এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (৩)

    Guruchandali
    অন্যান্য | ০১ জুলাই ২০১১ | ২৫৯৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ৩১ আগস্ট ২০১১ ১৪:৫২478419
  • এ সব সুমনের বহু পুরোনো বোলচাল। ""এ বঙ্গে বাঙ্গালী নেই"", ""কেউ আমার গান বোঝে না""। এসব ও বহু আগে থেকেই বলে আসছে। আমার ধারনা সুমন কোথাও একটা নিরপত্তাহীনতায় ভোগে। প্রথম দিকে অকারণ গালাগালি। পরে এ জাতীয় কাথাবার্তা। ও বোধহয় বোঝেই না যে গানটা ও খুব ভালো গাইতো। এ সবের দরকার ছিলো না।
  • pinaki | 122.178.16.180 | ৩১ আগস্ট ২০১১ ১৬:৫৩478420
  • সুমন সব কিছু নিয়েই এক্সট্রীম কমেন্ট করে থাকেন। তবে লেখাটা পড়ে মনে হল ওনার অভিমানের জায়গাটা হল - মানুষ ওনার গানকে ভালোবেসেছে মূলত: অন্যরকম কথার জন্য। সুর এবং সুর বাজানোর পদ্ধতি নিয়ে ওনার যে ইনোভেশন - সেটা ওনার মতে যথাযথ মূল্য পায় নি। এগুলো সাবজেক্টিভ অনুভূতি। সারাক্ষণ যে স্তাবকরা সুমনকে ঘিরে থাকে তাদের কারণেই হয়তো এই উপলব্ধি। তবে সুমন সেটাকে এক্সট্রীম জেনারালাইজেশনে নিয়ে গেছেন।
  • kallol | 220.226.209.2 | ৩১ আগস্ট ২০১১ ১৮:২৭478421
  • ওখানেই তো গন্ডোগোল।
    সলিল চৌধুরীকে এরকম আফশোষ করতে কেউ শুনেছে? ওনার কথা সুর অ্যারেঞ্জমেন্ট কে বুঝলো না বুঝলো তাই নিয়ে ওনার মাথা এতোটা ব্যাথা ছিলো না। উনি জানতেন এসব কিছু বোদ্ধা বোঝে। কিন্তু তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হলো সাধারণ লোকের মনে জায়গা করে নেওয়া। যেটা সুমন ও সলিল দুজনেই পেয়েছেন। সুমনের নিরাপত্তাহীনতার কারনে সুমন সেটা উপভোগ করতে পারে নি।
  • suddhasatya | 117.194.227.146 | ৩১ আগস্ট ২০১১ ২৩:১৯478422
  • দীপঙ্করবাবু, খুব ভাল লাগলো। আমার এমনই মনে হয়েছিল। কিন্তু উনি কথাটা যে ভাবে বলেছিলেন তাতে মনে হচ্ছিল এমন কথা বোধহয় ওনাকে বলা হচ্ছে। একটু অবাকই হয়েছিলাম। সাধারণত শিল্পী মানুষের কিছু নীতি বা আদর্শ থাকে। এটা তার বেশ পরিপন্থী বলেই মনে হয়। দেবব্রত বিশ্বাস এমন কাজ করতে পারেন ভাবা যায় না। কিন্তু যেহেতু উনি নিজেকে ছাত্রী দাবী করে লিখেছেন তাই আমার সেখানে বলাটা নেহাতই অসৌজন্য। তাই আপনার স্মরণাপন্ন হলাম। তাছাড়া কল্লোলদা এবং ডিডি-ও সমৃদ্ধ করলেন। সব মিলিয়েই এবারে আশা করি ওনাকে বলতে পারবো যে এমনটা ঠিক লেখেননি। আর কি জানেন, মানুষ জীবিত থাকলে নিজেকে ডিফেন্ড করতে পারেন। না থাকলে অনুরাগীদের দায় পড়ে তাঁর হয়ে ডিফেন্ড করার।
  • ranjan roy | 122.163.3.192 | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:১১478423
  • রায় মহাশয়ের আইরীন-বর্ণনা অতীব স্বাদু।
  • I | 14.96.127.74 | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:৫২478424
  • হারিকেন ফাটাফাটি।
  • Nina | 12.149.39.84 | ০১ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩১478425
  • কুলদাভাই ,
    হারিকেন এক্কেবারে গরম গরম ডোনাটের মতনই মিষ্টি আর মুচমুচে :-))
    হারিকেন গাছপালাদের বড্ড নিষ্ঠুরভাবে তছনছ করেছে --নিহত ও আহত গাছেরা কেন পায়না বিচার ?!
  • Guruchandali | 122.162.75.251 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২০:১৫478426
  • প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজা।

    কবিগানের বিলুপ্তি ও কবিয়াল মদন সরকার - মুজিব মেহদী
    জর্জ বিশ্বাস: একশো বছর - শিবাংশু
    গানের ঝর্ণাতলায় (তৃতীয় পর্ব) - দীপংকর বসু
    লা টোম্যাটিনো - সুমন্ত মুখোপাধ্যায়
  • dri | 117.194.244.159 | ০৫ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৮478427
  • জয়া মিত্রর 'দিঘি থাক মাঝখানটিতে' :

    'পুকুর কাটা ..., এটি একটি বিদ্যা।' এই লাইনটা খুব মনে ধরেছে। এত পুকুর দেখেছি, কিন্তু এই সত্যটি কথাটা কখনো ভেবে দেখিনি।

    অন্য দেশেও পুকুর খুব একটা দেখিনি। মে বি এটা আমাদের দেশের স্পেশালিটি?

    কিছুটা কাকতালীয়ভাবেই, এখন আমি আল-বিরুনি পড়ছি এডওয়ার্ড সাখাউ (নাকি সাচাউ?) এর ভাষ্যে। সেখানেও পেলাম একই কথা।

    Speaking of the construction of the ponds at holy bathing-places, he says: “In this they have attained a very high degree of art, so that our people (the Muslims), when they see them, wonder at them, and are unable to describe them, much less to construct anything like them.

    তার মানে, সেই আমলে আল বিরুনি উজবেকিস্তান, আফঘানিস্তানেও পুকুর দেখেননি।
  • siki | 123.242.248.130 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৫478429
  • ভুবনেশ্বরে পুকুর দেখি নি। দিল্লি এনসিআর এবং উত্তর ভারতের যে সমস্ত জায়গায় গেছি, পুকুর দেখি নি।

    চেন্নাইতে দেখেছি। ছোট্ট ডোবা, ছোটো পুকুর, কচুরিপানা।
  • ppn | 122.252.231.10 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৩478430
  • আব্বে সিকি, লিঙ্গরাজ মন্দির যাওনি?
  • siki | 123.242.248.130 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১০:০৩478431
  • ওখানে ছিল বুঝি? খ্যাল করি নি।

    ওভারঅল কিন্তু ভুবনেশ্বর শহরে পুকুর দেখেছি বলে মনে করতে পারছি না। আমাদের বাংলার মফস্‌সলে যেমন দেখা যায়।

    অবিশ্যি গ্রাম্য ওড়িশাও তেমন দেখি নি।
  • pi | 75.150.227.198 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১০:০৫478432
  • হয়তো অনেকেরই এটা শোনা। জয়াদিই সন্ধান দিয়েছিলেন। খুব ইন্টারেস্টিং বক্তৃতা।
    http://www.ted.com/talks/anupam_mishra_the_ancient_ingenuity_of_water_harvesting.html

    একটা বিস্তারিত লেখাও আছে। টেকনিকগুলোর খুঁটিনাটি নিয়ে।
  • kd | 59.94.2.243 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১১:০২478433
  • সেকি দ্রি, আমেরিকায় পুকুর দ্যাকোনি? এ মা, জানো না ওরা পুকুরকে বাংলায় সুইমিং পুল বলে। :)
  • ppn | 216.52.215.232 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩478434
  • ভুবনেশ্বর শহরের সাথে বাংলার মফস্‌সলের তুলনা করলে কী করে হবে? :)

    এদিকে গ্রাম্য ওড়িশা ঘুরতে যাবার পথে যা চোখে পড়েছে তাতে আমারও পুকুর বেশি চোখে পড়েনি। ট্রেনেও ওড়িশা বর্ডার পেরিয়ে এলেই পুকুর ইত্যাদি চোখে পড়ত।
  • DB | 115.187.39.117 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:২১478435
  • শিবাজী তোমার এই লেখটি অন্য পাততেও পড়েছি। অসম্ভব ভালো লেখা। তোমার এই লেখাটা পড়তে পড়তে মনে হচ্ছিল যেন গানই শুনছি। গানের কথা এর চেয়ে ভালো ভাবে লেখ আমি কমই পড়েছি।
    কোমল তোমার অঙ্গুলি ছোঁয়া বাণী /বুঝি দিল অনি /বিরহের কোন ব্যথাভরা লিপি খানি
  • i | 124.171.18.181 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৯478436
  • গানের ঝরণাতলায় এই পর্বে দেবব্রত বিশ্বাসের চিঠিটি একদম আলাদা মাত্রা এনে দিয়েছে।দারুণ ইন্টারেস্টিং চিঠি। এর আগের পর্বে রাবীন্দ্রিক বৃক্ষ আর বায়সের গল্পটিও খুব ইন্টারেস্টিং ছিল। সুখপাঠ্য এই স্মৃতিচারণটির জন্য
    দীপঙ্কর বসুকে অনেক ধন্যবাদ ।
  • Nina | 12.149.39.84 | ০৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:১১478437
  • দীপঙ্কর বসু ও শিবাংশুর লেখা দুটি বারবার পড়ছি--প্রতিবার আরও এককাঠি বেশি করে ভাল লাগছে --এ এক অতি প্রিয় গানের মতন প্রাণে বাজে।
    দুজনকেই বারবার অভিনন্দন।
  • Nina | 12.149.39.84 | ০৯ সেপ্টেম্বর ২০১১ ০২:১২478438
  • কবিগানের বিলুপ্তি ও কবিয়াল মদন সরকার নিয়ে মুজিব মেহেদীর লেখাটি খুব ভাল লাগল। বাংলার গ্রামের এইসব অমূল্য রত্ন একে একে হারিয়ে যাচ্ছে ভাবলেই বড় কষ্ট হয়। লেখাটির সঙ্গে কয়েকটি কবিগানের লাইন থাকলে খুব ভাল হত---শুনতে ইচ্ছে হয়। গ্রামের মাটির বুকের এই ঝর্ণাধারা কি সত্যি ই বিলুপ্ত হয়ে যাবে---একে ধরে রাখার কি কোনো প্রয়াস হয়না?
  • Nina | 12.149.39.84 | ০৯ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৮478440
  • কবিয়াল মদন সরকারের কয়েকটি কবিতা/গান/তর্জা শোনার অনুরোধ জানিয়ে গেলাম মুজিব মেহদী স্‌সহেবকে।
  • Guruchandali | 128.231.22.133 | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৪478441
  • ---------------------------------------------------------------------------------------------
    প্রকাশিত হল এ সোমবারের বুলবুলভাজা :

    কূটকচা৯ :
    ব্র্যাণ্ডমাস্টার - যশোধরা রায়চৌধুরী

    বুলবুলভাজা:
    এনরেগা আন্দোলন ও 'টিম আন্নার' গ্রামসভা আন্দোলনে যদি সাফল্য আসে - অরুণা মহাজন

    আলোচনা:
    সমস্যায় শর্টফিল্ম - নন্দিতা দত্ত , অনুবাদ কৃষ্ণকলি রায়

    -----------------------------------------------------------------------------------------
  • dd | 124.247.203.12 | ১৩ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩২478442
  • যশোধরার লেখা আগেও পড়েছি ,খুবই ভালো লাগে। বিশেষত: তার বিড়াল নিয়ে পারিবারিক চর্চা তো ক্লাসিক।

    এবারের লেখাও ভাল্লগলো। আরো খুসী হলাম একটানা ভারী ভারী প্রবন্ধের মাঝে একটু হাল্কা মেজাজের স্বাদ পাওয়া গেলো।
  • Guruchandali | 72.83.92.218 | ১৩ সেপ্টেম্বর ২০১১ ১০:১০478443
  • * অরূপা মহাজন
  • Nina | 12.149.39.84 | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:০৯478444
  • যশোধরার লেখাটি সরেস---ফুরফুরে সুন্দর।
  • Anupam Das Sharma | 115.240.8.183 | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৫478445
  • নতুনত্বের আস্বাদন পেলাম।
  • Muzib Mehdy | 180.211.216.149 | ১৩ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৪478446
  • MsNina মদন সরকারের কবিতা/গান/তর্জা শুনতে চেয়েছিলেন। আমার নিজের সংগ্রহে তেমন কিছু নেই। লেখার শুরুতে উল্লিখিত কামালউদ্দিন কবিরের 'হাওর জনপদের গীতরঙ্গ' বই থেকে দুটো অংশ উদ্ধৃত করা যায় হয়ত।

    "আমরা যত পল্লিবাসী গরিব কাঙাল আছি ভাই
    আমরার কতা কানে তোলেন এমন মানুষ কেউই নাই
    আপনা নিয়া সবাই ব্যস্ত মস্ত মস্ত যত লুক (লোক)
    পরের দিকে চান না ফির‌্যা খোঁজেন কেবল নিজের সুখ
    ঐ যে পল্লির ঘরে ঘরে রাইতে দিনে হাহাকার
    তার কি কিছু খবর রাখেন দেশের রাজা জমিদার"

    "বৃদ্ধ বয়সে করি কাম
    তৈজসপত্রে লেখি নাম
    অক্ষর একটাহা দাম
    বর্তমানে আমার কাম"

    আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
  • Nina | 12.149.39.84 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:১৪478447
  • মেহদী সাহেব, অনেক ধন্যবাদ! এই সব কথাগুলি একেবারে নিখাদ প্রাণের টানে বেরিয়ে আসা--কোনও ভেজাল মেশে নাই--বড় ভাল লাগে। সময় করে আরও লিখবেন এইসব বিলুপ্তির পথে যাওয়া বাংলার কব্য-গান-তর্জা।
    কিছুদিন আগে সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ' হৃদয় মৃদঙ্গ ' পড়ে খুব ভাল লেগেছে--'আলকাপ' দল নিয়ে লেখা। তার পর পর ই রাজা সেনের ডকুমেন্টরি 'আলকাপ' দেখে নতুন করে পুরোনো কে চিনতে পারলাম--খুব ভাল লাগল।
    আপনাকে অভিনন্দন জানাই।
  • indira | 115.242.118.134 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৭478448
  • দারুণ আনন্দ পেলাম যশোধরা ! অতীব সুপাঠ্য ।
    BRAND-e-MATARAM!!!
  • Anirban Roy Choudhury | 173.20.237.89 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:২৫478449
  • যশোধরা রায়চৌধুরী'র ব্‌র্‌যান্ডমাস্টার - খুব ভালো লেগেছে ..:) ..
    পত্র-পত্রিকার ব্‌র্‌যান্ডিং'এর প্যারা'টি এক কথায় "ভীষণ অপ্রিয় সত্য" :) :) ..

    কাপড়ের ব্রান্ডের ব্যাপারে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে .
    একবার হায়দরাবাদ থেকে কলকাতা ফিরছিলাম - ফ্লাইটে আমার পাশে এক গুজ্জু ব্যবসায়ী বসে ছিলেন . কথায় কথায় জীবিকা আলোচনা হতে উনি বললেন - অনার কাপড়ের ব্যবসা| আহমেদাবাদ'এ ওনার মিলের কাপড়ে LeeJeans বা অন্য দামী ব্‌র্‌যান্ড'এর ট্যাগ লাগিয়ে (লিগ্যাল) উনি বিদেশে চালান করেন এবং আমাদের মত কিছু "দেখনদারি" পাবলিকেরা সেই বিদেশের দামেই ভারতীয় শপিং মল থেকে সেই জিনিস কেনে .

    অনেক জিনিস যেগুলো শুধু ব্‌র্‌যান্ডিং'এর অভাবে প্রচার পেলনা - কিন্তু সেগুলো থাকবে চিরকাল, প্রত্যেকদিন ...
    যেমন - বোলপুরের মাটির ভারে চা, মালদা স্টেশন'এর মেশিনে বানানো রুটি, খড়গপুরের লুচি তরকারী, কাটোয়া রুটের কালাকাঁদ, কলকাতায় বাসের লেবু লজেন্স ........
  • kd | 59.93.247.117 | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৬478451
  • কিন্তু কিছু কিছু ব্র্যান্ডিং একেবারেই ফেল্‌না নয় - যেমন সুজ্জো ময়রার জলভরা, হারান মাঝির কড়া রসোগোল্লা আর করিম্‌স!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন