এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • swamider proti bouder kortobber talika somporke ki chu motamot .....

    k
    অন্যান্য | ২২ এপ্রিল ২০১১ | ৪৩৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumudini | 59.178.135.204 | ২৮ এপ্রিল ২০১১ ১৪:১৩470924
  • শিবাংশু(দা?),
    মাত্র আট বছর,ব্রতীন ও কেয়া দুজনেই যথেষ্ট লাজুক,শান্তশিষ্ট,ভালোমানুষ,তাও-

    এর মধ্যেই ব্রতীন দুটি দাঁত হারিয়েছে।
  • Shibanshu | 117.195.182.56 | ২৮ এপ্রিল ২০১১ ১৪:৩৯470925
  • কুমুদিনী,

    'লাজুক' ও 'শান্তশিষ্ট' থেকেই এক জোড়া দাঁতের গঙ্গাপ্রাপ্তি ঘটেছে? তবে তো আমাদের মতো আক্ষরিকভাবে দুজন সিংহরাশি প্রায় বাল্যকাল থেকে কোনও রকম রক্তপাত, পুলিশ কেস ব্যতিরেকে এক ছাতের নিচে প্রায় আঠাশ বচ্ছর কী করে কাটিয়ে ফেল্লুম, ভাবলেও রোমাঞ্চিত হয়ে পড়ি। বোধ হয় ব্রতীনের মতো ভূয়োদর্শী ছিলাম না, তাই এটা সম্ভব হয়েছে।
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৪:৪৩470926
  • দেখেছো। লোকেদের কী চাপ। দাঁত গুলো করুক পরিনতি আমার শান্তশিষ্ট বৌ র ঘাড়ে চাপিয়ে দিলো গো। আমার কী হবে?? ভেউ ভেউ :-((
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৪:৪৭470927
  • /করুণ
  • shrabani | 124.124.86.85 | ২৮ এপ্রিল ২০১১ ১৪:৫৩470928
  • সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, এই একটু বসে গুরু খুলেই এই টই আর ব্রতীন!
    ব্রতীন, আট বছর, সত্যি? বলে না দিলে বোঝাই যায়না।
    কাল ভাবছিলাম ব্রতীনকে বলব পাঁচ দশ বছর জাক তারপর এসব নিয়ে কথা বোলো, এখন সেটা কত বছরে টানব ভাবছি!
  • de | 59.163.30.6 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:২৮470929
  • শিবাংশুদা,

    আটের পালিশ থেকে আঠাশের মরচে :)) -- সম্পর্কের রঙে কতো শেডই তো পড়ে! আমি বরং ব্রতীনের এই চেষ্টাটুকুকে সম্মান জানালাম, সম্পর্ককে বোঝার আর বাঁচিয়ে রাখার চেষ্টা-- এটাও দামী!

    অবশ্য ততদিনে দাঁত ছাড়া আর কতো কি যে ও হারাবে সেটা দুখেই ঐকিক নিয়ম কষে বলুক, আগেরটার মতো এটায় ত্রৈরাশিক আর ভগ্নাংশের মিশেল নেই!
  • san | 14.99.13.134 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৩৯470930
  • হ্যাঁ ব্রতীনদার লিস্টিগুলো অ্যাকচুয়ালি খারাপ না ভালোই। তবে বরের কর্তব্যের লিস্টিটা কেন বউএর নয় , আর বউএর লিস্টিটা কেন বরের নয়, এটাই খালি বুঝি নি :-)

    দুটো মিলিয়ে একটা কম্প্রিহেনসিভ লিস্টি বানিয়ে উভয়ত বললে আমি অলমোস্ট একমত হয়ে যেতাম :-) শ্বশুরবাড়ি সংক্রান্তগুলো বাদ দিয়ে।
  • san | 14.99.13.134 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৪৬470931
  • যেমন দুই নং। সব মেয়ের কথা জানিনা ,আমি নতুন কোনো জামাকাপড় পরার পরে ভালো দেখাচ্ছে শুনলে, ফ্র্যাংকলি, খুব খুশি হই। তবে কিনা আমার সীমিত অভিজ্ঞতায় - তোমায় আজ কী ভালো দেখাচ্ছে - শুনে কোনো ছেলেকেও নির্বিকার থাকতে দেখি নি , তারাও বেশ খুশিই তো হয় :-)
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫২470932
  • স্যান, তফাৎ হল ছেলে রা হয়তো খুশী হয়, কিন্তু না বললে ও তাদের কিছু যায় আসে না।

    কিন্তু পাটভাঙা সালোয়ার বা নতুন কেনা মুক্তো র সেট পরার পরে ও যদি বর কিছু না বলে ( জাস্ট নির্বিকার থাকে) সেক্ষেত্রে স্ত্রী রা খুব ই চটে যায়? সত্যি কিনা বল? :-))
  • dd | 124.247.203.12 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫৩470934
  • আর আরেকটা কথা।
    সব সময়েই বউর নামটা ঠিক ঠাক মনে রাখবেন নইলে বোতীনের ফর্মুলা সব গুলো সাঁটালেও কাজে লাগবে না।

    যেমতি, ধরুন আপনার বউএর নাম পুর্নিমা আর আপনি একরাশ গোলাপ ফুল আর বাতাবী লেবু নিয়ে ঢুকে বল্লেন "আরে অন্নিন্দিতা, ক্ষী সুন্দর শাড়ী পরে বসে আছো।এই লহ ফুল আর ফল। রোমান্স ও ভিটামিনে টইটুম্বুর হয়ে ওঠো। চলো আজ চাদনী রাতে তোমার নিজের হাতে কাচা পাপোষের ধারে বসে আমরা নেকস্ট মাসে কোন সিনিমা দেখবো সেটা নিয়ে আলোচনা কর্বো। ঠিকাছে বাসবদত্তা?"

    মনে হয় জম্বে না।

    লিস্টিতে এই পয়েন'টাও টুকে রাখুন।
  • sinfaut | 203.91.201.57 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫৪470935
  • মানে যা বুঝলাম স্বামীকে নিয়মিত ভান করতে হবে, মিথ্যা কথা বলতে হবে আর শ্বশুরবাড়ির আদলে বৌয়ের 'র‌্যাডিকাল চেঞ্জ' এর জন্য প্রস্তুত করতে হবে। এটাই বৌয়ের প্রতি কর্তব্য। :-O
  • sinfaut | 203.91.201.57 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫৫470936
  • উফফ্‌, ডিডিদা। :-)))))
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫৭470937
  • সিঁফো, আমি তাই লিখলাম বুঝি?? কী জানি .....
  • san | 14.99.13.134 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫৭470938
  • যা: প্রতিবারই নতুন কিছু পরলে যদি ভালো কথা বলতে হয় তাইলে তো বিপদ । অতটা এক্সপেক্টেশন আবার একটু বাড়াবাড়ি । বেশি ভালো আবার ভালো নয় :-) মাঝে মাঝে বললেই ঠিক আছে।
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৫:৫৮470939
  • :-)))

    চোখ বন্ধ করে ভরসা করা যায়। ডি ডি। ডি ডি

    :-)))
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:০০470940
  • ও সব যাগ্গে।

    স্যান আজকে আসছো তো? বুনান তোমাকে বলে দেবে বললো।
  • shrabani | 124.124.86.85 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:০০470941
  • লিস্ট গুলো সত্যিই একটু ওভারল্যাপিংও বটে। যেমন ৪,৫ ব্রতীন এরপর যখন ছেলের মা বা বউয়ের শাশুড়ীর লিস্ট বানাবে তাতেও ঢোকানো যায়। ২,৩ তো ঐ আগের স্বামীদের লিস্টেও আসতে পারে, অনেক ছেলেরাই থাকে যারা বাইরে খেতে বেশী উৎসাহী হয় ইত্যাদি!
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:০৩470942
  • না না আর নেই। এতেই আমি লোকের যথেষ্ট গালমন্দ পেয়েছি/পাচ্ছি।আবার .....

    তবে এক গুরুবোন ফোন করে জানলো স্বামী দের কর্তব্যের লিস্ট নাকি মোটামুটি ঠিক ই আছে ।
  • sinfaut | 203.91.201.57 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:০৯470943
  • তাই তো মনে হলো।

    #২: "মুগ্‌ধ দৃষ্টিতে চাইতে হবে', 'অকপটে স্বীকার করতে হবে' -
    মানে 'হবে'। করতে হবে। মুগ্‌ধ না হলেও। = মিথ্যাচার

    #৩: অনিচ্ছা সঙ্কেÄও যেতে হবে। - ভান।

    #৪: 'ভুলেও প্রসংশা না করা' - মানে যা মনে হয় সেটা গোপন করতেও হতে পারে = মিথ্যাচার।

    #৫: 'র‌্যাডিকাল চেঞ্জ আশা করা চাপের। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক্টই সহজ হয়ে যায়'। - চেঞ্জ যে আনতেই হবে, সেটা এখানে ধরেই নেওয়া হয়েছে।
  • kumudini | 59.178.135.204 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:০৯470945
  • ও:,ডিডিদা সত্যদ্রষ্টা মহাপুরুষ।
    পিসীমা আমাকে সুভু ও তাঁর মেয়েকে বনি বলে ডাকতেন।এই অতিসামান্য দুটো নাম আমার কত্তা ও জামাইবাবু আজ পর্যন্ত মনে রাখতে পারেন্নি।
  • Bratin | 122.248.183.1 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:১৩470946
  • ও আচ্ছা।

    তোমার সাথে আমি তর্কে বা বিতর্কে যেতে চাই না।
  • Shibanshu | 117.195.161.82 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:১৬470947
  • de,
    কালাডির এক ব্রাহ্মণ একটা ধর্মীয় কাব্য লিখেছিলেন হাজার খানেক বছর আগে, 'মোহমুদ্‌গর' তার নাম। সে ব্রাহ্মণ মনে করতেন তিনি সব কিছুই জানেন। কিন্তু মন্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতীর কাছে বেশ নাকাল হয়েছিলেন তিনি। সেই অপদস্থ হবার গপ্পো তো প্রায় সবার জানা। তো এই মোহ দূর করার মহাদ্রাক্ষারিষ্ট প্রেস্ক্রাইব করে তিনি তো মহাপুরুষ হয়ে গেলেন, কিন্তু আমাদের মতো লেসার মর্টালরা কিন্তু মোহজালে ক্রমাগত বিজড়িত হতে থাকি। দাঁত যায়, চুল যায়, আরও বহু কিছুই হয়তো যায়। কিন্তু যা কিছু প্রবহমান জীবনে আসতে থাকে তার দাম তো এইসব দাঁত-চুলের থেকে অনেক বেশি। সদ্যোবিবাহিত যেমতি নেভা ল্যাম্পপোস্টকেও উঙ্কÄলউদ্ধার মনে করে, মধ্যবিবাহিত বোঝে 'প্রিয়তমা' কোন জাদুতে একদিন সত্যিই 'সুন্দরীতমা' হয়ে ওঠে।

    আর 'জং' ???

    তবে তো আবার কবির কাছেই যেতে হয়,

    'হাওয়া বয় শন শন তারারা কাঁপে,
    হৃদয়ে কি জং ধরে পুরোনো খাপে ?'
  • shrabani | 124.124.86.85 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:১৭470948
  • ডিডিদা তো সেই অ্যাডটার মতো বলছে, আমার খুব প্রিয় অ্যাড, "মেন উইল বি মেন"। এক জন আগের দিন কোথায় খেতে গিয়েছিল তা বন্ধুকে বলবে, কিছুতেই মনে পড়ছেনা, তখন বউকে ডেকে জিজ্ঞেস করতে যাবে, তার আগে বন্ধুর সঙ্গে কথোপকথন,
    "ঐ ফুলের নাম বলনা,"
    "কোন ফুল"
    "ঐ যে যার বেশ সুগন্ধ"
    "(কিছু একটা নাম বলে)"
    "না না ঐ যাতে কাঁটা আছে"
    "রোজ?"
    পুরো স্বস্তির নি:শ্বাস,
    "অ্যাই, ঐটা। (বউকে ডেকে)রোজ ডার্লিং, কাল আমরা কোথায় খেতে গিয়েছিলাম?"
  • Blank | 170.153.65.102 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:৩৪470949
  • ডিডি দাক্ত সমস্যা কাটাবার জন্য আমার এক ছানা তার সব গার্লফ্রেন্ডকে একই নামে ডাকে
  • Bhuto | 203.91.201.55 | ২৮ এপ্রিল ২০১১ ১৬:৫৬470950
  • ও বুনু, তুই ক্যান রে, আমি এতক্ষন লিখিনাই এখানে। আমাদের জন্য এটা ব্যানড টই রে, লোকে পাট পাট করে দেবে আমাদের।
  • de | 59.163.30.4 | ২৮ এপ্রিল ২০১১ ১৭:০৩470952
  • শিবাংশুদা,

    আঠাশের আশা জাগালেন আপনি :))!
  • shrabani | 124.124.86.85 | ২৮ এপ্রিল ২০১১ ১৭:০৩470951
  • পাট পাট করা হবেনা, এটা মোটেই অ্যাডাল্ট টই নয় যে তোদের আসতে দেবনা!
    লিস্ট গুলো দ্যাখ, এক্কেরে বাল্যখিল্য, সবাই ব্রতীনের আলতো করে ঝুঁটি নেড়ে দিচ্ছে এই অবধি। যদি না বুঝতে পারিস তাহলেও ক্ষতি নেই, অবশ্য না বোঝার কিছু নেই। শুধু এগুলোর সঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গুলাস না, (যেমন ব্ল্যাঙ্কি করছে), এক নামে সবাইকে ডাকা, খবর্দার, দেহে একটাই প্রাণ না তায় আবার আইবুড়ো প্রাণ!:(
  • de | 59.163.30.4 | ২৮ এপ্রিল ২০১১ ১৭:০৫470953
  • ভুতো,

    দেখে নে রে -- এই অভিজ্ঞতা কাজে দেবে ভবিষ্যতে! :))
  • til | 114.198.46.114 | ২৮ এপ্রিল ২০১১ ১৭:৫৮470954
  • ব্রতীনকে বিগ ক্ক।
    সকলেই প্রশংসা ভালবাসে।
    কুৎসিত, বেঢপ মহিলাকেও সুন্দর বললে তিনি খুশী হন তা তিনি যতই বিদ্যে দিগগজ হোন না কেন, এই আমার অভিজ্ঞতা। আসলে ছেলে ও মেয়ে আই মীন নারী ও পুরুষ দুই আলাদা specis। এই মহাজ্ঞান অবশ্য অনেকে দেরী করে প্রাপ্ত হয়েছে। মেয়ে মাত্রই কি করে সুন্দর দেখায়, পুরুষকে আকৃষ্ট করা যায় তার চেষ্টা। সে নোবেল লরিয়েটও ঠোঁট রাঙাতে ব্যস্ত। ঠোঁট রাঙানোর উদ্দেশ্যই বা কি?
    --
    নামকরা ডাক্তার, Fred Hollows কত লোকের বিনা পয়সায় দৃষ্টি ফিরিয়েছেন নেপালে। তার বছর না ঘুরতেই তাঁর স্ত্রী ফের বিয়ে বসলেন।
  • hu | 12.34.246.72 | ২৮ এপ্রিল ২০১১ ১৮:৩২470956
  • নামকরা ডাক্তার হওয়ার সাথে ভালো স্বামী হওয়ার কি সম্পক্ক, আর তার মৃত্যুর পর স্ত্রীর পুনর্বিবাহ না করার কি সম্পক্ক কিছুতেই বুইতে পার্ছি না। হেল্প!!

    শুধু নিজের ভালো লাগার জন্যই মানুষ কেন সাজবে না সেটাও অবশ্য বুঝতে পারি নি। কিন্তু সেটা নাহয় পরে বুঝব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন