এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোট ২০১১ ভবিষ্যৎবাণী করুন

    Ishan
    অন্যান্য | ০৪ এপ্রিল ২০১১ | ৯২৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ১১ মে ২০১১ ১১:০৩472380
  • আমার বউকে কেন আমি এত শ্রদ্ধা করি? উনি ফেলারের প্রোবাবিলিটি থেকে দেবেশ রায়ের লেখা সবই সমান দক্ষতায় বুইতে পারেন। আর আমার নিজের ওপর অগাধ শ্রদ্ধা কারণ আমি ওনার কথা বুইতে পারি।

    দেবেশ বাবু বলেছেন নীরদ বাবু ও তাঁর মতন প্রাক পেনিসিলিন যুগের লোকেদের কাছে যেমন সেক্ষ নয় মস্তিষ্ক বেশি প্রধান ছিল তেমনই আজকের ভোটারদের কাছে উন্নতি ফুন্নতির থেকেও মমতার পেডিগ্রি বেশি প্রধান তাই তাঁরা দলে দলে সিপিএমকে ভোট দিয়ে অষ্টম বামফ্রন্ট তৈরি করবেন। কিন্তু নবম বামফ্রন্ট গড়ার আগে সিপিএম কে এই বিষয়ে বিশেষ সজাগ থাকতে হবে নইলে এক প্রবল ভাষাদন্দ্ব তৈরি হবে কারণ মমতা শরীর ঠিক রাখতে ও সংযম অভ্যেস করতে চকোলেট খেয়ে চশমা খুলে হেলিকপ্টারে ওঠেন।
  • saikat | 202.54.74.119 | ১১ মে ২০১১ ১১:০৫472381
  • মানেবইটা তো আরও কঠিন।
  • aka | 24.42.203.194 | ১১ মে ২০১১ ১১:০৬472382
  • ও হ্যাঁ উনি যে চশমাটা কোন এক শিল্প অনুরাগীর হাতে দেন এইটা ভুলে যাবেন না। শিল্প, চশমা ও হেলিকপ্টারের এহেন শ্বাসরোধকারী অনুপ্রাস বাংলা ভাষা এর আগে দেখে নি। দেখুন, পড়ুন ও দলে দলে লোকজনকে পড়ান।
  • dukhe | 122.160.114.85 | ১১ মে ২০১১ ১১:১০472383
  • এর চাইতে ফেলার ঢের সোজা । কিছু বুঝলাম না বটে, কিন্তু দেবেশ রায়, আকাবাবু আর ওনার বৌ - তিনজনের ওপরই অগাধ শ্রদ্ধা জন্মাল ।
  • aka | 24.42.203.194 | ১১ মে ২০১১ ১১:১৪472384
  • শুধু বোঝার চেষ্টা করলে হবে? অনুভব করতে হবে।
  • kc | 194.126.37.78 | ১১ মে ২০১১ ১১:২৯472385
  • দেবেশ রায়ের এই লেখাটা পড়িনি। আজ্জোকে ধন্যযোগ। কিন্তু কিচ্ছু বুঝতে পারলামনা। এমনকি এটা ভাল লেখা না খারাপ লেখা তাও বুঝতে পারলামনা। ডিডিদা তাও একটু বুঝেছেন বলে মনে হল।
  • aka | 24.42.203.194 | ১১ মে ২০১১ ১১:৩৫472386
  • ভাষাহীনের ভাষা পড়েছো? বুঝেছো? সব লেখা বোঝার জন্য নয় অনুভব করার জন্য।
  • rimi | 24.42.203.194 | ১১ মে ২০১১ ১১:৪০472387
  • আরে আকা তোমাদের পা ধরে টানছে, এইডা বুঝলে না?
  • saikat | 202.54.74.119 | ১১ মে ২০১১ ১১:৪৬472388
  • কিন্তু নীরদবাবুর গল্পটায় কী বীঠোফেন ছিল না ওয়ার্ডসওয়ার্থ ছিল এই নিয়ে আমার একটা ধন্দ আছে। ওয়ার্ডসওয়ার্থের কবিতা কী আবৃত্তি করতে হয়েছিল ওনার স্ত্রীকে?

    কে পড়েছে বইটা?
  • saikat | 202.54.74.119 | ১১ মে ২০১১ ১২:৩৬472390
  • লেখাটা বেসিক্যালি সোজা। লেখাটা আসলে ভয় নিয়ে।

    নীরদবাবুর কিসের ভয় ছিল? স্ত্রী যথেষ্ট পরিমাণে শিক্ষিত তো? সেইজন্য বীঠোফেন। এবং স্ত্রী বানান বলতে পারাতে উনি "ভয়মুক্ত"।

    কিন্তু দেবেশ বাবু ভয় পেয়েছেন এবং ভয়মুক্তি ঘটছে না। কেন? ওনার চিন্তাও ঐ "শিক্ষা" নিয়েই, মানে ঠিকঠাক কথাবার্তা বলা নিয়ে যেটা আজকের ভোটের বাজারে অনুপস্থিত। সেই জন্যই প্রথমেই বামফ্রন্টকে অনুরোধ করা হয়েছে সাবালক শিক্ষার ব্যবস্থা করার জন্য।

    ফলে দেবেশবাবু ও নীরদবাবুর অন্তর্গত মিল হোল - অপরের যথেষ্ট পরিমাণে শিক্ষা না থাকা জনিত ভয় !

    কিন্তু ওনার বন্ধু শান্তির ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারিনি।

    চেষ্টা চালাচ্ছি।

    :-)
  • saikat | 202.54.74.119 | ১১ মে ২০১১ ১৩:০১472391
  • শান্তি নামে বন্ধুটি। কয়েকটা জিনিস লক্ষ্য করতে বলি -

    ১) শান্তি স্কুল শিক্ষক।
    ২) দেবেশ রায়ের বন্ধু হলেও এনাকে প্রাক-পেনিসিলিন পর্বের লোক বলা হচ্ছে না।
    ৩) বরং নীরদবাবুর ফুলশয্যার ৩৫ বছর পরের ঘটনার কথা বলা হচ্ছে। ৩৫-টা ৩৪-ও হতে পারত।

    ৩৪ মানে ৭৭ থেকে ২০১১।

    এবং উনি শিক্ষক হয়েও "ঠিক" প্রশ্ন করছেন না। "ভুল" প্রশ্ন করছেন।

    অর্থাৎ ৩৪ বছর পরে যে প্রশ্ন করা উচিত ছিল তা করা হচ্ছে না। কার/কাদের করা উচিত ছিল? কাকে করা উচিত ছিল?

    আর একটা বিষয় দেখতে হবে। প্রথম ফুলশয্যাতে নীরদবাবু "পাশ" ফিরেছিলেন, ভয়্‌মুক্ত হয়ে।

    দ্বিতীয় ফুলশয্যাতে "নববধূ" পাশ ফিরলেন। প্রশ্নকর্তাকে পাত্তা না দিয়ে ?

    অর্থাৎ ৩৪/৩৫ বছর পর, ঠিক প্রশ্ন করা হচ্ছে না। ফলে উত্তরও মিলছে না।
  • Sags | 114.143.7.146 | ১১ মে ২০১১ ১৩:৩৭472392
  • বাহ: তাহলে তো সোজা ব্যাপার ছিলো। কাল অনেক রাত্রে পড়েছিলাম বলে মাথাটা ঝিম ঝিম করেছিলো। সৈকতবাবুকে ধন্যযোগ।
  • aka | 168.26.215.13 | ১১ মে ২০১১ ১৯:৫৭472393
  • আমি সিওর সইকত (দ্বিতীয় না প্রথম গুলিয়ে গেছে) ফেলার অলরেডি বোঝে বা দিলেই বুঝবে। মানে ফেলার বুঝলে দেবেশ বাবু বোঝা যায়, সইকত দেবেশ বাবু বোঝে অতএব সইকত ফেলার বোঝে।

    বউ যা বলেছিল এমনই কিছু ছিল কিন্তু আমি যা বুঝেছি লিখে দিয়েছি।
  • Arpan | 112.133.206.18 | ১১ মে ২০১১ ২০:১০472394
  • এইটি সইকত দ্বিতীয়। সইকত ওয়ান হল ঈশান।

    সৈকত জলের মত প্রায় সব বুঝিয়ে দিয়েছে। খালি দুটি প্রশ্ন আছে।

    ১। বর প্রশ্ন করে, বউ জবাব ইচ্চে হলে দেয়, না হলে কাটিয়ে দেয় (সাংস্কৃতিক হেজেমনি)। প্রশ্ন হল কে ভোটার আর কে পার্টি?

    ২। পাশ ফিরে শোবার তাৎপর্য কী? এইটার উত্তর আবার ডিপেন করছে আগের প্রশ্নের উত্তরের ওপর।

    :)
  • rimi | 168.26.215.135 | ১১ মে ২০১১ ২০:২০472395
  • গুড কোশ্চেন! এই দুটো ব্যপারই আমারো পরিষ্কার নয়।

    তবে সম্ভবত, বউ হল বিরোধী দল, ৩৫ বছর আগে ছিলো সিপিএম। আর এবারে তৃণমূল। আর বর হল ভোটার। দুই দলই পাশ ফিরে শুয়েছে। কিন্তু লক্ষ্য করো, এবারের ভোটাররা (অর্থাৎ শান্তিবাবু) পাশ ফিরে শোন নি।

    অতএব অষ্টম বামফ্রন্ট আসিবে। QED
  • r.h | 198.175.62.19 | ১১ মে ২০১১ ২০:৩১472396
  • নীরদ সি আর শন্তিবাবু বেঠোফেন বোঝেন, নেলপলিশ বোঝেন না। মানে সমস্কৃত। নীরদবাবুর স্ত্রী বেঠোফেন বোঝেন, মানে সমস্কৃতি, শান্তিবাবুর স্ত্রী বোঝেন নেলপলিশ, মানে মেকাপ শেকাপ।

    কোন পাশ?
  • Arpan | 122.252.231.10 | ১১ মে ২০১১ ২১:০২472397
  • আমার এইবার মনে হচ্ছে বউ হল ভোটার আর বর হল এক্সিট পোলের সমীক্ষক।
  • dukhe | 117.194.238.243 | ১১ মে ২০১১ ২১:১৪472398
  • সমীক্ষকের প্রতি ভোটারের কত্তব্যের একটা লিস্টি চাই । ব্রতীন কোথায় ?
  • saikat | 116.203.191.86 | ১১ মে ২০১১ ২১:৪৫472399
  • লেখাটা আবার করে পড়তে পারছি না। :-)

    তবে অর্পণের প্রশ্নের উত্তর দিই।

    সিম্পিল। "নববধূ" হল তৃণমূল। শান্তি হল আজকের ভোটার। সেই ভোটার ঠিক প্রশ্নর করছে না বলে তৃণমূলের জারিজুরি ধরা পরছে না। সেই জন্যই পাত্তা না দিয়ে, পাশ ফিরে শুয়ে কাটিয়ে দিচ্ছে।

    কিন্তু এই পাশ ফিরে শোয়া ইত্যাদির সাথে বামফ্রন্ট ক্ষমতায় আসার সম্পর্ক নেই। ওটা স্বত:সিদ্ধ। ঘটবেই। প্রথমেই বলে দেয়া হয়েছে। এবং ঘটার পরে তাদের অনুরোধ জানানো হয়েছে সাবালক শিক্ষার ব্যবস্থা করার জন্য যাতে পরে আর কেউ "পাশ" ফিরে শুতে না পারে।

    ভোটার ও পার্টির মধ্যে এই যে একরকমের এরোটিক সম্বন্ধ স্থাপন করা হচ্ছে, সেটা কাল্টিভেট করার জিনিশ। এই ব্যপারে কেউ কিছু লিখে জাননি?
  • pi | 128.231.22.150 | ১১ মে ২০১১ ২২:১৬472403
  • আরেকটা সম্ভাবনা আছে তো। নববধূ পিপুফিশু। কিন্তু তাহলে আর সাবালক শিক্ষার ব্যবস্থা করেই বা কী হবে ?
  • I | 14.99.1.216 | ১১ মে ২০১১ ২২:১৯472404
  • তব্বে? সব চক্রান্তের জাল ছিন্ন করে দেবেশ রায় পড়ে ফেল্লাম। আর ভয় কচ্ছে না (অচেনাকে)। এবার রিভিউ পড়ে ফেল্লেই সব বুঝে যাবো।

    কিন্তু এই আমি বলে গেলাম, পিথিমিতে ঈশেনই একমাত্র কম্পিউটারোলা। যেমতি দেবেশ রায়ই একমাত্র তোতাপাখি। পারফেক্ট। নির্ভীক।

    বাকিগুলো গোমুখ্যু।
  • Arpan | 112.133.206.18 | ১১ মে ২০১১ ২২:২০472405
  • বোঝো! পাইয়েরও এইবার সাবালক (ইকা) শিক্ষা লাগবে। :)
  • Suvajit | 120.56.225.44 | ১১ মে ২০১১ ২২:২৭472406
  • নববধূরা কোন পাশ ফিরছেন? বরের দিকে না বরের উল্টোদিকে? এই ধাঁধাটাই মনে হচ্ছে আসল।
    তার সঙ্গে কোরোলারি, নীরদবাবু কোন পাশ ফিরলেন? আর, শান্তিবাবুও কি পাশ ফিরলেন না চিৎ হয়ে শুলেন?
    অষ্টম বামফ্রন্ট সরকার তো হয়েই গেছে, নবম বামফ্রন্ট সরকার হবার সময় তিনোমূল পার্টিটা থাকবে কিনা তা এই উত্তরগুলোর উপর নির্ভর করছে।
  • Ishan | 117.194.32.167 | ১১ মে ২০১১ ২২:৪৬472407
  • এইত্তো লেখা যাচ্ছে।
  • pi | 128.231.22.150 | ১১ মে ২০১১ ২২:৪৭472408
  • আরো কোশ্নো ছিল। কিন্তু আমি আর কিছুই বলবো না । x-(
  • aka | 168.26.215.13 | ১১ মে ২০১১ ২২:৫১472409
  • কেউ কিচ্ছু পড়ে না, একটুও মনোযোগ নেই।

    ১। নবমের সময় তৃণমূল থাকবে না কিন্তু তাও কিছু একটা ছুটকো ছাটকা থাকবে। এটা স্বীকার করে নেওয়া যায়।

    ২। প্রথমবারে নীরদ বাবু এবং তাঁর স্ত্রী দুজনেই পাশ ফিরে শুয়েছিলেন। মানে দুজনেই দুজনের পাণ্ডিত্যে ভয় পেয়েছিলেন।

    ৩। পরের বার শান্তির নতুন বউ পাশ ফিরে শুয়েছে, কারণ বোর হয়েছে।

    আসল ব্যপার হল মমতা তো চকোলেট খান, চশমা খোলেন, চশমা পড়েন, হেলিকপ্টারে চড়েন। মমতার সাঙ্গপাঙ্গরা খোকাবাবুকে নিয়ে বক্রোক্তি করেছেন এতে করে হয়েছে কি ঝাঁঝা রদ্দুরে ১০ টাকা আর ১০০ টাকা গুলিয়ে গিয়েছে। তবে দোষটা কিন্তু টাকার নয় বরম টাকের মানে বুদ্ধির। তাই খুব ভয় হয় আর ভয় হলেই নিজেকে অপরাজেয় মনে হয়। তারপরই পোস্ট পেনিসিলিন যুগের শান্তিবাবু বিয়ের রাতে নববধুকে ঐ প্রশ্ন জিগ্যেস করলেন। কারণ তিনি যুগপৎ ভীত ও অপরাজিত।
  • Arpan | 122.252.231.10 | ১১ মে ২০১১ ২২:৫৮472410
  • পেনিসিলিনটাও কাল্টিভেট করা উচিত।

    পেনিসিলিন মানে কি নির্বাচন কমিশনের দাপট?
  • pi | 128.231.22.150 | ১৩ মে ২০১১ ১৯:৫৪472411
  • এক্সিট পোলগুলোর ভবিষ্যদ্বাণী সিট প্রতি কীরকম মিললো ?
  • kd | 99.38.123.8 | ১৩ মে ২০১১ ২২:৪৭472413
  • আমার মনে হয় এই ইলেকশনে তৃণমূল কান ঘেঁসে বেরিয়ে যাবে।
    :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন