপর বোতিন্দাকে টাইম ট্রাভেল করে করে বেডটি খেতে হবে। রিসাইক্লিং এর চূড়ান্ত।
  • M | 59.93.247.152 | ২৬ এপ্রিল ২০১১ ২১:৩১470872
  • আগেরদিন বানিয়ে ফ্ল্যাস্কে(এইরে রিস্কা/রিক্সা কেস হয়ে গেলো) রেখেদিন মহায়েরা,ঝামেলি নেই তো,খালি চোখ খুলে ঢেলে নিলেই তো হলো, নাকি তাতেও ল্যাদ?
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১১ ২১:৩৮470873
  • এই বেড টির কনসেপ্টটাই কেমন জানি। কিকরে যে লোকে মুখ না ধুয়ে কিছু খায়।
  • shrabani | 59.94.96.52 | ২৬ এপ্রিল ২০১১ ২১:৩৯470874
  • আমার বর সকালে কফি খায় শুনে আমি চায়েতে সেটল করেছিলাম, তাও আবার দুধ চিনি ছাড়া(যদি কোনোদিন মুড হয় কফি না বানিয়ে চা খাবে, সে সম্ভাবনার গুড়ে কোল্লম সীবীচের বালি দিতে)। প্রথম প্রথম অসুবিধে হত ঐ বিচ্ছিরি পদার্থটা খেতে, পনের বছরের এপারে অভ্যেস হয়ে গেছে!
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১১ ২১:৪৭470875
  • আমাদের বাড়ির কাজের অ্যাকাউন্ট মেন্টেন করতে জন্য ভাবছি পিপল সফটের হোম এডিশনটা ইমপ্লিমেন্ট করব। ওদেরটাই ভালো সাপ্তাহিক ড্যাশ বোর্ড আছে, কোন এক বিশেষ সপ্তাহে কেউ ছাড় নিলে তার জন্য পরের সপ্তাহে বর্ধিত টার্গেট সেট করা যায়। ওরাকলের টা দেখলাম কিন্তু ওদের আবার ড্যাশ বোর্ড ফিচারটা নেই।

    বলুন না আপনারা কি ভাবছেন?
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১১ ২১:৫২470876
  • ও বলতে ভুলে গেছি, পিপল সফটের সফটওয়ারটায় আবার ইন্টারন্যাশনালাইজেশন করা যায়। যেমন ধরুন যারা বিদেশে থাকে তারা যখন দেশে গেল তখন সেই সময়ে কে কি করবে, কিভাবে করবে, লোড ব্যালান্সিং সবই সফটওয়ার হ্যাণ্ডেল করবে। হেবি লেগেছে আমার।
  • M | 59.93.247.152 | ২৬ এপ্রিল ২০১১ ২১:৫৭470877
  • আকা, যা বলছো বাঙলায় আর বিশদে বলো দিকিনি।
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১১ ২২:১২470879
  • এই নিয়ে আমার একটা প্রবন্ধের জন্য অপেক্ষা করুন। ;)
  • kd | 71.183.177.133 | ২৬ এপ্রিল ২০১১ ২২:৩২470880
  • বেড টী'র সঙ্গে বৌএর কী সম্পর্ক বুঝলুম না। আমি তো এখনও বেড-টী পাই বৌ ছাড়াই (যদিও আমারটা টেকনিকালি বেড-টী না, থ্রোন-টী)।
  • Nina | 68.84.239.41 | ২৭ এপ্রিল ২০১১ ০৫:৫৪470881
  • আরে বাহ! আকার সঙ্গে বেশ মেলে আমার--সত্যি জীবনে বেডটি খাইনা--মুখ নাধুয়ে খাওয়া--ম্যাগো! হে হে আমার সাহেবও খায়না---খেলেও বানিয়ে দিতুমনা।
    আর তারপর এই নতুন অফিসে এবার পিপলস্ফটে কাজ কত্তে হবে:-( আটকালেই তালে --আকা হেল্পাবে :-)
  • Bratin | 117.194.96.3 | ২৭ এপ্রিল ২০১১ ১২:৩২470882
  • কাবলি দার মতোন পোড় খাওয়া মানুষ এই ভুল টা করবেন বুঝতে পারি নি। আরে বেড টি কী শুধু চা ? তাতে বৌর ভালোবাসা মিশে নেই। সেটা ছাড়া দিন শুরু হবে কী করে?

    রিমি কে, ডেটাবেসের লোক মনে হচ্ছে? 'ডেডলক' বাললে তো!! না না তিনি দিনে ২ বার চা খান। আর বেড টির বায়ানাক্কা নেই।:-))

    শ্রাবনী দি, ঠিক। লিখতে লিখতে লেখা। তবে এটাই আমার ই লিস্ট। কারোর সাথে না মেলার সম্ভাবনাই বেশী।

    আমি বিশেষ পান করি না তাই (৭) নম্বর পয়েন্ট সব্বর কথা ভেবে লেখা। তবে (৬) নম্বর টা সত্যি আমি বৌ কে বার বার বলি। ও বড় বেশী হিসেবী সব ব্যাপারে। সেটা আমর খুব অপছন্দ।
  • dukhe | 117.194.239.166 | ২৭ এপ্রিল ২০১১ ১৪:২১470883
  • সে তো বটেই । বেহিসেবী না হলে কেউ খোলা পাতায় এই লিস্টি দিতে সাহস পায় ?
    যারা ভগবান আর বৌ ছাড়া কাউকে ভয় করে না, তাদেরও এত বুকের পাটা নেই ।
  • I | 14.96.128.9 | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৫৯470884
  • দুখের কাছ থেকে এইটা আশা করি নাই :-(

    ভগবান আর বৌ কি আলাদা রে পাগল? বৌ ভগবান বলো ভগবান, বিজ্ঞান বলো বিজ্ঞান। কারণ ইহা সর্বশক্তিমান। অতএব সত্য।
  • dukhe | 117.194.241.190 | ২৭ এপ্রিল ২০১১ ১৭:১০470885
  • কান ধরে ক্ষমা চাই ।
    অ্যাকচুয়ালি ভগোমান আছেন কিনা এই নিয়ে এট্টু সন্দ ছিল । এইবার কিলিয়ার হয়ে গেল ।
  • de | 59.163.30.2 | ২৭ এপ্রিল ২০১১ ১৭:২৬470886
  • :))))

    ব্রতীন,

    উল্টো দিকের লিস্টিটা লিখলে না?

    আসলে ছেলে-মানুষ থেকে মানুষ বানানোর দুটো স্টেজ -- কিছু কিছু ক্ষেত্রে ( খুব কম )প্রথম স্টেজে বাবা-মা কিছুটা (%) কাজ সেরে রাখেন-- পরের স্টেজে কমপ্লিট মানুষ বানানোর পুরোপুরি দায়িত্ব (বাকি ৯৫%) বৌদের! এবার যে যেমন বানায়!
  • til | 114.198.46.114 | ২৭ এপ্রিল ২০১১ ১৮:২০470887
  • ডিভোর্স যদি কেবল মাত্র ৫০০ ডলার ফী আর no questions asked হয় তখন সকলে সমঝে চলবে; কারণ বাড়ী, গাড়ী ম্যায় পি এফ অবধি আধা আধা। আর ছানা পোনা ১৮ না হওয়া অবধি একেবারে পোষ্ট-ট্যাক্স মাইনের অংশ সোজা অন্যের অ্যাকাউন্টে! দেখি তো, চাকরী চলে গেলে তার পর পরই বউ ও চলে যায়!
  • rimi | 168.26.215.135 | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৫৯470888
  • ব্রতীন, তাঁর চা খাবার বায়নাক্কা নেই বলেই তো বেঁচে গেছ, নইলে তোমাকে লিস্টি থেকে ২ নম্বর কেটে দিতে হত তো :-)

  • dukhe | 117.194.240.206 | ২৭ এপ্রিল ২০১১ ২০:৪৫470890
  • অঙ্কটা তাহলে এরকম । দুজন লোক (বাবা মা) যদি ৩০ বছরে ৫% মানুষ করে, তাহলে একজনের (বৌ) বাকি ৯৫% করতে কতদিন লাগবে ?
    এখন বুঝছি কেন মানুষ হলাম না । হবও না বোধহয় । অত সময় কি আর দিতে পারব ?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন