এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • টেররিজম কমাতে হলে পলিটিক্যাল কারেক্টনেস ছাড়তে হবে

    Sibu
    নাটক | ১৫ জুলাই ২০১১ | ১২৬৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 173.163.204.9 | ১৬ জুলাই ২০১১ ১০:১২476817
  • অত কঠিন গানের মানে কি আর আমরা বুঝতে পারি? বিশেষ করে যখন মিশনে পড়িই নি। যাক গে, ছাড়ান দ্যাও।
  • Tim | 173.163.204.9 | ১৬ জুলাই ২০১১ ১০:১৫476818
  • যাক, সময় থাকতেই ডিসক্লেমারটা দিয়ে যাই। নয়ত দিনকাল খারাপ, অনন্ত লুপ চলবে কিনা কেজানে!
    রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমার কোনো মন্তব্য যদি ডেরগেটরি মনে হয়ে থাকে, তবে আগাম ক্ষমা চেয়ে রাখছি। আলোচনা করাই উদ্দেশ্য ছিলো। আপাতত তার আর দরকার নেই ধরে নিচ্ছি।
  • dukhe | 117.194.238.77 | ১৬ জুলাই ২০১১ ১০:১৮476819
  • রামকৃষ্ণ মিশনের জীবনে ধর্ম অবশ্যই আছে । মানে পূজো, প্রার্থনা, ধ্যান এসবকে যদি ধর্ম বলেন । সে হিসেবে সেকুলার নয় ।
  • dukhe | 117.194.232.243 | ১৬ জুলাই ২০১১ ১০:৪৪476820
  • মাদ্রাসায় সব ধর্মের ছেলেমেয়ে ভর্তি হতে পারে কি ?
    মাদ্রাসা কোন কারিকুলাম ফলো করে (প।অব। বোর্ড/সিবিএসই/আইসিএসই/...)?
  • abastab | 61.95.189.252 | ১৬ জুলাই ২০১১ ১০:৪৫476821
  • ইশ, এরা দেখছি বিতংসসর Date:16 Jul 2011 -- 04:43 AM পোস্ট ট কেউ মন দিয়ে দেখেই নি। আবার দেখুন মন দিয়ে। ব্রহ্মানন্দের মূল নিয়ে জরুরী কথা আছে।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুলাই ২০১১ ১১:০৩476822
  • মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম, একই চত্বরে ৫ খানি স্কুল।

    ০) একটা প্লেস্কুল গোছের কিছু ছিল।

    ১) পাঠশালা ছোট বাচ্চাদের জন্য, চতুর্থ শ্রেণী পর্য্যন্ত।

    ২) নিম্ন বুনিয়াদী ছোট বাচ্চাদের জন্য পঞ্চম শ্রেণী পর্য্যন্ত।

    ১ এবং ২ এর ছত্রদের অভিভাবকদের অর্থনৈতিক ক্ষমতার ফারাক ছিল। ২ বেশি পয়সা চাইত।

    ৩) উচ্চ বুনিয়াদী (পঞ্চম থেকে অষ্টম শ্রেণী)
    পাঠশালার প্রথম পাঁচজনের অটোম্যাটিক ভর্তি, নিম্ন বুনিয়াদী থেকে সিক্সে মনে হয় ওপরের জনা দশেক ক্লাস সিক্সে ঢুকত আর এর বাইরে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং ঘুষ মারফৎ ক্লাস ফাইভে ঢুকত জনা দশ বারো।

    ৪) হাইস্কুল ( ফাইভ থেকে টেন ছিল এখন টুয়েলভ) হয়েছে। পাঠশালার বাকি ছেলেরা, নিম্ন বুনিয়াদীর বাকিরা এখানে ঢুকত। আর ক্লাস নাইনে উচ্চ বুনিয়াদীর সবাই এখানে আসত।

    উচ্চ বুনিয়াদীতে ছেলে কম শিক্ষক বেশি আর অবশ্যই খরচাও বেশি। একই স্কুলের মধ্যে অর্থনৈতিক শ্রেণীর ভিত্তিতে এই বিভাগ আমার বেশ বাজে লাগত।কেন ঐ স্কুলে ঢুকেছিলাম সেটা অন্য গপ্পো। আর আমার ধারণা ছাত্রদের পেটানোর চলটাও ছেলেদের স্কুল মাত্রেই থাকে আর আমাদের স্কুলেও বেশ ছিল।
  • SC | 24.3.17.103 | ১৬ জুলাই ২০১১ ১১:৩১476823
  • আমি জানতাম মিশনের অনেক প্রাক্তন ছাত্রের কাছে তীব্র প্রতিক্রিয়া আসবে।
    পলিটিকালি কারেক্ট থাকার দায় এই সুতোতে ছিলো না বলে লিখলাম সাহস করে।
    কি প্রতিক্রিয়া আসে সেটা দেখতে চাইছিলাম।

    মাদ্রাসাতে আমি কোনোদিন পড়িনি। মিশনে কিছুকাল পড়েছি।
    দু একটা কথা। টিম মনেহয় আগ বললো, ও ধর্মকে জীবনের অংগ মানতে শেখানো কিছু অপ্রাপ্তবয়স্ককে,
    এতে আমার প্রবল আপত্তি আছে। মিশনের প্রাক্তনরা ক্ষমা করে দেবেন বন্ধু। যদি আপনাদের আঘাত করে থাকি,
    মার্জনা করবেন। আমি ব্যাক্তিগত আলোচনাতে যেতে চাই না।

    মিশনে প্রার্থনা করা ওপশানাল আমি জানতাম না। হতেও পারে। আমি বহুকাল আগে পড়েছিলাম, তাও বেশীদিনের জন্য নয়।
    আমার স্মৃতিশক্তি দুর্বল হয়ত। যাইহোক, আমার তো মনে আছে, সকলকে এলার্ম বাজিয়ে পাঁচটার সময়ে উঠে প্রার্থনা করতে নিয়ে যাওয়া হত। এই রেজিমেন্টেশনকে কে আপনি কি বলবেন?
    মিশন থেকে কোনো মুসলিম ছাত্রকে যদি সকালে উঠে এই প্রার্থনা করতে হয়, তাকে কি বলবেন? আমি নিষ্ঠুর প্রথা বলব।
    মিশন থেকে কৃতী ছাত্র বেরিয়েছে, না বেরোয়নি, তার সাথে এর কোন যোগ নেই।
    অপ্রাপ্তবয়স্কদের উপরে ধর্মীয় রেজিমেন্টেশন চাপিয়ে দেওয়াকে সমর্থন করিনা। এর জন্য আপনি আমাকে গাল পাড়তে পারেন, আপনার সেন্টিমেন্টে আঘাত লেগে থাকলে দু:খিত, কিন্তু অপ্রিয় কথাটা বলতেই হলো।
    এখানে মাদ্রাসা নিয়ে একের পর এক কমেন্ট হচ্ছে, তাতে কারো সেন্টিমেন্টে আঘাত লাগতে পারে কি, এই মিশনের মতৈ?
    নাকি ওটা নিয়ে ভাববার প্রয়োজন নেই?
  • kallol | 115.184.69.190 | ১৬ জুলাই ২০১১ ১১:৩৪476824
  • পিটি - আগুন পাখী আমার পড়া হয়নি। কিন্তু গরম হাওয়া কখন অন্য কথা বললো? বলরাজ সাহানী আর তার ছোট ছেলে ছড়া অন্যরা? তারা তো ""মুসলমান"" হয়ে থাকতেই চাইলো। তারাই কিন্তু সংখ্যায় বেশী। আমি ভুল কি ঠিক বলতে চাইছি না। বলছি অধিকাংশ মুসলমানই ঐ ফাঁদে পা দিয়েছিলেন।

    সদা - একটা জিনিস গুলিয়ে ফেলছেন। বাংলায় যাকে ধর্ম বলি সেটা ইংরাজি religion নয়। হিন্দু ধর্ম religion নয়। হিন্দু ধর্ম এতো রকমের* যে দেব-দেবীদের নিয়ে কে কি করলো তাতে কিছু এসে যায় না। মহাভারত-রামায়ন পড়ো। দেব দেবীরা কেউ ধোয়া তুলসী পাতা নয়। ইন্দ্রের সারা শরীর যোনীময় হয়ে গিয়েছিলো। এতো STDর লক্ষন। তারপর কে আর কি ""পর্ণো"" দেখাবে।
    হ্যাঁ, আপনি কবীর, কি তুকারাম, কি নানক, কি চৈতন্য কি বামাক্ষ্যাপা, কি রামকৃষ্ণ, কি বিবেকানন্দ নিয়ে পর্ণো লিখুন তো, ধুইয়ে দেবে।

    *হিন্দু ধর্ম কতো রকমের http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=1&pid=jcr://content/guruchandali/guruchandali9/1188426664032 এটা পড়ে দেখতে পারো।
  • SC | 24.3.17.103 | ১৬ জুলাই ২০১১ ১১:৩৯476825
  • মিশন আর মাদ্রাসা এক এরকম লিখেছি কি প্রথম পোস্টে?
    বললাম তুলনাটা ইন্টারেস্টিং।
    দুটো জায়গাতেই ধর্মকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ছাত্রের চিন্তাভাবনার মধ্যে।
    কোথাও হয়ত একটু সূক্ষ্মভাবে, কিন্তু হচ্ছে।
    মাওবাদীরা ইস্কুল খুলে যদি আদিবাসী ছেলেমেয়েদের সকাল বিকেল রেড বুক পড়তে শেখায়, সেখানেও একই প্রশ্ন উঠবে।

    *আগের পোস্টে লিখতে চেয়েছিলাম যে টিমের বক্তব্যের সাথে একমত। মাঝখানে টাইপো করেছি।
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১১:৪১476827
  • আমাদের মিশনে ভোরে উঠে প্রার্থনা করতে হত । অপশনাল ছিল না । মিশনের কলেজে গিয়ে দেখলাম সকালেরটা অপশনাল, তবে সন্ধ্যেরটা অফিসিয়ালি কম্পালসারি, তবু লায়েক ছেলেপুলে কাটিয়ে দিত ।
    ভোর পাঁচটায় ওঠানোটা নিষ্ঠুরতা তো বটেই, তবে সবই অভ্যেসের ব্যাপার । ঐ ভোরে প্রার্থনাঘরে তাও কিছুক্ষণ চাদরমুড়ি দিয়ে ঢুলে নেওয়া যেত, কিন্তু তারপরেই মাঠে কুয়াশার মধ্যে ড্রিল । ঘুমের কোন সুযোগই নেই । রীতিমত অমানবিক শারীরিক রেজিমেন্টেশন চাপিয়ে দেওয়া বলা যায় । আমাদের ইস্কুলে তখন হস্টেলে পাখাও ছিল না, উহাও নিষ্ঠুরতা ।
    তবে মিশনের ছাত্র বা বাবা মা দের মধ্যে এ নিয়ে কোন অভিযোগ দেখিনি । খাবার নিয়ে মায়েদের খুঁতখুঁতুনি ছিল । ওটুকুই ।
    আমারও - লজ্জার মাথা খেয়ে স্বীকার করি - ভালৈ লাগত জীবনটা ।
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১১:৪৪476828
  • তবে ধর্মে লোকের এত অ্যালার্জি ক্যান হেইডা কিলিয়ার নয় । কেউ লিখবেন ?
  • Bratin | 117.194.100.35 | ১৬ জুলাই ২০১১ ১১:৪৬476829
  • মিশনে পড়ার সুবাদে দু চার কথা

    ১। রামকৃষ্ণ মিশনে মুসলিম এবং খ্রীস্টান ছেলেরা পড়তে পারে অসুবিধা নেই। মাদ্রাসা তে অন্য ধর্মালম্বীরা স্বাগত কিনা আমি জানি না।

    ২। হ্যাঁ প্রেয়ার অপশ্যনল।

    ৩। বিদ্যামন্দিরের জীবনে একেবারে ঘড়ির কাঁটার সাথে পা মিলিয়ে। এক সময় আমদের প্রিন্সিপাল মহারাজ কে বলেছিলম মহারাজ এই ভাবে চললে তো যন্ত্র হয়ে যাব। মহারাজ বললেন এটা প্রাকটিস কর, পরে ফল পাবি। এখন মহারজের কথা বুঝতে পারি।

    ৪। ব্যতিক্রম থাকে বই কি? মিশনে পড়ে আমি তীব্র বাম বিরোধী।

    ৫। রামকৃষ্ণ মিশন কে মাদ্রাসা র সাথে তুলনার আপত্তি জানালাম।

    ৬। ধ্যান ইত্যাদি করলে ধার্মিক হওয়া যায় কিনা জানি না তবে কন্সে®¾ট্রশন অনেক বাড়ে। আমার অন্তত: বেড়েছে।
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১২:০৪476830
  • আরেকটা তথ্যও দিই - রামকৃষ্ণ মিশনের ইস্কুল অনেক জায়গাতেই নিম্নবিত্তদের জন্য । উদাহরণ - কামারপুকুর । সফট চাড্ডিগিরির জন্য আদৌ নয় ।
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১২:০৬476831
  • ইয়ে, দুগগাপুজোর প্যান্ডেলে কে কে অপ্রাপ্তবয়স্কদের বাদ দিয়ে যান ?
  • PT | 203.110.243.21 | ১৬ জুলাই ২০১১ ১২:১৫476832
  • ধর্মে অ্যালার্জি না থাকলেও চলে কিন্তু সাঁতরাগাছি স্টেশনের জোড়া প্ল্যাটফর্মের মাঝখানে বিশাল মন্দিরটি কার অনুমতিতে তৈরি হয়েছে আর টিকেই বা আছে কার আশীর্বাদে?
  • santanu | 91.226.168.2 | ১৬ জুলাই ২০১১ ১২:১৬476833
  • ব্রতীন,

    বিদ্যামন্দিরে তোমাদের সময় সকাল বিকেলের প্রেয়ার optional হয়ে গেসল?

    আমাদের তো খাতায় সই করে ঢুকতে হতো, সই না থাকলে মহারাজ কে জবাবদিহি।

    আমার সকালের প্রেয়ারটা ভালো লাগত, উফ বালী ব্রিজ দেখা যাচ্ছে, গঙ্গার হাওয়া টু মাচ। তবে ঐ বিকেলে মাঝে মাঝে ৫৪ নম্বর দেরী করত বলে (প্রেম করে ফেরার সময়) বিকেলের প্রেয়ারটা মিস হয়ে যেত।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুলাই ২০১১ ১২:১৭476834
  • দুখে অর্থনৈতিক সামর্থ্যের ভিত্তিতে রামকৃষ্ণ মিশনে ভীষণ বিভেদ করে। আমি সুনিশ্চিত যেখানে নিম্নবিত্ত ছাত্ররা পড়ে তার সাথে অন্য রামকৃষ্ণ মিশনের পড়ার মানের ফারাক থাকবে।
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১২:২২476835
  • দেখুন, পুরুলিয়া বা নরেন্দ্রপুরে কিছু নিম্নবিত্ত ছেলেপুলে বিনেপয়সায় পড়ে । কিন্তু তাদের জন্য আলাদা ক্লাসরুম ইত্যাদি নেই । সবার সঙ্গেই পড়ে । তারা কারা অন্যেরা জানেও না ।
    আর সব ইস্কুলের টার্গেট এক না । যেখানে সেন্টার অফ এক্সেলেন্স বানানো লক্ষ্য, সেখানে স্ক্রিনিং করে ছাত্র নেওয়া হয়, মানের তফাৎ তো থাকবেই ।
    তবে আজকাল তো এস এস সি-পাস মাস্টারমশাইরা বোধহয় সব জায়গাতেই ।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুলাই ২০১১ ১২:২৯476836
  • নিম্নবিত্ত সেই ছেলেরা পরবর্তীকালে কি রকম সফল জানার ইচ্ছে রইল। আমি যাদের চিনতুম তারা কিন্তু কেউ তেমন কিছু করে নি।
  • y | 59.164.98.250 | ১৬ জুলাই ২০১১ ১২:৩৫476838
  • পিটির যাতারকম ওয়ান ট্র্যাক মাইন্ড :-)))))))))
  • bastab | 14.99.2.222 | ১৬ জুলাই ২০১১ ১২:৪১476839
  • মাদ্রাসায় "অন্য"ধর্মের ছেলেরা পড়তে আর শিক্ষকতাও করতে পারেন।

    মাদ্রাসায় শিক্ষক আর অশিক্ষক কর্মচারী নিয়োগের জন্য বছর চারেক হল এই কমিশন তৈরি হয়েছে http://wbmsc.com/index.jsp
  • bb | 117.195.163.249 | ১৬ জুলাই ২০১১ ১২:৪৩476840
  • আমি মিশনে পড়িনি, কিন্তু এখানকার লেখা পড়ে মনে হল সুক্ষভাবে ধর্ম (পড়ুন হিন্দু) শেখান হত। সেই হিসাবে মাদ্রাসার সঙ্গে কোন তফাৎ পাচ্ছি না।ভুলে গেলে চলবে না মাদ্রাসার শিক্ষা পদ্ধতি আলাদা, তাই মা:, উ মা: ইত্যাদির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না।
    হয়ত মিশনে মহারাজরা অনেকেই ব্যক্তিগত জীবনে আদর্শবাদী , কিন্তু সে মাদ্রাসার শিক্ষকরাও অনেকেই সেরকম ইসলামিক আদর্শে অনুপ্রাণিত হয়ে একই রকম ত্যাগী।
  • nv | 71.142.85.83 | ১৬ জুলাই ২০১১ ১২:৪৬476841
  • 'আর কে মিশন উঠে গেলে ক্ষতি কি?' ক্ষতি কি আমার আপনার? মনে হয় না। ক্ষতি সেই লোকগুলোর যারা আজ-ও সেবাপ্রতিষ্ঠানে কার্ড করে ডাক্তার দেখায়, সুন্দরবনে আইলাতে যাদের ভিটেমাটি সব চুলোয়ে যায়। একটা কথা মনে হচ্ছে, 'দুই দিনের যোগি ভাতেরে কয় প্রসাদ।'
  • y | 59.164.98.250 | ১৬ জুলাই ২০১১ ১২:৫১476842
  • অন্ন
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১২:৫৩476843
  • টইটার নাম পালটে 'রামকৃষ্ণ মিশন ও টেররিজম' করে দেওয়া যায় না ?
    অবাস্তব, সাফল্য বলতে যদি রোজগারপাতি বোঝান, তার মাপকাঠি তো সবার জন্য এক না । খেলে কেউ সৌরভ গাঙ্গুলী হয়, সেটা তো সাফল্য বটেই । কিন্তু খেলার দৌলতে একটা পাকা চাকরি পাওয়াও কারো কাছে উল্লেখযোগ্য সাফল্য হতে পারে ।
    আমাদের সঙ্গে এক জেলে পরিবারের ছেলে পড়ত, এখন এক্সাইজের চাকরি করে । এতদিনে কতটা বড়বাবু হয়েছে জানি না, তবে এটা সে সাফল্য বলেই মনে করে মনে হয়েছে ।
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১২:৫৫476844
  • আর কে মিশন, সেন্ট জেভিয়ার্স, মাদ্রাসা - সবই নয় উঠে গেল । কিন্তু সেই ছেলেপুলেরা যাবে কোথায় ? হেরিটেজ ? ডিপিএস ?
  • basatb | 14.99.2.222 | ১৬ জুলাই ২০১১ ১২:৫৯476845
  • বাওয়া, শখের পোতিক্কিয়াশীল দেখছি আর কে মিশন নিয়ে কোনও পোতিক্কিয়াই সহ্য করতে পার্ছেন না ! কালে কালে ...
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১৩:০২476846
  • আর মিশনে 'সূক্ষ্মভাবে' ধর্ম শেখানোর ব্যাপারও নেই । পুরো ব্যাপারটাই খোলামেলা । ইন্ডিয়ান কালচারের ক্লাস হত । পুজো, প্রার্থনা সবই হত । সাধুসন্ন্যাসীদের জন্মতিথিতে অনুষ্ঠান হত । রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদার কথা ঢাকঢোল পিটিয়ে বলা হত । নরনারায়ণ সেবা (অঞ্চলের গরিব মানুষদের খাওয়ানো, যেখানে ছাত্রেরা পরিবেশন করত) হত । 'নীলাচলে মহাপ্রভু' দেখানো হত । ডিরেক্ট ধর্মশিক্ষা ।
  • nv | 71.142.85.83 | ১৬ জুলাই ২০১১ ১৩:০৪476847
  • আরে আর কে মিশন যে কাজটা করেছে/করে চলেছে সেটা কি এত-ই ফেলনা?
  • dukhe | 117.194.243.19 | ১৬ জুলাই ২০১১ ১৩:০৬476849
  • ঐটা হনু হেব্বি দিয়েছেন । দুখে যে শখের পোতিক্কিয়াশীল সেটা আগে কে জানত ! দুখে তো জানতই না ।
    হনুর জ্ঞানসমুদ্র থেকে ঐটি একটি নুড়ি কুড়িয়েছি দাদা ।
    তা অসহ্যের কী লিখলাম ? কিছু তথ্য দিলাম স্রেফ । বারণ নাকি ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন