এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিকল্প মার্ক্সবাদের সন্ধানে-কাউ&

    Biplab Pal
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১১ | ২০২৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ২০ এপ্রিল ২০১১ ০৯:০৩471449
  • আপনার প্রয়াসটা ওয়েলকাম। অন্যভাবে দেখার চেষ্টা। কিন্তু মনে হয় আর একটু ভাবনা চিন্তার অবকাশ আছে। এটা অন্তত ভেবে দেখবেন।
  • Biplab Pal | 72.81.226.222 | ২০ এপ্রিল ২০১১ ০৯:০৫471451
  • একি! এক মাসের ট্রেড ভল্যুম দেখে আপনি হিসেব করছেন কোম্পানী ওনারশিপ!
    অর্থাৎ, টেম্পোরারি ডে ট্রেডাররা যদি কোনো স্টক এক মাস ধরে অনবরত কেনাবেচা করে (অনেক ক্ষেত্রে করেও, ভোলাটিলিটি বেড়ে যায়), তাহলে ডে ট্রেডাররা তখন কোম্পানীর মালিক হয়ে গেল!
    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র
    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র

    দেখুন, এই সব কোম্পানী শ্রমিকদের যা দেয়-তা হচ্ছে স্টক অপশন। স্টক না। তাই গোলাবেন না। স্টক এবং স্টক অপশন এক না। তাই স্টকের % দেখে আপনি মালিকানার হিসাব করতে পারেন না। অথচ সেই ভুলটাই আপনি করেছেন।

    স্টক অপশন এক্সারসাইজ না করলে মিনিংলেস। তার ভ্যালু থাকে না। আমার কোম্পানীতে যেমন আমার স্টক অপশন আছে ২৯ ডলারে-শেয়ারের দাম তার থেকে বেশী বাড়লে-তবেই আমি লাভ করতে পারব।

    তাই শ্রমিকরা কি লাভ করছে গুগল বা এই সব কোম্পানী থেকে সেটা দেখার জন্যে ইনসাইডার ট্রেড ভলিউমটাই দেখা ভাল-বোঝার জন্যে শ্রমিকরা কতটা উপকৃত হচ্ছে গুগুলের প্রাইসের জন্যে।
    এবং দেখুন ঐ লিংকে এক বিরাট সংখ্যাক গুগল শ্রমিক স্টক অপশন এক্সারসাইজ করেছেন।
  • lcm | 69.236.160.167 | ২০ এপ্রিল ২০১১ ০৯:০৫471450
  • আপনি গুগল/ফেসবুক কে আপনার মূল টপিকের বাইরে রাখতে পারেন। ঠিক জমছে না। আমার ব্যক্তিগত মতামত অবশ্য।
  • Biplab Pal | 72.81.226.222 | ২০ এপ্রিল ২০১১ ০৯:০৮471452
  • আমি কিন্তু বলতে চেয়েছি শ্রমের সংজ্ঞাটা বদলে গেছে/যাচ্ছে।

    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র
    কি করে বদলালো-আমি দেখতে পাচ্ছি না ত। আপনি মার্ক্সের সংজ্ঞার সাথে মিলিয়ে বলুন কি করে বদলাল।
  • lcm | 69.236.160.167 | ২০ এপ্রিল ২০১১ ০৯:০৯471453
  • সেরেছে! স্টক অপশন আবার এনে ফেললেন এর মধ্যে! ফটাফট এ লাইন থেকে ও লাইনে চলে যাচ্ছেন।

    যাই হোক ডে ট্রেডাররা তাহলে গুগলের মালিক হতেই পারেন :)

    বেশ, বেশ... ভারি মজা পেলাম আপনার থ্রেডে অংশ নিয়ে....
  • aka | 24.42.203.194 | ২০ এপ্রিল ২০১১ ০৯:১১471454
  • কি? তার সাথে মালিকানার কি সম্পর্ক? স্টক অপশন সব কোম্পানি দেয়। এমনকি এর ওপরে প্রফিট শেয়ারিংও দেয়। তাতে কি শ্রমিকরাই মালিক হয়ে গেল?

    না: সব গুলিয়ে গেল। এবারে ঘুমোই।
  • Biplab Pal | 72.81.226.222 | ২০ এপ্রিল ২০১১ ০৯:১৩471456
  • সেরেছে! স্টক অপশন আবার এনে ফেললেন এর মধ্যে!

    ^^^^^^^^^^
    ^^^^^^^^^^^^^^
    দেখুন স্টার্ট আপে কোন শ্রমিক স্টক পায় না। পায় স্টক অপশন। দুটো এক না। আমি তিনটে স্টার্ট আপের ভেটারেন!
  • lcm | 69.236.160.167 | ২০ এপ্রিল ২০১১ ০৯:১৩471455
  • স্টক অপশন এসব আজকাল দিলেও কেউ নিতে চায় না। ঐ টোপ কাজ করছে না।
  • aka | 24.42.203.194 | ২০ এপ্রিল ২০১১ ০৯:১৪471457
  • আমি সার্দান কোম্পানির মালিক আজই চাট্টি বেচেছি। শেয়ার বেচলেই কোম্পানির মালিক। শেয়ার বেচুন মালিক হোন।

    দু:খ রয়ে গেল এইচসিএল টেকনলজির মালিক হওয়া হল না, ১৫ টা শেয়ার রয়ে গেছে।
  • Biplab Pal | 72.81.226.222 | ২০ এপ্রিল ২০১১ ০৯:১৭471459
  • কি? তার সাথে মালিকানার কি সম্পর্ক? স্টক অপশন সব কোম্পানি দেয়। এমনকি এর ওপরে প্রফিট শেয়ারিংঅও দেয়। তাতে কি শ্রমিকরাই মালিক হয়ে গেল?

    না: সব গুলিয়ে গেল। এবারে ঘুমৈ

    ^^^^^^^^^
    ^^^^^^^^^^^^^^
    আপনার জন্যে সেটাই ভাল।

    কারন আমার লেখাটাই আপনি পড়েন নি। সেখানে আমি স্টক অপশনের প্রসঙ্গ এনেছিলাম ভারতের সামন্ততান্ত্রিক শিল্প উৎপাদনের সাথে তুলনা টানতে। আর সব কোম্পানী মোটেও স্টক অপশন দেয় না। কোন প্রাইভেট কোমপানী তা দিতে পারে না-পাবলিক কোম্পানীদের মধ্যে কিছু কিছু কোমনী দিয়ে থাকে। প্রশ্ন ছিল কিভাবে ওনার শিপ বাড়লে উৎপাদন বাড়ে। এটাকে ভাঙিয়েই স্টার্টাপ তৈরী হয়। এটা ছিল প্রমান করার জন্যে কি করে ওনারশিপ বাড়িয়ে উৎপাদন বাড়ানো যায়।
  • 9 | 61.90.164.27 | ২০ এপ্রিল ২০১১ ০৯:২৬471460
  • গুগল-ফেসবুকের আয়নায় পৃথিবীকে দেখলে, বিশেষত: কাউন্সিল কমিউনিজমকে দেখলে যে কেলো হওয়ার কথা সেটাই হয়েছে। কাউন্সিল কমিউনিজমের নিকটতম উদাহরণ খুঁজতে গেলে ভেনেজুয়েলার সমবায় আন্দোলনের দিকে তাকান। মনে হয় আপাতত একমাত্র সফল উদাহরণ। যদিও সাফল্যের পিছনে তেলভাণ্ডারের একটা নিরাপদ কুশন রয়েছে। উৎসাহীরা পড়তে পারেন:

    http://www.dollarsandsense.org/archives/2006/0706bowmanstone.html

    'পরিকথা"য় অনির্বাণ চট্টোপাধ্যায় এই নিয়ে একটা লেখা লিখেছিলেন। সেটাও খুঁজেপেতে পড়ে নিতে পারেন।
  • Biplab Pal | 72.81.226.222 | ২০ এপ্রিল ২০১১ ০৯:৩৯471461
  • [MyAvrahascrashed-sorespondinginEnglish]

    1.Iknewaboutco-operativerevolutionofVenezuelasince2005-Ihadawriteuponthemlongtimeback.

    2.ButIbroughtexampleofGoogleandFacebooktoshowthatevenformostcomplexandinnovativecompanies, laborownershipwouldbebetterthanprivateownership.Thatwasthereason.

    Besides, IammoredrivenbytheexcellenceachievedbyGoogle-speciallytheproductivityandinnovationdriveamongeachemployee.Tometheyreachedhigheststageofproductivityperemployeeandthatcanbereproducedonlyonlaborownership.

    Andthatisforvariousreasons.Firstly, ifwerecommendcouncilcommunismnotonlywewanttoensureequality-weneedtomakesureitwouldalsobeanwinnerininnovation.SovietUnionfailedbecausetheycouldnotmatchinnovationpowerofUSA.Sothatwasimportant.
  • 9 | 61.90.164.27 | ২০ এপ্রিল ২০১১ ০৯:৪৭471462
  • না না, আপনাকে পড়তে বলি নি। সে রকম সাহসই নেই। আপনি তো সবই পড়েছেন, সবই জানেন, বোঝেন। এই সব নাদান ও অবুঝদের পড়তে বললাম।
  • Arijit | 115.249.42.177 | ২০ এপ্রিল ২০১১ ১০:৫৬471463
  • গুগুল/ফেসবুকের উদাহরণ দিয়ে এক্সট্রাপোলেট করা...

    না: আমার নেহাতই মোটা মাথা।
  • Arijit | 115.249.42.177 | ২০ এপ্রিল ২০১১ ১১:০৪471464
  • ডি: - তার আগে অবধি ঠিক ছিলো - মানে ইন্টারেস্টিং লাগছিলো। কিন্তু জুকারবার্গ/গেট্‌স ইত্যাদিরা শ্রমিক শুনে ঘেঁটে ঘ হয়ে গেলাম।

    অভি বাসুরে এবার কমরেড বইলা ডাকুম।
  • kallol | 220.226.209.2 | ২০ এপ্রিল ২০১১ ১৪:০৮471465
  • জ্ঞানী গুণীদের মধ্যে ফোড়ন কাটতে নেই। তবে মূর্খ কিনা অসম সাহসী তাই..........
    আমার মনে হয়, এই ব্যবস্থার মধ্যে থেকে, তার উৎপাদন পদ্ধতি ও সম্পর্ককে রি-ডিফাইন করার চেষ্টা করে লাভ হবে না। মার্ক্সীয় ধারনায়, সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যাবস্থা ও সম্পর্কের সাথে ধণতান্ত্রিক উৎপাদন ব্যাবস্থা ও সম্পর্কের যতটা তফাৎ, ধনতান্ত্রিক উৎপাদন ব্যাবস্থা ও সম্পর্কের সাথে উত্তর ধনতান্ত্রিক উৎপাদন ব্যাবস্থা ও সম্পর্কের ততটাই তফাৎ হওয়া উচিৎ। ফলে উৎপাদনকে পুঁজি-মুনাফা-বাজারের চক্কর থেকে বের হতে হবে। তা না হলে কিসুই হবে না।
    সেটা নিয়ে বিপ্লব বাবু দুপহা দিন না।
    সেটা হয়নি বলেই মার্ক্স-লেনিন-স্টালিন-মাও-হো-হোজা-কিম ইল-ফিদেল হগ্গলের ""সমাজতন্ত্র""ই শেষ বিচারে এখনো পর্যন্ত ফেল মেরেছে। ট্রটস্কি বেচারা চান্স পান নি। পেলেও আলাদা কিছু হতো না।
  • kallol | 220.226.209.2 | ২০ এপ্রিল ২০১১ ১৪:১০471466
  • এই অভি বাসু ক্যাডা ?
  • Arijit | 115.249.42.177 | ২০ এপ্রিল ২০১১ ১৫:৫৭471467
  • মোর বড়ছায়েবের বড়ছায়েব। ছিইও।
  • aka | 24.42.203.194 | ২০ এপ্রিল ২০১১ ১৬:২৮471468
  • তবে একটা কথা সত্যি। গুগুলে যখন শ্রমিক মালিক ছিল তখনই কিন্তু ইনোভেশনের হাইটে উঠেছিল। তখনই বিখ্যাত সার্চ অ্যালগো লেখা হল। এরপরে আইপিও হল শ্রমিকরা মালিক থেকে মালিকই শ্রমিক হল, যেমন ল্যারি পেজ, সার্গেই ইত্যাদি। গুগুলের ইনোভেশনও কমে গেল। সার্চের পরে তো দ্রির মতে ইজিপ্টের বিপ্লব ছাড়া গুগুলের সেরকম কোন ইনোভেশন নেই। অতএব শ্রমিকরা মালিক হলে ইনোভেশন কিন্তু মালিক শ্রমিক হলে নো ইনোভেশন। এটা একেবারে ঠিক পয়েন কিন্তু।
  • Arpan | 122.252.231.10 | ২০ এপ্রিল ২০১১ ১৮:৩৮471470
  • আপনারা, কমরেডরা, বড় বেশি ইনোভেশন নিয়ে মাতামাতি করেন। হাই টেক ইনোভেশন না করেও দিব্যি উৎপাদনশীলতা মাপ যায়।
  • Arpan | 112.133.206.18 | ২০ এপ্রিল ২০১১ ১৮:৩৯471471
  • * বাড়ানো যায়
  • Blank | 170.153.65.102 | ২০ এপ্রিল ২০১১ ১৮:৪১471472
  • আগে সার্চ অ্যালগো নাকি আগে গুগল?
  • aka | 168.26.215.13 | ২০ এপ্রিল ২০১১ ১৮:৫০471473
  • উৎপাদনশীলতা বাড়ানো যায় ঠিকই কিন্তু শোষণ কি রোখা যায়? সেটা তখনই রোখা সম্ভব যখন শ্রমিক মালিক হবে, সেদিন যেন কে লিখেছিলেন না 'অ্যালিয়েনেশন' নিয়ে। মানে এক্সেল খুলে বসে আছি অথচ মন নেই ইত্যাদি ইত্যাদি। ঐরকম 'অ্যালিয়েনেশন' হবে, শোষণ হবে। এরই দাওয়াই হচ্ছে এমপাওয়ারমেন্ট, কো-অপারেটিভ বেসিসে কোম্পানি চালানো,'অ্যালিয়েনশন' যাতে না হয় তারজন্য ইনোভেশন এইসব আর কি।

    কিন্তু বিপ্লব বাবু আমার Date:20 Apr 2011 -- 08:25 AM

    এর কোনো উত্তর দিলেন না।
  • Arpan | 122.252.231.10 | ২০ এপ্রিল ২০১১ ১৮:৫৭471474
  • সে তো স্বপ্নের দুনিয়া। সেইখানে আমি আটঘন্টা কাজই বা রোজ করব কেন?
  • Arpan | 112.133.206.18 | ২০ এপ্রিল ২০১১ ১৯:০০471475
  • শোষণ = অ্যালিনিয়েশন

    ব্যপারটা শেষে এই দাঁড়াচ্ছে?
  • Arpan | 122.252.231.10 | ২০ এপ্রিল ২০১১ ১৯:০২471476
  • মানে অ্যালিয়েনেশন। বাংলা হরফে ইংরেজি শব্দ লেখা ক্ষী চাপের।
  • aka | 168.26.215.13 | ২০ এপ্রিল ২০১১ ১৯:০৬471477
  • আরে ফাগল তখন তুমি দিনে ৮০ ঘন্টা কাজ করবা। তুমিই মালিক, তুমিই শ্রমিক (একটা ডি: তুমিই ক্রেতা নয়) তখন তুমি সৃষ্টির আনন্দে কাজ করবে। তুমি ও তোমার শ্রমের কোন 'অ্যালিয়েনেশন' নেই। তখন পরকালে ব্রহ্মা আর ইহকালে তুমি প্রায় এক। মানে লিমিট লাগালে আর কি।
  • Arpan | 122.252.231.10 | ২০ এপ্রিল ২০১১ ১৯:০৯471478
  • তার থেকে সবার মাইনে ৫০% ভেরিয়েবল করে দেওয়াই তো সোজা। যে গোরু দুধ দেবে ঘন, তার ঘাসও হবে তত সবুজ।

    চায়ের দোকানে কাজ করে কী আর সৃষ্টির আনন্দ হয় ফাগোল। ৮০ ঘন্টা ধরে চা বানালে সেই চা নিজেকেই খেতে হবে ও সৃষ্টির উৎকর্ষ নিয়ে নিজেকেই মোহিত হতে হবে।
  • aka | 168.26.215.13 | ২০ এপ্রিল ২০১১ ১৯:১৬471479
  • তখন সেই ঘন দুধ ম্যাঞ্জারের কোয়ার্টারে পৌঁছে দিলেই ৫০/৫০।
  • Biplab Pal | 63.118.38.200 | ২০ এপ্রিল ২০১১ ২২:২৮471481
  • তার থেকে সবার মাইনে ৫০% ভেরিয়েবল করে দেওয়াই তো সোজা। যে গোরু দুধ দেবে ঘন, তার ঘাসও হবে তত সবুজ।
    *********
    ******
    না। দুটো এক জিনিস না। মালিকানা মানে ইকুইটি। মালিকানা থাকলে, সে শুধু কাজ করে না-ভবিষ্যত নিয়েও ভাবে। জব সিকিউরিটি বলেও একটা ব্যাপার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন