এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিকল্প মার্ক্সবাদের সন্ধানে-কাউ&

    Biplab Pal
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১১ | ১৯৮৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ০৭:৪০471279
  • না মনে হয় বাজারে আপত্তি নেই, বাজারকে কাউকম বলায় আপত্তি। ডান দিককে বাম দিক বললে গুলিয়ে তো যাবেই

    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র

    বাজার ধণতন্ত্রেও থাকে, সমাজতন্ত্রেও ছিল, সামন্ততন্ত্রেও ছিল, কাউকমেও থাকবে।

    বাজার = ধণতন্ত্র ব্যাপারটা ঠিক না,

    বাজার বিবর্তনের সর্বাধিক গুরুত্বপূর্ন উপাদান। বিবর্তনের সর্বাধিক গুরুত্বপূর্ন জিনিস অদক্ষ পদ্ধতির ছাঁটাই। বাজার সেটাই করে।

  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ০৭:৪৫471280
  • etobojheetojaane ,
    athachokonogarbonei

    aabaar , jaajaanetaajebhuljaane
    taarjonnyekonolajja - onei

    *****************
    কমিনিউস্ট, মুসলিম এবং হিন্দুত্ববাদিদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে-এরা সবাই পরম সত্যে বিশ্বাস করে! অথচ বাস্তব হল প্রতিটা পর্যবেক্ষন এবং সূত্রের মধ্যে কিছুটা ভুল থাকবে। থাকতে হবেই। সেটাই বৈজ্ঞানিক সত্য। তাই সব জানার মধ্যেই কিছু ভুল জানা থাকবে। এটাই বৈজ্ঞানিক মনন । এর বাইরে পরম সত্যের কল্পনা মোল্লা সুলভ অজ্ঞতা।
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:০৫471281
  • ইয়ে, মানে ৩টে প্রশ্নের ছোট করে উত্তর দিন। তাতেই হবে।

    আপনার লেখায় কাউকম নিয়ে কথা কম, লেনিন/স্টালিন/তথাকথিত-মার্ক্সিস্টরা কেন বাজে তাই নিয়ে কথা বেশী। বেসিক্যালি, ফোকাস নেই, এই গুগল, এই ফেসবুক, এই মাইক্রোসফ্‌ট, এই স্টক অপশন.... মাঝে মাঝে খেয়াল থাকে না কি নিয়ে আলোচনা হচ্ছে।

    আগে এই প্রশ্ন তিনটের খুব সংক্ষিপ্ত উত্তর দিন না। ব্যাখ্যা পরে হবে। আস্তে আস্তে। রিল্যাক্স্‌ড।
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:০৮471282
  • কিছু একটা আপনি বলতে চাইছেন, কিন্তু বোঝানোর প্রসেসটাকে একটু স্লো করে দিন। আপনি অনেক কথা বলতে চাইছেন। পাঠক/শ্রোতাদের ও তো সময় দিতে হবে।
    আর পাঠকরা নানারকম কমেন্ট করবে, করুক না, আপনি আস্তে আস্তে সময় নিয়ে বলতে থাকুন।
    এক সাথে প্রচুর টাইপ না করে, ভেঙে ভেঙে।
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:১১471283
  • যে পোস্টের উত্তর দিচ্ছেন, সেই পোস্ট-টাকে আবার টাইপ/কাট-পেস্ট করবার দরকার নেই। নাম বা দরকার পড়লে নামের সাথে পোস্টের দিনক্ষণ দিয়ে উত্তর দিন, জনগণ বুঝে যাবেন।
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:২৮471284
  • ১) কাউকম কি এসে গেছে? যদি, না এসে থাকে তবে কবে নাগাদ এসে পৌঁছচ্ছে?
    *****************
    চীন যত দ্রুত এটাকে পুশ করবে-তত দ্রুত আপনি আমেরিকাতে এর পাঞ্চটা ফিল করবেন

    ২) কোনো স্যাম্পেল আছে যেখানে কাউকম জাঁকিয়ে বসেছে এবং রমরমিয়ে চলছে? (অন্য গ্রহ হলেও চলবে)
    **************
    চীন এবং ভেনেজুয়েলার উদাহরন আমার লেখা এবং এখানের মন্তব্যেই আছে।

    ৩) গুগল আর ফেসবুক কি কাউকম-এর ইমপ্লিমেন্টেশনের উদাহারণ?
    **************
    না । উদাহরন না। হোমিনিড থেকে একদিনে আপনার মতন মানুষ জন্মায় নি। ফেসবুক, গুগল এগুলো আর্লি শ্রমিক নিয়ন্ত্রিত কোম্পানীর উদাহরান যা বিবর্তনের পথে আরো সাম্যবাদী কাউকমের রূপ নিতে পারে।
    ******************

    আপনি যখন আমার লেখাটা বা মন্তব্যগুলো পড়ার চেষ্টা করবেন না-এসে হিজিবিজি প্রশ্ন করবেন-কি করে আশা করেন আপনার প্রশ্নের উত্তর আমি দেব??? ফাজলামো করতেই পারেন-কারন গোটা বাঙালী বামপন্থাই অজ্ঞতা এবং ফাজলামোর চূরান্ত এখন যেহেতু সেটাই বাঙালীদের অলস মন এবং দেহর সাথে খাপে খাপ খায়।
  • aka | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:৩০471285
  • ধনতন্ত্র কি?
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:৩২471286
  • আর পাঠকরা নানারকম কমেন্ট করবে, করুক না, আপনি আস্তে আস্তে সময় নিয়ে বলতে থাকুন।
    এক সাথে প্রচুর টাইপ না করে, ভেঙে ভেঙে।

    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র

    যত খুশি কমেন্ট করুক। আমি সবার উত্তরই দিচ্ছি। কিন্ত লেখাটা না পড়ে একই প্রশ্ন বার বার করার ত মানে হয় না। এদেখছি বাঙালীর এম সেনের নোট বই এর রোগ-লেখাটা পড়ব না। নোট দাও। এটা সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি অপরাগ।
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ০৮:৪০471287
  • ধনতন্ত্র কি?
    শ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্রশ্র

    সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী মানুষদের মাথায় চাপা ভূত!!! পৃথিবীতে কোথাও ধনতন্ত্র নেই। সর্বত্রই আমরা বাজার, ধনতন্ত্র আর সমাজতন্ত্রের মিশেলে বাস করি।
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ০৯:৪২471289
  • বেশ, বেশ, থ্যাংকু।
    আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন। আপনার উত্তর গুলোর মধ্যে কেমন একটা ক্ষোভ ফেটে পড়ছে। যেন যারা প্রশ্ন করছেন তারা খুব গুরুতর অন্যায় করছেন। আপনি কি চান না যে কেউ প্রশ্ন করুক? আপনি কি ধরেই নিচ্ছেন যে আপনার যুক্তি বা লেখার স্টাইল এতই প্রাঞ্জল, যে কোনো প্রশ্নই থাকতে পারে না। আপনার লেখার মধ্যেই অজস্র গ্যাপ থাকতেই পারে, পাঠক কনফিউজ্‌ড হতেই পারে। এই যে লিখলেন যে ভুল জানা হল ঠিকভাবে জানার এক পদক্ষেপ।

    তাহলে, কি আর প্রশ্ন করা যাবে?
    একটু রিল্যাক্স্‌ড, প্লিজ।
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ০৯:৪৯471290
  • আর ঐ যে একটা রিকোয়েস্ট। পোস্ট রিপিট করবার দরকার নেই। আর, ইয়ে ঐ,
    "শ্রশ্রশ্র......' এসব দরকার নেই। এর মানে কি জানি না। ক্ষোভের প্রকাশ বা ফ্রাস্ট্রেশন কি?

    প্রশ্ন/কমেন্ট এর মধ্যে একটু খোঁচা বা শ্লেষ থাকতে পারে, কিন্তু সেটাকে স্পোর্টিংলি ডাক্‌ করে, ছোট ছোট বাক্যে, রিল্যাক্স্‌ড মুডে, ফোকাস ঠিক রেখে প্রশ্নের উত্তর। একটু হিউমার হলে একদম পজিটিভ ক্যাটালিস্ট। বুঝতেই পারছেন, এটা পরীক্ষার কারিকুলামের পড়া নয়। হালকা, আরো হালকা, পালকের মতন হালকা আবহাওয়া।
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ০৯:৫৭471291
  • এবার প্রথম প্রশ্ন নিয়ে। আমার প্রথম প্রশ্ন ছিল,
    কাউন্সিল কম্যুনিজ্‌ম কি এসে গেছে? না এসে থাকলে, কবে এসে পৌঁছচ্ছে?

    আপনি বলছেন, চীন যত দ্রুত এটা পুশ করবে আমেরিকায় তত শীঘ্রই এটার টের পাওয়া যাবে।

    তার মানে চীনে অলরেডি কাউকম এসেছে। এবং চীন পথ দেখাচ্ছে সারা পৃথিবীকে এই রাস্তায়।

    এবার বলুন, চীনের মডেলটা ঠিক কী? এটাই কি কাউন্সিল কম্যুনিজ্‌ম?
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ১১:৪৬471292
  • চায়্‌নার ইকনমিক মডেল.... দ্য বেজিং কনসেনশাস্‌.... এ নিয়ে নানা মুনির নানা মত।

    সম্প্রতি, ২০১১-র জানুয়ারিতে সুইজারল্যান্ড-এ হল ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম-এর অ্যানুয়াল মিটিং। এই সম্মেলনে বিভিন্ন দেশের ইকনমিস্টদের মনেও এই বেজিং কনসেনশাস নিয়ে প্রভুত কৌতূহল।

    এই সম্মেলনে একজন চাইনিজ অর্থনীতিবিদ সংক্ষেপে চারটি পয়েন্ট ধরে বুঝিয়েছেন বেজিং-এর "কম্যুনিস্ট-ক্যাপিট্যালিস্ট-কন্‌ফুশিয়ান' সিস্টেম ।

    ১) চাইনিজ সরকারের হাতে অনেক ইকনমিক টুলকিট: পশ্চিমের দেশের মতন ট্যাক্স ক®¾ট্রাল ছাড়াও, ইচ্ছে করলে চাইনিজ সরকার পাবলিক স্টক মার্কেটে প্রভাব খাটাতে পারে, যেমন, কোনো কোম্পানীর শেয়ারের দাম বেঁধে দিতে পারে।

    ২) কর্পোরেট আনুগত্য (সরকারের প্রতি): চায়না-তে অনেক অনেক সরকারি মালিকানার কোম্পানী আছে এবং এরা সরকারের কাছে দায়বদ্ধ। তাদের মাইনে পশ্চিমি কোম্পানীর তুলনায় অনেক কম, যেমন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক অফ্‌ চায়না (অনেকের মতে পৃথিবীর বৃহত্তম ব্যাংক) এর প্রধান কর্তার মাইনে বছরে দু লাখ ডলারের কম।

    ৩) প্রাকৃতিক সম্পদের সরকারি মালিকানা: বেজিং সরকারের অসম্ভব ক®¾ট্রাল চীনের প্রাকৃতিক সম্পদের ওপর। গভর্নমেন্টের হাতে এত জমি আছে, যে, যদি কখনো সরকারের আর্থিক সমস্যা হয়, তাহলে শুধু জমি বেচেই সরকার তা সামাল দিতে পারবে। সরকারি কোম্পানী গুলো থেকে সরকার প্রচুর টাকা লাভ করে এবং এখন প্রায় ৩ ট্রিলিয়ন ডলার রিজার্ভ আছে।

    ৪) লং টার্ম প্ল্যানিং: বেজিং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে

    লিংক: http://dealbook.nytimes.com/2011/01/28/what-is-the-beijing-consensus/
  • lcm | 69.236.179.251 | ২৬ এপ্রিল ২০১১ ১১:৫৪471293
  • চাইনিজ সরকারের অনেক ক্ষমতা। রাষ্ট্রের হাতে এত ক্ষমতা যে ইচ্ছে করলে গুগল ব্লক করে দিতে পারে।

    এই যে এত ক্ষমতা রাষ্ট্রের হাতে - এটা কি কাউকম-এর কনসেপ্টের সাথে মেলে?

    বিপ্লব, আলোকপাত করো। একটু স্লো, রিল্যাক্স্‌ড মুডে প্লিজ। নো ওভার এক্সাইটমেন্ট। ফোকাসটা শুধু একটা বিষয়ের ওপর, চায়নার ইকনমিক মডেল কি কাউকম?
  • aka | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০১১ ১৬:০৮471294
  • যা: এই বললেন ধনতন্ত্র আর বাজার এক নয়। আবার বললেন ধনতন্ত্র বলে কিছু নেই, সর্বত্রই বাজার, ধনতন্ত্র আর সমাজতন্ত্রের মিশেলে বাস করি। মানে

    আমরা যেখানে বাস করি = alpha1*বাজার + alpha2*ধনতন্ত্র + alpha3*সমাজতন্ত্র (0>=alpha(i)<=1)

    এখানের ধনতন্ত্র বলতে আপনি কি বোঝেন?

  • Souva | 122.248.183.1 | ২৬ এপ্রিল ২০১১ ১৬:২১471295
  • বিপ্লব পাল শেষে গুরু-তেও?? এবং সেই একই বস্তাপচা মাল (লেনিন মার্ক্সবাদ বোঝেনি, আসল সাম্যবাদ আসবে টেকনোলজির হাত ধরে, বিপ পালের সৌজন্যে) ফের নতুন বোতলে (কাউকম) পুরে বেচার চেষ্টা??

    ওম মণিপদ্মে হুম!!
  • Souva | 122.248.183.1 | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩১471296
  • বস্তুত:, বিপবাবু কী কী উত্তর দেবেন, কোন কোন উদাহরণ ছাড়বেন, তাঁর লজিক-পরম্পরা ঠিক কোন রাস্তায় চলবে, সে সবই আমি জানি। এত ভালোভাবে জানি যে মাঝেমধ্যে আইডেন্টিটি ক্রাইসিসও হয়। মনে হয় আমি য্যানো আমি নই, বিপের ডোপ্পেলগ্যাঞ্জার।
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ১৭:২২471297
  • চায়নার ইকনমিক মডেল কি কাউকম?

    **************
    না। কিন্ত চিনে শ্রমিক মালিকানাধীন কোম্পানী সবে শুরু হয়েছে। কিছু কিছু উদাহরন লেখাতেই দিয়েছি। কমেন্টেও বলাছিল, চিনের অর্থনীতির ৫% ও শ্রমিক মালিকানাধীন না-তার অধিকাংশই এখনো রাষ্ট্রের হাতে। সুতরাং চীণ নিয়ে এত বড় পোষ্ট না দিলেও চলত-কেও অই তথ্যকে কনট্রাডিক্ট করছে না।

    ব্যাপারটা হচ্ছে চীন শ্রমিক মালিকানাধীন কোম্পানী, ভিলেজ কাউন্সিলকে প্রমোট করছে-এবং সেই কোম্পানীগুলি আন্তর্জাতিক মার্কেটে ভাল করছে। এটা শুরুই হল গত ৫-৮ বছর। তাই বিবর্তনের নিয়ম মেনে, একটু অপেক্ষা করতে হবে।
  • Biplab Pal | 63.118.38.200 | ২৬ এপ্রিল ২০১১ ২০:৩৮471298
  • বস্তুত:, বিপবাবু কী কী উত্তর দেবেন, কোন কোন উদাহরণ ছাড়বেন, তাঁর লজিক-পরম্পরা ঠিক কোন রাস্তায় চলবে, সে সবই আমি জানি। এত ভালোভাবে জানি যে মাঝেমধ্যে আইডেন্টিটি ক্রাইসিসও হয়। মনে হয় আমি য্যানো আমি নই, বিপের ডোপ্পেলগ্যাঞ্জার।
    **************

    সৌভ
    একটা বিবর্তনের তঙ্কেÄ বিপ্লব, জনবিপ্লব কোথা থেকে আসে আমাকে একটু বোঝা বাবা।

    বিবর্তনের পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তনের স্থান আছে?
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১১ ২১:১৮471301
  • আচ্ছা আবার এই প্রশ্নটা করি। এই যে আম্রিগার এই চূড়ান্ত উদ্ভাবনী প্রোডাকশন সিস্টেম যা বিবর্তিত হতে হতে আজকের গুগুল বা ফেসবুকে পরিণত হয়েছে এবং ক্রমাগত বিবর্তিত হচ্ছেই হচ্ছে। তা সেটাই হোক না।

    খামোকা চায়না কি দরকার? চাট্টি সোয়েট শপ চালিয়ে ইকনমিক গ্রোথ হলেই কি তা সাস্টেনেবল?
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১১ ২১:২১471302
  • আর যদি বিবর্তন বাদেই বিশ্বাস করেন তাহলে ওসব কো-অপারেটিভের কোন দরকার নেই। বাজারই ঠিক করে দেবে কি হবে না হবে। কারণ বাজার এফিশিয়েন্ট। আপনি কি এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিসে বিশ্বাসী?
  • lcm | 128.48.121.147 | ২৬ এপ্রিল ২০১১ ২২:১৪471303
  • ওকে, তাহলে বলছেন যে চীনে এখনও কাউকম জাঁকিয়ে বসে নি। ৫%। তাই তো। আর, সেই কনসেপ্ট (৫%) চীন আমেরিকাকে পুশ করবে, তাহলে এখানে সেটা টের পাওয়া যাবে।

    তার মানে এখনও এটা কিছুই হয় নি। তবে "বিবর্তন'-এর নিয়ম মেনে কাউকম আসছে।

    তো চীনে আগে ৫% থেকে ৯৫% হোক, নিদেন পক্ষে ৫০% হোক, তারপর না হয় এই টপিক নিয়ে ভাট করা যাবে। এরকম ৫% থিওরির তো পৃথিবীতে অভাব নেই।

    জাস্ট কিউরিয়াস, চীনের কোন শ্রমিক মালিকাধীন কোম্পানী ভাল করছে? একটা উদাহারণ দিন।
  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ২২:১৭471304
  • চীনে শ্রমিক মালিকানাধীন কোম্পানিগুলিতে শ্রমিকদের অবস্থা নিয়েও জানতে আগ্রহী। মানে, সেখানে তাইলে কোন সোসোন নাই ?
  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ২২:১৯471305
  • ক্যুইজ : কোনখানে কোনোদিন কাউকম আসতে পারবে না?
  • Biplab Pal | 63.118.38.200 | ২৬ এপ্রিল ২০১১ ২৩:১১471306
  • জাস্ট কিউরিয়াস, চীনের কোন শ্রমিক মালিকাধীন কোম্পানী ভাল করছে? একটা উদাহারণ দিন।
    *******
    লেখাটা পড়ুন।
  • lcm | 128.48.121.147 | ২৬ এপ্রিল ২০১১ ২৩:৩৪471307
  • Huawei - র কথা বলছেন?

    এরা বড়। কিন্তু, ইয়ে মানে, চায়না সব থেকে বড় কোম্পানীর লিস্টে ... মানে দেখলাম না... এরকম কোম্পানী চায়না-তে অনেক আছে...

    http://en.wikipedia.org/wiki/List_of_the_largest_companies_of_China?

    কিন্তু, এ আর এরকম তো নতুন কিছু নয়, এমপ্লয়ি-রা ভোট দিয়ে পরিচালক কমিটি ঠিক করে - এতো অনেক জায়গাতেই আছে। তারপর সেই কমিটি কোম্পানী চালায়। এ আর এমন কি কথা।
  • lcm | 128.48.121.147 | ২৬ এপ্রিল ২০১১ ২৩:৩৯471308
  • এনিওয়ে, ৫% নিয়ে আলোচনার আগ্রহ হারিয়ে ফেলেছি।
  • kd | 71.183.177.133 | ২৭ এপ্রিল ২০১১ ০১:১২471309
  • কবে যেন পড়েছিলুম, আমেরিকায় Ingersoll-Rand না Caterpillar এ'রকমেরই একটা বিজনেস অ্যাপ্রোচ নিয়েছে (ছিলো) আর তাতে সিগ্‌নিফিক্যান্ট প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট পেয়েছিলো। কেউ এই ব্যাপারে কিছু জানো?
  • lcm | 128.48.121.147 | ২৭ এপ্রিল ২০১১ ০১:৩৭471310
  • কাবলিদা, এ সবই পুরোনো মদ নতুন বোতলে। কিন্তু এত কম %....
  • Biplab Pal | 72.81.226.222 | ২৭ এপ্রিল ২০১১ ০৬:১৭471312
  • Huawei - র কথা বলছেন?

    এরা বড়। কিন্তু, ইয়ে মানে, চায়না সব থেকে বড় কোম্পানীর লিস্টে ... মানে দেখলাম না ... এরকম কোম্পানী চায়না-তে অনেক আছে ...

    http://en.wikipedia.org/wiki/List_of_the_largest_companies_of_China?

    **********
    খুব ভুল জেনেছেন। হুয়েই এর বার্ষিক রেভিনিউ ২৮ বিলিয়ান ডলার। ঐ লিস্ট অনুযায়ী, প্রথম পাঁচে থাকার কথা
    http://en.wikipedia.org/wiki/Huawei

    কিন্ত সেটাও হিসাব না। গুগলের ইনকাম ৭ বিলিয়ান ডলার -আর ভারতীয় রেলের ১৯ বিলিয়ান। তাই ভারতীয় রেলে উৎপাদন শক্তি বেশী ??? ঐ লিস্টে সবই ইনফ্রাস্টকাচার রাষ্ট্রায়ত্ব কোম্পানী।

    এখানে তর্ক হচ্ছে উৎপাদন শক্তির। সুতরাং মাথাপিছু রেভিনিউ দেখুন। দেখবেন হুয়াই অনেক ওপরে আছে। তাছারা পেটেন্ট ফাইলে হুয়াই চীনের শীর্ষে-পৃথিবীতে পঞ্চম বোধ হয়।

    ****************************
    কিন্তু, এ আর এরকম তো নতুন কিছু নয়, এমপ্লয়ি-রা ভোট দিয়ে পরিচালক কমিটি ঠিক করে - এতো অনেক জায়গাতেই আছে। তারপর সেই কমিটি কোম্পানী চালায়। এ আর এমন কি কথা।

    *****
    ***
    এটা অনেক কথা। উদাহরন দিচ্ছি। ২০০৮ সালে মন্দার সময় আমাদের কোম্পানীতে দুবার ছাঁটাই হয়। আমরা প্রস্তাব দিয়েছিলাম সবাই বেতন কাট নিতে রাজী আছে-ছাঁটাই যেন না হয়। ম্যানেজমেন্ট রাজী হয় নি-কারন তাহলে তাদের ও বেতন এবং বোনাস কাট হবে। তাদের নিজেদের শেয়ারের দাম কমবে। শ্রমিক পরিচালন হলে কেও ছাঁটাই হত না-কারন মন্দার বাজারে আমাদের লোকসানের পরিমান ছিল খুব অল্প-তাও শেয়ার হোল্ডারদের আসস্ত করতে ছাঁটাই হয়-যার কোন দরকার ছিল না।

    এই পার্থক্য অভিজ্ঞতা না থাকলে বুঝবেন না। বোঝার জন্যে শ্রেষ্ঠ উপায় মারোয়ারী কোমপানী বা রিলায়েন্সে জয়েন করুন। আমি ত তাও আমেরিকার পাবলিক কোমপানীতে চাকরি করি-ভারতে যারা মারোয়ারী বা গুজরাতি কোম্পানীতে চাকরি করে তাদের জিজ্ঞেস করুন। তারা আপনার কথা মানবে কি না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন