এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • swamider proti bouder kortobber talika somporke ki chu motamot .....

    k
    অন্যান্য | ২২ এপ্রিল ২০১১ | ৪৩৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 14.96.177.236 | ২৭ এপ্রিল ২০১১ ২১:৪৩470891
  • না: । দুখের এখনো কিলিয়ার হয় নাই। দুজন "লোক'এর সঙ্গে একজন আস্ত "ভগবান'এর তুলনা করে ঐকিক নিয়ম কষতেছে।

    হা, দুখের কী হবে ! ভগবান, দুখেরে বোধ দাও। একখান ভগবান দাও।
  • Bratin | 117.194.101.153 | ২৭ এপ্রিল ২০১১ ২২:১৪470892
  • দে, বাবা ও মা = ৫%
    বৌ = ৯৫% । গার্ল ফ্রেন্ডের( স্টেডি না নড়বড়ে) ভুমিকা লিখলে ব্যাপারটা আরো স্পষ্ট হত।

    বড় ব্যথা দিলে হে। তোমাকে লজিক্যাল লোক বলে জানতাম। ৫% চক্করে সেটা একটু ঘেঁটে গেল!! :-))

    ও পক্ষের লিস্ট টা কালকে লিখবো। একটু ভেবে নি।
  • dukhe | 117.194.231.139 | ২৭ এপ্রিল ২০১১ ২২:২৪470893
  • ঠিক ঠিক । বাবা মা আর ভগোমান গুলানো ঠিক না । তবে আমার ভগোমানের বোধহয় বিভূতি কম আছে । স্পন্ডিলোসিস সারাতে পারে না । সর্দিজ্বরও না ।
    তবে ঐকিক নিয়ম আর ত্রৈরাশিক গুলানূ ঠিক না ।
  • Tim | 198.82.24.95 | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩০470894
  • ও পক্ষের লিস্টটাও বোতিন্দা লিখবে?
  • aka | 168.26.215.13 | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩২470895
  • বোতীনকে এবারে একটা প্যাড, গ্লাভস, আর থাইপ্যাড দেওয়া হোক। আর কি কি লাগবে ভগবানই জানেন। জয় মা।
  • rimi | 168.26.215.135 | ২৭ এপ্রিল ২০১১ ২২:৩৪470896
  • ঐ পক্ষের লিস্টি লেখার অধিকার ব্রতীনকে কে দিলো? তাও আবার "ভেবে নিয়ে"??
    প্রবল প্রতিবাদ করে নিয়ে কাজে গেলাম।
  • I | 14.96.177.236 | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪২470897
  • অ্যাইত্তো, আকাদা হ্যাজ কাম টু দ্য পয়েন্ট। জয় মা ! আকা বাঙ্গালীর ছেলে বটে। এইডেই আসল কথা। যে ভগমানেরে মাতৃরূপে ভজনা করো। বাঙালীর কবি, বাংলার সাধক যুগে যুগে বং-খোকাগণেরে এ কথা বুঝায়ে পারতেছেন না। তাই বাংলার ভাইগ্যাকাশে এ ঘোর দুর্দিন, এত ভগ্নাংশ-ত্রৈরাশিকের ঘনঘটা।
    সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
    তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি।

    রে ব্রতীন, তুমি নাস্তিকতা পরিহার করো, ধর্মপথে চলো, ভগমানের কর্তব্যের লিস্টি বানান ছাইড়্যা দ্যাও। ভগমানেরে অ্যাগবার মা বলিয়া ডাকিয়া দ্যাখো। নৈতত তয্যুপপদ্যতে।
  • Arpan | 112.133.206.18 | ২৭ এপ্রিল ২০১১ ২২:৪৫470898
  • ডাগদারটাও তিনোমুলি হৈয়্যা গ্যালো। :(
  • dukhe | 117.194.231.139 | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২৪470899
  • অ্যাকখান সরল কৌতূহল আছে ।
    আমার ভগোমানখান - যা কইলাম - এট্টু উইক গোছের । পুরা ভগোমান হয় নাই য্যান । মানে হয়তো ৫% হইছে । মাইলস টু গো । বাকি ৯৫% ভগোমান বানায়ে দেওয়া কি আমার কত্তব্য ?
    পারলে ব্রতীনই পারবে ।
  • r.h | 198.175.62.19 | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩৮470901
  • ভগবান আর দেবতা এক নয়, না?
  • saikat | 180.215.76.68 | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৪৬470902
  • শুধু অবাক হয়ে লক্ষ্য করার মত, ব্রতীন ছাড়া আর কেউ সাহস করে একটা লিস্টও দিল না। এত ডাগটার-ইনজিনীয়ার-কবি ইত্যাদি তাদের কোন লিস্ট নেই? দাবী নেই ? এভাবে স্বামীরা বাঁচে?
  • kumudini | 122.162.231.228 | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৫৪470903
  • হা:,হা:,প্রথম পাতায় কুমু ও নীনা এই কথা লিকে দিয়েচিল।
  • Bratin | 117.194.98.142 | ২৮ এপ্রিল ২০১১ ০৮:১৮470904
  • রিমি দে বলছিলো। আহা শোনো ই না লিস্ট টা। টেনে খেলাবো না :-))

    ১। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা সবাই এক সাথে থাকি। কাজেই এখানে স্বামীর ভুমিকা হল ৩rd পার্টি Project manager র মতোন। মা কে যদি dev টিমের লিড আর বৌ কে testing team র লিড ধরা যায়। তবে Project manager r কাজ হল নিরপেক্ষ ভাবে প্রত্যেক টা ব্যাপার ( বা বাগ) দেখা। আর নিজের বুদ্ধি দিয়ে তার সমাধান। ভুলেও কাউকে টেনে না খেলানো। প্রথম প্রথম এটা ভালো হবে না তবে আস্তে আস্তে উন্নতি হবে।

    ২। এই টাও খুব imp বৌ নতুন শাড়ী বা সালোয়ার বা নয় কিছু পড়লেইতার দিকে মুগ্‌ধ দৃষ্টি চাইতে হবে ( প্রথম মেয়ে পড়া ছেলে বা মেয়ে বা ফুলসজ্জের কথা মনে করুন!!) । সম্ভব হলে কবে এই ড্রেশ টি কেনা হল সেটা স্মৃতি থেকে বলতে হবে আর রং নির্বাচনে পারদর্শিতার কথা অকপটে স্বীকার করতে হবে। ( আর যদি জানা থাকে ড্রেশ টি মাতৃপক্ষ থেকে এসেছে সেক্ষেত্রে প্রশংসার মাত্রা টা এক কাঠি ওপরে করলে ভালো হয় :-)!!)

    ৩। নিয়ম করে মাসে অন্ত:ত ১ বার সিনেমা দেখতে নিয়ে যাওয়া এবং বাইরে খাওয়া। টাইম পারমিট করলে আরো বেশী বার।

    ৪। শ্বশুর বাড়ির কারোর বিশেষ করে শ্বাশুড়ি র ভুলেও প্রসংশা না করা।

    ৫। সব থেকে মনে রাখতে হবে বৌ অন্য একটা বাড়ি থেকে আসা মেয়ে তার ধ্যান/ধারনা শ্বশুর বাড়ির সঙ্গে নাও মিলতে পারে।কাজেই এক্ষেত্রে রাড্যিক্যাল চেঞ্জ আশা করা চাপের। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক্টই সহজ হয়ে যায়। স্বামী কে এখানে বর্মের কাজ করতে হবে।

    আপাতত: এই।
  • rimi | 24.42.203.194 | ২৮ এপ্রিল ২০১১ ০৯:০৫470905
  • ৫ নম্বর দেখে আমি হতবাক!! :-((
  • 9 | 202.12.118.61 | ২৮ এপ্রিল ২০১১ ০৯:১০470906
  • এই লিস্টিটা কি সিরিয়াসলি লেখা?!!!!! :-O
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১০:০১470907
  • আচ্ছা একটু মডিফাই করা যাক ' দরকার পড়লে' । আমি ক্ষেত্রে বিশেষে দেখেছি। :-))

    ৫। মেয়ে এবং স্ত্রী রা উপহার পেতে ভালো বাসে। কিন্তু উপহার মানেই মহার্ঘ্য হতে হবে এমন নয়। ধরুন বেল ফুলের সময় ২/৩ মালা নিয়ে গেলে গেলেন। বা জুঁই র সময়ে জুঁই। খুব কাজে দেয়।
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১০:১০470908
  • ৬। এক কথায় বলতে গেলে স্ত্রী রা সব সময় অ্যাটেনশান দাবি করে। ( ছোট খাটো ব্যাপারেও - বিশেষ করে যারা চাকরী করেন না । তাদের ক্ষেত্রে এই সমস্যা আরেক টু বেশী। ) যেমন ধরুন আজকে ধোঁকার ডালনা টা গোলা হয়েছে। পর্দা টা আজকে কাচলে নাকি - বেশ ছেড়েছে তো!! এই বেড শীট টা আগে দেখি নি তো? নতুন কিনলে? বেশ বেশ । ইত্যাদি ইত্যাদি!!
  • kumudini | 59.178.56.137 | ২৮ এপ্রিল ২০১১ ১২:০৮470909
  • ব্রতীন,:-)(
    হাসব না কাঁদব বুইলাম না,তাই এই ইমো।
    বিবাহিত একটি মেয়ে কি এত নাবালিকা যে ২,৩,৪,৬এর দরকার পড়বে???
  • dukhe | 122.160.114.85 | ২৮ এপ্রিল ২০১১ ১২:১০470910
  • ১ আর ৫ কে (৫ আবার দুখানা) ছেড়ে দিলেন ?
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১২:১৩470912
  • কুমু দি, তুমি গুছিয়ে সাজলে আর বর জাস্ট মন দিয়ে IPL দেখছে । তোমাকে লক্ষ্য ই করলো না। তুমি কি রেগে যাবে না??

    মেয়ে রা অ্যাটেনশন দাবি করে না। এটা শুনলে ' ঘুড়ায় হাসবে কত্তামা' :-))
  • dukhe | 122.160.114.85 | ২৮ এপ্রিল ২০১১ ১২:২০470913
  • শুধু বৌকে অ্যাটেনশন দেওয়াই কত্তব্য ? আর চিয়ারগার্লদের প্রতি কোন কত্তব্য নেই ?
  • kumudini | 59.178.56.137 | ২৮ এপ্রিল ২০১১ ১২:৩৪470914
  • ব্রতীন,
    প্রথম কথা হল, এই বিশাল চেহারার কারণে আমি সাজি খুব কম।
    দ্বিতীয় কথা,আমি সাজলে আমার কত্তা সেটা লক্ষ্য করবেন এবং তারপর আবার কিছু মধুর কথা বলবেন,এটা সম্পূর্ণ অসম্ভব।বরাবরই তাই।
    কিন্তু তাতে কোন সমস্যা নেই তো।
    আর মনোযোগ সব মানুষই চায়-বিশেষ করে মেয়েরা কেন?

  • de | 59.163.30.2 | ২৮ এপ্রিল ২০১১ ১২:৩৯470915
  • আর কমেন্ট দেব না -- ব্রতীনকে খালি একটাই কোচ্চেন, কদ্দিন হলো তোমার বিয়ে হয়েছে? :))
  • dd | 124.247.203.12 | ২৮ এপ্রিল ২০১১ ১২:৪০470916
  • বোতীনের ছয় নং টা ভালো করে পড়বেন আর মুখস্ত করবেন।

    নইলে কয়ে দেবেন পর্দাটা আজকে কাচলে না কি? ও, তাই এতো ঘোলা লাগছে। বা ধোঁকার ডালনাটা কি নতুন কিনলে?

    বা আরো খারাপ হতে পারে "আরে আরে:, এই নতুন বেডশীট তাতো অতি চমৎকার। ও, ওটা তোমার শাড়ী বুঝি, যেটা তোমার দাদা দিলো এবার?'

    বা "আহা নারকেলের আলু ঝোলটা তো অতি ভালো রেঁধেছো। সেক্ষী? ওটা আদতে চিংরীর দমদমা ছিলো? টের পাই নি তো।"
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১২:৪১470917
  • ৮ + । কেন? তাতে কী? :-))
  • de | 203.197.42.100 | ২৮ এপ্রিল ২০১১ ১২:৪৫470918
  • না:! এমনিই! তুমি খুব ভালো ছেলে :)) এই পাপমনে আর বেশী কথা লিখবো না :))
  • santanu | 82.112.6.2 | ২৮ এপ্রিল ২০১১ ১৩:০৯470919
  • --- বৌ নতুন শাড়ী বা সালোয়ার বা 'নয় কিছু পড়লেই" ------

    এটার মানে কি?
  • kumu | 59.178.56.137 | ২৮ এপ্রিল ২০১১ ১৩:২৩470920
  • নয়া কিছু পরলেই=নতুন কিছু পরলেই
  • Shibanshu | 117.195.182.56 | ২৮ এপ্রিল ২০১১ ১৩:৪০470921
  • de,
    ব্রতীন যে রকম মুন্সিয়ানার সঙ্গে যাবতীয় 'স্ত্রীঘটিত' সমস্যার সমাধান করে চলেছে তাতে আমিও বেশ বিস্ময় মানছিলুম। তবে সবেমাত্র আট বছরের অভিজ্ঞতা জেনে আশ্বস্ত হলুম। বিপুলা এ 'প্রকৃতি'র ও কতোটুকু আর জানে। আট যখন আঠাশ হবে তখন নিশ্চয় ও নিউটনের বাণীটি পুনরাবৃত্তি করবে, সেই জ্ঞান সাগরের তীরের নুড়ি ইত্যাদি। কামনা করি ততোদিন যেন সে নিরাপদে অমৃতবাণী বর্ষণ করে যেতে পারে।
  • santanu | 82.112.6.2 | ২৮ এপ্রিল ২০১১ ১৩:৪৯470923
  • দেকেচো, 'য়' এর পরে একটা 'আ' হবে, পাপী মন ভাবছিল, 'য়' এর বদলে একটা 'আ' হবে কি না!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন