এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চশিক্ষা মানে প্রেসিডেন্সি-পশ

    Biplab Pal
    অন্যান্য | ১৩ জুন ২০১১ | ২২২১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ১৩ জুন ২০১১ ১৯:০৮480029
  • বেলুড় কেন হবে না? এক সময় নিয়মিত স্ট্যান্ড করতো এখান থেকে। চমৎকার অধ্যাপক আর পড়াশোনার পরিবেশ। আর সব থেকে বড় কথা পুরোপুরি রাজনীতি মুক্ত।

    হানু, বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় চালু হয়ে গেছে। কিছু কিছু কোর্স শুরু হয়েছে। স্টেট নয়। সরাসরি কেন্দ্র থেকে ব্যবস্থা করা হয়েছে। আমি কিছু কিছু কোর্স পড়িয়েছি ওখানে।

  • PT | 203.110.243.23 | ১৩ জুন ২০১১ ১৯:০৯480040
  • মেদিনিপুর A+ হওয়া সত্বেও কলকাতার শিক্ষিত মানুষেরা সন্তানদের ঐ কলেজে ভর্তি করার ব্যাপারে নাসিকা কুঞ্চন করে। অথচ JAM পরীক্ষাতে মেদিনীপুর কলেজের ছাত্র-ছাত্রীরা প্রায় স্যুইপ করে IIT-গুলোতে MSc কোর্সে ভর্তি হয়।
  • h | 116.202.159.187 | ১৩ জুন ২০১১ ২১:২৯480051
  • কিন্তু দু:খের ব্যাপার হল, তারপরেই, তারা, মানে সুদু তারা নন, জেলা নিরপেক্ষে, আবাপ/toi পড়ে সেন্টার অফ এক্সেলেন্সের কথা বলেন, IIT বা প্রেসি তে বিদেশ থেকে ফিরে এসে পড়ানোর কথা ভাবেন, বা সেই এজেন্ডায় ভোট দেন, গাঁয়ের স্কুলে কলেজে পড়াতে জান না, বলেন/বলবেন ওখানকার মাশ্‌টার রা সিপিএম বা তিনোমূল বা কংগ্রেস্র ক্যাডার। the gospel of merit, becomes the gospel of elite centre of excellence, quite easily. and then it collects its followers.definitely amazing but hardly a surprise.
  • h | 116.202.159.187 | ১৩ জুন ২০১১ ২১:৪১480054
  • ব্রতীন, next week, over a beer? এই উইক টা স্লাইট চাপে। আমি সোমবার ফোন কর্বো। আমার সবচেয়ে বেশি দিনের বন্ধু, তিরিশ বছরের, একটি তৃণমূলের self styled ideologue. তবে তৃণমূলের সবাই আমার বন্ধু না , বা আমার সব বন্ধু তৃণমূল না, needless to say;-)
  • siki | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২২:০৭480055
  • এই বাজারে একটা ছোট কম্পিটিশনে জেতার খবর দিয়ে যাই।

    ঝাড়খণ্ড বোর্ডের বারো ক্লাস ফাইনালের রেজাল্ট বেরিয়েছে আজ। ৬০% ছাত্রছাত্রী ফেল করেছে। ইনক্লুডিং শিক্ষামন্ত্রীর দুই ছেলে।

    পেসির অবস্থা অবশ্যই এর্থেকে অনেক ভালো :-)
  • siki | 122.162.75.192 | ১৩ জুন ২০১১ ২২:০৯480056
  • নিদেনপক্ষে বীয়ার না খেলে হনু দেখা দেয় না।

    এই দু:খে আমি সভাকক্ষ ত্যাগ করলাম।
  • amit | 128.103.93.213 | ১৩ জুন ২০১১ ২২:৫৩480057
  • বিদেশ থেকে ফিরে এসে গ্রামের স্কুল কলেজে পড়াতে যাওয়ার স্বপক্ষে যুক্তি টা কি?
  • Bratin | 117.194.97.152 | ১৩ জুন ২০১১ ২২:৫৪480058
  • গ্রেট শেষ অবধি আমার ডাকে বোধি সাড়া দিয়েছে। :-))

    আমাকে একটা কল কোরো সুবিধামতো 9830919012 তে।
  • Biplab Pal | 63.118.38.200 | ১৪ জুন ২০১১ ০০:৩৮480059
  • বিদেশ থেকে ফিরে এসে গ্রামের স্কুল কলেজে পড়াতে যাওয়ার স্বপক্ষে যুক্তি টা কি?


    AnabilAnanda..pureandunmixed!
  • amit | 128.103.93.213 | ১৪ জুন ২০১১ ০১:১২480061
  • কেন কেন আনন্দ কেন বিপ্লব দা, মানে উত্তর টা কি?

  • rimi | 168.26.215.135 | ১৪ জুন ২০১১ ০১:৫২480062
  • প্রেসিডেন্সির "হাল ফেরানোর" জন্যে ঠিক কি কি পরিকল্পনা আছে সরকারের? কারুর কাছে যদি সে বিষয়ে লিংক থাকে প্লিজ এখানে দাও।

    বিপ্লববাবুর সঙ্গে কিছুটা একমত যে শুধু প্রেসিডেন্সির "হাল ফেরানোর" চেষ্টা করে রাজ্যের উচ্চশিক্ষার মান খুব বেশি বাড়ানো যাবে না। প্রেসিডেন্সির মূল সমস্যা যেগুলো, সেগুলো সব কলেজেই আছে:

    ১। পুরোনো সিলেবাস ও কারিকুলাম। আধুনিক কর্মক্ষেত্রের সঙ্গে সংগতিহীন। সিলেবাস থিয়োরি ওরিয়েন্টেড। প্র্যাকটিকাল যদি বা হয়, বাস্তব জীবনে এই শিক্ষার প্রয়োগ সম্পর্কে কোনো ধারণাই তৈরী হয় না।

    ২। ক্লাস ঠিকমতন হয় না। প্রফেসররা তাঁদের কাজ ঠিকমতন করছেন কি না, সেটা যাচাই করার কোনো মানদন্ড নেই। অনেক প্রফেসরই ঠিক মতন ক্লাসে আসেন না, বা নির্ধারিত সময়ের অনেক আগে বা অনেক পরে আসেন। তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করেন। শিক্ষাগত যোগ্যতা যত ভালৈ হোক, অধিকাংশ প্রফেসরই তোয়াক্কাই করেন না ছাত্ররা ক্লাসে পড়ানো বুঝলো কি না।

    ৩। পরীক্ষা পদ্ধতিও, যথারীতি, মান্ধাতার আমলের।

    ৪। বন্ধ এবং সন্ত্রাসের রাজনীতি, কলেজ ক্যাম্পাসে মারামারি, ক্লাস বন্ধ ইত্যাদি।

    সব কলেজেই এগুলো পরিবর্তন হওয়া দরকার। ক্লাসই যদি ঠিকমতন না হয়, তাহলে বিশাল পাবলিকেশনওয়ালা প্রফেসর এনে লাভ কি?

    সামগ্রিক উচ্চশিক্ষার দিকে নজর না দিয়ে শুধু প্রেসিডেন্সি নিয়ে এইরকম মাতামাতিকে বালখিল্যপনা বললেও কম বলা হয়।

    এবার রাজ্য জুড়ে ওয়ার্ক কালচারের এই চুড়ান্ত অবনতি, শুধু পড়ানোতে নয়, সবরকম সরকারী কাজেই - এটা অবশ্যই মহান সিপিএম-এর অবদান। মমদিদি এইটা কি করে ঠিক করেন সেটাই দেখার।
  • Biplab Pal | 63.118.38.200 | ১৪ জুন ২০১১ ০২:০৩480063
  • কেন কেন আনন্দ কেন বিপ্লব দা, মানে উত্তর টা কি?


    OnlythingIenjoyedmorethansexisteaching! Oneshouldteachjustforthepleasureofteaching!
  • amit | 128.103.93.213 | ১৪ জুন ২০১১ ০২:৩৮480064
  • বোঝো!! প্রশ্ন টা পড়ানোর স্বপক্ষে যুক্তি নিয়ে ছিল না, বিদেশ থেকে ফিরে এসে (অবশ্যই উচ্চশিক্ষা লাভ করে) গ্রামের স্কুলে গিয়ে পড়ানোর স্বপক্ষে যুক্তি চেয়েছিলাম।
    আর আপনি সেক্সের চেয়েও বেশি আর কি কি বেশী উপভোগ করেছেন, তা আপনার ব্যাপার, সেটা আমার প্রশ্নের উত্তর নয়।

    এটা কমন:
    সাধারণ ভাবে প্রেসিডেন্সীর গুণগত মান নাম নিয়ে বলা মুশকিল। বয়স বেশী নয়, অনেক কিছু দেখেছি বলে দাবী করা যায় না, তাই। তবে কেমিস্ট্রি তে প্রেসিডেন্সীতে বেশ কিছু ভাল প্রফেসর আছেন /ছিলেন, যারা জানতেন, পড়াতেন ও ভালো, যথা, GC, BCK, SJ, DM,, RC (প্রাক্তন প্রেসিডেন্সী প্রফেসর)। এরা ক্লাস নিতেন না বা বোঝাতে পারতেন না এরকম অভিযোগ শুনিনি কখন ও।
  • aka | 24.42.203.194 | ১৪ জুন ২০১১ ০৫:৫৪480065
  • আমাকে একজন একবার বলেছিল 'সেক্ষ না করেও থাকতে পারি কিন্তু অঙ্ক না করে অসম্ভব'। মনে পড়ে গেল।
  • rimi | 24.42.203.194 | ১৪ জুন ২০১১ ০৭:১০480066
  • কিছু ভালো প্রফেসর তো সব কলেজেই আছেন যাঁরা পড়ান ভালো বা নিয়মিত ক্লাসেও আসেন (অর্থাৎ ক্লাস কম মিস করেন)। বঙ্গবাসী বা সুরেন্দ্রনাথেও এরকম কিছু প্রফেসর অবশ্যই আছেন। কিন্তু এই গ্রুপের বাইরেও বহু প্রফেসর আছেন। সেটা কেন হবে? কেন নিয়মিত ক্লাস নেওয়া এবং ভালোভাবে পড়ানো (যাতে ক্লাসের অ্যাভারেজ ছাত্ররা বুঝতে পারে এবং ইন্টারেস্ট পায়) - এগুলো সব কলেজের নিয়ম হবে না? নতুন সরকার উচ্চশিক্ষার সংস্কারের চেষ্টা যখন করছেন, তখন লক্ষ্য এটাই হওয়া উচিত।
  • abastab | 61.95.189.252 | ১৪ জুন ২০১১ ০৯:০৮480067
  • বেলুড় তো ডিমড ইউনি। http://www.rkmvu.ac.in/
  • abastab | 61.95.189.252 | ১৪ জুন ২০১১ ০৯:১৪480068
  • বেলুড় তো ডিমড ইউনি। http://www.rkmvu.ac.in/
  • abastab | 61.95.189.252 | ১৪ জুন ২০১১ ০৯:২৬480069
  • ভাল ছেলে না হলে পড়িয়ে মোটেই মজা নেই, অআর ভাল ছেলেরা নিজেরাই পড়ে নেয়, কে কবে দ করে পড়াবে তার ধার ধারেনা।
  • Bratin | 122.248.183.1 | ১৪ জুন ২০১১ ১২:০৩480070
  • ভালো বা খারাপ ছেলে ও ই ভাবে বলা মুশকিল। যেটা মনে হয় ছেলে টার শেখার ইচ্ছা আছে কিনা। শিক্ষকের কাজ হল ছাত্র দের মনে শেখাও ইচ্ছে টা জাগিয়ে তোলা,

    আমাদের স্কুলে একজন স্যার বলেছিলেন তোমরা সবাই ও ই ভাবে নোট লিখো না তোমাদের চোখ গুলোর দিকে তাকিয়েই আমি পড়ানোর উৎসাহ পাবো। আমি অল্প সময় পড়িয়ে এইটা বুঝেছি। রোজ প্রিপ নিয়ে ক্লাশে যাওয়া। ছেলেদের প্রশ্নের উত্তর যার উত্তর রেডিমেড দেওয়া যাচ্ছে না, খানিকটা সময় নিয়ে সেগুলোর উত্তর পরের দিন মনে করে দেওয়া । ইত্যাদি ইত্যাদি।
  • abastab | 61.95.189.252 | ১৪ জুন ২০১১ ১২:১৬480072
  • যার অআন্তরিক শেখার ইচ্ছে অআছে তাকেই ভালো ছেলে বলছি। অআর উচ্চস্তরে শেখার ইচ্ছে জাগিয়ে তোলা বেশ শক্ত। সীমিত সময়ের মধ্যে প্রায় অসম্ভব। শিক্ষক কেবল কৌতুহল জাগানোর ক্ষেত্রে সাহায্য করতে পারেন।
  • Bratin | 122.248.183.1 | ১৪ জুন ২০১১ ১২:২০480073
  • একদম একমত আপনার সাথে।
  • Sibu | 74.125.57.33 | ১৪ জুন ২০১১ ১২:৪৪480074
  • @rimi। অ্যাভারেজ ছাত্র-ছাত্রী মানে কি? ৫০ পার্সেন্টাইল? নাকি অ্যারিথমেটিক মীন প্লাস মাইনাস ৩ সিগমা? মানে ধরে নিচ্ছি মেধা মাপার কোন একটা স্কেল আছে।

    আমার ছাত্র জীবনে মোট ২৪ বছরে আমি দু'জন শিক্ষককে পেয়েছি যাদের পড়ানো আমি বুঝতে পারতাম ও তাতে ইন্টারেস্ট পেতাম। আমার যারা ছাত্র ছিল তাদের মধ্যে যারা ভাল তারা সবাই স্বশিক্ষিত। এর মধ্যে বিদেশের কয়েকটি ইউনি ইনক্লুডেড। খানিক আগে জুরিখ পলিটেকনিকের এক এক্স-স্টুডেন্টের সাথে আড্ডা হচ্ছিল (এখানে আইনস্টাইন গাধা নাম পেয়েছিলেন, এবং এক্স-রে খ্যাত রয়েন্টগেন এখানকার ছাত্র)। সেখানে তারা তাদের অধ্যাপকদের পড়ানোর ক্ষমতা নিয়ে যা ভাবতেন সেটা মোটেই ফ্ল্যাটারিং না। তো কি কায়দায় গাদা গাদা ভাল শিক্ষক যোগাড় হবে?
  • Mir | 59.90.135.107 | ১৪ জুন ২০১১ ১২:৪৬480075
  • বিপের আর একটা বৈপ্লবিক টই আর সঙ্গে সঙ্গেই আকচা আকচী শুরু অন্যদের মধ্যে।
  • abastab | 61.95.189.252 | ১৪ জুন ২০১১ ১৩:০৪480076
  • ব্যাক্তিগত প্রশ্ন? শিবুর পদবী কি ব্যানার্জী?
  • Sibu | 74.125.57.33 | ১৪ জুন ২০১১ ১৩:০৮480077
  • আমার পদবী রায়।
  • PT | 203.110.243.21 | ১৪ জুন ২০১১ ২৩:৩১480078
  • জাতপাতে বিশ্বাসীর দেশের লোকেরা ছাত্র-ছাত্রীদের পশ্চাতে ব্রিলিয়ান্ট, পুওর ইত্যাদি ছাপ মেরে দেওয়ার জন্য অতি তৎপর। সেই মানসিকতা থেকেই প্রেসিকে নৈবিদ্যের চুড়ায় কলা হিসেবে দেখার বাসনা। সম্প্রতি পরিচয় হল একটি "খারাপ"" ছাত্রর সঙ্গে। খারাপ কেননা কলকাতার একটি ""ওঁছা""-র থেকে আরেকটু ভাল একটি কলেজে পাসে ভর্তি হতে পেরেছিল। মাস ছয়েক বাদে একটা সিট খালি হওয়াতে বিজ্ঞানের একটি বিষয়ে অনার্স পড়ার সুযোগ পায়। তার পর যাত্রা শুরু। জার্মানিতে পিএইচডি, স্যুৎজারল্যান্ডে পোস্ট ডক্টরেট করে সম্প্রতি একটি আইআইটিতে শিক্ষকতা শুরু করেছে।
  • aka | 168.26.215.13 | ১৪ জুন ২০১১ ২৩:৩৬480079
  • কিন্তু এটা তো এক্সেপশন। কোটি খানেকে একজনের এমন হয়। বাকি এক কোটি তো জলে তলিয়ে যায়।
  • PT | 203.110.243.21 | ১৪ জুন ২০১১ ২৩:৪৮480080
  • কোটির হিসেব বলতে পারব না। কিন্তু একটা বিশাল সংখ্যক ছাত্র-ছাত্রী তাদের যা পড়া উচিৎ তা না পড়ে অন্য কিছু পড়তে যায়। সব চাইতে উল্লেখযোগ্য উদাহরণ হল ব্যাপক সংখ্যায় বিজ্ঞান পড়া। আর্টস সাবজেক্ট পড়লে সে জাতে পতিত - এমনকি কমার্স পড়লেও সে পাতে দেওয়ার যোগ্য নয়। চাকরীর দোহাই দিয়ে লাভ নেই কেননা ""ছাগল দিয়ে যব মাড়ানো যায় না।""
    ছাগল এখানে মেধার পরিচায়ক নয় - প্রবচনটির পুরো অর্থে ব্যবহৃত। তাহলে উল্টো আরেকটি উদাহরণ দিই। পড়শোনাতে ""খারাপ"" একটি মেয়ে বিশ্বভারতীতে চিনা ভাষা শিখে হায়দ্রাবাদে একটি আইটি কোং-এ বিশেষ কোন কসরৎ ছাড়াই চাকরি করছে।
  • aka | 168.26.215.13 | ১৪ জুন ২০১১ ২৩:৫২480081
  • তাও বিজ্ঞান পড়লেই বেশি চাকরি মেলে, এ তো পরিসংখ্যান। আর কেই না চায় চাকরি পেতে? তার পরে তো পছন্দ অপছন্দ।
  • nyara | 122.172.157.219 | ১৪ জুন ২০১১ ২৩:৫৭480083
  • ছেলেমেয়ের চিনা ভাষায় ব্যুৎপত্তি আছে কিনা কী করে জানা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন