এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিকল্প মার্ক্সবাদের সন্ধানে-কাউ&

    Biplab Pal
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১১ | ২০১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | 72.81.226.222 | ২৮ এপ্রিল ২০১১ ১৯:০৯471346
  • এর পরে কোম্পানি বাড়ে, টাকা বাড়ে, ওপরের দশজনের ক্লাস বদলে যায়। কোম্পানিতে আরও লোক ঢোকে তাদের অতটা টাকা থাকে না ক্লাস স্ট্রাগল শুরু হয়। এ নতুন কি অনেকদিন আগে মার্ক্স নামক এক সাহেব বলে গেছেন।

    ************
    মার্ক্স সাহেব যেটা বলে যান নি-কোম্পানী গুলো যখন শ্রমিক মালিকানাধীন ছিল, তখন তাদের উৎপাদিকা শক্তি বেশী ছিল।

    আর আগেকার দিনে স্টার্টাপ কনসেপ্ট ছিল না। বড় কোম্পানীগুলো নতুন প্রোডাক্ট বাজারে আনত। এখনও ভারতে ওমনই আছে।

    এই প্রশ্নটা করা উচিত-কেন সব স্টার্টাপ আমেরিকাতেই হয়েছে-বাকী দেশগুলো পিছিয়ে কেন এই ব্যাপারে?
  • Arpan | 112.133.206.18 | ২৮ এপ্রিল ২০১১ ১৯:৪১471347
  • বোঝো, ইনফি স্টার্টাপ কোম্পানি নয়? নারায়ণমূর্তি, নন্দন, ক্রিস সবাই তো শুরুতে শ্রমিক ছিল। এই মিলেনিয়ামের শুরু অব্দি সব এমপ্লয়িকে ইসপ দিত।
  • Souva | 122.177.139.177 | ২৮ এপ্রিল ২০১১ ১৯:৫৯471348
  • ক্ষি মুশকিল!!!! এ তো খুবই স্বাভাবিক যে এই মারকাটারি কম্পিটিশনের বাজারে করে খেতে হলে যে কোনো স্টার্ট আপ-কেই ইনোভেশন করতে হবে, বিজনেস মডেল ইনোভেশন হোক, প্রডাক্ট ইনোভেশন হোক, ইনোভেটিভ সেগমেন্টেশন হোক, যে কোনো স্টার্ট আপের সফল হওয়ার পেছনে ইনোভেশনের অবদান রয়েছেই। কিন্তু সেই ইনোভেশন আর শ্রমিক মালিকানার পারস্পরিক কোনো সম্পর্কই নেই। সেই কথাটা আমার পোস্টের বাকি অংশে ছিলো, যেটা বিপবাবু কৌশলে এড়িয়ে গেলেন।
  • aka | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০১১ ২০:০৭471349
  • এর উত্তর আগে উনি দিয়েছেন। গুগুল শ্রমিক মালিকাধীন কারণ ল্যারি পেজ গত পাঁচ দিনে প্রচূর শেয়ার বেচেছেন।
  • Biplab Pal | 63.118.38.200 | ২৮ এপ্রিল ২০১১ ২২:০১471350
  • ক্ষি মুশকিল!!!! এ তো খুবই স্বাভাবিক যে এই মারকাটারি কম্পিটিশনের বাজারে করে খেতে হলে যে কোনো স্টার্ট আপ-কেই ইনোভেশন করতে হবে, বিজনেস মডেল ইনোভেশন হোক, প্রডাক্ট ইনোভেশন হোক, ইনোভেটিভ সেগমেন্টেশন হোক, যে কোনো স্টার্ট আপের সফল হওয়ার পেছনে ইনোভেশনের অবদান রয়েছেই। কিন্তু সেই ইনোভেশন আর শ্রমিক মালিকানার পারস্পরিক কোনো সম্পর্কই নেই। সেই কথাটা আমার পোস্টের বাকি অংশে ছিলো, যেটা বিপবাবু কৌশলে এড়িয়ে গেলেন।
    ***********

    খুবই ভুল ধারনা। প্রযুক্তির ইতিহাস আপনাকে আরো ভাল ভাবে জআনতে হবে।

    [] মাইক্রোসফট কেন উইন্ডোস আনল-কেন পারল না আই বি এম? জন্মলগ্নে মাইক্রোসফট শিশু তখন আর আই বি এম কম্পুটার মার্কেটের একছত্র সম্রাট ছিল।
    [] ১৯৯১ সালে যখন প্রথম রাউটার বা নেটোয়ার্টিং প্রডাক্ট ঢুকছে, তখন কেন রাউটার টেকনোলজি বেল ল্যাব থেকে এল না? এল সিসকো স্টার্ট আপ থেকে?
    [] সার্চ ইঞ্জিন [১৯৯৬] ব্যাপারটা মাইক্রোসফট থেকে না এসে কেন এল স্টার্টাপ গুগল বা ইহাহু থেকে?
    [] সোশ্যাল মিডিয়া কেন এল ফেসবুক থেকে [২০০৫]? কেন অর্কুট কিনেও গুগল পারলনা ঐ স্পেসে?

    এই প্রশ্নগুলোর উত্তর দিন। প্রতিটা ক্ষেত্রেই বড় বড় কোম্পানীগুলোর সমগোত্রের প্রোডাক্ট বার করার প্ল্যান ছিল-কিন্ত ওরা পারল না। স্টার্টাপ গুলো পারল। কেন?

    প্রথমটা অবশ্যই শ্রমিক মালিকানা?

    কেন? আমার মাথায় যদি একটা নতুন প্রডাক্টের আইডিয়া আসে-যেটা থেকে বিলিয়ান ডলার উপায় হতে পারে-আমি কেন সেটা আমার কোম্পানীতে করব? আমি স্টার্টাপ খুলে করব। কারন নিজের কোম্পানীতে করলে, পাওয়া শুধু পেটেন্ট বাবদ কয়েক হাজার ডলার আর আরো পলিটিক্স। সেখানে স্টার্টাপে আমি নিজে মিলিয়নার হচ্ছি। যার জন্যে বড় বড় কোম্পানীগুলো এখন বলছে মাথায় আইডিয়া আছে? যা বাবা স্টার্টাপ খোল। নিজেই মালিক হ। তবে আমাকেও ফেলিসনে-আমি ফান্ডিং করে দিচ্ছি।

    এখানে যারা লিখছে, তারা আমেরিকাতে এই প্রযুক্তির ইতিহাস নিয়ে খুব কম জানে। আমি গত দশ বছর ধরে যেহেতু এই স্টার্টাপ মার্কেটে অনেক খেলেছি-অনেককে চিনি-অনেকের লড়াই এর কমরেড ও-আমি অবশ্যই আশাকরি না, অন্যরা আমেরিকান স্টার্টাপ ব্যাপারটা বোঝে বা এত সহযে বুঝবে।

  • sda | 117.194.194.107 | ২৮ এপ্রিল ২০১১ ২২:৩৭471351
  • বেল ল্যাব আর সিসকোর তুলনা টানা অবান্তর। বেল ল্যাব থেকে বাইপোলার ট্রানজিস্টার বেরিয়েছে ৪০ এর দশক এ , যেটা না থাকলে কোন ইলেক্ট্রনিক্স বেসড কোম্পানি আজ থাকত না , সিসকোর মত ভিএলেসাই বেসড কাজ করা কোম্পানি তো ছেড়েই দিলাম। সব টেকনোলজি সরাসরি অ্যাপ্লিকেশনে আসে না , ফান্ডামেন্টাল রিসার্চ বেসড কোম্পানিগুলো না থাকলে প্রোডাক্ট বেসড কোম্পানিগুলো লাটে উঠতো। প্রত্যেকটি কোম্পানির নিজের টার্গেট মার্কেট আছে , আর সেই মার্কেটে বেল ল্যাব যথেষ্ট সফল , বিশ্বাস না হয় বেল ল্যাবের পেটেন্টের লিস্ট টা দেখুন।
  • lcm | 128.48.121.218 | ২৮ এপ্রিল ২০১১ ২২:৪৭471352
  • ইয়ে মানে...
    ১) উইন্ডোজ-এ কম্পিটিশন ছিল তো অ্যাপ্‌ল এর সঙ্গে - আইবিএম এর সাথে তো নয়। প্রথম উইন্ডোজ ইন্টারফেস পিসি তে আনে অ্যাপ্‌ল। মাইক্রোসফ্‌ট-অ্যাপ্‌ল কম্পিটিশনও ছিল অনেক দিন। এসবের অনেক পরে আইবিএম নিজেদের উইন্ডজ ওএস বানায়, ওএস-২।

    ২) রাউটার এর কন্সেপ্ট তো বহু পুরোনো। জেরক্স রাউটার ছিল সে যুগে। ইন ফ্যাক্ট, জেরক্স অনেক কাজই করেছিল সে সময়, প্রথম মাউস ডিভাইস এবং ইন্টারফেস ও তো জেরক্স-এর। আর, সিস্কো বেসিক্যালি রাউটার ওএস তৈরী করেছিল, বাজারে আরো ওএস ছিল।

    ৩) সার্চ ইঞ্জিন, মানে, ওয়েব সার্চ ইঞ্জিন ও তো গুগল বা ইয়াহু-র আবিষ্কার নয়। আজ আমরা যে সার্চ ইঞ্জিন এর ব্যবহার দেখি, তা প্রথম তৈরী করে ইন্‌কটমি (inktomi) নামে একটি কোম্পানী (এক সময় এই inktomi স্টকে ইনভেস্ট করেছিলুম, দারুন পারফ্যরম্যান্স ছিল )। ইয়াহু একে কিনে নেয়। মাইক্রোসফট ও ইন্‌ক্‌টমি ইউস করত ব্যাকগ্রাউন্ডে, msn সার্চে। এদের অনেক পরে গুগল সার্চ ইঞ্জিন তৈরী করে। এখন মাইক্রোসফ্‌ট ও তৈরী করেছে - bing

    ৪) সোশ্যাল মিডিয়া ব্যাপারটা তো ফেসবুক থেকে আসে নি। গুগল-এর অর্কুট কেন ফেসবুক হল না, গুগল কেনই বা ফোন ওএস-এ (অ্যান্ড্রয়েড) মনোনিবেশ করল, তার সাথে শ্রমিক মালিকানা-র কোনো সম্পর্ক নেই।

    নাহ! বিপ্লব-এর কথাবার্তা সত্যি বড় নাইভ। আমেরিকার স্টার্ট আপ, গুগল/ফেসবুক-এ আটকে গেছে।
  • sda | 117.194.194.107 | ২৮ এপ্রিল ২০১১ ২২:৫৮471353
  • স্টার্ট আপ হিসাবে সত্যিকারের পাথব্রেকিং কাজ করেছিল ইন্টেল (শুরু তে নাম ছিল noice semiconductor)। ১৯৭৪ এ প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কম্পুটার জগতে বিপ্লব এনে দিয়েছিল। মজার ব্যপার হল যে তার ২-১ বছরের মধ্যে মোটোরোলা আর জিলগ ও এক ই জিনিস বানিয়ে বাজারে ছাড়ে, অর্থাৎ আবিষ্কারটা টেকনিক্যালি খুব একটা হাইফান্ডা ছিল না - শুধু ইন্টেল প্রথম আইডিয়াটা টা পায়।
  • aka | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০১১ ২৩:০৪471354
  • কবেই বলেছিলাম, টইয়ের নাম বদলে হাউ টু রান এ স্টার্টাপ রাখলেই সব ল্যাঠা চুকে যেত।

    আপনি মিলিয়নিয়ার হবার জন্য ১ কেন ১০০ খানা স্টার্টাপ খুলুন কিন্তু সেটা খুলে দুনিয়ায় সাম্য আনতে চাইছেন এই দাবীটা না করলেই চলবে।

    এখন মনে হচ্ছে হাউ টু রান না হোয়াই শুডাই ওপেন এ স্টার্টাপ রাখলে ঠিকঠাক হবে।
  • lcm | 128.48.121.218 | ২৮ এপ্রিল ২০১১ ২৩:২৩471356
  • আরে! তাহলে তো আমিও তো.. নিজের অজান্তে কাউকম , সাম্যবাদ ছড়িয়ে দিচ্ছি... গত বারো বছর ধরে একটা স্টার্টাপ আমি আর আমার বন্ধু মিলে চালাচ্ছি। এর মধ্যে আরো দুটো স্টার্টাপ-এর আইডিয়ায় যুক্তও হয়েছিলাম মাঝে, কিন্তু কিছু দাঁড়ায় নি, নইলে আরো ছড়ানো যেত...

    sda,
    অবশ্যই ইন্টেল... আইবিএম...এইচপি... সান... এরকম কতশত।
  • Biplab Pal | 63.118.38.200 | ২৯ এপ্রিল ২০১১ ০০:০১471357
  • ১) উইন্ডোজ-এ কম্পিটিশন ছিল তো অ্যাপ্ল এর সঙ্গে - আইবিএম এর সাথে তো নয়। প্রথম উইন্ডোজ ইন্টারফেস পিসি তে আনে অ্যাপ্ল। মাইক্রোসফ্‌ট-অ্যাপ্ল কম্পিটিশনও ছিল অনেক দিন। এসবের অনেক পরে আইবিএম নিজেদের উইন্ডজ ওএস বানায়, ওএস-২।
    *********
    মাইক্রোসফট জিতে গেল কেন?
    ****************

    ২) রাউটার এর কন্সেপ্ট তো বহু পুরোনো। জেরক্স রাউটার ছিল সে যুগে। ইন ফ্যাক্ট, জেরক্স অনেক কাজই করেছিল সে সময়, প্রথম মাউস ডিভাইস এবং ইন্টারফেস ও তো জেরক্স-এর। আর, সিস্কো বেসিক্যালি রাউটার ওএস তৈরী করেছিল, বাজারে আরো ওএস ছিল।

    ******************
    সিসকো জিতল কেন? রাউটারের কনসেপ্ট তারো আগে ছিল আরপানেটের প্রজেক্ট থেকে
    **********************************************************

    ৩) সার্চ ইঞ্জিন, মানে, ওয়েব সার্চ ইঞ্জিন ও তো গুগল বা ইয়াহু-র আবিষ্কার নয়। আজ আমরা যে সার্চ ইঞ্জিন এর ব্যবহার দেখি, তা প্রথম তৈরী করে ইন্‌কটমি ( inktomi ) নামে একটি কোম্পানী (এক সময় এই inktomi স্টকে ইনভেস্ট করেছিলুম, দারুন পারফ্যরম্যান্স ছিল )। ইয়াহু একে কিনে নেয়। মাইক্রোসফট ও ইন্‌ক্‌টমি ইউস করত ব্যাকগ্রাউন্ডে, msn সার্চে। এদের অনেক পরে গুগল সার্চ ইঞ্জিন তৈরী করে। এখন মাইক্রোসফ্‌ট ও তৈরী করেছে - bing

    *************
    গুগল জিতে গেল কিভাবে? পরে ঢুকে ছোট কোম্পানী?
    **************************

    ৪) সোশ্যাল মিডিয়া ব্যাপারটা তো ফেসবুক থেকে আসে নি। গুগল-এর অর্কুট কেন ফেসবুক হল না, গুগল কেনই বা ফোন ওএস-এ (অ্যান্ড্রয়েড) মনোনিবেশ করল, তার সাথে শ্রমিক মালিকানা-র কোনো সম্পর্ক নেই।
    *********
    ফেসবুক জিতে গেল কি করে? ৪০০ মিলিয়ান দিয়ে অর্কুট কিনে ছিল নিশ্চয় দানছত্র খোলার জন্যে না?

    ***************
    ************************

    কে প্রথমে বাজারে কি এনেছিল-সেটা এই বিতর্কে বিবেচ্য না। তর্ক হচ্ছে কোন উৎপাদন সিস্টেমের প্রডাক্টিভিটি বেশী। সুতরাং একটা আপকামিং মার্কেটে কোন উৎপাদন সিস্টেম জিতছে-সেটা ধরেই বিতর্ক করতে হবে।

    আপনি এখনো উপপাদ্যের মূলে যেতে পারেন নি। আলফাল তথ্য দিচ্ছেন-যার সাথে কোন সিস্টেম উৎপাদনে সেরা তার কোন কোরিলেশন নেই। যুক্তিটা কিসের জন্যে দিচ্ছেন, সেই অব অবজেক্টিভটা আগে জানুন।
  • lcm | 128.48.121.218 | ২৯ এপ্রিল ২০১১ ০০:১১471358
  • বেশ। কিন্তু ভাই, আমি তো কোনো যুক্তি দেই নি। কে কার সঙ্গে লড়াই করে জিতেছে তার ব্যাখাও দিই নি।

    আমি শুধু গাদা গাদা ভুল তথ্য ঠিক করে দিয়েছি।

    আর কত তো ভুলভাল, ভেগ ... যাকগে!

  • aka | 168.26.215.13 | ২৯ এপ্রিল ২০১১ ০০:১২471359
  • উৎপাদনশীলতা অতি ভেগ কথা। এর ডেফিনেশন কি?
  • Biplab Pal | 63.118.38.200 | ২৯ এপ্রিল ২০১১ ০০:২৬471360
  • আরে বাবা এবার দেখছি আমাকে ক্লাস টেনের ছেলের মতন করে বোঝাতে হবে

    [] প্রবন্ধের মূল উপপাদ্য বিবর্তন বনাম বিপ্লব
    [] বিবর্তনের তিনটি মূল ধাপ

    প্রথমে মিউটেশন অব আইডিয়াস এন্ড সিস্টেমে নতুন সিস্টেমের জন্ম। একাধিক নতুন সিস্টেম।

    ধাপ দুই: একটি সিস্টেমের থেকে অন্যটি বেশী টিকে যাবে কারন উৎপাদন বেশী-

    ধাপ তিন-অনুৎপাদক সিস্টেমটি বাতিল-এবার নির্বাচিত উৎপাদক সিস্টেমগুলির মধ্যে আবার মিউটেশন।

    গত ৫০ বছর কি দেখলাম? রাষ্ট্রায়ত্ব উৎপাদন ব্যাবস্থাগুলি আস্তে আস্তে সব বাতিলের খাতায়। আবার ১০০% ধনতান্ত্রিক সিস্টেম ও জিততে পারল না। কারন ক্যাওস বেশী। রাষ্ট্রের সাহায্য ছারা ধনতান্ত্রিক মার্কেট চলল না। ১০০% ব্যাক্তি বা ফামিলি মালিকানাতে উদ্ভাবন হল না। স্টার্টাপ সিস্টেমে উদ্ভাবন হল।

    এগুলো নানান ধরনের উৎপাদক সিস্টেম হিসাবে ভাবুন। এদের নানান রকমের মিউটেশন সম্ভব। যার কিছুটা চিনে বেড়ল। আমেরিকাতে অন্য ফর্ম নিল। এগুলোর মধ্যে বাজার তাকেই নির্বাচন করবে-যার উৎপাদন সেরা। সেই জন্যে কেন মাইক্রোসফট, কেন গুগল-কেন সিসকো-এগুলো বিশ্লেষন করা দরকার কারন বাজার এদের বেছেছে। এই নির্বাচনটা বিবর্তনের ধাপ।
  • aka | 168.26.215.13 | ২৯ এপ্রিল ২০১১ ০০:৩৪471361
  • বিষয় : বিকল্প মার্ক্সবাদের সন্ধানে-কাউ &
    বিভাগ : অন্যান্য
    বিষয়টি শুরু করেছেন : BiplabPal
    IPAddress:72.81.226.222Date:18Apr2011 -- 05:10PM
  • pi | 128.231.22.150 | ২৯ এপ্রিল ২০১১ ০২:৫৭471362
  • মঙ্গলগ্রহে বিবর্তন নেই।
    মঙ্গলগ্রহে বিপ্লব নেই।
    অতএব মঙ্গলগ্রহে বিপ্লব পাল চলে গেলেও কাউকুম আসার কোন সম্ভাবনা নেই। পুরো টই পড়ে এই একটা ব্যাপারে অন্তত নিশ্চিত ভাবে বলা যায়।
    ________________________________________

  • Souva | 122.177.205.68 | ২৯ এপ্রিল ২০১১ ০৮:১২471363
  • বেশ। প্রথমে একবার আই বি এম-এর ইনোভেশনগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

    ১। রিলেশনাল ডেটাবেস: আই বি এম ডিবি ২ হোলো গে প্রথম ডেটাবেস যা SQL দ্বারা নিয়ন্ত্রিত। DB2 ঠিক কতোটা বৈপ্লবিক বর্তমান DBMS-এর প্রেক্ষিতে, সেটা বোধহয় বলে দেওয়ার দরকার নেই। আবার এই DB2-এর প্রধান প্রতিযোগিতা কিন্তু অরাকল-এর সঙ্গে, কোনো স্টার্ট আপের সঙ্গে নয়। প্রসঙ্গত:, SQL-ও সম্পূর্ণত আই বি এম-এর অবদান।

    ২। মেইনফ্রেম: এটা না থাকলে বোধহয় ওয়েবসার্ভারের এতো রমরমা হতো না। আজ যেকোনো বড় সংস্থায় বেশিরভাগ ক্রিটিকাল য়্যাপ্লিকেশন মেইনফ্রেম ছাড়া অচল। আবার HTML-এর আগে যে GML নামক ভাষাটি ব্যবহৃত হতো, সে-ও আই বি এমের আবিষ্কার।

    ৩। DRAM: একটিমাত্র ট্রানজিস্টার আর ক্যাপাসিটর ব্যবহার করে একটিমাত্র চিপে তথ্য বোঝাই করার ধারণাটা ১৯৬৮ সালে এক আই বি এম-এর গবেষকই প্রথম তুলে ধরেন, এবং পেটেন্টও নেন। আর এখন DRAM ছাড়া কম্পিউটার মেমারি ভাবাও যায় না।

    ৪। RISC আর্কিটেকচার: খুব বেশি ডিটেলে যাবো না। তবে যে কোনো ওয়ার্কস্টেশন বা লিনাক্স ডেটাবেসের ভিত্তি হলো গে এই আর্কিটেকচার,

    ৫। স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ: STM আবিষ্কার না হলে পারমাণবিক স্তরের গঠনবিন্যাস প্রত্যক্ষ করার স্বপ্ন অধরা থেকে যেতো। ১৯৮৬ সালে এই আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান আই বি এমের দুই গবেষক-- Gerd Binnig আর Heinrich Rohrer

    ৬। ম্যাগনেটিক ডিস্ক স্টোরেজ: ডেটা স্টোরেজের জন্য ম্যাগনেটিক হার্ড ডিস্কের ব্যবহার প্রথম আই বি এম দ্যাখায়, ১৯৫৬ সালে।

    ৭। সুপারকম্পিউটিং: ডিপ ব্লু, ডিপ থট, ব্লু জিন ইত্যাদি বহু সুপারকম্পিউটার নিয়ে কাজক্‌ম্‌ম করেছে আই বি এম, যা সুবিদিত। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে আই বি এমের ওয়াট্‌সন, artificial intelligence-এর জগতে যার প্রভাব বেশ ব্যাপক।

    এ ছড়া আরো অনেক লম্বা এই লিস্টি-- FORTRAN থেকে শুরু করে ফ্র্যাকটাল, GMR হেড থেকে শুরু করে ক্রিপ্টোগ্রাফিক প্রসেসর বা কার্বন ন্যানোটিউব, আই বি এম কিন্তু ফান্ডামেন্টাল ইনোভেশনের ক্ষেত্রে একটা বেশ বড়-সড় ভূমিকা নিয়েছে। বিপ-বাবু যে সমস্ত ইনোভেশনের কথা বলে নাচানাচি করছেন, তার পেছনে যে ইনফ্রাস্ট্রাকচার, ডেটাবেস থেকে শুরু করে ওয়েবসার্ভার ইত্যাদি, সেটা কোনো স্টার্ট আপের অবদান বোধহয় নয়।
  • Souva | 122.177.205.68 | ২৯ এপ্রিল ২০১১ ০৮:৪৩471364
  • মোদ্দা ব্যাপার এই যে, ইনোভেশন আর শ্রমিক মালিকানার কোরিলেশনটা ঠিক ধোপে টিঁকছে না। বাজার ইয়েস, ইনোভেশন ইয়েস, বাজার বনাম ইনোভেশন ইয়েস, বাট শ্রমিক মালিকানা বনাম ইনোভেশন? নো সার! বিপবাবুর দেওয়া উদাহরণ বা যুক্তি কোনোটাই ঠিক ইসে হলো না।
  • Souva | 122.177.205.68 | ২৯ এপ্রিল ২০১১ ০৮:৪৯471365
  • বাই দ্য ওয়ে, শুধু বিপবাবুর একটা মন্তব্যের দিকে ইংগিত কোরে কাটতে চাই-- বিপবাবু লিখছেন, কে প্রথম বাজারে এনেছিলো সেটা বড় নয়, কার উত্‌পাদন সিস্টেমের প্রডাক্টিভিটি বেশি, সেটাই বিবেচ্য।

    লে হালুয়া, কোশ্চেনটা তা হলে ইনোভেশন নিয়ে ছিলো না? আমি তো জানতুম যে একটা নতুন প্রডাক্ট বা কনসেপ্ট বাজারে প্রথম আনে, তাকেই ইনোভেটিভ বলা হয়!

    তো, প্রডাক্টিভিটির ইনডেক্স কি? কাকে বলে প্রডাক্টিভিটি?? কী দিয়ে মাপা যায় উত্‌পাদনশীলতা? আমি একেবারে ফ্যাকচুয়াল কোয়ান্টিটেটিভ ইনডেক্স দিলে ভালো হয়, কোনো ধোঁয়াটে গ্যাস নয়।
  • lcm | 69.236.179.251 | ২৯ এপ্রিল ২০১১ ১১:৩৪471367
  • এই প্রসঙ্গে - ২০০৯ সালে IBM মোট ৪৯১৪-টি ইউএস পেটেন্ট নেয়... একটানা ১৭ বছর ধরে পৃথিবীর সবথেকে ইনভেন্টিভ্‌ কোম্পানীর লিস্টে টপ করছে IBM

    2009 US Patent Leaders

    1.IBM - 4914
    2.Samsung - 3611
    3.Microsoft - 2906
    4.Canon - 2206
    5.Panasonic - 1829
    6.Toshiba - 1696
    7.Sony - 1680
    8.Intel - 1537
    9.Seiko Epson - 1330
    10.HP - 1273

    http://www.softwaretop100.org/ibm-notches-highest-number-of-us-patents-for-17th-year-running


    ২০১০ এ IBM-এর পেটেন্ট সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে রেকর্ড করেছে:

    1. International Business Machines - 5896
    2. Samsung (Korea) - 4551
    3. Microsoft - 3094
    4. Canon K K (Japan) - 2552
    5. Panasonic (Japan) - 2482
    6. Toshiba (Japan) - 2246
    7. Sony (Japan) - 2150
    8. Intel Corp - 1653
    9. LG Electronics (Korea) - 1490
    10. Hewlett-Packard - 1480
    11. Hitachi (Japan) - 1460
    12. Seiko Epson (Japan) - 1443
    13. Hon Hai Precision (Taiwan) - 1438
    14. Fujitsu Ltd (Japan) - 1296
    15. General Electric - 1225
    16. Ricoh (Japan) - 1200
    17. Cisco - 1115
    18. Honda Motor (Japan) - 1050
    19. Fujifilm (Japan) - 1041
    20. Hynix Semiconductor (Japan) - 973
    21. Broadcom Corp - 958
    22. GM Global Technology Operations - 942
    23. Micron Technology - 917
    24. Siemens AG (Germany) - 873
    25. Xerox Corp - 858
    26. Denso Corp (Japan) - 853
    27. Texas Instruments - 829
    28. Honeywell - 824
    29. Sharp (Japan) - 818
    30. Toyota (Japan) - 802
    31. Infineon Technologies (Germany) - 774
    32. Brother Kogyo (Germany) - 771
    33. Nokia (Finland) - 760
    34. Silverbrook Research (Australia) - 752
    35. LG Display Co (Korea) - 738
    36. Semiconductor Energy Laboratory (Japan) - 734
    37. Mitsubishi Denki (Japan) - 700
    38. Philips (Netherlands) - 685
    39. NEC Corp (Japan) - 680
    40. Boeing - 662
    41. Qualcomm - 657
    42. SAP AG (Germany) - 649
    43. Oracle /Sun Microsystems - 646
    44. Bosch, Robert (Germany) - 593
    45. Fuji Xerox Co (Japan) - 574
    46. Apple Inc - 563
    47. Du Pont - 509
    48. Sanyo Electric (Japan) - 504
    49. 3M Innovative Properties - 496
    50. Freescale Semiconductor - 494

    http://www.ificlaims.com/news/top-patents.html


    সুতরাং....
  • Souva | 122.248.183.1 | ২৯ এপ্রিল ২০১১ ১২:২১471368
  • যাহ! এই লিস্টে কোনো স্টার্ট আপ নেই!! কিন্তুক, বিপবাবু এবার বলবেন কোশ্নোটা পেটেন্ট বা ইনোভেশন নিয়ে নয়, উৎপাদনশীলতা বা প্রডাক্টিভিটি নিয়ে। তাই, আগে বিপবাবুর কাছ থেকে শেখা যাক যে উৎপাদনশীলতা কীভাবে মাপা যায়, তাপ্পর অন্য কথা।
  • Biplab Pal | 63.118.38.200 | ৩০ এপ্রিল ২০১১ ০২:৪৮471369
  • [] পেটেন্ট দেখে উৎপাদনশীলতা মাপা ঠিক না। কারন পেটেন্টের ৯৫% ই মার্কেটের মুখ দেখে না।
    [] আমরা এখানে কথা বলছি উইনিং টেকনোলজি নিয়ে। আই বি এমের উদাহরন গুলি যিনি দিয়েছেন, তার তথ্য ভ্যালিড, যুক্তি ঠিক না।
    [] আই বি এম প্রতিটা নতুন প্রযুক্তি, আনতে যা খরচ করে, একটা স্টার্টাপ তার ১/১০ ভাগ খরচে, ১/৩ কম সময়ে সেই প্রযুক্তি আনে। সেই জন্যেই তারা জেতে। সেটাই একটা স্টার্টাপের উন্নত উৎপাদনশীলতা। এবং এর পেছনে শ্রমিক মালিকানার ভূমিকা মুখ্য
  • Biplab Pal | 63.118.38.200 | ৩০ এপ্রিল ২০১১ ০২:৫০471370
  • যাহ! এই লিস্টে কোনো স্টার্ট আপ নেই!!

    **********
    ছোটবেলাতে আপনাকে পাটিগণিত কে শিখিয়েছিল জিজ্ঞেস করতে পারি? অনুপাত বলে একটি ব্যাপার শিখতে হত কি?
  • aka | 168.26.215.13 | ৩০ এপ্রিল ২০১১ ০২:৫৬471371
  • অনুপাত বলে ৪০ টির মধ্যে ১ টি শ্রমিক মালিকানা টিঁকে থাকে।
  • lcm | 128.48.121.218 | ৩০ এপ্রিল ২০১১ ০৩:৩৫471372
  • ইয়ে, মানে... স্টার্ট আপ কোম্পানীর মালিক তো কর্মীরা নয়... ভিসি (ভেঞ্চার ক্যাপিটালিস্ট), এঞ্জেল ইনভেস্টর... অন্যান্য ইনভেস্টর, ইনভেস্টমেন্ট পার্টনার.. এবং, ফাউন্ডার কিছু মেম্বার...

    স্টার্ট আপে সাধারনত যেটা হত, কাউকে রিক্রুট করা হলে একটা শেয়ার দেওয়া হত (সাধারনত ১ডলার, বা ১ পেনি শেয়ার প্রতি দাম ধরে)। এখন ইন জেনারেল, এই শেয়ার মিনিংফুল হয় যদি কোম্পানী আইপিও করে মার্কেটে ট্রেড করে, বা, কোনো বড় কোম্পানী কিনে নেয়... আদারওয়াইজ, ইট ইস প্রেটি মাচ্‌ ইউসলেস্‌...
    আজকাল অবশ্য এটাও কেউ খুব একটা কেয়ার করে না... নতুন প্রোডাক্ট বানানোর উত্তেজনা/প্যাশন, দিনে ১২-১৪ ঘন্টা কাজ, ফ্রি বিয়ার/পিজ্জা... এসব আছে....
    মালিকানা-র কোনো সিনই নেই... কোনো কালে ছিল না.. কখনও প্রোডাক্ট যদি মার্কেটে দাঁড়ায়... বা, কোনো বড় মাছ যদি গিলে নেয়.. তখন কিছু ক্যাশ পেতে পারো। ব্যস্‌।

    এসব নতুন কিছু কথা নয়, যারাই স্টার্টআপের সঙ্গে যুক্ত তারা কমবেশী জানেন... নিজের কিছু অভিজ্ঞতা এবং কিছু বন্ধু যারা ভ্যালিতে স্টার্টাপ চালিয়েছে/চালাচ্ছে তাদের থেকে শোনা।

    আসলে এত ভুলভাল তথ্য/ভাট হচ্ছে...

  • aka | 24.42.203.194 | ৩০ এপ্রিল ২০১১ ০৩:৪৯471373
  • কেন এইরকম ৪০ টা স্টার্টাপের মধ্যে ১ টি গুগুল হবে। তখন সেই ১ পেনির শেয়ারের দাম বেড়ে ৫৪৪.১০ ডলার হবে। তখন কোন একজন ফাউণ্ডার মেম্বার সেই শেয়ার দিনে বার পাঁচেক বেচবেন আর বার পাঁচেক কিনবেন। শ্রমিক মালিকানা প্রমাণ করতে আর কি চাই। স্টার্টাপের হাত ধরে কাউকম এল বলে, সেদিনের আর দেরি নেই। যাঁরা দেখতে পারছেন না ঐকিক নিয়ম থেকে ত্রৈরাশিক কিসুই জানেন না।
  • nishikanto | 151.141.84.114 | ৩০ এপ্রিল ২০১১ ০৪:২৬471374
  • শুধু তাই না, ভগ্নাংশ পর্যন্ত জানেন না। :-)
  • Biplab Pal | 72.81.226.222 | ৩০ এপ্রিল ২০১১ ০৬:১০471375
  • মালিকানা-র কোনো সিনই নেই ... কোনো কালে ছিল না .. কখনও প্রোডাক্ট যদি মার্কেটে দাঁড়ায় ... বা, কোনো বড় মাছ যদি গিলে নেয় .. তখন কিছু ক্যাশ পেতে পারো। ব্যস।
    *************

    আমার চেনা শোনা যত ধনী বন্ধু বান্ধব আছেন, তারা স্টার্টাপের শেয়ার থেকেই টাকা করেছেন। এই দেশে যত আই আই টিয়ান ভিসি আছে, সবাই কোন না কোন স্টার্টাপ করেই মিলিয়াব বিলিয়াব করেছেন। লিস্ট চাইলে দিতে পারি। এরা সবাই একদিন ইঞ্জিনিয়ারিং কর্ম্নীই ছিলেন।

    একজন স্টার্টাপ খোলে মালিকানার শেয়ারকে মিলিয়ান করতে। অবশ্যই তার আরো কিছু সঙ্গী লাগে-যাদের হরাইজন্টাল স্কিল দরকার হয়। তারা হয়ত অতটা ইনভলভড হয় না। কিন্ত টাকা তারাও করে-যদি সফল হয়।

    কেও যদি বলে স্টার্টাপের সাথে শ্রমিক মালিকানার সম্পর্ক নেই-আমি হাত তুলে দিচ্ছি। অভিয়াস জিনিস-যেটা আমেরিকাতে সবাই বোঝে, সেটা কোন বাঙালী না বুঝলে, আমার কিছু করার নেই।
  • Biplab Pal | 72.81.226.222 | ৩০ এপ্রিল ২০১১ ০৬:১৫471376
  • ইয়ে, মানে ... স্টার্ট আপ কোম্পানীর মালিক তো কর্মীরা নয় ... ভিসি (ভেঞ্চার ক্যাপিটালিস্ট), এঞ্জেল ইনভেস্টর ... অন্যান্য ইনভেস্টর, ইনভেস্টমেন্ট পার্টনার .. এবং, ফাউন্ডার কিছু মেম্বার ...

    *****************

    স্টেজ ওয়ান- মূল কর্মীরা ৭০/৮০%- এঞ্জেল ২০-৩০%
    স্টেজ টু -মুল কর্মী ৪০%, বাকীরা ১০%, ভি সি ৫০%
    রাউন্ড টু
    রাউন্ট থ্রি
    আস্তে আস্তে শ্রমিকদের ৩০% নেমে আসে,।
    আবার নাও আস্তে পারে। যেমন ফেসবুকে ইনভেস্টরা এখনো ৪০% ক্রস করতে পারে নি
  • Paxi | 59.93.243.94 | ৩০ এপ্রিল ২০১১ ০৭:০৬471378
  • ওরে ভোন্দোর ফিরে চা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন